|
HelliumZ
|
 |
May 30, 2024, 10:38:44 PM |
|
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
একটা বিষয় খুব স্পষ্ট যে নট কয়েন পরবর্তীতে যতগুলো প্রজেক্ট রয়েছে তারা সবাই কপি প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। নট কয়েন যেভাবে এগিয়েছিল TapSwap সেভাবে এগোচ্ছে। তারা কমিউনিটিতে ৩০ মিলিয়ন এর মত সদস্য করতে সক্ষম হয়েছে যেখানে নট কয়েনের চেয়ে দ্বিগুণ। যদি মাসিক টেলিগ্রাম বিজ্ঞাপন দিয়ে নট কয়েন ৩৪ হাজার ডলার অর্জন করতে পারে সেখানে TapSwap মাসিক ৬০০০০ ডলারের উপর ইনকাম করতে সক্ষম হচ্ছে। তাহলে বুঝে নিন একটা কমিউনিটি কিভাবে সলনার উপর নির্ভর করবে বরং এরা একাই একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে যেখানে তারা শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করেই লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলবে। অনেকে হয়তো বলাবলি করছে এটি ইসকাম কিন্তু এটি সহজে ইসকামিং করবে না কেননা ইসকামিং করে একবারে টাকা পাওয়ার চেয়ে ইসকামিং না করে একটি রেগুলার ইনকাম পাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে নাকি। তবে নট কয়েন এর মতো এই প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ কিছু আশা করা উচিত হবে না বরং সামান্য কিছু আশা করা যায় সর্বোচ্চ। তবে ইসকামিং ভেবে টিপাটিপি না করার চেয়ে রিয়াল প্রজেক্ট ভেবে টিপাটিপি করাটা বুদ্ধিমানের কাজই হবে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Wonder Work
|
 |
May 31, 2024, 12:51:22 AM |
|
Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
জ্বি ভাই এটা ঠিক যে Tapswap কে Solona সাপোর্ট করেনি। Tapswap তারা এটা একটা চাল খাটাইছে যে Solona দিয়ে করলে সকলে বেশি বিশ্বাস পাবে এবং সেভাবে অনেক ভালো একটা কমিউনিটি বিল্ডআাপ করতে পারবে আর তারা যেটা চেয়েছিলো সেটায় তারা অনেক তারাতাড়ি করতেও পেরেছে। তবে Tapswap চাইলেই এখন কিছু আর্ন করতে পারবে সে সিস্টেম হয়ে গেছে। তাড়া যদি টেকনিকালি কাজ করতে পারে তাহলে তাড়া টোকেন লিস্টেট করতে পারবে। তাদের যে কমিউনিটি হইছে তাতে ভালো কিছু অবশ্যই সম্ভব আমার মনে হয়। আপনি কি করেন তাতে ভাই? CERTIK এর অফিসিয়াল এয়ারড্রপ নিসন্দেহে অনেক ভালো হবে কারন তারা অনেক জনপ্রিয় একটা অডিট প্লাটফর্ম আর তারা তাদের নিজস্ব টোকেন লন্স করলে সেটি অনেল ভালো যায়গায় নিতে পারবে এটা বিশ্বাস করা যায়। তাই এটার উপর ফোকাস রাখা উচিত। এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে।
CERTK এর অফিসিয়ালি এয়ারড্রপ অনোক ভালো এটা নিঃসন্দেহে বলা যায়। তাদের নিজেদের টোকেন নিয়ে আসলে এটার দাম হাই থাকবে। তাদের অডিট প্লাটফর্ম খুবই শক্তিশালী। তাই রেগুলার এটা করা উচিৎ ডেইলি টাসক গুলো করতেছি ভাই ঠিক মতো দেখি কি হয়। তবে ভালো কিছু আশা করা যায় এটা থেকে। আপনি কয়টা করতেছেন ভাই? আমি দুইটা করতেছি।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
May 31, 2024, 08:40:47 PM |
|
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই পোস্টগুলো পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন। তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন, - https://asktom.cf/index.php?topic=631891.msg62916610#msg62916610
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Nothingtodo
|
 |
May 31, 2024, 10:05:22 PM |
|
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে এই বাংলাদেশ কমিউনিটিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনি এখানে নিয়মিত একটিভ থাকবেন এবং আপনি আপনার মূল্যবান জ্ঞান এখানে শেয়ার করে আমাদের বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবেন। তাছাড়া আপনি যদি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে উপরের দেওয়া ক্রিপটো লাইব্রেরি CL ভাই আপনাকে যে পোস্টের কথা ও ইন্সট্রাকশনের কথা উল্লেখ করেছেন সেগুলো আপনি ভালোভাবে খেয়াল করবেন এবং আশা করছি আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 01, 2024, 08:12:07 PM Last edit: September 03, 2024, 08:57:36 PM by Crypto Library Merited by Xal0lex (3), God Of Thunder (1) |
|
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ অবশেষে কয়েক মাস পরে এবার আমরা একটু উন্নতি দেখতে পারলাম আমাদের মেরিট এক্টিভিটি এর তবে আমরা পোস্ট একটিভিটি এর ক্ষেত্রেও কিছুটা এগিয়েছে তবে আমি মনে করি এটা এনাফ না। গত বছর এ সময় বাংলাদেশের দারুন অগ্রগতি ছিল। আমরা যদি সেটাও ধরে রাখতে পারতাম তাহলে অনেকটাই এগিয়ে যাওয়া যেত। তবে অভিনন্দন গত মাসে আমাদের মেরিট আর্নিং এর সংখ্যা ছিল মাত্র 32 টি আর বর্তমানে এই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। বিস্তারিত কিছু তথ্য নিয়ে নিচে চার তৈরি করে দেওয়া হয়েছে- আশা করি ভবিষ্যতে আমাদের অগ্রগতি আরো বেশি হবে যেন আমরা অতিশীঘ্রই লোকাল বোর্ড পাওয়ার জন্য যোগ্য হই। মে মাসের টোটাল পোস্ট হয়েছে = 147টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 117টি এপ্রিল মাসের টোটাল পোস্ট হয়েছে = 138টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 32টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [28] 2. Bd officer [16] 3. LDL [16] 4. Nothingtodo [13] 5. Crypto Library [11] 6. HelliumZ [10] 7. Wonder Work [9] 8. synchronym [6] 9. BTC_pokaop [4] 10. Student of Bitcoin [4]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
 |
June 02, 2024, 02:48:43 AM |
|
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই পোস্টগুলো পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন। তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন, - https://asktom.cf/index.php?topic=631891.msg62916610#msg62916610@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
|
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3411
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
June 02, 2024, 04:02:40 AM |
|
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কোন প্রশ্ন এইখানে জিজ্ঞাসা করবেন। আমি কিংবা এইখানে অন্যান্য মেম্বার যারা আছেন সবাই চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার। বাংলায় যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখালেখি করেছে কিংবা ভিডিও বানিয়েছে তাদের বেশিরভাগ মানুষের আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ধারণা একদম নেই বললেই চলে। তারা শুধু ট্রেন্ডের জন্যই ভিডিও বানিয়েছে। বাংলাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু ভালো আআর্টিকেল পাবেন coinalap.com এ।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
Wonder Work
|
 |
June 02, 2024, 05:00:39 AM |
|
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
ফোরামে আপনাকে স্বাগতম। আপনি বাংলা লোকাল বোর্ড যে পোস্ট করেছেন এটা খুবই ভালো লাগলো। যেহেতু বাংলা লোকাল বোর্ডে আসতে পেরেছেন সেহেতু আর কোন সমস্যা নেই। ফোরামের সবাই অনেক ফ্রেন্ডলি যেকোন সমস্যা তুলে ধরলে সবাই তাদের সর্বচ্চটা দিয়ে সাহায্য করে। বিশেষ কথা হচ্ছে আমিও আপনার মতো একজন নতুন সদস্য এই ফোরামের। আমিও ইংরেজি পোস্ট পরে পরে বুঝেছি। আপনিও পারবেন সমস্যা নেই কোন। কোন নিয়ম-পনা করে সঠিকভাবে এগিয়ে যান তাহলে কোন সমস্যা হবে না। যদি কোন সমস্যা ফেস করেন সেটাই এখানে বলবেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। CL ভাই যে পোস্টগুলোর লিংক দিয়েছে ওগুলো সুন্দর পড়বেন তারপরও যদি সমস্যা হয় বুঝতে তাহলে প্রশ্ন করবেন। 7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হল বাংলা লোকাল বোর্ডের অনেক ভালো ভালো রেংকের ভাইয়েরা অন্যান্য থ্রিডি ঠিকই পোস্ট করে কিন্তু এই বাংলাতে এতটাই একটিভ নেই। তারা কি বাংলা থ্রেড একবারে ছেড়ে চলে গেলো নাকি? আর আমি একটা দেখেছি বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে কোন কিছু জানতে চাইলেও অনেক দেরিতে কেউ একজন এসে উত্তর করে কিন্তু এরকম কেন একটু যদি বিস্তারিত কেউ করতেন তাহলে ভালো হতো।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
June 02, 2024, 06:13:01 AM |
|
1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। "সাহায্য চাই"
আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
|
|
|
|
|
Ricardo11
|
 |
June 02, 2024, 06:54:24 AM |
|
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 02, 2024, 08:21:57 AM |
|
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
ভাই আমাকে স্যার বলার কোন প্রয়োজন নাই। আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা ভাই ভাই। আমার সার্থকতা তখনই হবে যখন আপনি ঐসব লিংক গুলো প্রপারলি পড়ে ফলো করে ফিউচারে একটা ভালো অবস্থানে যাবেন। আর অবশ্যই একদিনে সবগুলো পড়তে যাবেন না অন্যথায় দেখা যাবে যে অতিরিক্ত খাবার ফলে বদহজম হয়ে উল্টো খারাপ প্রভাব পড়বে। 7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে। আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হল বাংলা লোকাল বোর্ডের অনেক ভালো ভালো রেংকের ভাইয়েরা অন্যান্য থ্রিডি ঠিকই পোস্ট করে কিন্তু এই বাংলাতে এতটাই একটিভ নেই। তারা কি বাংলা থ্রেড একবারে ছেড়ে চলে গেলো নাকি? আর আমি একটা দেখেছি বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে কোন কিছু জানতে চাইলেও অনেক দেরিতে কেউ একজন এসে উত্তর করে কিন্তু এরকম কেন একটু যদি বিস্তারিত কেউ করতেন তাহলে ভালো হতো।
তারা বাংলা থ্রেড ছেড়ে চলে যায়নি হয়তো সিগনেচার ক্যাম্পেইন এর নিয়ম-কানুন ফলো করতে গিয়ে অথবা কাজের চাপে সময় পায়না দেখে হয়তো বাংলা থ্রেড এই পোস্ট করা হয়ে ওঠেনা। আপনার যে কোন প্রশ্ন যদি জানার ইচ্ছা হয় ফোরামে আহ করবেন আমি আছি Learn Bitcoin, LM ভাই তাছাড়া আরো অনেক রয়েছে রিপ্লাই দেওয়ার জন্য। 1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অনেকদিন পর আবার এই এনালাইসিস টা করতে গিয়ে একটু ভালো লেগেছে। আশা করি এই ধরনের একটিভিটি অব্যাহত থাকবে বরং আরো বাড়বে। আর ভাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি আমার এই এনালাইসিস মূলত নাঈম ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম পূর্বে তিনি এই কাজটি করতেন বর্তমানে তার অবর্তমানে আমি এটা চালিয়ে যাচ্ছি, অনুপ্রেরণা তার কাছ থেকেই।
Ricardo11 ভাই আপনি কি আসলেও পুরাতন ইউজার নাকি অ্যাকাউন্ট কিনেছেন? পুরাতন ইউজার হলে এবং মেরিট পেয়ে থাকলে নিয়ম-কানুন তো জানার কথা- এর আগে অলরেডি মেরিট চেয়েছেন আর এখন দেখতেছি পরপর দুটি পোস্ট করেছেন ফোরামের রুলস এর বাহিরে । আপনি আপনার একটি পোস্ট ডিলিট করে দিয়ে পূর্বের পোস্টে এডিট করে সেভ করে দিন। না হলে মডারেটর এর নিজের করতে হবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Wonder Work
|
 |
June 02, 2024, 09:02:49 AM Last edit: June 02, 2024, 09:21:32 AM by Wonder Work |
|
@ AB de Royse777 একটি রাউন্ড ওয়ান FREE RAFFLE নিয়ে এসেছে। এই রাসেলে প্রত্যেককে আবেদন করতে পারবেন সবাই আবেদন করুন সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2828
Merit: 1390
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
June 02, 2024, 06:18:27 PM |
|
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] Blackjack.fun 🖤 Prize $50 in Bitcoins | Round #4" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা Blackjack.fun ইউজার নেম শেয়ার করবে তারা ২টি স্লট এর জন্য আবেদন করতে পারবে। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন মাত্র ২ টি স্লট বাকি আছে। বিস্তারিতঃ https://asktom.cf/index.php?topic=5498617.0
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
~speedx~
Member

Offline
Activity: 146
Merit: 46
Shock⚡POWER UP YOUR PLAY
|
 |
June 02, 2024, 08:23:10 PM |
|
সহজ প্রশ্ন
লিকুইডিটি হলো একজন ট্রেডার যদি ১০০$ এর সমপরিমাণ একটি কয়েন কিনলো এবং পরবর্তীতে মার্কেটের খারাপ অবস্থার কারণে সে ৯০$ এ তার কয়েন সেল করে দিল। এখানে লিকুইডিটি হচ্ছে 10 ডলার। -এখন আমার প্রশ্ন হচ্ছে লিকুইডিটি এর কারণে কি ওই প্রজেক্ট বা কয়েনের লাভ হয়? -নাকি পরবর্তীতে যারা ট্রেডিং এ প্রফিট অর্জন করে তাদের নিকট সেই লাভ যোগ হয়? Learn Bitcoin, Little Mouse ,Crypto Library. আমি এমন প্রশ্ন গ্লোবাল বোর্ডেও করেছি লোকাল বোর্ডেও আবার করছি কারণ লোকাল মেম্বারদের থেকে এক্সপ্ল্যানেশন ভালোভাবে বুঝতে পারব।
|
▀███▄ S h o c k ⚡ POWER UP YOUR PLAY! ▄███▀ >> Instant Rakeback | Weekly and Monthly Rewards | Original Games << ▀████░░░░░░░░░░░░ PLAY NOW ░░░░░░░░░░░░░░████▀
|
|
|
Student of Bitcoin
Member

Offline
Activity: 79
Merit: 44
|
 |
June 03, 2024, 05:29:47 PM |
|
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার। তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
June 04, 2024, 10:03:15 AM |
|
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না। যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না এবং এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইস না। যদিও নটকয়েনের ব্যাক এন্ডে টেলিগ্রাম নিজেই আছে, তবুও কোনো কিছু থেকে অতিরঞ্জিত কিছু আশা করা মানেই বোকামি। কারো কথার ওপর ভরসা না করে, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনার লাভ হলেও কেউ নিবে না, আপনার লস হলেও কেউ দিয়ে যাবে না।
|
|
|
|
|
Ricardo11
|
 |
June 04, 2024, 04:27:12 PM |
|
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না। ভাই আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে.. যদিও আপনার কথাগুলো শুনে আমার হাসি থামিয়ে রাখতে পারিনি,, তবে কথাগুলো হাস্যকর হলেও কথাগুলো ১০০% সত্য… আজকাল ইউটিউব, ফেসবুক, টিক টক, সমস্ত সোসিয়াল মিডিয়ায় এই ট্যাপ ট্যাপ নামের জিনিসগুলো ভাইরাল হয়ে পড়েছে,, এমনকি আমার এক প্রতিবেশীও সারাদিন এই ট্যাপ ট্যাপ করতে থাকে, মনে হয় হাতের পাঁচটি আঙ্গুল দিয়েই সারাদিন ট্যাপ ট্যাপ করতে থাকে… আমি প্রথম প্রথম যখন এটি দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটি একটি গেম,, কিন্তু পরে জানতে পারি যে এই ট্যাব টেপ করলে নাকি টাকা দেয়.. আমি তো এই কথাগুলো একদমই বিশ্বাস করিনি.. এখন আমি যদি তাদের বলতে চাই যে এগুলো ভুয়া, তাহলে উল্টা আমি তাদের হাতে আরও মাইর খাবো. তাই থাকুক তারা তাদের মত. এখন একটু Not কয়েনের কথা বলি, এই কয়েনটি মার্কেটে আসার পরেই খুব ভালো পাম্পিং দেখাচ্ছে. এটি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে. এটি গত সাত দিনে 166% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ধরনের কয়েনগুলো প্রথমে আসার পরে ভালো পাম্পিং দেখিয়ে, পরে একদম নিচে নেমে যায়. এই কয়েন গুলো আসলেই অনেক ঝুঁকিপূর্ণ. আমিও প্রথমে এই কয়নে কিছু অর্থ বিনিয়োগ করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর করব না, আমি সেই অর্থকে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলেছি. আমি ভাবলাম যে, অযথা এই সমস্ত কয়েনে ঝুঁকি না নিয়ে বরং বিটকয়েনে বিনিয়োগ করে ধরে রাখি, এটাই আমাকে ভবিষ্যতে ভালো লাভ দেবে.
|
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
 |
June 04, 2024, 06:36:27 PM |
|
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না। ভাই আপনার যদি লাথি মারার জন্য শক্তপোক্ত জুতা লাগে তাহলে আমাকে বলিয়েন, ঈদ মৌসুমকে সামনে রেখে আমি এক মাসের জন্য আমি আমার খালাতো ভাইয়ের জুতার দোকানে তাকে সাহায্য করছি। ভাই আপনি ঠিক বলেছেন শুধু টিকটকই নয় বিভিন্ন রিল ভিডিওতে নট কয়েন এবং ট্যাপ সোয়াপ নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এলাকার আশেপাশের আমার সমবয়সের বেশ কয়েকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্যাপ সোয়াপ সম্পর্কে ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এবং দুদিন কাজ করার পরে তাদের সাথে দেখা হলে আমাকে বিষয়টি শেয়ার করে, আমাকেও ট্যাপ সোয়াপে কাজ করার জন্য বলেছিল। আমি তাদের শুধু একটা কথাই বলেছিলাম যে এটি হয়তো স্ক্যাম করবে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল, তুমি এত মহাজ্ঞানী না যে তোমার কথায় কান দিতে হবে। আমি কোন কথা বলিনি এবং তর্কেও জড়ায়নি, আমি মনে মনে তখন ভাবলাম সব ঝোঁকের বাঙালি।
|
|
|
|
|
|
LDL
|
 |
June 04, 2024, 09:00:24 PM |
|
যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
যাই হোক, নটকয়েন বুল রানে সর্বচ্চ ০.১০ ডলার হতে পারে। এবং এটাও একটা স্পেকুলেশন শুধুমাত্র। আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না
ভাই সকালে আমার মাইয়া আমার মোবাইলের ডিসপ্লে ট্যাপ সোয়াপ করে দিছে। মেয়ের মায়ে মোবাইল ফোনে Autocliker রান করে দিয়ে রান্না করতে গেছে আর এইদিকে আমার মেয়েটা মাড়াই মেশিনের রেঞ্জ দিয়ে ট্যাপ করে মোবাইলের ডিসপ্লে ভাইঙ্গা দিছে।এখন কারে কি কমু ,না বলতে পারছি মেয়েকে,না বলতে পারছি মেয়ের মাকে। নট কয়েনের লাফালাফি দেখে শখ করে টেলিগ্রাম মাইনিং করতে আসলাম আর আমার ফোনটার বারোটা বেজে গেল। তবে একটা কথা বলে রাখি যারা নট কয়েন থেকে মাল মারছে তারা এটা ভাববেন না যে ট্যাপ সোয়াপ আপনাগোরো ওইরকম মাল দিয়ে যাবে। মোবাইলের ডিসপ্লের দাম 8-10 হাজার টাকার মতো খরচ হবে তাইলে এটা আমার ট্যাপ সোয়াপ করার পেমেন্ট। নট কয়েনের কথা বলে ভাই আর কষ্ট দিয়েন না । যা পাই নাই তা দিয়ে আর মিছে মিছে কষ্ট পেয়ে লাভ নেই । ভাই Certik skynet quest করতাছি, দেখি আল্লাহ পাক কি কপালে রাখছে।
|
|
|
|
|
|