|
Z_MBFM
|
 |
December 30, 2024, 04:19:27 PM |
|
 আমি অনেকদিন যাবত ব্যাংকিং সেক্টর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি কিন্তু সেরকম সময় হয়ে উঠতেছে না। যাইহোক আমি যতটুকু জানি এই বিষয়গুলো আমি এখানে পোস্ট করতেছি কারন আমি জানি এখনো ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন জাগে। ব্যাংকে ঋণ খেলাপি কেমনে হয়? ব্যাংক মূলত কয়েকভাবে লোন দিয়ে থাকে তবে সবচাইতে বেশি যে লোন চলে আর যে লোনগুলোর মাধ্যমে ঋণ খেলাপি বেশি হয় তা হলো CC লোন । এটা মূলত পায় যারা ব্যবসা করে করে তারা তবে এর লোন পরিশোধ সময় থাকে কম। এখানে জামানত রাখা লাগে বিজনেস এর কাচামাল বা স্থাবর অস্থাবর সম্পত্তি ইত্যাদি। আপনি যত সম্পদ জামানত রাখবেন তার প্রায় ৮৫-৯০% লোন পাবেন। এখন ধরেন আপনি ব্যাংকের ম্যানেজার আমার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক এবং একই সাথে আপনি লোভি। আমি আপনাকে অফার করলাম যে আপনি আমাকে লন পাশ করে দেন আমি আপনাকে ২০% কমিশন দিব। আপনি আমার কোন ১ কোটি টাকার সম্পদ ১০০ কোটি টাকা ভ্যালু দেখিয়ে হেট অফিস থেকে আমাকে ১০০ কোটি টাকা লোন পাশ করে দিলেন এখন আমি কি করব আমি তো সেই লোন দেওয়ার নাম নিবো না ব্যাংক আমার জামানত খাইক গা ১ কোটি টাকা আমি পাইলাম ১০০ কোটি আপনাকে ২০% দিলেও আমার আরো ৮০ কোটি থেকে গেলো। এইভাবেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে যার কারনে আমরা আমাদের জমানো টাকা এখন ব্যাংক থেকে তুলতে পারতেছি না। আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি লোন পাবেন ব্যাংক থেকে ?হ্যা পাবেন তার জন্য আপনাকে ব্যাংকে জামানত রাখতে হবে। যেমন ধরেন আপনার কাছে ৫ লাখ টাকা আছে যা আপনি খরচ করতে চাচ্ছেন না তবে আপনার ২ লাখ টাকা অনেক দরকার আর এই টাকা আপনি কয়েক মাস পরেই ম্যানেজ করতে পারবেন আপনে এ ক্ষেত্রে ব্যাংকে আপনার টাকা FDR করে সেটা জামানত রেখে তার এগেইন্সটে লোন নিতে পারবেন আপনাকে যদি সেই FDR এর জন্য ১০% ইন্টারেস্ট দেয় ব্যাংক তাহলে তারা আপনার লোন এমাউন্টের উপর ১২.৫% ইন্টারেস্ট নেবে মানে গড়ে ২.৫% লাভ দিতে হবে তাদের। আর আপনি আপনার FDR এমাউন্টের ৯০% টাকা লোন নিতে পারবেন। এটার মেয়াদ থাকবে ১ বছর আপনি মূল টাকা ফেরত দিতে না পারলেও সমস্যা নেই তবে ৩ মাস পর পর আপনাকে আপনার লোনের যে সুদ তা পে করতে হবে ব্যাংকে। ১ বছরে শোধ না করতে পারলে বছর শেষে রিনিউ করে নিতে পাড়বেন। আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি Cradit Card নিতে পাড়বেন ?Cradit Card হচ্ছে এক প্রকার লোন সুবিধা আপনি এ ক্ষেত্রেও FDR জামানত রেখে Cradit Card নিতে পাড়বেন তবে এর জন্য আপনার Taxpayer's Identification Number (TIN) সার্টিসিকেট থাকতে হবে ও আপডেট রিটার্ন দেওয়া থাকতে হবে। Cradit Card এর সুবিধা ও অসুবিধা Cradit Card এর সুবিধা অনেক যদি আপনি এটা প্রপারভাবে ব্যবহার করতে পারেন। আপনি আপনার কার্ডের লিমিট অনুযায়ী শপিং করে অনলাইন পেমেন্ট করে খরচ করতে পাড়বেন আর এই টাকা মাসের ২৮ তারিখে বিল হবে এবং পরবর্তি মাসের ১২ তারিখের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। যদি সময়ের মধ্যে পরিশোধ করতে পারেন তাহলে কোনো প্রকার সুদ দিতে হবে না আপনাকে তবে যদি সময় মত পরিশোধ করতে না পারেন তাহলে উচ্চ % সুধ দিতে হবে আমি নিজে ব্যবহার করে যতটুকু এক্সপেরিয়েন্স পেয়েছি তা শেয়ার করলাম। Cradit Card এর কোনো অতিরিক্ত চার্জ নাই শুধু বাৎসরিক কার্ড ফি ছাড়া আমার কার্ডের ফি বছরে ১৫০০ টাকা। Cradit Card ব্যবহারে একটা অসুবিধা হলো ক্যাশ টাকার থেকে খরচ বেশি হয় কারন সাথে সাথে টাকা দিতে হয় না তাই টাকা খরচ করতে মায়া লাগে কম। Debit Card এর সুবিধা ও অসুবিধা এটা ব্যবহারে পুরাটাই সুবিধা বর্তমান সময়ে ব্যাংক কার্ড অনেক গুরুত্বপূর্ন যখন তখন হ্যাছেল ছাড়া ATM থেকে টাকা তোলা সহ অনলাইনে পেমেট করা এমন অনেক সুবিধা। Nexus pay, AMEX, VISA, MasterCard কোন কার্ড ভালো নিঃসন্দেহে VISA অথভা MasterCard নিবেন এগুলো দিয়া আপনি দেশ বিদেশ সকল ATM থেকে টাকা তুলতে পাড়বেন যা অন্যান্য কার্ডে খুব বেশি পাড়বেন না। কোন ব্যাংকের কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করা যায় মানে Duel Currency কার্ড দিয়ে থাকে সব ব্যাংকের কার্ড দিয়েই ডলারে পেমেন্ট করা যায় যদি সেটা হয় VISA, AMEX, MasterCard এবং এর জন্য অবশই আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্ট দিয়ে কার্ডের ডলার Endorsement করে ফরেন গেটওয়ে অন করে নিতে হবে। ডলার Endorsement কি এর জন্য কত টাকা খরচ হয় ডলার Endorsement হলা আপনার ডলার খরচ করার অনুমোদন আপনি যদি ৫০০০ ডলার Endorsement করেন সে ক্ষেত্রে আপনি আপনার কার্ড দিয়ে ৫০০০ ডলার খরচ করতে পাড়বেন সেটা হোন অনলাইনে পেমেন্ট বা বিদেশে গিয়ে ATM থেকে টাকা তোলা। আপনার সেই ৫০০০ ডলার লিমিট শেষ হলে আপনি রিজন দেখিয়ে আরো লিমিট নিতে পাড়বেন। এর জন্য আপনার একাউন্টে টাকা থাকতে হবে না যখন পেমেন্ট করবেন তখন একাউন্টে বাংলা টাকা থাকলে সেই দিনের ডলার রেট অনুযায়ী কার্ড থেকে টাকা কাটবে। ব্যাংকে আমাদের টাকা কতটা নিরাপদ ?যেভাবে দেশ থেকে টাকা পাচার হয় এবং ঋণ খেলাপি হয় তাতে আমাদের টাকা কোনোভাবেই ব্যাংকে নিরাপদ না। আর বর্তমান অবস্থা তো সবাই জানেন কি হচ্ছে ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তোলার লিমিট কেনো কমানো হয়েছেব্যাংকের যে অবস্থা তাতে আজকে যদি আগে মত লিমিট করে দেওয়া হয় তাহলে ৭ দিনের মধ্যে অনেকগুলো ব্যাংক দেওলিয়া হয়ে যাবে তাই ব্যাংকগুলো বাচিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত নিছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে পর্যাপ্ত পরিমান ক্যাশ টাকা নেই আর মানুষ যেমন প্যানিক হয়ে গেছে তাতে সবাই তাদের টাকা তোলা শুরু করবে এতে ব্যাংক পুরো দেউলিয়া হয়ে যাবে যেগুলো দূর্বল আছে । নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
December 30, 2024, 05:57:11 PM |
|
ভাই কার কি অবস্থা? ইনভেস্টমেন্ট কতদূর কি? আপ নাকি ডাউন?
টোটাল ইনভেস্টমেন্ট এর দিকে যদি যাই তাহলে লসে নাই তবে ডাউন আছে অনেকটাই। মার্কেট তো ইউজ কারেকশন নিতেছে এখন তো মার্কেটে শুধু লাল বাত্তি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না একটু আগে বিটকয়েন 92 হাজারের ঘর দিয়ে ঘুরে আসলো। পলিগন আবারও আমাকে পশ্চাৎ*দেশ মারার ধান্দা করতেছে। তবে আশা রাখতেছি এটা শুধুমাত্র একটি মার্কেট কারেকশন। আপনারা এখনো বিটিসি হোল্ড করেতেছেন নাকি কারেকশনের সময় ভয়ে সেল মারছেন? আমি বেশ কিছু বিটিসি হোল্ড করে রেখে দিসি, যা দিন দিন কমতেই আছে। দোয়া করেন ২০২৫ এ যেনো ভালোভাবে অল্ট সিজন শুরু হতে পারে। অলরেডি হিউজ পাম্প দেখতেছি। আমার হোল্ডে বেশ কিছু অল্ট আছে যেগুলোতে অলরেডি ২০০-৩০০% পাম্প হইছে।
টার্গেট ভাই ১২০কে আশা করি তার আগে সেল দেওয়া লাগবে না দরকার পরলে সামনের সিজনে সেল দিব। কিন্তু ঝামেলা হইলো গিয়া অল্ট কয়েন গুলারে নিয়া। এগুলারে কখন সেল দিব এইটা নিয়া বিপদে রয়েছি। যাই হোক আমি আবারও আশা করতেছি বিটকয়েনের এই কারেকশন হয়তো অল্ট কয়েন সিজনকে আমন্ত্রণ জানাবে। কেননা বিটকয়েন যখন ডাম্প করে এবং ফুড এর কারণে ইনভেস্টাররা যখন ধীরে ধীরে অল্ট কয়েন এর দিকে ঝুঁকে তখনই অল্ট কয়েন এর মার্কেট বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে অল্ট কয়েন সিজন এর সূচনা হয়। আমি আশা করব এবারের কারেকশন বিটকয়েনের ডোমিনান্স মার্কেট থেকে কমাবে এবং সেই সাথে অল্ট কয়েনের ডমিনেন্স একটু হলেও বাড়াবে আর সেটাই হয়তো সিগন্যাল দেবে সামনে অল্ট কয়েন সিজন শুরু হবে কিনা । আর ভাই এরকমভাবে কোথায় কম্পেয়ার করা যায় কারো কাছে কি কোন ভালো ওয়েবসাইট এর নাম-ঠিকানা হবে? 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
December 30, 2024, 07:19:25 PM |
|
টোটাল ইনভেস্টমেন্ট এর দিকে যদি যাই তাহলে লসে নাই তবে ডাউন আছে অনেকটাই। মার্কেট তো ইউজ কারেকশন নিতেছে এখন তো মার্কেটে শুধু লাল বাত্তি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না একটু আগে বিটকয়েন 92 হাজারের ঘর দিয়ে ঘুরে আসলো। পলিগন আবারও আমাকে পশ্চাৎ*দেশ মারার ধান্দা করতেছে। -snip-
টার্গেট ভাই ১২০কে আশা করি তার আগে সেল দেওয়া লাগবে না দরকার পরলে সামনের সিজনে সেল দিব। কিন্তু ঝামেলা হইলো গিয়া অল্ট কয়েন গুলারে নিয়া। এগুলারে কখন সেল দিব এইটা নিয়া বিপদে রয়েছি। যাই হোক আমি আবারও আশা করতেছি বিটকয়েনের এই কারেকশন হয়তো অল্ট কয়েন সিজনকে আমন্ত্রণ জানাবে।
মিয়া অধা ঘন্টা আগেই না দেখলাম ৯১ কে সামথিং, আর এখন ৯৪.৫ কে তে উপর নিচ হয়, ঠাস করে ৩ কে উপরে উঠে গেছে। 🤦♂️ পলিগনে কত লাগায় রাখছেন? ১ মাসে পলিগন ভালোই ডাইন গেছে দেখলাম। ও সমস্যা না, ফর্মে আসলে আবার আগের পজিশনে চলে আসবে ধীরে ধীরে। আমার কিছু কিছু অল্ট ৩-৫x হয়ে গেছে, জাস্ট কয়েকদিনের ব্যবধানে, আরো হোল্ড করবো ভাবতেছি, বেচি নাই। কেননা বিটকয়েন যখন ডাম্প করে এবং ফুড এর কারণে ইনভেস্টাররা যখন ধীরে ধীরে অল্ট কয়েন এর দিকে ঝুঁকে তখনই অল্ট কয়েন এর মার্কেট বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে অল্ট কয়েন সিজন এর সূচনা হয়। আমি আশা করব এবারের কারেকশন বিটকয়েনের ডোমিনান্স মার্কেট থেকে কমাবে এবং সেই সাথে অল্ট কয়েনের ডমিনেন্স একটু হলেও বাড়াবে আর সেটাই হয়তো সিগন্যাল দেবে সামনে অল্ট কয়েন সিজন শুরু হবে কিনা ।
আরেকটা সমস্যা হলো টাইম ব্যবধান অনেক কম অল্টের ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে দেখি ৫০% আপ, সকালে উঠে দেখি ১০০% ডাউন, মানে চোঁখের পলকে এপিঠওপিঠ (উদাহরণ দিলাম জাস্ট)। বিটকয়েনের ক্ষেত্রে এমনটা দেখিনি, সহজে ম্যানুপুলেট হয় না আমার মতে, বড় বড় শকিং নিউজ লাগে প্রভাব বিস্তার করতে, প্রাইজে চেন্জ আনতে (যেমন ট্রাম্পের জয়, পাউলের রিসেন্ট বক্তব্য, মাইক্রোস্ট্রাটাজিস্ট, ব্লাকরক ইত্যাদি)। আমার নিজের ধারণা এটা যদিও। আর ভাই এরকমভাবে কোথায় কম্পেয়ার করা যায় কারো কাছে কি কোন ভালো ওয়েবসাইট এর নাম-ঠিকানা হবে?
আপনি পাইলে আমারেও দিয়েন তোহ!
আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি Cradit Card নিতে পাড়বেন ? Cradit Card হচ্ছে এক প্রকার লোন সুবিধা আপনি এ ক্ষেত্রেও FDR জামানত রেখে Cradit Card নিতে পাড়বেন তবে এর জন্য আপনার Taxpayer's Identification Number (TIN) সার্টিসিকেট থাকতে হবে ও আপডেট রিটার্ন দেওয়া থাকতে হবে।
ভালো লিখছেন। যদিও বেমালা টাইম লাগলো পোস্টটি পড়তে। যাই হোক, এই পয়েন্টটা নিয়ে কনফিউশন ছিলো একটু! কেউ জব না করলে ব্যবসা না করলে সেক্ষেত্রে TIN সার্টিফিকেট পাবে কিভাবে? আমি এবিষয়ে একটু বেশিই কাঁচা, তাই কোনো স্টুপিড প্রশ্ন করলে ইগনোর বা বুঝায় দিয়েন। আমার নিজের কোনো TIN সার্টিফিকেট নেই, কিভাবে কি সেটাও জানিনা, কখনো দরকারও পড়ে নাই। আমি এতোদিন যতোদূর জানতাম একটা নিদিষ্ট এমাউন্টের উপরে ইনকাম থাকলে, বা বড় বিজনেস থাকলে, বা সরকারি চাকুরীজীবী হলে, সেক্ষেত্রে TIN সার্টিফিকেট করতে হয়, ট্রাক্স ভড়তে হয়, আর রির্টান জমা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। রেজিস্টেশনের জন্য মিনিমাম একটা রিকয়ারমেন্ট লাগে আরকি! তাই আমার মাথার উপর দিয়ে গেলো জিনিসটা! এখন আমার যদি এসব নাই থাকে, জাস্ট স্বল্প আয়ের একটা FDR থাকে, সেক্ষেত্রে সিস্টেম কি?
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Z_MBFM
|
 |
December 30, 2024, 08:28:46 PM |
|
কেউ জব না করলে ব্যবসা না করলে সেক্ষেত্রে TIN সার্টিফিকেট পাবে কিভাবে? আমি এবিষয়ে একটু বেশিই কাঁচা, তাই কোনো স্টুপিড প্রশ্ন করলে ইগনোর বা বুঝায় দিয়েন।
ভাই TIN করতে আপনার কোনো জব বা ব্যবসা কিছু থাকতে হয় না আপনার শুধু NID থাকলেই হয়। নাম এড্রেস NID info দিয়া রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে সার্টিফিকেট পাবেন যদিও সেখানে পেশা ফিল - আপ করার জন্য একটা অপশন আছে সেখানে অসংখ্য পেশা আছে এবংকি ছাত্রও পাবেন অপশনে। তাই TIN সার্টিফিকেট করা কোনো ঝামেলা না। তবে ঝামেলা পোহাতে পারেন প্রতি বছর রিটার্ন দিতে। আমার নিজের কোনো TIN সার্টিফিকেট নেই, কিভাবে কি সেটাও জানিনা, কখনো দরকারও পড়ে নাই। আমি এতোদিন যতোদূর জানতাম একটা নিদিষ্ট এমাউন্টের উপরে ইনকাম থাকলে, বা বড় বিজনেস থাকলে, বা সরকারি চাকুরীজীবী হলে, সেক্ষেত্রে TIN সার্টিফিকেট করতে হয়, ট্রাক্স ভড়তে হয়, আর রির্টান জমা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। রেজিস্টেশনের জন্য মিনিমাম একটা রিকয়ারমেন্ট লাগে আরকি!
ছেলেদের জন্য 3 লাখ আর মেয়েদের জন্য বছরে 3.5 লাখ টাকা এর উপরে ইনকাম থাকলে এই টাকার উপরে যত টাকা ইনকাম থাকবে সেই টাকার উপর ট্যাক্স দিতে হবে। যদি আপনি শুধু TIN সার্টিফিকেট করেন রিটার্ন না দেন তাহলে সেই সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। আবার একবার রিটার্ন দিলে তখন মাধতামূলক প্রতি বছর দিতেই হবে। আপনার ইনকাম না থাকলে জিরো রিটার্ন দেখাবেন তবে রিটার্ন সাবমিট করতেই হবে। এখন আমার যদি এসব নাই থাকে, জাস্ট স্বল্প আয়ের একটা FDR থাকে, সেক্ষেত্রে সিস্টেম কি?
TIN না থাকলে সম্ভবত পাবেন না। তবে যে ব্যাংকে FDR আছে সেই ব্যাংকে কথা বলে দেখতে পারেন । তবে মনে হয় না কাজ হবে কারণ TIN ছাড়া দেয়না এটা শিওর হলাম এই কারণে আমি সে বছর Credit card নিচ্ছি সেই বছরের আয়কর রিটার্ন দেওয়া ছিল না তখন আমাকে বলছিলো যে রিটার্ন দিয়ে সেই কাগজ জমা দিতে আর রিটার্ন এর কাগজ জমা দেওয়ার পর প্রোসেস শুরু করছে। যদিও ব্যাংক কর্মকর্তা আমাকে রিকোয়েস্ট করে credit card করে দিয়েছিল কারণ তার সেই বছরের টার্গেট পূরণ হচ্ছিল না। তবুও আপডেট রিটার্ন এর কাগজ ছাড়া হয়নাই।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Student of Bitcoin
Member

Offline
Activity: 79
Merit: 44
|
 |
December 31, 2024, 01:04:38 PM |
|
Happy New Year সবাইকে আরো একটি বছরের শুভেচ্ছা অর্থাৎ সবাইকে শুভ নববর্ষ।  আমরা দেখতে দেখতে আরো একটি বছর অতিবাহিত করছি অর্থাৎ আমরা আরও একটি বছরের খুব কাছাকাছি চলে এসেছি। এই বছর আমাদের বিটকয়েন ফোরামের সকল সদস্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কেননা এবছর বিটকয়েনের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেইসাথে এই বছর বিটকয়েন চতুর্থ বারের মত বিটকয়েন হালবিং হয়েছিল। শুধু তাই নয় এই বছর অনেক দেশ অনেক ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করেছে। এটা বিটকয়েনের জন্য একটি ইতিবাচক দিক ছিল। আমরা আশা করব যে ২০২৪ সাল থেকে যখন বিটকয়েনের জন্য ইতিবাচক ছিল হয়তো 2025 সালের বিটকয়েনের জন্য ইতিবাচক হবে। By the way, ২০২৫ সালে আমাদের এই ফোরামের সকল সদস্যসহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্য সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক এই কামনা করি।
|
|
|
|
|
|
Wonder Work
|
 |
December 31, 2024, 05:45:25 PM |
|
By the way, ২০২৫ সালে আমাদের এই ফোরামের সকল সদস্যসহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্য সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক এই কামনা করি।
 দেখতে দেখতে আমরা সকলে মিলে এই বছরটা ভালো-মন্দ মিশিয়ে সময় পার করে পরিশেষে বছর তাই শেষ হয়ে গেল আজকেই বছরের নতুন দিন। নতুন বছরকে সাদরে গ্রহণ করতে যাচ্ছে আমরা। বছরের শুরুর দিন আমরা প্রিয়জনদের সঙ্গে এক জায়গায় জড়ো হই ছোটখাটো আনন্দের আয়োজন করা হয় তবে দিনটির শুরু কিন্তু হয় শুভেচ্ছা জানিয়ে। প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই দিনটি শুরু করা হয়। নতুন ও সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠাতে কারনা মন চায় তাই আপনাদের জন্য রইল নয়া শুভেচ্ছা বার্তা। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং পরিবার-পরিজন নিয়ে বন্ধু স্বজন নিয়ে সকলে এই বছরটি খুব ভালোভাবে উদযাপন করুক এবং সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক। ২০২৪ সাল আমরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার করেছি ২০২৪ সালে আমরা নতুন করে বাংলার স্বাধীনতা ফিরে পেয়েছিলাম ছাত্র জনতার আন্দোলনের পরে। মুক্তির বার্তা নিয়ে আমরা নতুন বছরে পা রাখতে চলছি আশা করি আমাদের এই যাত্রাটা খুবই ভালো হবে। ২০২৫ সাল অনেক নতুন আশা নিয়ে এসেছে আমাদের মাঝে সেই আশার হাত ধরেই যেন আমরা নতুন করে বাঁচা শুরু করি। নতুন একটা বছর পেলাম আমরা নতুন করে কিন্তু পিছনে ফেলে এসেছে আমরা ২০২৪ কে। ২০২৪ কে আমরা মিস করবো এবং আশা করি ২০২৪ সালের থেকে ২০২৫ সাল আমাদের জন্য মঙ্গলজনক হবে এবং আমরা এটা আশা করি। ফোরামের সকল ভাই-বোনদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। সকলের সুন্দরভাবে উপভোগ করুন এই দিনটি এবং পরম করুনাময় আল্লাহর কাছে দোয়া করুন যেন এই বছরটি আমাদের সবার জন্য সাফল্যমন্ডিত হয়। পরিশেষে বলি নতুন বছরের ভালোবাসা নিবেন ফোরামের সকল ভাইয়েরা। হ্যাপি নিউ ইয়ার ২০২৫
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
Dip69
Member

Offline
Activity: 88
Merit: 34
|
 |
December 31, 2024, 05:55:25 PM |
|
Happy New Year আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল। আর অল্প সময়ের মধ্যেই আমরা ২০২৫ সালে পদার্পন করতে যাচ্ছি। আমরা ২০২৪ সালে অনেক বিষয়ের সাথে নিজেকে সাক্ষী করার সুযোগ পেয়েছি। তার মধ্যে বিটকয়েন হালভিং এর কথা না বললেই নয় । আমি শুধু শুনেছি বিটকয়েন হালভিং এর কথা তবে এই বছর নিজের চোখে হালভিং দেখার সুযোগ পেয়েছিলাম। আমি বিটকয়েন ফোরামের সদস্য হওয়ার পর থাকে অন্য এক জগৎ সম্পর্কে জানতে পেরেছি। আমি বুঝতে পেরেছি পৃথিবীর অর্থনীতি কতটা বিটকয়েনের উপর নির্ভরশীল। আমি এমন অনেক জ্ঞানের সন্ধান পেয়েছি যা আমাকে আমার আশেপাশের পরিবেশ ও মানুষের থাকে শিখতে হলে হয়তো আমার জীবনের আরো কিছুটা মূল্যবান সময় দিতে হতো। বিটকয়েন ফোরাম আমাকে শুরু থাকেই প্রতিটা মুহূর্ত জ্ঞানঅর্জন করায় সাহায্য করেছে। ফোরামের সকল সদস্যের জন্য আমার পক্ষ থাকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করবো আমরা বিগত দিন গুলোতে যেভাবে একত্রে থেকেছি , সামনের দিন গুলোতেও আমরা একত্রে থেকবো। সকলের সুসাস্থর কামনা করছি। এবং আরো একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা Happy New Year.
|
|
|
|
|
|
Shishir99
|
 |
January 01, 2025, 08:29:37 AM |
|
নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।
গুরুত্ব পূর্ণ একটা পোষ্ট করেছেন। তবে আপনি অন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট মিস করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সকলের মনে একটা প্রশ্ন আছে যে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে? অনেকেই ব্যাংক এর ওপর ভরসা করে লাখ লাখ টাকা রেখেছেন। আমার জানামতে ব্যাংক দেউলিয়া হেয়ে গেলে গ্রাহক অল্প পরিমানে কিছু টাকা পাবে। কিন্তু সেটার প্রসেস কি, নিকট অতীতে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, ঘটে থাকলে সেই টাকা গ্রাহকরা পেয়েছে কি না, এরকম ডজন খানেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি এসব ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে বলে মনে করি।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Student of Bitcoin
Member

Offline
Activity: 79
Merit: 44
|
 |
January 01, 2025, 09:12:44 AM |
|
নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।
গুরুত্ব পূর্ণ একটা পোষ্ট করেছেন। তবে আপনি অন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট মিস করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সকলের মনে একটা প্রশ্ন আছে যে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে? অনেকেই ব্যাংক এর ওপর ভরসা করে লাখ লাখ টাকা রেখেছেন। আমার জানামতে ব্যাংক দেউলিয়া হেয়ে গেলে গ্রাহক অল্প পরিমানে কিছু টাকা পাবে। কিন্তু সেটার প্রসেস কি, নিকট অতীতে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, ঘটে থাকলে সেই টাকা গ্রাহকরা পেয়েছে কি না, এরকম ডজন খানেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি এসব ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে বলে মনে করি। এই বিষয়টি নিয়ে অর্থাৎ আপনি এখন বর্তমানে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই একটি পোষ্টের মধ্যে দেওয়া হয়েছে। জেটি এলবি এর আগে একটি পোস্টের মধ্যে সুন্দরভাবে সে উত্তরগুলো দিয়ে দিয়েছে। তার পোস্টের লিংক: https://asktom.cf/index.php?topic=631891.msg64862581#msg64862581আসলে সরকার পতনের পর থেকে সব মানুষের মধ্যেই একটা চিন্তা যে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে তারা যে ব্যাংকে টাকা জমা রেখেছে সেই টাকার কি হবে। এ ব্যাপারে আমি google এ সার্চ করার সময় একটি সংবাদ দেখেছি যেখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা কিভাবে টাকা পাবে। আসলে আমানত সুরক্ষা আইন ২০২০ অনুযায়ী যদি কোন মানুষ ব্যাংকে দশ লক্ষ টাকা রাখে সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সে ২ লক্ষ টাকা পাবে এমনকি কোন ব্যক্তি যদি দুই লাখ টাকার কম রাখে তাহলে সেও ২ লাখ টাকা পাবে। ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকের টাকার কী হবে? https://www.somoynews.tv/news/2024-09-10/4wNFOuw1
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
January 01, 2025, 09:23:59 AM |
|
নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।
গুরুত্ব পূর্ণ একটা পোষ্ট করেছেন। তবে আপনি অন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট মিস করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সকলের মনে একটা প্রশ্ন আছে যে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে? অনেকেই ব্যাংক এর ওপর ভরসা করে লাখ লাখ টাকা রেখেছেন। আমার জানামতে ব্যাংক দেউলিয়া হেয়ে গেলে গ্রাহক অল্প পরিমানে কিছু টাকা পাবে। কিন্তু সেটার প্রসেস কি, নিকট অতীতে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, ঘটে থাকলে সেই টাকা গ্রাহকরা পেয়েছে কি না, এরকম ডজন খানেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি এসব ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে বলে মনে করি। প্রতিটা ব্যাংকের একটি ইন্সুরেন্স থাকে কেন্দ্রীয় ব্যাংকে যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে সেই ইন্সুরেন্স তহবিল থেকে সেই ব্যাংকের গ্রাহকদের কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমানত সুরক্ষা আইন করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রতিটা গ্রাহক এভারেজে একটি টাকা পাবে যার পরিমাণ 1 লাখ টাকা নির্ধারিত করা হয়েছিল তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলে তারপর এটিকে ডাবল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হল 2 লাখ টাকা। তাই বলা যায় যদি কোন ব্যাংক দেউলী হয়ে যায় তাহলে আমার উপকারী ২ লাখ টাকা ফেরত পাবে সে ক্ষেত্রে সেই ব্যাংকের তার যত টাকাই থাক না কেন। তাদের বক্তব্য অনুযায়ী যারা ছোট ছোট আমানতকারী তারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই আমানত গুলো রেখেছে তাই যদি তাদের সেই আমানত তারা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটিও স্পষ্ট করে বলেছে যে যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সে না খেয়ে থাকবে না কারণ তার অন্যদিকে যথেষ্ট পরিমাণ ইনকামের সোর্স আছে যার মাধ্যমে সেগুলোর রিকভার করতে পারবে। কিন্তু যারা ছোট ছোট আমানতকারী যেমন 1-5 লাখ তারা যদি তাদের আমানত হারায় সেক্ষেত্রে তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবে। তাই ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা ফেরত পাবে এখন থেকে 2 লাখ টাকা সোর্স - https://youtu.be/ZgDMGq6r9wU?si=MQTwLkaQcPOJx4IE
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Wonder Work
|
 |
January 01, 2025, 11:49:41 AM |
|
2024 সালের ডিসেম্বরে অ্যাক্টিভেট করা অ্যাকাউন্টগুলির ডেমো গ্রাফ চার্টটি দেখুন। এত বেশি অ্যাকাউন্ট সংরক্ষিত আছে যে এটি কল্পনার বাইরে। এভাবে প্রতি মাসে অনেকগুলো একাউন্ট সক্রিয় হয়। তারা কি ধরনের অ্যাকাউন্টের জন্য সংরক্ষিত হয়েছে তা বলা কঠিন বলে মনে হচ্ছে। আমি দেখিনি কত নভেম্বরের ডেটা সংগ্রহ করা হয়েছে এবং গ্রাফ চার্ট তৈরি করা হয়েছে। এই চার্টে, আপনি পাসওয়ার্ড এবং ইমেলগুলির একটি ডেমো দেখতে পাবেন যা পরিবর্তন করা হয়েছে। নতুন একাউন্ট গুলো জেগে উঠেছে এবং পাসওয়ার্ড পরিবর্তন, পাসওয়ার্ড এবং ইমেইল পরিবর্তন করেছে এগুলো ডেমো নিচে দেখতে পাবেন। এইখানের র্যাঙ্ক একাউন্ট গুলো পাসওয়ার্ড পরিবর্তন, পাসওয়ার্ড এবং ইমেইল পরিবর্তন করেছে এটা দেখতে পাবেন নিচের গ্রাফে। র্যাঙ্কযোগ্য অ্যাকাউন্টগুলো জেগে উঠেছে এবং পাসওয়ার্ড পরিবর্তন করেছে, পাসওয়ার্ড এবং ইমেইল দুটোই পরিবর্তন করেছে এই রকম একাউন্ট গুলো নিচের গ্রাফে দেখতে পাবেন। এগুলি দেখার পরে, আপনি অবাক হবেন যে তাদের জন্য এতগুলি অ্যাকাউন্ট সংরক্ষণ করা হয়েছে, যা আরও অবাক করার মতো। আমি এখানে আপডেট করছি যেখান থেকে আমি ডেটা সঞ্চয় করতে এবং গ্রাফ প্রকাশ করতে সক্ষম হয়েছি। মাসিক ওভারভিউ এর তালিকা: 2024অক্টোবরনভেম্বরডিসেম্বর2025জানুয়ারী (চলমান) সবাই দোয়া রাখবেন। নতুন বছরে নতুন উদ্যোগ শুরু করেছি। আমি আশা করি আমি এই কাজটি চালিয়ে যেতে পারব এবং আপনাকে সঠিকভাবে আপডেট রাখতে পারব।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Shishir99
|
 |
January 02, 2025, 01:57:59 PM |
|
তাদের বক্তব্য অনুযায়ী যারা ছোট ছোট আমানতকারী তারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই আমানত গুলো রেখেছে তাই যদি তাদের সেই আমানত তারা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটিও স্পষ্ট করে বলেছে যে যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সে না খেয়ে থাকবে না কারণ তার অন্যদিকে যথেষ্ট পরিমাণ ইনকামের সোর্স আছে যার মাধ্যমে সেগুলোর রিকভার করতে পারবে। কিন্তু যারা ছোট ছোট আমানতকারী যেমন 1-5 লাখ তারা যদি তাদের আমানত হারায় সেক্ষেত্রে তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবে। তাই ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা ফেরত পাবে এখন থেকে 2 লাখ টাকা সোর্স - https://youtu.be/ZgDMGq6r9wU?si=MQTwLkaQcPOJx4IEকারণ হিসাবে তারা যেটা উপস্থাপন করেছে, আমিও সেটার সাথে একমত। একজন সাধারণ মানুষ ২-১ লাখ টাকা যারা ব্যাংকে রেখেছে, সেগুলো খেটে খাওয়া মানুষের কষ্টের ইনকাম। কিন্তু যাদের ব্যাংকে কোটি কোটি টাকা, তাদের বেশিরভাগ ইনকাম অবৈধ ভাবে ইনকাম করা। যদিও আমি এটা জেনারেলাইজ করার কথা বলছি না, কারণ কোটি টাকা থাকা মানেই অবৈধ ইনকাম সেটা নয়। তবে আমি বেশিরভাগ মানুষের কথা বলছি। কিন্তু তবুও, এমন অনেক মানুষ আছে যারা জমি বিক্রি করা টাকা ব্যাংক একাউন্টে রেখেছে, এমন অনেক মানুষ আছে যাদের শেষ সম্বল তারা ব্যাংক একাউন্ট এ রেখে দিয়েছে জীবনের শেষ সময়ের জন্য। এসব মানুষ যদি ২ লাখ টাকা ক্ষতিপূরন পায়, তারা একেবারে পথে বসার অবস্থা হয়ে যাবে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Z_MBFM
|
 |
January 02, 2025, 04:42:22 PM |
|
তাদের বক্তব্য অনুযায়ী যারা ছোট ছোট আমানতকারী তারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই আমানত গুলো রেখেছে তাই যদি তাদের সেই আমানত তারা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটিও স্পষ্ট করে বলেছে যে যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সে না খেয়ে থাকবে না কারণ তার অন্যদিকে যথেষ্ট পরিমাণ ইনকামের সোর্স আছে যার মাধ্যমে সেগুলোর রিকভার করতে পারবে। কিন্তু যারা ছোট ছোট আমানতকারী যেমন 1-5 লাখ তারা যদি তাদের আমানত হারায় সেক্ষেত্রে তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবে। তাই ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা ফেরত পাবে এখন থেকে 2 লাখ টাকা সোর্স - https://youtu.be/ZgDMGq6r9wU?si=MQTwLkaQcPOJx4IEকারণ হিসাবে তারা যেটা উপস্থাপন করেছে, আমিও সেটার সাথে একমত। একজন সাধারণ মানুষ ২-১ লাখ টাকা যারা ব্যাংকে রেখেছে, সেগুলো খেটে খাওয়া মানুষের কষ্টের ইনকাম। কিন্তু যাদের ব্যাংকে কোটি কোটি টাকা, তাদের বেশিরভাগ ইনকাম অবৈধ ভাবে ইনকাম করা। যদিও আমি এটা জেনারেলাইজ করার কথা বলছি না, কারণ কোটি টাকা থাকা মানেই অবৈধ ইনকাম সেটা নয়। তবে আমি বেশিরভাগ মানুষের কথা বলছি। কিন্তু তবুও, এমন অনেক মানুষ আছে যারা জমি বিক্রি করা টাকা ব্যাংক একাউন্টে রেখেছে, এমন অনেক মানুষ আছে যাদের শেষ সম্বল তারা ব্যাংক একাউন্ট এ রেখে দিয়েছে জীবনের শেষ সময়ের জন্য। এসব মানুষ যদি ২ লাখ টাকা ক্ষতিপূরন পায়, তারা একেবারে পথে বসার অবস্থা হয়ে যাবে। ভাই সবকিছু হারানোর থেকে কিছু পাওয়া অনেক ভালো। একটি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা গ্রাহকের আমানত থাকে যদি কোনো ব্যাংক দেওলিয়া হয় তাহলে সেই টাকার দায় কে নেবে ? বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ক্ষতিপূরণ দেবেন ? যদি বাংলাদেশ ব্যাংক ৫০০০০ কোটি টাকা খতি পূরন দেয় তাহলে দেশে লাখো কোটি টাকার ক্ষতি হবে। বলতে পারেন কেনো বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের নিজস্ব কোনো ক্যাশ টাকা থাকে না। তাদের ভল্ট এ যে টাকা থাকে তা হলো নতুন ছাপানো নোট এগুলো শুধুমাত্র অন্যান্য বানিজ্যিক ব্যাংক গুলোকে ঋণ দেওয়ার জন্য ব্যবহার হয়। বাংলাদেশ ব্যাংক যদি কোনো ব্যাংকের দায় নিয়ে সেই ব্যাংকের সকল গ্রাহকদের আমানত ফেরত দিতে চায় তাহলে টাকা চাপিয়ে সেগুলো দিয়ে হবে আর বড় অযথা টাকা ছাপালে হবে মুদ্রাস্ফীতি তখন টাকার মান হঠাৎ করে বৈশ্বিক বাজারে অনেক কমে যাবে ডলারের দাম বাড়বে আর এমন হলে দেশের কত বড় ক্ষতি হবে তা তো জানেন। ডলারের দাম বাড়লে আমদানি ব্যায় বাড়বে আর তখন আমদানি করা জিনিসপত্রের দাম হবে দ্বিগুণ। কোন ব্যাংক সহজে দেউলিয়া হবে না আর যদি কোনো ব্যাংকের মালিক তার ব্যাংক চালাতে ব্যার্থ হয় তাহলে সেই ব্যাংক অন্য সবল ব্যাংকের সাথে মার্জ করবে যা ইতিমধ্যে হয়েছে যেমন পদ্মা ব্যাংক মার্জ করেছে এক্সিম ব্যাংক এর সাথে , সরকারি সোনালী ব্যাংক হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর সাথে , বাংলাদেশ কৃষি ব্যাংক হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সাথে এবং সিটি ব্যাংক এর সাথে সরকারি বেসিক ব্যাংক মার্জ করা নিয়ে আলোচনা চলছে। সোর্স - https://bangla.bdnews24.com/business/h9ut7btpan?utm_source=chatgpt.comসোর্স 2 - https://www.khaborerkagoj.com/special-report/809791তবে মার্জ করলেও গ্রাহকরা টাকা পেলেও তার জন্য প্রচুর ভোগান্তি পোহাতে হবে। তাই বাংলাদেশে ব্যাংকে টাকা রাখাও এখন অনেক রিস্ক।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
January 02, 2025, 06:01:19 PM Last edit: January 02, 2025, 06:27:44 PM by DYING_S0UL |
|
Happy Birthday Bitcoin BTC Jan 3rd, 2009 আজকের এই দিনে Satoshi Nakamoto ১ম বিটকয়েন ব্লক মাইন করেন, যা জেনেসিস ব্লক বা ব্লক 0 বা ব্লক 1 নামেও পরিচিত (Genesis block a.k.a Block 0 a.k.a Block 1)। এটি বিটকয়েন ব্লকচেইনের সর্বপ্রথম ব্লক, যা থেকে সাতোশি ৫০ বিটিসি রিওয়ার্ড হিসেবে পান। জেনেসিস ব্লকের মাইনিং এর মাধ্যমে বিটকয়েন তার যাত্রা শুরু করে এবং আজকে বিটকয়েনের ১৬তম জন্মদিন।
সাতোশি নাকামোটো সর্বপ্রথম ২০০৮ সালের ৩১শে অক্টোবর Bitcoin Whitepaper প্রকাশ করেন এবং পরবর্তীতে ৩রা জানুয়ারি ২০০৯ এ প্রথম ব্লক বা জেনেসিস ব্লক মাইন করেন। এজন্য এই দিনটিকে বিটকয়েনের জন্মদিন হিসেবে ধরা হয়।
পরবর্তীতে Hal Finney নামক একজন প্রোগ্রামার এবং কম্পিউটার বিজ্ঞানী, বিটকয়েন ক্লাইন্ট রিলিজের দিনে সেটি ডাউনলোড করেন এবং ১২ জানুয়ারি ২০০৯ সালে সাতোশি তাকে ১০ টি বিটকয়েন দেন। এটিই ছিলো সর্বপ্রথম বিটকয়েন ট্রানজেকশন।
সাতোশি আরও দুই বছর বিটকয়েনের উপর কাজ চালিয়ে যান, নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট ও আপগ্রেড আনতে থাকেন এবং সর্বশেষে প্রজেক্টটি ডেভেলপার Gavin Andresen এর হাতে তুলে দিয়ে এপ্রিল ২০১১ এ রহস্যজনকভাবে গায়েব হয়ে যান।
" Lastly, thank you Satoshi for everything & a Happy Birthday to Bitcoin BTC "
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Bd officer
|
 |
January 03, 2025, 03:01:39 PM |
|
দেখতে দেখতে আমাদের মধ্যে থেকে ১ টি বছর চলে গেছে, আমরা নতুন শুরু করেছি। যাইহোক, @CL ভাই হয়তো কাজের ব্যস্ততায় লোকাল থ্রেডের এক্টিভিটি নিয়ে পোস্ট করতে পারছেন না। আজকে আমার ফ্রি সময় ছিলো, তাই আজকে আমি ২০২৪ সালের পোস্ট এক্টিভিটি নিয়ে সাধারণ ভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করি। ২০২৪ সালে আমাদের লোকাল থ্রেডে সর্বমোট ১৮১৭ টি পোস্ট করা হয়েছে। নিচে ২০২৪ সালের শীর্ষ ১০ জন পোস্টদাতা:1. Learn Bitcoin [209] 2. Bd officer [159] 3. Crypto Library [140] 4. DYING_S0UL [117] 5. Wonder Work [107] 6. LDL [90] 7. HelliumZ [81] 8. Negotiation [65] 9. Shishir99 [64] 10. Z_MBFM [57]ওয়াও, আমি গত বছরে সর্বোচ্চ পোস্টদাতার মধ্যে ১৫৯ টি পোস্ট করে ২ নাম্বার হয়েছি। এটা দেখে সত্যিই আমি অনেক খুশি, কারন এখানে অনেক সদস্য রয়েছে তার মধ্যে আমি ২ নাম্বার হয়েছি। @LB ভাই ২০৯ টা পোস্ট করে ১ নাম্বার হয়েছেন। এটা আমি আগেই জানতাম যে LB ভাই ছাড়া কেউ ১ নাম্বার হতে পারবে না। আমি ভেবেছিলাম আমি পোস্ট করার দিক দিয়ে ৪-৫ নাম্বার হবো, কিন্তু ২ নাম্বার হওয়া দেখে অবাক হয়েছি। যাইহোক, নতুন বছরের সবার জন্য শুভকামনা। সবাই এই বছরে বেশি বেশি এক্টিব থাকার চেষ্টা করবেন। আমাদের লোকাল বোর্ড পাওয়া দিন দিন পিছিয়ে যাচ্ছে, অনেকেই বাংলা থ্রেডে পোস্ট করে না। সকলেই বাংলা থ্রেডে পোস্ট করার চেষ্টা করবেন। পরিশেষে আশা করি @CL ভাই সুন্দর করে সাজিয়ে পোস্ট করবেন। তথ্য এখান থেকে নেওয়া হয়েছে।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, আশা করি ২০২৪ সালের যেসব অপূর্ণতা আমাদের মাঝে ছিল, সেসব ইচ্ছা এবং যেসব সৎ ইচ্ছা আমাদের মাঝে রয়েছে সেসব যেন ২০২৫ সালে পূর্ণ হয়ে যায়। যাই হোক এবার আসি আমাদের বাংলা থ্রেডের ২০২৪ সালের পর্যালোচনা নিয়ে পোস্ট একটিভিটি এবং মেরিট আর্নিং দুটোই 2023 সাল থেকে এই বছরে অনেকটাই কম অর্ধেকেরও নিচে এসেছে। বলতে হলে আমাদের বাংলা থ্রেডের অলটাইম হাই পোস্ট একটিভিটি এবং মেরিট আর্নিং ২০২৩ সাল। আমি ভেবেছিলাম ২০২৪ সালে আমাদের এক্টিভিটি আরো বেড়ে দাঁড়াবে এবং আমরা হয়তো আবারও পুনরায় লোকাল বোর্ডের জন্য এপ্লিকেশন করতেও পারব। কিন্তু সেটা আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। যাইহোক আশা করি আমাদের এই স্বপ্ন ভবিষ্যতে একদিন বাস্তবায়ন অবশ্যই হবে সেদিনের অপেক্ষায় রইলাম। এবং ২০২৫ সালে যেন আমরা ২০২৩ সালের রেকর্ড ভঙ্গ করতে পারি সেই আশা ব্যক্ত করলাম। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ডিসেম্বর মাসের ক্ষেত্রে এক্সট্রা করে বলার কিছু নাই আগের মাসের চাইতে খুব বেশি প্রগ্রেস হয়নি তবে কনসিসটেন্সি রয়েছে। ডিসেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 105টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 67টি নভেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 91টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 56টি  প্রথম দশজন পোস্টদাতা 1. Wonder Work [18] 2. DYING_S0UL [15] 3. Learn Bitcoin [14] 4. Crypto Library [13] 5. Bd officer [8] 6. Student of Bitcoin [6] 7. shasan [5] 8. BlackHatSojib [4] 9. Morshedbns [4] 10. Z_MBFM [4]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ 1. Learn Bitcoin [561] ⬆ 2. Little Mouse [516] ⬇ 3. Crypto Library [446] 4. Bd officer [338] 5. Review Master [308] ⬆ 6. LDL [303] ⬇ 7. DYING_S0UL [299] 8. shasan [234] 9. roksana.hee [200] 10. Bitcoin_people [180]
২০২৩ সালের অ্যাক্টিভিটি জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪ মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪ জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪ আগস্ট মাসের একটিভিটি ২০২৪ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪ অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৪ নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪ ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয় Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
জানুয়ারি মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-140 জন 100DT1 | | এ নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন | | ________________________________ | ________________________________ | 1. Awaklara 2. Bthd 3. CanaryInTheMine 4. DireWolfM14 5. EFS 6. Foxpup 7. GazetaBitcoin 8. GreatArkansas 9. Husna QA 10. Jet Cash 11. Little Mouse 12. Mitchell 13. NeuroticFish 14. NotATether 15. Rmcdermott927 16. SFR10 17. YodasRedRocket 18. bastisisca 19. be.open 20. comit 21. ekiller 22. ibminer 23. klarki 24. notblox1 25. o_solo_miner 26. polymerbit 27. rxalts 28. sapta 29. stompix 30. vizique 31. willi9974 | 1. Best_Change 2. Buchi-88 3. Charles-Tim 4. DaveF 5. El duderino_ 6. Harkorede 7. JollyGood 8. LFC_Bitcoin 9. Lafu 10. Learn Bitcoin 11. Lesbian Cow 12. Maus0728 13. Stalker22 14. Timelord2067 15. Vod 16. albon 17. babo 18. buwaytress 19. coinlocket$ 20. ezeminer 21. finaleshot2016 22. gmaxwell 23. hilariousandco 24. hybridsole 25. irfan_pak10 26. joniboini 27. lovesmayfamilis 28. roycilik 29. stoos 30. teeGUMES 31. witcher_sense | source
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
5. Review Master [308] ⬆
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য। দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
টকেনটির মোট সাপ্লাই মাত্র ১০০ মিলিয়ন কিন্তু টোকেনের বর্তমান মূল্য মাত্র $০.২৭ কিংবা এর থেকে কম। আমার বেক্তিগত মতামত হলো টোকেনটির মূল্য আরও বাড়বে, তাই যারা রিস্ক নিতে চান তারা নিজের রিস্কে টোকেনটি কিনতে পারেন । আমি যা এয়ারড্রপ পেয়েছি সেটির বর্তমান মূল্য $২৯০ এবং আমি টোকেনগুলো জমিয়ে রাখব। আমার টার্গেট $১ এবং সেটি এই বুলমার্কেটে আশা করা যায়। https://www.coingecko.com/en/coins/merkle-tradeবর্তমানে টোকনটির মূল্য $০.৩৬ এবং কিছুদিন আগে $০.৪৫ স্পর্শ করেছিলো। Aptos narrative চালু হইলে আশা করি, এটি $১ কিংবা এর বেশি মূল্যে পৌছাবে। কারণ Aptos চেইনে সম্ভবত ২টা Perp/Derivative Dex আছে এবং এটি সেরা ১ এ রয়েছে।
আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম!
শুধু বিটকয়েন নিয়ে পইড়া থাকলে হবে নাহ, মার্কেটে যেকোনো পরিস্থিতিতে আপনি কিংবা আমরা সবাই লাভ করতে পারবো। এইজন্য আমাদেরকে মার্কেটে কেমন narrative চলতেছে সেটি জানতে হবে। তাহলে বুল কিংবা বেয়ার যেকোনো মার্কেটে আমরা লাভ করতে পারবো। ল্যাপটপে আজকে আর বেশিকিছু লেখলাম নাহ, কিন্তু পরের পোস্টে বিষয়টি নিয়ে লেখব।  এর আগে এটি নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে উঠেনি। যাইহোক সময় পাইলে এটি নিয়ে একদিন পোষ্ট করবো। বর্তমানে ২-৩টি narrative চলেতেছে, সেগুলো আপনাদের জন্য নিচে দিয়ে দিলাম। বুদ্ধিমানের জন্য ইছারাই যথেষ্ট, তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন। - DePin - AI Agent - DeSci তাহলে পরবর্তী পোষ্টে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই!
|
|
|
|
|
Shishir99
|
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
আসলে ভাই আমাদের ফোরাম একটিভিটি ডিপেন্ড করে সুযোগ সুবিধার ওপর। যারা সিগন্যাচার ক্যাম্পেইনে আছে, তারা নিয়মিত পোষ্ট করলেও, সিগন্যাচার ক্যাম্পেইন থেকে ড্রপ হলেই একটিভিটি কমে যায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনি ফোরামে সময় দিতে পারছেন না এর মানে হলো, আপনি যেখানে সময় দিচ্ছেন, সেখানে ফোরাম থেকে যা ইনকাম করতেন তার থেকে বেশি ইনকাম হচ্ছে। আপনি যদি অন্য কোথাও থেকে বেশি ইনকাম করতে পারেন, তাহলে ফোরামে সময় দেয়াটা আপনার কাছে অপচয় মনে হতে পারে। যেহেতু এখান থেকে আপনি কোনো ইনকাম করছেন না, তাই এখানে একটিভ হওয়ার জন্য জোর করে টাইম বের করার দরকার নেই। আপনি টিপিক্যাল রিভিউ মাষ্টার হিসেবে আছেন, যিনি হুটহাট করে দরকারি পোষ্ট নিয়ে আসেন। সেটাই ভালো। তবে যদি সময় বের করে পোষ্ট এর সংখ্যা বাড়াতে পারেন, সেটাও ভালো হবে। ধন্যবাদ কমিউনিটিতে সময় দেয়ার জন্য।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
January 04, 2025, 12:32:19 PM Last edit: January 04, 2025, 03:23:48 PM by DYING_S0UL |
|
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
এর আগে এটি নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে উঠেনি। যাইহোক সময় পাইলে এটি নিয়ে একদিন পোষ্ট করবো। বর্তমানে ২-৩টি narrative চলেতেছে, সেগুলো আপনাদের জন্য নিচে দিয়ে দিলাম। বুদ্ধিমানের জন্য ইছারাই যথেষ্ট, তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন।
- DePin - AI Agent - DeSci
তাহলে পরবর্তী পোষ্টে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই!
সবই বুঝলাম বাট আপনি টপ ৫ এ গেলেন কেমনে। আপনাকে তো অনেক রেয়ারলি দেখা যায়। ঠাস করে এসে পোস্ট করে আবার গায়েব হয় যান! এতগুলো পোস্ট করলেন কোন ফাকে? এগুলো কি প্রজেক্ট নাকি টোকানের নাম? বুঝতেছিনা, লিংক দিতেন। আমি বেশ কিছু অল্ট হোল্ড করতেছি। আর সেগুলো ম্যাসিভ পাম্প করছে। সব্বোচ্চ ৩৫০% অব্ধি টোটাল পাম্প লক্ষ করছি। আপনার পোর্টফলিও তে এই কয়েনের একটাও আছে? আমার বেশিরভাগ ইনভেস্টমেন্টই AI আর Infrastructure, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে এমন বেইজড প্রজেক্টগুলোর উপর। LINK NEAR AAVE VANRY আমি এগুলো নিয়ে অনেক আশাবাদী। বাইদাওয়ে ইগনোর করুক আর না করুক শেয়ার কইরেন ভাই, একজন হলেও উপকৃত হবে এখান থেকে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Review Master
|
বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
আসলে ভাই আমাদের ফোরাম একটিভিটি ডিপেন্ড করে সুযোগ সুবিধার ওপর। যারা সিগন্যাচার ক্যাম্পেইনে আছে, তারা নিয়মিত পোষ্ট করলেও, সিগন্যাচার ক্যাম্পেইন থেকে ড্রপ হলেই একটিভিটি কমে যায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনি ফোরামে সময় দিতে পারছেন না এর মানে হলো, আপনি যেখানে সময় দিচ্ছেন, সেখানে ফোরাম থেকে যা ইনকাম করতেন তার থেকে বেশি ইনকাম হচ্ছে। আপনি যদি অন্য কোথাও থেকে বেশি ইনকাম করতে পারেন, তাহলে ফোরামে সময় দেয়াটা আপনার কাছে অপচয় মনে হতে পারে। যেহেতু এখান থেকে আপনি কোনো ইনকাম করছেন না, তাই এখানে একটিভ হওয়ার জন্য জোর করে টাইম বের করার দরকার নেই। আপনি টিপিক্যাল রিভিউ মাষ্টার হিসেবে আছেন, যিনি হুটহাট করে দরকারি পোষ্ট নিয়ে আসেন। সেটাই ভালো। তবে যদি সময় বের করে পোষ্ট এর সংখ্যা বাড়াতে পারেন, সেটাও ভালো হবে। ধন্যবাদ কমিউনিটিতে সময় দেয়ার জন্য। বিষয়টি আমিও জানি, কিন্তু আমি সবার মতো নয়। আপনিও হয়তো আমাকে কমবেশি যাইহোক চেনেন, কিন্তু যারা পুরাতন এবং আমার প্রোফাইলের শুরু থেকেই চেনে তারা জানে যে, আমি এখানে পোষ্ট মূলত করি যেন সকলে বিষয়গুলো জানতে পারে কিংবা আমার ওমন তথ্যবহুল পোষ্ট করতে ভালো লাগে তাই। ইনকাম করার বিষয়টি সবার জন্য (এমনকি আমার জন্যও) প্রযোজ্য, কিন্তু তথ্যবহুল পোষ্টের ক্ষেত্রে সেটিকে আমি কম প্রাধান্য দেই। নইলে আমার যে টুইটার প্রোফাইল আছে, সেটিতে paid content পোষ্ট করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতাম।  ভালো লাগলো যে, আমার হুটহাই পোষ্ট দেওয়াটা আপনারও ভালো লাগে  , আমি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করতেছি এয়ারড্রপ কিংবা মার্কেট থেকে কিভাবে সকলে ভালো ইনকাম করতে পারবে, সেগুলো নিয়ে পোষ্ট করার। কিন্তু পড়ালেখা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য সময় হয়ে উঠে নাহ। ২০২৫ সালের আমার কিছু পরিকল্পনার মধ্যে একটি হলো: - BitByte Crypto টুইটারে আরো ভালো ভালো airdrops strategy পোষ্ট করা এবং সেইসাথে সেগুলো এখানেও আপনাদের জন্য শেয়ার করা দেখা যাক, কতদূর এগোতে পারি এবং এইবছরে মিলিয়ন ডলার ইনকাম করা যায় কি নাহ!! 
সবই বুঝলাম বাট আপনি টপ ৫ এ গেলেন কেমনে। আপনাকে তো অনেক রেয়ারলি দেখা যায়। ঠাস করে এসে পোস্ট করে আবার গায়েব হয় যান! এতগুলো পোস্ট করলেন কোন ফাকে?
আমি আগে থেকেই তো সেরা ৫ এ ছিলাম, গতবছর হয়তো সেরা ৫ এর বাহিরে ছিলাম। তাই ২০২৪ সালে কিছু পোষ্ট করে এগিয়ে নিয়েছিলাম নিজেকে।  এগুলো কি প্রজেক্ট নাকি টোকানের নাম? বুঝতেছিনা, লিংক দিতেন।
ওসব মূলত প্রজেক্টের category নাম এবং ওই ক্যাটাগরির যেসব প্রজেক্ট রয়েছে, সেগুলো এখন CT কিংবা influencers দের কারণে ভালো পাম্প-ডাম্প করে থাকে। তাই বিশ্লেষণ শেষে যদি কোনো প্রজেক্টে কম মার্কেটক্যাপ থাকা অবস্থায় বিনিয়োগ করতে পারেন, তাহলে ভালোই লাভ করবেন। আবার যদি influencers দের টুইটার কিংবা youtube ভিডিও দেখে বিনিয়োগ করেন, তাহলে আপনি তাদের জন্য exit liquidity হয়ে যাবেন এবং আপনার বিনিয়োগ থেকে ক্ষতি হবে। তাই আপনাকে বিশ্লেষণ অনেক করতে হবে এবং টুইটার কমিউনিটি কোনটি নিয়ে এখন অনেক হাইপে রয়েছে, সেটি বুঝে ভালো ওসব ক্যাটাগরির ভালো প্রজেক্টে বিনিয়োগ করতে হবে। LINK NEAR AAVE VANRY
আমি এগুলো নিয়ে অনেক আশাবাদী। বাইদাওয়ে ইগনোর করুক আর না করুক শেয়ার কইরেন ভাই, একজন হলেও উপকৃত হবে এখান থেকে।
NEAR মূলত L1 chain এর পাশাপাশি AI এর জন্য চেইন হিসেবে ঘোষণা করেছিলো, আর AI narrative/trend এর জন্য এটি মূলত ভালোই বৃদ্ধি পেয়েছে। আপনি এসব পুরাতন টোকেন/কয়েনের চেয়ে নতুন যেসব AI agent প্রজেক্ট virtual এ ফান্ডিং করতেছে কিংবা Launch করতেছে, সেগুলোতে রিস্ক নিয়ে বিনিয়োগ করলে ভালো লাভ করতে পারবেন। কারণ bull season ছাড়া পুরাতন কয়েন/টোকেনগুলো তেমন বৃদ্ধি পাবে নাহ, আর বুদ্ধি পেলেও অনেক সময়সাপেক্ষ বিষয়।
|
|
|
|
|