Bitcoin Forum
January 26, 2026, 05:00:00 PM *
News: Community awards 2025
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 [93] 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 ... 668 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5996869 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
mdayonliner
Copper Member
Sr. Member
****
Offline Offline

Activity: 630
Merit: 420


We are Bitcoin!


View Profile
October 07, 2018, 10:02:47 PM
 #1841

~
Archive
Apni janen apni amar post er copy korsen. Jokhon mod janbay tokhon immediately ban khaben. Please remove the post.

Be happy be at peace. Looking forward to BTC at $1M
Fahim Touhid
Newbie
*
Offline Offline

Activity: 280
Merit: 0


View Profile
October 08, 2018, 02:32:38 AM
 #1842

আমাদের ১ টাকা ২ টাকা ও ৫ টাকার কয়েনের মতো এটিও একটি কয়েন কিন্তু এটা শুধু নামের ক্ষেত্রেই কয়েন কারন এই কয়েন টি ফিজিক্যালি দেখা যায় না, ধরা যায় না, ছোয়া যায় না বা আপনার ওয়ালেট বা পকেটে-ও রাখা যায় না, কিন্তু এই কয়েন দিয়েও আপনি চাইলে টাকা বা ডলারের মতো সবকিছুই কিনতে পারবেন যদি আপনার সেলার বিটকয়েন সাপোর্ট করে, আসলে বিটকয়েন হল এক প্রকার ভার্চুয়াল কারেন্সি। এটি আমাদের সাধারণ টাকার বা ডলারের মতই। যদিও বাংলাদেশে এখনও বিটকয়েন লেনদেন বৈধতা পায় নাই । বিটকয়েন বাজারে অনেক বছর যাবতই আছে। কিন্তু তারপরেও অনেকেই এই বিটকয়েন সম্পর্কে তেমন কিছু জানেন না তাই তাদের কে বিট কয়েন সম্পর্কে একটি পরিস্কার ধারনা দিতেই আমার আজকের এই প্রচেস্টা ।

আসলে কি এই বিটকয়েন ?

খুব সহজে বললে, বিটকয়েন হলো ডিজিটাল কারেন্সি যা এনক্রিপশন লেয়ারের মাধ্যমে সুরক্ষিত থাকে তাই এগুলোকে সাধারণত ক্রিপ্টোকারেন্সিও বলা হয়ে থাকে। আমরা যে টাকা বা ডলার দিয়ে কেনাবেচা করি তা প্রিন্ট করতে হয়, তৈরি করতে হয়। বিটকয়েনও তৈরি হয়। তবে নরমাল টাকার মত না। কারণ বিটকয়েন প্রিন্ট করতে হয় না। বিটকয়েন তৈরি হয় বিশাল বিশাল অঙ্ক সমাধান করার মাধ্যমে।বিটকয়েন মাইনিং এর মাধ্যমে  এখন অনেকে চিন্তা করছেন যে ভার্চুয়াল অর্থের মধ্যে অঙ্কের সমাধান কেন করা লাগবে। আমি এইগুলো সবই আজকে আপনাদের সাথে আলোচনা করবো ।

বিটকয়েনের প্রকারভেদ ?

“বিটকয়েনে অল্প ফি দিয়ে দ্রুত লেনদেন করা সম্ভব” -এটা হয়তো শুনে থাকবেন কিন্তু বর্তমানে বিটকয়েনের ব্যাপক জনপ্রিয়তার কারনে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। ফলে লেনদেনগুলো কনফার্ম হতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগছে আর মাইনার ফি অনেক বেড়ে গেছে। কম ফি দিলে আপনার ট্রানজেকশন কনফার্ম হতে অনেক সময় লাগবে, অথবা হবেই না।

এই সমস্যা দূর করার জন্য মাইনাররা বিটকয়েনকে আপগ্রেড করে ১লা আগস্ট ২০১৭ হতে বিটকয়েন ২টি ভাগে বিভক্ত করেছে ,একটি আগের পুরনো বিটকয়েন আরেকটি বিটকয়েন ক্যাশ ১৩ নভেম্বর ২০১৭ এই বিটকয়েন ক্যাশ নেটওয়ার্ক আপগ্রেড করা হয়।

কীভাবে কাজ করে এই বিটকয়েন ?

পৃথিবীর সব অর্থ মানে টাকা , ডলার বা যে কোন মুদ্রাই হোক এর একটি নিয়ন্ত্রণ সংস্থা আছে। এই কাজটি সাধারণত সরকার করে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিটকয়েন এর কোন এরকম সংস্থা নেই। বিটকয়েন পুরোটাই পাবলিক। কেউ বিটকয়েন কে নিয়ন্ত্রণ করে না। বিটকয়েন নিজেই নিজের কাজ করতে থাকে।

আপনার কাছে যখন বিটকয়েন থাকবে তখন এই বিটকয়েন আপনার ঘরে রাখা মূল্যবান জিনিস এর মতই কাজ করবে। কারণ আপনি যখন বিটকয়েন এর মালিক হবেন তখন আপনার কাছে একটি গোপন কোড থাকবে। ঐ কোডের ভিতরেই বিটকয়েন এর সব কিছু থাকে। অর্থাৎ কেউ যদি ঐ কোড পেয়ে যায় তাহলে সেই বিটকয়েন এর মালিক।

এই কোড অনেকে অনলাইন সার্ভিস যেমন-কয়েনবেস এ সংরক্ষণ করে। তবে যারা অনেক বেশি বিটকয়েন নিজে কার করে তারা সাধারণত এই কোড নিজের কাছে রাখে। নিজের কাছে রাখার  সময়ও সাবধান থাকতে হয় অনেক। কারণ কেই এই কোড পেয়ে গেলে এই বিটকয়েন ফেরত আনার কোন উপায় নেই।

তবে সবচেয়ে বড় ব্যাপার  বিটকয়েন দিয়ে কেউ কখন জালিয়াতি করতে পারবে না। কারণ বিটকয়েন এ কার কাছে কত বিটকয়েন আছে তা সবাই দেখতে পারে। কিন্তু এটা দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বের করা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি সেটি হল কার কাছে বিটকয়েন থাকলে তার কাছে শুধু মাত্র একটি সংখ্যা থাকে। তাই বিটকয়েন আদান প্রদান এর বিষয়টি সবাই দেখতে পারলেও ঐ বিটকয়েন এর মালিক আসলে কে তা বোঝা সম্ভব নয়।

বিটকয়েন নিয়ম-নীতি ও মূল্য নির্ধারন ।
আপনি জেনে অবাক হবে যে আজ ঠিক এই মুহুর্তে (08.10.18  8:33 AM ) সময় ১ বিটকয়েন এর দাম 6,560.01 US Dollar  ডলার বা 5,44,480 টাকা।
cpk02
Jr. Member
*
Offline Offline

Activity: 233
Merit: 1


View Profile
October 08, 2018, 04:25:46 AM
 #1843

আজকে বলবো সফটক্যাপ কি আর হার্ডক্যাপ কি? এই ব্যাপারে আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে তা দুর করার চেষ্টা করবো।
 
যেহেতু  আপনি ক্রিপটোকারেন্সি ওয়ার্ল্ড এ এসে পরেছেন অথবা এই ওয়ার্ল্ড এর ব্যাপারে জানার আগ্রহ আছে। তাহলে আপনি আইসিও তে ঘুরে দেখেছেন এবং প্রতিটা আইসিও তে সফটক্যাপ এবং হার্ডক্যাপ এর নাম দেখেছেন।

এখানে যে দুইটা প্রসেস আছে এইটা মুলতো ICO এর একটা ফান্ড রেইজিং গোল। একটা এম অথবা লক্ষ্য বলতে পারেন, যে আমাদের এই পরিমান টাকা সংগ্রহ করতে হবে। যদি মিনিমাম এই পরিমান অর্থ/ফান্ড কালেকশন হয় তাহলে আমরা প্রজেক্ট আরাম্ভ করতে পারবো আর নির্দিষ্ট এই পরিমান কালেকশন হয়ে যাওয়ার পরে আর ফান্ড কালেকশন করবো না। এমন না যে ICO এর মাধ্যমে যতো ইচ্ছা ততো  অর্থ শুধু নিয়েই যাবো। এইটার একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম এই পরিমান অর্থই আমরা নিবো অথবা মিনিমান এই পরিমান অর্থ হলেই প্রজেক্ট আরাম্ভ করতে পারবো।

সফটক্যাপ কি?

সফটক্যাপ হচ্ছে মিনিমাম লিমিট। যেমন বিভিন্ন ICO তে দেখে থাকবেন তাদের সফটক্যাপ দেয়া আছে ২ মিলিয়ন ডলার। এখন সফটক্যাপ এই ২ মিলিয়ন ডলার এর মানে হচ্ছে যদি ICO এর মাধ্যমে ২ মিলিয়ন ফান্ড উঠে তাহলেই তারা প্রজেক্ট আরাম্ভ করতে পারবে। আর যদি কালেকশন না হয় তাহলে প্রজেক্ট আর আগে বাড়াইতে পারবে না।

হার্ডক্যাপ কি?
হার্ডক্যাপ হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। যেমন ICO তে সফটক্যাপ এর পাশেই দেখবেন হার্ডক্যাপ দেয়া থাকে। ধরে নেই ২ মিলিয়ন সফটক্যাপ এর সাথে ২০০ মিলিয়ন হার্ডক্যাপ আছে। এই হার্ডক্যাপ এর মানে হচ্ছে এর চাইতে বেশি তারা কখনই বিক্রি করতে পারবে না। যদি বিক্রি হয়েও যায় লিমিট এর বেশি, তাহলে যতোটুকু বেশি ফান্ড আসবে তা আবার রিফান্ড করে দিতে হবে যারা লিমিট ক্রস এর পরে ইনভেস্ট করেছিলো তাদের কাছে।
 
তারমানে এই দারালো যে সফটক্যাপ মিনিমাম গোল, আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম গোল। এইটাই হলো দুইটার ভিতরে বেসিক ডিফারেন্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করবেন।
দারুন বলেছেন... সকলেরই এটা জানা প্রয়োজোন ছিল।।
Fahim Touhid
Newbie
*
Offline Offline

Activity: 280
Merit: 0


View Profile
October 08, 2018, 03:48:24 PM
 #1844

অনেকেই এখন  ভাবেন যে, এই ব্লকচেইন আবার কি ? তাহলে চলুন ব্লক চেইন নিয়ে একটু আলোচনা করা যাক।

ব্লকচেইন কি?

মোটামুটি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সারা পৃথিবী জুড়ে যত অর্থের বা সম্পদের লেনদেন হচ্ছে সেই লেনদেনের সকল এনক্রিপটেড তথ্য একসাথে নিয়ে একটা ব্লক বানানো হয়। সেই ব্লক দিয়ে ক্রমানুসারে সাজানো সম্পূর্ণ অপরিবর্তনীয় একটা ডিস্ট্রিবিউটেড এবং ডিসেন্ট্রালাইজড লেজারকেই মূলত ব্লকচেইন বলা হয়। কেমন যেন ঘোলাটে লাগছে সব কিছু, তাইনা! বিটকয়েন কে আমরা এখন অনেকেই চিনি। এখানে আমরা যে ব্লক চেইনের কথা বলছি তার একটা উদাহরণ হচ্ছে বিটকয়েন ব্লকচেইন। বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি যা কোন একটা ব্লকচেইন ব্যবহার করে পরিচালিত হয়।

ব্যাংকের যাবতীয় লেনদেন রেকর্ড করার জন্য সকল শাখায় একটা বড় সাইজের খাতা থাকে। আর যে ব্যাংকগুলো ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে, তাদের এই রেকর্ড থাকে ডেটাবেইজে। হয়তো, সেই পুরানো খাতাতেও থাকে। এই বড় সাইজের খাতাটাকে বলে লেজার। তো একটা ভ্যালিড ট্রানকেজশানের জন্য অবশ্যই ব্যাংকের লেজারে সেটার এন্ট্রি থাকতে হবে। ব্লকচেইন এরকম একটা লেজার, যেখানে পাশাপাশি একটার পর একটা এরকম অনেকগুলো ব্লক থাকে। প্রত্যেকটা ব্লকের ভিতর থাকে একটা সময়ে মাঝে সারা পৃথিবীতে যত ট্রানজেকশান হয়েছে সেটার সকল ডেটা। এই ডেটা ওপেন কিন্তু এনক্রিপ্টেড অর্থাৎ সবাই দেখতে পারবে এই ডেটা কিন্তু পড়তে গেলে প্রাইভেট কী লাগবে। অর্থাৎ আপনি যদি এখানে ট্রাঞ্জেকশান করে থাকেন তাহলে শুধুমাত্র আপনি এখান থেকে আপনার ট্রানজেকশনের সকল তথ্য সেটার প্রাইভেট কী ব্যাবহার করে পড়তে পারবেন, অন্য কেউই পারবেনা। তবে মানুষ যেটা দেখবে তা হল ট্রানজেকশনের পরিমাণ। তবে কার অর্থ কার কাছে গিয়েছে সেটা এভাবে জানা যাবেনা। কেননা শুধুমাত্র এড্রেস দিয়ে চলে যাবে টাকা। কোন পরিচয় থাকবেনা।

নিচের ছবিতে দেখা যাবে একটা ট্রানজেকশান দেখতে কেমন। ব্লকচেইনের প্রত্যেকটা ব্লক সম্পূর্ণ অপরিবর্তনীয়। একবার চেইনে একটা ব্লক যোগ হয়ে গেলে সেটাতে কোন প্রকারের পরিবর্তন অসম্ভব। ব্লকগুলো পাশাপাশি তাদের সৃষ্টির ক্রমানুসারে বসে। প্রত্যেকটা ব্লক তার আগে কোন ব্লক আছ সেটা জানে। এভাবে একটা ব্লকের সাথে আরেকটা কানেক্টেড। ব্লকচেইন ডিস্ট্রিবিউটেড এবং ডিসেন্ট্রালাইজড সিস্টেম, অর্থাৎ সারা পৃথিবীতে বলতে গেলে একই ব্লকচেইনের সব ইউজার বা ক্ষেত্রবিশেষে বিশেষ ইউজারদের কাছে একেবারে কার্বন কপি আছে। কাজেই একটা বা শ-খানেক সার্ভার বা কম্পিউটার একসাথে নস্ট হয়ে গেলেও ব্লকচেইনের কিছুই হবেনা।

ক্রিপটোকারেন্সিঃ

আমাদের প্রচলিত মুদ্রার মত ক্রিপ্টোকারেন্সি ও এক প্রকার মুদ্রা বা বিনিময় মাধ্যম। অর্থাৎ প্রচলিত মুদ্রা যেমন, ডলার, পাউন্ড, টাকা ইত্যাদি দিয়ে যে কাজ করা যায়, ক্রিপ্টোকারেন্সি দিয়েও সেই একই কাজ করা যায়। ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। এইরকম মুদ্রা অনেক আছে, যেমন বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো,  লাইটকয়েন ইত্যাদি। আমাদের মুদ্রা যেমন, ডলার, পাউণ্ড, টাকা ইত্যাদির দাম বিভিন্ন সময় ওঠানামা করে, এগুলোর ক্ষেত্রেও তাই, অর্থাৎ ক্রয়/বিক্রয় মূল্য ওঠানামা করে।
Andrew Nil
Newbie
*
Offline Offline

Activity: 210
Merit: 0


View Profile
October 08, 2018, 04:45:43 PM
 #1845

আসুন আমরা সবাই অতি সহজে কিছু মূল্যবান তথ্য জেনে নেই।

 ক্রিপ্টোকয়েন কি?কেন সবাই এর প্রতি ঝুকছে?

ক্রিপ্টোকয়েন হল ডিজিটাল কারেন্সি।এই কয়েন কোন সরকার উৎপাদন করে না। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটে মাইনিং করে এই কারেন্সি উৎপাদন হয়। ব্লকচেইন, এলগরিদম, ক্রিপ্টো গ্রাফি দিয়ে এই মাইনিং সম্পন্ন হয়ে থাকে। এর বিনিময়ে মাইনাররা টাকা নেয়।যদিও তা অতি সামান্য।

মার্কেটে সব থেকে প্রচলিত কয়েকটি ক্রিপ্টো কারেন্সিঃ

বিটকয়েন,ইথারিয়াম,রিফিল,লাইট কয়েন, ডগি কয়েন,ড্যাস


সাধারন মুদ্রার মত এইটার নিয়ন্ত্রণ কোন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক করে না। এইটার প্রাইস নির্ভর করে মার্কেট ক্যাপিটাল ও ট্রেড ভলিউম এর উপর। অন্যান্য মুদ্রার সাথে আরেকটি পার্থক্য আছে। কেন্দ্রীয় ব্যাংক চাইলেই যে কোন মুদ্রা নতুন টাকা ছাপাতে পারে। কিন্তু ক্রিপ্টো কয়েন এর সীমাবদ্ধতা আছে। যেমন বিট কয়েন ২১ মিলিয়ন কয়েনের পর আর জেনারেট করতে পারবে না। বাজারে অনেক ক্রিপ্টো কারেন্সি আছে। সব গুলাই সমান লাভজনক না। তবে কিছু কিছু অতি লাভজনক ।

২০১০ সালের জুলাই তে  বিট কয়েন রেট ছিল ০.০৬ ডলার

২০১১ সালের জুনে ২২ ডলার

২০১২ সালের জুনে ৬.৫৬ ডলার

২০১৩ সালের জুনে ১০৭.৭৮ ডলার

২০১৪ সালের জুনে ৬০৫ ডলার

২০১৫ সালের জুনে ২৩০ ডলার

২০১৬ সালের জুনে ৬৬৫ ডলার

২০১৭ এর জুনে ২৫৯১ ডলার

২০১৭ সালের ডিসেম্বরে ১৪৮৯১ ডলার

তাহলে আপনি যদি ২০১২ সালে অন্তত ১০ বিট কয়েন ৬৫ ডলার দিয়ে কিনে রাখতেন এখন তার ভ্যালু হত ১ লক্ষ্ ৪৮ হাজার ডলার।

অনেকেই কোন স্টাডি না করেই ক্রিপ্টো কারেন্সি কিনছেন। কিন্তু সব গুলা কিন্তু সমান না।

বিটকয়েন এখন মার্কেট এর রাজা। কেনা লাভজনক কিন্তু অনেক ব্যায়বহুল।
utlptc
Member
**
Offline Offline

Activity: 392
Merit: 10

DeepOnion, a new dream.


View Profile
October 08, 2018, 07:08:37 PM
 #1846

আসুন আমরা সবাই অতি সহজে কিছু মূল্যবান তথ্য জেনে নেই।

 ক্রিপ্টোকয়েন কি?কেন সবাই এর প্রতি ঝুকছে?

ক্রিপ্টোকয়েন হল ডিজিটাল কারেন্সি।এই কয়েন কোন সরকার উৎপাদন করে না। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটে মাইনিং করে এই কারেন্সি উৎপাদন হয়। ব্লকচেইন, এলগরিদম, ক্রিপ্টো গ্রাফি দিয়ে এই মাইনিং সম্পন্ন হয়ে থাকে। এর বিনিময়ে মাইনাররা টাকা নেয়।যদিও তা অতি সামান্য।

মার্কেটে সব থেকে প্রচলিত কয়েকটি ক্রিপ্টো কারেন্সিঃ

বিটকয়েন,ইথারিয়াম,রিফিল,লাইট কয়েন, ডগি কয়েন,ড্যাস


সাধারন মুদ্রার মত এইটার নিয়ন্ত্রণ কোন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক করে না। এইটার প্রাইস নির্ভর করে মার্কেট ক্যাপিটাল ও ট্রেড ভলিউম এর উপর। অন্যান্য মুদ্রার সাথে আরেকটি পার্থক্য আছে। কেন্দ্রীয় ব্যাংক চাইলেই যে কোন মুদ্রা নতুন টাকা ছাপাতে পারে। কিন্তু ক্রিপ্টো কয়েন এর সীমাবদ্ধতা আছে। যেমন বিট কয়েন ২১ মিলিয়ন কয়েনের পর আর জেনারেট করতে পারবে না। বাজারে অনেক ক্রিপ্টো কারেন্সি আছে। সব গুলাই সমান লাভজনক না। তবে কিছু কিছু অতি লাভজনক ।

২০১০ সালের জুলাই তে  বিট কয়েন রেট ছিল ০.০৬ ডলার

২০১১ সালের জুনে ২২ ডলার

২০১২ সালের জুনে ৬.৫৬ ডলার

২০১৩ সালের জুনে ১০৭.৭৮ ডলার

২০১৪ সালের জুনে ৬০৫ ডলার

২০১৫ সালের জুনে ২৩০ ডলার

২০১৬ সালের জুনে ৬৬৫ ডলার

২০১৭ এর জুনে ২৫৯১ ডলার

২০১৭ সালের ডিসেম্বরে ১৪৮৯১ ডলার

তাহলে আপনি যদি ২০১২ সালে অন্তত ১০ বিট কয়েন ৬৫ ডলার দিয়ে কিনে রাখতেন এখন তার ভ্যালু হত ১ লক্ষ্ ৪৮ হাজার ডলার।

অনেকেই কোন স্টাডি না করেই ক্রিপ্টো কারেন্সি কিনছেন। কিন্তু সব গুলা কিন্তু সমান না।

বিটকয়েন এখন মার্কেট এর রাজা। কেনা লাভজনক কিন্তু অনেক ব্যায়বহুল।

Ei post ta ami porechi..aktu back e gelei khuje pabo. Keno shudhu copy/paste korchen.?

DeepOnion    ▬▬  Anonymous and Untraceable  ▬▬    ENJOY YOUR PRIVACY  •  JOIN DEEPONION
▐▐▐▐▐▐▐▐   ANN  Whitepaper  Facebook  Twitter  Telegram  Discord   ▌▌▌▌▌▌▌▌
Get $ONION  (✔Cryptopia  ✔KuCoin)  |  VoteCentral  Register NOW!  |  Download DeepOnion
Andrew Nil
Newbie
*
Offline Offline

Activity: 210
Merit: 0


View Profile
October 09, 2018, 09:19:29 AM
 #1847

বিটকয়েন কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কোন কেন্দ্রীয় ব্যাংকও এটির নিয়ন্ত্রন করে না বা নিয়ন্ত্রন করার প্রয়োজন পরে না।

বিটকয়েন ধারনাটি প্রথম ২০০৮ সালে ডিজিটাল কারেন্সী (পিয়ার টু পিয়ার মূদ্রা) হিসাবে অনলাইনে আর্বিভূত হয়।এবং ৯ জানুয়ারী ২০০৯ সালে এটি আত্নপ্রকাশ করে।

বিটকয়েনের আবিষ্কারক হলেন সাতোসি নাকামোতো। ১৯৭৫ সালের ৫ এপ্রিল সাতোসি নাকামোতোর জন্ম।তিনি একজন জাপানী নাগরিক।তিনি ক্রিপটোগ্রাফী, ডিজিটাল কারেন্সী এবং কম্পিউটার সাইন্স নিয়ে লেখাপড়া করেছেন।

বিটকয়েন একটি সুরক্ষিত সার্ভারের মাধ্যমে মাইনিং প্রকৃয়ায় উৎপন্ন এবং সংরক্ষিত হয়।প্রতি চার বৎসর অন্তর অন্তর উৎপাদিত বিটকয়েন অর্ধেকে নামিয়ে আনা হয় অথবা বিটকয়েনের সংখ্যা পুন:নির্ধারন করা হয় প্রচলিত মূদ্রার মানের সাথে সামঞ্জস্য রাখার জন্য এবং একটা নির্দ্দিষ্ট পরিমান বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন মাইনিং বা উৎপাদন করা হবে না।মজার ব্যাপার হলো, বিটকয়েন মাইনিং এর মাধ্যমে যে কেউ বিটকয়েন উৎপাদন করতে পারবে। বিটকয়েন উৎপাদনের প্রাথমিক ধাপ হলো সাতোসি উৎপাদন করা।১০,০০,০০,০০০(দশ কৌটি)সাতোসি = ১ বিটকয়েন।

বিটকয়েনের জনপ্রিয়তা এবং ব্যাবহার এতই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার সাথে পাল্লা দিয়ে অন্যকোন কারেন্সী দাড়াতে পারছে না। গত ২০১৬ সালের জানুয়ারী মাসে এক বিটকয়েনের মূল্য ছিলো ৪২০ ডলার তা এখন বেড়ে দাড়িয়েছে ৬,৫৮৮.৭৯ ডলারের মতো।এটি বর্তমানে স্বর্ণের চাইতেও দামী, বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ৪২,০০০টাকা (প্রায়)বাংলাদেশের বাজার মূল্য অনুযায়ী। বিশ্ব অর্থনীতিবিদগণ আশংকা করছেন, ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এর মূল্য ৭,০০০ ডলারে উন্নিত হতে পারে। গুগলে btc to usd লিখে সার্চ দিলে প্রতিদিনকার আপডেট রেইট পাওয়া যাবে।বিটকয়েনের কোন নিয়ন্ত্রক না থাকায় এর ব্যাবহার আশংঙ্কাজনক ভাবে অর্থ-পাচারকারী, চোরাকারবারী এবং অবৈধ মাদক ব্যাবসায়ীদের মধ্যে দ্রুত প্রসার লাভ করছে।নিয়ন্ত্রনহীনতার কারনে, এটির মাঝে মাঝে মারাত্নকভাবে দরপতন ঘটে আবার দরের উর্ধ্বমূখী অবস্থান হয়ে যায়।মাঝে মাঝে আবার এটি দুষ্প্রাপ্যও হয়ে উঠে।

 এসব কারনে বিটকয়েন আলোচিত এবং সমালোচিত বিশ্ব-অর্থনীতিতে। অতি সম্প্রতি কানাডা এবং আমেরিকা সরকার অর্থ-পাচারকারী, চোরাকারবারী এবং অবৈধ মাদক ব্যাবসায়ীদের নিয়ন্ত্রনের লক্ষ্যে, বিটকয়েন ব্যাবহারকারীদের নিবন্ধনের আওতায় আনার চিন্তা ভাবনা করছে।

কানাডায় বিশ্বের প্রথম বিটকয়েন এটিএম বুথ চালু করা হয়। বিটকয়েনের জনপ্রিয়তা দেখে, আরও কিছু কারেন্সী বাজারে আত্নপ্রকাশ করেছে। যেমন: ইথিরাম, সুইসকয়েন, লাইটকয়েন, ডগিকয়েন ইত্যাদি। তবে এগুলো মূল্যের দিক দিয়ে, বিটকয়েনের ধারে কাছেও ঘেষতে পারে নাই।
Fahim Touhid
Newbie
*
Offline Offline

Activity: 280
Merit: 0


View Profile
October 09, 2018, 05:34:02 PM
 #1848

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হল সাধারনভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ট্রেড করা। ফরেক্সের মত এখানেও আপনি বিটকয়েন, লাইটকয়েন-এ বাই এবং সেল করতে পারবেন। মাইনিং করা ব্যতিত, ক্রিপ্টো ট্রেডিং করার মধ্যমেই আপনি ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় সম্পৃক্ত হতে পারবেন।

ক্রিপ্টোকারেন্সির প্রকারভেদ :

বিটকয়েন :

২০০৯ সালে বিটকয়েনের যাত্রা শুরু, যা এখন পৃথিবীর সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন পিয়ার-টু-পিয়ার টেকনোলজির মাধ্যমে পৃথিবীর কোন সেন্ট্রাল ব্যাংক তথা প্রতিষ্ঠানের নজরদারি ও পরিচালনা ছাড়া সম্পূর্ন বিকেন্দ্রীভূত ভাবে পরিচালিত হয়। এর আসল উপাদান হল ব্লকচেইন, যা হল এর ব্যবহারকারীদের সকল লেনদেনের ডিজিটাল লেজার বা খতিয়ান।

লাইটকয়েন :

২০১১ সালে বিটকয়েনের মতই লাইটকয়েন তৈরী হয়, তবে এর লেনদেন আরো দ্রুততর। এর আছে পৃথকীভূত উইটনেস এবং লাইটনিং নেটওয়ার্ক সহ আরো নানা সুবিধা যা একে দিন দিন আরো জনপ্রিয় করে তুলছে।



ইথেরিয়াম :

২০১৩ সালে ইথেরিয়াম চালু হলেও, জনপ্রিয়তায় ইহা লাইটকয়েনকেও ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে বিটকয়েনের পরে, ইথেরিয়ামই সর্বাধিক ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি। ইথেরিয়ামের লেনদেনও অধিক দ্রুততর। এতে আছে স্মার্ট কন্টাক্ট সুবিধা সহ "যদি-অতঃপর" চুক্তির ব্যবস্থা।
juwelr898
Jr. Member
*
Offline Offline

Activity: 54
Merit: 2


View Profile WWW
October 10, 2018, 09:55:38 AM
 #1849

এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়
#mohidul Vai eitaa BanglaThret r ekhanee Shovaii Bangalii So Apnii ekhanee Banglaii Boltee paren...R apnar Profilie Dheke monee holo apnii Ei Forum a Onk..Brilliant ekjon Manush...So Amader K Ektu Aktu Help koiren. . Thanks   
SpaceSuite
Member
**
Offline Offline

Activity: 87
Merit: 27


View Profile
October 10, 2018, 04:25:21 PM
 #1850

ফোরামে নতুন মোডারেটর করার জন্য ভোট চলতেছে আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোট দিতে পাড়েন যাকে ইচ্ছে।
LoyceV, theyoungmillionaire, marlboroza, suchmoon, The Pharmacist, Jet Cash, TMAN,DdmrDdmr, Lutpin, Vod, pugman, Piggy, actmyname  এদের মদ্ধে ভোট চলছে
এই পর্যন্ত ভোট হয়েছে ১১০ টা তার মদ্ধে ১ম এ আছেন LoyceV
ভোট থ্রেড

ভোট তালিকা।

মোডারেটর বিবেচনা      ভোট/ উইন %

LoyceV      -                             52 (19.1%)
theyoungmillionaire   -        19 (7%)
marlboroza   -                        14 (5.1%)
suchmoon   -                        32 (11.8%)
The Pharmacist   -                31 (11.4%)
Jet Cash   -                        26 (9.6%)
TMAN   -                                13 (4.8%)
DdmrDdmr   -                         5 (1.8%)
Lutpin    -                               17 (6.3%)
Vod   -                                        41 (15.1%)
pugman   -                                10 (3.7%)
Piggy   -                                  2 (0.7%)
actmyname   -                        10 (3.7%)

এইসব ঢপের post দ্যান ক্যান? এই ভোট কি theymos করাইতাসে? কোথাকার কে খুশিমতো একখান post দিসে, আর আপনিও কইয়া দিলেন "ফোরামে নতুন মোডারেটর করার জন্য ভোট চলতেছে"। আমাগো কি সব গরু-শুয়ার মনে করেন?
Fahim Touhid
Newbie
*
Offline Offline

Activity: 280
Merit: 0


View Profile
October 10, 2018, 06:10:03 PM
 #1851

ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি। এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উৎপাদন বা জোগান দেয় না। এসব বিভিন্ন হার্ডওয়্যারের এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত থেকে মাইনিং করতে হয়। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন করেই একেকটি কয়েন বানাতে হয়। ব্লকচেইন এলগোরিদম এর বিভিন্ন প্রক্রিয়ায় একটি কয়েন জেনারেট হতে প্রথম দিকে টাইম খুব কম ( মনে করুন ৫ মিনিট) লাগলেও সময়ের সাথে সাথে এর ডিফিকাল্টি বাড়তে থাকে। এতে করে এক সময় দেখা যায় একটি কয়েন জেনারেট হতে টাইম নেয় ১৫ দিনের বা ৩০ দিনেরও বেশি সময়। আর এই ডিফিকাল্টি এর সাথেই পাল্লা দিয়ে বাড়ে কয়েন রেট।
উদাহরনঃ Bitcoin, OneCoin, Litecoin, Ripple, Dogecoin ইত্যাদি।

সাধারন কারেন্সির সাথে আমরা সবাই পরিচিত। এই যেমন টাকা, রুপি, ইউরো, ডলার, পাউন্ড ইত্যাদি। এই সব মুদ্রা দেশ ভেদে একেক রকম হয়। এদের উৎপাদন এবং নিয়ন্ত্রন ও সরকার বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই মুদ্রার সরবরাহ ইচ্ছেমত বাড়াতে কমাতে পারে। কিন্তু প্রতিটি ক্রিপ্টোকারেন্সি একটি নির্দিস্ট পরিমান কয়েন এর বেশি জেনারেট করতে পারবে না। উদাহরন স্বরূপ Onecoin সর্বোচ্চ ২.১ বিলিয়ন কয়েন জেনারেট করতে পারবে।

একটি মজার ঘটনা এবং একই সাথে দুঃখের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছিঃ

মে, ২০১০ সালে লাজলো হেইঞ্জ নামের এক জন তার কাছে থাকা ১০,০০০ বিট কয়েন দিয়ে ২ টি পিঁজা কিনেছিল। বিট কয়েনের সর্ব প্রথম কোন পণ্য ক্রয় ছিল এটাই প্রথম। বিট কয়েনের ভবিষ্যৎ তিনি বুঝতে পারেন নাই। এর মাত্র ৩ বছরের মধ্যেই প্রতিটি বিট কয়েন এর দাম দাড়ায় প্রায় ১২০০ USD।
যদি ১ btc= 500$ ধরি তাহলে ২ টি পিঁজার মুল্য দাড়ায় 50,00,0,00 $ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আফসোস সেই লাজলোর জন্যে যিনি মিলিওনিয়ার হতে পারতেন কিন্তু তিনি দুর্ভাগ্যের শিকার হয়ে কিছুই হতে পারলেন না।
Andrew Nil
Newbie
*
Offline Offline

Activity: 210
Merit: 0


View Profile
October 11, 2018, 05:36:56 PM
 #1852

ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
কি হেল্প লাগবে বলতে পারেন যথা সাধ্য চেষ্টা করবো। আর এই বাংলা থ্রেডে অনেকেই আছে যারা সবাইকে হেল্প করে। আর নতুনরা যাতে অনেক কিছু জানতে ও শিখতে পারে সে জন্যই বাংলা থ্রেডে সবাই অংশগ্রহণ করে.......
Habibur1729
Jr. Member
*
Offline Offline

Activity: 181
Merit: 5

A Blockchain Mobile Operator With Token Rewards


View Profile
October 12, 2018, 09:37:31 AM
 #1853

Fahim Touhid এবং Andrew Nil ।  আপনারা দুজন কি শুরু করেছেন??
একের পর এক কপি পোস্ট করতাছেন। এগুলা কইরা কোনো লাভ নাই। আরো ব্যান হউয়ার সম্ভাবনাটা শুধু বাড়াইতেছেন। যদি কারো জন্যে সাহায্যপ্রত্যাশী পোস্ট করতে চান। তাহলে যে টপিক্স নিয়া সাহায্য করবেন সেই টপিক্স এর উপর একটা থ্রেড খুলেন। এভাবে অযথা বারবার শুধু বড় বড় কপি পোস্ট করে আপনারা থ্রেডটা পোস্ট এ ভইরা ফালাইতেছেন। থ্রেড ক্লিন রাখুন, আর নিজে ব্যান হউয়ার সম্ভাবনাকে কমান।  Be serious!!

△ M!R△CLE TELE (https://miracletele.com/) ▌  BRINGING MAGIC TO THE TELECOM INDUSTRY ▐
rashedul74064
Jr. Member
*
Offline Offline

Activity: 756
Merit: 1


View Profile
October 12, 2018, 11:56:11 AM
 #1854

বিটকয়েন ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম..😃😃😃

▬▬▬▬▬▬  CrypCore  ▬▬▬▬▬▬
tanvir232
Member
**
Offline Offline

Activity: 252
Merit: 10


View Profile
October 12, 2018, 02:36:11 PM
 #1855

Fahim Touhid এবং Andrew Nil ।  আপনারা দুজন কি শুরু করেছেন??
কমপ্লেইন করা ছাড়া আর কোনো রাস্তা দেখছি না। উনারা একটানা কপি করেই চলছেন। কপি পেস্ট এই ফোরামের জঘন্যতম কাজ, সব ফোরামেই কিংবা সব স্থানে হওয়া উচিত। কপি পেস্ট পেলেই রিপোর্ট করুন এইখানে- https://asktom.cf/index.php?topic=1926895.0

ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
যেহেতু আপনি নতুন, আপনাকে আগে ভালোভাবে ফোরামের নিয়মকানুন জানতে হবে এবং সব মেনে চলতে হবে। ফোরামের নিয়ম গুলো জানতে ভিজিট করুন - https://asktom.cf/index.php?topic=1689727.0
Tanveer201109
Newbie
*
Offline Offline

Activity: 57
Merit: 0


View Profile
October 13, 2018, 08:23:31 AM
 #1856

BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।
আমিও কি পার?? 
amirul17
Newbie
*
Offline Offline

Activity: 11
Merit: 0


View Profile
October 13, 2018, 10:14:56 AM
 #1857

ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
আপনি কি জানতে চান ডিরেকলি সেটা লিখে পোষ্ট করুন অযথা এইসব লেখার কোনো মানে নেই। যা জানতে চান সেটা উল্লেখ করে পোষ্ট করুন তাহলে বেটার হবে। আর যারা জানে তারা বুঝিয়ে দিতে পাড়বে।
amirul17
Newbie
*
Offline Offline

Activity: 11
Merit: 0


View Profile
October 13, 2018, 10:36:38 AM
 #1858

সবাই কেমন আছেন।অনেক দিন পরে আসলাম,আচ্ছা ম্যারিট পাবো কিভাবে কেউ বলতে পারেন।
মেরিট পেতে হলে আপনাকে সর্বপ্রথম পোস্টের কোয়ালিটি ভালো করতে হবে। ২য় আপনার ভালো স্ক্রিল থাকতে হবে। আপনাকে এমন পোস্ট করতে হবে যা দেখে অন্যকেও উপক্রিত হয়। তাহলে আপনি মেরিট পেতে পাড়েন।
amirul17
Newbie
*
Offline Offline

Activity: 11
Merit: 0


View Profile
October 13, 2018, 01:53:39 PM
 #1859

সাইনার নোড অর্থ প্রবাহ সীমা প্রবর্তন করে, এবং প্রধান সিস্টেমের চেয়ে অনেক বেশি সুরক্ষিত থাকতে পারে, কারণ এটি প্রচুর পরিমাণে সংস্থানগুলির প্রয়োজন হয় না এবং এটি একটি পৃথক অবস্থানে থাকতে পারে, তবে যদি কেউ এই নোডটি ধরে নেয় এবং প্রধান সিস্টেমও (যদি আক্রমণকারী প্রধান সিস্টেমকে নিয়ন্ত্রণ না করে তবে এটি সতর্ক করে দেবে যে তহবিলগুলি সিস্টেমের বাইরে ব্যয় করা হয়েছে কিনা তা সনাক্ত করা হবে), এবং হ্যাঁ-এর চেয়ে ফান্ড স্যফন শুরু করতে পারে - নিম্ন-স্তরের কর্মসংস্থানটি ঠিক আছে বলে মনে হতে পারে এখন জন্য গরম ওয়ালেটে অন্য 1btc যোগ করার জন্য।
এটি মাল্টিসিগ-এর সাথে হ্রাস করা যেতে পারে - যখন আপনার বিভিন্ন অবস্থানে একাধিক স্বাধীন সাইনার নোড থাকে (এমনকি বিভিন্ন OS এবং হার্ডওয়্যারেও), এটি সমস্ত একই সীমা প্রয়োগ করে এবং সীমাবদ্ধতা সীমাবদ্ধ করার জন্য আক্রমণকারীকে তাদের সবাইকে ধরে নিতে হবে। মাল্টিসিগের সাথে কাগজের ওয়াল্যাট শীর্ষ-আপটি ব্যবহার করার জন্য ব্যয়বহুল ব্যালেন্স বাড়ানোর জন্য আপনাকে একাধিক কর্মীদের একাধিক কী স্ক্যান করতে হবে।
অথবা এটি সাংগঠনিক পদ্ধতিগুলির সাথে সমাধান করা যেতে পারে - যেমন, কর্মচারীদেরকে এই ব্যবস্থাপনার কাছে রিপোর্ট করতে হবে যে তারা এক্সটি বিটিসিকে গরম ওয়াললে যোগ করেছে, এবং এইভাবে ব্যবস্থাপনাটি সঠিকভাবে অনুভব না করলে ব্যবহারের উপর নজর রাখতে এবং হস্তক্ষেপ করতে পারে।
অথবা উভয় - multisig এবং সাংগঠনিক।
আমার জানা মতে এইটাই সব চাইতে ভালো সাংগঠিক।
ভাই এভাবে ওয়েবসাইট থেকে পোস্ট কপি করে পোস্ট করা বন্ধ করুন। এভাবে মেরিটের আসায় কপি করে আজাইরা পোস্ট করে লাভ নাই। আপনি পারলে আপনার জ্ঞান থেকে কিছু পোস্ট করুন তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং ভালো যায়গায় পৌসতে পারবেন। যারা মেরিট সোর্স যারা মেরিট দেয় তারা সবসময় পোস্টের কোয়ালিটি দেখে,  ভাষা দেখে, এবং সততা দেখে। ভাই আপনাকে এবং বিটকয়েন টক সাইটের সবাইকেই বলছি কারো কোনো পোস্ট কপি করে পোস্ট করা বা স্পামিং বন্ধ করুন কেননা এগুলা করে কোনো লাভ হবে না। তবে নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করুন তাহলে ভালো কিছু করতে পাড়বেন।  একবার না পারলে বার বার চেষ্টা করেন একদিন সফল হবেনই।
amirul17
Newbie
*
Offline Offline

Activity: 11
Merit: 0


View Profile
October 13, 2018, 02:05:24 PM
 #1860

I am also from Bangladesh, anyone reply please.
vai help me plz plz !!!

@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
Pages: « 1 ... 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 [93] 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 ... 668 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!