Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3385
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
November 25, 2023, 03:13:38 PM |
|
অনেকে সাজেস্ট করতেছে, ViaBTC free accelerator ব্যবহার করার জন্য। তবে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি কিছুই জানিনা। কেউ এই টুলস কি ব্যবহার করছেন আগে? আপনার ট্রাঞ্জেকশন আইডি দিয়ে ফ্রি সাবমিশনে ক্লিক করবেন। এতটাই সিম্পল! তবে, আপনার ট্রাঞ্জেকশনে কিছু মিনিমাম লিমিট থাকা লাগবে- ১। ট্রাঞ্জেকশন ফি সর্বনিন্ম ১০ সাতোশি পার বাইট হতে হবে। এর কম হলে সেটা এক্সেপ্ট করবে না। ২। ট্রাঞ্জেকশন সাইজ সর্বোচ্চ ৫০০ বাইট হতে হবে। এর বেশি হলেও সেটা একসেপ্ট করবে না। ৩। প্রতি ঘন্টায় তারা ১০০টা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেট/ত্বরানিত [১] করে। সুতরাং, আপনাকে মোটামুটি ২/৩ মিনিটের মধ্যেই সাবমিট করতে হবে। নোট-১ঃ যে কোন ট্রাঞ্জেকশন যে কেউ চাইলেই একটা ব্লকে যোগ করতে পারে যদি তারা ব্লক খুজে পায়। তবে, সাধারনত সব মাইনারই ফি বেশি যেসব ট্রাঞ্জেকশনে রয়েছে সেগুলোই রাখে। ভায়াবিটিসি, কিছু ট্রাঞ্জেকশন কম ফি হওয়া সত্ত্বেও ব্লকে এড করে এই শর্তে যে উপরের সব শর্ত উক্ত ট্রাঞ্জেকশনটি পূরণ করতে হবে এবং ভায়াবিটিসি যখন ব্লক খুজে পাবে, কেবল তখনি আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হবে। https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aaএই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে। কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল। আমি যতদূর জানি যদি ভুলবশত অযৌক্তিক কোনো এমাউন্ট ফি হিসেবে দেয়া হয় সেটা ব্যাক করে দেয় বা ব্যাক নেয়ার সুযোগ থাকে। যদি আসলেই ভুলবশত অতিরিক্ত ফি দিয়ে থাকে সেটা সম্ভবতো রিকোভার করা সম্ভব। এমন কিছু কেস আছে যেখানে রিফান্ড করে দেয়া হয়েছে এসব অতিরিক্ত ফি। সিউর না, কেউ যদি ক্লিয়ার করতেন বিষয়টা। এইটা নির্ভর করে কে ব্লক পেল। ধরে নিন আপনি #১০০০০০ ব্লক মাইনিং করলেন। মাইনিং রিওয়ার্ডও আপনি পেলেন। এখন কেউ যদি ভুলে অনেক ফি দেয়, আপনি কিন্তু সেটার দায়ভার বহন করবেন না। অর্থাৎ আপনি প্রকৃতপক্ষেই উক্ত বিটকয়েনের মালিক। কেউ ভুলে বেশি ফি দিয়েছে বলে আপনার বিপক্ষে লিগ্যাল একশন নিতে পারবে না। কিন্তু আপনি যদি মানবতার দিক চিন্তা করেন, তাহলে আপনি চাইলে প্রকৃত মালিককে তার বিটকয়েন ফেরত দিতে পারেন। তাই বলা যায় এইটা আসলে যে উক্ত ব্লক মাইনিং করেছে একান্তই তার ব্যাপার।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
cryptoWODL
|
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করাপ্রতিটি সন্তানের জন্য পিতামাতার অনেক আশা, এবং স্বপ্ন থাকে। একইভাবে আমার বাবা-মায়েরও আমাকে নিয়ে অনেক স্বপ্ন ও আশা রয়েছে। শৈশব থেকেই আমার বাবা-মা আমাকে অনেক কষ্ট ও যত্ন নিয়ে বড় করেছেন এমনকি লেখাপড়া শিখিয়েছেন। তাদের স্বপ্ন ছিল আমি বড় হয়ে ভালো কাজ করব এবং তাদের খ্যাতি অর্জন করব। আমি আমার শিক্ষা শেষ করে প্রায় সাত বছর ধরে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করছি এবং কোম্পানি থেকে আমার বেতন সঞ্চয় করে বিটকয়েনে বিনিয়োগ করছি। আমি কিছু দিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার বিয়ের পুরো খরচ দিয়েছি। আজ আমার জীবনের অন্যতম সেরা দিন এবং আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার পিতামাতার স্বপ্নের প্রথম ধাপটি সম্পন্ন করেছি। যা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথায় আছে "আল্লাহ যখন দেয় দুই হাত ভরে দেয়"। আজ এই পোস্টটি করতে পেরে আমি খুবই খুশি। বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য করা: আমার বাবার একটি ব্যবসা রয়েছে যা তাঁত শিল্প। এই ব্যবসা আমাদের পৈত্রিক ব্যবসা। আমাদের ব্যবসার প্রধান কাজ হল শাড়ি তৈরি করা যা মানুষের শরীরের পরীদিয় বস্ত্র। এই ব্যবসায় আমাদের প্রধান কাজ শাড়ি তৈরি করতে বৈদ্যুতিক চালিত তাঁতের প্রয়োজন। বৈদ্যুতিক চালিত তাঁত মেশিনের দাম (প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা, এটা আমাদের দেশের টাকা)। কিন্তু আমরা যদি দামটিকে বিটকয়েন হিসাবে নিই বা দামটিকে ডলার হিসাবে নিই তবে এর দাম হবে প্রায় $1300 ডলার। আমি আমার নিজের বিনিয়োগ করা বিটকয়েনের টাকা দিয়ে আমার বাবার ব্যবসায়িক সুবিধার জন্য একটি বৈদ্যুতিক চালিত তাঁত মেশিন কিনেছি। এটা কিনতে আমার প্রায় $1300 ডলার খরচ করতে হয়েছে। বিটকয়েন দিয়ে আমার স্বপ্ন পূরণ করা:
আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি বড় হয়ে একটি মোটরসাইকেল কিনব। আজকাল বেশিরভাগ ছেলেরই স্বপ্ন থাকে যে নিজের একটি বাইক থাকবে। আমি আমার বিটকয়েনের টাকা দিয়ে আমার স্বপ্নের মোটরসাইকেল কিনেছি। আমার বাইকের মডেল হল Suzuki GSX-R ডুয়াল ABS। যার দাম আমাদের দেশে প্রায় পাঁচ হাজার ডলার। আমার কাছে এত ডলার না থাকায় আমি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেছি যার দাম প্রায় $2050 [আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা। আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
গ্লোবাল পোস্ট লিঙ্ক: https://asktom.cf/index.php?topic=5475454.msg63218419#msg63218419 [বি.দ্র.] যদি পোস্টটি করায় কারো কাছে বাজে মনে হয় বা কোন ভুল হয় তাহলে ক্ষমাপ্রার্থী।
|
|
|
|
|
|
Fuso.hp
|
 |
November 26, 2023, 03:20:59 AM |
|
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে। গ্লোবালে এরকম একটি পোস্ট আমিও পড়েছি কিন্তু বিশ্বাস করা কঠিন যে ট্রানজাকশন ফি হিসাবে ৮৬ বিটকয়েন কেটে নেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ সাতোসির মধ্যে যেখানে একটি ট্রানজাকশন সম্পূর্ণ হয় সেখানে অন্য একটি ট্রানজাকশন হতে কিভাবে 86 পরিমাণ বিটিসি লাগে। ১০ ডলার সমপরিমাণ বিটকয়েন লেনদেন করতে যে পরিমাণ লেনদেন ফি প্রয়োজন হয় ১০ হাজার ডলার পরিমাণ বিটকয়েন লেনদেন করতে একই পরিমাণ বিটকয়েন লেনদেন ফি প্রয়োজন হয় তাহলে এটা কিভাবে সম্ভব। টেকনিক্যালি এত বড় ভুল হওয়ার সম্ভাবনাও খুবই কম তাহলে এ বিষয়টি কিভাবে ঘটলো।
|
|
|
|
Volimack
Member

Offline
Activity: 518
Merit: 13
|
 |
November 26, 2023, 04:01:03 AM |
|
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করা
শুভ কামনা আমরা আসলে সবাই চাই পরিবার কে সাহাজ্য করতে কিন্তু সবাই করে উঠতে পারিনিনা তেমন ভাবে, সামনে আরো ভালো কিছু করেন এই প্রত্যাশা কামনা করি, আপনার মত অনেকেরই জীবন বদলে গেছে বিটকয়েন এর মাধ্যমে, সামনে যেনো আরো ভালো ভাবে আপনার পরিবার ও বিজনেস করতে পারেন সেই আশা কামনা করি।
|
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
November 26, 2023, 04:28:57 AM |
|
[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]
পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।
আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব।
|
|
|
|
SPARE
Jr. Member
Offline
Activity: 76
Merit: 6
|
 |
November 26, 2023, 05:49:06 AM |
|
[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]
পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।
আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দেশের মানুষ এরকম সবাই ধনী না কিন্তু অনেক জ্ঞানী আছে যারা বিটকয়েন এবং Cryptocurrency সম্পর্কে অনেক ভালো বোঝে তারা হয়তো বিনিয়োগ করতে চায় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা হয়তো বিনিয়োগ করে করতে পারতেছে না তবে আমি দোয়া করব আল্লাহতালা যেন সকলের মনের আশা পূরণ করে এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালো করে দেয় | আমার পরিচিত আশেপাশে কয়েকজন লোককে আমি দেখেছি তারা ট্রেডিং সম্পর্কে এত ভালো বোঝে যে তারা ট্রেড করলেই প্রফিট করতে পারবে কিন্তু কপাল খারাপ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যে তারা ইনভেস্ট করে ট্রেড করে আরো টাকা ইনকাম করবে তাদের জন্য কষ্ট হয় অনেক, কারণ আল্লাহতাআলা তাদের অনেক মেধা দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি কিন্তু তারা জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে হয়তো তাদের অনেক সম্পদ হবে কোন একদিন তারা জীবনের সাথে যুদ্ধ করতে করতে এক সময় বিরক্ত হয়ে পরাজিত হয়ে যায় এই গরিব দেশের পরিস্থিতিটাই এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
|
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3385
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
November 26, 2023, 03:31:32 PM |
|
এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
আসলেই কি তাই? মেধা কি দিয়ে যাচাই করেন? মেধাবীর মানদন্ড কি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খুজে কোন সাবজেক্টের ডিমান্ড আছে, কোন ব্যবসার ডিমান্ড আছে কিংবা কোন সার্ভিসের ডিমান্ড আছে। অথচ, আমার মতে আপনি এমন ব্যবসা কিংবা সার্ভিস অফার করুন যেখানে আপনি ডিমান্ড ক্রিয়েট করবেন। অনলাইনে মানুষ খাবার অর্ডার করবে, এইটার ডিমান্ড আছে ভেবে যারা খাবার ডেলিভারি ব্যবসায় নামবে তারা সফল হবে না। যারা মানুষকে অনলাইনে খাবার অর্ডার দেয়া শিখিয়েছে তারা কিন্তু সফল, তারা এইখানে ডিমান্ড ক্রিয়েট করেছে। প্রকৃত মেধাবীরা কখনোই পিছিয়ে পরে না, আমাদের সমাজে তথাকথিত এ+ ধারীদের মেধাবী ভাবা হয় অথচ সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
roksana.hee
|
 |
November 26, 2023, 04:10:16 PM |
|
প্রকৃত মেধাবীরা কখনোই পিছিয়ে পরে না, আমাদের সমাজে তথাকথিত এ+ ধারীদের মেধাবী ভাবা হয় অথচ সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না।
আমি আপনার চিন্তা চেতনার সাথে ১০০ ভাগ সহমত পোষণ করছি। সুরক্ষিত মেধাবীরা কখনোই বিষিয়ে পড়ে না। আবার আরেকটা বিষয় আছে ভাই, মেধাবী ব্যক্তি কখনো পিছিয়ে পড়ে না, সেটা যেমন সত্য ঠিক তেমনি মেধাবী ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তাহলে কিন্তু সে সমাজ থেকে পরিত্যজ্য। ছোটবেলায় আমরা সবাই হয়তো একটা ভাব সম্প্রসারণ পড়েছি, দূ-জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। সূর্য যেমন সত্য ঠিক তেমনি একজন ব্যক্তির সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না...!
|
|
|
|
|
|
tjtonmoy
|
 |
November 26, 2023, 05:02:13 PM |
|
ভাই আপনারাই অভিজ্ঞ সেটা আপনারাই বলতে পারবেন। এমনও কিছু ওয়ালেট জীবনে কি দেখেছেন যে ফিয়ের অপশনটা বা ইস্পেসটা নিজে এডিট করে লেখা যায়। আপনি উইথড্র করবেন বা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা নিজে নিজে লিখলেই অটোমেটিক ফিয়ের জায়গাটা পূরণ হয়ে যায়। এই সমস্ত ইউজাররা কি এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে 140 বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েনের মতো ফি কেটে নেয়। আসলে ভাই গোলমাল টা অন্য জায়গায় যা আমি আপনি বুঝতে পারব না। ভেবে দেখেছেন কি ১৪০ বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েন ফি!!!!!!
ভাইয়েরা এরা মনে হয় ৩-৪ সেন্ট করে বিটকয়েন কিনেছিল। এজন্য এদেরকে ক্ষেত্রে অটোমেটিক ফিয়ের পরিমাণ বেশি কেটেছে।
জি ভাই ম্যানুয়ালি ফি বসানো জায় এমন অনেক ওয়ালেট আছে। আমার জানা মতে বিটকয়েন স্পেসিফিক যত ওয়ালেট আছে তার সব গুলো তে এটা করা যায়। আপনার কত দিয়ে বিটকয়েন কেনা এটা দেখে কখনও ওয়ালেট ফিক্স করে দেয় না আপনার কত ফি দিতে হবে। আর আপনার ওয়ালেট ই বা জানবে কেমনে আপনি কত দিয়ে বিটকয়েন কিনেছিলেন? এইটার সাথে ফি এর কোনো সম্পর্ক নেই। এইটা পুরোটাই হিউম্যান এরোর। ম্যানুয়ালি বসাতে ভূল করেছে। তাছাড়া অন্য কোনো ভাবে এইটা হওয়ার পসিবিলিটি নেই আমার জানা মতে। অটোমেটিক ফি ইউজ করা ভালো তবে যখন নেটওয়ার্ক এ বেশি চাপ থাকে তখন ফি কমাতে ম্যানুয়াল করতে হয়। একটু ঘাটাঘাটি করেন বিষয় টা বুঝতে পারবেন।
|
|
|
|
|
|
Fuso.hp
|
 |
November 27, 2023, 01:36:58 AM |
|
এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
আসলেই কি তাই? মেধা কি দিয়ে যাচাই করেন? মেধাবীর মানদন্ড কি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খুজে কোন সাবজেক্টের ডিমান্ড আছে, কোন ব্যবসার ডিমান্ড আছে কিংবা কোন সার্ভিসের ডিমান্ড আছে। অথচ, আমার মতে আপনি এমন ব্যবসা কিংবা সার্ভিস অফার করুন যেখানে আপনি ডিমান্ড ক্রিয়েট করবেন। অনলাইনে মানুষ খাবার অর্ডার করবে, এইটার ডিমান্ড আছে ভেবে যারা খাবার ডেলিভারি ব্যবসায় নামবে তারা সফল হবে না। যারা মানুষকে অনলাইনে খাবার অর্ডার দেয়া শিখিয়েছে তারা কিন্তু সফল, তারা এইখানে ডিমান্ড ক্রিয়েট করেছে। প্রকৃত মেধাবীরা কখনোই পিছিয়ে পরে না, আমাদের সমাজে তথাকথিত এ+ ধারীদের মেধাবী ভাবা হয় অথচ সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না। পিতা-মাতা শিক্ষাকে এখন বিনিয়োগ হিসাবে দেখে, শিক্ষা মানে জ্ঞান অর্জন করা না শিক্ষা মানে আমরা বুঝি চাকরি করা। আপনার মেধা কে মূল্যায়ন না করে আপনার সার্টিফিকেটকে মূল্যায়ন করা হয়। আর আপনি ডিমান্ডের কথা বলেছেন এটা একদম সত্য কথা পোলাপান এইট পাশ করার পর যখন ক্লাস নাইনে ভর্তি হয় তখন তাদের বিভাগীয় সাবজেক্ট নির্ধারণ করতে হয় বিভাগীয় সাবজেক্ট নির্ধারণ করতে প্রত্যেক শিক্ষার্থী কোন কিছু না ভেবে শুধুমাত্র সাইন্স নেওয়ার পরিকল্পনা করে কারণ অন্যান্য বিভাগের তুলনায় সাইন্স ডিমান্ডেবল সাবজেক্ট অথচ তারা এইটা কখনো চিন্তা করে দেখেনা যে কোন সাবজেক্ট তাদের জন্য ঠিক আছে। আপনি ইঞ্জিনিয়ারিং কোর্স এ ভর্তি হবেন তারপরও একই বিষয় যেখানে ডিমান্ডেবল সাবজেক্ট কোনটা এবং বাংলাদেশে সবথেকে বেশি চাকরির খাত রয়েছে কোন সাবজেক্টে সেই সাবজেক্ট নিয়ে আমাদের পড়তে হবে। আমরা কম্পিউটার সম্পর্কে ভালো বুঝি কিন্তু ডিমান্ড এর কারণে আমাদের ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে বাধ্য করা হয়। এই বিষয়গুলো কি আসলে শিক্ষা না বলে বিনিয়োগ বললেই ভালো হবে।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3385
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
November 27, 2023, 03:00:31 AM |
|
এইটা পুরোটাই হিউম্যান এরোর। ম্যানুয়ালি বসাতে ভূল করেছে। তাছাড়া অন্য কোনো ভাবে এইটা হওয়ার পসিবিলিটি নেই আমার জানা মতে। অটোমেটিক ফি ইউজ করা ভালো তবে যখন নেটওয়ার্ক এ বেশি চাপ থাকে তখন ফি কমাতে ম্যানুয়াল করতে হয়। একটু ঘাটাঘাটি করেন বিষয় টা বুঝতে পারবেন।
বেশিরভাগ ওয়ালেটে ফি এস্টিমেশন সঠিক নয়। আপনি যদি অটোমেটিক ফি চুজ করেন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু ফি দিবেন। যদিও ফি যখন কম থাকে তখন এইটা খুব একটা গায়ে লাগবে না। সাধারনত মিমপুল চেক করে ফি সেট করাই শ্রেয়। যারা ইলেকট্রাম ওয়ালেট নতুন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইলেকট্রামে বিটকয়েনের ডেনোমিনেশ্ন কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি কিংবা এমাউন্ট বসাতে হবে। অনেক সময় আমাদের ডিফল্ট ডেনোমিনেশন থাকে এম.বিটিসি যার কারনে আমরা প্রয়োজনের তুলনায় কম এমাউন্ট পাঠানো হয়, পক্ষান্তরে প্রয়োজনের তুলনায় অত্যধিক ফি দেয়া হয়ে যায়।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
DYING_S0UL
|
 |
November 27, 2023, 04:43:34 AM |
|
এইটা পুরোটাই হিউম্যান এরোর। ম্যানুয়ালি বসাতে ভূল করেছে। তাছাড়া অন্য কোনো ভাবে এইটা হওয়ার পসিবিলিটি নেই আমার জানা মতে। অটোমেটিক ফি ইউজ করা ভালো তবে যখন নেটওয়ার্ক এ বেশি চাপ থাকে তখন ফি কমাতে ম্যানুয়াল করতে হয়। একটু ঘাটাঘাটি করেন বিষয় টা বুঝতে পারবেন।
বেশিরভাগ ওয়ালেটে ফি এস্টিমেশন সঠিক নয়। আপনি যদি অটোমেটিক ফি চুজ করেন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু ফি দিবেন। যদিও ফি যখন কম থাকে তখন এইটা খুব একটা গায়ে লাগবে না। সাধারনত মিমপুল চেক করে ফি সেট করাই শ্রেয়। যারা ইলেকট্রাম ওয়ালেট নতুন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইলেকট্রামে বিটকয়েনের ডেনোমিনেশ্ন কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি কিংবা এমাউন্ট বসাতে হবে। অনেক সময় আমাদের ডিফল্ট ডেনোমিনেশন থাকে এম.বিটিসি যার কারনে আমরা প্রয়োজনের তুলনায় কম এমাউন্ট পাঠানো হয়, পক্ষান্তরে প্রয়োজনের তুলনায় অত্যধিক ফি দেয়া হয়ে যায়। আসসালামু ওয়ালাইকুম LM ভাই। আপনার কাছে আমার একটা রিকুয়েস্ট ছিল। যদি আপনি ইলেকট্রাম ব্যবহার করে থাকেন অথবা ম্যানুয়ালি সঠিক ফি সেট করা সম্পর্কে জেনে থাকেন, সেক্ষেত্রে যদি এ বিষয়ে একটা বিস্তারিত পোস্ট বা গাইড/টুউটরিয়াল দিতেন তাহলে যারা নিউবাই বা যারা ম্যানুয়ালি ফি সেট করা পেরা মনে করে তাদের কাছে উপকার হতো। ম্যানুয়ালি ফি সেটের সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়, সবসহ। আমি জানি আপনি গাইড টাইড বানান না, তারপরেও বলে রাখলাম বিষয়টা, যদি সময় পান আরকি। আমি নিজেও অটোমেটিক ফিই সবসময় ব্যবহার করি, ম্যানুয়াল নিয়ে ঘাটিনি কখনো।
বাইদাওয়ে ভাই, আপনার ইনভেস্টের আপডেট কি? (নভেম্বর)
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3385
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
November 27, 2023, 04:49:45 AM |
|
আসসালামু ওয়ালাইকুম LM ভাই। আপনার কাছে আমার একটা রিকুয়েস্ট ছিল। যদি আপনি ইলেকট্রাম ব্যবহার করে থাকেন অথবা ম্যানুয়ালি সঠিক ফি সেট করা সম্পর্কে জেনে থাকেন, সেক্ষেত্রে যদি এ বিষয়ে একটা বিস্তারিত পোস্ট বা গাইড/টুউটরিয়াল দিতেন তাহলে যারা নিউবাই বা যারা ম্যানুয়ালি ফি সেট করা পেরা মনে করে তাদের কাছে উপকার হতো। ম্যানুয়ালি ফি সেটের সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়, সবসহ। আমি জানি আপনি গাইড টাইড বানান না, তারপরেও বলে রাখলাম বিষয়টা, যদি সময় পান আরকি। আমি নিজেও অটোমেটিক ফিই সবসময় ব্যবহার করি, ম্যানুয়াল নিয়ে ঘাটিনি কখনো।
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। বাইদাওয়ে ভাই, আপনার ইনভেস্টের আপডেট কি? (নভেম্বর)
এখনো আমরা স্টেপ-১ শেষ করতে পারিনি। রিস্কি প্রজেক্টে বিনিয়োগ করলে হয়ত আরো আগেই স্টেপ ১ শেষ হয়ে যেত কিন্তু রিস্কি প্রজেক্ট আপনার পুরো বিনিয়োগ ধ্বংস করে দিতে পারে, সেটা মাথায় রেখেই একটা ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টে বিনিয়োগ করা। এইটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই বুলরানে যদি আমরা ৫/৬ টা স্টেপ শেষ করতে পারি তাহলেও বিশাল পাওনা আমাদের জন্য। বাকিটা আমরা পরবর্তী বুলরানেও টার্গেট করতে পারি।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
Subbir
|
 |
November 27, 2023, 08:31:03 AM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
|
|
|
|
|
|
synchronym
|
 |
November 27, 2023, 01:25:00 PM |
|
বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায্য এবং নিজের স্বপ্ন পূরণ করা
বিটকয়েন দিয়ে আমার স্বপ্ন পূরণ করা:
প্রথমে আপনাকে অনেক অভিনন্দন কারণ আপনি অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে বিটকয়েন থেকে অর্থ উপার্জন করেছেন এবং সে অর্থটা আপনি আপনার ফ্যামিলিকে সাহায্য করেছেন। প্রত্যেকটা মানুষ তখন জীবনের সাকসেসফুল হয় যখন তার ফ্যামিলিতে তার ইনকামের মাধ্যমে কিছু অর্থ বাবা মাকে সাহায্য করা যায় তখন নিজেকে অনেক গর্বিত মনে হয় অবশ্যই আপনি প্রশংসনীয় একটি কাজ করেছেন। প্রত্যেকটা ছেলেটি স্বপ্ন থাকে বাইক কেনার আপনি বিটকয়েনের মাধ্যমে আপনার নিজের স্বপ্নটাকে পূরণ করেছেন। যারা বিটকয়েনে কাজ করে বা আগামীতেও করার জন্য আগ্রহ প্রকাশ করবে অবশ্যই আপনার এই জীবনের গল্পটা শুনে তারা অনেক অনুপ্রাণিত হবে।
|
|
|
|
|
tjtonmoy
|
 |
November 27, 2023, 04:03:42 PM |
|
বেশিরভাগ ওয়ালেটে ফি এস্টিমেশন সঠিক নয়। আপনি যদি অটোমেটিক ফি চুজ করেন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু ফি দিবেন। যদিও ফি যখন কম থাকে তখন এইটা খুব একটা গায়ে লাগবে না। সাধারনত মিমপুল চেক করে ফি সেট করাই শ্রেয়। যারা ইলেকট্রাম ওয়ালেট নতুন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইলেকট্রামে বিটকয়েনের ডেনোমিনেশ্ন কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি কিংবা এমাউন্ট বসাতে হবে। অনেক সময় আমাদের ডিফল্ট ডেনোমিনেশন থাকে এম.বিটিসি যার কারনে আমরা প্রয়োজনের তুলনায় কম এমাউন্ট পাঠানো হয়, পক্ষান্তরে প্রয়োজনের তুলনায় অত্যধিক ফি দেয়া হয়ে যায়। জি ভাই এই বিষয় টা আমি খেয়াল করেছিলাম। সাধারনত অটোমেটিক ফি এর ক্ষেত্রে মিমপুল এর থেকে একটু বেশি ফিক্স করে দেয় তারাতারি কনফার্ম হওয়ার জন্য। এতে না ওয়ালেট কোম্পানির লাভ না আপনার লাভ। তারা তাদের ওয়ালেট কে ফাস্ট বলে দাবি করার জন্য বেশি ফি সিলেক্ট করে দেয়। যারা এটি বুঝেনা তারা ওইটাই ইউজ করে। আমি তো আগে সেই ভাবে বুঝতাম না যে ম্যানুয়ালি ফি সিলেক্ট করা যায়। ১৫ ডলার পাঠাইতে ৩ ডলার ফি দিয়েছিলাম এক সময়। ফি ওঠানামা কেনো করত এইটাও বুঝতাম না। এরপর মিমপুল এর কাহিনি থেকে বুঝতে পেরেছি। তবে আপনি যা বলেছেন, মিমপুল ফাকা থাকলে ওই পরিমান ফি গায়ে লাগে না। তবে যখন ফি বেশি/ মিমপুল এ ভীর বেশি, তখন নিজের মত ফি সেট করাটাই বেটার।
|
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2814
Merit: 1389
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
November 28, 2023, 02:41:00 AM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://asktom.cf/index.php?topic=5475646
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
|
Z_MBFM
|
 |
November 28, 2023, 04:14:51 AM |
|
এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
আসলেই কি তাই? মেধা কি দিয়ে যাচাই করেন? মেধাবীর মানদন্ড কি? উন্নত দেশগুলোতে মেধা যাচাই হয় তার স্কিল দিয়ে তার সাকসেস দিয়ে তবে বাংলাদেশে যাচাই হয় সার্টিফিকেট দিয়ে। কে কতটা নকল করে, প্রশ্নফাস করে পরিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে। সারা বছর লেখাপড়া নাই আবার পয়েন্ট কম পেলে দেখবেন ডং এর শেষ নাই। এদিকে A+ পাওয়া ছাত্রদের যদি বলা হয় আমি A+ পেয়েছি এটা ইংরেজিতে বলো। এইটাই বলতে পারে না। এর জন্যই এ দেশে সার্টিফিকেট নিয়ে শুধু ঘুরতে হয় চাকরি পাওয়া যায় না। কারো মধ্যে কোনো স্কিল নাই তবে সার্টিফিকেটে সবার ভালো পয়েন্ট আছে। যার স্কিল আছে তাদের চাকরির অভাব হয় না। আর যারা শুধু সার্টিফিকেট নিয়ে বড়াই করে তারা বেকার হইয়া ঘুইরা বেড়ায় আর দোষ দেয় সরকারকে দোষ দেয় দেশের অবস্থাকে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খুজে কোন সাবজেক্টের ডিমান্ড আছে, কোন ব্যবসার ডিমান্ড আছে কিংবা কোন সার্ভিসের ডিমান্ড আছে। অথচ, আমার মতে আপনি এমন ব্যবসা কিংবা সার্ভিস অফার করুন যেখানে আপনি ডিমান্ড ক্রিয়েট করবেন। অনলাইনে মানুষ খাবার অর্ডার করবে, এইটার ডিমান্ড আছে ভেবে যারা খাবার ডেলিভারি ব্যবসায় নামবে তারা সফল হবে না। যারা মানুষকে অনলাইনে খাবার অর্ডার দেয়া শিখিয়েছে তারা কিন্তু সফল, তারা এইখানে ডিমান্ড ক্রিয়েট করেছে। প্রকৃত মেধাবীরা কখনোই পিছিয়ে পরে না, আমাদের সমাজে তথাকথিত এ+ ধারীদের মেধাবী ভাবা হয় অথচ সার্টিফিকেট কখনো মেধার মানদন্ড হতে পারে না।
আমি আপনার সাথে একমত। যারা প্রকৃত মেধাবী তারা কখনই ডিমান্ডেবল দিকে খুজে না নিজেই একটা ডিমান্ড হয়। আর মেধাবীদের চাকরির পেছনে ছোটা লাগে না চাকরি তাদের পেছনে ছোটে। আমার এক পরিচিত বড় ভাই ছিলো সে এমন মেধাবি ছিলো যে HSC পাশ করার পর বলছিলো যে আমো Dhaka University তে ভর্তি হবে। সে অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপ্পলাই করে নাই অন্য ইউনিভার্সিটিতে ভর্তি পরিক্ষা দেয়নাই। সে শুধুমাত্র DU এর জন্য প্রিপারেশন দেয়। তার নিজের প্রতি এতো কনফিডেন্স ছিলো যে সে DU তে চান্স পায়। সেখান থেকে ভালো রেজাল্ট করে এখন সে অর্থ মন্ত্রণালয় চাকরি করে তার সিগনেচার ছাড়া কোনো বিল পাশ হয় না। সেও মানুষ আমরাও মানুষ সবাই মানুষ তাইলে সে এমন পারলে আমরা ক্যান ডিমান্ডের পেছনে দৌড়াবো? যে ডিমান্ডের পেছন পেছন দৌড়াবে সে কখনই ভালো কিছু করতে পারবে না। তার জীবন দৌড়ের উপরই থাকবে সারাজীবন
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Popkon6
|
 |
November 28, 2023, 01:11:22 PM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিনিয়োগ করার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কারণ একজন মানুষ পুরো সম্পদ দিয়ে সে বিনিয়োগ করে না, আস্তে আস্তে বিনিয়োগ করতে শিখুন। যেমন ব্যবহার করতে পারেন ডিসিএ (DCA) পদ্ধতি অনুসরণ করে আপনি দীর্ঘমেয়াদী ভাবে বিনিয়োগ করতে পারেন। আপনার যদি সম্পদ কম থাকে এবং আপনি আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে অথবা মাসিক ভাবে আপনি ডিসিএ(DCA) পদ্ধতি অনুসরণ করে বিটকয়েন বিনিয়োগ করতে পারবেন। আপনি প্রত্যেক মাসে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা মধ্যে আপনি বিটকয়েনে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার ওয়ালেট অবশ্যই অনেক সম্পদ জড়ো হবে। @subbir আপনি Buy the DIP, and HODL! এই লিংকে প্রবেশ করে ডিসিএ (DCA) পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ করতে হয় তা সকল প্রকার তথ্য দেওয়া রয়েছে। এবং বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এখানে পরামর্শ ও মতামত প্রকাশ করে তাদের থেকেও আপনি বিনিয়োগ করার কৌশল গুলো জানতে পারবেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Fuso.hp
|
 |
November 28, 2023, 05:20:05 PM |
|
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।
সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাই আমাদের প্রধান সমস্যা, আমাদের বিনিয়োগ করার আগ্রহ আছে কিন্তু বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই। হয়তো এখন বিনিয়োগ করার মত পর্যাপ্ত অর্থ নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার সময় আসবে এবং সেই সময় অবশ্যই আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করতে অর্থ লাগে কিন্তু বিনিয়োগ সম্পর্কে শিখতে অর্থের প্রয়োজন হয় না এবং বিনিয়োগ করার পূর্বে আগে বিনিয়োগ সম্পর্কে শিখতে হয়। আপনি অর্থ হলে বিনিয়োগ করতে পারবেন তাই এই সময় টুকু অর্থ ম্যানেজ করার পাশাপাশি বিনিয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বেশ কিছু টপিক তৈরি করা আছে আপনি সেই টপিক এর মূল বিষয় এবং অন্যান্য মন্তব্য গুলো পড়তে পারেন আশা করছি আপনার বিনিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণার সৃষ্টি হবে।
|
|
|
|
|