Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 03, 2024, 08:54:56 PM Last edit: October 03, 2024, 08:35:21 PM by Crypto Library |
|
আগস্ট মাসের একটিভিটি ২০২৪ অনেকেই দেখলাম আমাকে পার্সোনাল মেসেজ করেছেন এ মাসের পোস্ট একটিভিটি কেন এখনো পোস্ট করিনি আমি আসলে ডিটি লগ জানার জন্য বসে ছিলাম এবং পরবর্তীতে যখন রিপোর্ট তৈরি করতে গিয়েছে তখন ডাটা স্ক্রেপার টুলটি ডাউন ছিল এটাই আমার কারণ ছিল একটু দেরি হওয়ার আর এর জন্য আমি দুঃখিত ।
যাইহোক এবার আসি এই মাসের একটিভিটি এই মাসে আমাদের পোস্ট একটিভিটি অনেকটাই কমেছে এর কারণ হতে পারে আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে স্বাধীনতা উদযাপন করতে গিয়ে এদিকে পোস্ট করা কম হয়ে গিয়েছে, আর তাছাড়া আর একটা মেজর কারণ হতে পারে আমাদের লোকাল মেম্বাররা বন্যা কবলিত এলাকা গুলোতে ভলেন্টিয়ার হিসেবে সাহায্যের জন্য যোগদান করা। উপরের এইসব ঘটনার উপর ভিত্তি করে আমি এই মাসের একটিভিটি সম্পর্কে তেমন গুরুত্ব দিব না, তবে সবার প্রতি আহ্বান থাকবে সামনের মাসগুলোতে একটিভিটি আবার যেন পুনরায় বাম্প করে । ধন্যবাদ আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 144টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 67টি জুলাই মাসের টোটাল পোস্ট হয়েছে = 160টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 69টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Learn Bitcoin [19] 2. Crypto Library [14] 3. HelliumZ [13] 4. LDL [13] 5. Z_MBFM [10] 6. Ricardo11 [8] 7. Morshedbns [7] 8. Nothingtodo [6] 9. Wonder Work [6] 10. Bd officer [5]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ 1. Little Mouse [511] 2. Learn Bitcoin [502] 3. Crypto Library [397] 4. Bd officer [301] 5. Review Master [298] 6. LDL [288] 7. DYING_S0UL [247] 8. shasan [218] 9. roksana.hee [200] 10. Bitcoin_people [176]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-127 জন 100DT1 | | নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন | | ________________________________ | ________________________________ | 1. theymos 2. Welsh 3. Mitchell 4. albon 5. dbshck 6. buckrogers 7. willi9974 8. JayJuanGee 9. NeuroticFish 10. Jet Cash 11. condoras 12. holydarkness 13. polymerbit 14. Ale88 15. Kryptowerk 16. bobita 17. be.open 18. Best_Change 19. icopress 20. bavicrypto 21. joniboini 22. coinlocket$ 23. morvillz7z 24. abhiseshakana 25. Lachrymose 26. seek3r 27. bullrun2024bro | 1. vapourminer 2. d5000 3. wwzsocki 4. EFS 5. stompix 6. Lesbian Cow 7. DaveF 8. nutildah 9. irfan_pak10 10. zazarb 11. Real-Duke 12. LeGaulois 13. Vispilio 14. Coin-1 15. 3meek 16. Bitcoin_Arena 17. MinoRaiola 18. tvplus006 19. DdmrDdmr 20. Bthd 21. madnessteat 22. 1miau 23. YOSHIE 24. Stalker22 | source
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
LDL
|
 |
September 03, 2024, 11:15:46 PM |
|
Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
 একটা আপডেট এসেছে, সেই আপডেট হচ্ছে আপনার Tomarket (TOMATO🍅) অ্যাপ ওপেন করলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সের নিচে unlock Level থাকবে সেখানে আপনি প্রবেশ করে আপনার লেভেল কত তা জানতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার পজিশন লেভেল পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে লেভেল চাপ দিলে আপনার ব্যালেন্সে থাকা star কেটে লেভেল আপ সম্পূর্ণ হবে। তবে লেভেল আপ না করলেও হবে। যদি আপনার Unlock lavel লেখা থাকে তাহলে আপনি এই এয়ার্ডপ জন্য এলিজাবুল হয়েছেন। তবে অনেকেই বলছিল Bitget wallet,এ নাকি $১ হোল্ডিং করে রাখতে হবে। যারা হোল্ডিং করে রেখেছে তাদেরটাও আনলক লেভেল এসেছে আর যারা ১ ডলার বিডগেট ওয়ালেটে হোল্ডিং করে রাখেনি তাদেরটাও আনলক লেভেল লেখা এসেছে। তবে মোটামুটি সবাই ইলিজাবুল হতে পেরেছে এটাই অনেক ভালো হয়েছে। এই ছিল স্ন্যাপশট নেওয়ার পরবর্তী আপডেট। তবে প্রজেক্ট কেমন হবে এখান থেকে কোন অর্থ পাবো কিনা জানিনা। আমার কাছে এই প্রজেক্টের বর্তমানে Snapshots দেওয়াটা মোটেই ভালো লাগলো না কেননা আমি ভেবেছি হয়তো এরকম উদ্যোগ নেওয়ার পর হয়তো টোকেন দিয়ে দেবে কিন্তু দেখলাম তারাবো একটু পরে আবার সেকেন্ড Snapshots নিয়ে নেবে এটা আবার কোন ধরনের উদ্যোগ। পরের প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পেয়েছে অথচ এদের টালবাহানা দেখলে কেমন লাগে। এত বেশি বেশি Snapshots নেওয়া কি দরকার যা অর্জন করেছে তার উপর ভিত্তি করে পেমেন্ট দিয়ে দিলেই তো পারে। যতসব গাধার খাটুনি ঘাটার প্রয়াস।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
September 03, 2024, 11:58:44 PM |
|
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ 4. Bd officer [301]
বাহ আমি বাংলাদেশ লোকাল থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতার মধ্যে ৪র্থ নাম্বার হয়েছি। সত্যিই এই বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, এখানে আমার চেয়ে অনেক পুরনো মেম্বাররা রয়েছে তাদের চেয়ে আমি বেশি পোস্ট করে ফেলেছি। আমি যতটুকু পারি আমাদের লোকাল থ্রেডে এক্টিভ থাকার চেষ্টা করি। যদি কোন বতুন ভাইয়েরা কোন বিষয়ে প্রশ্ন করে জানা থাকলে সমাধান দেওয়ায় চেষ্টা করি। আমিও কোন বিষয়ে না বুঝতে পারলে এই থ্রেডে প্রশ্ন করি সিনিয়র ভাইয়েরা সমাধান দেওয়ায় চেষ্টা করেন। সবার জ্ঞান সমান নয়, সবাই সব কিছু জানে না। তাই আমরা সকলেই একে অপরকে সাহায্য সহযোগিতা করব। যাইহোক, যারা টপ 10 এর মধ্যে রয়েছে সকলকে অভিনন্দন জানাই।
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্য কার এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সবথেকে বড় প্রাপ্তি হল তাদের দলের খেলোয়াররা দুর্দান্তে ফর্মে রয়েছে। বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ফার্স্ট বোলাররা চমৎকার বোলিং করেছেন হাসান মাহমুদ তার ক্যারিয়ারের প্রথম ফাইফার নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে তাছাড়া আরেক তরুণ বোলার নাহিদ রানা তিনিও অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছেন।
২য় টেস্টে ১ম ইনিংসের বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স দেখে আমার খুবই খারাপ লেগেছিলো। বাংলাদেশের ২৬ রানে ৬ টি উইকেট পড়ে গিয়েছিলো, তখন মনে হলো সেই আগের বাংলাদেশ রইছে বাংলাদেশ কখনো ভালো খেলতে পারবেন না। শেষ পর্যায়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস দুজনে বড় জুটি গড়ে দলকে ভালো পজিশনে নিয়েছিলো। ২য় টেস্টে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের অবধান বেশিই ছিলো।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2674
Merit: 3411
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
September 04, 2024, 12:04:51 AM |
|
সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন ১২৭ জন মেম্বার ডিটি-১ হওয়ার জন্য যোগ্য ছিল, মানে ডিটি-১ হতে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো ১২৭ জন ফুলফিল করতে পেরেছে। কিন্তু ডিটি-১ নির্বাচিত হয় ১০০ জন মাত্র, বাকিগুলো বাদ পরে যায়। এইটা র্যান্ডম সিলেকশন। If hundreds of users would be selected in the future, I plan to instead choose a random subset of about 100 eligible users each time.
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 04, 2024, 05:20:56 AM |
|
নতুন যারা ডিটি1 হয়েছেন যারা গত মাসে ডিটি1 ছিলেন theymos প্রতি মাসে যে আপডেট দেয়, সেখানে প্রতি মাসে যারা এলিজিবল হয় তাদের লিষ্ট টা প্রকাশ করে, কারা নতুন এন্ট্রি নেয়, সেটা চেক করে করে দেখা লাগে। তবে আপনার পোষ্ট থেকে সরাসরি বুঝা যায় যে কারা এই মাসে নতুন এড হয়েছে, আর কারা এই বাদ পড়েছে। আপনি কি এটার জন্য কোনো কোড ব্যাবহার করেন? নাকি ম্যনুয়ালি চেক করে করে এখানে পোষ্ট করেন? ম্যানুয়ালি করলে এটা তো একটু টাইম খাওয়া প্রসেস মনে হচ্ছে। সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন ১২৭ জন মেম্বার ডিটি-১ হওয়ার জন্য যোগ্য ছিল, মানে ডিটি-১ হতে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো ১২৭ জন ফুলফিল করতে পেরেছে। কিন্তু ডিটি-১ নির্বাচিত হয় ১০০ জন মাত্র, বাকিগুলো বাদ পরে যায়। এইটা র্যান্ডম সিলেকশন। If hundreds of users would be selected in the future, I plan to instead choose a random subset of about 100 eligible users each time.
এই ব্যাপারটা আগে হয়তো শুনেছি, কিন্তু কখনোই খেয়াল করিনি। যেহেতু ফোরামে ডিটি ওয়ান কারা, সেটা তাদের প্রোফাইল দেখে বুঝা যায় না, আমাদেরকে এক্সটেনশন ইউজ করতে হয় অথবা বিপিআইপি চেক করে জানতে হয়। অনেক সময় বিপিআইপি আপডেট হয় অনেক দেড়ি করে। যে কারনে আগের মাসের ডিটি ষ্ট্যাটাস পরের মাসেও দেখাতে থাকে। এজন্য ক্রস চেক করেও কখনো খেয়াল করিনি। ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য ভাই।
|
|
|
|
|
Wonder Work
|
 বন্যা কবলিত অসহায় দুঃস্থ মানুষদের সার্বিক সহযোগিতার জন্য আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানানো ছাড়া হয়তো আমাদের কাছে তেমন কোন কিছু নেই। তাই আপনার এই মানব কল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ। আসলে আমরা সশরীরে তাদেরকে সাহায্য করতে পারছি না বা পারিনি তবে আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি।
জি ভাই অনেক ভালো করেছেন আমিও আস সুন্নায় যতটুকু পারি সামর্থের মধ্য দিয়েছি। কিন্তু আমাদের জেলার সদর হাসপাতাল থেকে উদ্যোগ নিয়েছিল যে তারা সবাই যাবে এবং হচ্ছে দুই দিনের জন্য। এবং আমরা আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছিলাম। আমরা কুমিল্লাতে হাসনাবাদ মনোহরগঞ্জ গ্রামে একদিন থেকেছি। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে প্রাথমিকভাবে যে মেডিসিন গুলো দেওয়া যায় সেগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। আর পাশাপাশি কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়েছি। কুমিল্লাতে আমাদের কার্যক্রম শেষ করে আমরা ফেনীতে গিয়েছিলাম। দাগুনভুঁইয়া ফেনীতে একদিন আমরা চিকিৎসা দিয়েছি। আমি মন থেকে অনেক খুশি কারণ আমি সশরীরে গিয়ে সাহায্য করতে চেয়েছিলাম এবং আমি সেটা করতে পেরেছি। আমি সেখানে গিয়েছি এবং অবস্থাগুলো পর্যবেক্ষণ করেছি মানুষ সত্যিই খুবই খারাপ অবস্থায় জীবন যাপন করছে সেখানে। যদি এখন পানির অনেকটা উন্নতি হয়েছে কিন্তু এখন যেটা দেখতে পেয়েছি সেটা হল মানুষের প্রচুর পানি বাহিত রোগ দেখা দিচ্ছে। আমরা যে কয়টা পেশেন্ট দেখেছি সেখানে সবচেয়ে বেশি ছিল চুলকানিধরনিত রোগ। আর সবচেয়ে বেশি ছিল পায়ে তাদের ঘা হয়ে গেছে কিছু কিছু লোকের পায়ে পচন ধরে গেছে এই অবস্থা হয়ে গেছে দেখছি। যাদের এরকম পচন পচন অবস্থা ধরেছে তাদের পা আমরা ড্রেসিং করে দিয়ে সাময়িক কিছু ওষুধ দিয়ে এসেছি। মানুষ কতটা কষ্টে জীবন যাপন করতেছে না দেখলে বোঝা যাবে না। আমরা চিকিৎসা দিতে গিয়ে দেখেছি মানুষের খুবই খারাপ অবস্থা তাদের অবস্থা দেখে আমাদের নিজেদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের কত ভাবে পরীক্ষা নিচ্ছেন এটা বলার বাহিরে। তবে যে পরিমাণ ত্রাণ বন্যা কবলিত এলাকা দিয়ে যাচ্ছে যদি সঠিকভাবে দেয়া হয় তাহলে কেউ না খেয়ে থাকবে না সবার কাছেই খাদ্য পৌঁছে যাবে। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সকল কার্যক্রম শেষ করে বাড়িতে চলে এসেছি ভালো ভাবে। সকলেই বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই সব থেকে বের হয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
Crypto Imagine
Newbie
Offline
Activity: 12
Merit: 8
|
 |
September 04, 2024, 04:37:20 PM |
|
(আপনার কাজ শেষ, আশা করি আপনি আমার সহজ ভাষায় বলা কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ) Wonder Work Wonder Work ভাই আপনাকে ধন্যবাদ, অনেক বড় একটা উপকার করছেন আমার সমস্যার সমাধান করে দিয়েছেন আপনি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আর ভাই আমি আশা রাখবো আপনি এভাবেই ফোরামে আমাদের বাংলাদেশের থেকে সবাইকে সাহায্য করবেন কোন সমস্যা হলে। আপনি যেভাবে বুঝিয়ে দেন বিষয়টা একদম ইজি করে দেন এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। জি ভাই অনেক ভালো করেছেন আমিও আস সুন্নায় যতটুকু পারি সামর্থের মধ্য দিয়েছি। কিন্তু আমাদের জেলার সদর হাসপাতাল থেকে উদ্যোগ নিয়েছিল যে তারা সবাই যাবে এবং হচ্ছে দুই দিনের জন্য। এবং আমরা আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছিলাম। আমরা কুমিল্লাতে হাসনাবাদ মনোহরগঞ্জ গ্রামে একদিন থেকেছি। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে প্রাথমিকভাবে যে মেডিসিন গুলো দেওয়া যায় সেগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। আর পাশাপাশি কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়েছি। কুমিল্লাতে আমাদের কার্যক্রম শেষ করে আমরা ফেনীতে গিয়েছিলাম। দাগুনভুঁইয়া ফেনীতে একদিন আমরা চিকিৎসা দিয়েছি। আমি মন থেকে অনেক খুশি কারণ আমি সশরীরে গিয়ে সাহায্য করতে চেয়েছিলাম এবং আমি সেটা করতে পেরেছি। আমি সেখানে গিয়েছি এবং অবস্থাগুলো পর্যবেক্ষণ করেছি মানুষ সত্যিই খুবই খারাপ অবস্থায় জীবন যাপন করছে সেখানে। যদি এখন পানির অনেকটা উন্নতি হয়েছে কিন্তু এখন যেটা দেখতে পেয়েছি সেটা হল মানুষের প্রচুর পানি বাহিত রোগ দেখা দিচ্ছে। আমরা যে কয়টা পেশেন্ট দেখেছি সেখানে সবচেয়ে বেশি ছিল চুলকানিধরনিত রোগ। আর সবচেয়ে বেশি ছিল পায়ে তাদের ঘা হয়ে গেছে কিছু কিছু লোকের পায়ে পচন ধরে গেছে এই অবস্থা হয়ে গেছে দেখছি। যাদের এরকম পচন পচন অবস্থা ধরেছে তাদের পা আমরা ড্রেসিং করে দিয়ে সাময়িক কিছু ওষুধ দিয়ে এসেছি। মানুষ কতটা কষ্টে জীবন যাপন করতেছে না দেখলে বোঝা যাবে না। আমরা চিকিৎসা দিতে গিয়ে দেখেছি মানুষের খুবই খারাপ অবস্থা তাদের অবস্থা দেখে আমাদের নিজেদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের কত ভাবে পরীক্ষা নিচ্ছেন এটা বলার বাহিরে। তবে যে পরিমাণ ত্রাণ বন্যা কবলিত এলাকা দিয়ে যাচ্ছে যদি সঠিকভাবে দেয়া হয় তাহলে কেউ না খেয়ে থাকবে না সবার কাছেই খাদ্য পৌঁছে যাবে।
আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সকল কার্যক্রম শেষ করে বাড়িতে চলে এসেছি ভালো ভাবে। সকলেই বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই সব থেকে বের হয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারে।
আর ভাই আপনি বন্যাথোদের যে সাহায্য করতে গিয়েছিলেন এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা ফোরামের মেম্বার হয়ে প্রাউড ফিল করতেছি। আমরা যদিও সশরীরে গিয়ে তাদের সাহায্য করতে পারেননি অন্যভাবে আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু আপনি সশরীরে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করার চেষ্টা করেছেন এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা ভাই আপনার এই ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে নেন। আমরা সত্যিই খুব খুশি হয়েছি যে আমাদের এইখান থেকেও কেউ একজন গিয়েছিল তোদের পাশে দাঁড়াতে।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন ১২৭ জন মেম্বার ডিটি-১ হওয়ার জন্য যোগ্য ছিল, মানে ডিটি-১ হতে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো ১২৭ জন ফুলফিল করতে পেরেছে। কিন্তু ডিটি-১ নির্বাচিত হয় ১০০ জন মাত্র, বাকিগুলো বাদ পরে যায়। এইটা র্যান্ডম সিলেকশন। If hundreds of users would be selected in the future, I plan to instead choose a random subset of about 100 eligible users each time.
ধন্যবাদ ভাই কারেকশনটি করিয়ে দেওয়ার জন্য। সত্যি বলতে এখনো পর্যন্ত আমি মনে করতাম theymos মান্থলি যে লিস্ট টা আপডেট করে সেখানে হয়তো যে সংখ্যা ব্যবহার করে এলিজাবেল মেম্বারদের সেটাকেই ভেবে নিতাম প্রতিমাসের ডিটি 1 মেম্বারদের সংখ্যা। এখন কাউন্ট করে দেখলাম ১০০ টা। আমার পোস্টের বাক্য গুলো অলরেডি একটু চেঞ্জ করে দিয়েছি  নতুন যারা ডিটি1 হয়েছেন যারা গত মাসে ডিটি1 ছিলেন theymos প্রতি মাসে যে আপডেট দেয়, সেখানে প্রতি মাসে যারা এলিজিবল হয় তাদের লিষ্ট টা প্রকাশ করে, কারা নতুন এন্ট্রি নেয়, সেটা চেক করে করে দেখা লাগে। তবে আপনার পোষ্ট থেকে সরাসরি বুঝা যায় যে কারা এই মাসে নতুন এড হয়েছে, আর কারা এই বাদ পড়েছে। আপনি কি এটার জন্য কোনো কোড ব্যাবহার করেন? নাকি ম্যনুয়ালি চেক করে করে এখানে পোষ্ট করেন? ম্যানুয়ালি করলে এটা তো একটু টাইম খাওয়া প্রসেস মনে হচ্ছে। হে হে ব্রো ,, আপনাকে কেন বলব? আমি বিশাল বড় একটা কোড ইউজ করি এই কোড আমার পার্সোনাল বানানো তৈরি, তাই প্রাইভেসি মেইনটেইন করার জন্য এই বিষয়ে কিছু বলা যাবে না। যাক গা আপনারা তো আমার আপনা ভাই আমার সেই বিশাল স্ক্রিপটি বলে দেই। Old:"............." New:"...." Now let me know who has been removed and new added? মূলত আমি প্রথমে পাইথন দ্বারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে চেয়েছিলাম তবে ভাবলাম এত সময় কেন এখানে দিব যখন আমার হাতের কাছে ChatGPT বিষয়টা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে।  যদিও এই ধরনের লিস্ট LoyceV ও প্রতি মাসে প্রকাশ করে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 05, 2024, 04:52:34 AM |
|
হে হে ব্রো ,, আপনাকে কেন বলব? আমি বিশাল বড় একটা কোড ইউজ করি এই কোড আমার পার্সোনাল বানানো তৈরি, তাই প্রাইভেসি মেইনটেইন করার জন্য এই বিষয়ে কিছু বলা যাবে না। যাক গা আপনারা তো আমার আপনা ভাই আমার সেই বিশাল স্ক্রিপটি বলে দেই। Old:"............." New:"...." Now let me know who has been removed and new added? মূলত আমি প্রথমে পাইথন দ্বারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে চেয়েছিলাম তবে ভাবলাম এত সময় কেন এখানে দিব যখন আমার হাতের কাছে ChatGPT বিষয়টা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে।  যদিও এই ধরনের লিস্ট LoyceV ও প্রতি মাসে প্রকাশ করে। অসাধারন একটা স্ক্রিপ্ট ভাই  আসলে ChatGPT দিয়ে অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা সেটা ভালো কাজে ব্যাবহার না করে, পোষ্ট লেখার কাজে ব্যাবহার করে থাকি যেখানে এটা ব্যাবহার করা এলাউ না। আমাদের থ্রেড এর না শুধু, ফোরামের অনেক মেম্বার ChatGPT ব্যাবহার করে নিউট্রাল ট্যাগ খেয়ে বসে আছে। এজন্য ChatGPT এর ব্যাপারে মনে একটা নেগেটিভ ধারনা তৈরী হয়ে গেছে। এটা ব্যাবহার করা মনে হয় ঠিক হবে না। আসলে ব্যাবহার করতে জানলে ভালো যায়গায় ব্যাবহার যে করা যায়, আপনার এসব ব্যাবহার তার প্রমান করে। যাই হোক, আপনার কমিউনিটিতে মেম্বার বাড়ানোর উদ্যোগটা ভালো মনে হয়েছে। নতুন মেম্বার কিছু আসলে কমিউনিটির জন্য ভালো হবে। যারা গ্রাস প্রটোকলে পয়েন্ট ফার্ম করেছেন, তারা ইলিজিবিলিটি চেক করতে পারেন https://www.grassfoundation.io/eligibility
|
|
|
|
|
Wonder Work
|
 |
September 05, 2024, 09:07:56 AM |
|
আলহামদুলিল্লাহ আমি ফুল মেম্বার রেংক অর্জন করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমি সামনের দিকে এগিয়ে এসেছি এখন আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি ফুল মেম্বার হয়ে গিয়েছি। আমি আজকে অনেক খুশি আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম আমার র্যাঙ্ক কখন বিল্ড আপ হবে। যাই হোক আমি আপ করতে পেরেছি সেজন্য আমি অনেক খুশি হয়েছি। আমার এই যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের আমি কখনো ভুলবো না তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আপনাদের। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। সম্পূর্ণ ক্রেডিট এই বাংলা থ্রেডের কিছু ভাই আছে তাদের যারা আমাকে পথ দেখিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতে চাইলে তারা গাইড করে আমাকে সাহায্য করেছে। যাদের ক্রেডিট না দিলেই নয় তারা হচ্ছেন Xal0lex, Crypto Library, Z_MBFM, LDL, Learn Bitcoin, HelliumZ, DYING_S0UL, Bd officer আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমি অনেক খুশি হয়েছি আমার রেংক আপ হয়েছে আশা করি সামনের দিনেও আপনারা পাশে থাকবেন আপনাদের সাথে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। Wonder Work
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 05, 2024, 09:19:01 AM Merited by Wonder Work (1) |
|
আলহামদুলিল্লাহ আমি ফুল মেম্বার রেংক অর্জন করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমি সামনের দিকে এগিয়ে এসেছি এখন আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি ফুল মেম্বার হয়ে গিয়েছি। আমি আজকে অনেক খুশি আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম আমার র্যাঙ্ক কখন বিল্ড আপ হবে। যাই হোক আমি আপ করতে পেরেছি সেজন্য আমি অনেক খুশি হয়েছি। আমার এই যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের আমি কখনো ভুলবো না তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আপনাদের। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। সম্পূর্ণ ক্রেডিট এই বাংলা থ্রেডের কিছু ভাই আছে তাদের যারা আমাকে পথ দেখিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতে চাইলে তারা গাইড করে আমাকে সাহায্য করেছে। যাদের ক্রেডিট না দিলেই নয় তারা হচ্ছেন Xal0lex, Crypto Library, Z_MBFM, LDL, Learn Bitcoin, HelliumZ, DYING_S0UL, Bd officer আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ
কাউকে ক্রেডিট দেওয়ার কিছু নাই ভাই। আপনি চেষ্টা করেছেন পথ খুজেছেন তাই পথ পাইছেন Full Member হতে পেড়েছি। যদি আপনি মনোবল ধরে রেখে এভাবে পথ খুজতে থাকেন তাহলে আরো বড় র্যাংকও অর্জন করতে পারবেন৷ আপনি হয়তবা কিছু জানতে চেয়েছেন আমি বা অন্য আরো যারা আছেন তারা আপনাকে তার উত্তর দিয়েছে। এটা সম্পূর্ণ আপনার ক্রেডিট। কতজন আছে যারা এমনভাবে ভালো কিছু করার জন্য পথ খুজে বেড়ায়? আর কেউ আপনাকে কোনো পরামর্শ দিতে পারে কিন্তু আপনাকে কেউ মেরিট পাওয়ার জন্য পোস্ট করে দেয়নি আপনি নিজেই পোস্ট করে মেরিট পেয়েছেন আপনার নিজেত ক্রিয়েটিভিটি থেকে। যাইহোক আপনাকে অভিনন্দন ১০০ মেরিট অতিক্রম করে ফুল মেম্বার র্যাংক এচিভ করার জন্য....ভবিষ্যতে আরো ভালো কিছু করুন এই দোআ করি।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Bd officer
|
 |
September 05, 2024, 10:17:04 AM Merited by Wonder Work (1) |
|
অভিনন্দন Wonder Workফুল মেম্বার র্যাংক অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। আপনি অনেক কষ্ট করেছেন যার ফল পেয়েছেন। এখানে অনেকেই প্রশ্ন করেছেন আপনি সুন্দর করে বুঝানোর চেষ্টা করেছেন। আপনিও অনেকের উপকার করেছেন। আসলে মেম্বার থেকে ফুল মেম্বার হতে পারলে কতটা আনন্দ লাগে যা আমি জানি, আজকে আপনার খুবই হ্যাপি লাগছে। যাইহোক, আপনি চেষ্টা চালিয়ে যান আশা করি সামনে সিনিয়র মেম্বার হয়ে যাবেন ""ইনশাআল্লাহ""। আপনি নতুন র্যাংক অর্জন করেছেন, ইনজয় করুন। আর এই লোকাল থ্রেডে এক্টিব থাকার চেষ্টা করবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
|
|
|
|
|
Ricardo11
|
 |
September 05, 2024, 04:26:55 PM |
|
আলহামদুলিল্লাহ আমি ফুল মেম্বার রেংক অর্জন করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমি সামনের দিকে এগিয়ে এসেছি এখন আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি ফুল মেম্বার হয়ে গিয়েছি। আমি আজকে অনেক খুশি আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম আমার র্যাঙ্ক কখন বিল্ড আপ হবে। যাই হোক আমি আপ করতে পেরেছি সেজন্য আমি অনেক খুশি হয়েছি। আমার এই যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের আমি কখনো ভুলবো না তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আপনাদের। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। সম্পূর্ণ ক্রেডিট এই বাংলা থ্রেডের কিছু ভাই আছে তাদের যারা আমাকে পথ দেখিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতে চাইলে তারা গাইড করে আমাকে সাহায্য করেছে। যাদের ক্রেডিট না দিলেই নয় তারা হচ্ছেন Xal0lex, Crypto Library, Z_MBFM, LDL, Learn Bitcoin, HelliumZ, DYING_S0UL, Bd officer আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমি অনেক খুশি হয়েছি আমার রেংক আপ হয়েছে আশা করি সামনের দিনেও আপনারা পাশে থাকবেন আপনাদের সাথে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। Wonder Work আপনাকে অনেক অনেক অভিনন্দন ফুল মেম্বার পদ অর্জন করার জন্য, আপনি কষ্ট করেছেন বলেই ফুল মেম্বার পদ অর্জন করতে পারছেন, আপনাকে অভিনন্দন। আসলে সবারই লক্ষ্য থাকে ফুল মেম্বার হওয়ার স্বাদ উপভোগ করার জন্য, এর যে একটা আনন্দ তা বুঝানোর মতো না, আমি যেদিন ফুল মেম্বার হলাম সেদিন আমার অনেক বেশি আনন্দ ছিল, অন্যরকম এক ভালোলাগা ছিল তখন, যাইহোক ফুল মেম্বার হওয়ার জন্য শুভ কামনা, ইনজয় করুন, এবং ভালো কাজ চালিয়ে যান, সফলতা অবস্যই পাবেন এক সময়.
|
|
|
|
|
HelliumZ
|
 আজকে আমার ফুল মেম্বার পদমর্যাদা থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য আমার কাছে এই দিনটা খুবই আনন্দের। এই আনন্দটা আমি এই কমিউনিটিতে সকলের মাঝে শেয়ার করছি। আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুক এবং দীর্ঘায়ু দান করুন। এখানে যে সকল বড় ভাইয়েরা রয়েছেন তারা সকলেই অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এজন্যই হয়তো আমাদের ছোট ছোট অর্জন গুলো পূরণ হয়। এই বড় ভাইদের অবদান কখনো ভোলার মতো না। উপরের একজন ভাই আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছি তাকেও জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এই ভাই যে সকল বড় ভাইদের নাম উল্লেখ করেছেন তাদের অবদান অনস্বীকার্য এবং তাদের অবদানের জন্যই আমাদের প্রত্যাশিত পদমর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে। Xal0lex ভদ্রলোক আমাদের মোডারেটর হিসেবে যথেষ্ট সহযোগিতা করে এবং তার এই সহযোগিতা পূর্ণ মনোভাব আমাদেরকে অনেক অনেক প্রেরণা যোগায়। আমি তার প্রতি কৃতজ্ঞ।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 05, 2024, 06:01:45 PM Merited by Wonder Work (1) |
|
আলহামদুলিল্লাহ আমি ফুল মেম্বার রেংক অর্জন করেছি। হাঁটি হাঁটি পা পা করে আমি সামনের দিকে এগিয়ে এসেছি এখন আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি ফুল মেম্বার হয়ে গিয়েছি। আমি আজকে অনেক খুশি আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম আমার র্যাঙ্ক কখন বিল্ড আপ হবে। যাই হোক আমি আপ করতে পেরেছি সেজন্য আমি অনেক খুশি হয়েছি। আমার এই যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন তাদের আমি কখনো ভুলবো না তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আপনাদের। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। সম্পূর্ণ ক্রেডিট এই বাংলা থ্রেডের কিছু ভাই আছে তাদের যারা আমাকে পথ দেখিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতে চাইলে তারা গাইড করে আমাকে সাহায্য করেছে। যাদের ক্রেডিট না দিলেই নয় তারা হচ্ছেন Xal0lex, Crypto Library, Z_MBFM, LDL, Learn Bitcoin, HelliumZ, DYING_S0UL, Bd officer আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমি অনেক খুশি হয়েছি আমার রেংক আপ হয়েছে আশা করি সামনের দিনেও আপনারা পাশে থাকবেন আপনাদের সাথে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। Wonder Work আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমরা সবাই জানি ফুল মেম্বার রাংক অর্জনের অনুভূতিটা কি। তবে ফুল মেম্বার হয়েছেন এখন আপনার নতুন নতুন মিশন এর লেগে পড়তে হবে । আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি যতটুকু বুঝেছি ফোরামে আগাতে হলে হাল ছেড়ে দেওয়া যাবে না সামনে আরো চড়াই উৎরাই আসতে পারে তবে হাল ছেড়ে দিলে চলবে না। আর বর্তমানের মতন যদি আপনার অ্যাক্টিভিটি চলমান রাখেন আশা করি কারোর আপনার পাশে থাকতে দ্বিধাবোধ হবে না। বর্তমানে বাংলাদেশ কমিউনিটিতে নতুন ভালো কন্ট্রিবিউট করতে পারে এমন মেম্বারদের সংখ্যা নেই বললেই চলে আপনাকে অনেক দিন পরে দেখলাম খুবই দ্রুত রেঙ্ক আপ করেছেন। আশা করি আপনার এই অগ্রগতি অব্যাহত থাকবে এবং খুব শীঘ্রই সিনিয়র মেম্বার বং তারপর হিরো মেম্বার এবং তারপর লেজেন্ডারি মেম্বার র্যাঙ্ক অর্জন করবেন। বেস্ট অফ লাক এগেইন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Wonder Work
|
 |
September 05, 2024, 07:34:30 PM |
|
 HelliumZ ভাই আপনাকে অভিনন্দন জানাই। দেখতে দেখতে আপনি সিনিয়র মেম্বার হয়ে গেলেন যদিও এই যাত্রাটা এত সহজ ছিল না অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আপনি অনেকদিন যাবত নিউ রেংকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আপনার পর্যাপ্ত মেরিট না থাকার কারণে পরবর্তী ব্যাংকে যেতে পারেননি। আজকে দেখতে দেখতে আপনার মেরিট হয়ে গেছে আপনি পরবর্তী ব্যাংকে পদার্পণ করেছেন। আপনার জন্য এটা অনেক খুশির খবর। আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগছে আজকে আপনিও সিনিয়র মেম্বার হয়ে গেলেন এবং আমি ফুল মেম্বার হয়ে গেছে দুইটার নিউজ একসাথে একদিনের পেয়ে আমার খুবই ভালো লাগতেছে। এটা আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য খুবই একটি সুখবর। আপনি অনেক জ্ঞানী এবং অনেক ভালো জানেন ফোরাম সম্পর্কে আপনার এই তার ওপর এত রাখবেন আশা করি আপনি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্যাংকে পৌঁছে যেতে পারবেন আপনার জন্য সব সময় দোয়া থাকবে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
Crypto Imagine
Newbie
Offline
Activity: 12
Merit: 8
|
ওয়াও আজকের দিনটা তো অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দেখতে পাচ্ছি দুইজন মেম্বার রেংক আপ করেছে। আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা অনেক ভালো এগিয়ে গেছেন সামনে আরো ভালো করবে।
Wonder Work ভাই আপনি যে ফুল মেম্বার হয়েছেন এটাতে আমি খুব খুশি হয়েছি কারণ আপনার অ্যাক্টিভিটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার সামনের দিকে আরো ভালো কিছু করবে খুব তাড়াতাড়ি। আপনার একটিভিটি ধরে রাখবেন তাহলে সামনে ভালো কিছু করতে পারবো। তবে ভাই যাই বলেন আপনি পুরানো একজনের হেল্পলাইন। অন্যান্য ভাইয়েরাও হেল্পফুল কিন্তু আপনি ছোট হয়েও অনেক ভালো সেট করতে পারেন। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার জন্য শুভকামনা ভাই।
HelliumZ ভাই আপনি সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছেন এর জন্য আপনাকে অভিনন্দন ভাই আপনার পরবর্তী সময়গুলো আশা করি আরো ভালোভাবে সামনের দিকে আরো ভালোভাবে অগ্রসর হতে পারবেন। আপনাদের দেখাতে কি আমরাও কিছু শিখব এবং এখন একটিভ হলাম আপনাদের সাথে সাথে এগিয়ে যেতে চাই।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
September 05, 2024, 11:23:17 PM |
|
Congratulations @HelliumZ  আজকে দুপুরের পরে অনলাইনে এসে দেখলাম @Wonder Work ভাই ফুল মেম্বার হয়েছেন। আবার দেখি @HelliumZ ভাই আস্তে আস্তে এগিয়ে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছেন। আবারো HelliumZ ভাইকে অভিনন্দন। এটা খুবই গুড নিউজ যে আমাদের লোকাল থ্রেডের সদস্যদের রেংক আপ হচ্ছে। বাংলা লোকাল থ্রেডের একজন ফুল মেম্বার ও একজন সিনিয়র মেম্বারের সংখ্যা বেড়ে গেলো। আপনারা দুজনে আমাদের ট্রিট দিয়েন কিন্তু আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনারা আপনাদের পরবর্তী র্যাংক অর্জন করার জন্য যাত্রা করুন।
মনে হচ্ছে টেলিগ্রামে এয়ারড্রপ হান্টারদের জন্য গুড নিউজ আসতে চলেছে, অনেক ভাইরাল একটি প্রকল্প ছিলো Hamster Kombat আগামী ২৬ সেপ্টেম্বর লিস্টিং হতে যাচ্ছে। কয়েকটি এক্সচেঞ্জ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া Catizen এটাও শিগ্রই লিস্টিং হবে, আরও বেশ কয়েকটি রয়েছে। যারা এখনো এগুলতে জয়েন হন নাই তারা জয়েন হতে পারেন। আমি টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপ করা প্রায় বাদ দিয়েছিলাম, কিন্তু DOGS থেকে পেমেন্ট পাওয়ার পর আবারো মাইনিং এয়ারড্রপ অংশগ্রহণ করতেছি।
|
|
|
|
|
LDL
|
 |
September 05, 2024, 11:53:56 PM |
|
অভিনন্দনHelliumZ , Wonder Work
আপনারা দুজন কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেছেন এজন্য আপনাদের দুজনকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। বাংলা কমিউনিটিতে কোন ভাই-বোনদের RankUp হলে সত্যিই অনেক ভালো লাগে। সময়ের ব্যস্ততায় অনেক জ্ঞানী জ্ঞানী ভাইয়েরা এখানে একটু কম সময় দিচ্ছে কিন্তু নতুন হিসেবে যে ভাইয়েরা এখানে একটিভ তাদের মধ্যে Wonder Work, HelliumZ এদের অবদান অনেক। যাহোক আমাদের মত আপনারা রেংক আপের পর নিষ্ক্রিয় হয়ে যাবেন না বরং এখানে আপনারা আগের মতোই সময় দেওয়ার চেষ্টা করুন এবং বাংলা কমিউনিটিকে আপনারা ভালো একটা পজিশনে নেওয়া চেষ্টা করুন। অবশেষে আমি আপনাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করে শেষ করেছি।
|
|
|
|
|
|
Bitcoin_people
|
 |
September 06, 2024, 04:02:07 AM |
|
 আজকে আমার ফুল মেম্বার পদমর্যাদা থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য আমার কাছে এই দিনটা খুবই আনন্দের। এই আনন্দটা আমি এই কমিউনিটিতে সকলের মাঝে শেয়ার করছি। আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুক এবং দীর্ঘায়ু দান করুন। এখানে যে সকল বড় ভাইয়েরা রয়েছেন তারা সকলেই অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এজন্যই হয়তো আমাদের ছোট ছোট অর্জন গুলো পূরণ হয়। এই বড় ভাইদের অবদান কখনো ভোলার মতো না। উপরের একজন ভাই আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছি তাকেও জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এই ভাই যে সকল বড় ভাইদের নাম উল্লেখ করেছেন তাদের অবদান অনস্বীকার্য এবং তাদের অবদানের জন্যই আমাদের প্রত্যাশিত পদমর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে। Xal0lex ভদ্রলোক আমাদের মোডারেটর হিসেবে যথেষ্ট সহযোগিতা করে এবং তার এই সহযোগিতা পূর্ণ মনোভাব আমাদেরকে অনেক অনেক প্রেরণা যোগায়। আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনাকে অভিনন্দন আপনি আমাদের বাংলা বোর্ড থেকে সিরিয়ার সদস্য পদ অর্জন করেছেন এবং আপনার জন্য এটি খুবই আনন্দের বিষয় দীর্ঘদিন পরিশ্রম করার পর আপনি আরও একটি পদ উন্নতি করতে পেরেছেন। যাই হোক এটা আরও বেশি আনন্দের বিষয়কে ৫ সেপ্টেম্বর আপনি সিনিয়র মেম্বার হয়েছেন এবং আগামীকাল ছিল আমাদের স্বাধীনতার একমাস পূর্তি, যেখানে স্বৈরাচার পালিয়েছিল এবং আজকে একমাস পূর্ণ হয়েছে স্বাধীনতার। নতুন স্বাধীনতার বাংলায় প্রতিটি মানুষ আগামীকাল অনেক আনন্দের সাথে কাটিয়েছে এবং শহীদদের স্মরণে সকলেই তাদের জন্য দোয়া করেছে, এবং কি আমি মনে করি আপনিও অনেক আনন্দে ছিলেন, একটি স্বাধীনতার আনন্দ এবং অন্যটি আপনি নতুন একটি পদমর্যাদা অর্জন করেছেন সেই আনন্দ। আমি সবাইকে অভিনন্দন জানাবো এই ফোরামে প্রত্যেকটি ব্যক্তি তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে পরিশ্রম করে যাচ্ছে ও প্রতিনিয়ত তারা এগিয়ে যাচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশ এখন যেহেতু স্বৈরাচারমুক্ত হয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এই ফোরাম কেউ এগিয়ে নিয়ে যাব।
|
|
|
|
|