Bitcoin Forum
January 23, 2026, 07:28:31 AM *
News: Latest Bitcoin Core release: 30.2 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 569 570 571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 591 592 593 594 595 596 597 598 599 [600] 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615 616 617 618 619 620 621 622 623 624 625 626 627 628 629 630 631 632 633 634 635 636 637 638 639 640 641 642 643 644 645 646 647 648 649 650 ... 667 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5996731 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
BlackHatSojib
Member
**
Offline Offline

Activity: 112
Merit: 14

☠️ Born in the Dark Web


View Profile WWW
April 04, 2025, 06:22:07 PM
Last edit: April 04, 2025, 06:37:53 PM by BlackHatSojib
 #11981

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন!
গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।

আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই।  তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।

একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
বন্ধু এতোকিছু হয়ে গেলো কিছু জানাইলা না। আমি ম্যাসেঞ্জারে তোমারে নক দিছি সীন ও করলা না। যাই হোক আল্লাহর রহমতে সুস্থ আছো শুকরিয়া। জরুরী সেবা ৯৯৯ একটা স্ক্যাম আমি নিজে এটা জানি। একবার আমার বাড়িতে আমি ছিলাম না কিছু মানুষ অস্ত্রসহ হামলা করতে যাচ্ছিলো। আমি ৯৯৯ এ কল দিয়ে বলছি যে আমার বাসায় হামলা করতে মানুষ অস্ত্রসহ হামলার প্রস্তুতি নিছে আপনারা হেল্প করেন পরে তারা আমারে রিপ্লে দিলো হামলা করার পরে কল দিতে। যাইহোক পরে আমি আমার পোলাপান কল করছি সবাই আমার বাড়িতে গিয়ে নিরাপত্তা দিছে।

এখন আমার প্রশ্ন হলো হামলার আগে যদি পুলিশ সহায়তা না করে হামলার পরে তাদের কল দিয়ে আমার লাভ টা কি? যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে অইদিন একটা রকারক্তি অবস্থা হতো। আমার পোলাপানের কারণে অইদিন তারা হামলা করতে গিয়ে উল্টা দৌড়ে পালাইছে।
বাংলাদেশের পুলিশ আসলে কোনোদিনও মানুষ হবেনা।

আরেকটা জিনিস বলি পুলিশের সিডিএমএস ডাটাবেইজের ব্যাকএন্ড এর প্রায় ৯০% কাজ আমার নিজের হাতে করা। এই প্রজেক্টের বাজেট ছিলো দেড় কোটি টাকা। সার্ভার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকাও এর পেছনে খরচ করেনি। তাহলে চিন্তা করো পুলিশের ভেতরে কি পরিমাণ দুই নাম্বারি।

অবশেষে ছেলেটি পুলিশের সাহায্য কামনা করলেও পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয় কিন্তু অপরাধীদের ব্যাপারে বললে পুলিশ একটি কথাই বলে তাদেরকে আমরা কিছুই করতে পারবো না কেননা তাদের সংখ্যা বলে অগণিত।
কি আর বলবো ভাই। আমার এলাকা থেকে ক্লাস ৯ এর এক মেয়ে নিখোঁজ হয়ে যায় কয়েকমাস আগে। পুলিশ পাত্তাই দেয় নি। যাইহোক আমি পরে পুলিশ সুপারের সাথে কথা বলে তাদের অবস্থান শনাক্ত করি। পুলিশ ফোর্স পাঠাই কুষ্টিয়ায়। পুলিশ বিল্ডিং এর অবস্থান জানার পরেও শেষপর্যন্ত অই বিল্ডিং যেই গলিতে সেখানে ঢোকার সাহস পায় নি। পরিশেষে আমার সংঘঠনের পোলাপানের মাধ্যমে শতো কিলোমিটার দুরে কুষ্টিয়া থেকে অই মেয়েকে উদ্ধার করি। যেই কাজ পুলিশের করার কথা ছিলো সেই কাজ করা লাগছে নিজেদের।
Nothingtodo
Sr. Member
****
Offline Offline

Activity: 854
Merit: 314



View Profile
April 04, 2025, 06:48:18 PM
 #11982

যেই কাজ পুলিশের করার কথা ছিলো সেই কাজ করা লাগছে নিজেদের।
আমার এলাকাতে একজন মেয়ে মারা যায় পানিতে ডুবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েটি গর্ভবতী ছিল এবং কোলে একটি বাচ্চা ছিল যেটা স্বামীর কাছে রেখে বাড়িতে যাওয়ার সময় পানিতে ডুবে মারা যায়। বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ট্রিপল নাইনে কল দিলে উল্টো আমাদেরকে নৌকা রেডি করতে বলে। যাহোক এলাকার এক মাঝির নৌকা ভাড়া করে সেই লাশ তোলা এবং পাড়ে নিয়ে আসা সকল দায়িত্ব নৌকার মাঝির সহায়তায় করা হয়।
কিন্তু দুঃখের বিষয় সকাল ৯ টা থেকে একটা পর্যন্ত নৌকা ভাড়া করে মাঝিকে টাকা না দিয়ে পুলিশরা চলে গিয়েছিলাম। সেই টাকা আমার কল দেওয়ার কারনে আমাকে দিতে হয়েছিল। ৫০০ টাকার জরিমানা দিয়েছিলাম পুলিশকে ফোন দেওয়ার কারণে। কয়েকদিন আমাকে ফোন দেওয়ার কারণে সাক্ষী হিসেবে আমার নাম ফোন নম্বর নিয়ে যায় এবং মাঝে মাঝে ফোন দিয়ে সন্দেহভাজন হিসেবে কাউকে সন্দেহ হয় কিনা সেটা জিজ্ঞেস করে।
আমি বারবার বলি পুলিশ স্যার মেয়েটা যা মৃগী রোগী ছিল যার কারণে পানিতে ডুবে মারা যায়। তবুও কয়েকদিন ফোন টোন দিয়ে ডিস্টার্ব করত এবং সন্দেহজনক কাউকে মনে হয় কিনা সেটা জানতে চাই। যা হোক একদিন ফোন দিয়ে আমাকে আশ্বস্ত করলো এই মামলা ডিসমিস হয়ে গেছে কেননা মেয়েটির স্বামী ও বাবা মেয়েটির মৃগী ব্যারাম ছিল থানায় গিয়ে মামলা ডিসমিস করে দেয়। পুলিশ ভাই খুব খারাপ এটা বাংলার জনগণ অনেক আগেই জেনে গেছে।

DYING_S0UL
Hero Member
*****
Offline Offline

Activity: 924
Merit: 925


The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN


View Profile WWW
April 05, 2025, 03:10:01 AM
 #11983

জরুরী সেবা ৯৯৯ একটা স্ক্যাম আমি নিজে এটা জানি। একবার আমার বাড়িতে আমি ছিলাম না কিছু মানুষ অস্ত্রসহ হামলা করতে যাচ্ছিলো। আমি ৯৯৯ এ কল দিয়ে বলছি যে আমার বাসায় হামলা করতে মানুষ অস্ত্রসহ হামলার প্রস্তুতি নিছে আপনারা হেল্প করেন পরে তারা আমারে রিপ্লে দিলো হামলা করার পরে কল দিতে। যাইহোক পরে আমি আমার পোলাপান কল করছি সবাই আমার বাড়িতে গিয়ে নিরাপত্তা দিছে।

ভাই কি আর বলবো, ৯৯৯ নিয়ে সবারই বাজে অভিজ্ঞতা। আজ পর্যন্ত কখনো টাইমলি সার্ভিস পাইনি।

ঘটনাটা ৩-৪ মাস আগে। আমি আর আমার কিছু বন্ধু শহরে (বিভাগীয়) যাই কিছু কাজে। তো কাজ শেষে সবাই মিলে শহরের প্রাণকেন্দ্রে আড্ডা দিচ্ছিলাম। জায়গায় একটা বড়সড় পুকুর ছিলো আর চারিপাশে অনেক বড় বড় ব্রান্ডের সপিং মল, ফুড স্টল ফাস্টফুড স্টল ইত্যাদি।

হঠাত পুকুরের মাঝে দেখি এক ২০-২২ বছরের ছেলে বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। দুই মিনিটের মধ্যেই দেখি ডুবে গেলো। আমার বন্ধু সাথে সাথে ৯৯৯ এ কল করে আর আমি সামনের পুলিশ বক্সে (৩০ সেকেন্ড) দৌড় দেই দিয়ে সার্জেন্ট কে জানাই। আমরা কেউ সাতার জানতাম না আর আশেপাশে লোক মনে করতেছিলো যে মজা করে, কারন যে সাতার পারে না সে পুকুরের মাঝে গেলো কেমনে!

কাটায় কাটায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোক আসে আর ২-৩ ঘন্টা ধরে উদ্ধার চালায়, বাট ততক্ষনে সে মারা যায়। সবথেকে  খারাপ বিষয় হলো আমরা একেবারে কেন্দ্রীয় লোকশনে ছিলাম, আর ফায়ার সার্ভিসের হেডকোয়াটার ছিলো মাত্র ১ মিনিট দূরত্বে, আর দৌড়ে গেলে লাগে ৫ মিনিট। বুঝে নেন কত হাজার কিলো দূরত্ব।

৯৯৯ এ কল দেয়ার পর তারা জিগাই এটা কি আপনার নাম্বার কিনা, নাম্বার ভেরিফাই করেন উমুক তুমুক। আরে বেটা তোরে বলতেছি একটা মানুষ ডুবে যাইতেছে, লোকেশন বলে দিসি তোরে, তুই সবচেয়ে নিকটে যে ডিসপ্যাচ আছে তাদের খবর দিবি আগে। না তুই ফাও প্যাচাল পারো। এর থেকে তাড়াতাড়ি তো পিজ্জা ডিলিভারির নিশ্চয়তা দেয়।

কি পরিমাণ যে খারাপ লাগছিলো বলে বোঝাতে পারবো না। আমার চোঁখের সামনে মারা গেলো, সাতার জানলে হয়তো বাঁচাতে পারতাম। ফায়ার সার্ভিসের লোকেরা টাইমলি আসলেও বাঁচানো যেতো। ঘটনাটার কথা ভাবলে এখনো ট্রমাটাইজড্ হই, গিল্টি ফিল হয়। এত শতশত কোটি টাকা এদিক সেদিক খরচ করে, বাট জরুনী সেবার মতো সার্ভিস ইমপ্রুভ করতে পারে না, দুঃখজনক।

...AoBT...
▄▄█████████████████▄▄
███████████████████████
█████████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
█████████████████████
█████████████████████████
███████████████████████
█████████████████
The Alliance
of Bitcointalk
Translators
▄▄▄███████▄▄▄
▄███████████████▄
▄███
████████████████▄
▄██
███████████████████▄
▄█
██████████████████████▄
████████████████████████
█████████████████████
████████████████████████
▀███████████████████████▀
▀███████████████████
▀███████████████████▀
███████████████▀
▀▀▀███████▀▀▀
.
..JOIN US..

▄███████████████████████▄
█████████████████████████
█████▀▀██████▀▀██▀▀▀▀████
████████▀██████████
████▄▄▄▄▀███████
███████▄▀▄█▀▀███████
█████████████████████████
█████████████████████████
████████████▀████████████
▀███████████████████████▀
█████

██████████
.
..HIRE US..
Bd officer
Hero Member
*****
Offline Offline

Activity: 1008
Merit: 609



View Profile WWW
April 05, 2025, 05:24:24 AM
Last edit: April 05, 2025, 06:59:37 AM by Bd officer
 #11984

হঠাত পুকুরের মাঝে দেখি এক ২০-২২ বছরের ছেলে বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। দুই মিনিটের মধ্যেই দেখি ডুবে গেলো। আমার বন্ধু সাথে সাথে ৯৯৯ এ কল করে আর আমি সামনের পুলিশ বক্সে (৩০ সেকেন্ড) দৌড় দেই দিয়ে সার্জেন্ট কে জানাই। আমরা কেউ সাতার জানতাম না আর আশেপাশে লোক মনে করতেছিলো যে মজা করে, কারন যে সাতার পারে না সে পুকুরের মাঝে গেলো কেমনে!

কাটায় কাটায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোক আসে আর ২-৩ ঘন্টা ধরে উদ্ধার চালায়, বাট ততক্ষনে সে মারা যায়। সবথেকে  খারাপ বিষয় হলো আমরা একেবারে কেন্দ্রীয় লোকশনে ছিলাম, আর ফায়ার সার্ভিসের হেডকোয়াটার ছিলো মাত্র ১ মিনিট দূরত্বে, আর দৌড়ে গেলে লাগে ৫ মিনিট। বুঝে নেন কত হাজার কিলো দূরত্ব।
ভাই যেহেতু অলরেডি পানিতে ডুবে যাচ্ছিলো, এখানে আপনি ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে কখনই তাকে উদ্ধার করতে পারবেন না। মানুষ কতক্ষন নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে? যতক্ষনে ফায়ার সার্ভিসে লোকেরা আসবে ততক্ষনে পানিতে ডুবে মারা যাবে। আপনাদের ফায়ার সার্ভিসের লোকেদের জানানোর চেয়ে তাকে কয়েকজনে মিলে সাঁতরিয়ে উদ্ধারের চেষ্টা করা উচিত ছিলো, কিন্তু যাকে দিয়ে ভূত তাড়াবো তাকেই ভূতে পেয়েছিল (মানে মিয়া আপনে সাতার জানেন না)। যারা সাতার জানেন না, তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা সাতার জানে তাদের উচিত ছিলো তাকে সাহায্য করা। কিন্তু দুঃখের বিষয় শহর অঞ্চলে মানুষ মানুষের বিপদে খুবই কমই এগিয়ে আসে, গ্রামাঞ্চলের মতো এতটা সাহায্য করার জন্য কেউ এগিয়ে যাবে না। আর ওই লোকটার কথাই বলি, বেটা সাতার জানেন না, তাইলে কেন পাকনামি করতে পুকুরে নেমেছিলো।

আর মিয়া কি বলেন? বুইড়া হইয়া গেলেন, বিয়ে করলে চার পাচ টা বাচ্চা হবে নি, আর আপনে বলেন সাতার জানেন না Grin

LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 1148
Merit: 835


View Profile
April 05, 2025, 08:42:37 AM
Last edit: April 05, 2025, 09:10:02 AM by LDL
Merited by Xal0lex (5)
 #11985

আজ 5 এপ্রিল বিটকয়েনের অদৃশ্যমান লিখিত স্রষ্টা সাতোশি নাকামোতোর ৫০ তম জন্মদিন




আজকে বিটকয়েনের স্রষ্টা যাকে আমরা কখনো ছবি কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখিনি সেই ছদ্মবেশী যার পৃথিবীতে অস্তিত্ব আছে কি নাই সেটা আমরা জানি না সেই লোকটা মহিলা কিংবা পুরুষ, মানুষ কিংবা এলিয়েন, একটা ব্যক্তি না একাধিক ব্যক্তি, কোন প্রতিষ্ঠান না কোন সংগঠন। সাতোশি নাকামোতোর৫০ তম জন্মদিন। এই জন্মদিনটা ঘটা করে দেওয়া হয়নি বরং এটি নেওয়া হয়েছে ১৯৩৩ সালে মার্কিন সোনার নিষেধাজ্ঞা ও বিটকয়েনের প্রতীকি একটি নিদর্শন থেকে। সেখানে সাতোশি নাকামোতার জন্মদিন ৫ই এপ্রিল ১৯৭৫ সাল দেখানো হয়েছে।



যে লোকটা আমাদেরকে এত কিছু দিল অথচ এই লোকটা পৃথিবীতে আছে কিংবা নাই এই খবরটাই আমরা আসলে আমরা পৃথিবীর মানুষগুলো এখন পর্যন্ত জানতে পারলাম না। ৫০ বছর বয়সী একজন লোক ৯১ বিলিয়ন ডলারের মালিক বর্তমান মার্কেট কন্ডিশন অনুসারে। সে যদি রক্তে মাংসের মানুষ হয় এবং বুদ্ধিতে মস্তিষ্ক ধারা অনুপ্রাণিত হয় তাহলে সে কখনো বেঁচে থাকলে ছদ্মবেশে থাকতে পারতো না। আসলে এই লোকটি পৃথিবীতে নাই বরং পৃথিবীর সকল মায়া মমতা ত্যাগ করে অর্থের লোভ ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছে।



যে সকল প্রতিষ্ঠান সাতোশি নাকামোতোর ওয়ালেট সর্বদা পর্যবেক্ষণ করে তারা এখন পর্যন্ত কোন বিটকয়েন ট্রান্সফার হতে দেখেনি অর্থাৎ একজন মানুষ জীবিত থাকলে অবশ্যই একটা না একটা বিটকয়েন দীর্ঘ ১৫ বছরে লেনদেন করত।
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline Offline

Activity: 1134
Merit: 1395


Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro


View Profile WWW
April 05, 2025, 12:41:26 PM
 #11986

সবাইকে ধন্যবাদ যারা আমার ইন্সিডেন্ট এর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, এবং আমাকে এখানে রিপ্লাই করেছেন। আসলে সময়ের অভাবে ফোরামেই পরে আর ঢোকা হয়নি, যার কারনে কোন রিপ্লাইও দিতে পারেনি। আমি এখনো মোবাইল থেকে লিখছি। সে কারণে সবাইকে কোট করতে পারছি না। না ব্যক্তিগতভাবে আমার কোন ক্ষতি হয়নি। শারীরিকভাবেও আমি তেমন কোন আহত হইনি। কিন্তু আমার ছোট ভাই আমার ভাতিজা আমার ভাগিনা আহত হয়েছে।

এত জনবহুল একটা টুরিস্ট স্পটে এরকম ঘটনা ঘটবে সেটা কেউ আশা করেনি। এমন নয় যে এটা জন মানব হীন নিরব জায়গা। ঠিক দুপুর আড়াইটার ঘটনা এবং সেখানে শত শত মানুষ উপস্থিত ছিল। ইভেন ঘটনাস্থল থেকে 50 গজ দূরে টুরিস্ট পুলিশ বক্স। তাদেরকে বারবার অনুরোধ করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি। এক ঘন্টা পর তারা বাধ্য হয়ে আসে কারণ আমরা ট্রিপল নাইনে ফোন করেছিলাম।


███████▄▄███▄███▄
███▄▄████████▌██
▄█████████████▐██▌
██▄███████████▌█▌
███████▀██████▐▌█
██████████████▌▌▐
████████▄███████▐▐
█████████████████
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

▄▄▄██████▄▄▄███████▄▄▄
███████████████████████████
███▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
███▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀█████████▌█████████████▄▄████▀
██████████▄███████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀
 
..PLAY NOW..
Nothingtodo
Sr. Member
****
Offline Offline

Activity: 854
Merit: 314



View Profile
April 05, 2025, 01:02:00 PM
 #11987

সবাইকে ধন্যবাদ যারা আমার ইন্সিডেন্ট এর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, এবং আমাকে এখানে রিপ্লাই করেছেন। আসলে সময়ের অভাবে ফোরামেই পরে আর ঢোকা হয়নি, যার কারনে কোন রিপ্লাইও দিতে পারেনি। আমি এখনো মোবাইল থেকে লিখছি। সে কারণে সবাইকে কোট করতে পারছি না। না ব্যক্তিগতভাবে আমার কোন ক্ষতি হয়নি। শারীরিকভাবেও আমি তেমন কোন আহত হইনি। কিন্তু আমার ছোট ভাই আমার ভাতিজা আমার ভাগিনা আহত হয়েছে।

এত জনবহুল একটা টুরিস্ট স্পটে এরকম ঘটনা ঘটবে সেটা কেউ আশা করেনি। এমন নয় যে এটা জন মানব হীন নিরব জায়গা। ঠিক দুপুর আড়াইটার ঘটনা এবং সেখানে শত শত মানুষ উপস্থিত ছিল। ইভেন ঘটনাস্থল থেকে 50 গজ দূরে টুরিস্ট পুলিশ বক্স। তাদেরকে বারবার অনুরোধ করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি। এক ঘন্টা পর তারা বাধ্য হয়ে আসে কারণ আমরা ট্রিপল নাইনে ফোন করেছিলাম।

লাভ নাই তো ভাই, আপনি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলেন তারা আপনার কাছে আস্তে আস্তে আপনাদেরকে সবাইকে যদি জখম করে ফেলতো তাহলেও পুলিশের কিছু যাইত আসতো না। মানুষ ঘটনাস্থলে আপনাদেরকে দেখে দেখে মিটি মিটি হাসবে কিন্তু কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না এটাই আমাদের সমাজের বাস্তব একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। যেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেয় সেখানে সাধারণ জনগণ কি করবে। কেউ এগিয়ে আসলে আহত হওয়ার ভয়ে এরকম সাহসী পদক্ষেপ গ্রহণ করতে চায় না। এটা শুধু কক্সবাজার নয় আমাদের গ্রাম বাংলাতেও এরকম পরিস্থিতি হয়ে গেছে। যাহোক নিরাপদ আছে এটাই আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কোথাও বেড়াতে যাওয়ার আগে আপনার এই খারাপ পরিস্থিতি আপনাকে সতর্ক করে দিবে।

Bd officer
Hero Member
*****
Offline Offline

Activity: 1008
Merit: 609



View Profile WWW
April 05, 2025, 06:58:08 PM
Merited by Xal0lex (5)
 #11988

মার্চ মাস শেষ হয়ে আজকে এপ্রিল মাসের ৫ তারিখে কিন্তু এখনো মার্চ মাসের এক্টিভিটি নিয়ে পোস্ট দেখতে পেলাম না। @Crypto Library ভাই আপনি কী ঈদের আনন্দে বেড়াতে গেছেন নাকী? মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শেষ হতে চলেছে কিন্তু এখনো দেখি আপনে এক্টিভ নাই।

যাইহোক, আমি সাধারণ ভাবে মার্চ মাসের পোস্ট এক্টিভিটি তুলে ধরার চেষ্টা করি। গত মার্চ মাসে সর্বোমোট ১৮২ টি পোস্ট করা হয়েছে, বিগত ৫ মাস মাসের চেয়ে গত মাসে বেশি পোস্ট করা হয়েছে। ফেব্রুয়ারিতে হয়তো ৮৪টির মতো পোস্ট হয়েছিলো, কিন্তু মার্চ মাসে বিশাল উন্নতি হয়েছে। এটা খুবই ভালো যে পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি এখন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। মার্চ মাসে সর্বমোট ২২ জন এক্টিভ ইউজার ছিলো, মাত্র ২২ জন লোকে গত মাসে আমাদের থ্রেডে পোস্ট করেছিলেন। আশা করি @CL ভাই এক্টিভ হলে আরো সুন্দর করে সাজিয়ে পোস্ট করবেন।

মার্চ মাসের শীর্ষ ১০ জন পোস্টদাতা
1. Nothingtodo [46]
2. DYING_S0UL [24]
3. Bd officer [17]
4. Crypto Library [17]
5. Shishir99 [11]
6. Wonder Work [11]
7. God Of Thunder [10]
8. Z_MBFM [9]
9. Nihum342 [7]
10. Royal Cap [7]


মোবাইলের মাধ্যমে একটা চার্ট তৈরি করলাম।


তথ্যগুলো এখান থেকে নেওয়া হয়েছে।


Crypto Library
Legendary
*
Offline Offline

Activity: 1484
Merit: 1146


Leading Crypto Sports Betting & Casino Platform


View Profile WWW
April 05, 2025, 07:01:57 PM
 #11989

মার্চ মাস শেষ হয়ে আজকে এপ্রিল মাসের ৫ তারিখে কিন্তু এখনো মার্চ মাসের এক্টিভিটি নিয়ে পোস্ট দেখতে পেলাম না। @Crypto Library ভাই আপনি কী ঈদের আনন্দে বেড়াতে গেছেন নাকী? মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শেষ হতে চলেছে কিন্তু এখনো দেখি আপনে এক্টিভ নাই।

যাইহোক, আমি সাধারণ ভাবে মার্চ মাসের পোস্ট এক্টিভিটি তুলে ধরার চেষ্টা করি। গত মার্চ মাসে সর্বোমোট ১৮২ টি পোস্ট করা হয়েছে, বিগত ৫ মাস মাসের চেয়ে গত মাসে বেশি পোস্ট করা হয়েছে। ফেব্রুয়ারিতে হয়তো ৮৪টির মতো পোস্ট হয়েছিলো, কিন্তু মার্চ মাসে বিশাল উন্নতি হয়েছে। এটা খুবই ভালো যে পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি এখন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। মার্চ মাসে সর্বমোট ২২ জন এক্টিভ ইউজার ছিলো, মাত্র ২২ জন লোকে গত মাসে আমাদের থ্রেডে পোস্ট করেছিলেন। আশা করি @CL ভাই এক্টিভ হলে আরো সুন্দর করে সাজিয়ে পোস্ট করবেন।

-_-

 আরে ভাই ভুলি নাই মাস শেষ হওয়ার শুরুতে প্রতিদিনই বলি যে আজকে দিব আজকে দিব কিন্তু দেবো করে আর দেওয়া হয় না তার ওপর ঈদের পর গতকালকে ঢাকায় এসে আজকে প্রথম দিন ক্লাসে ভার্সিটিতে প্রেজেন্টেশন দিলাম, আবার কালকে ক্লাস টেস্ট আছে তাই আজকে আর করা হলো না ভাবছিলাম আজকে দিব তা আপনি অলরেডি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছেন।

যাইহোক কালকে ক্লাস টেস্ট শেষ করার পর ফ্রি টাইম অনেক পাব ইনশাল্লাহ কালকেই দেওয়া হয়ে যাবে। 

..Stake.com..   ▄████████████████████████████████████▄
   ██ ▄▄▄▄▄▄▄▄▄▄            ▄▄▄▄▄▄▄▄▄▄ ██  ▄████▄
   ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██  ██████
   ██ ██████████ ██      ██ ██████████ ██   ▀██▀
   ██ ██      ██ ██████  ██ ██      ██ ██    ██
   ██ ██████  ██ █████  ███ ██████  ██ ████▄ ██
   ██ █████  ███ ████  ████ █████  ███ ████████
   ██ ████  ████ ██████████ ████  ████ ████▀
   ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██
   ██            ▀▀▀▀▀▀▀▀▀▀            ██ 
   ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀
  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███  ██  ██  ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
 ██████████████████████████████████████████
▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄
█  ▄▀▄             █▀▀█▀▄▄
█  █▀█             █  ▐  ▐▌
█       ▄██▄       █  ▌  █
█     ▄██████▄     █  ▌ ▐▌
█    ██████████    █ ▐  █
█   ▐██████████▌   █ ▐ ▐▌
█    ▀▀██████▀▀    █ ▌ █
█     ▄▄▄██▄▄▄     █ ▌▐▌
█                  █▐ █
█                  █▐▐▌
█                  █▐█
▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█
▄▄█████████▄▄
▄██▀▀▀▀█████▀▀▀▀██▄
▄█▀       ▐█▌       ▀█▄
██         ▐█▌         ██
████▄     ▄█████▄     ▄████
████████▄███████████▄████████
███▀    █████████████    ▀███
██       ███████████       ██
▀█▄       █████████       ▄█▀
▀█▄    ▄██▀▀▀▀▀▀▀██▄  ▄▄▄█▀
▀███████         ███████▀
▀█████▄       ▄█████▀
▀▀▀███▄▄▄███▀▀▀
..PLAY NOW..
Nothingtodo
Sr. Member
****
Offline Offline

Activity: 854
Merit: 314



View Profile
April 06, 2025, 03:09:05 AM
 #11990

মার্চ মাস শেষ হয়ে আজকে এপ্রিল মাসের ৫ তারিখে কিন্তু এখনো মার্চ মাসের এক্টিভিটি নিয়ে পোস্ট দেখতে পেলাম না। @Crypto Library ভাই আপনি কী ঈদের আনন্দে বেড়াতে গেছেন নাকী? মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শেষ হতে চলেছে কিন্তু এখনো দেখি আপনে এক্টিভ নাই।

যাইহোক, আমি সাধারণ ভাবে মার্চ মাসের পোস্ট এক্টিভিটি তুলে ধরার চেষ্টা করি। গত মার্চ মাসে সর্বোমোট ১৮২ টি পোস্ট করা হয়েছে, বিগত ৫ মাস মাসের চেয়ে গত মাসে বেশি পোস্ট করা হয়েছে। ফেব্রুয়ারিতে হয়তো ৮৪টির মতো পোস্ট হয়েছিলো, কিন্তু মার্চ মাসে বিশাল উন্নতি হয়েছে। এটা খুবই ভালো যে পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি এখন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। মার্চ মাসে সর্বমোট ২২ জন এক্টিভ ইউজার ছিলো, মাত্র ২২ জন লোকে গত মাসে আমাদের থ্রেডে পোস্ট করেছিলেন। আশা করি @CL ভাই এক্টিভ হলে আরো সুন্দর করে সাজিয়ে পোস্ট করবেন।

মার্চ মাসের শীর্ষ ১০ জন পোস্টদাতা
1. Nothingtodo [46]
2. DYING_S0UL [24]
3. Bd officer [17]
4. Crypto Library [17]
5. Shishir99 [11]
6. Wonder Work [11]
7. God Of Thunder [10]
8. Z_MBFM [9]
9. Nihum342 [7]
10. Royal Cap [7]


আরে ভাইয়া বছরে ঘোরাফেরা করার মত একটি ঈদ পাই , কুরবানি ঈদের মধ্যে অনেকেই ছুটি পায় না অথবা আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়ার মত যথেষ্ট স্কোপ পায়না। একটু ঘুরতে দেন । তাছাড়া এই বয়সে না ভ্রমণ করলে কোন বয়সে করবে বলেন তো। আপাতত অনেকেই দেখছি ঈদের ছুটি শেষ করে গন্তব্য পথে পাড়ি জমাচ্ছে। যাহোক সবার ঈদ আনন্দ ভালোভাবে কেটেছে এবং ঈদ আনন্দ শেষে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাক এটাই প্রত্যাশা করছি।
যা হোক অনেকে হয়তো এখন আর অতটা একটিভ না ফলে তারা যদি একটিভ হত তাহলে আমার মত ছোট একটা ইউজার পোস্ট দাতাদের মধ্যে প্রথম স্থানে থাকত না। যাহোক আশা করছি সবাই আগের মত এখানে একটিভ থাকবে।

Shishir99
Hero Member
*****
Offline Offline

Activity: 1246
Merit: 891



View Profile
April 06, 2025, 12:19:44 PM
 #11991

যা হোক অনেকে হয়তো এখন আর অতটা একটিভ না ফলে তারা যদি একটিভ হত তাহলে আমার মত ছোট একটা ইউজার পোস্ট দাতাদের মধ্যে প্রথম স্থানে থাকত না। যাহোক আশা করছি সবাই আগের মত এখানে একটিভ থাকবে।

ভাই এখানে ছোট ইউজার আর বড় ইউজার বলতে কোনো কথা নাই। সাধারণত টিকটকার গুলো দেখি এই শব্দ গুলো ব্যাবহার করে। আমার এগুলো শুনে হাসি পায়। ফোরামে হয়তো আপনার রেংক অন্যান্য অনেক ইউজার দের চাইতে ছোট, কিন্তু আবার অনেকেই ফুল মেম্বার হওয়ার জন্য আশা করে। এখন আসি পোষ্ট এর ব্যাপারে। ইচ্ছা থাকলে কিন্তু একজন নতুন ইউজার ও মাসে ৬০ টা পোষ্ট করতে লোকাল থ্রেড এ। একই সময়ে একাধিক পোষ্ট না করে, আর রুলস ভায়োলেট না করলে কিন্তু যে কেউ ৫০-৬০ টা পোষ্ট করতে পারে। সমস্যা হলো, অনেকের সিগ্ন্যাচার ক্যাম্পেইন কিন্তু লোকাল থ্রেড এর পোষ্ট ৫ টার বেশি বেশি কাউন্ট করে না সপ্তাহে। যেমন আমার ক্যাম্পেইন। তো বেশি পোষ্ট করলেও সেটা কাউন্ট হবে না। এজন্য বেশি পোষ্ট করা হয় না। তাছাড়া ইন্টারেস্টিং কিছু দেখি না ইদানিং।

.
 betpanda.io 
 
ANONYMOUS & INSTANT
.......ONLINE CASINO.......
▄███████████████████████▄
█████████████████████████
█████████████████████████
████████▀▀▀▀▀▀███████████
████▀▀▀█░▀▀░░░░░░▄███████
████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████
████▀██▀░▄█▀░░░█▀░░██████
██████░░▄▀░░░░▐░░░▐█▄████
██████▄▄█░▀▀░░░█▄▄▄██████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
▀███████████████████████▀
▄███████████████████████▄
█████████████████████████
██████████▀░░░▀██████████
█████████░░░░░░░█████████
███████░░░░░░░░░███████
████████░░░░░░░░░████████
█████████▄░░░░░▄█████████
███████▀▀▀█▄▄▄█▀▀▀███████
██████░░░░▄░▄░▄░░░░██████
██████░░░░█▀█▀█░░░░██████
██████░░░░░░░░░░░░░██████
█████████████████████████
▀███████████████████████▀
▄███████████████████████▄
█████████████████████████
██████████▀▀▀▀▀▀█████████
███████▀▀░░░░░░░░░███████
██████░░░░░░░░░░░░▀█████
██████░░░░░░░░░░░░░░▀████
██████▄░░░░░░▄▄░░░░░░████
████▀▀▀▀▀░░░█░░█░░░░░████
████░▀░▀░░░░░▀▀░░░░░█████
████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████
█████░▀░█████████████████
█████████████████████████
▀███████████████████████▀
.
SLOT GAMES
....SPORTS....
LIVE CASINO
▄░░▄█▄░░▄
▀█▀░▄▀▄░▀█▀
▄▄▄▄▄▄▄▄▄▄▄   
█████████████
█░░░░░░░░░░░█
█████████████

▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄
▄▀▄█████▄██▄▀▄
▄▀▄▐▐▌▐▐▌▄▀▄
▄▀▄█▀██▀█▄▀▄
▄▀▄█████▀▄████▄▀▄
▀▄▀▄▀█████▀▄▀▄▀
▀▀▀▄█▀█▄▀▄▀▀

Regional Sponsor of the
Argentina National Team
yamin_galib
Member
**
Offline Offline

Activity: 207
Merit: 16


View Profile
April 06, 2025, 06:34:33 PM
 #11992

গাজায় হামলার কারণে আজকে সকল প্রতিষ্ঠান আনঅফিসিয়াল বন্ধ ঘোষণা করেছে।বিভিন প্রকার স্কুল/কলেজ/ভার্সিটি সহ সকল প্রতিষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এখন আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারতেসি না। তবে আমরা সকলেই চাই যেন ইজরাইল এর ধ্বংস নিজের চোখে দেখে যেতে পারি। ফেসবুক ঢুকলেই এখন কেমন জানি মনে হয়। খুবই দুঃখ লাগে নিউজফিড দেখেল।এক ভিডিওতে দেখলাম আযান শুরু হওয়ার আগেই আযান শেষ।আরেক ভিডিওতে দেখলাম ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ মারতেছে।
Crypto Library
Legendary
*
Offline Offline

Activity: 1484
Merit: 1146


Leading Crypto Sports Betting & Casino Platform


View Profile WWW
April 06, 2025, 10:40:58 PM
Last edit: December 08, 2025, 11:28:46 AM by Crypto Library
Merited by DdmrDdmr (4)
 #11993


িিি

আমি অত্যন্ত দুঃখিত এত দেরি করে মার্চ মাসের একটিভিটি রিপোর্ট দেওয়ার জন্য।
তবে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, তেমনি ফেব্রুয়ারি মাসের তিক্ত অ্যাক্টিভিটি রিপোর্ট দেখার পর মার্চ মাসের এই অ্যাক্টিভিটি রিপোর্ট দেখলে আশা করি আপনারা মিষ্টি ফলের মতনই অনুভব করবেন।
যাইহোক বেশি না পেচায় সরাসরি আলাপে আসি।

ফেব্রুয়ারি মাসে আমাদের ২৬ মাসের মধ্যে সবচাইতে কম মেরিট আর্ন হয়েছিল তবে সেটা আর এ মাসে কন্টিনিউ হয়নি বরং প্রায় দ্বিগুণের কাছে চলে এসেছে।

আর একটিভিটি রিপোর্টের কথা যদি বলি গত ছয় মাসের মধ্যে মার্চ মাসে আমরা হায়েস্ট এক্টিভিটি করেছি।

আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমাদের মেরিট এবং পোস্ট এক্টিভিটি

নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।

মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 188টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 47টি



ফেব্রুয়ারী মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 84টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 25টি


Time Offset: UTC



প্রথম দশজন পোস্টদাতা
1. Nothingtodo [47]
2. DYING_S0UL [24]
3. Bd officer [18]
4. Crypto Library [17]
5. Shishir99 [12]
6. God Of Thunder [11]
7. Wonder Work [11]
8. Z_MBFM [10]
9. Nihum342 [7]
10. Royal Cap [7]

আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. God Of Thunder [569]
2. Little Mouse [519]
3. Crypto Library [483

4. Bd officer [378]
5. DYING_S0UL [356]
6. Review Master [323]  
7. LDL [310]
8. shasan [244]
9. roksana.hee [200]
10. Bitcoin_people [180]


বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ

২০২৪ সাল এর অ্যাক্টিভিটি


জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫
ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫
মার্চ মাসের একটিভিটি ২০২৫
এপ্রিল মাসের একটিভিটি ২০২৫
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫
জুন মাসের একটিভিটি ২০২৫
জুলাই মাসের এক্টিভিটি ২০২৫
আগস্ট মাসের একটিভিটি ২০২৫
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি
অক্টোবর মাসের অ্যাক্টিভিট ২০২৫
নভেম্বর মাসের অ্যাক্টিভিট ২০২৫

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  



DT1 LOGS


মার্চ মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-126 জন 100DT1


এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন      
যারা গত মাসে ডিটি1 ছিলেন
________________________________________________________________
1. qwk  
2. albon  
3. minerjones  
4. o_solo_miner  
5. sandy-is-fine  
6. SyGambler  
7. polymerbit  
8. hosemary  
9. roycilik  
10. Coin-1  
11. GreatArkansas  
12. logfiles  
13. coinlocket$  
14. efialtis  
15. Lachrymose  
16. Lillominato89  
17. YodasRedRocket  
1. vapourminer  
2. dbshck  
3. nutildah  
4. The Sceptical Chymist  
5. holydarkness  
6. RaltcoinsB  
7. Maus0728  
8. tvplus006  
9. lovesmayfamilis  
10. Little Mouse  
11. zasad@  
12. Rikafip  
13. Etranger  
14. PowerGlove

source

..Stake.com..   ▄████████████████████████████████████▄
   ██ ▄▄▄▄▄▄▄▄▄▄            ▄▄▄▄▄▄▄▄▄▄ ██  ▄████▄
   ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██  ██████
   ██ ██████████ ██      ██ ██████████ ██   ▀██▀
   ██ ██      ██ ██████  ██ ██      ██ ██    ██
   ██ ██████  ██ █████  ███ ██████  ██ ████▄ ██
   ██ █████  ███ ████  ████ █████  ███ ████████
   ██ ████  ████ ██████████ ████  ████ ████▀
   ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██
   ██            ▀▀▀▀▀▀▀▀▀▀            ██ 
   ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀
  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███  ██  ██  ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
 ██████████████████████████████████████████
▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄
█  ▄▀▄             █▀▀█▀▄▄
█  █▀█             █  ▐  ▐▌
█       ▄██▄       █  ▌  █
█     ▄██████▄     █  ▌ ▐▌
█    ██████████    █ ▐  █
█   ▐██████████▌   █ ▐ ▐▌
█    ▀▀██████▀▀    █ ▌ █
█     ▄▄▄██▄▄▄     █ ▌▐▌
█                  █▐ █
█                  █▐▐▌
█                  █▐█
▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█
▄▄█████████▄▄
▄██▀▀▀▀█████▀▀▀▀██▄
▄█▀       ▐█▌       ▀█▄
██         ▐█▌         ██
████▄     ▄█████▄     ▄████
████████▄███████████▄████████
███▀    █████████████    ▀███
██       ███████████       ██
▀█▄       █████████       ▄█▀
▀█▄    ▄██▀▀▀▀▀▀▀██▄  ▄▄▄█▀
▀███████         ███████▀
▀█████▄       ▄█████▀
▀▀▀███▄▄▄███▀▀▀
..PLAY NOW..
MotoLM
Member
**
Offline Offline

Activity: 133
Merit: 28

For Casino Advertisement- @LT_Mouse (Telegram)


View Profile
April 07, 2025, 02:10:29 AM
 #11994

2. Little Mouse [519]
আমার এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করলে সেগুলো কি আপনি কাউন্ট করবেন?
লোকাল বোর্ডে অনেকদিন পোস্ট করা হয় না। আসলে ব্যস্ততার জন্য এদিকে সময় দিতে পারতেছি না। অন্যথায় এখানে আমার একটিভ থাকা হতো।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিয়মিত এই আপডেট গুলো জানানোর জন্য। আমি মেইন একাউন্ট থেকে লগইন করলে আপনাকে মেরিট দিব।

Advertise your casino here. Telegram- @LT_Mouse
Bluedrem
Full Member
***
Offline Offline

Activity: 308
Merit: 155



View Profile
April 07, 2025, 04:05:27 AM
 #11995

এই থ্রেডে কি আমরা দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট,  কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন গ্লোবাল স্ট্রাইকের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই গ্লোবাল স্ট্রাইক জিনিসটা কি।

Nothingtodo
Sr. Member
****
Offline Offline

Activity: 854
Merit: 314



View Profile
April 07, 2025, 09:15:18 AM
 #11996

এই থ্রেডে কি আমরা দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট,  কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন গ্লোবাল স্ট্রাইকের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই গ্লোবাল স্ট্রাইক জিনিসটা কি।
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।

Crypto Library
Legendary
*
Offline Offline

Activity: 1484
Merit: 1146


Leading Crypto Sports Betting & Casino Platform


View Profile WWW
April 07, 2025, 09:22:40 AM
 #11997

2. Little Mouse [519]
আমার এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করলে সেগুলো কি আপনি কাউন্ট করবেন?
লোকাল বোর্ডে অনেকদিন পোস্ট করা হয় না। আসলে ব্যস্ততার জন্য এদিকে সময় দিতে পারতেছি না। অন্যথায় এখানে আমার একটিভ থাকা হতো।
প্রথমে ভেবেছিলাম কেউ আপনাকে ইমপারসোনেট করে এই কথাগুলো বলতেছে এখন দেখি এত আসল ছোট ইদূর ভাই।  Tongue

একচুয়ালি ভাই আমি এই ডাটাগুলো ninjastic.space স্পেস থেকে নির্দিষ্ট ফিল্টার ইউজ করে অটোমেটেড জেনারেট করে ফেলি।
তাই এখানে আপনার মেইন একাউন্ট দিয়ে যেসব পোস্ট করেন সেগুলোই কাউন্ট হচ্ছে।

তবে আপনি যদি চান আমি ম্যানুয়ালি আপনার এই অ্যাকাউন্ট এবং মেইন একাউন্টের পোস্ট, সামনের দিনগুলিতে অ্যাড করে দিতে পারি।
Quote
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিয়মিত এই আপডেট গুলো জানানোর জন্য।
আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনই আমাকে এই কাজগুলো করার অনুপ্রেরণা জাগায়। 🖤

..Stake.com..   ▄████████████████████████████████████▄
   ██ ▄▄▄▄▄▄▄▄▄▄            ▄▄▄▄▄▄▄▄▄▄ ██  ▄████▄
   ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██  ██████
   ██ ██████████ ██      ██ ██████████ ██   ▀██▀
   ██ ██      ██ ██████  ██ ██      ██ ██    ██
   ██ ██████  ██ █████  ███ ██████  ██ ████▄ ██
   ██ █████  ███ ████  ████ █████  ███ ████████
   ██ ████  ████ ██████████ ████  ████ ████▀
   ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██
   ██            ▀▀▀▀▀▀▀▀▀▀            ██ 
   ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀
  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███  ██  ██  ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
 ██████████████████████████████████████████
▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄
█  ▄▀▄             █▀▀█▀▄▄
█  █▀█             █  ▐  ▐▌
█       ▄██▄       █  ▌  █
█     ▄██████▄     █  ▌ ▐▌
█    ██████████    █ ▐  █
█   ▐██████████▌   █ ▐ ▐▌
█    ▀▀██████▀▀    █ ▌ █
█     ▄▄▄██▄▄▄     █ ▌▐▌
█                  █▐ █
█                  █▐▐▌
█                  █▐█
▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█
▄▄█████████▄▄
▄██▀▀▀▀█████▀▀▀▀██▄
▄█▀       ▐█▌       ▀█▄
██         ▐█▌         ██
████▄     ▄█████▄     ▄████
████████▄███████████▄████████
███▀    █████████████    ▀███
██       ███████████       ██
▀█▄       █████████       ▄█▀
▀█▄    ▄██▀▀▀▀▀▀▀██▄  ▄▄▄█▀
▀███████         ███████▀
▀█████▄       ▄█████▀
▀▀▀███▄▄▄███▀▀▀
..PLAY NOW..
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline Offline

Activity: 1134
Merit: 1395


Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro


View Profile WWW
April 07, 2025, 09:32:36 AM
 #11998

এই থ্রেডে কি আমরা দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট,  কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন গ্লোবাল স্ট্রাইকের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই গ্লোবাল স্ট্রাইক জিনিসটা কি।

যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আপনি চাইলে গ্লোবাল স্ট্রাইক নিয়ে পোষ্ট করতে পারেন।

ফোরামে ফিলিস্তিন ইস্যু নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা দেখছি না। আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি, দেখি একটা নন প্রফিট সিগন্যাচার ক্যাম্পেইন করি। আশা করি যারা সিগন্যাচার ক্যাম্পেইনে নাই, তারা সিগন্যাচার টা প্রমোট করবেন।

Free Palestine.


███████▄▄███▄███▄
███▄▄████████▌██
▄█████████████▐██▌
██▄███████████▌█▌
███████▀██████▐▌█
██████████████▌▌▐
████████▄███████▐▐
█████████████████
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

▄▄▄██████▄▄▄███████▄▄▄
███████████████████████████
███▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
███▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀█████████▌█████████████▄▄████▀
██████████▄███████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀

█▀▀









▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█









▀▀▀
 
..PLAY NOW..
BlackHatSojib
Member
**
Offline Offline

Activity: 112
Merit: 14

☠️ Born in the Dark Web


View Profile WWW
April 07, 2025, 03:56:20 PM
 #11999


যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আপনি চাইলে গ্লোবাল স্ট্রাইক নিয়ে পোষ্ট করতে পারেন।

ফোরামে ফিলিস্তিন ইস্যু নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা দেখছি না। আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি, দেখি একটা নন প্রফিট সিগন্যাচার ক্যাম্পেইন করি। আশা করি যারা সিগন্যাচার ক্যাম্পেইনে নাই, তারা সিগন্যাচার টা প্রমোট করবেন।

Free Palestine.

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸
Bluedrem
Full Member
***
Offline Offline

Activity: 308
Merit: 155



View Profile
April 07, 2025, 04:11:10 PM
Last edit: April 07, 2025, 06:02:45 PM by Bluedrem
 #12000

Quote
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।

আমাদের প্রতিবাদ শুধুমাত্র কর্ম বিরতিতে কর্ম পরিধিতে না। আমরা এদিকে কর্ম বিরতি পালন করব শত্রুপক্ষ অপরদিকে কর্মপরিধি বাড়িয়ে বিজয়ের পথ সুগাম করবে।
আমরা কতটা প্রতিবাদ করতে পারি সেটা তো আছিয়া কান্ডের প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, দুই এক দিন লাফালাফি করবো তৃতীয় দিন নতুন একটি ইস্যুর জন্ম হবে চতুর্থ দিন প্রতিবাদের ভাষা ভুলে যাব।
আমরা তো সবাই কমবেশি মোবাইলে ভিডিও দেখি সেখানে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, ক্ষুধার যাতনা, মাতা পিতা হীনতা আল্লাহ কি বিভৎস চিত্র 😭
আমরা মুসলিম হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত।



Quote

বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।

তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।

আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।

Free Palestine 🇵🇸
Free Gaza 🇵🇸

নারী আর আরব ,, কেন জানি এই দুইটার মধ্যে একটা অদৃশ্য কুখ্যাত আকর্ষণ শক্তি রয়েছে।
আরব বাসিরা নারী নিয়ে তাদের পুরুষত্ব দেখায়,,, তারা কখনোই ধর্মের জন্য জীবন মরণ বাজি রাখতে পারেনা। আরবরা তেল বিক্রি করবে ,সোনা বিক্রি করবে বিনিময়ে তারা ভেলু লেস ডলার গ্রহণ করবে,, এটা যে কতটা নিরবুদ্ধি তার এইটুকু বোঝার মত কেন তাদের নেই।
যাইহোক আল্লাহ তাদের হেদায়েত দান করুক,, আর আল্লাহ তায়ালা কুদরতি হাতে ফিলিস্তিনের ভাইদের রক্ষা করুক।



Quote

যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরেই সীমাবদ্ধ, তাই যে ব্যাপারেই পোষ্ট করেন না কেনো, এই একই থ্রেড এ পোষ্ট করতে হবে। এখানে আসলে কোনো কিছুই অফ টপিক হিসেবে ধরার কথা না। তবে অনেক সময় পোষ্ট ডিলেট হয়ে যেতে দেখেছি। তাই অন্যান্য যেকোনো ব্যাপারে আলাপ করতে পারলেও, সাধারনত ক্রিপ্টো রিলেটেড আলাপ আলোচনাকেই এখানে প্রাধান্য দেয়া হয়ে থাকে।

আমি যেহেতু ফোরামে নতুন এ বিষয়ে আপনাদের কাছ থেকে আমার সর্বোচ্চ সহযোগিতা কাম্য। আশা করি এ বিষয়ে আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সঠিক দিক নির্দশনা প্রদান করবেন।
আর আমি এখানে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি করে তথ্য শেয়ার করতে চাই এবং ওই  বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো।

Pages: « 1 ... 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 569 570 571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 591 592 593 594 595 596 597 598 599 [600] 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615 616 617 618 619 620 621 622 623 624 625 626 627 628 629 630 631 632 633 634 635 636 637 638 639 640 641 642 643 644 645 646 647 648 649 650 ... 667 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!