|
Z_MBFM
|
 |
March 11, 2025, 05:25:48 PM |
|
আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।
সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।
তাতে আমার কি?  এসব এখনা আর আপাতত ফলো করছি না। প্রজেক্টগুলো যে মুলা ধরানো শুরু করছে, সেটা প্রায় ৭-৮ মাস আগে থেকেই আমি বুঝতে পারছি এবং এগুলোর পেছনে সময় দেয়া বন্ধ করে দিয়েছি। সব গুলো প্রজেক্ট ই তাদের ইউজারদেকে এক প্রকার স্ক্যাম করেছে। যেটা সাধারণ ভাবে বুঝা যায় না। এসব বাদ দিয়ে আপাতত নিজের ব্যাবসায় সময় দিচ্ছি আর ফ্যামিলিতে সময় দিচ্ছি। যদিও এখন নিজের একটা ফোরাম রিলেটেড বিজনেস করার চেষ্টা করতেছি। তবে এখানে সাকসেস রেট খুবই কম বলে মনে হয়। আমার আবার হুটহাট করেই একটা জিনিসে আগ্রহ হয়, আবার সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আশা করি এবার অনেকদিন এই আগ্রহ টা থাকবে। পোলাপান notcoin আর Dogs থেকে টাকা পাইয়া প্রচুর হাইপে ছিল, তারপর থেকে সব প্রজেক্ট শুধু মুলা ধরায় দিতেছে। এমনও দেখেছি যে যে পোলাপান ইন্টারনেট কি বুঝে না সেই পোলাপানরাও এগুলো নিয়ে সারাদিন বসে থাকছে। টেলিগ্রাম বটে এয়ারড্রোপ করা সারাদিন মাটি কাটার থেকে খারাপ। এগুলো ভূয়া জিনিস। প্রচুর হাইপ ছিল তখন কয়েকদিন কাজ করছে এখন দেখি পুরাটাই সময়ের অপচয়। আরো নিজের রেপুটেশন নষ্ট করেছি, রাস্তায় ন্যাংটা পোলাপান যেগুলা কোনোদিন কথা বলতে দশবার ভাবছে কি থেকে কি বলবে আর কি মনে করব, সেই পোলাপানরাও জিগাইছে ভাই কত পাইলেন, আমার এত পয়েন্ট হইছে কত পাবো হাবি জাবি হা হা হা। মনে এয়ারড্রোপ করে এইটুকু উন্নতি হইছিলো আর কি। এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Mahiyammahi
|
 |
March 11, 2025, 05:39:29 PM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে।
একদম সঠিক বলেছেন আপনি আমি Notpixel প্রায় আমার ৮০০ ডলারের উপরে ইনভেস্ট ছিল কিন্তু সেখান থেকে আমি মাত্র ২০০ ডলার তুলতে পারি। যদিও বা এয়ারড্রোপ ছিল ফ্রি কিন্তু তাদের মেকানিজম এরকম ছিল যে আপনি যদি বেশি আর্ন করতে চান তাদের রেওয়ার্ড তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম পারচেজ করতে হবে যেটা একপ্রকার ইনভেস্টমেন্ট ছিল। প্রজেক্ট এর হাইপও ছিল তুঙ্গে কারণ Notcoin & Dogs ছিল নট গেমস এর সবচাইতে সাকসেসফুল দুইটি প্রজেক্ট। আর এর হাইট এটা দেখেই বোঝা যায় কারণ এরা যখন টেলিগ্রাম আর্ন বটে লঞ্চপুল এনেছিল শুধুমাত্র এই লঞ্চপুলে জয়েন করার জন্য মানুষ এত পরিমানে নট কয়েন এবং টন কিনেছিল যে কিনা এক্সচেঞ্জার থেকে উইথড্র বন্ধ করে দিতে হয়েছিল তারা নট কয়েন এবং তন দিতে পারছিল না বলে। একদিনে একটি লঞ্চ ফুলের জন্য নর্থক্যেন এবং টন প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পান করেছিল। তাই এর হাইপও ছিল খুব তুঙ্গে। কিন্তু শেষমেশ প্রজেক্টটি তাদের ইনভেস্টরদের থেকে গুটিয়ে নিয়েছে। তাদের রেভিনি উ যে পরিমাণ ছিল তারা সহজে চাইলেই যে কোন এক্সচেঞ্জারের লিস্ট করতে পারত । কিন্তু তারা সেটা না করে শুধুমাত্র ডেক্সে লিকুইডিটি দিয়েছে। যেটা ক্লিয়ারলি একপ্রকার স্ক্যাম ছিল। যখন এত বড় একটি টিম তাদের ইউজারদের থেকে এভাবে গুটিয়ে নেয় তখন তারা ইউসার বেজ হারাতে শুরু করে। এবং আমি মনে করি যে এর জন্য টেলিগ্রামের সিইও পাবেল ধ্রুব ও দায়ী। সর্বোপরি বলব টেলিগ্রাম মিনি এপ এর হাইপ ছিল তারা সেটা ইউটিলাইস করতে পারে নাই। তাই বলব মিনি এপ থেকে ১০০ হাত দূরে থাকতে।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|
Wonder Work
|
 |
March 11, 2025, 11:33:37 PM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে।
ঠিকই বলছেন ভাই, আসলে এটা তারাই করে যারা বেকার কোন কাজ নাই অনেক সময় হাতে থাকে তারা এগুলো বেশি করে কিন্তু Not&Dog এর পরে থেকে সবাই এত পরিমাণ এটার উপরে ঝুকে পড়লো যেটা বলার বাহিরে। বিশেষ করে হামিস্টার কমভার্ট এর সময় দেখেছি ছোট বাচ্চারা পর্যন্ত প্রচুর সময় দিয়ে এয়ারটেক করতাছে। মানে তাদের মুখে একটাই কথা এখান থেকে ভালো পরিমানে প্রফিট পাওয়া যায়। কত আশায় বুক বেঁধেছিল তারা পরিশেষে দেখা গেল মুলা ধরিয়ে দিয়ে গেল। এরাই এত পরিমান সময় দেয় এখানে যেটা দেখে মনে হয় অন্য কোন কিছুতে যদি তার 20% সময়ও দিত তাহলে তারা সেই কাজ থেকে অবশ্যই সফলতা পেতো। তবে টেলিগ্রাম বট থেকে যে খুব বেশি পেমেন্ট পাওয়া যাবে এরকম কিছুই না। আমি Notpixel প্রায় আমার ৮০০ ডলারের উপরে ইনভেস্ট ছিল কিন্তু সেখান থেকে আমি মাত্র ২০০ ডলার তুলতে পারি। যদিও বা এয়ারড্রোপ ছিল ফ্রি কিন্তু তাদের মেকানিজম এরকম ছিল যে আপনি যদি বেশি আর্ন করতে চান তাদের রেওয়ার্ড তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম পারচেজ করতে হবে যেটা একপ্রকার ইনভেস্টমেন্ট ছিল।
Not pixel এর কথা আর কি বলবো ভাই এত দিক পরিমাণ লোভ দেখিয়েছিল সাধারণ গ্রাহকদের যেটা দেখে সবাই অবাক হয়ে গেছিলো। তবে তাদের যে প্রচেষ্টা ছিল অগ্রগতির দ্বারা অব্যাহত রেখে তারা ভালো কোন কিছু করতে পারতো। আসলে তারা গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের মতো তারা ঠিকই ফায়দা লুটে নিয়েছে এদিকে গ্রাহকদের প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে। আমার নিজের একটা NP অ্যাকাউন্ট কিনা ছিলো ৩০$ দিয়ে। পরে ডেইলি রিওয়ার্ড করে আরো ৬-৭$ TON খরচ করেছিলাম কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটার দাম এরকম কম হবে। তবুও আমি আর ধরে রাখিনি ৩০$ এই দামে বিক্রি করে দিয়েছিলাম। তখন যদি বিক্রি করে না দিতাম বর্তমান সময়ে আরো বেশি লস থাকতাম। এইসব টেলিগ্রাম বটের এয়ারড্রপ গুলো এখন আর করি না। এগুলা করা মানে সময়ের নষ্ট এখান থেকে কোন ভাল প্রফিট পাওয়া সম্ভব না।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 12, 2025, 12:55:30 AM |
|
যদিও আমি প্রো না, বাট আপনি যদি পূর্ববর্তী বছরগুলোর হিস্ট্ররি এনালাইসিস করেন, তাহলে দেখবেন প্রতি বছরই যখন বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে তখন অল্ট পাম্প করা শুরু করে। বাট এবার দেখতেছি টোটালি ভিন্ন, কোনো প্যাটার্নের মধ্যেই পড়তেছে না। যেখানে ইথার পাম্প করার কথা ছিলো সেখানে ইথার ডাম্প খাচ্ছে, ডাম্প আবার সাধারণ ডাম্প না, একেবারে মারাত্নক লেভেলের দেউলিয়া করে দেয়া ডাম্প। যার ফল অলরেডি অনেকে দেখতেছি। যারা লং লং পজিসন নিছিলো তারা সব শেষ। যে পোর্টফলিও একসময় ছিলো ১ লক্ষ টাকা, সেটা ১০ হাজার টাকায় চলে এসেছে (এখানে ১ লক্ষ বা ১০ হাজার উদাহরণ হিসেবে বলছি)। ৭০-৮০% ডাউন, হিসবাটা আপনি করে নিয়েন। এই বিষয়ে কথা বলতেও ইচ্ছা করে না আর। যখনই CMC এ ঢুকি, মার্কেটের অবস্থা দেখলেই ডিপ্রেশন ভুগি।
এ বছর অল্ট সিজন আসলোই না। ইউটিলিটি প্রজেক্টগুলো পাম্প হয়না, সব লিকুইডিটি যায় সব আজাইরা মিম প্রজেক্টগুলোতে। সেখানে লোভ দেখিয়ে "Rug Pull" করে সবাইরে ডাম্প দিয়ে চলে যায় বড় বড় ম্যানুপুলেটররা।
ভাই বর্তমানের মার্কেটের অবস্থা দেখে যেমনি ডিপ্রেশনে ভুগি আবার হালকা আশা উপরই কারণ মার্কেটে যখন অল্ট কয়েন সিজন চালু হওয়ার সময় হয় অথবা বিটকয়েনের নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার সময় হয় তখন এই ধরনের বড়সড়র ডাম্প মেরে থাকে মার্কেটে। এক্ষেত্রে আমরা যদি ২০২১ সালের জুন মাসের কথা বলি তাহলে আমরা বর্তমান অবস্থার সাথে একটু মিল পাবো যদিও ২০২১ সালের হিসেবে বিটকয়েন বর্তমানে আরো নিচে নামার কথা তারপর লাস্ট পাম্পটি আসার কথা।  যাইহোক, যাদের মেজর পোর্টফলিও অল্টে ছিলো তাদের জন্য সমাবেদনা, লাইক মি। বাই চান্স যদি রিকোভার করে তাইলে ভালো, বাট না করলে আমও যাবে ছালাও যাবে।
ভাই আমার মেজর পোর্টফোলিও আল্ট কয়েনে ছিল না তবে বলতে গেলে সেখানে ভালো অ্যামাউন্ট ইনভেস্টমেন্টও করেছিলাম আমার এবিলিটি অনুযায়ী। পলিগনে ইনভেস্টমেন্ট করেছিলাম ৪২২ ডলারের মতন সেখানে আমার বর্তমান পলিগণ অ্যামাউন্ট ১৪১ ডলার। ভাবতে পারছেন কত ডাউনে আছি মাঝখানে এটি রিকভার করেছিল এবং ৭০ ডলারের মতন প্রফিট এর কাতারে গিয়েছিল কিন্তু সেল করিনি। আর অন্যদিকে মিম কয়েন ডগস এ ১০০ ডলার ইনভেস্ট করেছিলাম সেটা ২০ ডলারের নিচে নেমেছে। আর গুলোর কথা নাই বললাম। আপনাদের লোকসানের কথা শুনে আমি আমার টা কি বলবো, আমার ওয়ালেটে হোল্ডিং করা কিছু বিটকয়েন ছিল সেগুলো থেকে মাঝে মাঝে দরকার পড়লে বিক্রি করে দিতাম কিন্তু ১০৯হাজার ডলারের সময় ভালোই টাকা দেখাচ্ছিল ওয়ালেটে কিন্তু বিক্রি করিনি কিন্তু এখন আমার ওয়ালেটে আগের চেয়ে অনেক কম দেখাচ্ছে কিন্তু কিছুই করার নেই। প্রয়োজন কখনো থেমে থাকে না তাই আমি আমার বিটকয়েন গতকালকে বিক্রি করে দিয়ে সংসারের প্রয়োজনে লাগিয়েছি। ভাবছি যদি কিছু টাকা পয়সা আয় করতে পারি তাহলে পরবর্তীতে ইনভেস্ট করবো।
|
|
|
|
AN Then
Newbie
Offline
Activity: 64
Merit: 0
|
 |
March 12, 2025, 01:21:57 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে।
একদম সঠিক বলেছেন আপনি আমি Notpixel প্রায় আমার ৮০০ ডলারের উপরে ইনভেস্ট ছিল কিন্তু সেখান থেকে আমি মাত্র ২০০ ডলার তুলতে পারি। যদিও বা এয়ারড্রোপ ছিল ফ্রি কিন্তু তাদের মেকানিজম এরকম ছিল যে আপনি যদি বেশি আর্ন করতে চান তাদের রেওয়ার্ড তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম পারচেজ করতে হবে যেটা একপ্রকার ইনভেস্টমেন্ট ছিল। প্রজেক্ট এর হাইপও ছিল তুঙ্গে কারণ Notcoin & Dogs ছিল নট গেমস এর সবচাইতে সাকসেসফুল দুইটি প্রজেক্ট। আর এর হাইট এটা দেখেই বোঝা যায় কারণ এরা যখন টেলিগ্রাম আর্ন বটে লঞ্চপুল এনেছিল শুধুমাত্র এই লঞ্চপুলে জয়েন করার জন্য মানুষ এত পরিমানে নট কয়েন এবং টন কিনেছিল যে কিনা এক্সচেঞ্জার থেকে উইথড্র বন্ধ করে দিতে হয়েছিল তারা নট কয়েন এবং তন দিতে পারছিল না বলে। একদিনে একটি লঞ্চ ফুলের জন্য নর্থক্যেন এবং টন প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পান করেছিল। তাই এর হাইপও ছিল খুব তুঙ্গে। কিন্তু শেষমেশ প্রজেক্টটি তাদের ইনভেস্টরদের থেকে গুটিয়ে নিয়েছে। তাদের রেভিনি উ যে পরিমাণ ছিল তারা সহজে চাইলেই যে কোন এক্সচেঞ্জারের লিস্ট করতে পারত । কিন্তু তারা সেটা না করে শুধুমাত্র ডেক্সে লিকুইডিটি দিয়েছে। যেটা ক্লিয়ারলি একপ্রকার স্ক্যাম ছিল। যখন এত বড় একটি টিম তাদের ইউজারদের থেকে এভাবে গুটিয়ে নেয় তখন তারা ইউসার বেজ হারাতে শুরু করে। এবং আমি মনে করি যে এর জন্য টেলিগ্রামের সিইও পাবেল ধ্রুব ও দায়ী। সর্বোপরি বলব টেলিগ্রাম মিনি এপ এর হাইপ ছিল তারা সেটা ইউটিলাইস করতে পারে নাই। তাই বলব মিনি এপ থেকে ১০০ হাত দূরে থাকতে। ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি একসময় টেলিগ্রামের সবগুলো বট মনোযোগ দিয়ে করতাম। বিশেষ করে Dogs coin পাওয়ার পর এটার প্রতি বেশি আগ্রহ জন্মায় । কারণ কোন পরিশ্রম ছাড়াই ফ্রিতে টাকা পাইলে কে না খুশি হয় বলুন। এমন খুশিতে আমি Not pixel এ 50 ডলারের মত ইনভেস্ট করেছিলাম সেখান থেকে আমি তুলতে পেরেছি মাত্র ৩৫ ডলারের মত। তাহলে দেখুন আমার এখনো ১৫ ডলারের মত লস রয়েছে। আমি হয়তো ভুলে গিয়েছিলাম লোভে পাপ পাপে মৃত্যু ভাই এখন যদি আমারে কেউ 10-15 হাজার টাকা দিয়ে বলে তুমি এই প্রজেক্ট টা করো এখান থেকে ভালো একটা প্রফিট পাবে। বিশ্বাস করুন আমি বাকি জীবনেও বট আর করবো না। কারণ এটাতে শুধু শুধু সময় নষ্ট আর জীবন ধ্বংস হওয়ার রাস্তা। তাই দয়া করে কেউ এই রাস্তায় পা দিবেন না। ধন্যবাদ সবাইকে
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
March 12, 2025, 06:04:18 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 12, 2025, 09:01:33 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না। জি ভাই, মানুষ যে কাজটাই করুক না কেন মনে হবে অন্য কাজটা তার জন্য ভালো হবে। আল্লাহপাক যে কাজের মধ্যে মানুষের ভালো বা কল্যাণ থাকবে আল্লাহ তাআলা সে কাজটাই তার বান্দাদের দ্বারা পড়াতে থাকবে। আপনি যদি বাড়িতে বসে থাকে তাহলে আল্লাহ তায়ালা আপনাকে বসে থাকার ভিতরে আপনার কল্যাণ আছে বলেই এরকম করে। আবার কেউ চাকরি করতেছে তার মধ্যে আল্লাহতালা কল্যাণ যে কিছু জন্য চাকরি করতেছে। অর্থাৎ রিজিকের মালিক আল্লাহ ।আল্লাহ যেভাবে চাইবে বান্দাকে সেভাবেই রেখে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক সবাইকে হালাল পথে থেকে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন।
|
|
|
|
AN Then
Newbie
Offline
Activity: 64
Merit: 0
|
 |
March 12, 2025, 02:33:41 PM |
|
আমরা মনে করতেছি, বিটকয়েনের চাহিদা তো বর্তমান বিশ্বে অনেক বেশি। আসলে কিন্তু বিশ্বের মাত্র ৪% মানুষের কাছেই বিটকয়েন কেনা আছে। আফ্রিকা মহাদেশে বিটকয়েনের হোল্ডার মাত্র ১.৬%। এশিয়া মহাদেশে ৩.৬% আর ইউরোপে ৩.৪% বিটকয়েন হোল্ডার আছে। সবচেয়ে বেশি বিটকয়েন হোল্ডার আমেরিকা মহাদেশে। আমেরিকার প্রায় ১৪% মানুষ বিটকয়েন হোল্ড করছে। আরও জানতে চাইলে এখানে দেখতে পারেন। তবে বিটকয়েন সব জায়গায় গ্রহণ না হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা বিশ্বের অনেকে বিটকয়েন সম্পর্কে জানেই না। আবার কেউ জানলে কি করে এটা ব্যবহার করতে হয়, কি করে এটা কাজ করে তা জানেই না। মানে, মানুষের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে বিটকয়েনের গ্রহণযোগ্য এত কম। Coinbase ভারতের (FIU) দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ছেআমাদের প্রতিবেশী দাদাদের জন্য একটা বিরাট খুশির খবর কারণ Coinbase কে ভারত সরকার অনুমোদন দিছে। Coinbase হচ্ছে একটা American ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। ভারতের Financial Intelligence Unit (FIU) coinbase কে ভারতে তাদের প্লাটফর্ম চালু করার আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়ে দিছে। কারণ ভারত তাদের ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তিকে আরও উন্নত করতে চায়। কিন্তু আমাদের সোনার বাংলাদেশে Coinbase ছাড়াও আরও অনেক এক্সচেঞ্জার অনুমোদিত নায়। আরে, এক্সচেঞ্জারগুলা তো বাদিই দিলাম, এদেশে তো ক্রিপ্টোকারেন্সিই অনুমোদিত না। হায় রে, আমার সোনার বাংলাদেশ। আরো জানতে এখানে দেখুন।ভাই আপনার অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে আপনি আমার মত ফোরামে নতুন একজন সদস্য। কিন্তু আপনার এই পোস্টটি দ্বারা বোঝা যাচ্ছে আপনি অভিজ্ঞ একজন মেম্বার। কেননা ফোরামে যারা নতুন সদস্য তারা এত তাড়াতাড়ি ভালো মানের পোস্ট করতে পারবেনা। আমি দীর্ঘ এক মাস যাবত এই ফোরামের সাথে যুক্ত রয়েছি আমি এখন পর্যন্ত কোন কিছু সম্পর্কে বুঝে উঠতে পারেনি কিন্তু নতুন সদস্য হিসেবে আপনার এমন ভালো কোয়ালিটি মানের পোস্ট দেখে আমি অবাক । নতুন সদস্য হিসেবে কিভাবে এত ভালো মানের পোস্ট করা সম্ভব
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 13, 2025, 12:53:18 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না। ভাগ্যিস ভালো আপনার বউ বিটকয়েনটক ইউজার না। হয়তো এতোক্ষনে খবর ছিলো। বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে! যাইহোক আপনারা কে কি টাইপ ব্যবসার চিন্তা করতেছেন? একটু আইডিয়া দেন! পার্সোনালি আমাদের একটা ছোট খাটো মুরগির ফার্ম আছে, জানেন হয়তো। বাট এখন যা অবস্থা দেখতেছি তাতে লাভের তুলনায় লসে আছি। না ডিম সেল করতে পারি আগের মতো না মুরগি সেল করতে পারি। যতটুকু সেল হয়, তার বেশি টাকার ফিড কিনতে হয়। মাসে মিনিমাম ২-৩ বস্তা লেয়ার লেয়ার ওয়ান কিনতে হয়, প্রতি বস্তা ২৯০০ টাকা। ফিজিক্যাল ব্যবসা ভালো, বাট সবার দ্বারা ব্যবসা হয়না এটাও মানতে হবে। সবার বিজনেস মাইনসেট থাকে না। আর থাকলেও আমি মনে করি, ব্যবসা করলে অনেক মিথ্যা কথা বলতে হয়, যা আমার পছন্দ না।
যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!!  
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Nothingtodo
|
 |
March 13, 2025, 05:03:41 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না। ভাগ্যিস ভালো আপনার বউ বিটকয়েনটক ইউজার না। হয়তো এতোক্ষনে খবর ছিলো। বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে! যাইহোক আপনারা কে কি টাইপ ব্যবসার চিন্তা করতেছেন? একটু আইডিয়া দেন! পার্সোনালি আমাদের একটা ছোট খাটো মুরগির ফার্ম আছে, জানেন হয়তো। বাট এখন যা অবস্থা দেখতেছি তাতে লাভের তুলনায় লসে আছি। না ডিম সেল করতে পারি আগের মতো না মুরগি সেল করতে পারি। যতটুকু সেল হয়, তার বেশি টাকার ফিড কিনতে হয়। মাসে মিনিমাম ২-৩ বস্তা লেয়ার লেয়ার ওয়ান কিনতে হয়, প্রতি বস্তা ২৯০০ টাকা। ফিজিক্যাল ব্যবসা ভালো, বাট সবার দ্বারা ব্যবসা হয়না এটাও মানতে হবে। সবার বিজনেস মাইনসেট থাকে না। আর থাকলেও আমি মনে করি, ব্যবসা করলে অনেক মিথ্যা কথা বলতে হয়, যা আমার পছন্দ না।
যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!!   ভাই কার কপালে এইরকম লাল মুহূর্ত ঘটে বলেন। আমার ক্ষেত্রে সম্ভব নয় কেননা আমি এখন পর্যন্ত যা উপার্জন করেছি তার নিজের প্রয়োজনে ও ফ্যামিলির প্রয়োজনে ব্যয় করেছি যার কারণে আমি এই আপনার মত লাল মুহূর্ত উপভোগ করিনি। যাহোক আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই যদি বিটকয়েন বিনিয়োগ করে থাকেন তাহলে অচিরেই ভবিষ্যতে আপনি প্রফিট পাবেন। কিন্তু যদি এলটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাহলে আপাতত আশাটা ছেড়ে দিন। কিছু কিছু প্রজেক্ট আর কখনো রিকভারি করবে না। ICP এক সময় বাইনান্সে দেখলাম ৭০০ ডলার পর্যন্ত উঠেছিল এবং ওই সময় যারা বিনিয়োগ করে রেখেছে তাদের বর্তমান অবস্থাটা একটু কল্পনা করুন। মাঝেমধ্যে আপনাদের মত বিনিয়োগকারীদের অবস্থা দেখে নিজের মধ্যে কিছু দুঃখ থাকে সেগুলো অটোমেটিক ভাবে মুছে যায়।
|
|
|
|
|
Shishir99
|
 |
March 13, 2025, 09:13:18 AM |
|
যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!!   এটা শুধু আপনার অবস্থা নয়। এটা সকল এভারেজ ক্রিপ্টো হোল্ডারদের অবস্থা। যারা শুধুমাত্র বিটকয়েন হোল্ড করেছে, তারা কিছুটা অন্তত সস্বিতে আছে। বিটকয়েন অলটাইম হাই থেকে প্রায় ৩০% ফল করেছে, কিন্তু আমার মনে হয় না বিটকয়েন হোল্ডার রা এটা নিয়ে প্যানিক করছে। তারা জানে লম্বা সময়ে তাদের বিটকয়েন ভালো রিটার্ন দিবে। কিন্তু যারা অল্টকয়েনে ইনভেষ্ট করেছে, তারা একপ্রকার স্ক্যাম এর মধ্যে আছে এখন। না পারছে তাদের হোল্ডিং সেল করতে, না পারছে আরো কিনতে। কারন এখন মার্কেট মুভমেন্ট বুঝা যাচ্ছে না। অনেকেই মনে করতে পারে, যেহেতু অল্টকয়েন ডাউন, তাই এখন ইনভেষ্ট করে রাখা যাবে। কিন্তু আদতে সামনে আরো ডাউন হবে কিনা, সেই ভয় ও কাজ করছে ভেতরে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Suzume
Member

Offline
Activity: 434
Merit: 27
★Bitvest.io★ Play Plinko or Invest!
|
 |
March 13, 2025, 11:18:40 AM |
|
এটা কোন প্রকৃতির মস্করা আচ্ছা লোকাল থ্রেট এর ভাই ব্রাদার দের কাছে একটি প্রশ্ন [ur=https://asktom.cf/index.php?action=profile;u=3527025]@Onzen[/url] এই ব্যক্তি দেখা যাচ্ছে আমাদের লোকাল থ্রেট এ আগে পোস্ট করেছেন। বর্তমানে তিন মস্করা শুরু করেছেন নাকি কিছুই বুঝছি না এই ব্যক্তির অতীত খারাপ পূর্বে সে চিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আবার কি সে মস্করা শুরু করেছে আমাদের লোকাল থ্রেট এর নাম খারাপ করার জন্য।। আজকে দেখছি হুট করে তিনি 1xbit এর সিগন্যাচার ক্যাম্পিং চালু করেছে আমার 1xbit সর্ম্পকে সবাই অবগত।। কে জানে এই ব্যক্তি কি করতে চাচ্ছে।। এই ধরনের মস্করা জনিত কাজ না করে সময় এর সঠিক মূল্য দিলেও পারেন ভাই।। যাতে আপনার ও কাজে আসবে এবং আমাদের বাংলাদেশী দের নাম ও খারাপ হবে না।। কি সব শুরু করেছে ফালতু কাজ বাজ।। পোস্ট টি দেখে খুব রাগ লাগছে এবং খারাপ লাগছে।।
|
|
|
|
AN Then
Newbie
Offline
Activity: 64
Merit: 0
|
 |
March 13, 2025, 11:22:34 AM |
|
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না। ভাগ্যিস ভালো আপনার বউ বিটকয়েনটক ইউজার না। হয়তো এতোক্ষনে খবর ছিলো। বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে! যাইহোক আপনারা কে কি টাইপ ব্যবসার চিন্তা করতেছেন? একটু আইডিয়া দেন! পার্সোনালি আমাদের একটা ছোট খাটো মুরগির ফার্ম আছে, জানেন হয়তো। বাট এখন যা অবস্থা দেখতেছি তাতে লাভের তুলনায় লসে আছি। না ডিম সেল করতে পারি আগের মতো না মুরগি সেল করতে পারি। যতটুকু সেল হয়, তার বেশি টাকার ফিড কিনতে হয়। মাসে মিনিমাম ২-৩ বস্তা লেয়ার লেয়ার ওয়ান কিনতে হয়, প্রতি বস্তা ২৯০০ টাকা। ফিজিক্যাল ব্যবসা ভালো, বাট সবার দ্বারা ব্যবসা হয়না এটাও মানতে হবে। সবার বিজনেস মাইনসেট থাকে না। আর থাকলেও আমি মনে করি, ব্যবসা করলে অনেক মিথ্যা কথা বলতে হয়, যা আমার পছন্দ না।
যাইহোক কার কি অবস্থা? লাইফে লাল বাত্তি!!! https://www.talkimg.com/images/2025/03/13/0YoEZ.pngবর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ। কারণ বিটকয়েন কয়েকদিন যাবত 80 থেকে 85 হাজার ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মার্কেটের এমন খারাপ অবস্থার কারণে সকল বিনিয়োগকারীরা কিছুটা হতাশা জনক অবস্থায় আছে। বিশেষ করে যারা অল্ট টোকেন বিনিয়োগ করে রেখেছেন কেবলমাত্র তারাই বেশি হতাশা জনক অবস্থায় রয়েছে। কিন্তু যারা বিটকয়েন বিনিয়োগ করে রেখেছে তারা একটু ধৈর্য ধরলে ভবিষ্যতে ভালো একটা প্রফিট পেতে পারে। কারণ বিটকয়েনের বাজার মূল্য আজকে খারাপ গেলেও ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা টাই বেশি। তাই আমার ধারণা অনুযায়ী অন্যান্য টোকেনের চেয়ে বিটকয়েন বিনিয়োগ করে রাখা অতি উত্তম
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 13, 2025, 12:08:59 PM |
|
এটা কোন প্রকৃতির মস্করা আচ্ছা লোকাল থ্রেট এর ভাই ব্রাদার দের কাছে একটি প্রশ্ন [ur=https://asktom.cf/index.php?action=profile;u=3527025]@Onzen[/url] এই ব্যক্তি দেখা যাচ্ছে আমাদের লোকাল থ্রেট এ আগে পোস্ট করেছেন। বর্তমানে তিন মস্করা শুরু করেছেন নাকি কিছুই বুঝছি না এই ব্যক্তির অতীত খারাপ পূর্বে সে চিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আবার কি সে মস্করা শুরু করেছে আমাদের লোকাল থ্রেট এর নাম খারাপ করার জন্য।। আজকে দেখছি হুট করে তিনি 1xbit এর সিগন্যাচার ক্যাম্পিং চালু করেছে আমার 1xbit সর্ম্পকে সবাই অবগত।। কে জানে এই ব্যক্তি কি করতে চাচ্ছে।। এই ধরনের মস্করা জনিত কাজ না করে সময় এর সঠিক মূল্য দিলেও পারেন ভাই।। যাতে আপনার ও কাজে আসবে এবং আমাদের বাংলাদেশী দের নাম ও খারাপ হবে না।। কি সব শুরু করেছে ফালতু কাজ বাজ।। পোস্ট টি দেখে খুব রাগ লাগছে এবং খারাপ লাগছে।। ওই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেক আগে থেকেই বিটকয়েন ফোরামে একাধিক সতর্কতামূলক পোস্ট লেখা হয়েছে তারপরে কেউ যদি এই সিগনেচার ক্যাম্পেইন প্রমোশনের কাজে ব্যস্ত থাকে তাহলে সেটা তো অবশ্যই রেপিটেশন খারাপ হওয়ার কথা। দেখলাম সার্ভিস সেকশনে ইতিমধ্যে পোস্ট করেছে এবং তার প্রোফাইলে রিপিটেশন দেখলাম অলরেডি সাতটা নেগেটিভ ট্রাস্ট খেয়ে ফেলেছে। তবে যারা জানেনা তারা হয়তো অ্যাপ্লিকেশন করবে কিন্তু যারা জানে না তারা ভুলেও এপ্লিকেশন করবে না। তবে অতীতে অনেকেই এই সিগনেচার প্রমোশনে অংশগ্রহণ করে নেগেটিভ ট্রাস্ট খেয়েছে। ওয়ানজেন , দেখলাম এর আগেও পাই কনটেস্টে অংশগ্রহণ করে প্রতারণা মূলক পদ্ধতি অবলম্বন করায় নেগেটিভ ট্রাস্ট খেয়েছে। এবারও ডজন খানেক খেতে পারে।
|
|
|
|
Nihum342
Jr. Member
Offline
Activity: 51
Merit: 2
|
 |
March 13, 2025, 01:48:55 PM |
|
Cut
ভাই আপনার অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে আপনি আমার মত ফোরামে নতুন একজন সদস্য। কিন্তু আপনার এই পোস্টটি দ্বারা বোঝা যাচ্ছে আপনি অভিজ্ঞ একজন মেম্বার। কেননা ফোরামে যারা নতুন সদস্য তারা এত তাড়াতাড়ি ভালো মানের পোস্ট করতে পারবেনা। আমি দীর্ঘ এক মাস যাবত এই ফোরামের সাথে যুক্ত রয়েছি আমি এখন পর্যন্ত কোন কিছু সম্পর্কে বুঝে উঠতে পারেনি। কিন্তু নতুন সদস্য হিসেবে আপনার এমন ভালো কোয়ালিটি মানের পোস্ট দেখে আমি অবাক । নতুন সদস্য হিসেবে কিভাবে এত ভালো মানের পোস্ট করা সম্ভব। ভাই, এই লোকাল থ্রেডে আমার প্রথম পোস্টে আমি বলছিলাম যে আমি আমার এক চাচার কাছ থেকে এই ফোরামের কথা শুনে এখানে যুক্ত হয়ছি। আমার ঐ চাচা এখানে অনেক বছর ধরে কাজ করতেছে এবং এই বিষয়ে তার অভিজ্ঞতাও অনেক বেশি। তিনি আমাকে এই বিষয়ে অনেক বুঝাইছেন। আমিও তার কথাগুলা মন দিয়ে শুনছি। তিনি আমাকে এই ফোরামের অনেক নিয়মকানুন বলছেন। কি পোস্ট করা যাবে, আর কি পোস্ট করা যাবে না সেটা অনেক ভালোভাবে উদাহরণসহ বুঝাইছে। আমি এই ফোরামের সকল নিয়মকানুনের পোস্টগুলা অনেক ভালোভাবে পড়ছি। ব্যাস, এভাবেই আমি মোটামুটি মানের পোস্ট করতেছি। 
|
|
|
|
|
|
Wonder Work
|
 |
March 13, 2025, 11:47:50 PM |
|
এটা কোন প্রকৃতির মস্করা আচ্ছা লোকাল থ্রেট এর ভাই ব্রাদার দের কাছে একটি প্রশ্ন [ur=https://asktom.cf/index.php?action=profile;u=3527025]@Onzen[/url] এই ব্যক্তি দেখা যাচ্ছে আমাদের লোকাল থ্রেট এ আগে পোস্ট করেছেন। বর্তমানে তিন মস্করা শুরু করেছেন নাকি কিছুই বুঝছি না এই ব্যক্তির অতীত খারাপ পূর্বে সে চিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আবার কি সে মস্করা শুরু করেছে আমাদের লোকাল থ্রেট এর নাম খারাপ করার জন্য।। আজকে দেখছি হুট করে তিনি 1xbit এর সিগন্যাচার ক্যাম্পিং চালু করেছে আমার 1xbit সর্ম্পকে সবাই অবগত।। কে জানে এই ব্যক্তি কি করতে চাচ্ছে।। এই ধরনের মস্করা জনিত কাজ না করে সময় এর সঠিক মূল্য দিলেও পারেন ভাই।। যাতে আপনার ও কাজে আসবে এবং আমাদের বাংলাদেশী দের নাম ও খারাপ হবে না।। কি সব শুরু করেছে ফালতু কাজ বাজ।। পোস্ট টি দেখে খুব রাগ লাগছে এবং খারাপ লাগছে।। যে কাজটা করছে সে একদম কমনসেন্স ছাড়া এই কাজটা করছে। তার উদ্দেশ্যে হচ্ছে খারাপ সে কিভাবে ভালো কিছু করবে এর আগেও দেখলাম বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য ট্যাগ খেয়ে আছে। সেই ট্যাগ খাওয়ায় একাউন্ট দিয়ে আবার নতুন করে ট্যাগ খাওয়ার জন্য স্ক্যাম সিগনেচার ক্যাম্পিং লঞ্চ করেছে। সতর্ক থাকবে এরকম সিগনেচার আসলে ভুলেও জয়েন করার চেষ্টা করবেন না। সেখানে এপ্লাই করা মাত্রই আপনি সবার চোখে থাকবেন এবং ট্যাগ খেয়ে যাবেন। আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন এমনি ফোরামে অনেক খারাপ অবস্থায় আছে এর মধ্যে যদি এরা এরকম করে তাহলে আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন আরো খারাপ হয়ে যাবে ফোরামে। আপাতত কোন চিন্তার কারণ নেই কারণ ইতিমধ্যেই সে আগে কেলেঙ্কারির জন্য ট্যাগ খেয়ে রয়েছে এখন নতুন করে এটা পোস্ট করার কারণে তাকে আরও ট্যাগ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে। এইবারে তার অ্যাকাউন্টটা নিষিদ্ধ হয়ে গেলে সবচেয়ে ভালো হবে এরকম ভাবে স্ক্যাম পোস্ট করতে পারবে না। এদের কাজ হচ্ছে স্ক্যাম করা এবং ডেপুটেশন নষ্ট করা এরা ভালো দিকে সময় দেবে না। তাই ফোরামের সিগনেচার ক্যাম্পেইন আসলেই জাপিয়ে পড়ে এপ্লাই করবেন না। দেখে শুনে এপ্লাই করবেন এতে কোন স্ক্যাম প্রজেক্টে অ্যাপ্লিকেশন করা হবে না আপনার কোন সমস্যা হবে না।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 14, 2025, 04:40:05 AM |
|
এটা কোন প্রকৃতির মস্করা আচ্ছা লোকাল থ্রেট এর ভাই ব্রাদার দের কাছে একটি প্রশ্ন [ur=https://asktom.cf/index.php?action=profile;u=3527025]@Onzen[/url] এই ব্যক্তি দেখা যাচ্ছে আমাদের লোকাল থ্রেট এ আগে পোস্ট করেছেন। বর্তমানে তিন মস্করা শুরু করেছেন নাকি কিছুই বুঝছি না এই ব্যক্তির অতীত খারাপ পূর্বে সে চিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আবার কি সে মস্করা শুরু করেছে আমাদের লোকাল থ্রেট এর নাম খারাপ করার জন্য।। আজকে দেখছি হুট করে তিনি 1xbit এর সিগন্যাচার ক্যাম্পিং চালু করেছে আমার 1xbit সর্ম্পকে সবাই অবগত।। কে জানে এই ব্যক্তি কি করতে চাচ্ছে।। এই ধরনের মস্করা জনিত কাজ না করে সময় এর সঠিক মূল্য দিলেও পারেন ভাই।। যাতে আপনার ও কাজে আসবে এবং আমাদের বাংলাদেশী দের নাম ও খারাপ হবে না।। কি সব শুরু করেছে ফালতু কাজ বাজ।। পোস্ট টি দেখে খুব রাগ লাগছে এবং খারাপ লাগছে।। যে কাজটা করছে সে একদম কমনসেন্স ছাড়া এই কাজটা করছে। তার উদ্দেশ্যে হচ্ছে খারাপ সে কিভাবে ভালো কিছু করবে এর আগেও দেখলাম বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য ট্যাগ খেয়ে আছে। সেই ট্যাগ খাওয়ায় একাউন্ট দিয়ে আবার নতুন করে ট্যাগ খাওয়ার জন্য স্ক্যাম সিগনেচার ক্যাম্পিং লঞ্চ করেছে। সতর্ক থাকবে এরকম সিগনেচার আসলে ভুলেও জয়েন করার চেষ্টা করবেন না। সেখানে এপ্লাই করা মাত্রই আপনি সবার চোখে থাকবেন এবং ট্যাগ খেয়ে যাবেন। আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন এমনি ফোরামে অনেক খারাপ অবস্থায় আছে এর মধ্যে যদি এরা এরকম করে তাহলে আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন আরো খারাপ হয়ে যাবে ফোরামে। আপাতত কোন চিন্তার কারণ নেই কারণ ইতিমধ্যেই সে আগে কেলেঙ্কারির জন্য ট্যাগ খেয়ে রয়েছে এখন নতুন করে এটা পোস্ট করার কারণে তাকে আরও ট্যাগ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে। এইবারে তার অ্যাকাউন্টটা নিষিদ্ধ হয়ে গেলে সবচেয়ে ভালো হবে এরকম ভাবে স্ক্যাম পোস্ট করতে পারবে না। এদের কাজ হচ্ছে স্ক্যাম করা এবং ডেপুটেশন নষ্ট করা এরা ভালো দিকে সময় দেবে না। তাই ফোরামের সিগনেচার ক্যাম্পেইন আসলেই জাপিয়ে পড়ে এপ্লাই করবেন না। দেখে শুনে এপ্লাই করবেন এতে কোন স্ক্যাম প্রজেক্টে অ্যাপ্লিকেশন করা হবে না আপনার কোন সমস্যা হবে না। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য হয়তো জেনে শুনেই এই স্ক্যাম প্রজেক্ট রান করছে। ম্যানেজারের একবার ভাবা উচিত ছিল বিশেষ করে অতীতে এই প্রজেক্ট নিয়ে কয়েকজন ম্যানেজার পোস্ট করেছিলো এবং প্রত্যেকেই নেগেটিভ ট্রাস্ট খেয়ে গেছে। এই ম্যানেজার ইচ্ছে করে আরো বেশি নেগেটিভ ট্রাস্ট খাওয়ার জন্যই এরকম প্রজেক্ট আবার রান করার চেষ্টা করছে। তবে আজকে দেখলাম বাংলাদেশের একজন ভাই এই সিগনেচারে রিজার্ভ পোস্ট লিখে রেখেছে। ওই ভাইয়ের উচিত তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া অথবা ডিলিট লিখে 24 ঘন্টা অপেক্ষা করা। তা না হলে ওই ভাইয়ের জন্য সমস্যা হতে পারে।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 14, 2025, 09:34:46 AM |
|
মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।
ও ভাই বুকে আসেন। আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে। আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 14, 2025, 11:12:45 AM |
|
মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।
ও ভাই বুকে আসেন। আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে। আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো। ভার্চুয়াল জগতেও যে ভালো রোজগার করা যায় সেটা আদিকালের মুরব্বিগণ বোঝে না। এজন্য অনেকের কাছে অনেক কিছু শুনতে হইছে শুনতে হইতেছে। তারা মনে করে সারাদিন রুমে বসে থাকে, ঘর দিয়ে বেরই হয়না, এখানে কি অবৈধ কোনো কারবার চলে কিনা। শহরে এমন মাইনসেটের লোক কম, সেখানে কে মরলো কে কি করলো কারোর যায়ে আসেনা, তবে আপনারা যদি আমার মতো গ্রাম টাইপ এলাকায় থাকেন তাহলে এমন পরিস্থিতির সামনে পড়বেন। এজন্য লোক দেখানো হলেও একটা ফিজিক্যাল ব্যবসা থাকা জরুরি, যেনো দেখে, না এখান থেকে তাদের টাকা আসে। নয়তো আশেপাশের লোকজনের খারাপ নজর পড়ে। আমার কেউসে আমাদের মুরগির ফার্ম। বাইদাওয়ে আপনাদের দুইজনের কথা শুনে মনে হলো লাইফের ২য় ভুল মেইবি বিবাহ করা! ১ম ভুল জানতে চাইলে নাড়া দিয়েন! 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Nothingtodo
|
 |
March 14, 2025, 11:17:21 AM |
|
উপরের যে আলোচনা গুলো দেখলাম তাতে করে সবাই বউয়ের জ্বালা সহ্য করছেন। এগুলো যদি ভাবীরা পড়ে তাহলে ঐদিন খাওয়া-দাওয়া সব করে দেবে। যদিও রমজানের মাস তবুও না খেয়ে রোজা রাখতে হবে। আমরা যতই বলি না কেন স্ত্রীরা সবসময় আমাদেরকে এরকম একটু চাপে রাখবেই এটা তাদের জন্মগত সমস্যা। কিছু কিছু বউরা তো স্বামীকে একটু আকটু জ্বালাতন করতে ভালোবাসে। যাদের বউ নেই তারা লাইফে এ প্যারা কতটুকু বুঝবে বলেন? বাইদাওয়ে আপনাদের দুইজনের কথা শুনে মনে হলো লাইফের ২য় ভুল মেইবি বিবাহ করা! ১ম ভুল জানতে চাইলে নাড়া দিয়েন!  ঝুলানো অবস্থায় রাখা ঠিক নয়, প্রথম ভুলটা একটু জানায় দেন।
|
|
|
|
|