Bitcoin Forum
January 22, 2026, 09:09:39 PM *
News: Latest Bitcoin Core release: 30.2 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 [315] 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 ... 667 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5996716 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
Mr.corol
Member
**
Offline Offline

Activity: 168
Merit: 58


View Profile WWW
March 16, 2023, 01:54:03 AM
Merited by LDL (1)
 #6281

বিটকয়েন
ক্রিপ্টোকারেন্সি যা বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়।,,,, ,,,,,

আপনি এই পোস্টটি বিটকয়েনের ইতিহাস তাৎপর্য আপনি সরাসরি গুগল থেকে কপি করে এনে পোস্ট করছেন মনে হয়। আসলে ভাই আপনি বিটকয়েন ফরমের রুলস অনুযায়ী পোস্ট করবেন। কেননা আপনার এটা কপি পোস্ট। আপনার এখন এই পোস্টটিকে সবাই রিপোর্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। আসলে ভাই আপনার মধ্যে কি আছে তা আমাদের মাঝে শেয়ার করুন নিজে যা পারবেন তাই পোস্ট করবেন। অন্যে কোন উৎস থেকে কপি করে নিয়ে পোস্ট করা বোকামি ছাড়া আর কিছু না।  
যদি পারেন পোস্টটা ডিলিট করে দিয়েন,,,,

আপনার ওই পোস্টের গুগল লিংক,, https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8
LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 1148
Merit: 835


View Profile
March 16, 2023, 02:13:28 AM
Last edit: March 16, 2023, 02:26:53 AM by LDL
 #6282

Cut
আমরা যারা নতুনে অ্যাকাউন্ট করি তারা মনে করি যে আমরা যে ইনফরমেশন গুলো এখানে পোস্ট করি সেটা হয়তো অনেকেই জানে না কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমরা এখানে যে ইনফরমেশন গুলো শেয়ার করি বিশেষ করে বিটকয়েন নিয়ে সেটা বহুত বার এখানে পোস্ট করা হয়েছে আলোচনা করা হয়েছে। তাই পুরাতন ইনফরমেশন নতুন ভাবে এখানে পোস্ট করার দরকার নেই। এবং সেটা যদি হয় সম্পূর্ণ কপি পেস্ট করা ইনফর্মেশন। আপনি মেটা(Meta) লক্ষ্য করলে বুঝতে পারবেন শত শত অ্যাকাউন্ট শুধুমাত্র কপি পেস্টের কারণে ব্যান হয়ে গেছে। আপনারা যারা এভাবে কপি পেস্ট করেন তারা সতর্ক হয়ে যান। আপনার এই সামান্য ভুল পরবর্তীতে আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাছাড়া এখানে একটি বিষয় অনেকবার সিনিয়র ভাইয়েরা বুঝিয়েছেন যে কোন ইনফরমেশন কপি করে আনার পর সেটার সোর্স লিংক নিচে যুক্ত করে দিবেন। কিন্তু আপনারা যারা সরাসরি ইনফরমেশন কপি করেন অথচ সোর্স লিঙ্ক যুক্ত করেন না তারা সত্যি সত্যি কোনদিন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনি আপনার উপরের পোস্টে সোর্স লিঙ্ক যুক্ত করে দিবেন।

আপনি এই পোস্টটি বিটকয়েনের ইতিহাস তাৎপর্য আপনি সরাসরি গুগল থেকে কপি করে এনে পোস্ট করছেন মনে হয়। আসলে ভাই আপনি বিটকয়েন ফরমের রুলস অনুযায়ী পোস্ট করবেন। কেননা আপনার এটা কপি পোস্ট। আপনার এখন এই পোস্টটিকে সবাই রিপোর্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। আসলে ভাই আপনার মধ্যে কি আছে তা আমাদের মাঝে শেয়ার করুন নিজে যা পারবেন তাই পোস্ট করবেন। অন্যে কোন উৎস থেকে কপি করে নিয়ে পোস্ট করা বোকামি ছাড়া আর কিছু না।  
যদি পারেন পোস্টটা ডিলিট করে দিয়েন,,,,

আপনার ওই পোস্টের গুগল লিংক,, https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8

আমরা হয়তো বাংলাদেশী কমিউনিটি মেম্বার হিসেবে তার এই পোস্ট ডিলিট করে দেওয়ার পরামর্শ দিচ্ছি কিন্তু যারা গ্লোবাল থেকে এসে এই সমস্ত দেখবে তারা তাদের রেপিটেশন বৃদ্ধি করার জন্য রিপোর্ট করে দেবে এবং পরবর্তীতে তার একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিচের লিংকটিতে প্রবেশ করে আপনি বিস্তারিত দেখতে পারবেন শুধুমাত্র কপি করে পোস্ট করার কারণে হাজার হাজার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে।

Report plagiarism (copy/paste) here. Mods: please give temp or permban as needed

Bounty spammer meets AI Chat generator. Can they be banned on the spot?

যারা নতুন একাউন্ট খুলে এখানে প্রথম পোস্ট করতে আসেন তারা উপরের দুইটা টপিক ভালোভাবে পড়ে তারপর পোস্ট করবেন।
Crypto Bountyes
Jr. Member
*
Offline Offline

Activity: 34
Merit: 1

Contact Telegram : @crypto_507


View Profile
March 16, 2023, 02:53:52 AM
 #6283

জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।


অভিনন্দন বড় ভাই আমার। আপনি অনেকদিন ধরে এই বিটকয়েনটক ফেরামে অন্তভূক্ত ছিলেন বলেই আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। আমরা যদি আপনার মতো দৈর্য্য ধরে এই বিটকয়েনটক ফেরামে লেগে থাকি তাহলে আমরাও একদিন আপনার মতো সফলতা অর্জন করতে পারবো। আপনি বাংলাদেশ এই লোকাল থ্রেডে অনেক গুলোই পোস্ট করেছেন। এই পোস্ট গুলো দেখে অনেকেই উপকৃত হয়েছে। আমিও আপনার পোস্ট গুলো দেখে অনেক কিছুই শিখতে পেরেছি। যেমন : আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়। এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন।

https://asktom.cf/index.php?topic=631891.msg61909033#msg61909033


এতে আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ বড় ভাই। দোয়া করি আরো এগিয়ে যান।

Terrible99
Jr. Member
*
Offline Offline

Activity: 50
Merit: 1


View Profile
March 16, 2023, 04:26:14 AM
 #6284

কেমন আছেন সবাই?
valo asi vai apni valo asen to vai

আমি লক্ষ্য করে দেখলাম এইখানে কিছু ভাই তারা তাদের ইচ্ছা মতো কথা বলছে যে কথাগুলো আমাদের কোন কাজে আসবে না এই ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা এই ফর্মে এমন কিছু পোস্ট করুন যে আপনার পোস্ট দেখে সবাই কিছু শিখতে পারে আর আপনারা এখানে কি পোস্ট করছেন যে ভাই কেমন আছেন আপনার বাসা কই এগুলো কোন ধরনের পোস্ট এই কথাগুলো এখানে বলা হয় না ফর্মের প্রথম পেজে কি লেখা আছে ভালো করে পড়ে আর সেই কথা বুঝে তার পরে এখানে পোস্ট করেন এমন কিছু পোস্ট করবেন যে পোস্ট থেকে কারো উপকার হয় এখানে আপনি শিক্ষামূলক কথা বলতে পারেন এবং বিটকয়েনের আপডেট নিউজ দিতে পারেন আরো অনেক ইম্পরট্যান্ট কথা আছে সেই কথাগুলো বলবেন দয়া করে আর এ ধরনের পোস্ট করবেন না আর কিছু ভাই আছে গুগল থেকে নিউজ কপি করে এনে এখানে পেস্ট করেন সেই ভাইদের বলছি এখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছে তারা সব ধরে ফেলবে তাই নিজের জ্ঞানে যা সে তাই পোস্ট করবেন
BD Technical
Member
**
Offline Offline

Activity: 210
Merit: 14


View Profile
March 16, 2023, 08:52:24 AM
 #6285

জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

অভিনন্দন Shasan বড় ভাই। আপনি এগিয়ে যান। আপনার এই যায়গায় যাওয়া এক একজনের সপ্ন। আমারো সপ্ন আছে আমি আপনার পর্যায়ে যেতে না পারলেউ আপনার কাছা কাছি থাকার।আমিও এই থ্রেড এর হয়ে কাজ করে যেতে চাই। জানি আমার জার্নিটা অনেক কঠিন হবে তবুও আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম ভাই। আরো এগিয়ে যান। আমাদের বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যান।
Suzume
Member
**
Offline Offline

Activity: 434
Merit: 27

★Bitvest.io★ Play Plinko or Invest!


View Profile
March 16, 2023, 09:09:56 AM
 #6286

আমি bitcointalk এর বিভিন্ন থ্রেট এ বিভিন্ন টপিকস গুলি দেখছিলাম তারপর আমি মেতা তে প্রবেশ করি ।। মেটা তে আমি একটি টপিক দেখি যেটা আমার কাছে কিছুটা অথবা একবারে অজুক্তিক লেগেছে ।। টপিক এর মাইন বিষয় হলো How can I increase my merit? ।। এই টপিক এর Creator হলো MaterialMouse69 ।। আমার মতে এই টপিক টা অযুক্তিক।। কিন্তু তা সত্বেও এই টপিকে  MaterialMouse69 সর্বমোট ৩ টি মেরিট পেয়েছেন ।। আমার মতে একজন bitcointalk এ নতুন ইউজার হিসেবে সর্বপ্রমেই Beginners & Help Lauda স্যার এর একটি টপিক পিন করা রয়েছে Newbies - Read before posting । তা পরেও MaterialMouse69 একটি টপিক ওপেন করেছেন এবং ৩ টি মেরিট পেয়েছেন ।। যারা মেরিট সেন্ড করেছেন তারাও মোটামুটি বড় মাপের ই মানুষ ।। আমার তো এই টপিক টা অজুক্তিক লেগেছে ।। আমি জানি না আমার কথাটা কতটা ঠিক ।। যদি কোনো ভুল হয়ে থাকে তাইলে ক্ষমা করে দিয়েন।। ধন্যবাদ ।।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
PLINKO    |7| SLOTS     (+) ROULETTE    ▼ BIT SPINBITVESTPLAY or INVEST ║ ✔ Rainbot  ✔ Happy Hours  ✔ Faucet
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Mr.corol
Member
**
Offline Offline

Activity: 168
Merit: 58


View Profile WWW
March 16, 2023, 10:45:24 AM
 #6287

হাই আমি এখানে একজন নবাগত এবং এখানে কীভাবে একটি ভাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয় সে সম্পর্কে পরামর্শ চাইতে চাই কি যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং আমি কি আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি আপনি কি পরামর্শ দিতে পারেন অনেক ধন্যবাদ!

আসলে ভাই আপনাকে কি বলবো বলার মত ভাষা নাই। আজকে অনেকক্ষণ আগে একটা কপি পেস্ট পোস্ট করছিলেন। পোস্টটি ডিলিট দিয়ে দিয়েছেন আসলে ভালো লাগছিল। আসলে ভাই আমরা কেউ চাই না আমাদের বাংলাদেশী কোন ভাইয়ের কোন ক্ষতি হোক। এভাবে কপি পেস্ট করে পোস্ট করলে বেশি দিন ফরমের টিকে থাকতে পারবেন না। আপনার পোস্টে কেউ রিপোর্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দিবে।
আপনি এখনো এই পোস্টটা সরাসরি বাংলা ট্রান্সলেট করে কপি পেস্ট করেছেন আপনি এই পোস্ট থেকে সরাসরি বাংলা ট্রান্সলেট করে কপি পেস্ট করেছেন। আরো অনেক সিনিয়র ভাইয়েরা অনেক আগেই বলেছে। কোন জায়গা থেকে পোস্ট কপি করে এনে পোস্ট করলে সোর্স লিংক দিয়ে দিতে। বলছেন। আপনি ভাই শুধু কপি পেস্ট পোস্ট করে যাচ্ছেন। আপনি বিটকয়েন ফরম এর নিয়ম কানুনে কিছুটা অবগত আছেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।
Terrible99
Jr. Member
*
Offline Offline

Activity: 50
Merit: 1


View Profile
March 16, 2023, 01:59:49 PM
 #6288

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline Offline

Activity: 1134
Merit: 1395


Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro


View Profile WWW
March 16, 2023, 03:03:03 PM
 #6289

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না

আচ্ছা আপনি আমাকে দেখান তো আপনি কোন পোষ্ট টা করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো আপনার কাছে?
আপনি একর পর এর রুলস ভায়োলেশন করেই যাচ্ছেন। কপি পেষ্ট, ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট, লাগাতারে একের অধিক পোষ্ট, পুরাতন পোষ্ট কোট করে উত্তর দিচ্ছেন, এখন আবার ধৈর্য হারিয়ে মেরিট চাচ্ছেন যেটা সম্পূর্ণ আন এথিক্যাল। এমন অনেক মানুষ আছে যারা ১০০ এর ওপরে পোষ্ট করে তাদের প্রথম মেরিট পেয়েছে। আপনি ৯ টা পোষ্ট করেই ক্লান্ত?

আমি bitcointalk এর বিভিন্ন থ্রেট এ বিভিন্ন টপিকস গুলি দেখছিলাম তারপর আমি মেতা তে প্রবেশ করি ।। মেটা তে আমি একটি টপিক দেখি যেটা আমার কাছে কিছুটা অথবা একবারে অজুক্তিক লেগেছে ।

ব্যাপার টা অযুক্তিক হলেও, সে মেরিট পেয়েছে তার পোষ্ট এর ধরণ এর জন্য। সে খুবই ন্যাচারাল ভাবে বোঝার আগ্রহ নিয়ে প্রশ্ন করেছে। পোষ্ট এ তার ইনোসেন্সি বুঝা যাচ্ছে। হয়তো একারনেই মেরিট পেয়েছে। তবে একই সাথে অনেকেই কিন্তু তাকে ক্রিটিসাইজ করেছে।


███████▄▄███▄███▄
███▄▄████████▌██
▄█████████████▐██▌
██▄███████████▌█▌
███████▀██████▐▌█
██████████████▌▌▐
████████▄███████▐▐
█████████████████
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

▄▄▄██████▄▄▄███████▄▄▄
███████████████████████████
███▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
███▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀█████████▌█████████████▄▄████▀
██████████▄███████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀
 
..PLAY NOW..
LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 1148
Merit: 835


View Profile
March 16, 2023, 03:10:24 PM
 #6290

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
ভাই আপনি এই পোস্টটা অনেক ইম্পর্টেন্ট করেছেন সেটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। আচ্ছা ভাই একটা কথা বলি মন খারাপ করবেন না। আপনি ছোটকালে দাড়ি কমার ব্যবহার শিখেন নাই। আপনি এত বড় একটা পোস্ট করলেন অথচ একটা দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেন না। গুরুত্বপূর্ণ পোস্ট করার আগে আপনি আপনার পোষ্টের কোথায় কোন চিহ্ন ব্যবহার করতে হবে সেটা আগে শিখে নিন।

Mr.corol
Member
**
Offline Offline

Activity: 168
Merit: 58


View Profile WWW
March 16, 2023, 03:58:34 PM
 #6291

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে

আসলে ভাই মেরিট ইংরেজি শব্দ মেরিট মানে যোগ্যতা। আপনার যদি কোন যোগ্য পোস্ট মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় । তাহলে আপনাকে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ড করবেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কোন পোস্টটি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয়েছে ? আজকে আপনি একের অধিক কপি পেস্ট করেছেন। আপনাকে সতর্ক করে দেওয়ার পরেও আবার আপনি কপি পেস্ট করেন। তাহলে আপনিই ভেবে দেখেন কিভাবে আপনি মেরিট পাবেন।
আপনি এই লিংকে মেরিট সংক্রান্ত ধারণা দেখে নিন।
roksana.hee
Full Member
***
Offline Offline

Activity: 518
Merit: 119


View Profile WWW
March 16, 2023, 04:18:45 PM
 #6292

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে

আসলে ভাই মেরিট ইংরেজি শব্দ মেরিট মানে যোগ্যতা। আপনার যদি কোন যোগ্য পোস্ট মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় । তাহলে আপনাকে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ড করবেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কোন পোস্টটি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয়েছে ? আজকে আপনি একের অধিক কপি পেস্ট করেছেন। আপনাকে সতর্ক করে দেওয়ার পরেও আবার আপনি কপি পেস্ট করেন। তাহলে আপনিই ভেবে দেখেন কিভাবে আপনি মেরিট পাবেন।
আপনি এই লিংকে মেরিট সংক্রান্ত ধারণা দেখে নিন।

কোন চুরি না, কোন কপি পেস্ট না, কোন খারাপ কার্যকলাপ না।

আসলে শর্টকাট সাফল্যের সঠিক উপায় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই খারাপ কাজটা করে। আসলে বেশিরভাগ মানুষ ভুলে যায় যে, শর্টকাট উন্নতির সঠিক ও সহজ রাস্তা না। কেউ যদি শর্টকাট অবলম্বন করে দ্রুত সময়ে সাফল্যের শিখরে আরোহন করে এবং সে খুব দ্রুতই সেই সাফল্যের শেখর থেকে তার চেয়ে দ্বিগুণ গতিবেগে নিচে পড়ে যায়। শর্টকাট হল শয়তানের কার্যকলাপ, শয়তান মানুষকে এই খারাপ অভ্যাস করার জন্য প্রভাবিত করে। আমরা সবাই জানি যে, শয়তান মানুষের মধ্যে থাকে এবং মানুষকে বিভিন্ন রকম খারাপ ও ভুল কাজ করতে প্রভাবিত করে। মানুষ ভুলে যায় শয়তান যদি বড় হয়, ঈশ্বর শয়তানের থেকেও শ্রেষ্ঠ।

সুতরাং, আমাদের সকলের উচিত, "সঠিক উপায়ে, মানসম্মত পোস্ট করে, মেধা অর্জনের মাধ্যমে নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া।"

আমাদের সকলের মনে রাখা উচিত, "একটা ভালো পোস্ট বা বিজ্ঞাপন একজন মানুষের জীবন বদলে দিতে পারে।"
Crypto Bountyes
Jr. Member
*
Offline Offline

Activity: 34
Merit: 1

Contact Telegram : @crypto_507


View Profile
March 16, 2023, 05:08:19 PM
 #6293

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে

আসলে ভাই মেরিট ইংরেজি শব্দ মেরিট মানে যোগ্যতা। আপনার যদি কোন যোগ্য পোস্ট মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় । তাহলে আপনাকে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ড করবেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কোন পোস্টটি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয়েছে ? আজকে আপনি একের অধিক কপি পেস্ট করেছেন। আপনাকে সতর্ক করে দেওয়ার পরেও আবার আপনি কপি পেস্ট করেন। তাহলে আপনিই ভেবে দেখেন কিভাবে আপনি মেরিট পাবেন।
আপনি এই লিংকে মেরিট সংক্রান্ত ধারণা দেখে নিন।

কোন চুরি না, কোন কপি পেস্ট না, কোন খারাপ কার্যকলাপ না।

আসলে শর্টকাট সাফল্যের সঠিক উপায় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই খারাপ কাজটা করে। আসলে বেশিরভাগ মানুষ ভুলে যায় যে, শর্টকাট উন্নতির সঠিক ও সহজ রাস্তা না। কেউ যদি শর্টকাট অবলম্বন করে দ্রুত সময়ে সাফল্যের শিখরে আরোহন করে এবং সে খুব দ্রুতই সেই সাফল্যের শেখর থেকে তার চেয়ে দ্বিগুণ গতিবেগে নিচে পড়ে যায়। শর্টকাট হল শয়তানের কার্যকলাপ, শয়তান মানুষকে এই খারাপ অভ্যাস করার জন্য প্রভাবিত করে। আমরা সবাই জানি যে, শয়তান মানুষের মধ্যে থাকে এবং মানুষকে বিভিন্ন রকম খারাপ ও ভুল কাজ করতে প্রভাবিত করে। মানুষ ভুলে যায় শয়তান যদি বড় হয়, ঈশ্বর শয়তানের থেকেও শ্রেষ্ঠ।

সুতরাং, আমাদের সকলের উচিত, "সঠিক উপায়ে, মানসম্মত পোস্ট করে, মেধা অর্জনের মাধ্যমে নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া।"

আমাদের সকলের মনে রাখা উচিত, "একটা ভালো পোস্ট বা বিজ্ঞাপন একজন মানুষের জীবন বদলে দিতে পারে।"

একটি ভালো পোস্ট মানুষের জীবন বদলে দিতে পারে এটি আমি বিস্বাস করি। কারণ আমরা এখনো অনেক কিছুই জানি না বা বুজি না। আমাদের কোনো কিছু শিখতে বা জানতে হলে অপরের সাহায্য নিতে হয়। ঠিক তেমনি অন্যের একটি ভালো পোস্ট দেখে আমাদের অনেক লাভ হতে পারে।

যেমন : আমরা অনেক মানুষ আছি যারা এখনো বাইনানচে ডলার বাই সেল করতে পারি না। কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখেছি যে Crypto Dotar ভাই খুব ভালোভাবে বাইনানচে ডলার সেল করা দেখিয়েছে। এটা দেখে আমরা অনেকে উপকৃত হয়েছি। 

 আবার আমরা অনেকে আছি একটি জিনিস পোস্ট করি কিন্তু খুব শটকাটে। শটকাটে পোস্ট করলে সবাই বুজতে পারে না। এর জন্য শটকাট বাদ দিয়ে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে লিখলে সবার বিষয়টা বুঝতে সুবিধা হয়।  তাই আমরা সবাই চেষ্টা করবো শটকাট বাদ দিয়ে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে লেখার।  ধন্যবাদ 
Little Mouse
Legendary
*
Offline Offline

Activity: 2674
Merit: 3411


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
March 16, 2023, 11:50:52 PM
Merited by tjtonmoy (1)
 #6294


প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

ধন্যবাদ আপনাকে এইটা তুলে ধরার জন্য। এখন কাজে না লাগলেও যখন বিটকয়েন অনচেইন লেনদেন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রাঞ্জেকশন এক্সিলেটারের প্রয়োজন হয় হরহামেশাই। আগে কিছু ফোরাম মেম্বার এই কাজটা ফ্রিতে করে দিত।
যাই হোক, ওরা (মাইনার) আসলে কিভাবে কম ফি এর একটা লেনদেন কনফার্ম করতে পারে? মাইনারদের কাজ হল নতুন ব্লক খুজে পাওয়া। একটি ব্লকে লেনদেনের সকল তথ্য থাকে। তবে কোন লেনদেনগুলি উক্ত ব্লকে থাকবে, মাইনার সেটা আগেই নির্বাচন করে নেয়। এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
Rahul09
Member
**
Offline Offline

Activity: 119
Merit: 11


View Profile
March 17, 2023, 06:49:40 AM
 #6295

আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
অসাধারণ  । আপনার একাউন্টে আমি গিয়ে দেখলাম সেখানে আপনার অনেক ইম্পর্ট্যান্ট মানে গুরুত্তপূর্ণ পোস্ট দেখতে পেলাম  Grin। আপনি কি জানেন যে মেরিট এর বাংলা কি ? মেরিট মানে হলো যোগ্যতা । আর আপনার যদি বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে যোগ্যতা (মেরিট) পাওয়ার আশা করতে পারেন ? আপনার পোস্টের মাধ্যমে যদি করো উপকার হয় কিংবা আপনার পোস্টটি যদি মন সম্মত হয় তাহলে আপনি অবশ্যই মেরিট পাবেন । এই আপনি কখনোই এইভাবে সবার কাছে মেরিট চাইতে পারেন না । সিনিয়র ভাইয়েরা আপনার এই ভুলের জন্যে রিপোর্ট দিতে পারে । আগে নিজেকে মেরিট পাওয়ার জন্য উপযুক্ত করে তুলুন তাহলে অবশ্যই আপনিও মেরিট পাবেন ।
তার চেয়ে বড় কথা আপনি মেরিট এর পিছনে না ছুটে মান সম্মত পোস্ট করতে থাকুন । তাহলেই আপনি অনেক এগিয়ে যাবেন।

আপনি চাইলে  মেরিট সংক্রান্ত ধারণা এখান থেকে সব কিছু বুঝতে পারবেন । আশা করি এইভাবে আর কখনো ফরমে সবার কাছে মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন ।

নোটিশ: আমাদের বাংলাদেশের ফরমটি এই কারণে এগিয়ে যেতে পারতেছে না  । যারা এই ফরমে নতুন আসে তারাই এইসব অদ্ভুত প্রশ্ন করে । কিভাবে সিগনেচার করা যায় কিভাবে বাউন্টি করা যায় ? আমাকে একটা কেউ মেরিট দিন । এইসব কোনো কথা হলো ? তারা ক্রিপ্টো তে নতুন এসেই সব কিছু জানতে চায় । তাদের শুধু টাকা ইনকাম করার ইচ্ছা কিন্তু কারো শেখার ইচ্ছা একদমই নাই ।
BD Technical
Member
**
Offline Offline

Activity: 210
Merit: 14


View Profile
March 17, 2023, 08:16:10 AM
 #6296

সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic
tjtonmoy
Sr. Member
****
Offline Offline

Activity: 1008
Merit: 367


View Profile WWW
March 17, 2023, 11:33:34 AM
Merited by Little Mouse (1), Bitcoin_people (1)
 #6297


ধন্যবাদ আপনাকে এইটা তুলে ধরার জন্য। এখন কাজে না লাগলেও যখন বিটকয়েন অনচেইন লেনদেন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রাঞ্জেকশন এক্সিলেটারের প্রয়োজন হয় হরহামেশাই। আগে কিছু ফোরাম মেম্বার এই কাজটা ফ্রিতে করে দিত।
মাঝখানে আমার কিছু ট্রাঞ্জেকশন কনফার্ম হইতে অনেক সময় নিচ্ছিলো। পরে অনলাইন ঘাটাঘাটী করে বিষয় টা জানতে পারি। ভাবলাম অন্যদের ও যদি সেম প্রবলেম ফেস করতে হয়, তাহলে এটি থেকে তারা কিছু সাহায্য পাবে।
Quote
যাই হোক, ওরা (মাইনার) আসলে কিভাবে কম ফি এর একটা লেনদেন কনফার্ম করতে পারে? মাইনারদের কাজ হল নতুন ব্লক খুজে পাওয়া। একটি ব্লকে লেনদেনের সকল তথ্য থাকে। তবে কোন লেনদেনগুলি উক্ত ব্লকে থাকবে, মাইনার সেটা আগেই নির্বাচন করে নেয়। এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।
বিষয় টা বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আমিও এত ডিটেইলস এ জানতাম না। আর আমাদের সবার হয়ত মাইনারদের সাথে সেইভাবে পরিচিতি নেই, লোকাল কমিউনিটি থেকে কেউ মাইনিং করে বলে আমার তো মনে হয় না। সুতরাং যারা ফ্রি তে কাজটি করতে চান/মাইনার কারো সাথে পরিচয় নেই, তাদের জন্যই মূলত পোস্ট টা শেয়ার করা।
আর একটা বিষয় বলতে চাই, আপনাদের ট্রাঞ্জেকশন কনফার্ম না হইলে প্যানিক হবেন না। আনকনফার্মড ট্রাঞ্জেকশন গুলো মিমপুল থেকে সরে গেলে আপনার বিটকয়েন আপনার ওয়ালেট এ ফেরৎ দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনার ফান্ড লস হবে না। সময় অতিবাহিত হয়ে গেলে আপনার ফান্ড আপনি ফিরে পাবেন।



এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
আগে ভাই নিজের অ্যাকাউন্ট টি কে গড়ে তুলুন। পরিচিতি বৃদ্ধি পেলে আর আপনার পূর্ববর্তী পোস্ট এর ধরণ দেখেও অনেকে মেরিট প্রদান করে। আপনার নতুন আইডি, এতে এখনও ৯ টা অ্যাাক্টিভিটি শো করতেছে। মেরিট পেয়েও আপনার লাভ কি এখন? আর হ্যা, পোস্ট মানসম্মত হইলে আপনাকে কখনও এইখানে এসে মেরিট চেয়ে নিতে হইত না। নিজ যোগ্যতায় অটোমেটিক পেয়ে যেতেন।
আগে অ্যাাকাউন্টটিকে গড়ে তুলুন, দেখেবেন এমনেই মেরিট পেয়ে যাবেন। মেরিট এর পিছনে দৌড়াইতে গেলে কখনোই আপনার উন্নতি হবে না।
Rahul09
Member
**
Offline Offline

Activity: 119
Merit: 11


View Profile
March 17, 2023, 01:02:38 PM
 #6298

সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আমি মানলাম আজ মুসলিমদের গুনাহ মাফ করার শ্রেষ্ট দিন । কিন্তু দেখেন ভাই এইটা বিটকয়েনের ফরম এইখানে আপনি ফেসবুকের মত স্ট্যাটাস দিয়ে কিছু লিখতে পারেন না । যাই লেখেন না কেন সেইটা যেনো বিটকয়েনকে কেন্দ্র করে হয়। হয় এখানে আপনি কাউকে বিটকয়েন সম্পর্কে কিছু সেখান বা আপনি নিজে বিটকয়েন সম্পর্কে নতুন কিছু শেখেন। অবশ্যই আপনি রোজা দাওয়াত সবাইকে দিতে পারেন কিন্তু এইসব জায়গায় কি আর দেওয়া ঠিক হবে ? যেখানে যে টপিক নিয়ে আলোচনা করা হয় সেখানে সেই টপিক নিয়েই আলোচলা করা ভালো । আপনি এইসব যেকোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন ।
আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন ।
আমি নিজেও একজন মুসলিম   
Crypto Bountyes
Jr. Member
*
Offline Offline

Activity: 34
Merit: 1

Contact Telegram : @crypto_507


View Profile
March 17, 2023, 01:44:29 PM
 #6299

সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আলহামদুলিল্লাহ

আজকে চলে গেলো আরেকটি গুনাহ মাফের গরীবদের হজ্বের দিন। আল্লাহ আমাদের সবটি রোজার রাখার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই রোমজান মাসের অগ্রীম শুভেচ্ছা দেওয়ার জন্য। 

বড় ভাই এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হয়। এইখানে এই পোস্ট দেওয়া সাজে না।  রোজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটা ভালো কাজ তবে এইখানে এইরকম পোস্ট না দেওয়াই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো যে জায়গায় যে পোস্ট প্রজয্য সেখানে সেই পোস্ট দেওয়ার।  আমার মতে আপনি আমাদের সবাইকে রোজার দাওয়াত দিয়েছেন এতে আমি খুশি।  কিন্তু সিনিয়ার ভাইয়ারা বিটকয়েন ব্যতীত অন্য কোনো পোস্ট এইখানে দিতে নিষেধ করেছেন।তাই আমরা চেষ্টা করবো এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করার।
আমার কোথায় কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন।
Rahul09
Member
**
Offline Offline

Activity: 119
Merit: 11


View Profile
March 17, 2023, 02:40:54 PM
 #6300

সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আলহামদুলিল্লাহ

আজকে চলে গেলো আরেকটি গুনাহ মাফের গরীবদের হজ্বের দিন। আল্লাহ আমাদের সবটি রোজার রাখার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই রোমজান মাসের অগ্রীম শুভেচ্ছা দেওয়ার জন্য। 

বড় ভাই এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হয়। এইখানে এই পোস্ট দেওয়া সাজে না।  রোজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটা ভালো কাজ তবে এইখানে এইরকম পোস্ট না দেওয়াই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো যে জায়গায় যে পোস্ট প্রজয্য সেখানে সেই পোস্ট দেওয়ার।  আমার মতে আপনি আমাদের সবাইকে রোজার দাওয়াত দিয়েছেন এতে আমি খুশি।  কিন্তু সিনিয়ার ভাইয়ারা বিটকয়েন ব্যতীত অন্য কোনো পোস্ট এইখানে দিতে নিষেধ করেছেন।তাই আমরা চেষ্টা করবো এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করার।
আমার কোথায় কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন।
আপনি হয়তো একটু ভুল বলেছেন।  এখানে কোনো সিনিয়র বা আমি এই বিষয়ে পোস্ট করতে নিষেধ করতে পারবো না।  আমি শুধু তাকে বোঝাতে চেয়েছিলাম যে , সব কথা সব জায়গায় না বলাই ভালো । সে যে এখানে জুম্মার কথা ও রোজার দাওয়াত দিলো। এইটা কিন্তু অনেকেই দেখেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মত কি সবাই কমেন্ট কিংবা তার কথাকে এগিয়ে নেওয়ার জন্যে কেউ তার কথার উত্তর দিছে? অবশ্যই না । আর  দিবেও না । কারণ তারা জানে এইখানে সবাই বিটকয়েনের সম্পর্কে কথা বলার জন্যে এসেছে  এইসব অফ টপিক পোস্ট কেউ গুরুত্ত দিবে না।
Pages: « 1 ... 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 [315] 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 ... 667 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!