|
synchronym
|
 |
October 25, 2023, 08:24:27 PM Last edit: October 26, 2023, 03:47:57 AM by synchronym |
|
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।
প্রথমত ভাই আপনাকে ভুলে যেতে হবে মেরিট এর চিন্তাভাবনা, কি ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যাবে সে চিন্তা না করে আপনি চিন্তা করুন কিভাবে গঠনমূলক পোস্ট করা যায়। মেরিট এর চিন্তাভাবনা যদি আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি যদি পোস্ট করার পর মিনিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন তাই আপনি যে পর্যায়ে রয়েছেন সে পর্যায়ে মেরিট আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। গঠনমূলক পোস্ট বলতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে সঠিক আলোচনা করতে হবে এবং অফ টপিক আলোচনা আপনাকে এড়িয়ে চলতে হবে। অফ ট্রপিকের বাইরে আপনি যদি একটি বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা যদি কোন সদস্যের ভালো লাগে এবং আপনার পোস্ট পড়ে কোন সদস্য নতুন কিছু সম্পর্কে জানতে পারে তাহলে সে চাইলে অবশ্যই আপনাকে একটি মেরিট দিতে পারে। ফোরামে যুক্ত হয়েছেন এবং ফোরামে নিয়মিত সময় দিতে থাকুন, শুরুর দিকেই মেরিট পাওয়া যেন আপনার মূল উদ্দেশ্য না হয়। আপনি যদি সিগনেচারে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রথমে উচিত হবে মেরিট কথা চিন্তা না করে ভালো মানের পোস্ট তৈরি করা যদি ভাল মানের পোস্ট তৈরি করা যায় তাহলে মেরিট আপনা-আপনি পাওয়া যাবে। আপনার উচিত হবে এখন মেরিট নিয়ে চিন্তা না করে আপনি ভালো মানের পোস্ট তৈরি করুন আপনার পোস্ট যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে মেরিট দিবে। যদি আপনি মেরিট নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন তাহলে দেখা যাবে আপনি কিছুদিন পোস্ট দেওয়ার পরে যদি আপনি মেরিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন। তাই মেরিট পান আর না পান আপনাকে হতাশ হওয়া যাবে না সময় নিন ভালো মানের পোস্ট তৈরি করুন এভাবে সামনের দিকে এগিয়ে যান।
|
|
|
|
|
Fuso.hp
|
 |
October 26, 2023, 07:01:28 AM |
|
যেহেতু আপনি একজন নতুন ইনভেস্টর তাই আপনাকে প্রথমে ঝুঁকি অর্থটা রিস্ক না নেওয়াই ভালো হবে। সে ক্ষেত্রে আপনি বিটিসি ক্রয় করে রেখে দিতে পারেন।
সে একজন নতুন বিনিয়োগকারী তাই আপনি তাকে অর্থের ঝুঁকি নিতে মানা করছেন কিন্তু তার পরের লাইনেই আপনি তাকে বিটিসি ক্রয় করে রেখে দিতে বলছেন তাহলে অর্থের ঝুঁকি কোনটাকে বোঝায়? বিনিয়োগ বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোন কয়েন ক্রয় করে দীর্ঘ একটা সময়ের জন্য রেখে দেওয়া এবং দীর্ঘ একটা সময়ের জন্য নির্দিষ্ট একটি কয়েন ক্রয় করে রেখে দেওয়া মানে হচ্ছে অর্থের ঝুঁকি নেওয়া। আপনি তাকে বিটকয়েন ক্রয় করার কথা বলেছেন এখানে সে যদি অর্থের ঝুঁকি না নেয় তাহলে সে কিভাবে বিটকয়েন ক্রয় করবে। উনি বিটকয়েন ক্রয় করে রেখে দিলেই যে একটা সময় পরে ভালো পরিমাণ অর্থ লাভ করতে পারবে এরকম কিন্তু কোন নিশ্চয়তা নাই অর্থাৎ তাকে ভালো কিছুর প্রত্যাশায় অর্থের ঝুঁকি নিতে হবে। একই লাইনে আপনি তাকে দুই রকম উপদেশ দিয়েছেন।
|
|
|
|
|
Dimitri94
|
 |
October 26, 2023, 08:12:45 AM |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।
ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।
|
|
|
|
|
HelliumZ
|
 |
October 26, 2023, 09:08:55 AM |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।
ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।
Proof of Reserve কিভাবে করতে হয়? আমরা বাংলাদেশীরা Proof of Reserve করতে পারব কি? আইনি জটিলতায় পড়তে পারে কিনা? Proof of Reserve করলে এক্সট্রা fee দিতে হয় কিনা? আসলে এ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভবিষ্যতে এক্সচেঞ্জে ডলার সঞ্চয় করব তাদের জন্য এই গ্যারান্টিপত্র থাকা অতীত জরুরী। আপনি বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে আমাদের সাথে শেয়ার করবেন।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Dimitri94
|
 |
October 26, 2023, 10:20:47 AM |
|
Proof of Reserve কিভাবে করতে হয়? আমরা বাংলাদেশীরা Proof of Reserve করতে পারব কি? আইনি জটিলতায় পড়তে পারে কিনা? Proof of Reserve করলে এক্সট্রা fee দিতে হয় কিনা? আসলে এ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভবিষ্যতে এক্সচেঞ্জে ডলার সঞ্চয় করব তাদের জন্য এই গ্যারান্টিপত্র থাকা অতীত জরুরী। আপনি বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে আমাদের সাথে শেয়ার করবেন।
যদি একটু ভালভাবে খেয়াল করেন তাহলে বিষয়টি পরিস্কার হবে এবং আশা করি আপনার প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন। এখানে প্রুফ অফ রিজার্ভ টার্মসটি মুলত যে কোন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে যেই সব আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের দায়বদ্ধতা সঠিকভাবে প্রমানের জন্য তাদরে নিজস্ব সম্পদের মাধ্যমে পুরন করার সক্ষমতা দেখাতে পারে। বিষয়টিকে আরও সহজ করি ধরুন আপনি বাইন্যান্সের কাছে 20 ডলার অর্থ রেখেছেন বাইন্যান্স আপনার অর্থ রাখার জন্য তার দায়বদ্ধতা হিসেবে বাইন্যান্স 20 ডলার সমপরিমান তার নিজস্ব অর্থ দেখাবে যাকে আমরা প্রুফ অব রিজার্ভ বলি। এখানে তৃতীয় কোন পক্ষ্য দ্বারা সাধারনত এই কাজ গুলো করা হয়ে থাকে। রিজার্ভের প্রমান হিসেবে একটি প্রতিষ্ঠান কে স্বচ্ছ এবং সঠিক তথ্যনির্ভর প্রমান দেখাতে হয়। ক্রিপ্টোকারেন্সির জগতে প্রতিষ্ঠান গুলো মুলত তাদের পাবলিক ওয়ালেট এড্রেস প্রকাশের মাধ্যমে তার প্রমান গুলো দিয়ে থাকে। যার মাধ্যমে যদি কোন গ্রাহক ইচ্ছা করে তাহলে তিনি সেই সম্পদের যে কোন সময় যাচাই করতে পারবেন। যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের কাজ তাই কাজের ধরন এবং কিভাবে তারা কাজ করবে কাদের দ্বারা কাজটি সম্পন্ন করবে এটি মুলত সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে এবং তার উপরে চার্য ধার্য হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে একটি লিঙ্ক প্রদান করছি এখানে আপনি প্রুফ অব রিজার্ভ সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।
|
|
|
|
|
cryptoWODL
|
 |
October 26, 2023, 10:35:13 AM Last edit: October 26, 2023, 10:55:48 AM by cryptoWODL Merited by roksana.hee (2), hugeblack (1), Fuso.hp (1) |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange. আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে। এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
|
|
|
|
|
|
roksana.hee
|
 |
October 26, 2023, 11:53:05 AM Last edit: October 26, 2023, 01:48:44 PM by roksana.hee Merited by Bitcoin_people (1) |
|
 বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত কারেন্সির মধ্যে অন্যতম। আবারো বিটকয়েনের মার্কেট সামনের দিকে অশ্বের ন্যায় ধাবিত হচ্ছে। এই ডিসেন্টালাইজ মুদ্রাটি বর্তমানে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঠিক যেন, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের মত। রিয়াদ যেমন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের প্রতিভাকে প্রজ্জ্বলিত করে যাচ্ছে। ঠিক তেমনি, অনেক দীর্ঘ সময় একই জায়গায় স্থির থেকে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে, বিটকয়েন -ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাম্প্রতিক পুনরুত্থান যেন স্বস্তির নিঃশ্বাস কারেন্সি হোল্ডারদের। ২০২৩ সালের এটি যেন " স্বর্ণ ক্ষণ...!" বড় বড় কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা এখন বিটকয়েনকে ভবিষ্যতের হাতিয়ার হিসেবে গণ্য করছে।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 26, 2023, 03:07:53 PM |
|
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange. আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে। এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানেই আমি মনে করি আপনার ফান্ডগুলো অন্য কারো দ্বারা কন্ট্রোলকৃত। সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যখন ফান্ড রাখবেন তখন সেটা আর শুধু আপনার ফান্ড থাকেনা। তাই বলবো যদি লং টার্মের জন্য হোল্ডিং এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এই সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ডলার বা অন্য কোন কারেন্সি হোল্ড করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করা সবচাইতে উত্তম, কারণ এটার কন্ট্রোল শুধু একমাত্র আপনার নিকটই থাকবে। কারণ কথায় আছে নট ইওর কিস(চাবি) নট ইওর ওয়ালেট(ফান্ড)। প্রুপ অফ রিজার্ভের বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে অলরেডি একজন যে লিংক https://www.binance.com/en/proof-of-reserves দিয়েছে সেটিতে গেলে দেখতে পারবেন। আর এটা ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জার এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হতেই পারে। তবে প্রপ অফ রিজার্ভ ১ঃ১ থাকলে অবশ্যই সেখানে সামনে কোন গন্ডগোল হতেই পারে।  বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত কারেন্সির মধ্যে অন্যতম। আবারো বিটকয়েনের মার্কেট সামনের দিকে অশ্বের ন্যায় ধাবিত হচ্ছে। এই ডিসেন্টালাইজ মুদ্রাটি বর্তমানে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঠিক যেন, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের মত। রিয়াদ যেমন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের প্রতিভাকে প্রজ্জ্বলিত করে যাচ্ছে। ঠিক তেমনি, অনেক দীর্ঘ সময় একই জায়গায় স্থির থেকে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে, বিটকয়েন -ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাম্প্রতিক পুনরুত্থান যেন স্বস্তির নিঃশ্বাস কারেন্সি হোল্ডারদের। ২০২৩ সালের এটি যেন " স্বর্ণ ক্ষণ...!" বড় বড় কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা এখন বিটকয়েনকে ভবিষ্যতের হাতিয়ার হিসেবে গণ্য করছে। ভাই এত তাড়াতাড়ি উত্তেজিত হওয়া আমার মনে হয় না ঠিক হবে। বুল রান অবশ্যই হবে কিন্তু সেটা কবে হবে সবারই অজানা। কিন্তু ২০২৩ সালে এই ছোটখাটো হালকা পাম দেখে বুল রান স্টার্ট হবে দেখে বড় রকমের ফান্ড যদি কেউ ইনভেস্ট করে থাকেন আমার মনে হয় না সেটা ভালো আইডিয়া হবে। যদিও সেটা যদি হয় লং টার্মের জন্য তাহলে ভিন্ন কথা। আমার মনে হয় না ২০২৫ এর আগে বুল রানের দেখা পাব । 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 26, 2023, 03:35:21 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 26, 2023, 03:43:08 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না  । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Bitcoin Halving
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
 |
October 26, 2023, 03:47:53 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
তার জন্যই তো বলি নেট স্পিড পায় না কেন। খুব সমস্যা আজকে কোন কিছু গুগলে অথবা ক্রমে গিয়ে সার্চ করলে কিছুই আসছে না শুধু এরর দেখাচ্ছে। আমার ওয়াইফাই ইউটিউব এবং tiktok সহ অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে কিন্তু chrom browser এবং google ব্রাউজারে ঢুকতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে ফোনে এমবি কিনেছি তারপরও খুব একটা ভালোভাবে নেট পাচ্ছে না। আজকে আমি মেটা সেকশনে পোস্ট করার সময় দেখলাম যে বিভিন্ন দেশের লোকাল বোর্ড গুলোর পোস্ট নিয়ে কথা হচ্ছে এবং একটি এনিমেশন চার্ট তৈরি করা হয়েছে। animated চারটে দেওয়া রাশিয়ান, তুর্কি এবং নাইজেরিয়ানদের তুলনায় আমাদের বাংলাদেশ খুবই নগণ্য। আমাদের বাংলাদেশের আমরা সবাই মাত্র ৩৯১ পোস্ট করেছি। সেখানে বলাবলি হচ্ছে পাকিস্তান তাদের অবস্থা দিন দিন উন্নতি করছে। আমাদের বাংলাদেশকে নিয়ে কাউকে কিছু বলতে দেখলাম না।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 26, 2023, 05:57:50 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না  । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
HelliumZ
|
 |
October 27, 2023, 12:15:42 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না  । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ। রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 27, 2023, 12:33:56 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে।
|
|
|
|
|
HelliumZ
|
 |
October 27, 2023, 12:59:17 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে। ভাই আমার ফোনের মোবাইল নেটওয়ার্ক এতো স্লো যে অনলাইনে কাজ করতে অনেক সমস্যা হয়। এটাও কি ওই একই সমস্যা নাকি আমার ফোনে এরকম সমস্যা। বেশ কিছুদিন ধরে আমার ফোনে EDGE ছাড়া অন্য কোন নেটওয়ার্ক ধরছে না। রুমের মধ্যে একটা পোস্ট লিখে রুমের বাইরে যেতে হয় পোস্ট করার জন্য রুমের ভিতরে এর সমস্যাটি হচ্ছে। আগে এই সমস্যা হতো না রুমের মধ্যে থেকেই পোস্ট করতে পারতাম। 
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 27, 2023, 01:25:40 AM |
|
ভাই আমার ফোনের মোবাইল নেটওয়ার্ক এতো স্লো যে অনলাইনে কাজ করতে অনেক সমস্যা হয়। এটাও কি ওই একই সমস্যা নাকি আমার ফোনে এরকম সমস্যা। বেশ কিছুদিন ধরে আমার ফোনে EDGE ছাড়া অন্য কোন নেটওয়ার্ক ধরছে না। রুমের মধ্যে একটা পোস্ট লিখে রুমের বাইরে যেতে হয় পোস্ট করার জন্য রুমের ভিতরে এর সমস্যাটি হচ্ছে। আগে এই সমস্যা হতো না রুমের মধ্যে থেকেই পোস্ট করতে পারতাম।
সমস্যা যদি আগে থেকেই হয়ে থাকে, তাহলে এই সমস্যা অন্য কোনো কারনে। কারন খাজা টাওয়ারে আগুন লেগেছে গতকাল বিকেল ৫ টার দিকে। তারপর থেকেই দেশের বেশিরভাগ ব্রড ব্যান্ড সার্ভিস ডাউন। আর বাংলালিংক সিম এর কল টোটালি ডাউন ছিলো। বর্তমানে কি অবস্থা আমার জানা নেই। তবে অন্যান্য সিমেও নেটওয়ার্ক সমস্যা করছে। আপনার সমস্যা আপনার এলাকার নেটওয়ার্রে সাথে রিলেটেড হয়তো।
এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।
|
|
|
|
|
Subbir
|
 |
October 27, 2023, 01:29:36 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে। আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।
ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 27, 2023, 01:48:25 AM |
|
আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে। এই ব্যাক আপ থাকার ব্যাপারটা কতোটা সত্য জানি না। তবে যেটা জানি সেটা হলো বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাক আপ রাখার ব্যাপারে একবারেই উদাসিন। আর যতোদূর জানি বিল্ডিং এর কয়েকটা ফ্লোর এ আগুন ছড়িয়ে গেছে ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে। ১০-১১-১২-১৩ এগুলোতেই সম্ভবত সবচাইতে বেশি আগুন ছড়িয়েছে। ব্যাকআপ যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে তো ভালো। তবে সারভার রান করার প্রওয়াজনীয় সব প্রোডাক্ট এই মুহুর্তে বাংলাদেশে পাবে বলে মনে হয় না। অঅর বিল্ডিং মেরামত করা ছাড়া এগুলো কিছুই করা সম্ভব নয়। বাংলাদেশে তো তদন্তের নাম করেই ১ মাস একটা যায়গা তালা মেরে রাখে। ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
আর এতে করে মরলে সব একসাথেই মরে। সাথে সাথে পুরো দেশের কোমড় ভেঙ্গে দেয়।
|
|
|
|
|
Bitcoin_people
|
 |
October 27, 2023, 02:22:52 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না  । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ। রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ। আমি কালকে রাতে এক ভাইয়ের ফেসবুক কমেন্ট পড়ে তার সাথে একমত হয়েছি যে তিনি সেখানে উল্লেখ করেছে আমরা এ ধরনের ঘটনা আজকে প্রথম দেখছি না বরং আগেও এমন ঘটনা ঘটেছে। ঘটনাগুলো সত্যিই হাস্যকর যে সারা বছর কোন খবর নেই কিন্তু যদি প্রতিপক্ষ দলের কোন সমাবেশ মিটিং মিছিল থাকে ঠিক তার আগে কোন না কোন সমস্যা ঘটে যায় বাংলাদেশে। তাছাড়া আমি মনে করি মূলত এই কাজটি হয়তো সেজন্যই করা হয়েছে যে গত ২৮ শে অক্টোবর বিএনপি এর বিশাল একটি মহাসমাবেশ আছে সে জন্যই হবে। তাছাড়া ও তার চেয়ে বড় বিষয় হচ্ছে শুধু বিএনপির সমাবেশ নয় জামায়াত ও জানিয়েছে তারা ২৮ তারিখে শাপলা চত্বরে সমাবেশ করবে সে জন্য হয়তো এই ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছে আমরা। যেহেতু দুটি দলই রাজনীতিতে বর্তমানে অনেক বেশি রাজপথে লড়াই করতেছে সরকার পতনের উদ্দেশ্যে সেজন্যই হয়তো এই ধরনের নেটওয়ার্ক সমস্যা এবং ইন্টারনেট সার্ভার ে সমস্যা হয়েছে এবং আগুন লাগিয়েছে। এটাই স্বাভাবিক যে বাংলাদেশে কোন কিছু হওয়ার আগে অবশ্যই এই ধরনের সমস্যাগুলো করতেই হবে তা না হলে জনগণ কিভাবে বুঝবে নাটক। 
|
|
|
|
|
HelliumZ
|
 |
October 27, 2023, 02:56:18 AM |
|
বিটকয়েনের দামের একটি ক্রমবর্ধমান গতিশীল একটি ভিডিও পেয়েছি আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। বিটকয়েন কত উত্থান পত্থান ঘটিয়ে বর্তমান পজিশনে এসে দাঁড়িয়েছে। কখনো মার্কেট উর্ধ্বমুখী হয়েছে আবার কখনো মার্কেট নিম্নমুখী হয়েছে যাব বর্তমানে যেভাবে হচ্ছে অতীতে ঠিক একইভাবে ঘটেছিল। এবং বর্তমানে যেভাবে আছে ভবিষ্যতে আরো নামতেও পারে উঠতেও পারে এটা নিয়ে কোন চিন্তার কিছু নেই। https://x.com/BitcoinNewsCom/status/1717683367460630539?t=0TMI3adw3dJxlXdG0--D2A&s=09
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|