God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 21, 2024, 01:17:01 AM |
|
আমি এখন পর্যন্ত জানতে ছিলাম যে বিটকয়েন হালবিং এরপরে ব্লক রেওয়ার্ড অর্ধেক নেমে যায় আর এটাতে করে মাইনিং কস্ট বেড়ে যাওয়ার জন্য মাইনাররা তাদের বিটকয়েন সেল করে আর এই প্রসেসটা বিটকয়েন হালবিং হওয়ার সাথে সাথেই সংঘটিত হয় না মাইনাররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের উপর ব্লক দেওয়ার অর্ধেক হয়ে যাওয়ার ইফেক্টটা পড়তে পড়তে এক বছর বা তারও বেশি সময় বা তারও কম সময় লাগে এবং তখন তারা মাইনিং কস্ট চালানোর জন্য তাদের বিটকয়েন গুলো সেল করা শুরু করে এবং ফলাফল শুরু মার্কেটে আরো চাহিদা বাড়ে এবং যার মেইন আউট কাম আমরা বুল রান এর মাধ্যমে দেখতে পাই।
এখন প্রশ্ন হল এটা কি আসলেও সত্য? নাকি কোথাও কোন কারেকশন এর প্রয়োজন রয়েছে?
আমি এই ব্যাপারে এক্সপার্ট না। তবে আমার তো এরকম মনে হচ্ছে না। কারণ মাইনার রা যখন সেল শুরু করে, ম্যাসিভ সেল প্রেশারের কারনে তখন বিটকয়েনের দাম আরো কমতে থাকে। বুল রান মূলত একদিনে বা একমাসেই হয় না। মূলত হাল্ভিং হওয়ার পর বেশিরভাগ মাইনার রা বিটকয়েন সেল করা টোটালি অফ করে দেয়। তারা যদিও কিছু সেল করে, সেটা খুবই অল্প পরিমানে। যেহেতু মাইনারদের সেল প্রেশার নাই, এবং মার্কেটে ইনভেস্টমেন্ট ঠিকই আসতে থাকে, সেজন্য বিটকয়েনের প্রাইজ আস্তে আস্তে বাড়তে থাকে। একসময় একটা ফোমো ক্রিয়েট হয় এবং দাম বাড়ার সময় কিছু নতুন ইনভেস্টর রা আবারো ইনভেস্ট করে (যেটা আসলে নতুন রা করে, বাড়ার সময় কিনে, কমার সময় প্যানিক সেল করে)। মাইনার রা মূলত এই সময়ের জন্যই অপেক্ষা করে। যখন তারা হিসাব করে দেখে যে এখন সেল দিলে লাভ হবে, তখন তারা সেল শুরু করে এবং মার্কেটে তখন একটা ডাউন মুভমেন্ট আসে। মাইনাররা বলতে আমি সলো মাইনারদের কথা বলছি না, আমি মাইনিং ফার্ম গুলোর কথা বলছি। যারা এক সাথে ২-৩ লাখ করে বিটকয়েন সেল দিতে পারে।
|
|
|
|
|
Bd officer
|
 |
October 21, 2024, 08:25:28 AM |
|
 ওয়াও LM ভাইয়ের (২২২২) মেরিট অর্জন করা হয়েছে, যা দেখতে ভালো দেখাচ্ছে, আরও সুন্দর হতো যদি LM ভাইয়ের এক্টিভিটি ২২২২ হতো। মেরিট এক্টিভিটি (২২২২) হতো, কিন্তু LM ভাইয়ের এক্টিভিটি ২২১২ রয়েছে। LM ভাইয়ের জন্য শুভকামনা। আচ্ছা, Little Mouse ভাই আপনার ইনভেস্ট এর খবর কী? এখনো কী হোল্ড করে আছেন? নাকী সেল করেছেন?
LB ভাইয়ের জন্য শুভকামনা রইলো, ১০০০ মেরিট অর্জন করেছেন যদিও এক্টিভিটির কারণে র্যাংক আপ হয় নাই। অগ্রিম অভিনন্দন রইলো।
|
|
|
|
|
Wonder Work
|
 |
October 21, 2024, 09:47:05 PM |
|
আসেন বিটকয়েনের ব্যাপারে একটু আলোচনা করি। আমরা এখন কিছুটা আপ ট্রেন্ড এর দিকে আছি। আশা করছি এটা কিছুদিন কন্টিনিউ করবে। কোনো একটা কারনে ট্রাম্প জিততে পারে এমন খবর পেলে মার্কেটে একটু আপ ট্রেন্ড ভাব চলে আসে। যাই হোক, অন্য একটা ব্যাপারে আলাপ করি। কিছুদিন ধরেই একটা কথা মাথায় ঘুরছিলো যে, বিটকয়েনে কি আসলে প্রতিদিন বিনিয়োগ বাড়ছে? এই প্রশ্ন থেকে একটা জিনিস মাথায় আসলো।
ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যে কথাগুলো বলেছেন তার সাথে আমার কিছু কথা আছে ভাই। যদিও উত্তর করাটা দেরি হয়ে গেল কয়েকদিন যাবত একটু ব্যস্ততার কারণে লোকালে আসতে পারিনি। আজকে আপনার এই পোস্টটা চোখে পরলো। যেহেতু আপনি ডোনাল্ড ট্রাম কে নিয়ে কথা বললেন সে বিষয়ে আমি কিছু বলি নির্বাচনে আসার সময় ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন এবং কারেন্সি নিয়ে অনেক ধরনের কথা বলে থাকে সেটা করবে সে ওটা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরে এটা নিয়ে আর সেরকম কোন কথা বলে না। কিছুদিন আগেও দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্লিজ ব্রিফিং করল সেখানে বিটকয়েনের নাম কতবার দেশে উচ্চারণ করেছেন তা বলার বাইরে। তার বক্তব্যের সব অংশ জুড়েই ছিল বিটকয়েন কথার উচ্চারণ। দেখা যাক সামনে কি করে। বিটকয়েন বিনিয়োগটা এখন সীমিত পরিসরে বাড়তেছে আমার মনে হয়। কারণ বিটকয়েন কে এখন সম্পত্তি হিসেবে নয় সম্পদ হিসেবে দেখে সে অনুযায়ী বর্তমানে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের প্রতিটা ব্লক মাইন হয় এভারেজ ১০ মিনিটের মধ্যে, আর ব্লক রিওয়ারড ৩.১২৫ বিটকয়েন। যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ২ লাখ ১৪ হাজারের ডলারের বেশি। এভারেজ প্রতি ১০ মিনিটে একটা ব্লক মাইন হলে প্রতিদিন এভারেজ এ ১৪৪ টি ব্লক মাইন হচ্ছে এবং এর ব্লক রিওয়ার্ড হচ্ছে ৪৫০ বিটকয়েন, যার বাজার মূল্য প্রায় ৩০.৮ মিলিয়ন ডলার। তার মানে হলো, বিটকয়েনের কারেন্ট সার্কুলেশনে প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার করে এড হচ্ছে। তার মানে এই অবস্থায় বিটকয়েনের প্রাইস বাড়তে হলে হয়তো মাইনার রা টোটালি সব কয়েন হোল্ড করতে হবে, নয়তো তারা যে পরিমান সেল করছে, তার থেকে বেশি ইনভেস্টমেন্ট মার্কেটে আসতে হবে। জোস না ব্যাপার টা?
আপনি যে লজিকটা দিয়ে বুঝাইলেন সিম এরকম ভাবেই আমিও বুঝাইতাম বিটকয়েনের মাইনিং এমনেই হয়। তবে ভাই বিটকয়েনের দাম বাড়ার জন্য মাইনররা সব টোকেন হোল্ড করবে বিষয়টা এমন না। আর মাইনাররা কখনোই সব হোল্ড করবে না। দেখবেন বিষয়টা এরকম হবে মাইনাররা সব টোকেন হোলডো করবে না এবং ইনভেস্ট এর সংখ্যা কম বেশি হবে কিছুদিন পরে দেখবেন সেটা আবার সময় ফিরে গেছে। এরকমটাই এখন বেশি হয় আমি দেখছি আর কি।
LB ভাই আপনাকে অভিনন্দন আপনি ১০০০ প্লাস ম্যারিড অর্জন করে ফেলেছেন যেটা আমাদের বাংলা কমিনেটের জন্য অনেক বড় অবদান। যাক দিন দিন আমাদের লোকালের মধ্যে রিপোর্টেবল মেম্বার বেড়ে যাচ্ছে। আপনার পরে আরও একজন মেম্বার Crypto Library বাই এক হাজার মেরিটের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অল্পদিনের মধ্যে ১০০০ মেরিট অর্জন করে ফেলবে। এটাও আমাদের জন্য একটা খুশির খবর হবে যখন ভাই ১০০০ মেরিট পেয়ে যাবে। সত্যি আমার অনেক ভালো লাগছে আমাদের লোকাল মেম্বারদের দিনদিন অনেক উন্নতি হচ্ছে। এইভাবে এগিয়ে গেলে গ্লোবালে একসময় দেখা যাবে আমাদের এই রিপোর্টেবল মেম্বার গুলা ভালো কিছু করছে।
Little Mouse ভাই আপনাকে অভিনন্দন আপনি সুন্দর একটা রেকর্ড করেছেন চারটা দুই দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে.
 পরিশেষে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটা আজকে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। আশা করি আপনাদের জন্য খুশির খবর হবে। যদিও আমি ফোরামে নতুন এবং আপনাদের মাঝেও নতুন আপনাদের থেকেই আস্তে আস্তে শিখতেছি এবং জানতেছি। আজকে আমি একটা ক্যাম্পেইনের জন্য সিলেক্টেড হয়েছি। ক্যাম্পেইনেটি যদিও অনেক কঠিন রুলস দেওয়া আছে কিন্তু আমি চেষ্টা করব সেই রুলস গুলো সুন্দরভাবে মেনে চলার। যদি আমি এর আগেও এক সপ্তাহের একটা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম সেখান থেকে ২০ ডলারের মত বিটিসি পেমেন্ট পেয়েছিলাম। এটা আমার দ্বিতীয় ক্যাম্পেইনে জয়েন করা। বলতে গেলে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুযোগ এখান থেকে ভালো কিছু করার জন্য। আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bd officer
|
 |
October 22, 2024, 01:05:30 AM |
|
আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।
আপনাকে অভিনন্দন!! সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তাদের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। যতগুলো পোস্ট করতে বলা হয়েছে তার চেয়ে ২-৪ টা বেশি পোস্ট করার চেষ্টা করবেন। সকল ক্যাম্পেইনের নিয়ম কানুন এক নয়, একেক ক্যাম্পেইনের নিয়ম কানুন ভিন্ন হয়ে থাকে। এখন আপনি নিয়ম কানুন মনোযোগ দিয়ে পড়ুন দেখুন সেখানে কি বলা আছে আপনি সেভাবে কাজ করুন।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 22, 2024, 05:44:58 AM |
|
যেহেতু আপনি ডোনাল্ড ট্রাম কে নিয়ে কথা বললেন সে বিষয়ে আমি কিছু বলি নির্বাচনে আসার সময় ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন এবং কারেন্সি নিয়ে অনেক ধরনের কথা বলে থাকে সেটা করবে সে ওটা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরে এটা নিয়ে আর সেরকম কোন কথা বলে না। কিছুদিন আগেও দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্লিজ ব্রিফিং করল সেখানে বিটকয়েনের নাম কতবার দেশে উচ্চারণ করেছেন তা বলার বাইরে। তার বক্তব্যের সব অংশ জুড়েই ছিল বিটকয়েন কথার উচ্চারণ। দেখা যাক সামনে কি করে। বিটকয়েন বিনিয়োগটা এখন সীমিত পরিসরে বাড়তেছে আমার মনে হয়। কারণ বিটকয়েন কে এখন সম্পত্তি হিসেবে নয় সম্পদ হিসেবে দেখে সে অনুযায়ী বর্তমানে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা হচ্ছে রাজনীতিবিদ! তারা পলিটিক্স করার জন্য কখন কি বলে তারা নিজেরাও জানে না। যেমন বাংলাদেশে নির্বাচনের আগে বড় বড় নেতারা বড় বড় আশা দেয়, বলে তারা মাদক মুক্ত এলাকা গড়বে, অথচ তাদের নিজেদের ছেলেপেলে রাই মূলত মাদকের ব্যাবসা করে। তারা এলাকায় সন্ত্রাস দূর করবে, আসলেই করে তো, কারন তারা নিজেরাই সন্ত্রাস, অন্য কেউ সন্ত্রাসী করার সাহস পাবে কি করে? তারা এলাকায় ইভটিজিং হতে দিবে না, এমন আরো শত শত প্রমিস করে। কিন্তু নির্বাচনের পর কয়জন সেগুলো করে? ট্রাম্প এর আগে বিটকয়েন নিয়ে বাজে মন্তব্য করেছিলো। এখন নির্বাচনের আগে আগে সে বিটকয়েন কে সাপোর্ট করে নানান বক্তব্য দেয়া শুরু করেছে। এখস সরকার গঠন করার পর দেখা যাবে কি হয় আসলে। আপনি যে লজিকটা দিয়ে বুঝাইলেন সিম এরকম ভাবেই আমিও বুঝাইতাম বিটকয়েনের মাইনিং এমনেই হয়। তবে ভাই বিটকয়েনের দাম বাড়ার জন্য মাইনররা সব টোকেন হোল্ড করবে বিষয়টা এমন না। আর মাইনাররা কখনোই সব হোল্ড করবে না। দেখবেন বিষয়টা এরকম হবে মাইনাররা সব টোকেন হোলডো করবে না এবং ইনভেস্ট এর সংখ্যা কম বেশি হবে কিছুদিন পরে দেখবেন সেটা আবার সময় ফিরে গেছে। এরকমটাই এখন বেশি হয় আমি দেখছি আর কি। সোলো মাইনার রা বিটকয়েন তেমন হোল্ড করে না। কারন তাদের মাইনিং খরচ চালাতে হবে তো। বর্তমান সময়ে মাইনিং কস্ট অনেক বেশি। অনেক অনেক মাইনার মেশিন এখন আর প্রফিট জেনারেট করে না। কিন্তু বড় বড় কোম্পানি গুলো মূলত বিটকয়েন হোল্ড করে থাকে। যেগুলো মূলত তারা বুলরান অব্দি হোল্ড করে।
|
|
|
|
|
qurbanshah02
|
 |
October 22, 2024, 01:45:47 PM |
|
আমাকে আপনারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছু আইডিয়া দিবেন কিভাবে কি করলে ভালো হয় এটা সম্পর্কে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে ক্যাম্পেইনে থাকতে পারি এবং কাজ করতে পারি।
আপনাকে অভিনন্দন!! সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তাদের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। যতগুলো পোস্ট করতে বলা হয়েছে তার চেয়ে ২-৪ টা বেশি পোস্ট করার চেষ্টা করবেন। সকল ক্যাম্পেইনের নিয়ম কানুন এক নয়, একেক ক্যাম্পেইনের নিয়ম কানুন ভিন্ন হয়ে থাকে। এখন আপনি নিয়ম কানুন মনোযোগ দিয়ে পড়ুন দেখুন সেখানে কি বলা আছে আপনি সেভাবে কাজ করুন। এতে আমাদের আরও ভেবেচিন্তে কাজ করতে হবে, কিন্তু কিছু মানুষ চিন্তা না করেই পোস্ট করেন। যথেষ্ট তথ্য পাওয়ার পর তাদের উচিত কাউকে জবাব দেওয়া। তাদের এ কাজে দ্রুত এগিয়ে যেতে হবে। আমি বুঝতে পারি যে এই কাজটিতে সময় লাগতে পারে, তবে আমরা এটি বুঝতে এবং অনুভব করব। অনেক কিছু শেখার আছে হিসাবে আরো এবং আরো পোস্ট করা উচিত. আমি আপনার কাছ থেকে দুটি জিনিস শিখেছি যা আমি বাস্তবায়ন করব এবং সফল হব।
|
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
October 22, 2024, 03:43:50 PM |
|
একজন লিনাক্স ইউজার হিসাবে আমি আজকে আনন্দিত, কারণ আমাদের এই ফোরামের একজন লিনাক্স ইউজ শুরু করছে। বর্তমানে আমরা সবাই নিজের অজান্তে হলেও লিনাক্স এর সাথে জড়িত, কারণ বিশ্বের প্রায় ৯০ ভাগের বেশী ওয়েব এবং ক্লাউড সার্ভার লিনাক্স এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। যাই হোক আমাদের ফোরামের ভাই আমাকে ইনবক্স এ একটি সমস্যার সমাধান চেয়ে নক দিছে। সমস্যাটি হলো সে উবুন্টু (Ubuntu) ইনস্টল করার পরে কোনোভাবেই সাউন্ড ড্রাইভার ইনস্টল করতে পারতেছেনা। যদিও লিনাক্সে সব ড্রাইভার অটো ইনস্টল হয় তবুও আমি অনেক পুরাতন মেশিনে উবুন্টু বেইজড অপারেটিং সিস্টেমগুলোতে এই সমস্যা ফেইস করছি। আমি উনাকে ইনবক্স এ সমাধান না দিয়ে ভাবলাম পোষ্ট এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেই। এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের টার্মিনালে কিছু কমান্ড রান করতে হবে। মূল কমান্ড দেওয়ার আগে আমাদের সিস্টেম আপডেট দিয়ে নিতে হবে। সিস্টেম আপডেট দেওয়ার জন্য এই কমান্ড টার্মিনালে রান করতে হবে। Command:অথবা এই কমান্ড দেওয়ার পরে কোনো প্যাকেজ আপডেট এভেইলেবল থাকলে সেগুলো আপগ্রেড করতে হবে। আপডেট দেওয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ড রান করতে হবে। Command:অথবা প্যাকেজ আপগ্রেড শেষ হলে পর্যায়ক্রমে নিচের কমান্ডগুলো টার্মিনালে রান করতে হবে। Command: sudo apt-get install build-essential git dkms linux-headers-$(uname -r) Next: git clone https://github.com/kelebek333/rtl8192fu-dkms Next: Next: Next: কার্নেল ভার্সন ৫.৬ অথবা তার উপরের হলে নিজের কমান্ড রান করতে হবে Command: sudo cp ./rtl8192fu-alias-blacklist.conf /etc/modprobe.d/ সবশেষে নিচের কমান্ড রান করতে হবে initramfs এর জন্য: dracut এর জন্য: টার্মিনাল এর প্রসেস শেষ হলে মেশিন রিষ্টার্ট দিলেই সাউন্ড সমস্যার সমাধান হয়ে যাবে। রিষ্টার্ট দেওয়ার জন্য নিচের কমান্ড টার্মিনালে রান করতে হবে অথবা মেনু থেকে রিষ্টার্ট দিতে হবে। Command:
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
October 22, 2024, 07:38:27 PM |
|
আমরা সবাই কমবেশি ট্রেডিং করি। বর্তমান সময়ে প্রি মার্কেট নামে একটি ফিচার চালু হয়েছে এবং বাইনান্সও এটি নিয়ে কাজ করছেন। আমরা হয়তোবা এটি সম্পর্কে অনেকেই জানিনা। তবে প্রি_মার্কেট থেকে অনেক ভালো প্রফিট করা যায় । আমি Cati এবং Hamster টোকেন থেকে প্রি_মার্কেট ট্রেডিং করে অনেক ভালো প্রফিট করেছিলাম।
আমি প্রি মার্কেট নিয়ে বিস্তারিত ভাবে একটি পোস্ট বানাতে চাচ্ছি আপনারা কি বলেন যদি আপনারা চান তাহলে আমি প্রিমার্কেট নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব। আপনাদের মতামত চাচ্ছি। হয়তোবা অনেকেই এটি সম্পর্কে অনেক ভালো জানেন। তবে যারা জানেন না বা জানতে চান তাদের মতামত চাচ্ছি তাহলে আমি এটি করব
এটা নিয়ে একটা পোষ্ট লিখেন তো ভাই। আমি দেখলাম সবাই নাকি প্রি-মার্কেটে ট্রেডিং করে ভালোই প্রফিট করতেছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। আমি যখন ব্লাষ্ট এর এয়ারড্রপ করেছিলাম, তখন ব্লাষ্ট এর প্রি মার্কেট প্রাইস ছিলো অনেক। অনেকেই প্রি মার্কেট থেকে ব্লাষ্ট কিনেছে। কিন্তু যখন ডেক্স গুলোতে লিষ্ট হলো, তখন দেখি প্রতি টোকেন ২ সেন্ট করে। সেটা কমে এখন ১ এর কম হয়ে গেছে। যদিও আমি এখনো এগুলো হোল্ড করে বসে আছি। লিখতে শুরু করছি ভাই তবে ব্যাস্ততার কারনে লেখা শেষ হচ্ছে না। একটা বিষয়ে লিখতে গেলে একটু চিন্তাভাবনা করে লেখার চেষ্টা করি যেনো অতি সহজে ভূল ইনফরমেশন না দিয়ে ফেলি। তাই একটি সময় নিচ্ছি এদিকে অনেক ব্যাস্ত সময় পাড় করছি। আবার Mahiyammahi প্রি-মার্কেট নিয়ে কিছুটা লিখছিলো দেখলাম। যদিও সে Hamster এর প্রেডিকশন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রি-মার্কেট সম্পর্কে কিছুটা লিখছিলো। তাই আমি যতটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শর্টকাট পোস্ট বানানো যায় সেটা চেষ্টা করতেছি কারন বড় পোস্ট আবার কেউ পড়তে চায় না। যদিও যাদের জানার আগ্রহ আছে তারা যত বড় পোস্টই হোক পড়বে। তারপর আসি ইদানিং কি করলাম। ক্যাটস নিয়ে কিছু হাইপ উঠলো। ভাবলাম বিটগেট থেকে কিছু ক্যাটস কিনবো প্রি মার্কেট থেকে। ৭৭ ডলারের ক্যাটস অর্ডার করলাম, যা লিষ্টিং এর পর দিন ডেলিভারি দিলো। কিন্তু লিষ্টিং এর পর ৭৭ ডলারের টোকেন এর মার্কেট প্রাইস হলো ২৭ ডলার। প্রি মার্কেট ট্রেডিং করা তো এক প্রকার জুয়ার মতো হয়ে গেলো। এখন আর প্রি মার্কেট ট্রেডিং এর কথা ভাবতেই পারছি না।
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Wonder Work
|
 |
October 23, 2024, 01:15:38 AM |
|
একটা বিষয় নিয়ে কথা না বলে আর পারলাম না ভাইয়েরা। আজকাল দেখা যাচ্ছে যে পুনরুজ্জীবিত একাউন্টের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই জেগে উঠা এমন বেশিরভাগ অ্যাকাউন্ট খামার থেকে এসেছে বলে মনে হয় আমার। তাই এই জেগে উঠা গোষ্ঠীর একাউন্ট (সম্ভবত অন্যরা চুরি করে নিয়ে গেছে) আরও কিছু অ্যাকাউন্টের দেখলাম এগুলো আসলে কি করতে চাচ্ছে? এদের মুল উদ্দেশ্য কি? এরা এতো দিন কোথায় ছিলো? হঠাৎ করে এতো বছর পর জেগে উঠার কারণ কি? আদৌও কি তারা জেগে উঠেছে নাকি হাত বদল হয়েছে? এরকম অনেক প্রশ্ন জেগে ওঠে। আপনাদের কি কখনো এমন প্রশ্ন জেগেছে মনে? নবাগত একাউন্ট সহ র্যাঙ্ক করা অ্যাকাউন্ট গুলোর জেগে ওঠা নিয়ে যে রেকর্ডগুলো পেয়েছি সেগুলো নিয়ে একটু গ্ৰাফ আকারে চিন্তা-ভাবনা করে একটা গ্ৰাফ তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ঘুমিয়ে যাওয়ার কারণে শেয়ার করতে দেরি হলো, সমস্যা নেই আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি। জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য:১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে। ২: একাউন্টগূলোর হাত বদল হয়েছে। ৩: একাউন্টগুলো চুরি হয়ে গেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যগুলো শেয়ার করুন। এখানে দুইটা লিংক আছে এখান থেকে জেগে উঠা এবং পাসওয়ার্ড ইমেইল পরিবর্তনের সময়গুলো দেখতে পাবেন। সেকলগ (শুধুমাত্র র্যাঙ্ক করা অ্যাকাউন্ট) - https://asktom.cf/seclog.php ( https://archive.ph/CwaV8) সেকলগ (নবাগত অ্যাকাউন্ট সহ) - https://asktom.cf/seclog.php?all ( https://archive.ph/3Dnea) স্প্রেডশিট লিংক: ( Woke Up, Pass Change Via Mail) উপরের লিংক দুইটির রেকর্ড অনুযায়ী গ্ৰাফীতি দেখে অবাক হবেন কি পরিমান জেগে ওঠে এবং পাস ও ইমেইল চেঞ্জ করতেছে। এইখানে ডিটি মেম্বারদের কড়াকড়ি নজর রাখতে হবে এবং এদের কার্যক্রম দেখতে হবে আসলে কি করে এরা। আসুন অপেক্ষা করা যাক এবং আগামী কয়েক দিনের মধ্যে কী হয় তা দেখা যাক। তাদের কার্যক্রম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 23, 2024, 05:47:30 AM |
|
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
এটা হচ্ছে মূলত প্রপার মার্কেট রিসার্চ না করার ফল। প্রি মার্কেটে সাধারনত যে টোকেন গুলো লিষ্ট হয়, ধারনা করা হয় যে সেসব টোকেন গুলো এর চাইতে ভালো দামে স্পটে লিষ্টিং হবে। তাছাড়া যখন ক্যাট্স এর এয়ারড্রপ করছিলাম, খেয়াল করছিলাম যে বেশিরভাগ মানুষ ৪০-৫০ হাজার করে টোকেন করেছে। তো একটা প্রজেক্ট যদি ৩০-৪০ ডলার প্রফিট দেয়, তাহলে ১ লাখ ৮০ হাজার টোকের প্রাইস তো বেশিই হওয়ার কথা। কিন্তু যখন টোকেন ডিষ্ট্রিবিউট করা শুরু হলো, তখন দেখলাম যাদের ৩০ হাজার টোকেন আছে, এক্সচেন্জ এ তারা ১ লাখ ৫০ হাজারের বেশি করে টোকেন পাচ্ছে। তখনই আমার মাথায় আসে যে এখানে একটা লস করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এমাউন্ট খুব বেশি বড় না, সেজন্য আর ক্যান্সেল করার ট্রাই ও করি নাই। যদিও আমি জানি না তখন ক্যান্সেল করতে পারতাম কি না। হয়তো সম্ভব হতো না।
|
|
|
|
|
Shishir99
|
 |
October 23, 2024, 06:37:56 AM |
|
এইখানে ডিটি মেম্বারদের কড়াকড়ি নজর রাখতে হবে এবং এদের কার্যক্রম দেখতে হবে আসলে কি করে এরা। আসুন অপেক্ষা করা যাক এবং আগামী কয়েক দিনের মধ্যে কী হয় তা দেখা যাক। তাদের কার্যক্রম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রেপুটেশন বোর্ড এ এটা নিয়ে অলরেডি দেখেছি। যেখানে জোকার্স অনকেগুলো ফোরাম একাউন্ট এক্সপোজ করেছে। আমি আসলে ভাবতেই পারছি না একটা গ্রুপ কি করে এতো গুলো একাউন্ট অপারেট করতে পারে? আমার তো মনে হচ্ছে এগুলো কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের কাজ। যেখানে তারা টাকার বিনিময়ে ছাত্রদেরকে বিটকয়েনটক থেকে ইনকাম করা শিখায় এবং তারা যতো গুলো ক্যাম্পেইন আসে, সেখানে দল বেধে জয়েন করে। আমাদের দেশে এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ইন্টারনেট থেকে ইনকাম করা শেখানোর কথা বলে তাদেরকে নানান ক্যাপচা টাইপিং, পিটিসি টাইপের ওয়েব সাইটে কাজে লাগিয়ে দেয়। আমি অবাক হবো না যদি একাউন্ট গুলো এরকম কোনো সংস্থার হয়ে থাকে। যেখানে তারা বড় একটা গ্রুপ মিলে এসব একাউন্ট অপারেট করে। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি কোনো একজন মানুষ বা দুইজন মানুষের পক্ষে এতোগুলো একাউন্ট অপারেট করা সম্ভব না।
হিরো রেংক এর অনেক কাছে চলে আসছি বলে মনে হচ্ছে। লিটল মাউস ভাইকে ধন্যবাদ আরেকটু পুশ করে দেয়ার জন্য। আশা করি এই মাসের মধ্যেই রেংক আপ হয়ে যাবে। আমার লেখা তেমন কোনো পোষ্ট নেই যেগুলো আপনারা পড়তে পারেন। মোষ্ট রিসেন্ট আমি শুধু লোকাল থ্রেড সাজানোর জন্যই তালিকা বানানোর কাজ করেছি। তবে সেই পোষ্ট গুলোতে তেমন কোনো রেসপন্স পাইনি। তবে গ্লোবালে লেখা আমার একটা থ্রেড পড়তে পারেন। Say no to insurance - Beaware of Isurance scam
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
qurbanshah02
|
 |
October 23, 2024, 09:06:33 AM |
|
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
এটা হচ্ছে মূলত প্রপার মার্কেট রিসার্চ না করার ফল। প্রি মার্কেটে সাধারনত যে টোকেন গুলো লিষ্ট হয়, ধারনা করা হয় যে সেসব টোকেন গুলো এর চাইতে ভালো দামে স্পটে লিষ্টিং হবে। তাছাড়া যখন ক্যাট্স এর এয়ারড্রপ করছিলাম, খেয়াল করছিলাম যে বেশিরভাগ মানুষ ৪০-৫০ হাজার করে টোকেন করেছে। তো একটা প্রজেক্ট যদি ৩০-৪০ ডলার প্রফিট দেয়, তাহলে ১ লাখ ৮০ হাজার টোকের প্রাইস তো বেশিই হওয়ার কথা। কিন্তু যখন টোকেন ডিষ্ট্রিবিউট করা শুরু হলো, তখন দেখলাম যাদের ৩০ হাজার টোকেন আছে, এক্সচেন্জ এ তারা ১ লাখ ৫০ হাজারের বেশি করে টোকেন পাচ্ছে। তখনই আমার মাথায় আসে যে এখানে একটা লস করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এমাউন্ট খুব বেশি বড় না, সেজন্য আর ক্যান্সেল করার ট্রাই ও করি নাই। যদিও আমি জানি না তখন ক্যান্সেল করতে পারতাম কি না। হয়তো সম্ভব হতো না। টোকেনের দাম কখন বাড়বে এবং কখন কমবে তার কোনও ভবিষ্যদ্বাণী নেই, যে কারণে এটি যে সংকেত দেয় তাও অনুমানযোগ্য। আমার মতে আপনি যা লাভ করছেন তা নেওয়া উচিত ছিল। কারণ লোভ একটি খারাপ কল, আপনি পরের বার চেষ্টা করতে পারেন। এই কাজে যদি সামান্য ক্ষতিও হয় তবে ঘাবড়াবেন না কারণ যাই করুন না কেন লাভের পাশাপাশি ক্ষতিও হবে। টোকেন পাওয়া সবসময়ই ভালো কারণ সময়ের সাথে সাথে এটি নির্ধারণ করে যে এটি আজ এবং আগামী কয়েক বছরে কী মূল্যবান হবে।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 23, 2024, 05:08:33 PM Last edit: May 09, 2025, 04:12:30 AM by DYING_S0UL |
|
আমরা এখন OFNT (Open For New Translators/নতুন ট্রান্সলেটরদের জন্য খোলা)কিভাবে এপ্লাই করবেন দেখতে এখানে ক্লিক করুন
আপনার প্রজেক্ট এবং ফোরামের জন্য কোয়ালিটি ট্রান্সলেশন্স। গ্যাং এর মেম্বারস: | পলিশ & জার্মান | রোমানিয়ান | রাশিয়ান | ফরাসী | আরবি ব্যাক-আপ |
| ইন্দোনেশিয়ান | স্প্যানিশ | তুর্কী | ইউক্রেনীয়ন (রাশিয়ান ব্যাক-আপ) | ফিলিপিনো |
| ইন্দোনেশিয়ান ব্যাক-আপ | আরবি | পিডজিন | বাংলা | পিডজিন ব্যাক-আপ |
| পর্তুগিজ | তুর্কী ব্যাক-আপ | উর্দু | হিন্দি | জয়েন করুন! |
দ্যা এল্যায়েন্স অফ বিটকয়েনটক ট্রান্সলেটরস [AOBT] হলো ফোরামের এক্টিভ ইউজারদের নিয়ে গঠিত একটা ডিসেন্ট্রালাইড টিম যারা আমাদের নিজ নিজ লোকাল বোর্ড এবং লেজিট প্রাইভেট প্রজেক্টগুলোর সাথে কোলাবোরেট করে থাকে। আমাদের কোনো ম্যানেজার নেই, কিন্তু আমরা ফোরামের অন্যান্য রেপুটেবল ম্যানেজারদের সাথে কোলাবোরেট করার জন্য উন্মুক্ত। যদি আপনি এই মূহুর্তে একটা বাউন্টি, সিগ্নেচার বা অন্যান্য যে কোনো ধরনের ক্যাম্পেইন ম্যানেজ করে থাকেন এবং আপনি ট্রান্সলেশন সার্ভিসও অফার করতে চান, বিনা দ্বিধায় আমাদের সাথে এখনি যোগাযোগ করুন।- আমরা যা করি- নতুন ট্রান্সলেশন খুজে বের করার জন্য এবং আমাদের মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য আমরা যে ট্রান্সলেশনগুলো পাই, তা বাকি সদস্যদের সাথে শেয়ার করে সহযোগিতা করি (পৃথকভাবে এগুলো খুজে পাওয়া কঠিন)
- ভ্যালু এ্যাড করার জন্য আমরা আমাদের নিজ নিজ লোকাল বোর্ডে ফোরামের প্রো বুনো পোষ্ট/থ্রেড গুলো অনুবাদ করে অবদান রাখি এবং ফোরাম আমাদের যা কিছু ভালো দিয়েছে, তার কিছুটা ফিরিয়ে দেয়ার চেষ্টা করি।
- আমরা লোকাল বোর্ড এর সীমানা ভেঙ্গে দিয়ে বিভিন্ন দেশের নতুন বন্ধুদের সাথে আমাদের আইডিয়া এবং অভিজ্ঞতা শেয়ার করি কারন আমরা সবাই সাতোশি, আমাদের মাতৃভূমি যেটাই হোক না কেন।
- কেন আমরা- আমরা ফোরামের সবচেয়ে এক্টিভ নেটিভ সদস্যদের মধ্যে।
- আমরা আইডিয়া ট্রান্সলেট করি, শুধুমাত্র শব্দ না, এবং আমাদের হৃদয় দিয়ে অনুবাদ করার প্রমাণযোগ্য অভিজ্ঞতা আছে।
- আমরা আপনাকে টাকার জন্য সেরা মান প্রোভাইড করতে পারি।
- হতে পারে আপনি আমাদের ইতিমধ্যেই পৃথকভাবে চিনেন, আমাদের পক্ষে আমাদের রেপুটেশন আছে।
- আপনার প্রোজেক্টের জন্য আমাদেরকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি ফোরামের লোকাল বোর্ডগুলোকে উৎসাহিত করতে অবদান রাখবেন!
- আমরা যা ট্রান্সলেট করি না- অবৈধ জিনিস।
- স্ক্যাম।
- অন্যান্য, (জুয়া, পর্নোগ্রাফি,... সম্পর্কে প্রত্যেক মেম্বারের ব্যাক্তিগত এথিক্যাল কোড আছে)।
- কিছু টেসটিমোনিয়াল- GazetaBitcoin: এখন পর্যন্ত ৭০ টির বেশি অনুবাদ। bitcoin.org. এ লিষ্টেড বিটকয়েন হোয়াইট পেপারের অনুবাদক।
- mindrust: অনুবাদ আমার ব্যাবসা এবং ব্যাবসা ভালো।
- Porfirii: ২০১৭ থেকে ৭০ টির বেশি প্রজেক্ট স্প্যানিশ ভাষায় অনুবাদ করেছি। আমার Porf-olio এর জন্য আমাকে জিজ্ঞাসা করুন।
- Peanutswar: অনুবাদ হচ্ছে নলেজ শেয়ার করা।
- সিগ্নেচারযোগাযোগ করুন:[1] পেইড অনুবাদের জন্য: যদি আমাদেরকে দিয়ে আপনার প্রজেক্ট এর অনুবাদ করতে চান, দয়া করে এখানে পোষ্ট করুন অথবা আমাদের প্রাইভেট মেসেজ করুন এবং আমরা আপনাকে প্রস্তাব পাঠাবো। [2] ফ্রি অনুবাদের জন্য: যদি আপনি কোনো নির্দিষ্ট, অতি অর্থপূর্ন অরিজিনাল পোষ্ট আমাদের মাধ্যমে ফ্রি তে আমাদের লোকাল বোর্ড এ অনুবাদ করার প্রস্তাব দিতে চান, তবে এখানে পোষ্ট করে আমাদের জানাতে পারেন। যতো বেশি প্রস্তাব আমরা পাই, ততো বেশি ট্রান্সলেশন আমরা করে থাকি। আমাদের সাপোর্ট করতে চান? আমাদের এল্যায়েন্স এবং/অথবা নির্দিষ্ট টপিক স্পন্সর করুন।পেমেন্ট করার জন্য এস্ক্রো: GazetaBitcoin. ডিসক্লেইমার: ------------------------------------- যদিও আমরা অনুবাদ করার জন্য সবচেয়ে বৈধ প্রজেক্টগুলো বেছে নেওয়ার চেষ্টা করব, তবে তাদের নিজ নিজ ম্যানেজার রা ভুল সিদ্ধান্ত নিলে কী হবে, তা আমরা তার প্রতিশ্রুতি দেই না। আমরা শুধুমাত্র তাদের আগের লেখাগুলো অনুবাদ করার জন্য আমাদের সার্ভিস অফার করি ------------------------------------- আমরা যে প্রজেক্ট এ কাজ করছি তার সত্যনিষ্ঠার ব্যাপারে আপনার যদি গুরুতর কোনো সন্দেহ থাকে, বা প্রমান থাকে, অনুগ্রহ করে আমাদেরকে জানান।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 23, 2024, 05:28:05 PM |
|
কি বলেন এমন বোকামি কেনো করছেন। cats এর কি গতি হবে এটা আগেই আন্দাজ করতে পেড়েছিলাম। গ্রুপে গ্রুপে দেখতে পাইছি যে কেউ কেউ প্রতি লাখ টোকেন ৪০$ করে পর্যন্ত কিনতেছে আমি আমার পরিচিত কয়েকজনকে বলছিলাম যে বিক্রি করে দিতে তারাও বেশি লোভ করে বিক্রি করেনাই পরে প্রতি ১ লাখ টোকেনের দাম কেমন হইছে তা তো দেখছেন। Hamster এর ক্ষেত্রেও একই রকম হাইপ ছিলো আমি আমার bybit এ নেওয়া টোকেন গুলা আগেই buy/sell গ্রুপে ২.৫ টাকা প্রতি কয়েন বিক্রি করে দিয়েছিলাম। পড়ে দেখলাম তার অর্ধেক দামেও এক্সচেঞ্জে আসেনাই।
ব্রো আমার নিজের এক বন্ধু কে আমি প্রি মার্কেটে প্রি মার্কেটে বললে ভুল হবে Hamster যখন Bybit দিতে ডিপোজিট করা যাচ্ছিল এবং internal transfer করা যাচ্ছিল তখন Sell দিয়ে দিয়েছিলাম প্রায় 2 সেন্ট প্রাইজে পরবর্তীতে সকালে আমাকে ফোন করে সে বলতেছে বন্ধু মনে হয় ভুল করে ফেললাম আমরা, মানে সে ইনডিরেক্টলি আমাকে ব্লেম করতেছিল যে আমি হয়তো তাকে কম রেট এ হ্যামস্টার কয়েন সেল করে দিয়েছি সে আরেক বন্ধুর কাছ থেকে শুনেছিল যে হামস্টার ৮ সেন্ট করে প্রাইস হবে আমি ওর কথার একটা রিপ্লাই না দিলে জাস্ট হাসি দিয়ে বললাম ৮ সেন্ট এ উঠলে আমাকে জানাস। পরবর্তীতে লিস্টেড হওয়ার পর এর দিন আমাকে ধন্যবাদ জানিয়েছে কারণ তার অন্যান্য বন্ধুরা ১ সেন্টেও বিক্রি করতে পারেনি। এখনো সে আমাকে ধন্যবাদ জানায়। যাই হোক ভাই আপনার এই পোস্টে আমি অলরেডি রেপুটেসেন বোর্ডে দেখে এসেছি পোস্টটা সুন্দর হয়েছে তবে ভাই আপনার চার্ট এর কালার দুইটার মধ্যে অনেকটাই মিল হয়ে গিয়েছে সব সময় কালার গুলোর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করবেন কারণ আমাদের পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে। Woke Up এর জন্য হলুদ দিলেন অথবা Password RESET Via Email এর জন্য আকাশী নীল বা অন্য কিছু দিলেন। জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য: ১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে। সত্যি কথা বলতে ভাই এই খামার শব্দটা দেখে আমি অনেকক্ষণ হাঁসলাম। এইখানে র বাংলা ব্যবহার না করে ফার্মার ব্যবহার করতে পারেন কারণ আমরা অনেক ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করি না কারণ এর বাংলা এর চাইতে ইংরেজি ভালো শোনা যায় বা তার বাংলা শব্দই নেই।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Z_MBFM
|
 |
October 23, 2024, 06:35:05 PM |
|
বর্তমানে টেলিগ্রাম ট্যাপ ট্যাপ এয়ারড্রপগুলো ব্যাপক হারে বিস্তার লাভ করেছে। এবং এগুলোর মাধ্যমে আমরা মিলিয়ন মিলিয়ন নতুন ইউজারকে ক্রিপ্টো দুনিয়ায় আসতে দেখছি প্রতিনিয়ত। যদি আমরা বাংলাদেশের পরিস্থিতি বলতে চাই তাহলে দেখতে পাবেন রিকশাচালক, কৃষক, ছাত্র, চাকরিজীবী সব ধরনের লোক এখন এয়ারড্রপ নিয়ে মাতামাতি করছেন। আর এগুলোর অ্যাডভান্টেজ নিয়ে অনেক স্কামার স্কাম করছেন আবার অনেক ইনভেস্টমেন্টররা অনেক প্রফিটও করছেন। যাইহোক আজকের মূল টপিক হচ্ছে প্রি-মার্কেট, এটি কি? কিভাবে কাজ করে? এবং লজিক্যালি এখান থেকে কি পরিমাণে প্রফিট করা সম্ভব!
- প্রি-মার্কেট কী ? এটি এক ধরনের ট্রেডিং, যেখানে যে কেউ একটি অনুমানের উপর নিজের প্রেডিকশনকে ট্রেড করতে পারেন একটি নির্দিষ্ট পরিমাণ জমানত রাখার মাধ্যমে। মানে আপনার কাছে টোকেন না থাকা সত্ত্বেও আপনি অনুমানের উপর একটি ট্রেড করবেন। তবে যেহেতু এখানে জামানতের একটি আইন রয়েছে সেহেতু এখানে এক্সচেঞ্জারগুলো আপনাকে আপনার ইনভেস্টমেন্টের সেফটি দিচ্ছে। তবে প্রফিট এবং লস আপনার প্রেডিকশনের উপর নির্ভর করে
- প্রি-মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ? এখানে আপনি স্পট ট্রেডিং এর মত একটি টোকেন ক্রয় করতে কিংবা বিক্রয় করতে পারবেন। তবে ক্রয় করার সময় তাৎক্ষণিক কোন টোকেন পাবেন না আবার বিক্রয় করলেও আপনি তাৎক্ষণিক কোন টোকেন কাউকে দিতে পারবেন না। তবে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা উভয় যে পরিমাণ ডলারের ট্রেডিং করবে ঠিক সেই পরিমাণ ডলার এক্সচেঞ্জারের কাছে জামানত রাখবে। এবং যখন টোকেনটি লিস্ট হবে তখন বিক্রেতা টোকেন কিনে বা তার কাছে থাকা টোকেন রিলিস করবেন। এবং সেই সময় ক্রেতা টোকেন পেয়ে যাবে এবং বিক্রেতা তার নিজের জামানত এবং ক্রেতার জামানত রাখা ডলার পেয়ে যাবে।
- প্রি-মার্কেটে কেনো উভয় পক্ষকে জামানত রাখতে হয় ? যেহেতু এখানে কারো কাছেই টোকেন থাকে না সেহেতু যদি শুধুমাত্র এক পক্ষ জামানত রাখেন, ধরুন আমি টোকেন বিক্রি করব এবং আপনি কিনবেন সে ক্ষেত্রে আপনি কেনার কারণে যদি আপনার ডলার জামানত রাখতে হয় এবং আমাকে না রাখতে হয় সেক্ষেত্রে যদি প্রি-মার্কেটের দামের থেকে লিস্টিং দাম বেশি হয় সেই সময় আমি আপনাকে টোকেন দিতে রাজি হব না। কারণ আমি মার্কেটে বিক্রি করলে তার থেকেও বেশি বিক্রি করতে পারব। তাহলে আমি কেন আপনাকে কম দামে টোকেন দিব। তবে সেই সময় আপনি আপনার জামানত ফেরত পেয়ে গেলেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ সেই টাকা আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারতেন এবং আপনি প্রফিট করতে পারতেন সম্ভবত। তাই আপনি সেই সময় অবশ্যই এটি মেনে নিতে চাবেন না। এ কারণেই প্রি-মার্কেটের ক্ষেত্রে উভয় পক্ষকেই জামানত রাখতে হয়।
- প্রি-মার্কেটে আপনি ম্যাক্সিমাম কত পারসেন্ট প্রফিট করতে পারবেন ? এখানে লজিক্যালি যদি টোকেন ক্রয় করেন সে ক্ষেত্রে সর্বোচ্চ ২ গুন, এবং যদি বিক্রি করেন সে ক্ষেত্রে আপনার ভাগ্য ভাল থাকলে অনেক বেশি প্রফিট করতে সক্ষম হতে পারেন। কারণ প্রি-মার্কেটের নিয়ম অনুযায়ী যদি বিক্রেতা তার কথা না রাখেন সে ক্ষেত্রে বিক্রেতার জামানত ক্রেতাকে দিয়ে দেওয়া হয়। যেমন ধরেন আপনি প্রি-মার্কেটে কোনো টোকেন ১$ করে কিনলেন ১০০ পিস এর জন্য আপনাকে ১০০$ জামানত রাখতে হবে এবং যখন টোকেনটি লিস্ট হবে তখন আপনাকে সেই টোকেন রিলিজ করবে বিক্রেতা সর্বোচ্চ ৪-১২ ঘণ্টার মধ্যে এটি এক্সচেঞ্জারের রুলস এর উপর নির্ভর করে। কারণ আমি একেক এক্সচেঞ্জে একেক রকম টাইমিং দেখেছি। যদি সেই টোকেন বিক্রেতা রিলিজ না করেন সে ক্ষেত্রে তার ১০০$ জামানত এবং আপনার জামানত সহ $২০০ আপনি পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে আপনি টোকেন কিনেছেন কিন্তু সে আপনাকে টোকেন দেননি। এবার ভাবুন আপনি ১০০ টোকেন ১০০$ দিয়ে ক্রয় করলেন সেই টোকেনের দাম যদি এক্সচেঞ্জে এসে প্রতি টোকেন ১.৯৯$ হয় মানে টোটাল ১৯৯$ পর্যন্ত দাম হয় তাহলে বিক্রেতা টোকেন দিতে সম্মত হবেন। কারন ১৯৯$ এর টোকেন দিলে সে তার $১০০ জামানত ফেরত পাচ্ছেন তাই এক্ষেত্রে তার লস হচ্ছে ৯৯ ডলার। তবে যদি সেই টোকেনের মূল্য হয় ২.৫$ বা তারও বেশি তাহলেকি সে টোকেন দিতে সম্মত হবে? কখনই না কারন তার সেই $১০০ জামানত বাচানোর জন্য তাকে খরচ করতে হবে $১৫০ বা তারও বেশি তখন সে অবশ্যই কম লসের জন্য তার জামানত ছেড়ে দেবেন। এক্ষেত্রে আপনার ২ গুন প্রফিট হচ্ছে।
তবে এখন একজন বিক্রেতা হিসেবে চিন্তা করুন। ধরুন আমি একটি টোকেনের দাম ১$ অনুমান করে বিক্রি করছি ১০০ টোকেন, যার জন্য একইভাবে আমাকে ১০০$ জামানত রাখতে হবে। এক্ষেত্রে আমার কাছে কোন টোকেন থাকার প্রয়োজন নেই কারন আমার পরিকল্পনা হচ্ছে আমি টোকেন লিস্ট হবার পর মার্কেট থেকে কম দামে টোকেন কিনে তাকে রিলিজ করব। এর কারণ হচ্ছে আমি প্রেডিকশন করেছি যে সেই টোকেনের দাম প্রি-মার্কেটের থেকে রিয়াল মার্কেটে আসার পর দাম কম থাকবে। তাই টোকেন লিস্ট হবার পর যদি এক্সচেঞ্জে সেই টোকেনের দাম হয় $০.১ তাহলে আমি সেখানে ১০০ টোকেন কিনতে পারবো মাত্র $১০ দিয়ে। তখন আমি ১০ ডলার দিয়ে টোকেন কিনে রিলিস করবো তাতক্ষনিক আমার জামানতের ১০০$ এবং টোকেন ক্রেতার ১০০$ আমার কাছে চলে আসবে। তাহলে লাভ হলো কত গুন? এখানে ১০ গুন প্রফিট হলো কারণ এখানে আপনি খরচ হচ্ছে মাত্র ১০ ডলার কিন্তু পাচ্ছি ১০০$।
নোট - পোস্টটি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে তাই আমি এখানে আর বেশি কিছু যোগ করছি না। যদি কারো প্রি-মার্কেট সম্পর্কে অন্য কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Ricardo11
|
 |
October 24, 2024, 04:35:45 PM |
|
আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন. আজ আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমি অবশেষে সিনিয়র মেম্বার রাঙ্ক অর্জন করেছি। এটি আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা, আমি এই ফোরাম প্রায় এক বছর ছয় মাস যাবত রয়েছি, এবং আমি আজকে সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছি. আজকে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত. আপনাদের সকলের সাহায্য পেয়ে অবশেষে আমি এই পর্যায়ে পৌঁছেছি, আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ. বিশেষ করে Shishir99 ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তিনি আমাকে শেষ চারটি মেরিট দিয়ে ২৫০ টি মেরিট পূর্ণ করিয়ে দিয়েছেন. আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব. এবং আমি ফোরামের এবং আমাদের লোকাল বোর্ডের সকল সদস্যদের কে ধন্যবাদ জানাই কারণ আপনাদের সাহায্য এবং ভালোবাসা না পেলে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না. আমি আশা করি, সামনে আরও ভালোভাবে এই ফোরামে অবদান রাখতে পারব এবং নতুনদের সাহায্য করতে পারব। আবারও ধন্যবাদ সবাইকে! এবং আমি Shishir99 ভাই কেউ অভিনন্দন জানাই, কারণ তিনিও আজকে হিরো মেম্বার রেঙ্ক অর্জন করেছে. Shishir99 ভাই আমাদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ পোস্টগুলো শেয়ার করে থাকেন, যার ফলে প্রত্যেকেই নতুন নতুন বিষয়গুলো শিখতে পারে, তিনি আমাদের ফোরামে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন. এবং সব সময় বিভিন্ন নতুন জিনিস সবার সাথে শেয়ার করে থাকেন. তার এই ভালো কাজের জন্য আমি তাকে সবসময় সম্মান করি. আবারও আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই, আপনার জন্য শুভকামনা রইল এভাবেই এগিয়ে যান ভাই. সামনে আরো বড় সফলতা অর্জনের জন্য শুভকামনা রইল ভাই.
|
|
|
|
|
Shishir99
|
 |
October 25, 2024, 09:44:46 AM |
|
আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ. বিশেষ করে Shishir99 ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তিনি আমাকে শেষ চারটি মেরিট দিয়ে ২৫০ টি মেরিট পূর্ণ করিয়ে দিয়েছেন. আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব. এবং আমি ফোরামের এবং আমাদের লোকাল বোর্ডের সকল সদস্যদের কে ধন্যবাদ জানাই কারণ আপনাদের সাহায্য এবং ভালোবাসা না পেলে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না.
আবারও আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই, আপনার জন্য শুভকামনা রইল এভাবেই এগিয়ে যান ভাই. সামনে আরো বড় সফলতা অর্জনের জন্য শুভকামনা রইল ভাই.
আপনাকে অভিনন্দন। আমি রেপুটেশন বোর্ড এ গিয়ে এই থ্রেড এ ঢুকেছিলাম আর ভাবছিলাম আমিও এরকম মেরিট কাউন্টডাউন দেবো নাকি। একবার ভাবছি দেবো, আবার ভাবছিলাম ৪ মেরিটের জন্য দেয়ার দরকার নাই। উল্টো দেখি অন্য কাউকে হেল্প করতে পারি কি না। একজন লিজেন্ডারি মেম্বারের কিছু মেরিট দরকার ছিলো, তার পোষ্ট হিস্টোরি চেক করে তাকে হেল্প করলাম, থ্রেড এ ব্যাক আসতেই খেয়াল করলাম আপনি সেখানে মেরিট কাউন্টডাউন দিয়ে রাখছেন আর মাত্র ৪ মেরিটের দরকার, তো ভাবলাম আপনাকে শেষ ৪ মেরিট দিয়ে হেল্প করি। পরে দেখলাম যে লিজেন্ডারি মেম্বার কে হেল্প করলাম, উনিই আমাকে উল্টো হেল্প করলো লাস্ট ৪ মেরিট দিয়ে। যাই হোক, আমাদের এখানে কয়েকদিন ধরে রেংক আপ হচ্ছে। যদিও লোকাল থ্রেড এ আমি তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই, তবুও আপনারা আমাকে হেল্প করেছেন দেখে ভালো লাগলো। এক সময় আমি লোকাল থ্রেড এর অনেক কে মেসেজ করে পরামর্শ চেয়েছি যে কিভাবে কি করা যায়। ওনারা আমাকে সাজেশন দিয়ে হেল্প করেছেন। সবাইকে ধন্যবাদ।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 25, 2024, 12:37:26 PM |
|
কোট
হিরো হইয়া গেলেন মিয়া, আমিও আইতেছি খাড়ান। ভাবছিলাম একলগে হমু বাট আন্নের "লিংক" পোস্টের কারণে এক ধাক্কায় উইড়া গেছেন। সমস্যা নাই, আমি পেছনে আছি, আইয়া পড়মু নি। কংগ্রাচুলেশনস আই গেস।
LB, তোমার ১কে এর ট্রিট বাকি কিন্তু! 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
inearth
Member

Offline
Activity: 107
Merit: 55
|
 |
October 25, 2024, 02:07:01 PM |
|
কোট
গতকাল দিনটি আমাদের জন্য বিশেষ ছিল, কারণ আমাদের প্রিয় দুই ভাই Ricardo11 এবং Shishir99 ভাই একই দিনে র্যাঙ্কআপ করেছেন! 🎉 এই অর্জনের জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি আপনাদের কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং অব্যাহত অবদানের স্বীকৃতি। ফোরামের উন্নতির জন্য আপনাদের অবদান এবং সচেতনতা সত্যিই প্রশংসনীয়। আমি নিশ্চিত, Shishir99 ভাই আগামীতে আরও ভালোভাবে অবদান রাখবে এবং আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। আপনাদের এই অর্জন আমাদের বাংলা বোর্ডের গর্ব বৃদ্ধি করেছে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল. আশা করি, ভবিষ্যতে আমরা সবাই মিলে একসাথে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারব।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
October 25, 2024, 07:59:03 PM |
|
 আজকে আমি একটি বিষয় লক্ষ্য করলাম সেটি হচ্ছে আপনি যদি Binance এর ফান্ডিং অপশনে যান এবং সেখানে ফান্ডিং এসেটের সার্চ অপশনে BDT লিখে সার্চ করেন সেখানে আপনি বাংলাদেশী টাকার অপশন পাবেন। আপনি যদি এর ব্যাখ্যা দিতে চান যে p2p তে BDT তে ডলার কেনাবেচা করা যায় এ কারণে ফান্ডিং এ সেটি দেখাচ্ছে করছে। তাহলে এটি আপনার ভুল চিনতা। কারণ ইন্ডিয়ান রুপি p2p তে রয়েছে কিন্তু ফান্ডিং অ্যাসেট এর জায়গায় আপনি INR লিখে সার্চ করেন তাহলে আপনি খুঁজে পাবেন না। ফান্ডিং অপশনে এটি অ্যাড করা মানে আপনি বাংলাদেশের ব্যাংক কার্ড দিয়ে Binance থেকে সরাসরি ডলার কিনতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যেখানে বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ সেখানে কিভাবে Binance এটি সেখানে লিস্ট করতে পারে ? Binance কোন স্কাম বা কোন ছোট এক্সচেঞ্জ প্লাটফর্ম নয়। এটি পুরো বিশ্বের টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাটফর্ম। তারা কখনোই একটি দেশের অথরিটির বৈধ পারমিশন ছাড়া তাদের এক্সচেঞ্জে সেই দেশের কারেন্সি কে তালিকাভুক্ত করবে না। আসলে কিভাবে সেখানে BDT লিস্টিং করল তারা? তার মানে কি বাংলাদেশে ক্রিপ্টো বৈধতা পেতে যাচ্ছে নাকি হিডেনভাবে এটি লিস্টিং করানো হয়েছে টাকা পাচারের মতো কার্যকলাপ সংঘটিত করার জন্য ! আপনি এই বিষয়ে কি বলবেন আপনি কি চিন্তা করছেন ? এটি একটি চিন্তার বিষয় নয়?
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|