|
Nothingtodo
|
 |
April 02, 2025, 03:20:46 AM |
|
এটা নতুন কিছু না। প্রতিবছর এপ্রিল ফুল পানন করা হয় এই ফোরামে। Theymos প্রতি বছর নতুন নতুন আতঙ্কে ফেলে ফোরামের ইউজারদের। তবে যারা ফোরামের পুরাতন ইউজার তারা ঠিকই জানে এগুলা এপ্রিল ফুল। তবে তারা রিসেন্টলি এসেছে ফোরামে তারা গাবরাইয়া যাইতে পারে। গতবছর দেখছি এভাবে এপ্রিল ফুল পালন করতে। কালকে সকালেই দেখবেন সব আগের মত ঠিক হয়ে গেছে। আর দেখেন কারো প্রোফাইল কোনো প্রকার পরিবর্তন হয়নি। শুধুমাএ যখন পোস্ট করতেছে তখন প্রোফাইলে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ব্যবহার করা হইছে টেম্পোরারি।
হুম সেটাই তো বললাম যে হ্যাক হয় নি ১০০% , অনেকে ভাবছিলো ফোরাম হ্যাক হয়ে গেলো নাকি। এটা যে টেম্পোরারি স্ক্রিপ্ট দিয়ে করা হইছে সেটা আগেই বুঝতে পারছি, কারণ এডমিন প্যানেল হ্যাক হলে কি কি ধরনের পরিবর্তন করা সম্ভব তা একজন প্রোগ্রামার হিসাবে একটু হলেও বুঝি। যাই হোক অবশেষে সব আবার আগের মতো হয়ে গেলো সাথে নটিফিকেশন বটে এপ্রিল ফুল এর ম্যাসেজ পাইলাম।🤪 আজকে পুরো সিস্টেম ঠিক হয়ে গেছে। যার যে পজিশন ডিপজিশন অটোমেটিকভাবে ঠিক হয়ে গেছে। আমি জুনিয়র মেম্বার হয়ে গিয়েছিলাম আমি আবার ফুল মেম্বার হয়ে গেছি। যাহোক ফোরামে এরকম একটু একটু তামাশা না হলে আমাদের মন ভালো থাকবে না। মানুষের মনের জন্য যেমন বিনোদনের প্রয়োজন ঠিক তেমনি ফোরামেরও বিনোদনের প্রয়োজন হয়। এপ্রিল ফুল আমাদের সেই রকম একটি মজার বিনোদন উপহার দিয়েছে। তারা কতটা এডভান্স দেখেন তারা প্রতিনিয়ত নতুন নতুন বৈচিত্র্য নিয়ে এরকম মজা করে থাকে। পুরো এডমিন প্যানেলকে এপ্রিল ফুলের আনন্দ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 02, 2025, 03:53:53 AM Last edit: April 02, 2025, 04:31:26 AM by DYING_S0UL |
|
কি অবস্থা সবার? বাইনান্সের web3 ওয়ালেটের IDO গুলো করতেছেন কেউ? কালকে একটা লঞ্চ হইছিলো pumpbtc নামে। সালারা আমারে চুনা লাগায় দিছে। ৩ টা BNB কমিট করে ফাও ৫০-৬০ ডলারের টোকেন পাইছি। কিন্তু দুঃখের বিষয় সেল বা সোয়াপ কিছুই করতে পারি নাই, লিকিউডিটিই নাই, লল। এখন মনে হয় ২০ ডলারে গিয়ে দাম ঠেকছে! মিনিমাম ৫০-১০০ ডলারের প্রফিট না হলে এগুলো করা লস আমার মতে! ট্রানজেকশন ফি, ফুল ক্রিপ্টো মার্কেট আপ ডাউন এইসব যদি গোনায় ধরি তাহলে লসই বলা চলে। কারণ এই ১-২ ঘন্টা যে কমিট করে রাখবো, এই সময়ে মার্কেট ডাউন যাবে না এর তো কোনে গ্যারান্টি নাই। এর গেলে তো BNB ও নামবে। স্টবলে নিতে পারবো না।  Binance এর IDO তে ভালো লাভ আছে তবে দেখে শুনে করতে হবে। কারণ এখন এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার কারণে কমিটমেন্ট বেশি হয় আর এলোকেশন পাওয়া যায় কম।
কি মিয়া! কত ডলারের কোপ দিছেন? করছিলেন? 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 02, 2025, 08:05:45 AM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
|
|
|
|
|
|
Bd officer
|
 |
April 02, 2025, 10:39:49 AM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
এই তো ভাই আলহামদুলিল্লাহ ঈদ খুবই আনন্দের সাথে কেটেছে, মা বাবা ভাই বোন স্ত্রী নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেছি। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমিও নিউজে দেখলাম, জর্ডান, সিরিয়া, মিশর এই সকল দেশগুলোতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে নাই, তারা আমাদের বাংলাদেশের সাথেই সোমবারে ঈদ উদযাপন করেছে। তাহলে কী আমাদের বাংলাদেশেও একদিন আগে ঈদ উদযাপন করা হলো নাকি? যদি সৌদি আরবের দেওয়া তথ্য ভুল থাকে তাহলে সৌদি আরবে সোমবারে ঈদ হইতো, আর আমাদের তো একদিন পরে হওয়ার কথা। তাইলে আমাদের বাংলাদেশের চাঁদ দেখা দেখা কমিটি তারা তো বলেছিলো চাঁদ দেখা গেছে সোমবারে ঈদ হবে। আর আমি আরও একটি নিউজে দেখেছিলাম সৌদি আরব ২০১১ সালেও ভুল করেছিলো, তারা শনি গ্রহকে চাঁদ ভেবে ঘোষণা দিয়েছিলেন। যেহেতু সৌদি আরব পুর্বেও ভুল করেছিলো, এবারো ভুল হতেও পারে। তবে আমাদের বাংলাদেশীরা যে চাঁদ দেখেছিলো এটা কী ভুল তথ্য ছিলো নাকী? আমার আবার বিশ্বাস হয়না, কারন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভরশীল।
মানুষের মনের জন্য যেমন বিনোদনের প্রয়োজন ঠিক তেমনি ফোরামেরও বিনোদনের প্রয়োজন হয়। এপ্রিল ফুল আমাদের সেই রকম একটি মজার বিনোদন উপহার দিয়েছে।
ভাই এপ্রিল ফুল মানেই রসিকতা, বোকা বানানো, তাই আমাদের প্রতি বছর এমন সারপ্রাইজ দিয়ে থাকে।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 02, 2025, 10:55:29 AM |
|
এই তো ভাই আলহামদুলিল্লাহ ঈদ খুবই আনন্দের সাথে কেটেছে, মা বাবা ভাই বোন স্ত্রী নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেছি।
হ্যাঁ, এই বিষয় নিয়ে আমিও নিউজে দেখলাম, জর্ডান, সিরিয়া, মিশর এই সকল দেশগুলোতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে নাই, তারা আমাদের বাংলাদেশের সাথেই সোমবারে ঈদ উদযাপন করেছে। তাহলে কী আমাদের বাংলাদেশেও একদিন আগে ঈদ উদযাপন করা হলো নাকি? যদি সৌদি আরবের দেওয়া তথ্য ভুল থাকে তাহলে সৌদি আরবে সোমবারে ঈদ হইতো, আর আমাদের তো একদিন পরে হওয়ার কথা। তাইলে আমাদের বাংলাদেশের চাঁদ দেখা দেখা কমিটি তারা তো বলেছিলো চাঁদ দেখা গেছে সোমবারে ঈদ হবে। আর আমি আরও একটি নিউজে দেখেছিলাম সৌদি আরব ২০১১ সালেও ভুল করেছিলো, তারা শনি গ্রহকে চাঁদ ভেবে ঘোষণা দিয়েছিলেন। যেহেতু সৌদি আরব পুর্বেও ভুল করেছিলো, এবারো ভুল হতেও পারে। তবে আমাদের বাংলাদেশীরা যে চাঁদ দেখেছিলো এটা কী ভুল তথ্য ছিলো নাকী? আমার আবার বিশ্বাস হয়না, কারন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভরশীল।
যাক ভাই শুনে ভালো লাগলো। জীবণে সব আছে শুধু একটা বউ ছাড়া ।😅 ভাবছিলাম God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো। 🥺এবারের ঈদ ভালো কাটেনি জীবণে এই প্রথম কোনো ঈদ উদযাপন করলাম নিজের পরিবার থেকে অনেক দুরে থেকে। সৌদি আরব যদি ভুল করে থাকে তবে বাংলাদেশ ভুল করছে ১০০% শিউর। বাংলাদেশের চাঁদ দেখার কমিটির আসলে কাজটা কি? সৌদি আরবকে কপি করাই তো তাদের কাজ। বাংলাদেশে চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজন আছে কিনা সেটাই তো ভাবার বিষয়। আমার মতে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজনই নাই ।
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
April 02, 2025, 04:15:21 PM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখে তার পরের দিন থেকে আমরা রোজা রাখি ও ঈদ করি। আমরা মূলত সৌদি আরবের উপর নির্ভরশীল হয়েই রোজা রাখা ও ঈদ করা পালন করে থাকি এক্ষেত্রে যদি সৌদি আরবে একদিন আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে তাহলে তো আমরা ওই একদিন আগেই ঈদ করে ফেলেছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মালয়েশিয়া থাকে তারা বাংলাদেশের সাথেই ঈদ করেছে। যদিও মালয়েশিয়া সৌদি আরবের সাথে ঈদ পালন করে কিন্তু এবার মালয়েশিয়া বাংলাদেশ একই সাথে ঈদ পালন করেছে। তবে চাঁদ দেখা ও রোজা পালন করা সম্পূর্ণ সৌদি আরবের উপর মুসলিম দেশগুলো নির্ভর করে। এক্ষেত্রে তারা যে ঘোষণা দেবে সেটাই অন্যান্য মুসলিম বিশ্বের পালন করতে বাধ্য। এক্ষেত্রে যদি একটা রোজা কম করে থাকে তাহলে সৌদি আরব অবশ্যই যে কোন একটি প্রস্তাবনা বিল পাস করবে। তবে আমার মনে হয় না তারা এরকম কিছু এবার করবে।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 03, 2025, 12:44:44 AM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখে তার পরের দিন থেকে আমরা রোজা রাখি ও ঈদ করি। আমরা মূলত সৌদি আরবের উপর নির্ভরশীল হয়েই রোজা রাখা ও ঈদ করা পালন করে থাকি এক্ষেত্রে যদি সৌদি আরবে একদিন আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে তাহলে তো আমরা ওই একদিন আগেই ঈদ করে ফেলেছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মালয়েশিয়া থাকে তারা বাংলাদেশের সাথেই ঈদ করেছে। যদিও মালয়েশিয়া সৌদি আরবের সাথে ঈদ পালন করে কিন্তু এবার মালয়েশিয়া বাংলাদেশ একই সাথে ঈদ পালন করেছে। তবে চাঁদ দেখা ও রোজা পালন করা সম্পূর্ণ সৌদি আরবের উপর মুসলিম দেশগুলো নির্ভর করে। এক্ষেত্রে তারা যে ঘোষণা দেবে সেটাই অন্যান্য মুসলিম বিশ্বের পালন করতে বাধ্য। এক্ষেত্রে যদি একটা রোজা কম করে থাকে তাহলে সৌদি আরব অবশ্যই যে কোন একটি প্রস্তাবনা বিল পাস করবে। তবে আমার মনে হয় না তারা এরকম কিছু এবার করবে। ভাই অন্য আরব দেশগুলো সৌদি আরব যে ঘোষনা দিবে তা মানতে বাধ্য এই কথাটা ভুল। সৌদি আরবের পাশের দেশ মিশরে ৩০ টা রোজা হইছে বাংলাদেশের সাথে তারা ঈদ করছে অথচ রোজা রাখছে সৌদি আরবের সাথে। আর আল্লাহ কিংবা নবী কিন্তু সৌদি আরবের উপর নির্ভরশীল হতে বলেনি। রোজা রাখা বা ঈদ করা সম্পুর্ণ চাঁদ দেখার উপরে নির্ভরশীল। সৌদি আরব নবীর দেশ কিন্তু সৌদি আরবে এতো পরিমানে খারাপ কাজ হয় যা অনেক পশ্চিমা দেশে হয় না। সৌদি আরব কখনোই মুসলিম বিশ্বের রোলমডেল হতে পারে না। সৌদির মানুষ যেই পরিমাণ আকাম করে আমার মনে হয় যদি আল্লাহর ঘর আর আমার নবী এই সৌদি আরবে না থাকতো এই সৌদি আরবকে আল্লাহ কবেই ধ্বংস করে দিতো।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 03, 2025, 02:43:17 AM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখে তার পরের দিন থেকে আমরা রোজা রাখি ও ঈদ করি। আমরা মূলত সৌদি আরবের উপর নির্ভরশীল হয়েই রোজা রাখা ও ঈদ করা পালন করে থাকি এক্ষেত্রে যদি সৌদি আরবে একদিন আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে তাহলে তো আমরা ওই একদিন আগেই ঈদ করে ফেলেছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মালয়েশিয়া থাকে তারা বাংলাদেশের সাথেই ঈদ করেছে। যদিও মালয়েশিয়া সৌদি আরবের সাথে ঈদ পালন করে কিন্তু এবার মালয়েশিয়া বাংলাদেশ একই সাথে ঈদ পালন করেছে। তবে চাঁদ দেখা ও রোজা পালন করা সম্পূর্ণ সৌদি আরবের উপর মুসলিম দেশগুলো নির্ভর করে। এক্ষেত্রে তারা যে ঘোষণা দেবে সেটাই অন্যান্য মুসলিম বিশ্বের পালন করতে বাধ্য। এক্ষেত্রে যদি একটা রোজা কম করে থাকে তাহলে সৌদি আরব অবশ্যই যে কোন একটি প্রস্তাবনা বিল পাস করবে। তবে আমার মনে হয় না তারা এরকম কিছু এবার করবে। এটা একেবারে আজাইরা কথা। সৌদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সৌদি বাদ দেন, কোনো মুসলিম দেশের সাথেও আমাদের সম্পর্ক নাই। কোথাও লেখা নাই আজকে সৌদিতে ঈদ হলে কালকে বাংলাদেশে ঈদ করতে হবে। আপনি চাদঁ দেখে রোজা শুরু করবেন আর চাদঁ দেখে রোজা শেষ করবেন, এটাই হলো মাসালা। যাই হোক, প্রতিবছর সৌদির পরের দিনই আমাদের এখানে চাদঁ দেখা যায়, এজন্য হয়তো এটা ধরেই নেয়া হইছে, সৌদির পরের দিন, কিন্তু দিনশেষে এটা ভুল। আমরা তো তাও সঠিক দিনেই ঈদ পালন করার চেষ্টা করি, বাট এদিকে তো আবার চাঁদপুর বাসি এক স্টেপ আগালে লল। এখানে কোনো চাঁদপুরের কেউ আছেন কিনা? ডন্ট মাইন্ড বাট আপনারা বলদ। চাঁদপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে সৌদির সাথে ঈদ পালন করা হচ্ছে, এমন একটা হেডলাইনের নিউজের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ে আমি টাসকি খেয়ে গেছিলাম ভাই। মানে একেবারে উমুক হাদিস, তুমুক হাদিস ইত্যাদি আজাইরা জাল লজিক দেখানো শুরু করে দিসে। এমন লেভেলের কনফিডেন্স যে তারা (যারা সৌদিকে ফলো করে), মনে হয় সৌদির বংশদূত। কি পরিমাপ মস্তিস্কের অবক্ষয় হইলে এখনো এসব কুসংস্কারের প্রচলন থাকে, আর এসবে বিশ্বাসী হয়!
BlackHatSojib ভাই কেমন আছেন? সৌদি কেমন লাগে?
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Nothingtodo
|
 |
April 03, 2025, 02:53:33 AM |
|
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখে তার পরের দিন থেকে আমরা রোজা রাখি ও ঈদ করি। আমরা মূলত সৌদি আরবের উপর নির্ভরশীল হয়েই রোজা রাখা ও ঈদ করা পালন করে থাকি এক্ষেত্রে যদি সৌদি আরবে একদিন আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে তাহলে তো আমরা ওই একদিন আগেই ঈদ করে ফেলেছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মালয়েশিয়া থাকে তারা বাংলাদেশের সাথেই ঈদ করেছে। যদিও মালয়েশিয়া সৌদি আরবের সাথে ঈদ পালন করে কিন্তু এবার মালয়েশিয়া বাংলাদেশ একই সাথে ঈদ পালন করেছে। তবে চাঁদ দেখা ও রোজা পালন করা সম্পূর্ণ সৌদি আরবের উপর মুসলিম দেশগুলো নির্ভর করে। এক্ষেত্রে তারা যে ঘোষণা দেবে সেটাই অন্যান্য মুসলিম বিশ্বের পালন করতে বাধ্য। এক্ষেত্রে যদি একটা রোজা কম করে থাকে তাহলে সৌদি আরব অবশ্যই যে কোন একটি প্রস্তাবনা বিল পাস করবে। তবে আমার মনে হয় না তারা এরকম কিছু এবার করবে। এটা একেবারে আজাইরা কথা। সৌদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সৌদি বাদ দেন, কোনো মুসলিম দেশের সাথেও আমাদের সম্পর্ক নাই। কোথাও লেখা নাই আজকে সৌদিতে ঈদ হলে কালকে বাংলাদেশে ঈদ করতে হবে। আপনি চাদঁ দেখে রোজা শুরু করবেন আর চাদঁ দেখে রোজা শেষ করবেন, এটাই হলো মাসালা। যাই হোক, প্রতিবছর সৌদির পরের দিনই আমাদের এখানে চাদঁ দেখা যায়, এজন্য হয়তো এটা ধরেই নেয়া হইছে, সৌদির পরের দিন, কিন্তু দিনশেষে এটা ভুল। আমরা তো তাও সঠিক দিনেই ঈদ পালন করার চেষ্টা করি, বাট এদিকে তো আবার চাঁদপুর বাসি এক স্টেপ আগালে লল। এখানে কোনো চাঁদপুরের কেউ আছেন কিনা? ডন্ট মাইন্ড বাট আপনারা বলদ। চাঁদপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে সৌদির সাথে ঈদ পালন করা হচ্ছে, এমন একটা হেডলাইনের নিউজের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ে আমি টাসকি খেয়ে গেছিলাম ভাই। মানে একেবারে উমুক হাদিস, তুমুক হাদিস ইত্যাদি আজাইরা জাল লজিক দেখানো শুরু করে দিসে। এমন লেভেলের কনফিডেন্স যে তারা (যারা সৌদিকে ফলো করে), মনে হয় সৌদির বংশদূত। কি পরিমাপ মস্তিস্কের অবক্ষয় হইলে এখনো এসব কুসংস্কারের প্রচলন থাকে, আর এসবে বিশ্বাসী হয়! ভাই কুসংস্কার সব জায়গাতেই আছে। আমাদের এখানে কিছু মানুষ বাধ্য হয়ে হয়তো আমাদের সাথেই ঈদ করে কিন্তু তর্কে বিতর্কে তারা যদি পারত তাহলে একদিন আগেই সৌদি আরবের সাথে ঈদ করত। আমাদের এলাকাতে কিছু মানুষ আছে তারা বলে চাঁদ তো একটাই তাই সৌদি আরবে যদি চাঁদ দেখা যায় তাহলে আমাদের এখানে চাঁদ দেখা গেছে এজন্য তারা সৌদি আরবের সাথে সাথে সবকিছু পালন করে থাকে। সৌদিতে যখন ২৯ টা রোজা হল অথচ মিশরে ৩০ রোজা পালন করল তাহলে আমাদের মুসলমানদের জন্য মতের পার্থক্য হলো । একটা রোজা তো কম করলে হবে না বরং এর জন্য আমাদের নিজেদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আমাদের চাঁদ দেখা কমিটি সরাসরি সৌদি আরব কে রোল মডেল হিসেবে গ্রহণ করে এক্ষেত্রে চাঁদ দেখা কমিটি এই একটি রোজা কম করার দায়ভার নেবে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 03, 2025, 06:22:22 AM |
|
😅 ভাবছিলাম God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো। তোমার মতো ফা*কার এর কাছে শালী দেয়া যাবে না। তোমার সানডে একজন, মানডে একজন, এভাবে চলে। আর ছোট যেটা আছে, সেটার মাত্র দাত পড়তেছে। তুমি চাইলে নিয়ে লেখাপড়া করিয়ে বড় করে নিতে পারো। অন্য কারো নজরে পড়ার কোনো চান্স নাই। ভাবলাম তুমি আরবে গেলে তোমারে দিয়ে একটা বিজনেস শুরু করবো। কিন্তু এমন যায়গায় গেলা, সেখানে তোমারে দিয়ে ক্রিপ্টো রিলেটেড কোনো বিজনেস করানো যাবে না। যদিও একজন আরব ফোরাম মেম্বার বললো যে এখানে এগুলো নিয়ে তেমন কোনো কড়াকড়ি নেই। যদিও ব্যান করা, তবুও এগুলো নিয়ে তেমন কোনো একশন দেখা যায় না।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 03, 2025, 06:33:12 AM |
|
😅 ভাবছিলাম God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো। তোমার মতো ফা*কার এর কাছে শালী দেয়া যাবে না। তোমার সানডে একজন, মানডে একজন, এভাবে চলে। আর ছোট যেটা আছে, সেটার মাত্র দাত পড়তেছে। তুমি চাইলে নিয়ে লেখাপড়া করিয়ে বড় করে নিতে পারো। অন্য কারো নজরে পড়ার কোনো চান্স নাই। ভাবলাম তুমি আরবে গেলে তোমারে দিয়ে একটা বিজনেস শুরু করবো। কিন্তু এমন যায়গায় গেলা, সেখানে তোমারে দিয়ে ক্রিপ্টো রিলেটেড কোনো বিজনেস করানো যাবে না। যদিও একজন আরব ফোরাম মেম্বার বললো যে এখানে এগুলো নিয়ে তেমন কোনো কড়াকড়ি নেই। যদিও ব্যান করা, তবুও এগুলো নিয়ে তেমন কোনো একশন দেখা যায় না। আস্তাগফিরুল্লাহ ভাই এসব কি বলেন? আরবদেশে কড়াকড়ি নেই এটা সত্যি। আমি নিজে অনেক কে দেখছি ক্রিপ্টো নিয়ে কাজ করে। তব গুগল পে নিয়ে তোমার যেই বিজনেস আইডিয়া সেটা হয়তো অতি শীগ্রয়ই সফল হবে। কারণ গুগলের সাথে সব চুক্তি সম্পন্ন। এখন শুধু কার্যক্রম শুরু হওয়া বাকি। হয়তো কয়েকমাসের মধ্যেই চালু হয়ে যাবে। এমনটা যদি হয় আর আমি এখানে থাকি তবে ইনশাআল্লাহ একটা ভালো প্রফিটেবল বিজনেস করা যাবে। এছাড়াও যা বুঝলাম এখানে ইনভেষ্ট করে ভালো প্রফিটেবল ব্যাবসা বানিজ্য করা যায়।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 03, 2025, 09:29:07 AM |
|
😅 ভাবছিলাম God Of Thunder এর শালী বিয়ে করে নিজেকে সিঙ্গেল থেকে প্রমোশন দিবো কিন্তু বেচারা আমার সাথে দুই নাম্বারি করলো। তোমার মতো ফা*কার এর কাছে শালী দেয়া যাবে না। তোমার সানডে একজন, মানডে একজন, এভাবে চলে। আর ছোট যেটা আছে, সেটার মাত্র দাত পড়তেছে। তুমি চাইলে নিয়ে লেখাপড়া করিয়ে বড় করে নিতে পারো। অন্য কারো নজরে পড়ার কোনো চান্স নাই। ভাবলাম তুমি আরবে গেলে তোমারে দিয়ে একটা বিজনেস শুরু করবো। কিন্তু এমন যায়গায় গেলা, সেখানে তোমারে দিয়ে ক্রিপ্টো রিলেটেড কোনো বিজনেস করানো যাবে না। যদিও একজন আরব ফোরাম মেম্বার বললো যে এখানে এগুলো নিয়ে তেমন কোনো কড়াকড়ি নেই। যদিও ব্যান করা, তবুও এগুলো নিয়ে তেমন কোনো একশন দেখা যায় না। আস্তাগফিরুল্লাহ ভাই এসব কি বলেন? আরবদেশে কড়াকড়ি নেই এটা সত্যি। আমি নিজে অনেক কে দেখছি ক্রিপ্টো নিয়ে কাজ করে। তব গুগল পে নিয়ে তোমার যেই বিজনেস আইডিয়া সেটা হয়তো অতি শীগ্রয়ই সফল হবে। কারণ গুগলের সাথে সব চুক্তি সম্পন্ন। এখন শুধু কার্যক্রম শুরু হওয়া বাকি। হয়তো কয়েকমাসের মধ্যেই চালু হয়ে যাবে। এমনটা যদি হয় আর আমি এখানে থাকি তবে ইনশাআল্লাহ একটা ভালো প্রফিটেবল বিজনেস করা যাবে। এছাড়াও যা বুঝলাম এখানে ইনভেষ্ট করে ভালো প্রফিটেবল ব্যাবসা বানিজ্য করা যায়। ভাই এই গরিবদের মাঝে বিজনেস আইডিয়াটা শেয়ার করা যায়? কিভাবে কি বা জাস্ট কনসেপ্ট টা! আর গুগল পে দ্বারা কি মিন করলেন! এই গরিব অল্টকয়েনে বিনিয়োগ করে মারা খেয়ে বসে আছে। পোর্টফলিও ৭০-৮০% নাই  । এখন টোটালি হুশ ফিরছে! ব্যাকআপ সোর্স হিসেবে কিছু একটা দাড় করাতে চাচ্ছি, কারন মার্কেটের যে অবস্খা বর্তমানে তাতে বেশিদিন টিকার মতো পরিস্থিতি থাকবে না!
ভাই লোক! আজকের IDO টা কেউ করছিলেন? মাত্র ৩৭ ডলারের টোকেন পাইছি, তাে আবার লিস্টিং হবার সাথে সাথে ডাম্প খেয়ে ২৫ ডলারে নেমে গেছে। যদিও নাই মামার থেকে কানা মামা ভালো। ফাও ফাও ৩০ মিনিটে +-৩০$ অতোটাও খারাপ না আমার মতে! আপাতত সেল করি নাই, লিকুইডিটি তেমন নাই। 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Nothingtodo
|
 |
April 03, 2025, 10:20:16 AM |
|
 সম্প্রীতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পারস্পারিক শুল্ক Reciprocal Tariffs) আরোপ করেছে যেখানে বিভিন্ন দেশের উপর বিভিন্ন পার্সেন্টেজের ভিত্তিতে পারস্পারিক শুল্ক আরোপ করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ৫২% এবং ডিসকাউন্ট ২৬%। চায়না ৬৭% এবং ডিসকাউন্ট ৩৪% পার্সেন্ট। এভাবে বাংলাদেশের ৭৪ পার্সেন্ট এবং ডিসকাউন্ট ৩৭% । বিষয়টি আমার কাছে ক্লিয়ার নয় বাংলাদেশের পারস্পরিক শুল্ক ভারতের চেয়ে বেশি এর মানে কি? Reciprocal Tariffs বেশি হলে ভালো না কম হলে ভালো এটা কেউ যদি জেনে থাকে একটু ক্লিয়ার করে বলবেন।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 03, 2025, 11:02:01 AM |
|
 সম্প্রীতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পারস্পারিক শুল্ক Reciprocal Tariffs) আরোপ করেছে যেখানে বিভিন্ন দেশের উপর বিভিন্ন পার্সেন্টেজের ভিত্তিতে পারস্পারিক শুল্ক আরোপ করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ৫২% এবং ডিসকাউন্ট ২৬%। চায়না ৬৭% এবং ডিসকাউন্ট ৩৪% পার্সেন্ট। এভাবে বাংলাদেশের ৭৪ পার্সেন্ট এবং ডিসকাউন্ট ৩৭% । বিষয়টি আমার কাছে ক্লিয়ার নয় বাংলাদেশের পারস্পরিক শুল্ক ভারতের চেয়ে বেশি এর মানে কি? Reciprocal Tariffs বেশি হলে ভালো না কম হলে ভালো এটা কেউ যদি জেনে থাকে একটু ক্লিয়ার করে বলবেন। ভারত আমেরিকান প্রোডাক্ট এর উপর ৫২% কর বসাইছে তাই আমেরিকা তার অর্ধেক ২৬% ভারতের প্রোডাক্টে বসাইছে। একইভাবে চায়না ৬৭% কর বসাইছে আর আমেরিকা তার অর্ধেক ৩৪% বসাইছে একইভাবে বাংলাদেশ আমেরিকান প্রোডাক্টের উপর ৭৪% কর বসাইছে যার ফলে আমেরিকা বাংলাদেশী প্রোডাক্টে ৭৪ এর অর্ধেক ৩৭% বসাইছে। বাংলাদেশের উচিৎ আমেরিকান প্রোডাক্টের উপর কর ৩০% এ কমিয়ে আনা তাহলে আমেরিকাতে বাংলাদেশী প্রোডাক্টের উপর কর পরবে ১৫% যার ফলে বানগ্লাদেশে আমেরিকান প্রোডাক্টের দাম কমবে এবং কম কর দিয়ে বাংলাদেশের প্রোডাক্ট আমেরিকার বাজারে ঢুকবে। এই কর আগে ছিলো না। আমেরিকা সুপারপাওয়ার তাই কর ছিলোনা। ট্রাম্প সুপারপাওয়ার চায় না সে ব্যাবসায়ী মানুষ সে চায় টাকা। তাই সে এই কর বসাইয়া দিছে।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 04, 2025, 11:51:56 AM |
|
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন! গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 04, 2025, 02:09:13 PM Last edit: April 04, 2025, 02:20:48 PM by DYING_S0UL |
|
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন! গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
ভাই এটা কি শুনাইলেন? লিটেরিলি মাথা খারাপ হওয়ার মতো ঘটনা! আমি নিজেও কয়েক মাস আগে কক্সবাজার গেছিলাম, তো আমাদের সাথেও এরকম বাজে এক্সপেরিয়েন্স হয়! চান্দের গাড়ি করে আমরা মেরিন ড্রাইভে যাই, যেতে যেতে অলমোস্ট টেকনাফের কাছাকাছি চলে যাই, তো সেখানে একটা বিচে আমরা বন্ধুবান্ধব ঘোরাফেরা করতেছিলাম, একেবারে মানবহীন বিচ বলা চলে। ৫-৭ টা নৌকা, আর আশেপাশে হাতে গোনা স্থানীয় লোক। সন্ধাও হয়ে আসছিল। তো হঠাৎ করে এক লোক এসে বলে আপনাদের কারোর ফোন হারাইছে নাকি চেক করেন, তিনি নাকি একটা ফোন পাইছে কুড়িয়ে। সাথে সাথে আমাদের ঘটকা লাগে। যার ফোন সে তো অবশ্যই কল দিতো হারালে বা সিম খুলে মালিকের সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু তা না করে আমাদের কাছে এপ্রোচ করে। আমরা সাথে সাথে ঐখান থেকে গাড়ি নিয়ে চলে যাই। বড়সড় বিপদ থেকে বেচে যাই। ডাকাত টাকাত হওয়ার সম্ভবনা ছিলো। যাওয়ার পথেও আমরা ভয়ে ভয়ে ছিলাম। পেছনে দেখি একটা গাড়ি আমাদের পেছনে পেছনে আসতেছে। পরবর্তীতে আমরা একটা চেকপোস্ট দেখতে পাই যেখানে আর্মিরা ছিলো। তো তাদের ঘটনা বলে তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। আপনাদের অবস্থা কেমন এখন? কোনো ক্ষতি হইছে?
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
cryptocoinplay
|
 |
April 04, 2025, 02:12:14 PM |
|
ঢাকা থেকে খুলনা আসার পথে শাম্পান এর ১০কিলো আগে রাত ১ টার পর ডাকাত আসে। আমাদের গাড়ি এক্সিডেন্ট করিয়েছিলো কিন্তু বেচে গেসি, কিছু করতে পারেনি
|
████████████████████ 6KYC.ATSHOP.IO ████████████████████ Order KYC Verified Bank & Crypto Accounts. ████████████████████ Cashout just a click away! We are large collection of KYC verified accounts!!! ████████████████████
|
|
|
|
Z_MBFM
|
 |
April 04, 2025, 02:33:10 PM |
|
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন! গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
কি বলেন ভাই এই অবস্থা। আমি আসলে কক্সবাজার খুব বেশি যায় নাই। আমি মাত্র একবার গিয়েছিলাম সেখানে। তবে এরকম ঘটনা স্বীকার হয়নি। তুমি সেই সময় লক্ষ্য করেছি সেখানে শুধুমাত্র ধান্দা চলে ছলে কৌশলে ১০ টাকার কোন জায়গায় আপনাকে ১০০ টাকা খরচ করতে বাধ্য করবে। এটি বড় সমস্যা নয় নিজের হাত দিয়ে নিজের ইচ্ছায় দশ টাকার জায়গায় ১০০০ টাকা খরচ করলেও তার জন্য আফসোস হয় না। তবে আপনি যে ঘটনার কথা বললেন এটি খুবই দুঃখজনক বিশেষ করে পুলিশ এবং ৯৯৯ এর যে সার্ভিসের কথা বললেন এটি শুনে খুবই দুঃখ পেলাম। আমি রিসেন্টলি কক্সবাজার যাওয়ার একটি পরিকল্পনা করছিলাম পরিবার নিয়ে কিন্তু যে কথা শোনালেন তাতে তো আর যেতে ইচ্ছে করতেছে না। সমস্যা হচ্ছে এখন সিজন না যার কারণে কক্সবাজার সম্ভবত মানুষের আনাগোনা কম আর এই সুযোগে এসব চোর বাটপার এমন চুরি ডাকাতি করতেছে। চোর বাটপার এরকম করবে স্বাভাবিক তবে পুলিশ যা করেছে তা এরকম টুরিস্ট স্পটে কখনোই এক্সপেক্ট করা যায় না। আপনার উচিত ছিল আবারও ৯৯৯ এ কল করে এর অভিযোগ করা। ৯৯৯ ভালো একটি সার্ভিস তবে তারা ওই এরিয়াতে দায়িত্বে থাকা যাদের আপনাদের কাছে পাঠিয়েছিল তারা হচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িত।
|
|
|
|
|
|
LDL
|
 |
April 04, 2025, 02:44:19 PM |
|
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন! গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
যাহোক আপনারা নিরাপদে আছেন এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাংলাদেশে ছিনতাই , কিডনাপিং মামুলি ঘটনা ভাই। এই সকল ঘটনার তদন্ত কোনদিনও হবে না। আপনাদের ঘটনা পড়ে আমার তিন-চার বাড়ির পাশে এক ছেলের ঘটনা মনে পরল। ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দেবে খুব একটা ভালো ছাত্র না এবং পারিবারিক অবস্থা খুব খারাপ। পরিবারে বড় ছেলে হওয়াতে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা মোহাম্মদপুরে একটি গার্মেন্টসে কাটিং মাস্টারের হেল্পার হিসাবে কাজ করে। ছেলেটা কাজকে খুব গুরুত্ব দেয় এমন কি যার অধীনে কাজ করে তাকেও খুব মান্য করে। বয়সে বড় কিন্তু বুদ্ধিতে কম এরকম একটি ওস্তাদের সাথে চলাফেরা করে। মোহাম্মদপুর সম্পর্কে কাউকে বিস্তারিত বলতে হবে এরকম প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। বেচারা একটা মেসে থাকে যেখানে খুব কম দামে ভাড়া পাওয়া যায় এরকম জায়গায়। মাগরিবের নামাজের পর একটা গলি পথে হাঁটতে হয়।হাঁটতে হাঁটতে ছেলেটা কিশোর গ্যাংয়ের একটি আস্তানা পাশ দিয়ে যাওয়ার সময় টোকাইদের মাদক সেবন করা দেখে ফেলে। কিশোর গ্যাংয়ের পোলাপান তাদেরকে ডেকে কাছে আসতে বলে তখন ছেলেটির ওস্তাদ যার পরিচয় হচ্ছে রংপুরের মফিজ টাইপের। কাছে না গিয়ে উল্টো দৌড় মারে এবং যে ছেলেটা সহজ সরল সেই ছেলেটা দৌড় না দিয়ে দাঁড়িয়ে থাকে এমনকি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে ভাই কেন ডাকলেন। তখন কিশোর গ্যাংয়ের পোলাপান ওস্তাদের দৌড় দেওয়ার কাহিনী জানতে চায়। আসলে ছেলেটা কিছুই জানেনা খুবই সহজ সরল কিন্তু দুঃখের বিষয় কিশোর গ্যাংয়ের পোলাপান ছেলেটাকে খুব মারধর করে । এমনকি এক চিপায় নিয়ে গিয়ে তার পিঠে ও পাছায় খুড় দিয়ে চার পাঁচটা পোজ দেয়। সাথে থাকা মোবাইল ফোন ও কিছু নগদ টাকাও ছিনিয়ে নেয়। ছেলেটা আশেপাশে দু চারজনের সাহায্য চাইলে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। ছেলেটার জবানবন্দী শুনে মনে হল এই বাংলাদেশে একটা ছেলে কতটুকু অসহায়। আশেপাশে মানুষকে ডাকলে মানুষ এমন ভাবেও দেখে না দেখার ভান করে যাতে মনে হয় কোন কিছুই ঘটেনি। অবশেষে ছেলেটি পুলিশের সাহায্য কামনা করলেও পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয় কিন্তু অপরাধীদের ব্যাপারে বললে পুলিশ একটি কথাই বলে তাদেরকে আমরা কিছুই করতে পারবো না কেননা তাদের সংখ্যা বলে অগণিত। কিশোর গ্যাংয়ের অপরাধ সম্পর্কে এখানে বলে শেষ করা যাবে না। যাহোক আপনারা নিরাপদে ভ্রমণ করতে পেরেছেন এটাই যথেষ্ট। আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে কোথাও ভ্রমণ করার সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমি অবশ্য নদীপথে শ্বশুর বাড়ি যাই তাতে করে মাঝেমধ্যে ডাকাতের আনাগোনার কথা শুনি কিন্তু এখন পর্যন্ত আল্লাহতালা এরকম খারাপ পরিস্থিতির মুখোমুখি করেননি এজন্য আল্লাহ তাআলার কাছে জানাই অসংখ্য শুকরিয়া। সবাইকে আল্লাহ তা'আলা হেফাজতে রাখুক এবং নিরাপদে যার যার কর্মস্থলে কর্ম করে খাওয়ার তৌফিক দান করুন।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
April 04, 2025, 03:42:17 PM |
|
সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
ভাই বিষয়টি খুবই দুঃখজনক, আসলে আমাদের বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী কখনোই ভালো হবে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তাই পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারলাম ওই পুলিশ সদস্যরা চোরদের সাথে জড়িত রয়েছে। পুলিশ যেখানে সাধারণ মানুষের বন্ধু হওয়ার কথা, সেখানে চোরদের সাথে জড়িত হয়ে চোরের বন্ধু হয়ে থাকে। তাহলে এমন পুলিশ আমাদের বাংলাদেশে থেকে কি লাভ? আরেকটি কথা বললেন যে ক্যামেরা ম্যানরা চোরদের পক্ষ নিয়ে কথা বলছে, আমার মনে হয় ক্যামেরাম্যানরাও চোরদের সাথে জড়িত রয়েছে। আপনারা সেখানে কয়জন লোক ছিলেন? আপনারা দুজন পালিয়ে ছিলেন, কিন্তু অন্য সকল যারা ছিলেন তারা কি করেছে? গত কয়েকদিন আগে ঘন ঘন দর্শনের কথা শুনে ভয়ে ছিলাম তাই আমি এবার ঈদে স্ত্রী বাবা মা ভাই বোন নিয়ে কোথাও বেড়াতে যাইনি, খালার বাড়ি নানার বাড়ি এই সকল জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যারা এই সময়ে ধুরে কোথাও ঘুরতে যাবেন, তারা সকলেই সাবধানে থাকবেন। আমি সকলের মঙ্গল কামনা করি।
|
|
|
|
|