Kaito নিয়া যেটুকু জানি এখানে টুইটার পোস্ট কমেন্ট করা লাগে কোনো একটি প্রজেক্টকে টার্গেট করে মনে Hashtags ব্যবহার করে আর টুইটারে ইউনিক ফলোয়ার লাগে। আমি কয়েকদিন কাজ করছি কিন্তু কিছুই পাইনাই। ইউনিক ফলোয়ার কিভাবে হয় করা ইউনিক ফলোয়ার সেই বিষয়টা আমি আজও বুঝবার পারলাম না। এইটা শুনছি যে অনেকে নাকি ভালো মাল কামাইছে এইটা দিয়া। এইগুলা শুইনা শুরু কইরা ১০-১২ পর বাদ দিয়া দিছিলাম বিরক্ত হইয়া। প্রতিদিন ২০০+ টুইটার পোস্ট কমেন্ট কে করবে।
শীত তো অনেক পরে গেছে ভাই, ঢাকাতে এমন শীত আগে দেখিনাই। গ্রামে গেছি সেখানে তো আরো খারাপ অবস্থা। ঠাণ্ডা বাতাস অনেক আর এই বাতাসেই কাপাকাপি অবস্থা। টুপি পড়তে পড়তে চুল নষ্ট হইয়া গেছে আমার কিন্তু শীতের চো*দ*নে থেকে বাঁচার জন্যে পইড়া থাকতে হয়। অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো থাকি হিটার লাগানো আছে। অফিস থেকে বের হলে মনে হয় আমি মনে হয় অন্য কোনো দেশে আইসা পড়লাম।
কার মধ্যে কি কিছুই বুঝলাম না। টুইটার আর কাইটর মাঝে কানেকশন টা কোথায়? আমি নিজেই শুনছি এখানে নাকি অনেক অপরচুনিটি আছে, তবে সময় নাকি দিতে হয় অনেক। আর ইউনিক ফলোয়ারের বিষয়টা আমিও বুঝলাম না। সম্ভবত হতে পারি ক্রিপ্টো ইনফ্লুেন্সার টাইপ একাউন্ট মিন করছে। আমি প্রায়শই টেলিগ্রাম গ্রুপগুলোতে কাইটো নিয়ে নানাবিধি পোস্ট দেখি তাই কিউরিসিটি জাগলো। সবাই খালি কমেন্ট
yapps yaps চিল্লায়।
রিভিও মাস্টার ভাই মেবি জানেন এই বিষয়ে। তার তো আবার বিস্তর ইনভল্বমেন্ট এইসব জিনিসে। তার নিজের গ্রুপেও মেবি কাইটো রিলেটেড কিছু পোস্ট দেখছিলাম।
আপনি মিয়া চুল নিয়ে পড়ে আছেন, জেনেটিক্স খারাপ থাকলে চুল আজ হোক কাল হোক টাকলা ইমনিই হবেন। আমার ভাই কোল্ড এলার্জি ভয়াভয় আকার ধারন করছে। সারা শরীরে দানা দানা ফিল হয় (এলার্জিক রিয়েকশন ডিউ টু কোল্ড)।
ভাই এই জায়গায় আসছি ২ মাস হলো। এর আগে যেখানে ছিলাম এতো ঠান্ডা ছিলোনা। যাই হোক এক ড্রাইভে দিতে পারেন আবার আলাদা ড্রাইভেও দিতে পারেন। তবে নতুন হিসাবে Arch এ যাওয়া টা বোকামি হবে। আমি নিজে আর্ক ইউজার। আর্ক ইনস্টল করার জন্য গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস পাবেন না। টার্মিনালের মাধ্যমে ইনস্টল করতে হবে। একটু ভুল হলেই দেখবেন আকাম হয়ে গেছে।
আপনি আমারে যতটুকু নুব কনসিডার করছেন আমি অতোটাও নুব না। অনেকগুলো Distro আমি অলরেডি ট্রাই করছি। যেমন: Mint, Ubuntu, Manjaro, RedHat, Garuda, Kali ইত্যাদি। এমনকি মোবাইল ফোনেও Kali Nethunter ইনস্টল করছি। Windows 11 ও ইনস্টল করতে চাইছিলাম, কিন্তু আমার ডিভাইসে সাপোর্ট ছিলোনা, তাই করতে পারিনি। এখন বলেন ড্রাইভ আলাদা নাকি সেইম রাখা উচিত।
