|
HelliumZ
|
 |
August 20, 2024, 11:01:12 PM Merited by Bd officer (2) |
|
  বাইনান্স এক্সচেঞ্জ এ ডিপোজিট করলে খুব সম্ভবত ২০ হাজার dogs বোনাস দিতে পারে তাই যারা এখন পর্যন্ত টেলিগ্রাম বট থেকে উইড্র করেননি তারা কিছুটা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কখন বাইনান্স এক্সচেঞ্জ ডিপোজিট অ্যাড্রেস বের হয়। অনেকের হয়তো ডিপোজিট এড্রেস বের হয়েছে কিন্তু অনেকের এখন পর্যন্ত হচ্ছে না তাদেরকে ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করতে বলা হয়েছে। যাদের ডিপোজিট অ্যাড্রেস বের হয়েছে এবং ডিপোজিট করেছে তাদের ক্ষেত্রে ২০ হাজার ডগস কয়েন কয়েন বোনাস হিসাবে দেওয়া হবে যখন তাদের ওয়ালেটে ডগস ডিপোজিট হবে। আবার যারা পরবর্তীতে ডিপোজিট করবে তাদের ক্ষেত্রে ১০ হাজার ডগস বোনাস হিসেবে দেওয়া হবে। তাই বাইনান্সে নেওয়াটাই আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। তবে বাইনান্স এক্সচেঞ্জ ডিপোজিট বোনাস দেয় তাহলে অন্যান্য এক্সচেঞ্জ ও তাদের ইউজারদের খুশি করার জন্য আরো বেশি বোনাস হিসাবে ওফার করতে পারে। দেখেন কি হয় তবে আমি বাইনান্সে নেওয়াটাই ভালো বলে মনে করছি।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 21, 2024, 08:20:35 PM Last edit: August 21, 2024, 08:47:00 PM by Crypto Library |
|
Dogs কয়েন bybit এ কখন লিস্ট হবে কেউ জানেন? জানাইলে উপকৃত হবো
Bybit, Gate.io, Bitget এর অফিসিয়াল এনাউন্সমেন্ট অনুযায়ী ২৩ তারিখ ট্রেডিং হবে তবে Binance Launchpool এর পর ট্রেড ওপেন করবে ২৬ তারিখ। তাই এখনো গেরান্টি দিয়ে বলা যাচ্ছে না যে bybit ২৩ তারিখেই Trading open করবে। তারাও আবার তারিখ পরিবর্তন করতে পারেন যেহেতু Binance সিদ্ধান্ত নিয়েছে যে তারা 26 তারিখে ট্রেড চালু করবে। ২৬ তারিখে ট্রেড ওপেন করার আরেকটা অন্যতম কারন হতে পারে ২৬ আগস্ট হচ্ছে আন্তর্জাতিক Dogs Day তাই এই দিনে এটার ট্রেড একসাথে প্রত্যেকটা এক্সচেঞ্জে লিস্ট করার সিদ্ধান্ত হতে পারে। তবে আমি শিওর নই। যাক অবশেষে যেই DOGs কে মানুষজন স্ক্যাম এয়ারড্রপ বলত সেটিই অন্যান্য সব গুলোর চাইতে দ্রুত আউটপুট দেখালো। আমার অবস্থা সেম আগের মতন খুব বেশি এফোর্ড দেয়নি এই এয়ারড্রপ এর ক্ষেত্রেও এবং আমার মতন এরকম পাবলিক আরো ছিল যারা এটাকে খারাপ ভেবে বেশি কাজ করেনি। তবে আমার এক বন্ধুকে দেখলাম সে এয়ারড্রপ এ রেফার কিনে পয়েন্ট অর্জন করেছে এবং তার dogs ৩০০কে এর উপরে আছে। আমি জানতে চাই যে রেফার কিনে কি সিরিয়াসলি প্রফিট করা যায় ? আমার সন্দেহ আছে যে ওইগুলারে আসলেই উইথড্র করতে দিবে কিনা।
বাই দা ওয়ে আরেকটা জিনিস কি কেউ লক্ষ্য করেছেন ? সকল উইন্ডোজ ভার্সন এর একটা ভালনারেবিলিটি ধরা পড়েছে এবং এটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাদের এখনো ওল্ডার ভার্সন রয়েছে তারা তাড়াতাড়ি আপডেট করে ফেলুন। আর বিস্তারিত জানতে সোর্স লিংকটি ভিজিট করুন। 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
LDL
|
 |
August 21, 2024, 11:49:49 PM |
|
যাক অবশেষে যেই DOGs কে মানুষজন স্ক্যাম এয়ারড্রপ বলত সেটিই অন্যান্য সব গুলোর চাইতে দ্রুত আউটপুট দেখালো। আমার অবস্থা সেম আগের মতন খুব বেশি এফোর্ড দেয়নি এই এয়ারড্রপ এর ক্ষেত্রেও এবং আমার মতন এরকম পাবলিক আরো ছিল যারা এটাকে খারাপ ভেবে বেশি কাজ করেনি। তবে আমার এক বন্ধুকে দেখলাম সে এয়ারড্রপ এ রেফার কিনে পয়েন্ট অর্জন করেছে এবং তার dogs ৩০০কে এর উপরে আছে।
আমি জানতে চাই যে রেফার কিনে কি সিরিয়াসলি প্রফিট করা যায় ? আমার সন্দেহ আছে যে ওইগুলারে আসলেই উইথড্র করতে দিবে কিনা।
যারা নট কয়েন মিস করেছিল তারা মনে প্রানে Hamster Kombat ও Tapswap করেছিল খুব যত্ন করে কিন্তু আজ পর্যন্ত তাদের কোন আপডেট নেই। ফলে অনেকেই Dogs কে এতটা গুরুত্বপূর্ণ মনে করেছিল না যার কারণে এই এয়ার্ডপে যারা মিস করেছে তারা মূলত অভিমান থেকেই মিস করেছে। হয়তো অনেকেই ভেবেছিল আগের দুটো ঘোড়ার ডিম ধরিয়ে দিয়ে এটা আর কি পরিমান টাকা দেবে এজন্যই এখানে কেউ সিরিয়াসলি নিয়েছিল না। আমিও না ফলে সামান্য কিছু dogs পেয়েই খুশি রইলাম। তবে বাইনান্স এক্সচেঞ্জে ডিপজিট করে রেখেছি দেখি অনেকে বলাবলি করছে যে 20000 পরিমান ডগ্স নাকি ফ্রি দেবে। রেফারের ব্যাপারটা আমি আগে জানতাম না কিন্তু আশেপাশে অনেক পোলাপান ১৫ টাকা পার রেফার নিয়ে ফাটাফাটি কোপ দিয়েছে। তাতে বুঝলাম এগুলোতে কোন সমস্যা হয় না কেননা তাদের কমিউনিটি রয়েছে কেউ যদি রেফার কিনতে চায় তাহলে তাদের কমিউনিটিতে লিঙ্ক ওপেন করে দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে রেফার কমপ্লিট করে দেয়। আমার তো মনে হয় না এতে কোন সমস্যা হওয়ার কথা।
|
|
|
|
|
|
Bitcoin_people
|
 |
August 22, 2024, 03:54:58 AM |
|
পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, বর্তমানে আমাদের বাংলাদেশের কিছু কিছু জেলার পরিস্থিতি দেখে এতটাই খারাপ লাগে যে পাশের দেশ ভারতের চক্রান্তে আমাদের দেশের মানুষের ক্ষতি করা হচ্ছে একে আমরা রাজনৈতিক বন্যা হিসেবে বলতে পারি। আমরা এই বন্যাকে কোনভাবেই বন্যা মনে করব না বরং এটি ভারতের পরিকল্পনা এবং বাংলার মানুষের হত্যা করার জন্য এমন রাজনৈতিক পরিকল্পনা করেছে পাশের দেশ ভারত আমরা কখনোই তাদেরকে বন্ধুদের হিসেবে মেনে নিতে পারি না। আমরা তখন ওই বলতাম এটি বন্যা যখন এই বন্যার পানি আমাদের দেশের প্রত্যেকটি নদী-নালা দিয়ে বয়ে যেত কিন্তু শুধুমাত্র কয়েকটি জেলায় তারা তাদের বাঁধ ছেড়ে দিয়ে দেশের মানুষের ক্ষতি করতেছে। বর্তমান এই পরিস্থিতি কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মনবাড়িয়া সহ আরো কয়েকটি উপজেলায় বন্যার পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে যেটা দেখে আমরা অনেকটাই দুঃখ প্রকাশ করি। ভারত থেকে বাদ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে এবং তারা ঠিকমতো খাবার পাচ্ছে না নিরাপদ আশ্রয় পাচ্ছে না এমন মর্মান্তিক দৃশ্য থেকে হৃদয় কেঁদে ওঠে কিন্তু এগুলো দেখে ভারত অনেক শান্তি পায়। আমরা দেখেছি গতকাল ভারতের একটি নিউজ চ্যানেলে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে তারা আনন্দ উপভোগ করছে, তাহলে আমরা অবশ্যই এটিকে রাজনৈতিক বন্যা হিসেবে অক্ষত করতে পারি, শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশের উপর ভারত অনেকভাবেই ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। যাইহোক আমরা যেসব জেলায় বন্যায় তলিয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তা'আলা যেন তাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করে। এমন মর্মান্তিক দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখা খুবই কষ্টকর। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান।   খাগড়াছড়ির বর্তমান অবস্থা খুবই ভয়াবহ।    ভারত আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, মাওলানা ভাসানী All photo collected Facebook
|
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
 |
August 22, 2024, 09:00:05 AM |
|
বন্যার কারণে বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ আমরা দুই- একদিন ধরে দেখতে পাচ্ছি, এটি আরো অবনতির দিকে যাচ্ছে। আমি এখানে ভারতের পক্ষে কোন কথা বলছি না, ভারতীয় অতি বৃষ্টির কারণে বন্যা হয়েছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু তাদের উচিত ছিল রাতের অন্ধকারে সুইচগেট না ছেড়ে দিয়ে তারা অন্তত 4 থেকে পাঁচ ঘন্টা সময় দিতে পারতো যাতে নিরাপদে মানুষ আশ্রয় যেতে পারে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি একটি রাজনীতি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে মোদি সরকারের হস্তক্ষেপ থাকতে পারে অনেকেই মনে করছেন এবং এটা হতেও পারে অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে পরিস্থিতিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যার পানি ভয়াবহ আকার ধারণ করছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। এই বাংলা ফোরামের সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন যাতে আমরা তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে সহায়তা দিতে পারি। বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, তাদের উপরে অনেকটা চাপ যাচ্ছে বিগত সরকারের লুটপাটের কারণে। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। @ Crypto Library, @Learn Bitcoin ভাইকে বাংলা লোকাল বোর্ডে সব সময় সক্রিয় থাকতে দেখি আপনাদের থেকে কেউ বা আরো মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি অসহায় বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় বোর্ডের সদস্যদের সবাই একমত হবেন।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 22, 2024, 01:39:46 PM |
|
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা। আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি। এই বাংলা ফোরামের সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন যাতে আমরা তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে সহায়তা দিতে পারি। বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, তাদের উপরে অনেকটা চাপ যাচ্ছে বিগত সরকারের লুটপাটের কারণে। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। @ Crypto Library, @Learn Bitcoin ভাইকে বাংলা লোকাল বোর্ডে সব সময় সক্রিয় থাকতে দেখি আপনাদের থেকে কেউ বা আরো মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি অসহায় বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় বোর্ডের সদস্যদের সবাই একমত হবেন।
ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন। https://assunnahfoundation.org/donate/flood
|
|
|
|
|
LDL
|
 |
August 22, 2024, 03:09:50 PM |
|
ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারেনা, এ কথা আমরা বর্তমান সময় এসে বুঝতে পেরেছি কিন্তু একথা মাওলানা ভাসানী অনেক আগেই বলে গিয়েছে। যেদিন বাঙালি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিনতে পারবে সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। যেদিন বাংলাদেশের সাথে আসাম উড়িষ্যা বিহার মানচিত্রে থাকবে না সেদিন বাংলাদেশ কখনো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরগণিত হবে না। আমি জানিনা কি কারনে এই দেশের এক শ্রেণীর শাসকগোষ্ঠী ভারত ছাড়া চলতেই পারে না। যারা প্রতিনিয়ত আমাদের কষ্টে রাখতে আনন্দ পায় তারা আমাদের কিসের বন্ধু রাষ্ট্র ধিক্কার জানাই ওই সকল শাসক গোষ্ঠীকে। তাছাড়া শেখ হাসিনা কেমন শাসক ছিল সেটা বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। যখন কোন কারণে বাংলাদেশের সিংহাসনে বসানোর সকল রাস্তা হারিয়ে ফেলেছে তখন কি করবে ভেবে না পেয়ে বাংলাদেশে রাতের অন্ধকারে বাঁধের গেট সরিয়ে বন্যা বানিয়ে দিল। জানিনা ঘুমন্ত মানুষের উপর কতটা কষ্ট হয়েছে কিরকম গৃহপালিত পশুগুলো ভেসে যাচ্ছে তার কোন ইয়াত্তা নেই। এখন আমার কাছে খুব খারাপ লাগছে এই কমিউনিটির একজন মূল্যবান সদস্য Little Mouse ভাইয়ের কথা শুনে। আমি জানতাম না বাই বর্ডার এলাকার মানুষ যেহেতু বর্ডার এলাকার মানুষ সেহেতু ইন্ডিয়ার গেট গুলো খুলে দিলেই এরা বন্যা প্লাবিত হবে এবং এদের সরে যাওয়ার মতো যথেষ্ট সময় থাকে না। জানিনা এই মুহূর্তে ভাই কি করছে? ভাইয়ের পরিবার যাতে হেফাজতে থাকে এবং আল্লাহতালা সকল প্রকার বালা মুসিবত দূর করে দিক এই দোয়া ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। ভাইয়ের পরিবারের মত হাজার হাজার পরিবারকে আল্লাহ তায়ালা রহমতের ছায়াতলে স্থান দিক এবং হেফাজত করুক। আমিন।
|
|
|
|
|
|
AirtelBuzz
|
 |
August 22, 2024, 03:26:40 PM Last edit: August 22, 2024, 03:38:49 PM by AirtelBuzz |
|
বেঁচে থাকার শেষ প্রচেষ্টা [ফেসবুক থেকে সংগৃহীত]
বেশ কয়েকদিন আগে দেশটি উত্তাল ছিল স্বৈরাচারী সরকারকে হঠানোর জন্য আর এখন প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের। বাড়িবৃষ্টিপাত এবং হঠাৎ বন্যায় কবলিত ফেনী, কুমিল্লা সহ আরো কয়েকটি জেলা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব জেলার ক্ষয়ক্ষতির বিভিন্ন চিহ্ন দেখেছি এমনকি এটা দেখেছি যে, একজন নয় মাস বয়সী অন্তঃসত্ত্বা মেয়ে বলছে, ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলে দাও আমার পেটে নয় মাসের বাচ্চা  ফেনীর বিভিন্ন মসজিদের মাইকে মাইকে এলান দিচ্ছে লোকজন , সবাই সবাইকে মাফ করে দিন। আমরা নিউজে দেখলাম অন্যান্য বছরের তুলনায় এই বছর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের কুমিল্লা ও ফেনী জেলাতে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী উনিশে আগস্ট থেকে ২২ শে আগস্ট পর্যন্ত কুমিল্লাতে ৪৪৫ মিলিমিটার এবং ফেনী জেলাতে ৪০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশের এই দুই জেলাতে যত বৃষ্টিপাত হয়েছে তার থেকে আরও অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। যার ফলে ভারতীয়রা হঠাৎ করেই ত্রিপুরা রাজ্যের ড্যাম ও ব্যারেজ খুলে দেয় যার ফলে প্রবল ভাবে বাংলাদেশে পানি প্রবেশ করে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়। ধীরে ধীরে এই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এমনকি মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারেনা,
যারা এতদিন ভারতকে বন্ধুদের ভেবে এসেছে তারা ছিল সবথেকে বোকা কেননা ভারতীয়রা আমাদেরকে কখনো বন্ধু মনে করেনি তারা শুধুমাত্র আমাদের দেশকে ব্যবহার করেছে। এমনকি এই দেশে সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কয়েক লক্ষ লোকজনদের ব্যবহার করেছে। ভারত আমাদের সাথে এই মুহূর্তে যে ব্যবহার করতে আমাদের এর উচিত জবাব দেওয়া উচিত সে হিসেবে বাংলাদেশ ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সবগুলো বয়কট করা উচিত। কোন একটি প্রোডাক্ট যেন বাংলাদেশের মানুষ ক্রয় না করে। 
|
|
|
|
|
|
| R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | .
| | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
|
HelliumZ
|
আমার দাদা মাওলানা ভাসানীর একটি গল্প আমাদের বলতো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম। সে অনেক আগাম কিছু বলতে পারতো মানে আধ্যাত্মিক কিছু জ্ঞান তার মধ্যে ছিল। তারা এদেশে রাজনীতি করে গেছে কিন্তু কখনো পেটনীতি করেননি। আমি শুনেছি তিনি নাকি জিনদের দ্বারা চাল চুরি করে এদেশের জনগণকে খাওয়াতেন। একদা একটা নদীর মধ্য দিয়ে নৌকা চলার সময় ছোট ছোট নাতিপুতিরা বায়না ধরে মাওলানা ভাসানীর কাছে যে দাদু আমাদেরকে তুমি তোমার কারিশমা দেখাও। মাওলানা ভাসানী বলে ধুর দেহররা আমি কিছুই জানিনা রে সবকিছু আল্লাহ পাকের ইশারাতে হয়। নাছোড়বান্দারা কোন কিছুতেই ছাড়ে না মানে বুঝতেই তো পারছেন ছোট ছোট বাচ্চারা যখন কাউকে ধরে তখন কিন্তু ছাড়তে চায় না। মাওলানা ভাসানী কোন উপায় না দেখে শেষমেষ নাতি-পতিদের কিছু নজীরা দেখাতে চাইলেন। নৌকা যখন মাঝ নদীতে তখন হঠাৎ করে নৌকা একদম স্থির হয়ে গেল এবং বলতে লাগলো নাতি-পতিদের ঐ নাতিপুতিরা নৌকা থাইমা গেল কেন তখন নাতিপুতিরা দাদুর কাছে জানতে চাইলেও দাদু নিচে থেকে নৌকা মনে হয় ভুতে টেনে ধরেছে যার কারণে নৌকা চলছে না। তখন মাওলানা ভাসানী একজন সাহসী লোককে বললেন এই নৌকার মধ্যে কোন সাহসী লোক আছে যে নিচে ডুব দিয়ে গিয়ে দেখে আসতে পারবা। তখন একজন লোক রাজি হল এবং কথা মত পানির নিচে ডুব দিয়ে দেখল যে মাওলানা ভাসানী নিচে গিয়ে পানির মধ্যে বসে নৌকা টেনে ধরে রেখেছে। তখন ওই লোকটা পানির নিচ থেকে উঠে দেখে মাওলানা ভাসানী নৌকার উপরে বসে রয়েছে। তখন সাহসী লোকটা সম্পূর্ণ ঘটনা বললেন এবং এটাও বললেন যে নিচে একটা মাওলানা ভাসানী নৌকা মধ্যেও একটা মাওলানা ভাসানী রয়েছে। এর মানে হচ্ছে মাওলানা ভাসানী একই সাথে কয়েকটা জায়গায় ওয়াজ করতে পারত। মাওলানা ভাসানী সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে ডুব দিয়ে পূর্ব প্রান্তে ভুয়াপুর গিয়ে উঠেছিল এর মানে আপনারা বুঝতেই তো পারছেন তিনি কত বড় বুজুর্গ লোক ছিলেন। ডুব দিয়ে ওঠার পর মাওলানা ভাসানী বলেছিলেন এখান দিয়ে এককালে একটা সেতু হবে এবং কয়েক দশক পর বর্তমানে যমুনা সেতুটিই মাওলানা ভাসানী সেই কাঙ্খিত সেতু। মাওলানা ভাসানী যা আগাম বলে গেছেন তা বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট সত্য হচ্ছে। তিনি যে ভারত শত্রু রাষ্ট্র সেটা অনেক আগেই আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তিনি এটাও বলে গেছেন তোমরা ভারতের চেয়ে চীনের সাথে বন্ধুত্ব করতে পারো চীন কখনো আমাদের সাথে বেইমানি করবে না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Ricardo11
|
 |
August 22, 2024, 04:15:55 PM |
|
ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
যারা এইরকম বিপদের সময়ে এমন ব্যবহার করছে তাদেরকে ওই পানিতে ডুবিয়ে মারা উচিত, কুত্তারবাচ্চারা স্বাধীন বাংলাদেশে এখনো সেই আগের মতই ব্যবহার করছে. যারা ৮০ হাজার টাকা একদিনে ভাড়া যাচ্ছে তাদেরকে ওইখানেই ধরে পিটিয়ে মারা উচিত এবং বোর্ড তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের মতো সবাইকে রক্ষা করতে এগিয়ে যাওয়া উচিত. মানে এই ধরনের মানুষগুলোকে হয় দেশ থেকে বের করে দেওয়া উচিত না হয় সেখানেই গুলি করে মেরে ফেলা উচিত, মানে এমন বিপদের সময় সাহায্যের জন্য এগিয়ে আসার পরিবর্তে তারা সুযোগের সদ্ব্যবহার করছে. আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
Little Mouse ভাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য, আমি জানতাম না যে তিনি বর্ডার এলাকায় বসবাস করেন. আমিও ভাইকে গতকাল একটি মেসেজ পাঠিয়েছিলাম টেলিগ্রাম এ, কিন্তু সেটি এখনো তিনি দেখেননি, তিনি টেলিগ্রামে গত 20 তারিখ শেষ এক্টিভ ছিলেন. আমি মন থেকে দোয়া করি যেন আমাদের বড় ভাই Little Mouse আবারও ঠিকঠাক ভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে. এগুলো সমস্ত কিছু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, পুরোটাই ষড়যন্ত্র করে রাতের বেলায় যখন সবাই ঘুমে রয়েছে তখন বাঁধ খুলে দেওয়া হয়, যাতে বেশিরভাগ মানুষ সেখানেই পানিতে ডুবে মারা যায়. ভারত হলো বাংলাদেশের সব থেকে বড় শত্রু, তারা যেরকম ষড়যন্ত্র করে বাঁধ খুলে দিয়েছে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, যেন আল্লাহর তরফ থেকেই এর থেকেও হাজার গুণ বড় বিপদের গজব তাদের উপর পরে. আমিন. আল্লাহতালা যেন Little Mouse ভাই এর পরিবারকে সহিসালামতে সুস্থ রেখে ফিরিয়ে আনে, এবং তার বাচ্চারও যেন কোন ধরনের কোন ক্ষতি না হয়, জানিনা ভাইয়ের মতো আরও কত শত পরিবার এই ধরনের বিপদের মুখে রয়েছে এখন. আল্লাহ যেন তাদের প্রত্যেককেই সুস্থ রাখেন এবং এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুন, আমিন.
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 22, 2024, 08:59:06 PM |
|
যারা নট কয়েন মিস করেছিল তারা মনে প্রানে Hamster Kombat ও Tapswap করেছিল খুব যত্ন করে কিন্তু আজ পর্যন্ত তাদের কোন আপডেট নেই। ফলে অনেকেই Dogs কে এতটা গুরুত্বপূর্ণ মনে করেছিল না যার কারণে এই এয়ার্ডপে যারা মিস করেছে তারা মূলত অভিমান থেকেই মিস করেছে। হয়তো অনেকেই ভেবেছিল আগের দুটো ঘোড়ার ডিম ধরিয়ে দিয়ে এটা আর কি পরিমান টাকা দেবে এজন্যই এখানে কেউ সিরিয়াসলি নিয়েছিল না। আমিও না ফলে সামান্য কিছু dogs পেয়েই খুশি রইলাম। তবে বাইনান্স এক্সচেঞ্জে ডিপজিট করে রেখেছি দেখি অনেকে বলাবলি করছে যে 20000 পরিমান ডগ্স নাকি ফ্রি দেবে।
রেফারের ব্যাপারটা আমি আগে জানতাম না কিন্তু আশেপাশে অনেক পোলাপান ১৫ টাকা পার রেফার নিয়ে ফাটাফাটি কোপ দিয়েছে। তাতে বুঝলাম এগুলোতে কোন সমস্যা হয় না কেননা তাদের কমিউনিটি রয়েছে কেউ যদি রেফার কিনতে চায় তাহলে তাদের কমিউনিটিতে লিঙ্ক ওপেন করে দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে রেফার কমপ্লিট করে দেয়। আমার তো মনে হয় না এতে কোন সমস্যা হওয়ার কথা।
বিষয়টা আসলে আমিও জানতাম না এবং কিভাবে করে সেটা এখনো জানিনা। আর এয়ার ড্রপ নিয়ে বরাবরের মতোই আমার ইন্টারেস্ট কম থাকায় এটা নিয়ে আর ঘাটাঘাটি করিনি। তবে বর্তমানে DOGs এর এয়ার ড্রপ টি আমাকে এটা নিয়ে ভাবিয়েছে। তবে আমার কথা হল রেফার কিনে এয়ার ড্রপ করা কতটুকু ইথিকাল ? আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
এমনিতেই বন্যার বিভিন্ন নিউজ দেখে ভিডিও দেখে নিজের মানসিক অবস্থা বিধ্বস্ত তার উপরে Little Mouse ভাইয়ের ইনঅ্যাক্টিভ থাকাটা আরও খারাপ পরিস্থিতিতে নিল। সম্প্রতি আরেকটা নিউজ শুনলাম বন্যার অবস্থা আরো ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে রেড অ্যালার্ট ফর মিরসরাই। - https://t.me/fotik577/941ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন। https://assunnahfoundation.org/donate/floodআপনার সাথে আমি একমত কারণ এখানে আমরা কমিউনিটি এর যে কয়েকজন মানুষ রয়েছে এদের টাকায় খুব একটা বেশি লাভ হবে না, তবে আমি ভাবতেছি আমরা যদি গ্লোবাল বোর্ডে একটা টপিক খুলি ডোনেশন এর জন্য এবং লোকাল কোন ভলেন্টিয়ার গ্রুপ বা সুন্নাহ ফাউন্ডেশনকে সরাসরি ডোনেশন থেকে আসা ফান্ড দিয়ে দেই তাহলে কেমন হয়?
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Ricardo11
|
 |
August 23, 2024, 04:52:32 AM |
|
নিশ্চয়ই ২০২৪ সাল আমাদের এই জেনারেশন এর দেখা সবচাইতে খারাপ একটি বছর. এর ২০২৪ সালেই সমস্ত ছাত্ররা যুদ্ধ করে অনেক ছাত্রের জীবন দিয়ে বাংলাদেশকে এক স্বৈরাচারী সরকার এর হাত থেকে দেশকে স্বাধীন করেছিল। এবং দেশ স্বাধীন হতে না হতেই, ভারত ষড়যন্ত করে ডুম্বুর গেট খুলে দেয়াই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়লো বাংলাদেশ।
গত দেড় দশক এর বেশি সময় ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, নংলা বন্দর, ও সমুদ্রের গ্যাস ব্লক ইজারা সহ অসংখ বিষয়ে ভারতকে একচোটিয়ে সুবিধা দিয়ে আসছিলো স্বৈরাচারী সরকার হাসিনা, কিন্তু বিনিময়ে ক্ষতি ছাড়া কিছুই পায়নি, বরং ভারত একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাট গেট খুলে দেয়া, এবং নদীগুলোতে ইচ্ছা মতো বাঁধ নির্মাণ সহ, তারা ইচ্ছা মতো বাংলাদেশের ওপর রাজত্ব চালিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে ভারতের অরাজকতার হাত থেকে বাঁচতে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ এর আশ্রয় নিতে হবে.
|
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
 |
August 23, 2024, 09:57:50 AM |
|
বন্যার অবস্থা ভয়াবহ ফেনী সহ বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় রেড এলার্ট জারি করা হয়েছে। এমনকি প্রশিক্ষিত লোকজন ছাড়া রেড এলার্ট জারি করা বা বন্যা প্লাবিত এলাকায় সাধারণ মানুষদের উদ্ধার কাজে কাজে যেতে মানা করা হয়েছে। এমনকি ইতিমধ্যে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেশ কয়েকজন মারা গিয়েছে এবং অনেকের নিখোঁজের সংবাদ পাওয়া যাচ্ছে। ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন। https://assunnahfoundation.org/donate/floodআপনার সাথে আমি একমত কারণ এখানে আমরা কমিউনিটি এর যে কয়েকজন মানুষ রয়েছে এদের টাকায় খুব একটা বেশি লাভ হবে না, তবে আমি ভাবতেছি আমরা যদি গ্লোবাল বোর্ডে একটা টপিক খুলি ডোনেশন এর জন্য এবং লোকাল কোন ভলেন্টিয়ার গ্রুপ বা সুন্নাহ ফাউন্ডেশনকে সরাসরি ডোনেশন থেকে আসা ফান্ড দিয়ে দেই তাহলে কেমন হয়? আপনাদের কথাও ঠিক আছে খুব কম সংখ্যক লোক বাংলা ফোরামে সক্রিয় থাকে, এত কম সংখ্যক লোক নিয়ে ফান্ডিং করা আসলে একটু কঠিন ব্যাপার। আস সুন্নাহ ফাউন্ডেশনের বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে বন্যার্তদের সাহায্যের জন্য এই ফাউন্ডেশনে ডোনেট করা যায়। যদি ফোরাম থেকে ফান্ডিংয়ের কোন ব্যবস্থা গ্রহণ না করা যায় বা গঠন না করা যায় তাহলে আস সুন্নাহ ফাউন্ডেশনে বা বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে আপনার বিশ্বস্ত মনে হয় আপনারা বন্যাপ্লাবিত এলাকার লোকদের জন্য ডোনেশন দিতেএগিয়ে আসুন। ডোনেশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা বলা ঠিক হবে কিনা আমি জানিনা তবে বাংলা ফোরামের অনেক লোক আছেন যারা সিগনেচার ক্যাম্পেইনের সাথে জড়িত, বিভিন্ন রুলস এর কারণে হয়তো তারা বাংলা ফোরামের সক্রিয় নয়। তবে তারা হয়তো আমাদের অনেকেরই পরিচিত বা অনেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ থাকতে পারে। আমি বলতে চাচ্ছি যে যারা সিগনেচার ক্যাম্পেইন করেন তারা প্রতি সপ্তাহে একটি অ্যামাউন্ট পান, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আপনাদের একটি সপ্তাহের অর্থ যদি বন্যার্তদের মাঝে ডোনেশন করতে চান হলে আমার মনে হয় ভালো একটি পরিমাণ দিয়ে আমরা বন্যার্তদের মাঝে সহযোগিতা করতে পারবো। আমি ফান্ডিং নিয়ে বেশ কয়েকটি থ্রেড পরিদর্শন করেছি, একটি পোস্টে গিয়ে দেখতে পেলাম বাংলা ফোরামের অনেকেই ইউক্রেনে যুদ্ধে আক্রান্তদের জন্য ভালো পরিমাণ ডোনেশন দিয়েছেন। আশা করছি নিজের দেশের মানুষের জীবন রক্ষার জন্য বাংলা ফোরামের সকলেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
August 23, 2024, 02:40:07 PM |
|
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
এরা কুকুরের থেকেও খারাপ যারা মানুষের এমন বিপদের সময় নিজের আখের গোছানোর চেষ্টায় মগ্ন আছেন। এগুলোর সকল বোট বাজেয়াপ্ত করা হোক। এটা কখনই মানুষ হবে না। দেশের এই পরিস্থিতিতে আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না আর এরা রমরমা ব্যবসা শুরু করেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দিন এবং এই পরিস্থিকে দ্রুত কাটিয়ে দিক। এগুলো আর সহ্য হচ্ছে না। ভারত সবকিছুই অনেক বেশি বেশি করতেছে। আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
কি বলেন ভাই এর জন্যই তাকে কয়েকদিন যাবত এক্টিভ পাচ্ছি না। বাংলা কমিউনিটি ছাড়াই সে গ্লোবালের অনেক পরিচিত। তার এমন পরিস্থিতির কথা শুনে অনেক খারাপ লাগছে। বিশেষ করে খারাপ লাগতেছে তারা বাচ্চার কথা শুনে সে যথেষ্ট ম্যাচিউর তাই প্রয়োজনে সে ২-৩ বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবে কিন্তু ছোট বাচ্চাটা কেমন করবে এগুলো ভাবতেও গায়ে কাটা দিয়ে উঠতেছে। তার জন্য দোআ করি যেনো পুরো পরিবারসহ এমন পরিস্থিতি থেকে দ্রুত উদ্ধার হতে পারে। কিছু টাকা Donate করেছি, সবাই যার যার অবস্থান থেকে ফাইনানশিয়াল অবস্থা অনুযায়ী এখানে কিছু কিছু করে Donate করেন আপনার ৫০-১০০ টাকা অনেক বড় ভূমিকা পালন করবে এই পরিস্থিতিতে। ৫০-১০০ টাকা প্রতিদিন সবাই অপ্রয়োজনীয় কাজেই নষ্ট করে থাকি আমরা। এই সময় এই টাকাটাও অনেক গুরুত্বপূর্ণ
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Bd officer
|
 |
August 24, 2024, 01:39:25 PM |
|
""সুখবর """"সুখবর """"সুখবর "" ফাইনালি dogs দিয়ে দিয়েছে।। যারা Dods এয়ারড্রপে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য সুখবর। যারা বিটগেট এক্সচেঞ্জে আপনাদের অর্জিত ডগস ব্যালেন্স উইথড্র দিয়েছিলেন তারা আপনাদের ওয়ালেট চেক করে দেখুন Dods আপনার একাউন্টে ডিপোজিট হয়ে গিয়েছে। নট কয়েনের পরে এটি একটি ভালো প্রজেক্ট দেখলাম যেটা সাকসেস হতে চলেছে। আমি প্রথম কোন এয়ারড্রপ থেকে আজকে পেমেন্ট পেলাম, তবে লিস্টিং এখনো হয় নাই। আমি আমার জীবনে অনেক এয়ারড্রপে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো কোন টোকেন পাই নাই, এটাই আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়া হবে। আগামী ২৬ তারিখে Dogs বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে। আমরা যারা যারা ডগস এয়ারড্রপে অংশগ্রহণ করেছিলাম, হয়তো আমরা বেশ কিছুটা প্রফিট করে নিতে পারবো। আপনারা কে কে Dogs পেয়েছেন? 
|
|
|
|
|
LDL
|
 |
August 24, 2024, 01:41:57 PM |
|
একদিকে বন্যায় মানুষের হাহাকার অন্যদিকে আওয়ামী লীগের কিছু আমরা দের বর্তমান আটক হওয়ার চিত্র দারুন ভাবে অন্যরকম অনুভূতি দেয়। আসলে আমাদের টাকা নেই এজন্য আমরা ঠিক আছি ছোটবেলায় যখন সিক্স সেভেনে পড়তাম তখন একটা ভাব সম্প্রসারণ এর অংশ পড়তে গিয়ে ঠিক এরকম পড়েছিলাম দারিদ্রতা মানুষকে সোনার মানুষ বানায়। কিন্তু যাদের ক্ষমতা ও টাকা রয়েছে তারা কিভাবেই যেন ক্ষমতার অপব্যবহার করে থাকে। কয়েকদিন আগে বিচারপতি মানিক চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সাথে একটি টকশোর অনুষ্ঠানে যেভাবে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন দিল তাতে এই লোকটার সম্পর্কে কি বলবো ওই সময় বলার ভাষা ছিল না কিন্তু আজকে সকালে এই লোকটারেই করুন দশা দেখে সত্যিই অবাক হচ্ছি এবং বলতে বাধ্য হচ্ছি। "সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলায় ফকির" যে লোকটা কয়েকদিন আগেও বাদশাহী জীবন যাপন করতো আজকে তার কলাপাতার বিছানা হলো। হায়রে নিয়তি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেননা।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 24, 2024, 07:25:48 PM |
|
আপনারা সবাই হয়তো Learn Bitcoin ভাই এর আগের পোস্টটি তে দেখেছেন লিটল মাউস ভাই বন্যায় আক্রান্ত হয়েছিল এবং তার সাথে কোন যোগাযোগ ছিল না ১৯ তারিখের পর থেকে। Learn Bitcoin ভাই অলরেডি আবার নতুন আপডেট দিয়েছে হয়ত আমাদের বাংলাদেশে থ্রেডে আপডেটটি জানাতে ভুলে গিয়েছেন। আর আপডেটটি হল যারা যারা LM ভাইয়ের অবস্থান নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে আপাতত আর চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কারণ LM ভাই এবং তার ফ্যামিলি বর্তমানে সেফ করেছে।
আমাদের বাংলাদেশ কমিউনিটি এর মেম্বারদের Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানানো উচিত। কারণ আমি ফোরামে আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে জাস্ট ফোরামের পরিচিতি থেকে রিস্ক নিয়ে অন্য আরেক ভাইয়ের খোঁজ নিতে যায়। 💝💥 Update Guys, I am still 90KM+ far from LM's address. But the good thing is, I got a text from LM and the message was "Hey". His phone is still switched off. Probably he turned ON his mobile somehow, but it turned off again due to low battery or something. It's Midnight in Bangladesh and I am staying in a friends house. I am expecting something good. If I don’t hear anything from LM till the morning, I will continue. Edit: Little Mouse and all his family members are safe. I heard back again from him. Still talking to him. I will keep you guys posted.
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
August 24, 2024, 11:24:42 PM |
|
আপনারা সবাই হয়তো Learn Bitcoin ভাই এর আগের পোস্টটি তে দেখেছেন লিটল মাউস ভাই বন্যায় আক্রান্ত হয়েছিল এবং তার সাথে কোন যোগাযোগ ছিল না ১৯ তারিখের পর থেকে।
Learn Bitcoin ভাই অলরেডি আবার নতুন আপডেট দিয়েছে হয়ত আমাদের বাংলাদেশে থ্রেডে আপডেটটি জানাতে ভুলে গিয়েছেন। আর আপডেটটি হল যারা যারা LM ভাইয়ের অবস্থান নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে আপাতত আর চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কারণ LM ভাই এবং তার ফ্যামিলি বর্তমানে সেফ করেছে।
মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আল্লাহ Little Mouse ভাই ও তার পরিবারের সবাই নিরাপদে রেখেছেন। আজকে LM ভাই ফোরামেও এক্টিব হয়েছিলো, দুঃখের বিষয় তিনি পোস্ট দিতে পারেন নাই। আশা করি আজ কালের মধ্যে LM ভাই ফোরামে এক্টিব হবে ইনশাআল্লাহ। আমি LB ভাইয়ের পদক্ষেপ দেখে অবাক হয়েছি, যিনি নিজে রিক্স নিয়ে LM ভাইয়ায়ের খোজে LM ভাইয়ের এলাকার দিকে যাত্রা করেছিলেন। Learn Bitcoin ভাই সত্যিই একজন দায়িত্বশীল ও মহান ব্যক্তি। জানি না এখন Learn Bitcoin ভাইয়ের কি অবস্থা? তিনি এখন কোথায় আছেন আশা করি Learn Bitcoin সেফ আছেন। আমিও লোকাল মেম্বার হিসেবে কিছু করতে পারলাম না, কোন পদক্ষেপ নিতে পারলাম না। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে পেরেছিলাম। আসলে আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন, যা কিছু মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাই সেগুলো শুধু উছিলা। আল্লাহ LM ভাইয়ের পরিবার সকলকে রক্ষা করেছেন। আল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকল লোকদের নিরাপদে রাখুন।
|
|
|
|
|
AirtelBuzz
|
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।  আজকাল যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, instagram, youtube, whatsapp এগুলোর পরে টেলিগ্রাম অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমাদের কেউ হয়তো প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিশেষ করে এয়ার ড্রপ, বাঊনটি করার কাজেও টেলিগ্রাম ব্যবহার করতে হয়। তাছাড়া অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও এই অ্যাপটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। টেলিগ্রামের নির্বাহী পরিচালককে ফ্রান্সের বিমানবন্দরে ফরাসি পুলিশরা তার প্রাইভেট জেট লে বার্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সেখান থেকে গ্রেফতার করে। কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনো নির্দিষ্ট নয় তবে সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে পাভেল দুরভ মেসেজিং অ্যাপ এর সাথে সম্পর্কিত অপরাধের জন্য তার নামে ওয়ারেন্ট ছিল যার জন্য তাকে ফরাসি পুলিশরা গ্রেফতার করেছে। prothomalo
মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আল্লাহ Little Mouse ভাই ও তার পরিবারের সবাই নিরাপদে রেখেছেন। আজকে LM ভাই ফোরামেও এক্টিব হয়েছিলো, দুঃখের বিষয় তিনি পোস্ট দিতে পারেন নাই। আশা করি আজ কালের মধ্যে LM ভাই ফোরামে এক্টিব হবে ইনশাআল্লাহ।
হ্যাঁ লিটল মাউস তিনি এবং তার পরিবার আল্লাহর অশেষ রহমতে নিরাপদে আছেন যেমনটি আমরা এল এম এর পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি। তিনি পোস্ট করতে পারেননি সেটা বড় কথা নয় তিনি সুস্থ আছেন এবং তার পরিবারের সবাই সুস্থ এবং নিরাপদ আছে সেটাই বড় কথা। আমি দেখেছি যে সে কালকে ফোরামে একটিভ ছিল। হয়তো তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার আশেপাশের পরিস্থিতি নিয়ে আমাদেরকে অবগত করবেন।
|
|
|
|
|
|
| R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | .
| | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Imugen
Newbie
Offline
Activity: 18
Merit: 5
|
 |
August 25, 2024, 09:56:07 AM |
|
বাংলাদেশে গত দুই মাস ধরে অনেক কিছুই ঘটেছে বিশেষ করে ছাত্র আন্দোলন, বর্তমানে বন্যা পরিস্থিতি চলমান অবস্থায় দেশের মানুষ অনেকটাই অস্বস্তিতে আছে। তবে এই অস্বস্তির মাঝেও একটি আনন্দের সংবাদ, আরো একটি বিজয়ের সংবাদ। বাংলাদেশ বনাম পাকিস্তানের চলমান সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৮ রান নেয় ৬ উইকেটের বিনিময়ে এবং তারা ইনিংস ঘোষণা করেন। আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের মাঠে এই টেস্ট ম্যাচটি পরাজিত হবে। কিন্তু না বাংলাদেশ প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে করেন বিশেষ করে মুশফিকের ১৯১ রানের ইনিংসটি বাংলাদেশের দলের সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রেখেছে এছাড়াও অন্যান্য খেলোয়াররা ভালো পারফরম্যান্স করেছে বলেই বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ বিশেষ করে সাকিব এবং মেহেদী মিরাজের বোলিং স্পেলের উইকেট গুলো, যার জন্য পাকিস্তান বাংলাদেশকে মাত্র ৩০ রানের টার্গেট দেয়। বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে প্রথম টেস্ট জয়লাভ করে ইতিহাস রচিত করেন।
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! বাংলাদেশ ক্রিকেট দলকে
|
|
|
|
|
|