Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 29, 2024, 10:16:05 PM |
|
 ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে। আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই এয়ারড্রপে কোন কাজ করা লাগে নাই, শুধু প্রতিদিন লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি যা অনেক। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন? অভিনন্দন আপনাকে, তবে আমার জন্য এটা খুব একটা বেশি খুশির না কারণ আমাকে Learn Bitcoin ভাই এটা সোর্স দেওয়ার পরেও আমি খুব একটা বেশি করিনি যার কারণে আমার Dog token অ্যামাউন্ট ছিল মাত্র অ্যারাউন্ড 3.4k এবং যার বর্তমান মূল্য সাড়ে চার ডলার এর আশেপাশে। আপনার জন্য খুশির কারণ না কারণ আমি এটিতে বেশি স্কোর করতে পারিনি। যাই হোক hamster এয়ার ড্রপ ইউজারদের জন্য মনে হয় খুশির সংবাদ আসতেছে তারা খুব শীঘ্রই লেস্টিং করতে যাচ্ছে তাও ভালো ভালো এক্সচেঞ্জার গুলোতে, আর মজার বিষয় হচ্ছে আমি এই আর ড্রপটিও ভালোভাবে করিনি।  জি ভাই এটা বলেছেন যে ১০০ ডলার বিনিয়োগ করে ভুলে যেতে হবে আমি যে বিনিয়োগ করে ফেলেছি। এই সমস্ত কয়েন গুলোতে কখন কাকে কি করে ফেলবে এটা কেউ বলতে পারে না। বেশ কয়েকদিন আগে পেঁপে কয়েন অলরেডি কয়েকশত গুণ বৃদ্ধি পেয়েছিল। শিবাইনু মানুষকে বেশ কয়েকবার মিলোনিয়ার বানিয়ে ফেলেছিল। Bonk, book of Meme, এগুলো মানুষকে ইতিমধ্যেই মিলোনিয়ার বানিয়ে ফেলেছে। তাই যাদের ডলারের অভাব নেই তারা এ সকল কয়েনগুলোতে বিনিয়োগ করে ভুলে যান কোন একদিন দেখবেন আপনারাও মিলোনিয়র হয়ে গেছেন।
হ্যাঁ ভাই আর এটাই হচ্ছে মিম কয়েন এখানে ইনভেস্টমেন্ট করা মানে আপনি লটারির টিকিট কিনছেন, লটারিতে যেমন অনেক সময় মাত্র একটি লটারি কিনেই কোটিপতি হওয়া যায় ঠিক তেমনি বছরকে পর বছর নিয়মিত লটারির টিকিট কিনেও অনেকে কখনো জয়ের মুখ দেখেনা। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করবে। আর আমি মিম কয়েনের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই বলবো।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
LDL
|
 |
August 29, 2024, 11:37:53 PM |
|
মার্কেট মাঝে মাঝে এমন পজিশনে চলে যায় তখন মনে হয় এর চেয়েও হয়তো বেশি ডাম্পিং দিতে পারে আবার মার্কেট বৃদ্ধি পেতে পেতে এমন পজিশনে চলে যায় তখন মনে হয় মার্কেট আরো বেশি বৃদ্ধি পাবে। আমি ৩.৩০ ডলার করে WIF কিনে হোল্ডিং করেছিলাম। যখন বিনিয়োগ করেছিলাম তখন আমার খুব সম্ভবত মনে করছে ১৩০ ডলারের মত লাভ ছিল কিন্তু এখন 1000 ডলারের মতো ক্ষতি আছে। তাই মিমিকয়েন বিনিয়োগ করা আসলে আমার উপরে একজন উল্লেখ করেছে সম্পূর্ণ লটারি কেনা এক কথা। যদি দাম বাড়ে ভালোই বাড়ে আবার যখন দাম কমে যায় তখন অনেক কমে যায়। যারা জুয়াতে বাজি ধরে থাকার অভিজ্ঞতা আছে তারা মূলত এই মিমি কয়েন সম্পর্কে বেশি ধারণা আছে। যাচাই-বাছাই ছাড়া এই সমস্ত কয়েনগুলোতে বিনিয়োগ না করাই ভালো। যদি পারেন তো বিটকয়েনে থাকাটাই আমি আপাতত বুদ্ধিমানের কাজ হিসাবে ধরে নেব।
|
|
|
|
|
|
LDL
|
 |
August 31, 2024, 11:42:04 PM |
|
ধুর একটা পোষ্টের জন্য অপেক্ষা করলাম কেউ একটা পোস্ট দিল না তাই বাধ্য হয়ে পর পর দুটো পোস্ট করলাম। এই মাসের পোস্ট কাউন্ট ও সর্বোচ্চ পোস্ট কারীদের নাম প্রকাশ করেছে সেখানে দেখলাম Wonder Work ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। যদিও গত মাসটিতে বাংলাদেশের দুই ধরনের ঘটনা ঘটেছে একটি হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে অন্যদিকে বন্ধু রাষ্ট্র ভারত আমাদেরকে পানি দিয়ে আমাদের বন্ধুত্বের প্রমাণ করে গেছেন। যাহোক গত মাসে যারা সর্বোচ্চ পোস্ট করেছেন এবং করার চেষ্টা করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
1. Wonder Work [22] 2. HelliumZ [16] 3. LDL [16] 4. Bd officer [12] 5. Crypto Library [11] 6. DYING_S0UL [9] 7. Ricardo11 [9] 8. Z_MBFM [8] 9. BTC_pokaop [7] 10. Learn Bitcoin
|
|
|
|
|
|
Wonder Work
|
 |
September 01, 2024, 01:23:10 AM |
|
ধুর একটা পোষ্টের জন্য অপেক্ষা করলাম কেউ একটা পোস্ট দিল না তাই বাধ্য হয়ে পর পর দুটো পোস্ট করলাম। এই মাসের পোস্ট কাউন্ট ও সর্বোচ্চ পোস্ট কারীদের নাম প্রকাশ করেছে সেখানে দেখলাম Wonder Work ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। যদিও গত মাসটিতে বাংলাদেশের দুই ধরনের ঘটনা ঘটেছে একটি হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে অন্যদিকে বন্ধু রাষ্ট্র ভারত আমাদেরকে পানি দিয়ে আমাদের বন্ধুত্বের প্রমাণ করে গেছেন। যাহোক গত মাসে যারা সর্বোচ্চ পোস্ট করেছেন এবং করার চেষ্টা করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
1. Wonder Work [22] 2. HelliumZ [16] 3. LDL [16] 4. Bd officer [12] 5. Crypto Library [11] 6. DYING_S0UL [9] 7. Ricardo11 [9] 8. Z_MBFM [8] 9. BTC_pokaop [7] 10. Learn Bitcoin
আলহামদুলিল্লাহ্ আমি সারির প্রথমেই আছি এটা দেখে খুবই ভালো লাগলো। LDL ভাই আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। আমার পরে যারা ২-১০পর্যন্ত এর মধ্যে আছেন তাদের সকলে আমার আন্তরিক শুভেচ্ছা। সকলে আরো ভালো করবেন সামনে এই কামনা করি। আমরা সকলে মিলে আমাদের বাংলা কমিউনিটিকে আরো সামনের দিকে নিয়ে যাবো।  আন্তরিকভাবে দুঃখিত আমি একটু আনএক্টিভ হয়েছি কয়েকদিন যাবৎ খুব বেশি সময় দিতে পারছি না কারন আমি কয়েকদিন কুমিল্লা এবং ফেনীতে অবস্থান করছি ভাই। আজকে কুমিল্লায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শেষ করে আগামীকাল ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের কাজ করবো। বন্যার্থদের পাশে থেকে তাদের কষ্ট কিছুটা লাগব করার চেষ্টা করছি। বাসায় থেকে যা দেখতাম তা দেখে আমরা মেডিকেল নিয়ে চলে এসেছি তাদের পাশে। আসলে তারা খুবই কষ্টে জীবন যাপন করছে সব হারিয়ে তারা নিঃস্ব হয়েছে। যদিও পানি একটু কমেছে কিন্তু এখন বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিচ্ছে এই সময়ে তাদের পাশে থাকা খুবই প্রয়োজন। আমরা আছি তাদের পাশে। আমাদের কার্যক্রম শেষ করে আল্লাহ্ ভালোভাবে ফিরালে ইনশাআল্লাহ্ এক্টিভ হয়ে যাবো ভাই। এখানে ফোনে নেটওয়ার্ক কম পায় এবং ফোন চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক আনছি ৪বার চার্জ দিয়েছি আর একবার চার্জ দেওয়া যাবে তাই কোন কাজ করতে পারছি না। ইনশাআল্লাহ্ খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের মাঝে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
AirtelBuzz
|
 |
September 01, 2024, 03:28:45 AM |
|
রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়। পাভেল দুরভক ছারা পেয়েছে এই নিউজটি কিছুক্ষণ আগে আমি পেয়েছি। তিনি নির্দোষ প্রমাণিত হয় এবং ফরাসি পুলিশ তাকে ছেড়ে দেয়। তার জন্য অনেকেই সুপারিশ করেছে এর মধ্যে Elon Musk কেউ দেখেছি। যাইহোক তার ছাড়া পাওয়ার নিউজটি নতুন লিস্ট হওয়া Dogs এর উপর পজেটিভ প্রভাব পড়তে পাড়ে যদিও Meme কয়েন নিয়ে কোনো বিশ্বাস নেই। meme কয়েন হলো আবহাওয়ার মতো কখন কি হয় বলা যায় না। তবে আজকে দেখলাম Dogs এর দাম ৩০%+ পাম্প করেছে। আমার মনে হয় এই ছাড়া পাওয়ার কোন মূল্য নেই কেননা টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে ফ্রান্সের পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পাভেল দুরভ ফ্রান্স ছেড়ে যেতে পারবেনা এমনকি কর্তৃপক্ষ মনে করছে যে তার বিরুদ্ধে এখনো যথেষ্ট তথ্য প্রমাণ আছে যার জন্য তাকে পুলিশে হেফাজত থেকে মুক্তি দিলেউ বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হবে। হয়তো সে পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়নি। এছাড়াও তাকে জামিনের জন্য ৫০ লাখ ইউরো এবং সপ্তাহে দুইবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  আন্তরিকভাবে দুঃখিত আমি একটু আনএক্টিভ হয়েছি কয়েকদিন যাবৎ খুব বেশি সময় দিতে পারছি না কারন আমি কয়েকদিন কুমিল্লা এবং ফেনীতে অবস্থান করছি ভাই। আজকে কুমিল্লায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শেষ করে আগামীকাল ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের কাজ করবো। বন্যার্থদের পাশে থেকে তাদের কষ্ট কিছুটা লাগব করার চেষ্টা করছি। বাসায় থেকে যা দেখতাম তা দেখে আমরা মেডিকেল নিয়ে চলে এসেছি তাদের পাশে। আসলে তারা খুবই কষ্টে জীবন যাপন করছে সব হারিয়ে তারা নিঃস্ব হয়েছে। যদিও পানি একটু কমেছে কিন্তু এখন বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিচ্ছে এই সময়ে তাদের পাশে থাকা খুবই প্রয়োজন। আমরা আছি তাদের পাশে। আমাদের কার্যক্রম শেষ করে আল্লাহ্ ভালোভাবে ফিরালে ইনশাআল্লাহ্ এক্টিভ হয়ে যাবো ভাই। এখানে ফোনে নেটওয়ার্ক কম পায় এবং ফোন চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক আনছি ৪বার চার্জ দিয়েছি আর একবার চার্জ দেওয়া যাবে তাই কোন কাজ করতে পারছি না। ইনশাআল্লাহ্ খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের মাঝে। বন্যা কবলিত অসহায় দুঃস্থ মানুষদের সার্বিক সহযোগিতার জন্য আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানানো ছাড়া হয়তো আমাদের কাছে তেমন কোন কিছু নেই। তাই আপনার এই মানব কল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ। আসলে আমরা সশরীরে তাদেরকে সাহায্য করতে পারছি না বা পারিনি তবে আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি।
|
|
|
|
|
|
| R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | .
| | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
|
Bd officer
|
 |
September 01, 2024, 04:05:03 AM |
|
ধুর একটা পোষ্টের জন্য অপেক্ষা করলাম কেউ একটা পোস্ট দিল না তাই বাধ্য হয়ে পর পর দুটো পোস্ট করলাম। এই মাসের পোস্ট কাউন্ট ও সর্বোচ্চ পোস্ট কারীদের নাম প্রকাশ করেছে সেখানে দেখলাম Wonder Work ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। যদিও গত মাসটিতে বাংলাদেশের দুই ধরনের ঘটনা ঘটেছে একটি হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে অন্যদিকে বন্ধু রাষ্ট্র ভারত আমাদেরকে পানি দিয়ে আমাদের বন্ধুত্বের প্রমাণ করে গেছেন। যাহোক গত মাসে যারা সর্বোচ্চ পোস্ট করেছেন এবং করার চেষ্টা করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
৩৬ দিনের জুলাই মাস শেষ হয়েছে, আপনি এখনো জুলাই মাস নিয়ে পড়ে আছেন। এদিকে আগষ্ট মাস শেষ হয়েছে। জুলাই মাসের এক্টিবিটি CL ভাই আগষ্ট মাসের শুরুতেই প্রকাশ করেছিলেন। CL ভাই এই আগষ্ট মাসের এক্টিবিটি এখনো প্রকাশ করেন নাই, যেহেতু আগষ্ট মাস শেষ হয়েছে তাই ২-১ দিনের মধ্যে আগষ্ট মাসের পোস্ট এক্টিভিটি প্রকাশ করবে। আমি এই আগষ্ট মাসের টোটাল পোস্ট ও সর্বোচ্চ পোস্ট দাতাদের নাম প্রকাশ করে দিচ্ছি। এই আগষ্ট মাসে টোটাল পোস্ট হয়েছে ১৪০ টি। এই আগষ্ট মাসে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। আমিও মাত্র ৫ টা পোস্ট করেই টপ 10 হয়েছি। আসলে আমাদের এই থ্রেডে বর্তমানে সবাই এক্টিব হচ্ছে না। আমাদের কে বেশি বেশি এক্টিব হতে হবে, না হলে এই থ্রেড এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সকলেই বেশি বেশি এক্টিব থাকার চেষ্টা করবেন। যারা শীর্ষে রয়েছে তাদের অভিনন্দন জানাই। আগষ্ট মাসের শীর্ষ ১০ জন পোস্টদাতা: 1. Learn Bitcoin [18] 2. Crypto Library [14] 3. HelliumZ [13] 4. LDL [12] 5. Z_MBFM [10] 6. Ricardo11 [8] 7. Morshedbns [7] 8. Nothingtodo [6] 9. Wonder Work [6] 10. Bd officer [5]
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 01, 2024, 06:17:35 AM |
|
আমি এই আগষ্ট মাসের টোটাল পোস্ট ও সর্বোচ্চ পোস্ট দাতাদের নাম প্রকাশ করে দিচ্ছি। এই আগষ্ট মাসে টোটাল পোস্ট হয়েছে ১৪০ টি। এই আগষ্ট মাসে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। আমিও মাত্র ৫ টা পোস্ট করেই টপ 10 হয়েছি। আসলে আমাদের এই থ্রেডে বর্তমানে সবাই এক্টিব হচ্ছে না। আমাদের কে বেশি বেশি এক্টিব হতে হবে, না হলে এই থ্রেড এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সকলেই বেশি বেশি এক্টিব থাকার চেষ্টা করবেন। যারা শীর্ষে রয়েছে তাদের অভিনন্দন জানাই।
আগষ্ট মাসের শীর্ষ ১০ জন পোস্টদাতা: 1. Learn Bitcoin [18]
ফোরামে একটিভ থাকলেই বাংলাদেশ থ্রেডে পোষ্ট করা হয়। একবারে একটিভ না থাকলেও তো ৫ টা পোষ্ট সবারই করা উচিৎ। এক মাসে ১৪০ টা পোষ্ট আসলেই অনেক কম। এখন একটিভ হওয়ার ব্যাপারে যদি বলেন, আমাদের এখানে অফ টপিক বেশি আলোচনা হয়। এডুকেশনাল তেমন কোনো পোষ্ট হয় না। আমরা আলে এক্সট্রা অর্ডিনারী কোনো মেম্বার না যারা টেকনিক্রাল ব্যাপার গুলো ডিসকাস করবো। ক্রিপ্টো লাইব্রেরী ভাই মাঝে মাঝে কিছু এক্সটেনশন বানিয়ে পোষ্ট করতো। এখন তেমন সময় নাকি উনি পাচ্ছেন না। রিভিউ মাষ্টার ভাই এক প্রকার ইনএকটিভ হয়ে গেছেন এখানে। লিটল মাউস ভাই বিজনেস নিয়ে বিজি। সবারই কোনো না কোনো কাজের তাড়া আছে যে কারনে নিয়মিত পোষ্ট করা সম্ভব হয় না। যাই হোক, যেটুকুই পোষ্ট হচ্ছে, সেটার মধ্যেই কোয়ালিটি বজায় রাখলেই হবে।
|
|
|
|
|
Bd officer
|
 |
September 02, 2024, 08:54:45 AM |
|
ঊর্ধ্বমুখী বিটকয়েন, ক্রিপ্টো মিলিয়নেয়ার বেড়েছে ৯৫% ক্রিপ্টোতে বিনিয়োগ কারীদের তথ্য সম্পর্কে একটা নিউজ দেখতে পেলাম তাই এখানে শেয়ার করলাম। ক্রিপ্টো মিলিয়নেয়ারের সংখ্যা গত বছরের তুলনায় ৯৫ শতাংশ বেড়েছে। বিটকয়েনের দাম বেড়ে যাওয়ার ফলে ক্রিপ্টো মিলিয়নেয়ারের সংখ্যা অনেক বেড়েছে। এই নিউজের উপরে ভিত্তি করে, গত বছর ৮৮ হাজার ২০০ জন ব্যক্তি ১০ লাখ ডলারের বেশি ক্রিপ্টো পরিসম্পদের মালিক ছিলেন। এই চলতি বছরে বেড়ে ১ লাখ ৭২ হাজার ৩০০ জনে পৌঁছেছে, এর মধ্যে শুধু বিটকয়েন মিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এই নিউজ অনুযায়ী, বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নেয়ার আছেন ২৮ জন। এই তথ্য গুলো নিউজে বলা হয়েছে। হয়তো অনেকেই গোপনীয়তা বজায় রেখে বিনিয়োগ করেছেন, সে তথ্য কেউ জানে না, বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ার সংখ্যা আরও বেশিও থাকতে পারে। যাইহোক, এই তথ্য গুলো দেখে অবাক হলাম, আমরা যেখানে ক্রিপ্টোতে ১০০০ ডলার বিনিয়োগ করতে ভয় পাই, সেখানে তারা মিলিয়ন /বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আসলে যারা বিটকয়েনে ব্যাপক পরিমান বিনিয়োগ করেছেন, তারা আগামী কয়েক বছরে ব্যাপক পরিমাণ অর্থ প্রফিট করতে পারবে। নিউজ বিস্তারিত
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 02, 2024, 10:25:38 AM |
|
এই নিউজ অনুযায়ী, বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নেয়ার আছেন ২৮ জন। এই তথ্য গুলো নিউজে বলা হয়েছে। হয়তো অনেকেই গোপনীয়তা বজায় রেখে বিনিয়োগ করেছেন, সে তথ্য কেউ জানে না, বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ার সংখ্যা আরও বেশিও থাকতে পারে। যাইহোক, এই তথ্য গুলো দেখে অবাক হলাম, আমরা যেখানে ক্রিপ্টোতে ১০০০ ডলার বিনিয়োগ করতে ভয় পাই, সেখানে তারা মিলিয়ন /বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আসলে যারা বিটকয়েনে ব্যাপক পরিমান বিনিয়োগ করেছেন, তারা আগামী কয়েক বছরে ব্যাপক পরিমাণ অর্থ প্রফিট করতে পারবে। এসব নিউজ আসলে ব্লকচেইন ডাটার ওপর ভিত্তি করে বানানো হয়ে থাকে। আসলে কেউ জানে না মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার কতোজন। এমন হতে পারে এখানের অনেক ওয়ালেটই আসলে কোম্পানিগুলোর এবং এগুলো কারো একক মালিকানা ব্যাক্তিগত সম্পদ না। এই ক্ষেত্রে আমরা সঠিক সংখ্যা বের করতে পারবো না। তাছাড়া এমন অনেকে আছে যাদের কাছে বিলিয়ন ডলারের বিটকয়েন আছে, কিন্তু তারা সেগুলো ভাগ করে বেশ কয়েকটা বিটকয়েন ওয়ালেটে রেখেছে যে কারনে সেই একজনকেই ১০ তা ওয়ালেট ব্যাবহারের কারনে ১০ জন গননা করা হচ্ছে। সঠিক সংখ্যা আসলে কেউ জানে না। এসব নিউজ গুলো আসলে এভারেজ টাইপের।
বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।
|
|
|
|
|
LDL
|
 |
September 02, 2024, 12:54:06 PM |
|
বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।
ভাবছিলাম হয়তো আজকেই বাংলাদেশ জয় তুলে নিতে পারে বিশেষ করে ৪২ বলে ৪২ রানের স্কোর করে ফেলেছে। মোটামুটি বলা যায় ওডিআই স্টাইলে খেলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খারাপ আবহাওয়া ও লাইটের কারণে একটি সেশন বন্ধ করে খেলায় স্টাম্পিং করা হয়েছে। আগামীকাল যদি আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কোন সেশন যদি খেলা না হয় তাহলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। তাই আমি আপাতত কামনা করছি কালকে যাতে ভালো আবহাওয়া থাকে কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে। অনেক অনেক দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য যাতে বাংলাদেশ আগামীকাল একটি জয় এনে দিতে পারে।
|
|
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2660
Merit: 3411
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
September 02, 2024, 05:36:03 PM |
|
কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে।
এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ কি সিরিজ জিতবে না?
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
Nothingtodo
|
 |
September 02, 2024, 10:28:31 PM |
|
Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
|
|
|
|
|
HelliumZ
|
 |
September 02, 2024, 11:51:13 PM |
|
কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে।
এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ কি সিরিজ জিতবে না? ভাই কেমন আছেন? বন্যা পরবর্তী অবস্থা কেমন যাচ্ছে ভাই? বাংলাদেশ প্রথম ম্যাচটা জয়লাভ করেছে তাই এই অবস্থায় যদি ম্যাচ করি থাকতো হয়ে যায় তাহলে এক_ শূন্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করবে। তবে এরকম হবে না কালকে শুধুমাত্র লাইট সল্পতার কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কিন্তু পঞ্চম দিনের শুরুতে লাইট স্বল্পতা থাকার কথা না এজন্য যদি একটি বা দুটি সেশন বাংলাদেশ খেলার সুযোগ পায় তাহলে অবশ্যই জয় নিশ্চিত করে ফেলবে। Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
যখন কোন প্রজেক্ট থেকে ডলার রাখতে বলা হয় অথবা আমদানি রপ্তানি করতে বলা হয় তখন আপনি মনে রাখবেন এই প্রজেক্টের মালিকদের কিছু খারাপ উদ্দেশ্য থাকে। একটা ডলার সর্বনিম্ন রাখতে বলছে এর মানে আপনাদের কিছু লোভ দেখিয়ে এই সকল অফার করেছে তাহলে মনে রাখবেন মালিকদের কোন অসৎ উদ্দেশ্য রয়েছে। এখন পর্যন্ত কোন আপডেট আসেনি মানে পুরোটাই একটি প্রতারক চক্র দ্বারা পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
AirtelBuzz
|
 |
September 03, 2024, 04:49:57 AM |
|
বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।
ভাবছিলাম হয়তো আজকেই বাংলাদেশ জয় তুলে নিতে পারে বিশেষ করে ৪২ বলে ৪২ রানের স্কোর করে ফেলেছে। মোটামুটি বলা যায় ওডিআই স্টাইলে খেলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খারাপ আবহাওয়া ও লাইটের কারণে একটি সেশন বন্ধ করে খেলায় স্টাম্পিং করা হয়েছে। আগামীকাল যদি আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কোন সেশন যদি খেলা না হয় তাহলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। তাই আমি আপাতত কামনা করছি কালকে যাতে ভালো আবহাওয়া থাকে কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে। অনেক অনেক দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য যাতে বাংলাদেশ আগামীকাল একটি জয় এনে দিতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি পরিত্যক্ত হয় এমনকি ড্র হয় তাহলে ও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে সক্ষম হবে। তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে কেননা এর আগে পাকিস্তানকে কোন টেস্ট সিরিজে পরাজিত করতে পারিনি বাংলাদেশ অথচ এই সিরিজে পাকিস্তানকে ধবলধোলাইয়ের বা হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে বাংলাদেশের কাছে। হয়তো সেই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হবে বাংলাদেশ কেননা ইতিমধ্যে সেখানে বৃষ্টি বাগড়া তৈরি করেছে। আজকের ম্যাচটি অর্থাৎ আজকের সেশন নিয়েও সন্দেহ রয়েছে কেননা পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্য কার এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সবথেকে বড় প্রাপ্তি হল তাদের দলের খেলোয়াররা দুর্দান্তে ফর্মে রয়েছে। বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ফার্স্ট বোলাররা চমৎকার বোলিং করেছেন হাসান মাহমুদ তার ক্যারিয়ারের প্রথম ফাইফার নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে তাছাড়া আরেক তরুণ বোলার নাহিদ রানা তিনিও অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছেন।
|
|
|
|
|
|
| R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | .
| | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 03, 2024, 10:59:39 AM |
|
এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ কি সিরিজ জিতবে না?
যেহেতু ২ ম্যাচের সিরিজ, সিরিজ তো জিতেই যাইতো, তবে হোয়াইট ওয়াশ করার অন্য রকম একটা আনন্দ পাওয়া যাবে। একটা ম্যাচ হয়তো একটা টিম হুট করে জিতেই যেতে পারে, তবে পরপর দুই ম্যাচ জেতা একটা টিমের সামর্থ্যের প্রমান দেয়। বাংলাদেশর পাকিস্তানের মতো টিম কে হারানোর মতো সামর্থ্য হয়েছে সেটা প্রমাণ করার জন্য আজকের এই ম্যাচ জয়ের বিকল্প ছিলো না। ম্যাচ পরিত্যাক্ত বা ড্র হলে সিরিজ জিতে হয়তো এতোটা আনন্দ পেতাম না, যেটা বাংলাদেশ টিম জেতার পর পাচ্ছি। আর আমি হলাম এক ধরনের বেহায়া টাইপের মানুষ। এমনিতে টিম হারলে গালি দেউ আর নিজেকে বলি বালের খেলা দেখি। কিন্তু আবার যখন দল ভালো করে, ঠিকই খেলা দেখার চেষ্টা করি, অথবা অন্তত স্কোর জানার চেষ্টা করি। ফ্রি সময় থাকলে হয়তো খেলা দেখা হতো।
|
|
|
|
|
Ricardo11
|
 |
September 03, 2024, 02:52:33 PM |
|
আর আমি হলাম এক ধরনের বেহায়া টাইপের মানুষ। এমনিতে টিম হারলে গালি দেউ আর নিজেকে বলি বালের খেলা দেখি। কিন্তু আবার যখন দল ভালো করে, ঠিকই খেলা দেখার চেষ্টা করি, অথবা অন্তত স্কোর জানার চেষ্টা করি। ফ্রি সময় থাকলে হয়তো খেলা দেখা হতো।
একদম ঠিক বলেছেন ভাই, আমার ও সেম কাহিনী, বাংলাদেশ যখন ম্যাচ হেরে যায় তখন ঠিকই বাংলাদেশ দল কে গালাগালি করি, এবং বলি যে আর কোনো দিন বালের বাংলাদেশ এর খেলাই দেখমু না, কিন্তু যখনই বাংলাদেশ এর খেলা হয় তখনি সামান্য একটু হলেও খেলাটি না দেখে থাকতে পারি না. কি এক অদ্ভুত কাহিনী। আমার বন্ধুও তো এর আগে বাংলাদেশ হেরে গেল দেখে বাংলাদেশ এর পতাকাই পুড়ায়া ফেলছে, আর বলছে যে কোনোদিনই বাংলাদেশ এর খেলা দেখবো না, কিন্তু যখনি বাংলাদেশ এর খেলা হয় তখন ঠিকই আবার খেলা দেখতে বসে যায়. অদ্ভুত কাহিনী ভাই.
|
|
|
|
BTC_pokaop
Member

Offline
Activity: 145
Merit: 39
|
 |
September 03, 2024, 03:15:11 PM |
|
একদম ঠিক বলেছেন ভাই, আমার ও সেম কাহিনী, বাংলাদেশ যখন ম্যাচ হেরে যায় তখন ঠিকই বাংলাদেশ দল কে গালাগালি করি, এবং বলি যে আর কোনো দিন বালের বাংলাদেশ এর খেলাই দেখমু না, কিন্তু যখনই বাংলাদেশ এর খেলা হয় তখনি সামান্য একটু হলেও খেলাটি না দেখে থাকতে পারি না. কি এক অদ্ভুত কাহিনী। আমার বন্ধুও তো এর আগে বাংলাদেশ হেরে গেল দেখে বাংলাদেশ এর পতাকাই পুড়ায়া ফেলছে, আর বলছে যে কোনোদিনই বাংলাদেশ এর খেলা দেখবো না, কিন্তু যখনি বাংলাদেশ এর খেলা হয় তখন ঠিকই আবার খেলা দেখতে বসে যায়. অদ্ভুত কাহিনী ভাই.
বাংলাদেশ দল জিতেছে এটা আমার কাছে মনে হচ্ছ বিশ্ব জয় করে ফেলেছে। অনেকদিন পর বাংলাদেশ মনের ভিতর একটু স্বস্তি এনে দিয়েছে। এই আবেগটা শুধু আপনাদেরই নয়, যারা বাংলাদেশের সকল ম্যাচ গুলি দেখেন তাদের মনে সেম একই আবেগ। আসলে ভালো খেললে সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে, কিন্তু হেরে গেলে সবাই খারাপ ভাবে গালাগালি করবে। এই বিশ্বের মাঝে বাংলাদেশ খুবই ছোট্ট একটি রাষ্ট্র, কিন্তু ক্রিকেট খেলার দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে যা আমাদের জন্য গর্বের বিষয়। বিসিবি সভাপতি নতুন নেতৃত্বে এসেছেন এখন থেকে আর মনে হয় অটো চয়েস নামক কোটা সিস্টেম থাকবে না। এখন থেকে যারা ভালো পারফর্ম করবে তারাই একাদশে জায়গা পাবে। বাংলাদেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল তিনি শীঘ্রই মাঠে ফিরবেন। আরেকটি গুড নিউজ হল বাংলাদেশ দলের অবনতি করার পিছনে সবচেয়ে দায়ী ছিলেন ,,হাতুড়ে,, তাকেও বিদায় করে দেওয়া হবে। সামনে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল খেলবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে ভালো পারফর্ম করে ভারতকে পরাজিত করতে হবে।
|
|
|
|
|
|
Bitcoin_people
|
 |
September 03, 2024, 04:24:26 PM |
|
বাংলাদেশ দল আজকে পাকিস্তানের বিপক্ষে যে দুর্দান্ত জয় এনেছে এটা আমাদের মনে অনেকটা আনন্দ দিয়েছে, আজকের এই জয় আমাদের বাংলার সকলের জন্য অনেক আনন্দের ছিল। এই প্রথম ইতিহাসের পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল, নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রতিটি খেলায় বাংলাদেশ দল ভালো পারফরম্যান্স নিয়ে খেলতেছে। আমরা দেখেছি কয়েকদিন আগে ফুটবলে আমাদের শত্রু দেশ ভারত কে হারিয়ে নেপালের বিপক্ষে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবল টিম এখানে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। আবার ক্রিকেটেও এই প্রথম বাংলাদেশ দল জিতেছে পাকিস্তানের বিপক্ষে অবশ্যই এটি স্বাধীন বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশ এ স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রে সফলতা আসতে শুরু করেছে। অবশ্য আমরা আরো বড় স্বপ্ন দেখবো ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে এবং সারা বিশ্বের কাছে পরিচিত একটি দেশ হিসেবে খ্যাতি অর্জন করবে। স্বাধীন বাংলা 2.0
|
|
|
|
blackberrman
Member

Offline
Activity: 115
Merit: 20
|
 |
September 03, 2024, 04:27:56 PM |
|
It is as if we are seeing a new Bangladesh where people are next to people.
|
|
|
|
|
|
2Pizza410000BTC
|
 |
September 03, 2024, 04:36:48 PM |
|
Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
 একটা আপডেট এসেছে, সেই আপডেট হচ্ছে আপনার Tomarket (TOMATO🍅) অ্যাপ ওপেন করলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সের নিচে unlock Level থাকবে সেখানে আপনি প্রবেশ করে আপনার লেভেল কত তা জানতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার পজিশন লেভেল পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে লেভেল চাপ দিলে আপনার ব্যালেন্সে থাকা star কেটে লেভেল আপ সম্পূর্ণ হবে। তবে লেভেল আপ না করলেও হবে। যদি আপনার Unlock lavel লেখা থাকে তাহলে আপনি এই এয়ার্ডপ জন্য এলিজাবুল হয়েছেন। তবে অনেকেই বলছিল Bitget wallet,এ নাকি $১ হোল্ডিং করে রাখতে হবে। যারা হোল্ডিং করে রেখেছে তাদেরটাও আনলক লেভেল এসেছে আর যারা ১ ডলার বিডগেট ওয়ালেটে হোল্ডিং করে রাখেনি তাদেরটাও আনলক লেভেল লেখা এসেছে। তবে মোটামুটি সবাই ইলিজাবুল হতে পেরেছে এটাই অনেক ভালো হয়েছে। এই ছিল স্ন্যাপশট নেওয়ার পরবর্তী আপডেট। তবে প্রজেক্ট কেমন হবে এখান থেকে কোন অর্থ পাবো কিনা জানিনা।
|
|
|
|
|
|