|
cryptoWODL
|
 |
October 01, 2023, 01:11:44 PM |
|
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।
|
|
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
 |
October 01, 2023, 01:20:41 PM |
|
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।
নতুন সদস্য হিসেবে আপনাকে আমাদের ফোরামে স্বাগতম জানাচ্ছি। আশা করি ফোরামের নিয়ম নীতি মেনে চলবেন এবং কাজ করবেন। আপনি BitCoinDream ভাইয়ের দেওয়া নিয়ম গুলো ফলো করলে উপকৃত হবেন। https://asktom.cf/index.php?topic=631891.msg7033740#msg7033740এছাড়া আপনি Ratimov ভাই এর পোস্টটি পড়ে উপকৃত হবেন। https://asktom.cf/index.php?topic=5364418.0
|
|
|
|
|
|
Bd officer
|
 |
October 01, 2023, 01:25:37 PM |
|
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।
আপনাকে বিটকয়েনটক ফরমে এবং আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে স্বাগতম। আপনার একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখতে পেলাম আজকেই একাউন্ট ক্রিয়েট করেছেন। আপনি নতুন আপনাকে বিটকয়েন ফরমের সকল নিয়মকানুন গুলি ভালোভাবে পড়তে হবে এবং মেনে চলতে হবে। বিশেষ করে আমাদের এই লোকাল থ্রেডে যারা নতুন আসে তারাই কপি পেস্ট করে বাংলা থ্রেডের বদনাম সরিয়ে ফেলেছে। আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি কখনো কোন ধরনের বিটকয়েনটক ফরমের নিয়ম কানুন গুলি অমান্য করবেন না। কোন ধরনের কপি পেস্ট ইত্যাদি করে লোকাল থ্রেডের দুর্নাম ছড়াবেন না। আপনি আমার কথায় কোন রাগ করবেন না এর আগে অনেক নতুন ব্যবহারকারী এসে এ ধরনের কার্যকলাপ করে বাংলা থ্রেডের দুর্নাম ছড়িয়েছে। আপনার যদি কোন বিষয়ে অজানা থাকে তাহলে এখানে প্রশ্ন করবেন, আশা করি কেউ না কেউ সমাধান দেওয়ার চেষ্টা করবে। আপনি নতুন তাই এই থ্রেডের প্রথম পেজে ফরমের সকল নিয়ম কানুনগুলি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পড়ে নিবেন। ধন্যবাদ আপনাকে 
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Shishir99
|
 |
October 01, 2023, 01:34:15 PM |
|
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে। আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে। এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fblভাই গতকালকেই এটা দেখেছি। তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে। তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।
ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 01, 2023, 02:25:08 PM |
|
তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।
ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি। যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়। আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2814
Merit: 1389
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
October 01, 2023, 05:38:11 PM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩১ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://asktom.cf/index.php?topic=5468771
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1470
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 01, 2023, 05:39:58 PM |
|
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়। আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে। আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে। যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 01, 2023, 05:52:38 PM |
|
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়। আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে। আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে। যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে। ভাই আগে অনেক অনেক অনেক ভালো বাউন্টি কাম্পেইন আসতো। ছোট বড় ভাই ব্রাদার সবাইকে দেখতাম জাস্ট বাউন্টি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাইতো। এমনকি একজনকে বাউন্টির টাকা দিয়ে বাড়ি গাড়ি ক্রয় করতে দেখছি। তখনই যুগ ছিল। এই আর কতদিনই বা হবে ৩-৫ বছর আগে (আমি করতাম না, অনেক বিজি ছিলাম তখন পড়াশোনা নিয়ে)। আর বর্তমানে যেসব বাউন্টি চলে, তার বেশিরভাগই শিটকয়েন যার কোনো ভ্যালু নাই, বা যার সোসিয়াল মিডিয়া স্টেক অনেক কম। সপ্তাহে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিটে ৩ বেলা ৫ টা পোস্ট শেয়ার লাইক ++ করে মাত্র ৫-১০ স্টেক পাওয়া যায়। আমি মনে করি, বাউন্টি সেক্টরটা নষ্ট করছে, স্প্যামররা। একেকজন ১০-২০ টা করে একাউন্ট থেকে বাউন্টি করলে, কোম্পানি তো মুখ সরে নিবেই। এমন হাজার হাজার ফেক ইউজারের থেকে কিছু হাতে গোনা অথেনটিক ইউজার থাকা ভালো। আপনার শেষ কথাটা ঠিক, সিগ্নেচারের বিকল্প নেই। যারা বাউন্টি করে, তারা মূলত অলস কিসিমের লোক। অন্যদিকে সিগেন্চারে তো সেই সুযোগ নেই, উল্টাপাল্টা স্প্যাম পোস্ট দিলেই আউট, তার সাথে প্রতিজনের পোস্ট রুগুলার মনিটর করা হয়, সাথে লিমিটেড স্লট তো আছেই।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3382
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
October 01, 2023, 05:54:22 PM |
|
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি। আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
তখন আইসিও যুগ ছিল। আসলে এইটা হবে ২০১৭-১৮ সাল। ১৯ এ এসে আর তেমন কিছু ছিল না। ১৭-১৮ সালের দিকে যে কোন নতুন আইসিও আসলেই মানুষ বিনিয়োগ করেছে। একদম কোনরকম যাচাইবাছাই ছাড়া। যার কারনে প্রতিটা প্রজেক্ট তাদের সফটক্যাপ এবং হার্ড ক্যাপ রিচ করত খুব সহজেই। তারা ভুগিচুগি একটা প্রজেক্ট দাড় করিয়ে তাদের কয়েন/টোকেন মার্কেটে নিয়ে এসে পাম্প করিয়ে নিজেরাই ডাম্প করত। এর মধ্যে বাউন্টি হান্টাররাও তাদের পাওয়া কয়েন টোকেন বিক্রয় করে ভালো এমাউন্ট পেত। অল্প কিছু বাউন্টি করেও মানুষ লাখের উপর কামিয়েছে। এই ফোরামের একজন তো বাউন্টি করেই মিলিয়ন ডলার কামিয়েছেন। এখন আর সেসব দিন নেই। ভালো প্রজেক্ট ফোরামে বাউন্টি আনে না, খারাপ প্রজেক্ট এইখানে আসে কিন্তু মানুষ এখন বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
synchronym
|
 |
October 01, 2023, 06:43:55 PM |
|
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়। আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে। আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে। যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে। ভাই আগে অনেক অনেক অনেক ভালো বাউন্টি কাম্পেইন আসতো। ছোট বড় ভাই ব্রাদার সবাইকে দেখতাম জাস্ট বাউন্টি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাইতো। এমনকি একজনকে বাউন্টির টাকা দিয়ে বাড়ি গাড়ি ক্রয় করতে দেখছি। তখনই যুগ ছিল। এই আর কতদিনই বা হবে ৩-৫ বছর আগে (আমি করতাম না, অনেক বিজি ছিলাম তখন পড়াশোনা নিয়ে)। আর বর্তমানে যেসব বাউন্টি চলে, তার বেশিরভাগই শিটকয়েন যার কোনো ভ্যালু নাই, বা যার সোসিয়াল মিডিয়া স্টেক অনেক কম। সপ্তাহে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিটে ৩ বেলা ৫ টা পোস্ট শেয়ার লাইক ++ করে মাত্র ৫-১০ স্টেক পাওয়া যায়। আমি মনে করি, বাউন্টি সেক্টরটা নষ্ট করছে, স্প্যামররা। একেকজন ১০-২০ টা করে একাউন্ট থেকে বাউন্টি করলে, কোম্পানি তো মুখ সরে নিবেই। এমন হাজার হাজার ফেক ইউজারের থেকে কিছু হাতে গোনা অথেনটিক ইউজার থাকা ভালো। আপনার শেষ কথাটা ঠিক, সিগ্নেচারের বিকল্প নেই। যারা বাউন্টি করে, তারা মূলত অলস কিসিমের লোক। অন্যদিকে সিগেন্চারে তো সেই সুযোগ নেই, উল্টাপাল্টা স্প্যাম পোস্ট দিলেই আউট, তার সাথে প্রতিজনের পোস্ট রুগুলার মনিটর করা হয়, সাথে লিমিটেড স্লট তো আছেই। যদি আমরা এক বছর আগেও ফিরে যাই তখনো বাউন্টি অবস্থা মোটামুটি ভালো ছিল কিন্তু এখন এমন অবস্থা বাউন্টি যদি কেউ করতে চায় তাহলে তার এমবি কিনতে যে খরচটা হয় তার সে খরচ টা উঠবে না। আগে শুনতে পেতাম যে বাউন্টি করে অনেক মানুষ ভালো ইনকাম করছে বর্তমান সে সময় টায় আর নেই। এখন যে বাউন্টি আসে তার বেশিরভাগ বাউন্টিগুলাই স্ক্যাম্প হয়ে যায়। যারা বাউন্টি কাম্পেইন করতো তারা সবাই চাইবে বাউন্টি অবস্থা আগের মত হোক এতে করে সবার জন্যই ভালো হবে।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1470
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 01, 2023, 07:03:44 PM Last edit: December 01, 2023, 09:08:59 PM by Crypto Library |
|
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এ মাসের পোস্ট এবং মেরিট একটিভিটি তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে পোস্ট একটিভিটি খুব একটা না বাড়লেও মেরিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন। সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই।  সেপ্টেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 391টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 214টি আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 372টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 146টি
প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [40] 2. DYING_S0UL [38] 3. Subbir [36] 4. Crypto Library [21] 5. Bd officer [18] 6. Z_MBFM [18] 7. roksana.hee [18] 8. HelliumZ [17] 9. Little Mouse [16] 10. Shishir99 [15]
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1512
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
October 02, 2023, 02:56:34 AM |
|
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে। আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে। এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fblভাই গতকালকেই এটা দেখেছি। তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে। আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো, এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।
|
|
|
|
|
|
cryptoWODL
|
 |
October 02, 2023, 03:17:23 AM |
|
আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো, এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন যে, বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে।
|
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1512
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
October 02, 2023, 03:39:20 AM |
|
আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো, এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন যে, বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে। আমার মনে হয় প্রতিমন্ত্রী নিজেও জানতেন না এরোকম টা হয়েছে , এই চিঠিটা দেখেন তারা কি বলেছে, এই সার্কুলার টাই একটা কনফিউশন বাঁধায়ে দিয়েছে, কোন কোন খ্যাত থেকে নেয়া হবে বা হবেনা এমন কিছুই লিখা নাই ওখানে লিখা আছে 'সকল' এই জন্যে সবাই মনে করছে সবাইকেই কর দিতে হবে ।
|
|
|
|
|
BD Technical
Member

Offline
Activity: 210
Merit: 14
|
 |
October 02, 2023, 03:58:04 AM Last edit: October 02, 2023, 01:56:56 PM by Xal0lex |
|
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়। আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে। আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে। যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে। ভাই আগে অনেক অনেক অনেক ভালো বাউন্টি কাম্পেইন আসতো। ছোট বড় ভাই ব্রাদার সবাইকে দেখতাম জাস্ট বাউন্টি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাইতো। এমনকি একজনকে বাউন্টির টাকা দিয়ে বাড়ি গাড়ি ক্রয় করতে দেখছি। তখনই যুগ ছিল। এই আর কতদিনই বা হবে ৩-৫ বছর আগে (আমি করতাম না, অনেক বিজি ছিলাম তখন পড়াশোনা নিয়ে)। আর বর্তমানে যেসব বাউন্টি চলে, তার বেশিরভাগই শিটকয়েন যার কোনো ভ্যালু নাই, বা যার সোসিয়াল মিডিয়া স্টেক অনেক কম। সপ্তাহে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিটে ৩ বেলা ৫ টা পোস্ট শেয়ার লাইক ++ করে মাত্র ৫-১০ স্টেক পাওয়া যায়। আমি মনে করি, বাউন্টি সেক্টরটা নষ্ট করছে, স্প্যামররা। একেকজন ১০-২০ টা করে একাউন্ট থেকে বাউন্টি করলে, কোম্পানি তো মুখ সরে নিবেই। এমন হাজার হাজার ফেক ইউজারের থেকে কিছু হাতে গোনা অথেনটিক ইউজার থাকা ভালো। আপনার শেষ কথাটা ঠিক, সিগ্নেচারের বিকল্প নেই। যারা বাউন্টি করে, তারা মূলত অলস কিসিমের লোক। অন্যদিকে সিগেন্চারে তো সেই সুযোগ নেই, উল্টাপাল্টা স্প্যাম পোস্ট দিলেই আউট, তার সাথে প্রতিজনের পোস্ট রুগুলার মনিটর করা হয়, সাথে লিমিটেড স্লট তো আছেই। যদি আমরা এক বছর আগেও ফিরে যাই তখনো বাউন্টি অবস্থা মোটামুটি ভালো ছিল কিন্তু এখন এমন অবস্থা বাউন্টি যদি কেউ করতে চায় তাহলে তার এমবি কিনতে যে খরচটা হয় তার সে খরচ টা উঠবে না। আগে শুনতে পেতাম যে বাউন্টি করে অনেক মানুষ ভালো ইনকাম করছে বর্তমান সে সময় টায় আর নেই। এখন যে বাউন্টি আসে তার বেশিরভাগ বাউন্টিগুলাই স্ক্যাম্প হয়ে যায়। যারা বাউন্টি কাম্পেইন করতো তারা সবাই চাইবে বাউন্টি অবস্থা আগের মত হোক এতে করে সবার জন্যই ভালো হবে। এখনো ভালো বাউন্টি আসে এবং তা থেকে টাকা কামানো সম্ভব তবে আগে এর থেকে বেশি আসতো, যেমন ধরের আগে বাউন্টি হান্টারস অনেক কম ছিলো এবং একটা প্রজেক্ট আসলে শতকরা ৫০% মানুষ জয়েন হত আর সেই প্রজেক্ট থেকে সবাই ভালো কিছু অর্থ পেত। কিন্তু বর্তমান অবস্তান এমন জায়গায় পৌছায়িছে যে প্রজেক্ট এর সাপ্লাই থেকে বাউন্টি হান্টার্স বেশি। আর তাই আগের মত ইনকাম এখন আর হয়না। আর তা ছাড়া এখন BTC এর ডাউন গ্রেড চলায় বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে, বাজারে নতুন কয়েন নামাতে ভয় পাচ্ছে, আর তাই আমরা নতুন কোনো প্রজেক্ট পাচ্ছি না, আর যাও পাচ্ছি তা সল্প মূল্যের। তবে সামনে অপেক্ষায় থাকতে হবে ২০২৪ সালের মাঝামাঝি তে আশা করছি ভালো কিছু পাবো। তাই কেউ দৈর্য না হারিয়ে অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এ মাসে যারা সেরা দশজনের মধ্যে আছেন তাদের জানাই অভিনন্দন। আর সামনের মাসের সেরা দশজনের মধ্যে আমি নিজে থাকার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের বাংলা থ্রেডটিকে এভাবেই এগিয়ে নিয়ে যান আমরা বিশ্ব দরবারে আমাদের থ্রেডটিকে আরো বড় অবস্তানে নিয়ে যেতে চাই। সবাই ভালো কিছু শিখবো এখান থেকেই, আর বড় ভাইদের সাহায্য ছাড়া এতদূর আশা সম্ভব হত না। সকল বড় ভাইদের জানাই অভিনন্দন এবং ভালোবাসা।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
October 02, 2023, 05:22:22 AM |
|
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এ মাসের পোস্ট এবং মেরিট একটিভিটি তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে পোস্ট একটিভিটি খুব একটা না বাড়লেও মেরিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন। সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই। প্রথম দশজন পোস্টদাতা 5. Bd officer [18]
গতমাসের তুলনায় এই মাসে ভালোই উন্নতি হয়েছে অনেক ভালো লেগেছে। আমি এই মাসে বেশি পোস্ট করি নি, তবুও ৫ নাম্বারে রয়েছি অনেক ভালো লেগেছে। এই মাসে আরো বেশি পোস্ট করার চেষ্টা করবো।
তবে সামনে অপেক্ষায় থাকতে হবে ২০২৪ সালের মাঝামাঝি তে আশা করছি ভালো কিছু পাবো। তাই কেউ দৈর্য না হারিয়ে অপেক্ষায় থাকুন।
ধন্যবাদ।
সামনে বছর ভালো হবে কিনা তা নিশ্চিত নয়। তবে আশা করা যায় হতেও পারে বিটকয়েনের দাম ২০২৪ সালে বৃদ্ধি হবে। ২০১৯-২০২১ সালে যারা বাউন্টি করেছেন তারা অনকেই বাউন্টির টাকা দিয়ে অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এখন যে ম্যানেজার গুলো আছে প্রায় নতুন ম্যানেজার বেশিরভাগ বাংগালী ম্যানেজার। নতুন ম্যানেজার বাউন্টি গুলো কি দেখে পরিচালনা করে যে সাকসেস হয় না? যারা বাউন্টি করেন ভালো প্রফেশনাল ম্যানেজার বাউন্টি ব্যতীত বাউন্টি না করাই ভালো। Little mouse, Hhampuz, Royse777 মতো প্রোফেশনাল ম্যানেজার বাউন্টি পরিচালনা করলে বাউন্টি হান্টারদের আস্থা থাকে বাউন্টি সাকসেস হবে কিছু টাকা পাবে। যাইহোক বাউন্টি প্রোজেক্ট বর্তমানে ভালো না এই কারনে প্রফেশনাল ম্যানেজার বাউন্টি পরিচালনা করে না। তারা যখন বাউন্টি পরিচালনা করবে তখন বাউন্টি করে ভালো ইনকাম করা যেতে পারে। জানি না আবার কবে থেকে প্রফেশনাল ম্যানেজার বাউন্টি আনবে। ২০২৪ সালে হালভিং ডে ২০২৪-২৫ সালে মনে হয় বাউন্টি হান্টার ভালো ইনকাম করতে পারবে। আবার সন্দেহ লাগে বাউন্টি হান্টার যে পরিমানে বেড়ে গেছে ২০১৯-২১ সালে যে পরিমানে ছিলো মনে হয় ৮০% বেড়ে গেছে। যে টা যায় সে জিনিস আর কখনো ফিরে পাওয়া যায় না। আগের মতো আর কখন বাউন্টি প্রজেক্ট আশা করা যাবে না। কেউ আর ২-৩ হাজার ডলার করে পাবে না, সেই ৫-১০ ডলার করে ইনকাম করতে পারবেন। সতর্কতা : BD Technical ভাই আপনি একাধারে একসারিতে পর পর দুটি পোস্ট করেছেন এটা ফরমের নিয়মে উচিত না। আপনি এডিট করে উপরের পোস্টে এড করে রাখতে পারতেন। এর পরবর্তীতে এমন পোস্ট করার চিন্তা করলে আপনি এক পোস্টে এডিট করে যোগ করে দিবেন।। ধন্যবাদ।।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
cryptoWODL
|
 |
October 02, 2023, 10:44:55 AM |
|
বিটকয়েনের দাম গত ২৪ ঘন্টা ধরে চলমান রয়েছে এবং বিটকয়েনের দাম এই মুহূর্তে ২৮ হাজার ৩০৬ ডলার দাঁড়িয়েছে।
এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে,
১. বিটকয়েন এর দাম কি ২০২৪ সালে বৃদ্ধি পাবে? ২. বিটকয়েনের দাম কত বেশি হতে পারে? ৩. পরবর্তী বিটকয়েন বুল রান কখন শুরু হবে?
|
|
|
|
|
light_warrior
In memoriam
Copper Member
Hero Member
   
Offline
Activity: 588
Merit: 928
|
 |
October 02, 2023, 02:10:52 PM |
|
আজ টেলিগ্রামে আমি খবর পড়লাম যে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের ভাইরাসের মহামারী শুরু হয়েছে এবং এটি ইতিমধ্যে 1000 জনেরও বেশি মানুষের জীবন দাবি করেছে। বিবিসি মনে করে, ঘন ঘন বর্ষার কারণে মশা দ্রুত বৃদ্ধি পায়। আমার হৃদয় আপনার কাছে যায় এবং যে কেউ এই রোগে পরিবারের সদস্য বা বন্ধুকে হারিয়েছে তাদের কাছে যায়। দুঃখজনকভাবে। Today I read the news on Telegram that an epidemic of dengue fever virus has started in Bangladesh and it has already killed over 1000 people. The BBC think it's the fault of mosquitoes that are multiplying rapidly due to the frequent monsoon rains. My sympathy and condolences to all of you who have lost a family member or friend to this disease. It's sad. Source
|
|
|
|
|
|
cryptoWODL
|
 |
October 02, 2023, 02:28:10 PM Last edit: October 02, 2023, 02:39:52 PM by cryptoWODL |
|
আজ টেলিগ্রামে আমি খবর পড়লাম যে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের ভাইরাসের মহামারী শুরু হয়েছে এবং এটি ইতিমধ্যে 1000 জনেরও বেশি মানুষের জীবন দাবি করেছে। বিবিসি মনে করে, ঘন ঘন বর্ষার কারণে মশা দ্রুত বৃদ্ধি পায়। আমার হৃদয় আপনার কাছে যায় এবং যে কেউ এই রোগে পরিবারের সদস্য বা বন্ধুকে হারিয়েছে তাদের কাছে যায়। দুঃখজনকভাবে।
এডিস নামক এক ধরনের মশা আছে। এডিস মশা কামড়ালে মানুষের ডেঙ্গু জ্বর হয়ে থাকে। সাধারণত আমাদের দেশে গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। কেননা গ্রীষ্মকালে সাধারণত আমাদের দেশে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টির পানি বাড়িতে এবং বাসা বাড়িতে ফুলের টবে, নারকেলের খোশায় সহ আরো বিভিন্ন স্থানে পানি জমে এবং সেই পানি পচে গিয়ে এডিস মশার জন্ম হয়। যার জন্য আমাদের দেশের অনেক মানুষ এই মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় প্রতি বছরই অনেক লোক মারা যায় তবে এই বছর ডেঙ্গু জ্বরের আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ডেঙ্গুতে আক্রান্তের মৃত্যুহার সবচেয়ে বেশি।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 02, 2023, 02:47:36 PM |
|
প্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [40]
জুন ২০২৩ মাস থেকে শুরু হলো, তারপর পর পর ৪ মাসে টপ পোষ্টার হলাম, অলটাইম পোষ্ট এর দিক থেকে ৩য় স্থানে চলে আসছি  তারপর বলেন, প্রতিদিন কমপক্ষে ১ টা পোষ্ট লোকাল থ্রেড এ করার আইডিয়াটা কেমন ছিলো? পুরো মাসের টার্গেট কে সপ্তাহে ভাগ করে, সেটা দিন আকারে নিয়ে শুরু করে দিলে, মাস শেষে টারগেট এচিভ করা অনেক সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি এটাই করার চেষ্টা করেছি। খুব ভ্যালুয়েবল কিছু এড না করতে পারলেও, অন্তত নিজের মতামত গুলো শেয়ার করার চেষ্টা করি। এতে করে নিজের একটিভিটির পাশাপাশি অন্যদের একটিভিটিতে একটু অবদান রাখা যায়। যাই হোক, সবাইকে উৎসাহ প্রদান করবো নিজের সাধ্যমতো একটিভ থাকার জন্য।
|
|
|
|
|