sj13
Jr. Member
Offline
Activity: 109
Merit: 2
|
 |
June 30, 2023, 04:26:18 AM |
|
আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আযহারের শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত পবিত্র ঈদ উল আযহার খুব আনন্দ সহকারে উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা ঈদ উল আযহার শেষ করে আজকে দ্বিতীয় দিন পবিত্র জুম্মার দিন পেয়েছি তাই আমরা আল্লাহর কাছে এই কোরবানির কবুল করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করব যেন আমাদের কোরবানি কবুল করে নেন আমিন 🤲।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি☺️ পরিবারকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। ঈদ মানে একে অপরের সাথে সকল দণ্ডবিবাদ ভুলে কাঁধে কাঁধ রেখে আল্লাহর কাছে মোনাজাত করে আমাদের পশু কোরবানি দিয়ে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেবো। দিয়ে ঈদ উল আযহার আনন্দ পালন করব ইনশাআল্লাহ
এই পবিত্র ঈদের দিনে আমাদের মাঝে অনেকেই নেই। অনেক পরিবারের মানুষই আছে তাদের পরিবার ছেড়ে সেই দূর প্রবাসে ঈদ উদযাপন করছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুন আমিন 🤲
সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দর ও হাসিমুখে কাটুক এই কামনাই করি ঈদ মোবারক।
🌺 💕🍃🌹🍃💕 💕.•°``°•.¸.•°``°•.💕 💕( 💚💚 💕 💕`•.¸ 💗 ¸.•` 💕 💕° •.¸¸.•° 💕 💕💕 💕 💕 ┌────♣─────┐ 😍পবিত্র🫂 ❤ ঈ্ঁদে্ঁর্ঁ শু্ঁভে্ঁচ্ছো্ঁ 🧡 ঈ্ঁদ্ঁ মু্ঁবা্ঁর্ঁক্ঁ 💙 ༊᭄ └────♣─────┘ 🌹🍃🌹🍃 ┊┊┊┊┊ ┊┊┊┊💚 ┊┊┊💚 ┊┊💚 ┊💚 ❤ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘 ঈঁদ💘মোবারক💘
|
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
June 30, 2023, 01:35:10 PM |
|
টুইটারে কিছু নতুন নতুন ইনফরমেশন খুঁজতে গিয়ে কতগুলো ক্রিপটো কারেন্সি রিলেটেড এক কথায় প্রকাশের মত কিছু বাগধারা খুঁজে পেয়েছিলাম। কিন্তু কোথায় কোন সোর্স থেকে নিচের ফেসগুলো খুজে পেয়েছি সেটার লিংক আমার কাছে নেই। তবে কিছু ক্রিপ্ট কারেন্সি রিলেটেড বাগধারা গুলো দিয়ে কাকে বা কি বোঝানো হয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হলো । 
|
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
 |
June 30, 2023, 04:07:33 PM |
|
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যেগুলো খেয়াল করলে সহজে ট্রেড করতে ও প্রাইস প্রেডিক্ট করতে পারবেন:
আমরা অনেকেই নতুন আছি যারা ভুলভাল ট্রেড করে ট্রেডিংকে Gambling বানিয়ে ফেলেছি। এর মধ্যে বেশিরভাগই নতুন ট্রেডার যারা খুব একটা এনালাইসিস না করেই ট্রেডিং শুরু করে এবং এই শুরুর দিকের গুরুত্বপূর্ণ সময়ে লস খেয়ে আস্থা হারিয়ে ফেলে। আমি নিচে কিছু বিষয় আলোচনা করেছি যেগুলো সম্পর্কে বলা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যাতে আপনি ট্রেডিং এর সময় কিছুটা হেল্প পাবেন বলে আশা করা যায়।
১. ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক বিশ্লেষণ করা: ফান্ডামেন্টাল এনালাইসিস ক্রিপ্টো ট্রেডিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মনে করুন আপনি একটি কয়েন বা টোকেন কেনার কথা ভাবছেন এখন আপনার প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত জানা খুবই দরকার। আপনার জানতে হবে প্রজেক্ট টা কেমন, এর ভিত্তি কি, ভবিষ্যতে প্রজেক্টটি কতটা গুরুত্ব পাবে। এছাড়া এর Market Cap ও Circulating Supply সম্পর্কে ধারণা রাখা ও প্রজেক্টটির অন্তর্নিহিত মূল্য কি এবং প্রজেক্টটি কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড এ বিষয়ে জানার চেষ্টা করতে হবে।
২. মুভিং অ্যাভারেজ ও চার্ট এনালাইসিস ব্যবহার করা: টেকনিকের এনালাইসিস এর জন্য দুটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে চার্ট এনালাইসিস করা ও মুভিং এভারেজ ব্যবহার করা। প্রাইস চার্ট সাধারণত সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন সম্পর্কে ধারণা পেতে ব্যবহার করা হয় আর মুভিং এভারেজ থেকে ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও চার্ট থেকে ব্রেক আউট, ব্রেক ডাউন সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় ধারণা পাওয়া যায় যা থেকে আমরা কয়েনটি পাম্প করবে বা নিচে নামবে তা প্রেডিক্ট করতে পারি । সাধারণত সাপোর্ট জন থেকে প্রাইস কিছুটা উপরে যায় আর রেজিস্টেন্স জোন থেকে প্রাইস কিছুটা নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। চার্ট এনালাইসিস করে আপনারা টেক প্রফিট ও স্টপ লস সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন।
৩. শুরুতে অন্যদের এনালাইসিস থেকে শিখুন: TradingView টেকনিক্যাল এনালাইসিস এর জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পারবেন অনেক ব্যবহারকারী বিভিন্ন কয়েন ও পেয়ারে তাদের এনালাইসিস শেয়ার করেছে। সেখানে তাদের এনালাইসিসের বিস্তারিত পোস্ট পাবেন। অনেকে দেখবেন বিটকয়েন পাম্প করবে প্রেডিক্ট করছে আবার অনেকে ডাম্প করবে বলছে। পরবর্তীতে বিজয়ী এনালাইসিস থেকে শেখার চেষ্টা করুন এবং পরাজিত এনালাইসিস থেকে ভুলগুলো খুঁজে বের করুন। এটা আপনাকে নিজের এনালাইসিস এর সময় অনেক হেল্প করবে।
৪. ইমোশনাল ট্রেডিং থেকে বিরত থাকুন ও ট্রেন্ড ফলো করুন: প্রায়ই অনেক অভিজ্ঞ ট্রেডারও ইমোশনাল ট্রেডিং এর কারনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেক সময় আপনার প্রেডিক্ট এর বাইরে প্রাইস মুভ করে তখন অনেকেই FOMO( Fear Of Missing Out) বা FUD( Fear, Uncertainty and Doubt) এর শিকার হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। এগুলো থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখতে হবে। আবার কখনোই ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নেয়া উচিত নয়।
৫. আসন্ন নিউজ এবং ইভেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে: অনেক ক্রিপ্টোকারেন্সি নিউজ ও ইভেন্টের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট সময়ে প্রাইস মুভমেন্ট করে। যেমন ধরুন কোন একটি বড় এক্সচেঞ্জে লিস্টিং হলে সাধারণত প্রাইস পাম্প করে আবার হ্যালভিং এর পরে বিটকয়েন সাধারণত হিউজ পাম্প করে। এ ধরনের নিউজ ও ইভেন্ট সম্পর্কে ধারণা রাখলে আপনার ট্রেডিং এ সঠিক সিদ্ধান্ত নেয়া আরো সহজ হয়ে যাবে।
|
|
|
|
|
|
|
|
tjtonmoy
|
 |
June 30, 2023, 04:40:22 PM |
|
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া। অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক। 
|
|
|
|
|
sj13
Jr. Member
Offline
Activity: 109
Merit: 2
|
 |
June 30, 2023, 06:17:32 PM |
|
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া। অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।  Congratulation আপনাকে আপনার পোস্ট টি পড়ে আপনার প্রোফাইলে এগিয়ে দেখলাম যে আপনি অনেকদিন যাবত ধরে এই বোর্ডে একটিভ আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতদিন যাবত আমাদের মাঝে থাকার জন্য। আপনার কাছে আজকের এই দিনটি খুবই স্পেশাল। আজকের এই দিনটি আপনার আনন্দ'ময় হিসেবে কাটুক সে কামনাই করি। আজকে আপনার ১৯৭১ টি পোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট করে আরো দূর এগিয়ে যান সেই কামনাই করি। আপনি ছোট ছোট ইউজার দেরকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনাকেও ঈদ মোবারক
|
|
|
|
|
|
Mr.corol
|
 |
June 30, 2023, 06:47:46 PM |
|
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।
অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।
অভিনন্দন ভাই আজকে আপনার পোস্টটি দেখে আমাদের সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধর কথা মনে পড়লো। আমরা ৯ মাস যুদ্ধ করার পর আমাদের সোনার বাংলা পেয়েছি। কিন্তু বর্তমানে কিছু লোকের জন্য আমাদের সোনার বাংলা আর সোনার নেই। যদি ১৯৭১ সালে আমাদের সোনার বাংলা না পেতাম তাহলে আমরা বিটকয়েন টক ফরমে বাংলাদেশ নামক কোন থ্রেড পেতাম না। আপনি আমাদের সবসময় অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। আপনার কাছে আমরা নতুনরা অনেক কৃতজ্ঞ। আপনার প্রতি দুয়া আপনি আরও সামনে এগিয়ে যান।
|
|
|
|
|
|
Popkon6
|
 |
July 01, 2023, 03:39:22 AM |
|
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া। অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।  @tjtonmoy ভাই আপনি যে আপনার পোস্ট কাউন্টের সাথে সংখ্যা মিলিয়েছেন ১৯৭১ এবং আমাদের দেশ স্বাধীনতা দিবস পোস্টটা দেখে আমার খুবই মাতৃভূমির প্রতি মায়া বেড়ে উঠছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত পোস্ট করার জন্য। এবং আরো উচ্চপদ মর্যাদা উচ্চ পোস্ট দাতার রাঙ্কে পৌঁছানো আপনার পক্ষে সহজ হবে। কিন্তু ভাই আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম আপনার Ninjastic space আপনার পোষ্ট সংখ্যা ২০২৯টি এবং কিছু পোস্ট মুছে গেছে (মডারেটর দ্বারা অথবা আপনার দ্বারা)।  বর্তমান পোস্ট= ১৯৭৪ টি অরিজিনাল পোস্ট= ২০২৯ টি মুছে ফেলা হয়েছে= ৫৫ টি কালেকশন: Ninjastic Space https://ninjastic.space/
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Mr.corol
|
আসসালামু আলাইকুম, প্রিয় বিটকয়েনটক ইউজারবৃন্দ আশা করি সকলে ভালো আছেন। বিটকয়েন এ আমি নতুন। বিশেষ করে বাংলা ফোরামে নতুন। এর নিয়ম সঠিকভাবে জানিনা। আমি এখানে এসে একটা বিষয় দেখলাম আমার সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছে। তাদের পোস্টগুলো পড়ে আমি অনেক বিষয় জানতে পেরেছি। আমি আশা করি আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। আমি সিনিয়র ভাইদের আরও সফলতা কামনা করি।
আপনাকে বাংলাদেশ লোকাল থ্রেডে স্বাগতম। আপনি বিটকয়েনে ফরমের নিয়ম কানুন গুলী, বাংলা থ্রেডের প্রথম পেজে দেওয়া আছে আপনি সেখান থেকে নিয়ম কানুয়গুলি পড়ে নিবেন। তবুও আপনাকে কোট করে দিচ্ছি, আপনি সুন্দর ভাবে নিয়ম কানুন গুলী পরে নিবেন। ধন্যবাদ আপনাকে।
|
|
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
 |
July 01, 2023, 07:05:11 AM |
|
আসসালামু আলাইকুম, প্রিয় বিটকয়েনটক ইউজারবৃন্দ আশা করি সকলে ভালো আছেন। বিটকয়েন এ আমি নতুন। বিশেষ করে বাংলা ফোরামে নতুন। এর নিয়ম সঠিকভাবে জানিনা। আমি এখানে এসে একটা বিষয় দেখলাম আমার সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছে। তাদের পোস্টগুলো পড়ে আমি অনেক বিষয় জানতে পেরেছি। আমি আশা করি আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। আমি সিনিয়র ভাইদের আরও সফলতা কামনা করি।
প্রথমেই বিটকয়েনটক ফোরামে আপনাকে স্বাগতম। এখন আপনি যুগান্তকারী ফোরামের একটি অংশ এবং আশা করি ভবিষ্যতে ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং পাশাপাশি নিজেও সফল হবেন। যেহেতু আপনি ফোরামে নতুন তাই কিছু রুলস সম্পর্কে জানা বাধ্যতামূলক যেগুলো মেনে চলা আবশ্যক : তবে ফোরামকে খুব সিরিয়াস ভাবে নিবেন না তখন আপনি আশাহত হতে পারেন । প্রতিদিন কিছুটা সময় ফোরামে দেন এবং নিজে জ্ঞান চর্চা করুন। অন্যদের মতামত গুলো পড়ুন এবং বিবেচনা করুন যে বিষয়ে আপনার জ্ঞান খুব কম সেই টপিকে আলোচনা করতে যাবেন না। প্রয়োজনে আগে সেই টপিকটা সম্পর্কে জানার চেষ্টা করুন। আর অবশ্যই শুরুতে ছোট ছোট ভুল হতেই পারে আবার অন্যরা মসকরাও করতে পারে এগুলো নিয়ে পড়ে থাকবেন না। আবার অনেকেই দেখি নিয়ম জানতে চেয়ে পরে আর ফোরামে খুঁজে পাওয়া যায় না আপনি আবার তাদের মধ্যে একজন হইয়েন না। আশা রাখি আপনিও সফল হবেন। বিটকয়েনটক ফোরাম সঠিকভাবে ব্যবহার করে সফল হওয়ার জন্য আমার আগের পোস্টটি কোট করে দেয়া হলো: নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। ইদানিং আমরা সবাই লক্ষ্য করছি কিছু নতুন মেম্বার ফোরামে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ লোকাল বোর্ডে ফোরামের রুলস বিরোধী পোস্ট করছে। আবার অনেকে ভালো পোস্ট না করেও মেরিট এর পিছনে ছুটছেন। তাই তাদের জন্য দিক নির্দেশনা স্বরূপ কিছু বিষয় তুলে ধরছি। ১.ফোরামের ব্যাসিক রুলস গুলো জানুন : আমাদের মধ্যে যারা নতুন তাদের অনেকেরই ফোরামের রুলস সম্পর্কে ধারণা নেই। ফোরামের যেকোন বোর্ডে পোস্ট করার আগে উপরে পিন করা রুলস গুলো অবশ্যই পড়ে নেবেন। আর ফোরামের সাধারণ রুলস গুলো সম্পর্কে ধারণা নিতে এই পোস্টটি অবশ্যই পড়বেন বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন। এখানে বাংলায় গুরুত্বপূর্ণ সব নিয়মকানুন উল্লেখ করা আছে। ২.আগে নিজে জানুন অন্যকে সাহায্য করুন: ফোরামের সার্চ অপশন থেকে আপনি ক্রিপ্টো রিলেটেড যেকোন বিষয়ে সার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন। যদি সেই বিষয়ে কোন সলিউশন দেয়া না থাকে তবে আপনি Beginners & Help বোর্ডে ইংরেজিতে অথবা আমাদের লোকাল সেকশনে বাংলায় প্রশ্ন করতে পারেন। মেরিট পাওয়ার অথবা দ্রুত রেঙ্ক আপ করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে অন্য ফোরাম মেম্বারদের হেল্প করা অথবা রিসোর্স শেয়ার শেয়ার করা। এতে আপনার ফোরামে রেপুটেশন ও বাড়বে এবং ভালো পোস্ট দাতা হয়ে উঠবেন। অবশ্যই চেষ্টা করবেন ফোরামে অবদান রাখতে কারণ যত বেশি অবদান রাখবেন তত আপনার জন্য মেরিট পাওয়া সহজ হবে। ৩. কপি পোস্ট , শিট পোস্ট নয়: অনেকেই ফোরামে অন্যান্য রিসোর্স থেকে কপি করে ডিরেক্ট অথবা অনুবাদ করে পোস্ট করে দেন। এই ধরনের ভুল করলে আপনার ফোরাম একাউন্ট শিওর ব্যান হবে। গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ করে শেয়ার করতে পারেন তবে অবশ্যই মেইন রিসোর্স লিংক পোস্টের সাথে এড করে দিবেন। ৪.ধৈর্য ধরুন এবং লেগে থাকুন: ফোরামে আমাদের অনেকেরই আশা থাকে নিজেকে রেঙ্ক আপ করার। তবে সত্যি বলতে আপনার মধ্যে যদি ধৈর্য এবং ফোরামে নিয়োজিত থাকার আগ্রহ না থাকে তবে আপনার জন্য রেঙ্ক আপ করা খুবই কঠিন হয়ে যাবে। আমি ডিমোটিভেট করছি না আমি বলতে চাচ্ছি প্রতিদিন কিছুটা সময় ফোরামে ব্যয় করুন নিজে শিখুন অন্যকে সাহায্য করুন ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
July 01, 2023, 05:54:19 PM |
|
আবারো এ বছরের মতো চলে গেলো ঈদ আবারো সামনের ঈদ পর্যন্ত আমরা বেচে থাকবো কি না তারও কোনো গেরান্টি নাই। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। আমি কিছুদিন ব্যাস্ততার কারনে ফোরামে আসা হয় না ও বাংলা বোর্ডেও আসা হয় না। ঈদ আমাদের ধর্মীয় উৎসব যা আমরা বছরে মাত্র ২ বার পাই এটা নিয়ে আমাদের মাতামাতি থাকবে এটাই সাভাবিক তবে এখনে সেই মাতামাতিটা আমরা অনেক বেশিই দেখাচ্ছি। এখামে ভিজিট করা যাচ্ছে না ডুকলেই বড় বড় ঈদ এর শুভেচ্ছা দিয়ে ভরা। ভাই এগুলো না করলে কি হয় না? এখনে অনেক সময় সিনিয়র মেম্বাররা ঘুরতে আসে তারা এসব দেখলে কি বুঝবে? এগুলো দেখে তারা এমনিতেই বুঝে যায় যে বাংগালী কতটা উশৃংখল। ভাই বার বার নিষেধ করা সত্বেও কেন আপনারা এমন করেন আপনাদের নিজেদের কি এগুলো নিয়ে নিজেদের মধ্যে প্রশ্ন জাগে না যে এগুলো করা কি সত্যিই যুক্তিযুক্ত! অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।
আপনার একাউন্টের প্রফাইলে লেখা অনুযায়ী আপনার পোস্ট সংখ্যা ১৯৭১ যা আমাদের দেশের একটি স্মরণীয় সাল কিন্তু আপনার একাউন্টে আরও পোস্ট করা হয়েছিল যা আপনি হয়তবা নিজেই ডিলিট করেছিলেন অথবা মোডারেটর ডিলিট করেছিলো কিন্তু আমি এতো কথায় যাবো না আপনার এটি দেখা আমার ভালো লাগছে কারন ১৯৭১ সাল ঘিরে রয়েছে বাংগালী জাতির অনেক কিছু যা ভুলে যাওয়ার মত না। +১
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
tjtonmoy
|
 |
July 01, 2023, 06:15:40 PM |
|
~snip
~snip
জ্বি আমার কিছু পোস্ট অনেক আগে ডিলিট হয়ে গেছে। কিছু মডারেটর এর দ্বারা কিছু অফটপিক আমি অনেক আগে নিজে ডিলিট করেছি এবং কিছু সেলফ মডারেটেড টপিক সহ ডিলেট করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ডিলিট হয়েছে একটি বাউন্টি করেছিলাম যার ফুল টপিক সহ ডিলেট করে দেওয়া হয়েছিলো। যাই হোক, এগুলো ডিলেট না হলে হয়ত অনেক আগেই আমার এইটা কমপ্লিট হয়ে যেত। তবে আস্তে ধীরে হয়েছে এটাই অনেক পাওয়া। সবার এর দেশ প্রেম দেখে অনেক ভালোই লাগতেছে। কবে যে দেশ এ বিটকয়েন লিগ্যাল হবে আর কবে যে একটা লোকাল বোর্ড পাবো তার আশায় বসে আছি আমরা সবাই। ইনশাআল্লাহ অনেক দ্রুত তা হবে হয়ত। ঈদ এর ব্যাস্ততায় সবাই এখন ফোরামে অনেক কম আসে। আশাকরি ব্যাস্ততা কেটে গেলে সবাই আবার আগের মত লোকাল কমিউনিটি তে সময় দেবে। ~snip
ধন্যবাদ ভাই। আপনাদের সাথে থেকে আরও এগিয়ে যেতে চাই, এবং আপনাদের কেও এগিয়ে যেতে দেখতে চাই। আমারা একটিভ না থাকলে আপনারাই লোকাল থ্রেড কে একটিভ রাখেন। তার জন্য আপনাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাই মিলেমিশে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি আমাদের সবসময় অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। আপনার কাছে আমরা নতুনরা অনেক কৃতজ্ঞ। আপনার প্রতি দুয়া আপনি আরও সামনে এগিয়ে যান।
জ্বি ভাই, আপনাদের দোয়া তেই এতদূর আসতে পেরেছি। সবসময় দোয়া করবেন এইটাই সর্বদা আপনাদের কাছে আবদার। এইভাবেই যেনো আপনাদের পাশে থাকতে পারি। 
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1470
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 01, 2023, 07:57:49 PM Last edit: October 01, 2023, 06:58:49 PM by Crypto Library |
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আলহামদুলিল্লাহ এ মাসেও খারাপ নয় পোস্ট এক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে গত মাসের তুলনায় পোস্ট এক্টিভিটি একটু বেশি রয়েছে তবে ম্যারিট এর দিক থেকে সংখ্যাটি কিছুটা কম রয়েছে এবার। চিন্তিত ছিলাম ফেব্রুয়ারি মাসের পর মার্চ মাসে হঠাৎ করে পোস্ট অ্যাক্টিভিটি দ্বিগুণ হয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা, যাক আপনারা হতাশ করেননি জুন মাস পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আশা করি সামনেও থাকবে। ধীরে ধীরে মেম্বারগণের ওয়েটও বাড়তেছে এভাবে চলতে থাকলে আশা করি লোকাল বোর্ড পাওয়ার জন্য আমাদের খুব বেশি দেরি করতে হবে না। আগামীদিনগুলোর জন্য সবার জন্য রইল শুভকামনা। জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = ৪৯০টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = ২২০টি মে মাসের টোটাল পোস্ট হয়েছে = ৪০৫টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = ২৬২টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [33] 2. 2Pizza410000BTC [30] 3. Bd officer [30] 4. roksana.hee [27] 5. BD Crypto [23] 6. sj13 [19] 7. Worsh [17] 8. Poorman2 [15] 9. tjtonmoy [15] 10. Crypto Library [14] জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আলহামদুলিল্লাহ এ মাসেও খারাপ নয় পোস্ট এক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে গত মাসের তুলনায় পোস্ট এক্টিভিটি একটু বেশি রয়েছে তবে ম্যারিট এর দিক থেকে সংখ্যাটি কিছুটা কম রয়েছে এবার। আশা করি সব কিছু আরো ভালো ভাবে ঠিক হয়ে যাবে। এজন্য অবশ্যই সবাইকে একটিভ থাকতে হবে। একটিভিটি যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে মেরিট ও বাড়বে আশা করা যায়। তবে একটিভিটি কমে গেলে মেরিট ও কমে যাবে। আপনাকে ধন্যবাদ আরো একটা মাসের ডাটা তুলে ধরার জন্য! প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [33]
প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
July 02, 2023, 05:17:35 AM |
|
প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [33] 2. 2Pizza410000BTC [30] 3. Bd officer [30] 4. roksana.hee [27] 5. BD Crypto [23] 6. sj13 [19] 7. Worsh [17] 8. Poorman2 [15] 9. tjtonmoy [15] 10. Crypto Library [14]
কখনো ভাবি নি আমার নাম সেরা পোস্টদাতাদের তালিকায় চলে আসবে। আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে চাই এবং প্রতি মাসে সেরা পোস্টদাতাদের তালিকায় নাম উঠাতে চাই। এবং আমি চেষ্টা করবো আপনাদের মত ভাল ভাল পোস্ট শেয়ার করে আমাদের বাংলাদেশের লোকালের মান উন্নত করার জন্য। Learn Bitcoin ভাইয়ের ২৫০ টি মেরিট পূর্ণ হয়েছে এজন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা। ফোরামের নির্ধারিত ২৫০ এক্টিভিটি না হওয়া পর্যন্ত ভাইজানকে অপেক্ষা করতে হবে। তবে আমার পক্ষ থেকে ভাইজানকে অগ্রিম সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা রইল। meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
|
|
|
|
|
Bd officer
|
 |
July 02, 2023, 06:17:41 AM |
|
প্রথম দশজন পোস্টদাতা] 3. Bd officer [30]
আই এম তো অবাক  । আমি পোস্ট করার দিক দিয়া ৩য় অবস্থানের রয়েছি। এ মাসে আমি পারিবারিক কাজে ব্যস্ততায় ভালো করে পোস্ট দিতে পারি নি। এবং আরও একটা বিষয় হচ্ছে এ মাসে নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। যখন মাস শেষে দেখি ১০ জন পোস্টদাতার মধ্যে নিজের নাম দেখতে পাই সত্তিই অনেক ভালো লাগে। Learn Bitcoin ভাই কিছু দিন আগে বলেছিলেন প্রতিদিন একটি করে পোস্ট রাখার। আমিও প্রতিদিন ইনশাআল্লাহ একটি করে পোস্ট রাখার চেষ্টা করি, সামনে দিনগুলোতে ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে পোষ্ট রাখার চেষ্টা করবো। @Crypto Library ভাই যদি কিছু মনে না করেন আপনাকে আরও একটু কষ্ট করতে বলি , যদি আরও একটা চার্ট তৈরি করতেন, এক মাসে কে কয়টা মেরিট রিসিভ করলো কে কয়টা সেন্ড করলো। আমি হয়তো পাকিস্তান বোর্ডে গিয়ে এই রকম দেখছিলাম। ভাই আশা করছি আপনার কাছে থেকে আগামী মাসে ওই রকম মেরিট কে কয়টা সেন্ড বা রিসিভ করলো সেই চার্ট দেখতে পাবো। ধন্যবাদ ভাই আপনাকে।  প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
ঈদের খুশি যেতে না যেতেই, আমরা আরো একটি খুশির সংবাদ পেলাম। আপনি ভাই অলরেডি Sr.Member হওয়ার ২৫১ টি মেধা অর্জন করে ফেলেছেন। অ্যাক্টিভিটি ২৪০ হলে আপনি sr.member হয়ে যাবেন। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
Poorman2
Jr. Member
Offline
Activity: 217
Merit: 3
Patience is success...
|
 |
July 02, 2023, 06:53:44 AM |
|
আসসালামুয়ালাইকুম..... নিউজটি সম্পূর্ণই টুইটার থেকে নেওয়া.. @cz_binance একাউন্টে @lookonchain প্রোফাইল থেকে একটি টুইট শেয়ার করেছেন. যেখানে @lookonchain তার টুইটে বলেছেন, মনে হচ্ছে #PolyNetwork আবার হ্যাক করা হয়েছে, হ্যাকাররা প্রচুর সম্পদ তৈরি করেছে। এই টুইটের উত্তরে @cz_binance বলেছেন, @binance ব্যবহারকারীদের এটি প্রভাবিত করে না এবং আমরা এই নেটওয়ার্ক থেকে আমানত সমর্থন করি না। যদিও আমাদের নিরাপত্তা দল তাদের তদন্তে সহায়তা করছে। তারা কিছু টোকেন ট্রান্সফারের ছবি দেখিয়েছেন     Tweet Link: https://twitter.com/cz_binance/status/1675380954674651137?s=20আসলে এই বিষয়টা কতটুকু সত্য, তা আমি সঠিক জানিনা। তবে এই বিষয়ে সকলের কাছে বিস্তারিত তথ্য আশা করছে।
|
°°°°°°____^Patience is success^____°°°°°°
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
 |
July 02, 2023, 07:02:50 AM |
|
5. BD Crypto [23]
সত্যিই অনেক ভালো লাগছে প্রথমবারের মতো নিজেকে সেরা ১০ জন পোস্ট দাতাদের মধ্যে একজন হওয়ায়। আশা করি এখন থেকে নিয়মিত লোকাল থ্রেডে অবদান রাখার চেষ্টা করব। আমরা নতুন অনেকেই লোকাল থ্রেডে যেমন একটিভ হচ্ছে তেমনি আমার অনেক সিনিয়র ভাইদের ও মিস করছি তারা লিস্টে থাকলে আরো ভাল লাগত। তাদের মধ্যে একজন LDL ভাই কারণ লোকাল বোর্ডকে সবসময় উজ্জীবিত রাখতে উনার অবদান ছিল। আমি নতুন দের পাশাপাশি সিনিয়রদেরও লিস্টে দেখতে চাই দরকার পড়লে ১০ জনের স্থানে ২০ জনের লিস্ট হবে। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
আপনার তুলনা আপনি নিজেই এবং আপনি এটার যোগ্য। আপনি যেভাবে লোকাল বোর্ডের পাশাপাশি সবগুলো বোর্ডে অবদান রাখছেন এবং অন্যদের মূল্যায়ন করছেন , সফলতা আপনাকে ধরা না দিয়ে যাবে কোথায়। সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জনের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই। আরো অনেক দূর এগিয়ে যাবেন এটা শুধু সময়ের ব্যাপার ইনশাল্লাহ। meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
আপনি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ Meme Generator ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবং সুন্দর meme তৈরি করতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.zombodroid.MemeGeneratorআবার Meme তৈরি সম্পর্কে আইডিয়া পেতে ও Meme তৈরি করতে Memasik - Meme Maker অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটা একটি Meme শেয়ারিং প্ল্যাটফর্মও তাই এখান থেকে সহজে আইডিয়া নিতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.nick.memasik
|
|
|
|
|
|
Mr.corol
|
 |
July 02, 2023, 07:14:18 AM |
|
আসসালামুয়ালাইকুম..... নিউজটি সম্পূর্ণই টুইটার থেকে নেওয়া.. @cz_binance একাউন্টে @lookonchain প্রোফাইল থেকে একটি টুইট শেয়ার করেছেন. যেখানে @lookonchain তার টুইটে বলেছেন, মনে হচ্ছে #PolyNetwork আবার হ্যাক করা হয়েছে, হ্যাকাররা প্রচুর সম্পদ তৈরি করেছে। এই টুইটের উত্তরে @cz_binance বলেছেন, @binance ব্যবহারকারীদের এটি প্রভাবিত করে না এবং আমরা এই নেটওয়ার্ক থেকে আমানত সমর্থন করি না। যদিও আমাদের নিরাপত্তা দল তাদের তদন্তে সহায়তা করছে। তারা কিছু টোকেন ট্রান্সফারের ছবি দেখিয়েছেন     Tweet Link: https://twitter.com/cz_binance/status/1675380954674651137?s=20আসলে এই বিষয়টা কতটুকু সত্য, তা আমি সঠিক জানিনা। তবে এই বিষয়ে সকলের কাছে বিস্তারিত তথ্য আশা করছে। আপনি নিউবি তার জন্য আপনার পোস্ট এর পিক শো করছে না। তাই আপনার পিক গুলী শো করানোর জন্য কোট করে দিলাম।
|
|
|
|
|
|
LDL
|
 |
July 02, 2023, 07:17:46 AM |
|
5. BD Crypto [23]সত্যিই অনেক ভালো লাগছে প্রথমবারের মতো নিজেকে সেরা ১০ জন পোস্ট দাতাদের মধ্যে একজন হওয়ায়। আমরা নতুন অনেকেই লোকাল থ্রেডে যেমন একটিভ হচ্ছে তেমনি আমার অনেক সিনিয়র ভাইদের ও মিস করছি তারা লিস্টে থাকলে আরো ভাল লাগত। তাদের মধ্যে একজন LDL ভাই কারণ লোকাল বোর্ডকে সবসময় উজ্জীবিত রাখতে উনার অবদান ছিল। আমি নতুন দের পাশাপাশি সিনিয়রদেরও লিস্টে দেখতে চাই দরকার পড়লে ১০ জনের স্থানে ২০ জনের লিস্ট হবে। meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
আপনি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ Meme Generator ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবং সুন্দর meme তৈরি করতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.zombodroid.MemeGeneratorআবার Meme তৈরি সম্পর্কে আইডিয়া পেতে ও Meme তৈরি করতে Memasik - Meme Maker অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটা একটি Meme শেয়ারিং প্ল্যাটফর্মও তাই এখান থেকে সহজে আইডিয়া নিতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.nick.memasik আপনাকে সুস্বাগতম কারণ এখানে আপনাদের মতো নতুন মুখ সেরা পোস্টদাতাদের তালিকায় আসতে পেরেছে এজন্য আমার কাছে খুব ভালো লাগছে। একদমই ইনএকটিভ হয়ে যাইনি, আগের মত এত একটিভ থাকতে পারিনা কিন্তু এখন থেকে মাঝেমধ্যে একটিভ থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ সামনের মাসে অবশ্যই সেরা পোস্ট দাতা দের তালিকা আমরা সবাই থাকবো এবং @Crypto Library ভাই ১০ জনের তালিকা তৈরি করেছে আমি আরো ১০ জন বেশি করে মোট ২০ জনের তালিকা তৈরি করব এবং সেখানে আমরা সবাই কতগুলো পোস্ট দিয়েছি এবং কত নম্বর পজিশনে সেটা দেখতে পাবো। @Learn Bitcoin ভাই অনেক জিনিয়াস তাই ইতোমধ্যে আমরা তার থেকে প্রমাণ পেয়েছি এবং আমরা তাকে ভবিষ্যতে বড় একটি পর্যায়ে দেখতে চাই। তার পোস্টে সর্বদা নতুনত্ব এবং ইউনিক ইনফরমেশন দেখতে পাওয়া যায়। সে এমন একটি ইউনিক পন্থায় এখানে এক্টিভ থাকে যা আমার কাছে খুবই ভালো লাগছে। সে প্রতিদিন একটি করে পোস্ট করলে ৩০ দিনে প্রায় ৩০ টি পোস্ট হয়ে যায় এবং কোন একদিন যদি একটি বা দুইটি পোস্ট বেশি হয় তাহলে সে অবশ্যই পোস্ট সংখ্যা 35 প্লাস হয়ে যাবে যা একজন অ্যাক্টিভ মেম্বারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমি তার ইউনিক আইডিয়ার প্রতি সম্মান দেখাচ্ছি। পরিশেষে তাকে এডভান্স সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা বিনিময় করছি। @2Pizza410000BTC আপনি যদি ইউনিক মিমি তৈরি করতে চান তাহলে PicsArt অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তবে মাঝেমধ্যে এই অ্যাপ্লিকেশনটি সব মিমি সাপোর্ট করে না। আপনি google play store এ সার্চ দিয়ে এরকম একাধিক অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দমত যে কোন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
|
|
|
|
|
|