Nihum342
Jr. Member
Offline
Activity: 51
Merit: 2
|
 |
March 08, 2025, 05:01:38 PM |
|
আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক। আমি এই website এ নতুন। আমি আমার এক চাচার কাছ থেকে এই website সম্পর্কে শুনে এখানে sign up করলাম। তো আমি আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে এবং জানতে পারবো ইনশাআল্লাহ।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
March 08, 2025, 06:28:37 PM |
|
আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের কে কত বিটকয়েন এর মালিক ?
ভাই শুধুমাত্র একটা এড্রেস এর মাধ্যমে কখনোই ট্র্যাক করা সম্ভব না যে সেই ওয়ালেট কোন দেশ থেকে ব্যবহার হয়। এবং সেই অ্যাড্রেসের মালিক কে। বিটকয়েন অনেক এক্সপেন্সিভ একটি কয়েন বর্তমানে আর বিটকয়েনে বিনিয়োগ করার কারণ হচ্ছে নিজের ফাইনান্সিয়াল অবস্থাকে লুকিয়ে রাখা পাশাপাশি সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট পাওয়া। এখানে কেউ কখনোই তার হোল্ডিং অ্যামাউন্ট প্রকাশ করবে না। কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
বিটকয়েন সম্পর্কে আমি জেনেছি অনেক আগে থেকে সম্ভবত ২০১৬ সালের দিকে কিন্তু খুব বেশি ফোকাস ছিল না যার কারণে সেই সময়ে কম দামে বিটকয়েন কেনার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো মিস করেছি। কেউ কি কখনো বিটকয়েন চেইনে এটাক করার চেষ্টা করেছেন ?
ভাই জীবনে মানুষের ওয়াইফাই অ্যাটাক করে হ্যাক কইরা চালাইতে পারলাম না বিটকয়েন অ্যাটাক করমু কেমনে 
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 08, 2025, 10:13:02 PM |
|
আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের কে কত বিটকয়েন এর মালিক ?
কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
কেউ কি কখনো বিটকয়েন চেইনে এটাক করার চেষ্টা করেছেন ?
রাস্তা ঘাটে যেভাবে ডাকাতি হচ্ছে তাতে পকেটে ৫০০ টাকা নিয়ে চলাফেরা করা অনেকটাই কঠিন সেখানে কার কাছে কি পরিমাণ ক্রিপটো কারেন্সি আছে সেটা তুলে ধরা রীতিমতো বিপদজ্জনক। তবে বাংলাদেশের অনেকেই হয়তো আছে যারা বিটকয়েন উপার্জন/বিনিয়োগ করে মজুদ করে রেখেছে কিন্তু তাদের পার্সোনাল সিকিউরিটির জন্য কখনো শেয়ার করবে না। যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত বিটকয়েনের বৈধতার ব্যাপারে অনুমোদন দেননি তাই এই নিষিদ্ধ কারেন্সি মজুদ করে কেউ এখানে/সোসিয়াল মিডিয়ায় শেয়ার করবে না।
|
|
|
|
|
Bd officer
|
 |
March 08, 2025, 10:39:35 PM Last edit: March 08, 2025, 10:52:27 PM by Bd officer |
|
আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের কে কত বিটকয়েন এর মালিক ?
এই বিষয়ে শেয়ার করা উচিত নয়। যেহেতু উপরে অলরেডি উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিটকয়েন অবৈধ, তাই কেউ এই বিষয়ে শেয়ার করবেন না। এখন আপনি নতুন দেখে এই সব বিষয়ে জানার চেষ্টা করেন। যখন ভালোভাবে জানতে পারবেন তখন আপনিও কাউকে বলতে চাইবেন না। কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
আসলে আমি বিটকয়েনে সম্পর্কে হয়তো ২০১৯ সালে ধারনা পেয়েছিলাম, এর পর থেকেই বলতে পারেন গবেষণা করতেছি। এখনো গবেষণা করতেছি  আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক। আমি এই website এ নতুন। আমি আমার এক চাচার কাছ থেকে এই website সম্পর্কে শুনে এখানে sign up করলাম। তো আমি আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে এবং জানতে পারবো ইনশাআল্লাহ।
বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল কমিনিউটিতে স্বাগতম। যেহেতু আপনার চাচার কাছে থেকে এই ফোরাম সম্পর্কে জানতে পেরেছেন, আশা করি আপনার চাচা নিয়ম কানুন সম্পর্কে বলে দিয়েছে। যাইহোক, আপনাকে নিয়ম কানুন গুলো জানতে হবে এবং নিয়মগুলো ফলো করতে হবে। উপরে এক পোস্টে নতুন সদস্যকে নিয়ে বিভিন্ন লিংক শেয়ার করেছেন, আপনি সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন, আশা করি কেউ না কেউ এগিয়ে আসবে।
|
|
|
|
Nihum342
Jr. Member
Offline
Activity: 51
Merit: 2
|
 |
March 09, 2025, 06:17:08 AM |
|
Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই। 
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 09, 2025, 09:10:01 AM |
|
Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।  ইথেরিয়াম কিনে যদি লাভ বা লোকসান নাই হয় তাহলে সেগুলোতে বিনিয়োগ করে কোন কিছুই হবে না। জীবনে ঝুকি নিতে হবে ঝুঁকি নিলেই আপনি কোন কিছু পেতে পারেন। ইথেরিয়ামে বিনিয়োগ করে যদি দাম একই থাকে তাহলে এখন থেকে দশ বছর পরে ওই একই দাম থাকলে আমার তো কোনো লাভ হলো না। যা হোক যদি লাভবান হতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করুন দেখবেন বিটকয়েন আরো নামবে তখন আপনি বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ডিং করে রাখবেন দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন।
|
|
|
|
|
Wonder Work
|
 |
March 09, 2025, 11:56:39 AM |
|
আসসালামুয়ালাইকুম...কি অবস্থা ভাই সবার? রমজান মাস কেমন যাচ্ছে আপনাদের?
দেশটা আর দেশ থাকলো না, শেষ করে দিচ্ছে সবকিছু, ৫ আগষ্টের পর একটা সুন্দর দেশ দেখতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়তো দেখতে পারলাম না। দেশের চলছে শুধু অরাজকতা কে কাকে মেরে খেতে পারে। প্রকাশ্য চাঁদাবাজি হচ্ছে এবং ধ'র্ষন দিন দিন বেড়ে যাচ্ছে। ছোট ছোট ১৩-১৪ বছরের ছেলেদের হাতে বন্ধক দেখা যায়। প্রকাশ্যে তারা চাঁদাবাজি করতেছে। চলাচলের জন্য কোন নিরাপত্তা নেই বাস থামিয়ে চাঁদাবাজি করতেছে। বাসের মধ্যে যাত্রীদের ধর্ষণ এবং নিজের ঘরের আপন মানুষদের সাথে এরকম খারাপ কাজ চলছে। শিশুরাও এখান থেকে রক্ষা পাচ্ছে না। আবার ধর্ষণের বিচার হতেও নাকি ৬ মাসের মত সময় লাগে। এই দেশে বিচার চেয়েও এখন বিচার পাওয়া যায় না। প্রশাসনের কোন উন্নতি দেখা যাচ্ছে না। সর্বপুরে দেখা যাচ্ছে দেশটা একদম শেষ হয়ে গেছে। এটা রমজান মাস সংযমের মাস ভেবেছিলাম এই মাছটা অনেক সুন্দর হবে কিন্তু এসব কি হচ্ছে দেশে এগুলো সত্যি ভাবিয়ে তোলে। এগুলোর শেষ কোথায় এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো কবে আমরা কবে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো।
সতর্ক থাকিয়েন সবাই নিজের মা বোনকে রক্ষা করার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মা বোনদের সতর্ক করে দিতে হবে একা একা কোথাও চলাফেরা যেন না করে এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের ওইদিকে কি অবস্থা ভাইয়রা?
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bd officer
|
 |
March 09, 2025, 01:17:14 PM |
|
অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।  আপনি কোথায় দেখেছেন ইথেরিয়ামের দাম ২০২১ সাল থেকেই ২২০০ ডলার রয়েছে? গত মাসেও তো ৩০০০ প্লাস ছিলো। ইথেরিয়ামের দামও বাড়ে এবং কমে, এখানেও ঝুকি রয়েছে।
আসসালামুয়ালাইকুম...কি অবস্থা ভাই সবার? রমজান মাস কেমন যাচ্ছে আপনাদের?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আল্লাহ তায়ালা রোজা রাখার তৌফিক দান করেছেন, যার জন্য হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাবেই দিন যাচ্ছে। আপনাদের ওইদিকে কি অবস্থা ভাইয়রা?
ভাই আমি গ্রামে থাকি, তাই এই ধরনের ঝামেলা আমাদের এলাকায় নেই, নিশ্চিন্তে রয়েছি। আমাদের এলাকা যদিও গ্রামের মধ্যে রয়েছে, তবুও প্রত্যেক দিন সেনাবাহিনী ২-১ বার করে ঘোরাঘুরি করেন। আমি পুর্বে একটি এই বিষয়ে পোস্ট করেছিলাম, এই ধরনের চাঁদাবাজি, ডাকাতি, দর্শন, এগুলো নতুন নয়। একটা বিষয়ে খুবই খারাপ লাগে, কেনো আমাদের দেশে দর্শনকারীর শাস্তি মৃত্যুদন্ড করা হয় না। বাংলাদেশে টাকা দিয়ে সবই সম্ভব, টাকা থাকলে মিথ্যা কে সত্যি বানানো সম্ভব, এবং সত্যকে মিথ্যা বানানো সম্ভব। এই দেশে কোন বিচার নেই, সঠিক বিচার পাওয়া যায় না। এই রমজান মাসেও যারা অপরাধ করে তাদের মতো খারাপ লোক এই দুনিয়ায় নেই, আল্লাহ তাদের এই রমজান মাসের উসিলায় হেদায়েত দান করুক।
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
March 09, 2025, 08:32:11 PM |
|
Yescoin CEO Zoroo(আসল নাম - Zhang Chi) সম্প্রতি গ্রেফতার হয়েছে।  তাকে চায়নার সাংহাই থেকে গ্রেফতার করা হয়। Yes coin ছিল টেলিগ্রাম এর একটি মিনি বট যেটা কিনা নট কয়েনের সফলতার পর লঞ্চ হয়। Wang Mouxin ছিল ফিনান্স সেক্টরের অন্তর্ভুক্ত। সে অবৈধভাবে Ton Open League এর $১,৩০,০০০ (এক লাখ তিরিশ হাজার) ডলার সমপরিমাণের প্রাইজ মানি নিজের ওয়ালেটে ট্রান্সফার করে। যখন টিম সেই ফান্ড টি কাজের জন্য চায় তখন ওয়ান মিথ্যে কথা বলে যে সেই ওয়ালেট টি সে এক্সেস করতে পারছে না। Wang প্রাইস মানির আরো $৫,০০,০০০ (5 লক্ষ) ডলার আত্মসাৎ করে , এবং ইনভেস্টমেন্ট ফান্ডের অপব্যবহার করে। তার এইরকম ব্যবহার এর কারণে টিম থেকে তাকে বহিস্কার করার জন্য ভোট করা হয়। কিন্তু পরে Zoroo তাকে টিম এ নিয়ে আসে প্রেসারে পড়ে। Wang পুরো টিমের কন্ট্রোল নিজের চায় এবং সে সাংহাইতে একটি নতুন টিম গঠন করে পুরনো টিমের পাশাপাশি। Wang মিথ্যে দাবি করে যে সে প্রজেক্ট ডেভেলপমেন্ট এর জন্য এক লাখ ডলারের ডেভলপার হায়ার করেছে। পরে এটা ফাঁস হয়ে যায় যে হায়ার করা ডেভলপার আসলে YesCoin স্টেক হোল্ডার ছিল। তারপরেই সে ফেব্রুয়ারি ১২ তারিখ এরেস্ট হয়। Wang গোপন ভাবে YesCoin কে সাংয়ের একটি কোম্পানির নামে রেজিস্টার করে ফেলে এবং পরবর্তীতে Wang কে অপবাদ দেয় হ্যাকিংয়ের এবং অবৈধভাবে প্রজেক্ট এর ফান্ড নেয়ার। যে কারণে পরবর্তীতে zoroo অ্যারেস্ট হয়ে যায়। এই ছিল Yes Coin এর সিইও এর অ্যারেস্ট এবং হ্যাকিং নিয়ে সারসংক্ষেপ। আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না। সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ। ধন্যবাদ, আপনার মেয়েদের সাবধানে রাখুন ।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|
Nothingtodo
|
 |
March 10, 2025, 12:52:17 AM |
|
Yescoin CEO Zoroo(আসল নাম - Zhang Chi) সম্প্রতি গ্রেফতার হয়েছে।
আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।
সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।
ধন্যবাদ, আপনার মেয়েদের সাবধানে রাখুন ।
টেলিগ্রাম মিনিবট অ্যাপস এক ধরনের হাইপ ছিল। এখন ওই সমস্ত অ্যাপস এর প্রজেক্ট গুলো ভালো কোন এক্সচেঞ্জে লিস্ট করেনা বিশেষ করে লিস্ট করার পর দাম এভাবে বিদ্যুৎ গতিতে নিম্নমুখী হয় যে কয়েকদিন পর বিনিয়োগকারীরা বিনিয়োগ করার পর তীব্র আফসোস করতে থাকে। আর যারা মিনি বটে কাজ করে তাদের আফসোসের শেষ নেই। দীর্ঘ ছয় সাত মাস কাজ করার পর বেশ কিছু এসিভমেন্ট টাকা ফুরিয়ে অর্জন করতে বলেন সেটা যদি না করা হয় তাহলে Eligible করা হয় না এটা হচ্ছে তাদের এক প্রকারের স্কাম করার কৌশল মাত্র। তাই যারা সময় অপচয় করতে চান না তারা এই সমস্ত টেলিগ্রাম মিনিবট থেকে বিরত থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 10, 2025, 04:43:39 PM |
|
যেই টোকেনের কোনো সাপ্লাই লিমিট নাই, প্রুফ অফ ওয়ার্ক ও না, মানে মাইনিং ও করা লাগবে না, তারা চাইলেই টোকেন সাপ্লাই বাড়িয়ে সেল করতে পারে, এরকম একটা টোকেনের ওপর ভরসা করা কি ঠিক হবে? আমার মতে ইথেরিয়াম টিকে থাকার পেছনে আছে দুইটা কারন, ১ হলো তাদের স্মার্ট কন্ট্রাক্ট সিষ্টেম এবং লেয়ার টু সলিউশন, আরেকটা কারন হলো সবচাইতে পুরাতন টোকেন গুলোর মধ্যে ইথেরিয়াম একটা। এছাড়া মানুষ কেনো ইথেরিয়ামে ভরসা করবে, সেই প্রশ্নের উত্তর পাই না।
তারা প্রুফ অফ ওয়ার্ক থেকে মুভ করার পর শুধু ট্রানজেকশন ফাষ্ট হয়েছে। এছাড়া আর কি লাভ হয়েছে সাধারন ইউজারদের? সকল লাভ ওদের নিজেদেরই। আগে মাইনার রা কিছু ইনকাম করতো, এখন সেটাও বন্ধ।
আমি আসলে চিন্তা করতেছি ইথারিয়াম যেখানে পারছে না তার আগের অলটাইম হাই প্রাইস কে টাচ করতে বা রিকভার করতে সেখানে BNB কিভাবে অলটাইম হাই প্রাইস করল। কারণ BNB এরও তো প্রুফ অফ ওয়ার্ক নেই, এদের তো মাইনিং করার সিস্টেম শুরু থেকেই নাই। তার মধ্যে এটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর একটি কয়েন তারা কিভাবে এত ভালো পারফরমেন্স করে। Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।  ভাই বিটকয়েন কিনে মানুষ দাম কমে যাওয়ার জন্য ভয়ে থাকতে পারে তবে এটলিস্ট এতটুকু সবার মধ্যে বিশ্বাস থাকে যে অন্যান্য সব কয়েন তার অলটাইম হাই প্রাইসকে আবার যদি কোনদিন টাচ নাও করে অন্তত বিটকয়েন তার অলটাইম হাই প্রাইসকে ক্রস করবে এবং দিগুনের মতন হয়ে যাবে। আর ভাই ইথারিয়াম কে কি আপনি স্টেবল কয়েন বানাই দিলেন নাকি, যে ২০২১ সাল থেকে ২২০০ ডলার?
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 10, 2025, 05:08:52 PM Last edit: March 10, 2025, 05:37:22 PM by DYING_S0UL |
|
Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।  কে বলছে? বড় বড় হোয়েলরা পর্যন্ত মারা খাইতেছে, পজিসন লিকুইডেট হয়ে যাচ্ছে ETH এর বাজে পারফরমেন্সের জন্যে। আর আপনি এসব বলেন, লল। $৩৫০০ এ থাকা অবস্খায় কেনা ইথার এখন $২০০০। মাঝ দিয়ে $১৫০০ গায়েব। আর কিছু বলবেন? পাব্লিক প্লেস তাই এমাউন্ট উল্লেখ করলাম না।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Nothingtodo
|
 |
March 11, 2025, 01:14:06 AM |
|
Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে। তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই।  কে বলছে? বড় বড় হোয়েলরা পর্যন্ত মারা খাইতেছে, পজিসন লিকুইডেট হয়ে যাচ্ছে ETH এর বাজে পারফরমেন্সের জন্যে। আর আপনি এসব বলেন, লল। $৩৫০০ এ থাকা অবস্খায় কেনা ইথার এখন $২০০০। মাঝ দিয়ে $১৫০০ গায়েব। আর কিছু বলবেন? পাব্লিক প্লেস তাই এমাউন্ট উল্লেখ করলাম না। ভাই সেটা তো গেল কত কালকে মার্কেটের অবস্থা। আজকে যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ওয়ালেট চেক করে দেখতে পারেন। দেখে মনে হবে হ্যাক হয়ে গেছে অর্থাৎ আগে যদি 2000 ডলার শো করতো ঠিক আজকে অবশ্যই 1800 ডলার শো করবে। যেভাবে কমতেছে তাতে করে আমাদের মত বিনিয়োগ কারীরা ঈদের মার্কেট কি দিয়ে করবে সেটা নিয়েই খুব টেনশন হচ্ছে।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 11, 2025, 06:20:23 AM |
|
ভাই সেটা তো গেল কত কালকে মার্কেটের অবস্থা। আজকে যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ওয়ালেট চেক করে দেখতে পারেন। দেখে মনে হবে হ্যাক হয়ে গেছে অর্থাৎ আগে যদি 2000 ডলার শো করতো ঠিক আজকে অবশ্যই 1800 ডলার শো করবে। যেভাবে কমতেছে তাতে করে আমাদের মত বিনিয়োগ কারীরা ঈদের মার্কেট কি দিয়ে করবে সেটা নিয়েই খুব টেনশন হচ্ছে।
যদিও আমি প্রো না, বাট আপনি যদি পূর্ববর্তী বছরগুলোর হিস্ট্ররি এনালাইসিস করেন, তাহলে দেখবেন প্রতি বছরই যখন বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে তখন অল্ট পাম্প করা শুরু করে। বাট এবার দেখতেছি টোটালি ভিন্ন, কোনো প্যাটার্নের মধ্যেই পড়তেছে না। যেখানে ইথার পাম্প করার কথা ছিলো সেখানে ইথার ডাম্প খাচ্ছে, ডাম্প আবার সাধারণ ডাম্প না, একেবারে মারাত্নক লেভেলের দেউলিয়া করে দেয়া ডাম্প। যার ফল অলরেডি অনেকে দেখতেছি। যারা লং লং পজিসন নিছিলো তারা সব শেষ। যে পোর্টফলিও একসময় ছিলো ১ লক্ষ টাকা, সেটা ১০ হাজার টাকায় চলে এসেছে (এখানে ১ লক্ষ বা ১০ হাজার উদাহরণ হিসেবে বলছি)। ৭০-৮০% ডাউন, হিসবাটা আপনি করে নিয়েন। এই বিষয়ে কথা বলতেও ইচ্ছা করে না আর। যখনই CMC এ ঢুকি, মার্কেটের অবস্থা দেখলেই ডিপ্রেশন ভুগি। এ বছর অল্ট সিজন আসলোই না। ইউটিলিটি প্রজেক্টগুলো পাম্প হয়না, সব লিকুইডিটি যায় সব আজাইরা মিম প্রজেক্টগুলোতে। সেখানে লোভ দেখিয়ে "Rug Pull" করে সবাইরে ডাম্প দিয়ে চলে যায় বড় বড় ম্যানুপুলেটররা। ভাই বিটকয়েন কিনে মানুষ দাম কমে যাওয়ার জন্য ভয়ে থাকতে পারে তবে এটলিস্ট এতটুকু সবার মধ্যে বিশ্বাস থাকে যে অন্যান্য সব কয়েন তার অলটাইম হাই প্রাইসকে আবার যদি কোনদিন টাচ নাও করে অন্তত বিটকয়েন তার অলটাইম হাই প্রাইসকে ক্রস করবে এবং দিগুনের মতন হয়ে যাবে।
আর ভাই ইথারিয়াম কে কি আপনি স্টেবল কয়েন বানাই দিলেন নাকি, যে ২০২১ সাল থেকে ২২০০ ডলার?
তিনি মেইবি তার চোঁখ দুটো রাস্তায় ফালায় দিসেন। নয়তো এমন বলতেন না। যাইহোক, যাদের মেজর পোর্টফলিও অল্টে ছিলো তাদের জন্য সমাবেদনা, লাইক মি। বাই চান্স যদি রিকোভার করে তাইলে ভালো, বাট না করলে আমও যাবে ছালাও যাবে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 11, 2025, 08:41:04 AM |
|
যদিও আমি প্রো না, বাট আপনি যদি পূর্ববর্তী বছরগুলোর হিস্ট্ররি এনালাইসিস করেন, তাহলে দেখবেন প্রতি বছরই যখন বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে তখন অল্ট পাম্প করা শুরু করে। বাট এবার দেখতেছি টোটালি ভিন্ন, কোনো প্যাটার্নের মধ্যেই পড়তেছে না। যেখানে ইথার পাম্প করার কথা ছিলো সেখানে ইথার ডাম্প খাচ্ছে, ডাম্প আবার সাধারণ ডাম্প না, একেবারে মারাত্নক লেভেলের দেউলিয়া করে দেয়া ডাম্প। যার ফল অলরেডি অনেকে দেখতেছি। যারা লং লং পজিসন নিছিলো তারা সব শেষ। যে পোর্টফলিও একসময় ছিলো ১ লক্ষ টাকা, সেটা ১০ হাজার টাকায় চলে এসেছে (এখানে ১ লক্ষ বা ১০ হাজার উদাহরণ হিসেবে বলছি)। ৭০-৮০% ডাউন, হিসবাটা আপনি করে নিয়েন। এই বিষয়ে কথা বলতেও ইচ্ছা করে না আর। যখনই CMC এ ঢুকি, মার্কেটের অবস্থা দেখলেই ডিপ্রেশন ভুগি।
এ বছর অল্ট সিজন আসলোই না। ইউটিলিটি প্রজেক্টগুলো পাম্প হয়না, সব লিকুইডিটি যায় সব আজাইরা মিম প্রজেক্টগুলোতে। সেখানে লোভ দেখিয়ে "Rug Pull" করে সবাইরে ডাম্প দিয়ে চলে যায় বড় বড় ম্যানুপুলেটররা।
ভাই বর্তমানের মার্কেটের অবস্থা দেখে যেমনি ডিপ্রেশনে ভুগি আবার হালকা আশা উপরই কারণ মার্কেটে যখন অল্ট কয়েন সিজন চালু হওয়ার সময় হয় অথবা বিটকয়েনের নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার সময় হয় তখন এই ধরনের বড়সড়র ডাম্প মেরে থাকে মার্কেটে। এক্ষেত্রে আমরা যদি ২০২১ সালের জুন মাসের কথা বলি তাহলে আমরা বর্তমান অবস্থার সাথে একটু মিল পাবো যদিও ২০২১ সালের হিসেবে বিটকয়েন বর্তমানে আরো নিচে নামার কথা তারপর লাস্ট পাম্পটি আসার কথা।  যাইহোক, যাদের মেজর পোর্টফলিও অল্টে ছিলো তাদের জন্য সমাবেদনা, লাইক মি। বাই চান্স যদি রিকোভার করে তাইলে ভালো, বাট না করলে আমও যাবে ছালাও যাবে।
ভাই আমার মেজর পোর্টফোলিও আল্ট কয়েনে ছিল না তবে বলতে গেলে সেখানে ভালো অ্যামাউন্ট ইনভেস্টমেন্টও করেছিলাম আমার এবিলিটি অনুযায়ী। পলিগনে ইনভেস্টমেন্ট করেছিলাম ৪২২ ডলারের মতন সেখানে আমার বর্তমান পলিগণ অ্যামাউন্ট ১৪১ ডলার। ভাবতে পারছেন কত ডাউনে আছি মাঝখানে এটি রিকভার করেছিল এবং ৭০ ডলারের মতন প্রফিট এর কাতারে গিয়েছিল কিন্তু সেল করিনি। আর অন্যদিকে মিম কয়েন ডগস এ ১০০ ডলার ইনভেস্ট করেছিলাম সেটা ২০ ডলারের নিচে নেমেছে। আর গুলোর কথা নাই বললাম।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
March 11, 2025, 09:42:21 AM |
|
এক্ষেত্রে আমরা যদি ২০২১ সালের জুন মাসের কথা বলি তাহলে আমরা বর্তমান অবস্থার সাথে একটু মিল পাবো যদিও ২০২১ সালের হিসেবে বিটকয়েন বর্তমানে আরো নিচে নামার কথা তারপর লাস্ট পাম্পটি আসার কথা।
ভাই যেহেতু এখনো ২০২৫ সাল শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। তাই আশা করা যায় আমরা আবারও নতুন ATH দেখতে পাবো। আমি আপাতত বিটকয়েনের প্রাইস নিয়ে চিন্তিত নই, বিটকয়েন ঠিকই আবার আগের পজিশনে ফিরে আসবে, কিন্তু আমি অল্টকয়েন গুলো নিয়ে চিন্তিত রয়েছি। পলিগনে ইনভেস্টমেন্ট করেছিলাম ৪২২ ডলারের মতন সেখানে আমার বর্তমান পলিগণ অ্যামাউন্ট ১৪১ ডলার। ভাবতে পারছেন কত ডাউনে আছি মাঝখানে এটি রিকভার করেছিল এবং ৭০ ডলারের মতন প্রফিট এর কাতারে গিয়েছিল কিন্তু সেল করিনি। আর অন্যদিকে মিম কয়েন ডগস এ ১০০ ডলার ইনভেস্ট করেছিলাম সেটা ২০ ডলারের নিচে নেমেছে। আর গুলোর কথা নাই বললাম।
ভাই অল্টকয়েন মানে লস আর লস। যদিও আমি অল্টকয়েন গুলো পছন্দ করি না। কেন জানি শয়তানে লাড়া দেওয়ার কারনে TRUM কয়েন কিনেছিলাম, ভেবেছিলাম TRUMP চাঁদে যাবে, কিন্তু উল্টো নিচের দিকে আসতে শুরু করেছে। আমি এই ট্রাম কয়েন কিনে একটা বড় ধরনের মারা খাইছি, আমি $৭০ ডলার দিয়ে কিনেছিলাম, বর্তমানে TRUM কয়েনের দাম $১০ এ এসেছে। আমার কেনা দাম থেকে পার কয়েনে $৬০ ডলার নাই। তাই যতযাই ভাবি এবং লাভের জন্য দৌড়াই, বিনিয়োগের জন্য বিটকয়েন সেরা।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 11, 2025, 09:57:25 AM |
|
এক্ষেত্রে আমরা যদি ২০২১ সালের জুন মাসের কথা বলি তাহলে আমরা বর্তমান অবস্থার সাথে একটু মিল পাবো যদিও ২০২১ সালের হিসেবে বিটকয়েন বর্তমানে আরো নিচে নামার কথা তারপর লাস্ট পাম্পটি আসার কথা।
ভাই যেহেতু এখনো ২০২৫ সাল শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। তাই আশা করা যায় আমরা আবারও নতুন ATH দেখতে পাবো। আমি আপাতত বিটকয়েনের প্রাইস নিয়ে চিন্তিত নই, বিটকয়েন ঠিকই আবার আগের পজিশনে ফিরে আসবে, কিন্তু আমি অল্টকয়েন গুলো নিয়ে চিন্তিত রয়েছি। বিটকয়েন নিয়ে শুধু এখন না একজন মানুষের যদি লং টার্মের জন্য বিটকয়েন হোল্ডিং করার এবিলিটি থাকে অথবা সে ওই পরিমাণ ফান্ড মানে ছোট ছোট করে রেগুলার ইনভেস্টমেন্ট করে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে তার জন্য আসার আলো সব সময় থাকবে যে বিটকয়েন এর দাম এখন কমে গেলেও এক বছর বা দুই বছর বা চার বছর আমি যেটা বলতে চাচ্ছি বিটকয়েন হালভিং এরপরে আবারো বাড়বে। যদিও প্যানিকনেস থাকবে তারপরও সেল করা যাবে না। আর মূল কথা সামনের মাসে বিটকয়েন এর লাস্ট হালভিং এর এক বছর পূর্তি হতে যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রেই হালভিং এর এক বছর পরেই বিটকয়েন আবার তার নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করে। ভাই অল্টকয়েন মানে লস আর লস। যদিও আমি অল্টকয়েন গুলো পছন্দ করি না। কেন জানি শয়তানে লাড়া দেওয়ার কারনে TRUM কয়েন কিনেছিলাম, ভেবেছিলাম TRUMP চাঁদে যাবে, কিন্তু উল্টো নিচের দিকে আসতে শুরু করেছে। আমি এই ট্রাম কয়েন কিনে একটা বড় ধরনের মারা খাইছি, আমি $৭০ ডলার দিয়ে কিনেছিলাম, বর্তমানে TRUM কয়েনের দাম $১০ এ এসেছে। আমার কেনা দাম থেকে পার কয়েনে $৬০ ডলার নাই। তাই যতযাই ভাবি এবং লাভের জন্য দৌড়াই, বিনিয়োগের জন্য বিটকয়েন সেরা।
আসলে লোভে পাপ আর পাপের মৃত্যু বলতেও একটা কথা আছে এটা আমরা মাঝেমধ্যে ভুলে যাই এজন্য দেখা যায় যে ক্রিপ্টো থেকে কামাই করি বহুত সেভিংস বেশি থাকে না। ওই যে যেমনটা বললেন কুরকুরি দেয় এবং হাইপ কয়েন গুলোতে ইনভেস্টমেন্ট করে লস খাই। তবে মজার বিষয় হচ্ছে আমি ট্রাম্প গ্রহন থেকে মাত্র 12 ডলার প্রফিট করেছি। 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 11, 2025, 01:05:02 PM |
|
ভাই বর্তমানের মার্কেটের অবস্থা দেখে যেমনি ডিপ্রেশনে ভুগি আবার হালকা আশা উপরই কারণ মার্কেটে যখন অল্ট কয়েন সিজন চালু হওয়ার সময় হয় অথবা বিটকয়েনের নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার সময় হয় তখন এই ধরনের বড়সড়র ডাম্প মেরে থাকে মার্কেটে। এক্ষেত্রে আমরা যদি ২০২১ সালের জুন মাসের কথা বলি তাহলে আমরা বর্তমান অবস্থার সাথে একটু মিল পাবো যদিও ২০২১ সালের হিসেবে বিটকয়েন বর্তমানে আরো নিচে নামার কথা তারপর লাস্ট পাম্পটি আসার কথা।
আই জাস্ট হোপ যা বল্লেন তাই যেনো হয়। এখন কথা হলো, আমি যতদূর জানি, ATH ক্রস করার পর বিটিসি ডমিনেন্স কমতে থাকে, সাথে প্রাইসও, তখন লিকুইডিটি গুলো অল্টটের দিকে যেতে থাকে এবং প্রাইজ পাম্প করে (মানে অল্ট সিজন শুরু হয়)। তবে এবছর এমন কিছুই ঐভাবে চোঁখে পড়তেছে না। CMC অনুযায়ী বিটিসি ডমিনেন্স এখনো ৬০% এর মতো। পলিগনে ইনভেস্টমেন্ট করেছিলাম ৪২২ ডলারের মতন সেখানে আমার বর্তমান পলিগণ অ্যামাউন্ট ১৪১ ডলার। ভাবতে পারছেন কত ডাউনে আছি মাঝখানে এটি রিকভার করেছিল এবং ৭০ ডলারের মতন প্রফিট এর কাতারে গিয়েছিল কিন্তু সেল করিনি। আর অন্যদিকে মিম কয়েন ডগস এ ১০০ ডলার ইনভেস্ট করেছিলাম সেটা ২০ ডলারের নিচে নেমেছে। আর গুলোর কথা নাই বললাম।
মেজোরিটি অল্ট এ ছিলো। আর কুফা কপাল হলে যায় হয়, ইমনিই ৭০-৮০% ডাউন সব কিছুতে তার উপর ২ দিন আগে দেখি একটা প্রজেক্ট এক্সপ্লয়েট/হ্যাক হইছে। মানে যেখানে ইনভেস্টমেন্ট আমার সেখানেই লস। এক ধাক্কায় ৯৬% লস। ইসভেস্টমেন্টের থাকে টা কি ৯৬% ডাউন হইলে, কন একটু! https://coinmarketcap.com/currencies/entangle/৬০০+৪০০ টার মতো π আছে আমার কাছে। স্যালারা KYC এপ্রুভই করে না। মরার আগে করবে কিনা জানিনা। যতদিনে করবে ততদিনে ভ্যালু থাকবে কিনা কে জানে। এপ্রুভ করলেও ৬ মাস লক থাকে। আমার নাম রাখা উচিত "আনল্যাকি ডিএস"... 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
March 11, 2025, 01:08:31 PM |
|
আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।
সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।
তাতে আমার কি?  এসব এখনা আর আপাতত ফলো করছি না। প্রজেক্টগুলো যে মুলা ধরানো শুরু করছে, সেটা প্রায় ৭-৮ মাস আগে থেকেই আমি বুঝতে পারছি এবং এগুলোর পেছনে সময় দেয়া বন্ধ করে দিয়েছি। সব গুলো প্রজেক্ট ই তাদের ইউজারদেকে এক প্রকার স্ক্যাম করেছে। যেটা সাধারণ ভাবে বুঝা যায় না। এসব বাদ দিয়ে আপাতত নিজের ব্যাবসায় সময় দিচ্ছি আর ফ্যামিলিতে সময় দিচ্ছি। যদিও এখন নিজের একটা ফোরাম রিলেটেড বিজনেস করার চেষ্টা করতেছি। তবে এখানে সাকসেস রেট খুবই কম বলে মনে হয়। আমার আবার হুটহাট করেই একটা জিনিসে আগ্রহ হয়, আবার সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আশা করি এবার অনেকদিন এই আগ্রহ টা থাকবে।
|
|
|
|
Nihum342
Jr. Member
Offline
Activity: 51
Merit: 2
|
 |
March 11, 2025, 02:09:06 PM Last edit: March 11, 2025, 04:34:53 PM by Nihum342 |
|
আমরা মনে করতেছি, বিটকয়েনের চাহিদা তো বর্তমান বিশ্বে অনেক বেশি। আসলে কিন্তু বিশ্বের মাত্র ৪% মানুষের কাছেই বিটকয়েন কেনা আছে। আফ্রিকা মহাদেশে বিটকয়েনের হোল্ডার মাত্র ১.৬%। এশিয়া মহাদেশে ৩.৬% আর ইউরোপে ৩.৪% বিটকয়েন হোল্ডার আছে। সবচেয়ে বেশি বিটকয়েন হোল্ডার আমেরিকা মহাদেশে। আমেরিকার প্রায় ১৪% মানুষ বিটকয়েন হোল্ড করছে। আরও জানতে চাইলে এখানে দেখতে পারেন। তবে বিটকয়েন সব জায়গায় গ্রহণ না হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা বিশ্বের অনেকে বিটকয়েন সম্পর্কে জানেই না। আবার কেউ জানলে কি করে এটা ব্যবহার করতে হয়, কি করে এটা কাজ করে তা জানেই না। মানে, মানুষের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে বিটকয়েনের গ্রহণযোগ্য এত কম। Coinbase ভারতের (FIU) দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ছেআমাদের প্রতিবেশী দাদাদের জন্য একটা বিরাট খুশির খবর কারণ Coinbase কে ভারত সরকার অনুমোদন দিছে। Coinbase হচ্ছে একটা American ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। ভারতের Financial Intelligence Unit (FIU) coinbase কে ভারতে তাদের প্লাটফর্ম চালু করার আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়ে দিছে। কারণ ভারত তাদের ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তিকে আরও উন্নত করতে চায়। কিন্তু আমাদের সোনার বাংলাদেশে Coinbase ছাড়াও আরও অনেক এক্সচেঞ্জার অনুমোদিত নায়। আরে, এক্সচেঞ্জারগুলা তো বাদিই দিলাম, এদেশে তো ক্রিপ্টোকারেন্সিই অনুমোদিত না। হায় রে, আমার সোনার বাংলাদেশ। আরো জানতে এখানে দেখুন।
|
|
|
|
|
|