Tiger420
Jr. Member
Offline
Activity: 728
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
 |
October 22, 2023, 08:18:47 AM |
|
বিটকয়েন টল্ক একাউন্টে বাংলা ভাষায় পোষ্ট করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমি এই মাত্র আমার একাউন্টি খুলেছি।আমি এর আগে বেশ কয়েক বার একাউন্ট খোলার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছিলাম।কিন্ত আজকে আমি সফল ভাবে একাউন্টি খুলতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে।আশা করি আমি আমার বাঙালি ভাইদের থেকে বিটকয়েন টল্ক সম্পর্কে পুরোপুরি জানতে পারবো এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় সেটাও শিখতে পারবো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।
আপনাকে বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। (বাংলা লোকাল থ্রেড বর্তমানে অনুবাদের লোকাল থ্রেড নামেও পরিচিত।) এই থ্রেড থেকে আপনি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে, এবং ইনকাম করার সাথে সাথে নিরাপদভাবে কাজ করার উপায় জানতে পারবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কোনো দ্বিধাবোধ না করে এখানে পোস্ট করেন।
তাছাড়া আপনি এই ফোরামে নতুন। তাই আপনাকে সর্বপ্রথম এই ফোরামের নিয়মকানুনগুলা জানতে হবে। আমি নিয়মকানুনগুলোর তালিকা নিচে লিখে দিলাম।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 22, 2023, 08:47:05 AM |
|
@DVlog এই ভাই দেখলাম যে টপিক তৈরি করেছে তা মূলত আমাদের লোকাল বোর্ডের উন্নতি সাধনের জন্য করেছে। আমরা যখন আলাদা লোকাল বোর্ড পেয়ে যাব তখন আমাদের বিভিন্ন চাইল্ড বোর্ড থাকবে সেই বিষয়টি মূলত ওই ভাই তুলে ধরেছে। এতে হয়তো আপনার পোস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এতে আপনি একদম বিচলিত হবেন না। মনে রাখবেন আলোচনা সমালোচনার মধ্যে থেকে কোন কিছু অর্জন করা সম্ভব।
ভাই, আপনি কি সার্কাজম বুঝেন? DVlog কোনো ভাবেই চায় না এই নামে একটা চাইল্ড বোর্ড হোক। যারা ওনার পোষ্ট পড়ে মনে করতেছেন যে তিনি আসলেই একটা বোর্ড চায়, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। উনি এগুলো মেনশন করেছেন সারকাজম করার জন্য। বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি। অবশ্যই উচিৎ হয়েছে। যারা ফোরাম ইউজার, তারা কি করবে কি না করবে, সেটা অবশ্যই তোদের ব্যাক্তিগত ব্যাপার। আপনি ক্রিটিসিজম করতে পারেন যদি তিনি নিয়মের বাইরে কিছু করে থাকেন। তিনি কি ফোরামের কোনো রুলস ভায়োলেট করেছেন? আর কাকে লোকালে পি এম করতে বলবেন? ব্যাক্তিগত ভাবে কাউকে মেসেজ করলে বলবে অন্যরা করছে তাদের বলেন, আমাকে একা কেনো বলেন? আর আমাদের থ্রেড এ পোষ্ট করার কথা যদি বলেন, এখানে এসব ব্যাপার নিয়ে অনেকদিন ধরে বিস্তর আলোচনা হয়েছে। আর কতো ক্লিয়ার ভাবে বলা যায়? নাকি এখন একজন একজন করে নাম ধরে বলতে হবে? নাম ধরে বললে তো মান সম্মানের প্রশ্ন চলে আসবে। একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। @cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে। এখানে কিছু মনে করার কিছু নেই। ওনাকে প্রশ্ন করেন যে উনি গুগল ট্রান্সলেটর ব্যাবহার করেছে নাকি করেনি। অবশ্যই করেছে। ফোরামের নিয়ম অনুযায়ী তিনি ফোরামের রুলস ভায়োলেট করেছেন। যখন তিনি ভূল বুঝে পোষ্ট ডিলেট করে দিলো, এখন আবার আপনারা বলতেছেন পোষ্ট কেনো ডিলেট করলো। একজন যদি ভুল করে এবং সেটা থেকে শিক্ষা নেয়, তাহলে সমস্যা কোথায়? তিনি নিজের ভূল স্বীকার করে পোষ্ট ডিলেট করে দিয়ে সামনে এগিয়ে যাবে এটাই সঠিক। ভূল করে সব দেখেও চোখ মুখ বন্ধ করে দাতে কামড় দিয়ে বসে থাকার কোনো মানে হয় না।
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে? এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
|
|
|
|
sportbitcoin
Newbie
Offline
Activity: 18
Merit: 16
|
 |
October 22, 2023, 09:13:04 AM |
|
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে? এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
Learn Crypto এবং Learn gambling এর পরে হয়তো নতুন করে অন্য কোন নামে একাউন্ট দেখতে পাবো কিন্ত মনে হয়না Learn Bitcoin এর মতো কোন মেধাবী জ্ঞানী কোন মেম্বার দেখতে পাব।যদি বাংলা বোর্ডে কোন মেধাবী জ্ঞানী মেম্বার এর আগমন ঘটে তাহলে সে এই রকম Learn Crypto এবং Learn gambling এই সব নামে ফোরামে প্রবেশ করবে না।এই মেম্বার গুলো হয়তো মনে করছে এই সব নাম দিয়ে একাউন্ট খুললে হয়তো তারা Learn Bitcoin এর মতো পোষ্ট করতে পারবে।আমি মনে করি Learn Bitcoin নাম এটি একটি ব্যান্ড হয়েছে যার জন্য কিছু মেম্বার এই ধরনের নাম ব্যাবহার করা শুরু করেছে।
|
|
|
|
|
|
Review Master
|
 |
October 22, 2023, 10:40:53 AM |
|
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  । ততোদিন দোয়া রাইখেন। যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই। যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার। 
বর্তমানে আমি এয়ারড্রপ টপিক নিয়ে টুইটারে বিভিন্ন কৌশল এবং প্রজেক্টের বর্ণনা দিয়ে থাকি। যারা আমার পোষ্টগুলো অনুসরণ করেছে, তারা হয়তো ইতিমধ্যে ফলাফল পেয়েছে। আবার অনেকে ফলাফল পাওয়ার পরও জানায় নাহ, ওটা বড় কথা নাহ। কিছু চলমান প্রজেক্টের টুইটার থ্রেড লিংক দিলাম। যেগুলো পড়লে আপনারা প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এয়ারড্রপে অংশগ্রহণ করবেন, সেটিও বলে দেওয়া রয়েছে। Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !! কিছু টোকেন নেই এমন প্রজেক্টের রিট্রোএক্টিভ এয়ারড্রপ:Stargate (Layerzero), Matcha, Jumper Exchange: https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521Odos, Bungee exchange, Slingshot: https://twitter.com/officialbitbyte/status/1683103139539587072বি:দ্র: প্রজেক্টগুলো সকল mainnet এর প্রজেক্ট এবং আপনাকে নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। তাই সকলে নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করবেন, কেননা আমি শুধু বিভিন্ন কৌশল কিংবা প্রাথমিক বিষয়গুলো বর্ণনা করেছি। 
সর্বশেষে যারা এয়ারড্রপ পছন্দ করেন ,তাদের জন্য বলবো মার্কেট আর আগের তো নেই। মানে বিভিন্ন জোকার টুইটার প্রোফাইল দিয়ে মার্কেট ভরে গেছে এবং এয়ারড্রপের চাহিদাও কমে যাচ্ছে। কারণ প্রজেক্ট এখন এয়ারড্রপকে তাদের মার্কেটিং হিসেবে ব্যবহার করতেছে, যেমনটা আগে মোটেও ছিল নাহ। তাই কোনো প্রজেক্টের এয়ারড্রপ করার আগে দেখবেন, প্রজেক্টটি ভালো কি নাহ এবং প্রজেক্টটি কি শুধুমাত্র তাদের মার্কেটিং এর জন্য এয়ারড্রপকে ব্যবহার করতেছে নাকি। এছাড়াও অনেক প্রজেক্ট ৫ মিলিয়ন কিংবা এর বেশি ফান্ডিং করার মানেই যে ভালো এয়ারড্রপ পাবেন এমন নাহ, এর জন্য আরো কিছু বিষয় আছে। যেগুলো আপনাদেরকে জোকার টুইটার প্রোফাইলগুলো বলবে নাহ, কেননা তারা শুধু তাদের ফলোয়ার বাড়ানোর জন্য মনকাড়া ( ক্লিকব্রেইট) টাইটেল ব্যবহার করে, x প্রজেক্ট থেকে $১০,০০০ এর এয়ারড্রপ পেতে পারেন কিংবা y প্রজেক্ট এত এয়ারড্রপ দিয়েছ, তার মানে z প্রজেক্টও অনেক এয়ারড্রপ দিবে। তাই ওমন টুইটার প্রোফাইল থেকে দূরে থাকুন এবং নিজের বিচার-বিশ্লেষণ করুন। 
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 22, 2023, 11:58:26 AM |
|
এয়ারড্রপ
ভাই এয়ারড্রপের অবস্থা এখন আর আগে মতো নেই। হ্যা একথা সত্য একসময় এয়ারড্রপের অনেক ভ্যালু ছিল, অনেক!!! আমি নিজে স্বাক্ষী। আমার এক পরিচিত বড়ভাই ছিল (বাউন্টি হান্টার)। যখন এয়ারড্রপের স্বর্ণযুগ ছিল, তখন তাকে দেখতাম হাজার হাজার এয়ারড্রপ করতেন। ঐসময় এসব বুঝতামনা। ঐ বড়ভাই এয়ারড্রপ থেকে এমন একটা প্রফিট তুলে নিছিলো যে, এয়ারড্রপের টাকায় বাড়ি, গাড়ি করছে। সব এয়ারড্রপ যে খারাপ তা না, এখনো হাতে গোনা কিছু ভালো এয়ারড্রপ চলে। তবে সেটা সহজে খুঁজে পাওয়া যায় না। আর এছাড়া বাকি যা আছে তার ৯০ শতাংশই মার্কেটিং স্ট্রাটাজি হিসেবে কোম্পানির প্রচারনা করতেছে বলে মনে হয়েছে আমার কাছে। রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DVlog
|
 |
October 22, 2023, 03:12:52 PM |
|
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে? এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
আমি কিছু সাজেস্ট করতে চাই যদি কেউ idea না পান।  Learn Satoshi, Learn Bangladesh, Learn Signature, Learn Merit, Learn Bitcointalk. কেউ যদি চান আমার কাছে আরো নাম আছে! 
আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে। 
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 22, 2023, 04:58:39 PM |
|
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে? এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
আমি কিছু সাজেস্ট করতে চাই যদি কেউ idea না পান।  Learn Satoshi, Learn Bangladesh, Learn Signature, Learn Merit, Learn Bitcointalk. কেউ যদি চান আমার কাছে আরো নাম আছে! 
আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।  এমনে বইলেননা ভাই, দেখবেন আপনার নামেও অল্ট খুলে বসে আছে।  AVlog, BVlog, CVlog, DVlog, EVlog, XVlog।  লোকালে এখন অল্ট আর অল্ট, অল্ট আর অল্ট। অল্টের বন্যা। 
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Review Master
|
 |
October 22, 2023, 05:25:15 PM |
|
রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।
টেষ্টনেটের এয়ারড্রপগুলোতে কোনো খরচ হয় নাহ, কারণ সকল কার্যক্রম ডেমো ফান্ড দিয়ে করতে হয়। কিন্তু Retroactive এয়ারড্রপগুলো মূলত মেইননেটে করতে হয়, যেগুলোতে আপনার নিজের অর্ত ব্যয় করতে হবে। মানে আসল টোকেন কিংবা কয়েন ব্যবহার করতে হবে। আর আপনি যদি বিচার-বিশ্লেষণ করে কোনো প্রজেক্ট ব্যবহার করেন এয়ারড্রপের জন্য, তাহলে মোটেও সময় অপচয় হবে নাহ। কিন্তু সময় লাগবে অনেক, কারণ প্রতিমাসে এমন এয়ারড্রপ পাবেন নাহ। আমার কিছু এয়ারড্রপের বর্ণনা দিলাম, যেগুলো আমি এইবছর পেয়েছি: Arbitrum: যদিও আমি অন্যদের মতো arbitrum চেইন ব্যবহার করি নাই, কিন্তু Lexer market প্রজেক্টির ডেমো ট্রেডিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম, যার কারণেই এয়ারড্রপটি পেয়েছিলাম। আমি মনে হয় সর্বোচ্চ $২০ এর ইথিরিয়াম ফি হিসেবে খরচ করেছিলাম, কারণ ট্রেডিং প্রতিযোগিতাটি ডেমো ফান্ড দিয়ে করা হয়েছিল, কিন্তু মেইননেটে হয়েছিল। আর আমি এয়ারড্রপ থেকে প্রায় $২০০০ এর সমপরিমাণ $ARB টোকেন পেয়েছিলাম। লিংক: https://t.me/bitbytecrypto_ann/946HMX ( Perp88): এই প্রজেক্টটি হয়তো এখানে শেয়ার করি নাই, তবুও এটিতে শুধুমাত্র ট্রেডিং করার কারণে প্রায় $১৬০০ এর সমপরিমাণ esHMX টোকেন পেয়েছি। বলে রাখা ভালো, esHMX টোকেনটির ১২ মাসের ভেস্টিং সময় আছে, তো চাইলে আমি এখনেই বিক্রি করতে পারবো নাহ। কিন্তু মজার বিষয় এটি স্টেকিং করে আরো eshMX, USDC রিওয়ার্ড পাওয়া যাবে। বর্তমানে প্রতি ২-৩ দিনে প্রায় $১ এর মতো রিওয়ার্ড পাই। কমিউনিটি থেকে একজন শেয়ার করেছিল যে, সে প্রায় $৪০০ এর মতো esHMX টোকেন পেয়েছে। আরো অনেকে পেয়েছে কিন্তু শেয়ার করেনি হয়তো, কেননা অনেকে শুধুমাত্র পোষ্টগুলো পড়ে এবং গোপনে কোপ দেয়। লিংক: https://t.me/bitbytecrypto_ann/1102লিংক: https://t.me/bitbytecrypto/64945এই ২ প্রজেক্ট ছাড়াও আরো অনেক প্রজেক্টের রিওয়ার্ড পেয়েছি, কিন্ত পরিমাণে কম। কারণ আমি সেগুলোতে তেমন সময় দেই নাই। কয়েকদিন ব্যবহারে বুঝতে পেরেছিলাম যে, ভালো এয়ারড্রপ পাওয়া যাবে নাহ।  এত কিছু বলা এবং শেয়ার করার একটিই কারণ যে, আপনি যদি সঠিক প্রজেক্টের পেছনে সময় দেন। তাহলে এয়ারড্রপের পরিমাণ ভালো পাবেন এবং একটু কৌশল ব্যবহার করতে হবে। আমি বর্তমানে Vaultka তে Lending করেছি এয়ারড্রপের জন্য এবং আশা করি, ভালো লাভ পাওয়া যাবে ভবিষ্যতে। বর্তমানে আর একটি প্রজেক্ট নিয়ে টুইটার থ্রেড লেখতেছি, সেটিও আশা করা যায় ভালো রিওয়ার্ড দিবে। 
|
|
|
|
|
synchronym
|
 |
October 22, 2023, 06:28:02 PM |
|
আমি এর আগেও অনেকবার বলার চেস্টা করেছিলাম আমার পরিবার ও আমি পুরপুরিভাবে বিটকয়েনটক এর উপরে নির্ভরশীল, আর এই জন্যেই বিটকেয়েনটল্ক ও আমার পরিবার নিয়ে আমার মেয়ের জন্মদীন উৎযাপন করেছি, পাসে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ।
আমার ও আমার পরিবারের জন্যে সবাই দোয়া করবেন ।
উৎযাপনের কিছু ছবি দিলাম মুল পোস্ট টা কোট করলাম।
শুভ জন্মদিন কিন্তু একটা বিষয়ে দেখে অবাক লাগলো। আপনি শুধু কেক গুলোর পিক দিলেই এখানে সবাই বুঝতে পারতো। যাইহোক খুবই সতর্ক থাকুন। পিক গুলো যদিও এতটা বুঝা যায় না তবে আপনার পরিবার সহ পিক টা ডিলিট করতে পারেন। কেউ চাইলে সহজেই বের করতে পারবে না আসল চেহারা তবে ডিলিট করাই ভালো। বিটকয়েন যেহেতু আমাদের দেশের সরকার বৈধ করেনি আমরা চুপে চাপে এই কাজটা করে থাকি যেহেতু আমাদের দেশে বিটকয়েন বৈধ নয় ।সে ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত সাবধানতার সঙ্গে বিটকয়েনে কাজ করা আপনি বিটকয়েনের মাধ্যমে সফলতা পেয়েছেন বা বিটকয়েন এর মাধ্যমে আপনার ফ্যামিলি পরিচালনা করেন সেটা এভাবে জন্মদিনের কেক দিয়ে আপনার ফ্যামিলির পিকটা না দিলে আমার মনে হয় অনেক ভালো হতো। যাইহোক আপনাদের ফ্যামিলিসহ পিকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ডিলিট করাটা আপনার জন্য ভালো হবে এটা আপনি ডিলিট করে ফেলেন। আপনার পরিবারের জন্য রইল আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনি জীবনে আরও বিটকয়েনের মাধ্যমে এগিয়ে যান আপনার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকেন।
|
|
|
|
Suzume
Member

Offline
Activity: 434
Merit: 27
★Bitvest.io★ Play Plinko or Invest!
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
|
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
 |
October 23, 2023, 03:12:39 AM |
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
প্রথম উপার্জন সবার জন্যই অনেক আনন্দের হয়ে থাকে সেটা হোক চাকরি ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে। তবে প্রথম উপার্জন খুব অল্প পরিমাণ হলেও নিজের কাছে গর্ববোধ করার মত হয়ে দাঁড়ায়। আমাদের ছোট বড় সবারই স্বপ্ন যে আমরা একদিন এই ফোরাম থেকে কিছুটা হলেও উপার্জন করতে পারব এবং সেদিন আমি আমার প্রথম উপার্জনের কথা আপনাদেরকে শেয়ার করব সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করছি।
|
|
|
|
|
|
LDL
|
 |
October 23, 2023, 03:25:36 AM |
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।। ধন্যবাদ ভাই। জীবনের প্রথম কিছু অর্জন করা এবং সেটা অন্যের মাঝে শেয়ার করা সত্যিই অনেক আনন্দের মুহূর্ত। এরকম মুহূর্ত যাদের জীবনে আসে নাই তারা এই মুহূর্তে এই আনন্দের তাৎপর্য খুব একটা বেশি বুঝতে পারবে না। রেপিটেশনে দেখলাম @Negotiation ভাই বিটকয়েন ফোরাম ের উপলক্ষে দিয়ে বার্থডে পার্টি আয়োজন করেছে। সত্যি ভাই বলতে গেলে এরকম মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। অনেকে আছে যারা এই ফোরাম থেকে অর্জন করা যায় এ রকম কথা বিশ্বাস করে না। কিন্তু তারা পরবর্তীতে এই ফোরামে প্রবেশ করে টাকা অর্জনের মাধ্যমে সেই অবিশ্বাস্য মন্তব্য গুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য মন্তব্যে পরিনত করেছে। @Suzume আপনার জীবনের প্রথম উপার্জনের অনুভূতি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তবে আপনাকে কিছু উপদেশ দিচ্ছি লেখাপড়ার পাশাপাশি সামান্য কিছু সময় দিবেন এখানে। মনে রাখবেন আগে আপনার পড়ালেখা তারপর সময় পেলে একটু এখানেই দেওয়ার চেষ্টা করবেন।আজে বাজে ফাংশনে সময় নষ্ট করবেন না। আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।
|
|
|
|
|
|
cryptoWODL
|
 |
October 23, 2023, 03:34:29 AM |
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।। জীবনে প্রথম কিছু অর্জন করার ফিলিংসটা সবার মাঝে আসুক এটা আমি সহ আরো অন্যান্য যারা প্রথম অর্জন করতে পারেনি তাদের সবারই কাম্য। আজকে আপনার অনুভূতিটা সত্যিই অসাধারণ হয়তো আপনি অনেক খুশি আছেন প্রথম উপার্জন করতে পেরে। আসলে বড় ভাইদের কাজই হল ছোটদেরকে উপদেশ দিয়ে সঠিকভাবে গড়ে তোলা। প্রত্যেক বড়দের আদর্শেই অনুপ্রাণিত হয়ে ছোটরা গড়ে উঠবে তাহলেই ফোরাম সুন্দর হবে। আসলে আমি যতই দেখেছি যে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের হিংসে বা অহংকার কম হয়। তবে আবার এমন কিছু ব্যক্তি আছে যাদের অহংকারই সবকিছু এবং তারা অহংকার সবকিছুতেই দেখায়। আপনাকে ধন্যবাদ সঠিক মানুষের সঠিক উপদেশে নিজেকে গড়ে তোলার জন্য। আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।
প্রত্যেক ছেলে মেয়ের জীবনে মা-বাবার স্থান সবার উপরে থাকে। মা বাবাকে হাসিখুশি রাখা প্রত্যেক সন্তানের কর্তব্য হওয়া উচিত এবং মা-বাবা যাতে খুশি থাকে সে অনুযায়ী কাজ করা উচিত। @Suzume আপনার এই উপার্জিত প্রথম টাকা দিয়ে যদি আপনার বাবা মার জন্য কিছু কিনে নিয়ে যান তখন দেখবেন তাদের মুখে একটি প্রশান্তির হাসি ফুটেছে যেটা দেখে আপনার মন খুশিতে ভরে যাবে এবং অন্যরকম একটি অনুভূতি কাজ করবে তখন মনে হবে আপনি হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।
|
|
|
|
|
|
roksana.hee
|
 |
October 23, 2023, 04:43:05 AM |
|
তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ। আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।এটা সত্যিই অনেক বড় তৃপ্তির একটা জায়গা যে, "জীবনের প্রথম ইনকাম, সত্যি..."। আশা করব, জীবনের প্রথম ইনকামের টাকা অবশ্যই ভালো কোন কাজে খরচ করবেন! @LDL ভাই যদিও বলে দিয়েছেন, যে এই টাকা থেকে আপনার বাবা-মায়ের জন্য কোন গিফট কিনে দিলে তারা খুশি হত। আসলেই বাবা-মায়ের খুশির উপর আর কোন খুশি হয় না। বাবা-মা যে সন্তানকে কতটা ভালোবাসে! আসলে যে প্রকৃত সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে!!! বিশেষ করে বাবার কথা, না বললেই না...! সব সন্তান শুধু বাবার উপরের শাসনটা দেখে কিন্তু বাবার ভিতরের মনটা অনেক সন্তানই বুঝতে পারে না। সন্তানের কিছু হলে বাবা নামক ব্যক্তিটা যে কতটা কষ্ট পায় সে কথা বলে বোঝানো যায় না। গত এক সপ্তাহ আগে আমার বড় ছেলেটার ছোটখাটো এক্সিডেন্ট হয়, সেই এক্সিডেন্টের কথাটা শুনেই আমি যে কতটা কষ্ট পেয়েছি, কাউকে বুঝাইতে পারবো না। বুকের ভিতর থেকে কি যেন এক অজানা কষ্ট অশ্রু হয়ে বেরিয়ে আসে।।। ভালো থাক পৃথিবীর সব বাবা-মা। পরিশেষে @Suzume ভাইরে, একটা কথাই বলবো, যত ব্যস্ততার মাঝেই হোক ফোরাম একটু সময় দিয়েন।  সেন্টিবেল মেরিট না থাকাই ভাইরে মেরিটটা দিতে পারলাম না।।।
|
|
|
|
|
|
Fuso.hp
|
 |
October 23, 2023, 05:00:57 AM |
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
আপনি ভাগ্যবান কারণ মেম্বার রেঙ্কে আপনি সিগনেচার করার সুযোগ পেয়েছেন। খুবই কম পরিমাণ সদস্য মেম্বার রাঙ্ক থেকে সিগনেচার করার সুযোগ পায়। বেশিরভাগ ম্যানেজার এর সিগনেচার ক্যাম্পেইনগুলোর জন্য সর্বনিম্ন যোগ্যতা ফুল মেম্বার রাখে তাই মেম্বাররা সাধারণত বেশিরভাগ সিগনেচারগুলোতেই কাজ করার সুযোগ পায় না। @CryptopreneurBrainboss কে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত মেম্বারদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য। তার ক্যাম্পেইনে আমাদের বাংলা বোর্ড থেকে বেশ কিছু মেম্বার কাজ করার সুযোগ পেয়েছে। প্রথম পেমেন্ট এর পরিমাণ যতই কম হোক না কেন সেই আনন্দ থাকে অনেক বেশি। প্রথম পেমেন্টে আপনি পাঁচ ডলার সমপরিমাণ বিটিসি রিসিভ করেছেন এই পেমেন্টের কথা আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং পরবর্তীতে আপনি অনলাইন থেকে যতই পেমেন্ট পান না কেন প্রথম পেমেন্টের মত খুশি আপনার আর কখনোই লাগবে না। আপনাকে সহ বাংলা বোর্ডের ওইসব ভাইদের অভিনন্দন জানাচ্ছি যারা মেম্বার অথবা ফুল মেম্বার হিসেবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রথম পেমেন্ট রিসিভ করেছে।
|
|
|
|
BD Technical
Member

Offline
Activity: 210
Merit: 14
|
 |
October 23, 2023, 05:33:01 AM |
|
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।। অভিনন্দন ভাই তোমাকে দোয়া করি তুমি সামনে আরো এগিয়ে যাও।
|
|
|
|
|
|
Essential10
|
 |
October 23, 2023, 06:37:22 AM |
|
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে? এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
এদের সম্পর্কে কি বলবেন ভাই, যারা এই ধরনের কথা বলে যে Learn gambling, Learn Bitcoin, Learn Crypto একজনের একাউন্ট তাদের সাধারণ জ্ঞানের অভাব আছে। একজন ইউজার যদি তার alt একাউন্ট তৈরি করে তাহলে কেন সে পূর্বের একাউন্টের নাম এর সাথে মিলিয়ে একাউন্ট তৈরি করবে কি প্রয়োজন আছে এরকম করে একাউন্ট তৈরি করার। কিছুদিন আগে গ্লোবাল সেকশনে BD নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কিছু বড় সদস্য তো বলেই বসেছেন যে নামের পূর্বে যতগুলো অ্যাকাউন্টে BD উল্লেখ করা আছে সবগুলো একজনের একাউন্ট, আমি বুঝতে পারি না তারা কোন যুক্তিতে এ ধরনের কথা বলে। আবার যারা অন্য সদস্যের ইউজারনেম এর সাথে মিল রেখে একাউন্ট তৈরি করেন তারা আসলে কি উদ্দেশ্যে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করেন? একাউন্ট খুলতে একটা ইউজারনেম যদি আপনাদের কপি করতে হয় তাহলে আপনারা পোস্টে কি লিখবেন। আপনাদের মনে কখনো ইউনিক চিন্তা ভাবনা আসবে না। যেভাবে ইউজারনেম কপি করা শুরু করেছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা এরকম ইউজার নামের আইডি দেখতে পাবো যারা জনপ্রিয় ম্যানেজারদেরকে কপি করে আইডি তৈরি করছে।
|
|
|
|
|
|
Bd officer
|
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি। অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?
ভাই হাসির একটা ঘটনা শেয়ার করি। আপনি যদি বিয়ে করতে যান। পাত্রী পক্ষ যদি জিজ্ঞেস করে ছেলে কি করেন? ভাই আপনি যদি কোন কাজ বা চাকরি বা ব্যবসা না করেন। যদি বলেন আমি মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে ইনকাম করি। তাহলে দেখবেন যারা বুঝে না তারা বলবে ছেলে জুয়া খেলায় "" টাকা কি"""বললাম না বুঝে নিয়েন। অনলাইন ইনকাম করে বিয়ে করাও অনেক কষ্টকর যা আমি বুঝেছি  । আসল কথা আমরা জুয়া না খেললেও জুয়ার সাইড গুলো প্রচার করে থাকি  ।
অনেকেরে দেখা যায় আমি মনে হয় কাউকে প্রশ্ন করতে দেখেছি বলছে বিটকয়েনে বিনিয়োগ করে তার ক্যারিয়ার গড়তে চান। আমি মনে হয় সেই টপিকে রিপ্লে করেছিলাম। এই ধরনের যারা চিন্তা ভাবনা করেন আসলে একটি ভুল ধারনা। যারা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞানী তারাই বলে, এবং আমিও বলবো বিটকয়েন বিনিয়োগ এমন অর্থ দিয়ে করুন যা আপনার হাড়িয়ে গেলে কোন আর্থিক সমস্যার পড়তে না হয়, বিনিয়োগ থেকে লস খেলে পূর্বের মতো জীবন যাপন করতে পারেন। অনেকেরই দেখা যায়, তার বাবার সম্পত্তি বিক্রি, কেউ মায়ের রেখে যাওয়ার মুলধন, ইত্যাদি আরও অনেক আছে। এসব চিন্তাভাবনা করা উচিত নয়, নিজে ইনকাম করে বিটকয়েনে বিনিয়োগ করুন। নিজে ক্যারিয়ার গড়ুন, ভালো একটা চাকরি করুন বা জব করুন এবং মুনাফা অর্জন করে সঞ্চয় করুন এবং পাশাপাশি বিটকয়েনে বিনিয়োগ করুন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
roksana.hee
|
 |
October 23, 2023, 08:04:57 AM Last edit: October 23, 2023, 08:45:13 AM by roksana.hee |
|
হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো? অন্য সবার নাম কেন উঠে আসলো না? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না।
আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?
যদি সিনিয়র @LittleMouse, @LDL ভাই জেনে থাকেন আমাকে একটু জানালে উপকৃত হইতাম।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 23, 2023, 08:35:01 AM |
|
আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।  আসলে এদের মাঝেও প্রতিভা লুকিয়ে থাকতে পারে। হতে পারে এদেরই কেউ একজন লিজেন্ডারি মেম্বার হবে ফোরামে। আমি ফোরামে বেশ কিছু নাম দেখেছি যেগুলো মূলত দেখতে প্রায় একই রকম, যেমন লিটল মাউস এর পাশাপাশি আছে বিটিসি মাউস, লজিটেক মাউস, আরো কোনো ইন্দুর আছে নাকি আমার জানা নাই। স্টার নিয়ে একটা গ্রুপ আছে, যেমন ডার্ক স্টার, ব্ল্যাক স্টার, আবার ব্ল্যাক বস ইত্যাদি ইত্যদি। কিন্তু আমি যাদের নাম বললাম, তারা সবাই ফোরামে এসটাবলিস্ট হয়ে গেছে। একসময় তারাও জুনিয়র ছিলো। সমস্যা হলো যখন মানুষ নামের সিমিলারিটি দেখে মনে করে এটা আমার অল্ট একাউন্ট কি না। কিন্তু একই কমিউনিটি থেকে যখন এরকম নামের ইউজার আসবে, তখন সন্দেহ করা স্বাভাবিক।
|
|
|
|
|