|
Nothingtodo
|
 |
April 07, 2025, 06:06:44 PM |
|
আজ বিশ্বব্যাপী কর্মবিরতি করা হয়েছে যেখানে গাজাবাসির উপর জেনোসাইড বন্ধ না হলে কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে খুব দুঃখের বিষয় আমরা মুসলিম বিশ্বে যে সকল দেশগুলোকে আইডল মানি সে সকল দেশগুলো এই ইজরায়েলী জেনোসাইডে চুপ থাকে। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এই সমস্ত দেশ চুপ করে বসে আছে। আসলে আমাদের মুসলমানদের রক্তে বেঈমানির স্রোত বইছে। আমরা আসলে গাঁজাবাসির আর্তনাদে আমাদের অন্তর কেঁপে উঠে না। আসলে আমরা মুসলমান নামে শুধুমাত্র রয়েছি কিন্তু আমাদের শরীরে বেঈমানির রক্ত বইছে।
আমাদের প্রতিবাদ শুধুমাত্র কর্ম বিরতিতে কর্ম পরিধিতে না। আমরা এদিকে কর্ম বিরতি পালন করব শত্রুপক্ষ অপরদিকে কর্মপরিধি বাড়িয়ে বিজয়ের পথ সুগাম করবে। আমরা কতটা প্রতিবাদ করতে পারি সেটা তো আছিয়া কান্ডের প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, দুই এক দিন লাফালাফি করবো তৃতীয় দিন নতুন একটি ইস্যুর জন্ম হবে চতুর্থ দিন প্রতিবাদের ভাষা ভুলে যাব। আমরা তো সবাই কমবেশি মোবাইলে ভিডিও দেখি সেখানে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, ক্ষুধার যাতনা, মাতা পিতা হীনতা আল্লাহ কি বিভৎস চিত্র 😭 আমরা মুসলিম হিসেবে লজ্জিত, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত। আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 07, 2025, 06:19:29 PM |
|
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই। কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো।
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
April 07, 2025, 06:28:50 PM |
|
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই। কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো। আল্লাহ তাআলার কোন দোষ নেই ভাই। আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে নষ্ট করেছি এবং আমরা আমাদের কৃতকর্মের জন্য আমাদের ভাগ্যকে দোষারোপ করি। দেখেন বাংলাদেশের tiktoker রা কোন একটি টপিক পেলে সেই টপিককে রীতিমতো টেনে হিচড়ে শেষ করে দেয়। টিকটকের কারণে এখন পর্যন্ত কত গুরুত্বপূর্ণ ঘটনা চাপা পড়ে গেছে তার কোন ইয়ত্তা নেই। দেখেন একটি চা বানাও আমার জন্য কী পরিমাণ ভাইরাল, তরমুজ কী পরিমাণ ভাইরাল, শুধু বাংলাদেশে নয় যারা আমাদের প্রবাসে থাকে তারাও বিদেশিদের শিখিয়েও ভাইরাল করে দিচ্ছে। অথচ এই সকল টিকটকাররা আসল জিনিস ভাইরাল করে না। যত্তসব ফালতু মিডিয়া ফালতু বিনোদন।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 07, 2025, 06:37:35 PM |
|
আল্লাহ তাআলার কোন দোষ নেই ভাই। আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে নষ্ট করেছি এবং আমরা আমাদের কৃতকর্মের জন্য আমাদের ভাগ্যকে দোষারোপ করি। দেখেন বাংলাদেশের tiktoker রা কোন একটি টপিক পেলে সেই টপিককে রীতিমতো টেনে হিচড়ে শেষ করে দেয়। টিকটকের কারণে এখন পর্যন্ত কত গুরুত্বপূর্ণ ঘটনা চাপা পড়ে গেছে তার কোন ইয়ত্তা নেই। দেখেন একটি চা বানাও আমার জন্য কী পরিমাণ ভাইরাল, তরমুজ কী পরিমাণ ভাইরাল, শুধু বাংলাদেশে নয় যারা আমাদের প্রবাসে থাকে তারাও বিদেশিদের শিখিয়েও ভাইরাল করে দিচ্ছে। অথচ এই সকল টিকটকাররা আসল জিনিস ভাইরাল করে না। যত্তসব ফালতু মিডিয়া ফালতু বিনোদন।
সেটাই ভাই জাতি হিসাবে আমরা আসলেই অনেক ফালতু। টিকটকারদের সবগুলারে গুলি করে দিতে পারলে মনে শান্তি পাইতাম। আমার ফোনে আজ পর্যন্ত কোনোদিন টিকটক ইনস্টল দেই নি। মানুষ এতো আজাইরা সময় পায় কই ভাই সেটাই বুঝি না। দরকারি কাজ করারই তো সময় পাই না মানুষ কই পায় এতো ফালতু সময়। প্রোগ্রামিং যখন করছি ১৭/১৮ ঘন্টা একটানা কাজ করছি সাথে পেওনিয়ার এর ডিউটি ও করছি। ঘুমানোর সময় পাই নি। যাই হোক জীবন যেখানে নিয়ে যাওয়ার কথা ছিলো ঠিক তার উল্টো দিকে নিয়ে আসছে। তবুও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষের চেয়ে তো ভালো আছি। জীবন আমারে এমন পরিস্থিতিতে নিয়ে আসছে যে, আমার পরে আমার পরিবারকে দেখার যদি কেউ থাকতো তবে কোনদিনই দুনিয়া থেকে বিদায় নিতাম। যাইহোক আলহামদুলিল্লাহ ভালো আছি।
|
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 07, 2025, 07:00:06 PM |
|
আমরা সেই রকম একটি জাতি , কয়েকদিন আগে আছিয়ার জন্য আমরা রাজপথে সোচ্চার ছিলাম কিন্তু দেখেন কই থেকে তরমুজ ওয়ালা এসে আছিয়া ইস্যু খেয়ে দিল। এটাই বাংলাদেশ আজ আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করব আর কি থেকে আর একটা তুচ্ছ ঘটনা এসে গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দিয়ে দেবে। আপনার কোন কাজই ভালোভাবে ফিনিশ করতে পারবো না। আচ্ছা তরমুজ ওয়ালার মধু মধু কিরে কিরে খুব কি গুরুত্বপূর্ণ ছিল, অথচ এই অর্থহীন কথাটুকুই আছিয়ায গুরুত্বপূর্ণ ইস্যু চাপা দিয়ে দিল।
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই। কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো। আমরাই মনে হয় কম কিসের, আমরা আসলে যার যার জায়গা থেকে সচেতন না,, মনে করেন আজ রাস্তায় একটা অন্যায় দেখলাম অন্যায়টা দেখে এড়িয়ে গেলাম ভাবলাম আরে অন্যায় করতেছে করুক এটা তো আর আমার গায়ে লাগছে না অহেতুক তাকে শুধরে দিতে গিয়ে কেন দোষের পাল্লায় করবো? এই যে অহেতুক কথাটা যে বললাম এটা কি আসলেই অহেতুক? তাকে শুধরে না দেওয়ার কারণে সে যে অন্যায়টা করলো এটার প্রভাব কি ব্যক্তিগতভাবে কখনো না কখনো আমার উপর পড়বে না? এ বিষয়টার কারণে তাকে কি পরবর্তীতে দ্বিতীয় কোন অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করবে না? আসলে আমাদের উচিত যার যার জায়গা থেকে সচেতন হওয়া।
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 08, 2025, 03:24:59 AM |
|
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই।
দেশের মানুষ আসলে ভাই একটা ট্টেন্ড এর উপর দিয়ে চলে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন যেটা বেশি রিচ পায় সেটা নিয়ে মিনিমাম ২-৩ দিন মাতামাতি চলে। কি একটা অবস্থা সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছে তাই বিশ্বাস করতেছে এবং এটা কতটুকু সত্য এবং এটা কতটুকু ভিত্তি আছে এগুলো সম্পর্কে কোন চিন্তা ভাবনা করে না। মানবিক মূল্যবোধ নাই বললেই চলে তার ভিতরে ভালো-মন্দ বিচার করার ক্ষমতাটুকু মনে হয় তাদের নেই। ওই যে কয় আইলো তার পিছে যাইলো এই হচ্ছে অবস্থা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আসলে ভাই এরা কোনদিন পরিবর্তন হবে কিনা জানিনা এই ফেসবুক ইউটিউব টিক টক এগুলা থেকে আরও বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে মানুষ। একটি সুন্দর করে গান বাজনা লাগিয়ে ভিডিওটা একটু সুন্দর করে এডিট করে যে কোন কিছু ছাড়লেই সেটা নিয়ে দেখবেন ভাইরাল হয়ে গেছে সেটা সত্য হোক বা মিথ্যা হোক কোন কিছু যাচাই করা সময় নেই তাদের। বাঙালিরা পরিবর্তন হবে না ভাই এদের দ্বারা পরিবর্তন সম্ভব না এরা এভাবেই চলছে এভাবেই চলতে থাকবে। কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো।
এরকম কথা বলতে হয় না ভাই আল্লাহ আমাদের যেখানে মানানসই সেখানেই জন্মগ্রহণ করিয়েছে এর জন্য আমরা আফসোস না করি। মানুষ বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এগুলো থেকে ভিন্ন ধরনের চিন্তাভাবনা করব যেটা সত্য সেটা যাচাই করার চেষ্টা করব যেহেতু আমাদের বুঝার জ্ঞানটুকু আছে সত্যতা যাচাই করার পরে কোন কথা বলবো এবং পদক্ষেপ নিয়ে এলোমেলো মানুষের মতো পদক্ষেপ বা কথা বলবো না তাহলেই হয়ে গেল। আপনার জ্ঞান বুদ্ধি সবই আছে আর নেই আপনার মত করে চলেন কিন্তু ভাই আফসোস করিয়েন না।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 08, 2025, 03:36:44 AM |
|
আল্লাহ তাআলার কোন দোষ নেই ভাই। আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে নষ্ট করেছি এবং আমরা আমাদের কৃতকর্মের জন্য আমাদের ভাগ্যকে দোষারোপ করি। দেখেন বাংলাদেশের tiktoker রা কোন একটি টপিক পেলে সেই টপিককে রীতিমতো টেনে হিচড়ে শেষ করে দেয়। টিকটকের কারণে এখন পর্যন্ত কত গুরুত্বপূর্ণ ঘটনা চাপা পড়ে গেছে তার কোন ইয়ত্তা নেই। দেখেন একটি চা বানাও আমার জন্য কী পরিমাণ ভাইরাল, তরমুজ কী পরিমাণ ভাইরাল, শুধু বাংলাদেশে নয় যারা আমাদের প্রবাসে থাকে তারাও বিদেশিদের শিখিয়েও ভাইরাল করে দিচ্ছে। অথচ এই সকল টিকটকাররা আসল জিনিস ভাইরাল করে না। যত্তসব ফালতু মিডিয়া ফালতু বিনোদন।
সেটাই ভাই জাতি হিসাবে আমরা আসলেই অনেক ফালতু। টিকটকারদের সবগুলারে গুলি করে দিতে পারলে মনে শান্তি পাইতাম। আমার ফোনে আজ পর্যন্ত কোনোদিন টিকটক ইনস্টল দেই নি। মানুষ এতো আজাইরা সময় পায় কই ভাই সেটাই বুঝি না। দরকারি কাজ করারই তো সময় পাই না মানুষ কই পায় এতো ফালতু সময়। প্রোগ্রামিং যখন করছি ১৭/১৮ ঘন্টা একটানা কাজ করছি সাথে পেওনিয়ার এর ডিউটি ও করছি। ঘুমানোর সময় পাই নি। যাই হোক জীবন যেখানে নিয়ে যাওয়ার কথা ছিলো ঠিক তার উল্টো দিকে নিয়ে আসছে। তবুও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষের চেয়ে তো ভালো আছি। জীবন আমারে এমন পরিস্থিতিতে নিয়ে আসছে যে, আমার পরে আমার পরিবারকে দেখার যদি কেউ থাকতো তবে কোনদিনই দুনিয়া থেকে বিদায় নিতাম। যাইহোক আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউরোপিয়ানরা জাতি হিসেবে এত উন্নত কেন জানেন? তাদের অর্থনৈতিক ব্যবস্থা এত শক্তিশালী কেন এ বিষয়কে ধারণা করতে পারেন? আসলে আমার মনে হয় এ বিষয়ে তাদের সবচেয়ে বেশি সহায়তা করেছে কর্মব্যস্ততা ও পরচর্চা হীনতা, আমরা যদি আমাদের দেশের কোন একটি চায়ের দোকানে অথবা কোন একটি আড্ডায় বসি তাহলে আমরা পাশের বাড়ির মেয়ের কোন ছেলের সাথে সম্পর্ক, কার ছেলে কয় টাকা ইনকাম করে, কোন বাড়ির বউটা সুন্দরী, কোন বাড়ির বউটা কুৎসিত এইগুলা নিয়ে চর্চা করতে থাকি ,, বলাই তো আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই সময় আমাদের মস্তিষ্কে দুনিয়ার সমস্ত শয়তানে সে ভর করে, আপনি ইউরোপিয়ানদের দিকে লক্ষ্য করেন তারা কখনো কাউকে নিয়ে চর্চা করে না আর চর্চা করবেই বা কখন তাদের তো সেটা করার মত সময় নেই।
|
|
|
|
|
LDL
|
 |
April 08, 2025, 05:03:07 AM Last edit: April 08, 2025, 05:15:34 AM by LDL |
|
বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।
তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত।
আমাদের এলাকায় আমার সংঘঠনের মাধ্যমে বাজার থেকে সব হিজ্রাইলি পন্য অপসারনের কার্যক্রম ঘোষনা করা হইছে। প্রথমে সবাইকে বোঝানো হবে এর পরেও যারা না মানবে তাদের বিরুদ্ধে আমরা স্থানীয়ভাবে ব্যাবস্থা নিবো।
Free Palestine 🇵🇸 Free Gaza 🇵🇸
ভাই একটা প্রতিবেদন দেখলাম এক বাংলাদেশী ছেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ধরনের নীতিমালার ভিত্তিতে দেশ পরিচালনা করতো। কিন্তু আমাদের মুসলিম উম্মাহর নেতারা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই দুই নীতিমালা ভূলে গিয়ে নিজেদের গড়ানো নীতিমালার ভিত্তিতে নেতা নির্বাচন করতে লাগলো। ফলে এক এক দেশে একএক নীতিমালার সরকার গঠন করতে আরম্ভ করলো। আগে মহানবীর নীতিমালাতে সকল দেশে একতন্ত্রের নেতা ছিল । একজন নেতা যে নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন সকল মুসলিম প্রধান দেশে একই নীতিমালা প্রণয়ন হতো। ফলে সকল মুসলিম বিশ্ব একযোগে এক নীতিতে অবিচল থাকতো। তাই মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলিম উম্মাহর দেশের প্রতি কুনজর তো দূরের কথা চিন্তা পর্যন্ত করতে পারতো না। কিন্তু মুসলিম দেশগুলোর নেতাদের মারাত্মক এক ভুলের কারণে আমাদের মুসলিম প্রধান দেশগুলোর এই অবস্থা। সাধারণত এক নীতি ভুলে গিয়ে বহু নীতিতে বহু মতবাদে বিভিন্ন সরকার গঠন করার মাধ্যমে আমাদের মুসলিম দেশগুলো খন্ড-বিখন্ড হতে শুরু করে এবং মতের পার্থক্যের কারণে মুসলিম দেশ মুসলিম দেশগুলোর শত্রুতে পরিণত হতে শুরু করল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিধর্মী প্রধান দেশগুলো মুসলিম প্রধান দেশগুলোতে তেল মারতে শুরু করল এবং সাকসেস হতে শুরু করলো। এখন এমন একটি পর্যায়ে এসে পড়েছি যে মুসলিম দেশগুলো বিধর্মী দেশ কর্তৃক আক্রমন হলেও কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। ফিলিস্তিনে ইহুদীদের দ্বারা ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে অথচ সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ইত্যাদি দেশগুলো এখন পর্যন্ত নীরব কোন প্রতিক্রিয়া সৃষ্টি করছে না এর কারণ হচ্ছে মুসলিম দেশগুলোতে রাষ্ট্র প্রধানের নীতিমালার ভিন্নতার কারণে এইরকম বিদ্বেষী পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে। তারা ইচ্ছে করলেও সমবেদনা বা কোন পজেটিভ মন্তব্য অথবা ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। গ্রহণ করলেও সেক্ষেত্রে তাদের রাষ্ট্রের উপর ব্যাপক প্রভাব পড়বে। এমনকি কিছু কিছু মুসলিম প্রধান দেশ ইসরাইলের পক্ষ নিয়েছে বিশেষ করে জর্ডান শতভাগ মুসলিম প্রধান দেশ হয়েও ইসরাইলের পক্ষ পাতিত্ব করছে এক্ষেত্রে অবশ্যই পররাষ্ট্রনীতির ভিন্নতার কারণেই করছে। আবার কিছু দেশ আছে যা ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছে না কেননা সে ক্ষেত্রে যদি কোন পদক্ষেপ গ্রহণ করে তাহলে বৈদেশিক কূটনীতিতে ভিন্নতা সৃষ্টি হবে এমনকি দেশের অভ্যন্তরীণ ভারসাম্য ক্ষতি হবে। তাই বর্তমান এইরকম পরিস্থিতির জন্য আমরা মুসলমানরাই দায়ী কেননা যদি আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ও কুরানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সরকার নীতি গঠন করতাম তাহলে অবশ্যই আমরা সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এক প্রকারের ঐক্য থাকতো এবং কোন অমুসলিম দেশ আমাদের উপর দৃষ্টি দিতেও সাহস পেত না। কুরআনের কোন একটি সূরায় উল্লেখ করা আছে যখন তোমরা জিহাদ করতে ভুলে যাবে অথবা সাহস হারাবে তখন আল্লাহ তা'আলা অন্য কোন জাতিকে আমাদের উপর চাপিয়ে দেবে। বর্তমান সময়ে এসে এটার বাস্তব উদাহরণ আমরা গাঁজাবাসীর উপর ইসরাইলিদের অত্যাচারের খর্গ চাপিয়ে দেওয়া নমুনা দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন কিছুই করার নেই আমরা আল্লাহ তায়ালার দেখানো পথ কে ভুলে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলেছি। এখন শত শত কোটি বার প্রার্থনা করেন আমাদের হারানো ভুলের মাশুল দিতে পারব না এমনকি আল্লাহ তা'আলা আমাদের ভাগ্যে যে আজাব আছে বা ক্ষতি আছে সেটা অবশ্যই ঘটবে। তবে আল্লাহ তাহলে এটাও বলেছেন শত শত প্রতিকূল পরিস্থিতির পর অবশ্যই ফিলিস্তিন আবারও জীবিত হয়ে উঠবে এবং ইসরাইল ধুলিস্যাৎ হয়ে যাবে এটাও কুরআনে উল্লেখ করা আছে।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 08, 2025, 09:06:26 AM |
|
বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।
তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত। কয়েকদিন আগে একজন বাংলাদেশী লোকের একটা ফেসবুক ষ্ট্যাটাস পড়েছি, যেখানে একজন ফিলিস্তিনি তার সাথে শেয়ার করেছেন যে, এসবের পেছনে আরবরাই দ্বায়ী। বিশেষ করে ফিলিস্তিনেরই কিছু নেতা। আর অন্যান্য আরব দেশ গুলোও এই ব্যাপারে একদম নির্বিকার। বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু মানুষ না বুঝে যে ভাংচুর লুটপাট গুলো করছে, এগুলো দেশের সম্পদ নষ্ট করা ছাড়া আর কিছুই না। কালকে দেখেছি বাটার বিভিন্ন শো রুম লুটপাট হয়েছে। কিন্তু বাটার সাথে তো ইজরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু এই মূর্খের বাচ্চাদেরকে কে বুঝাবে? যারা এক জোড়া জুতার লোভ সামলাতে পারে না, তারা কিসের জিহাদ করবে?
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 08, 2025, 09:15:23 AM |
|
বন্ধু আরব দেশের নেতারা এখনো চুপ। সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন ইস্যুতে স্ট্রাইক চলতেছে এর মধ্যে আজকে হিজরাইলের এক মন্ত্রী কে আরব আমিরাতে ব্যাপক রাষ্ট্রীয় সম্মান দেখানো হইছে। এই হলো মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা।
তুমি তো জানোই আমি নিজেও মাসখানেক আগে একটা আরবদেশে আসছি এবং এখনো এখানেই আছি। এই দেশে এখন পর্যন্ত এসব বিষয়ে কাউকে তেমন কথা বলতেই দেখলাম না। সবাই আছে আমুদ ফুর্তি আর মেয়ে নিয়ে ব্যাস্ত। কয়েকদিন আগে একজন বাংলাদেশী লোকের একটা ফেসবুক ষ্ট্যাটাস পড়েছি, যেখানে একজন ফিলিস্তিনি তার সাথে শেয়ার করেছেন যে, এসবের পেছনে আরবরাই দ্বায়ী। বিশেষ করে ফিলিস্তিনেরই কিছু নেতা। আর অন্যান্য আরব দেশ গুলোও এই ব্যাপারে একদম নির্বিকার। বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু মানুষ না বুঝে যে ভাংচুর লুটপাট গুলো করছে, এগুলো দেশের সম্পদ নষ্ট করা ছাড়া আর কিছুই না। কালকে দেখেছি বাটার বিভিন্ন শো রুম লুটপাট হয়েছে। কিন্তু বাটার সাথে তো ইজরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু এই মূর্খের বাচ্চাদেরকে কে বুঝাবে? যারা এক জোড়া জুতার লোভ সামলাতে পারে না, তারা কিসের জিহাদ করবে? আরে ভাই কাতার ইসরাইল-ফিলিস্তিনিদের মধ্যস্থতা করে যুদ্ধ বিরতির প্রস্তাব আনে, আপরদিকে ইসরাইল যুদ্ধ বিরতির শর্ত ভেঙে একের পর এক আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাইদের হত্যা করে কাতার তখন চেয়ে চেয়ে দেখো এবং বিমানের মাধ্যমে রংয়ের খেলায় মেতে ওঠে। কি বলবো ভাই মুসলিমদের ইরানের হাতে নাকি পৃথিবীর সবচাইতে বেশি ক্ষেপণাস্ত্র মজুর থাকে, মধ্যপ্রাচ্যের তেল ও স্বর্ণের মাধ্যমে নাকি বিশ্বের অর্থনৈতিক চাকা সচল থাকে অতঃপর দিন শেষে আমরাই পেছনে পড়ে থাকি আমরাই ইহুদীদের দ্বারা মার খাই।
|
|
|
|
BD User
Member

Offline
Activity: 99
Merit: 44
|
 |
April 08, 2025, 12:06:01 PM |
|
আসসালামু ওয়ালাইকুম, বাংলা কমিউনিটিবাসী। আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য ভালো যে আমি আবার এই ফোরামে যুক্ত হতে পেরেছি। পারিবারিক ঝামেলার কারণে ফোরামে নিয়মিত এক্টিভ থাকা আমার পক্ষে দীর্ঘদিন সম্ভব হয়নি, যেকারণে আমি ফোরামে মাঝে মাঝে প্রবেশ করলেও সেটি ছিলো মাত্র ফোরামের অবস্থা দেখা । আশা করছি আগামী দিনগুলোতে আমি এই ফোরামে নিয়মিত হতে পারবো এবং আপনাদের সাথে ভালো একটি মুহূর্ত কাটাতে পারবো!
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
April 08, 2025, 12:17:22 PM |
|
আসসালামু ওয়ালাইকুম, বাংলা কমিউনিটিবাসী। আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য ভালো যে আমি আবার এই ফোরামে যুক্ত হতে পেরেছি। পারিবারিক ঝামেলার কারণে ফোরামে নিয়মিত এক্টিভ থাকা আমার পক্ষে দীর্ঘদিন সম্ভব হয়নি, যেকারণে আমি ফোরামে মাঝে মাঝে প্রবেশ করলেও সেটি ছিলো মাত্র ফোরামের অবস্থা দেখা । আশা করছি আগামী দিনগুলোতে আমি এই ফোরামে নিয়মিত হতে পারবো এবং আপনাদের সাথে ভালো একটি মুহূর্ত কাটাতে পারবো!
ভাই পারিবারিক ঝামেলার বাইরে কেউ নয় কেননা আমরা সবাই পরিবার বদ্ধ এবং পরিবার থেকে আমাদের সংগ্রাম করে যেতে হবে। পারিবারিক ঝামেলা শেষে কিছুটা সময় এখানে দেওয়া অবশ্যই দরকার। তবে অনেক সময় পারিবারিক ঝামেলায় এতটাই তীব্র আকার ধারণ করে যে নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না সেটা আমার জীবনে এসেছে আমরা জানি। যাহোক সবাইকে বারে বারে প্রয়োজন মিটিয়ে এখানে নিয়মিত একটিভ থাকার সদিচ্ছা ও সুযোগ দান করুক।
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 08, 2025, 12:49:36 PM |
|
Top 50 Most Powerful Countries In The World 2025. ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০টি শক্তিশালী দেশ [Bangladesh 47th] আমাদের বাংলাদেশের সকলের গর্ব করা উচিৎ যে আমরা ড. ইউনূসের মতো একজন ব্যক্তি পেয়েছি। অসাধারণ চমক দেখিয়েছেন যেসব কার্যক্রম হচ্ছে দেশের জন্য সবই স্বপ্নের মত। এটা আগে মানুষ স্বপ্ন দেখতো সেটা এখন বাস্তবায়িত হওয়ার দিকেই রূপান্তরিত হচ্ছে। ড. ইউনুস মাত্র ৮ মাসে বাংলাদেশকে ১২৩তম স্থান থেকে ৪৭তম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছেন। ডঃ ইউনুস থাকাকালীন সময়ে যা কিছু হবে সবকিছু স্বপ্নের মতই হবে যেটা মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেটা খুব সহজে হয়ে যাচ্ছে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে এখন নজর রাখার চেষ্টা করছে। ডঃ ইউনুস থাকলে দেশে গিয়ে যাবে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথার উঁচু করে দাঁড়াতে পারবে। অভিনন্দন প্রফেসর ইউনুস এরকম ভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য।❣️
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Nothingtodo
|
 |
April 08, 2025, 01:17:01 PM |
|
Top 50 Most Powerful Countries In The World 2025. ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০টি শক্তিশালী দেশ [Bangladesh 47th] আমাদের বাংলাদেশের সকলের গর্ব করা উচিৎ যে আমরা ড. ইউনূসের মতো একজন ব্যক্তি পেয়েছি। অসাধারণ চমক দেখিয়েছেন যেসব কার্যক্রম হচ্ছে দেশের জন্য সবই স্বপ্নের মত। এটা আগে মানুষ স্বপ্ন দেখতো সেটা এখন বাস্তবায়িত হওয়ার দিকেই রূপান্তরিত হচ্ছে। ড. ইউনুস মাত্র ৮ মাসে বাংলাদেশকে ১২৩তম স্থান থেকে ৪৭তম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছেন। ডঃ ইউনুস থাকাকালীন সময়ে যা কিছু হবে সবকিছু স্বপ্নের মতই হবে যেটা মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেটা খুব সহজে হয়ে যাচ্ছে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে এখন নজর রাখার চেষ্টা করছে। ডঃ ইউনুস থাকলে দেশে গিয়ে যাবে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথার উঁচু করে দাঁড়াতে পারবে। অভিনন্দন প্রফেসর ইউনুস এরকম ভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য।❣️ আসলে শুনতে অনেকটাই প্রশান্তি লাগছে যে আমাদের দেশ বাংলাদেশ আগে দুর্নীতির শিখরে সেরা পজিশনগুলোতে থাকতো আর এখন সেটা শক্তিশালী দেশের তালিকায় সেরা ৫০ এর মধ্যে ঢুকে গেছে। তবে এটা কেবলমাত্র ইউনুস সরকার আছে বলেই সম্ভব হয়েছে। ইউনুস সরকার ছাড়া যদি অন্য কোন দল ক্ষমতায় থাকতো তাহলে এটা আমাদের কাছে অলিক স্বপ্ন ছাড়া অন্য কিছু হতো না। যা হোক আমাদের উচিত এই সরকারের হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সকল ভেঙ্গে দেওয়া অর্থনীতিকে সচল করা সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করা। আসলে আমাদের ভাগ্য ভালো যে আমরা ইউনুস সরকারের মতো একটি যোগ্য সরকার পেয়েছি। আমরা আগামী পাঁচ বছর যদি এই সরকারের অধীনে থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ শক্তিশালী দিক থেকে সেরা ৩০ তম পজিশনে ঢুকে যাব ইনশাআল্লাহ।
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 08, 2025, 04:19:03 PM |
|
বাংলাদেশকে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী নতুন দেশ হিসেবে স্বাগত জানালো নাসা NASA Welcomes Bangladesh as Newest Artemis Accords Signatory  প্রফেসর ডক্টর ইউনুস আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই তবে আপনার হাত ধরেই বাংলাদেশ এক নতুনত্বের দিকে এগিয়ে চলছে। পূর্বে আমি একটা পোস্ট করেছিলাম সারা বিশ্বের ৫০টি শক্তিশালী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৭ তম। তার একটু পরেই আরো একটি সুন্দর খবর জানতে পেলাম নাসার/NASA গভমেন্ট সাইট থেকে। আমি যখন এই খবরটি দেখলাম তখন আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম এটা কি সত্যিই আমি নিউজ দেখতেছি নাকি ভুল কোন নিউজ দেখতেছি পরবর্তী সময়ে খুব ভালো করে ঘেঁটে দেখলাম না এটা ঠিক আছে এটা আমাদের দেশকেই অভিনন্দন জানিয়েছেন নাসা/NASA থেকে। যখন নিউজটি দেখলাম তখন লিস্টে থাকা আমার দেশের পতাকা দেখে মন ভরে গিয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন আজ পূরণ হতে চলতে সব কিছুই। যেগুলো চিন্তা জগতের বাইরে ছিল এগুলো হবেই না সেগুলো আজকে কি সুন্দর ভাবে আমাদের দ্বারপ্রান্তে এসে স্বাগতম জানাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে কোন কিছু করবে। ৮ এপ্রিল ২০২৫ বাংলাদেশ ৫৪ তম দেশ হিসেবে নাসা মানবতার কল্যাণে মহাকাশের নিরাপদ ও দায়িত্বশীল অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এর জন্য 54 তম দেশ হিসেবে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে নাসা/NASA। মঙ্গলবার আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত হবার পর নাসা/NASA ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রোল খুশি হয়ে মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের ভূমিকা নিশ্চিত করে। বাংলাদেশের সাথে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং তিনি আরো বলেন পরবর্তীতে এইখানে বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিভা ও দৃষ্টিভঙ্গি কিভাবে অবদান রাখবে সেটা দেখার জন্য তারা উন্মুক্ত। বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন এবং আমাদের প্রধান উপদেষ্টা মোঃ ইউনুস আর্টেমিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ মহাকাশের উন্মুক্ত দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রসেসর ইউনুস আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এই বাংলাদেশকে নিয়ে এত সুন্দর স্বচ্ছ চিন্তাভাবনার ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনার হাত ধরেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। Sorce: Website Post: https://www.nasa.gov/news-release/nasa-welcomes-bangladesh-as-newest-artemis-accords-signatory/Facebook Post: https://www.facebook.com/share/p/1EgUbdXZno/
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 08, 2025, 04:37:41 PM |
|
Top 50 Most Powerful Countries In The World 2025. ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০টি শক্তিশালী দেশ [Bangladesh 47th] আমাদের বাংলাদেশের সকলের গর্ব করা উচিৎ যে আমরা ড. ইউনূসের মতো একজন ব্যক্তি পেয়েছি। অসাধারণ চমক দেখিয়েছেন যেসব কার্যক্রম হচ্ছে দেশের জন্য সবই স্বপ্নের মত। এটা আগে মানুষ স্বপ্ন দেখতো সেটা এখন বাস্তবায়িত হওয়ার দিকেই রূপান্তরিত হচ্ছে। ড. ইউনুস মাত্র ৮ মাসে বাংলাদেশকে ১২৩তম স্থান থেকে ৪৭তম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছেন। ডঃ ইউনুস থাকাকালীন সময়ে যা কিছু হবে সবকিছু স্বপ্নের মতই হবে যেটা মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেটা খুব সহজে হয়ে যাচ্ছে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে এখন নজর রাখার চেষ্টা করছে। ডঃ ইউনুস থাকলে দেশে গিয়ে যাবে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথার উঁচু করে দাঁড়াতে পারবে। অভিনন্দন প্রফেসর ইউনুস এরকম ভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য।❣️ ইউনুচ্ছে একটা ব্র্যান্ড সে হচ্ছে আন্তর্জাতিক সেলিব্রেটি,, আমরা ইউনুসকে দাম দিতে জানিনা যারা ইউনুস কে বোঝে তারা ঠিক হয়ে থাকে ঐরকম মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডাক্তার মোহাম্মদ ইউনুস যদি পাঁচ থেকে সাত বছর বাংলাদেশের দায়িত্বে থাকতে থাকতে পারে তাহলে দেশ একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি পাবে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে,দেশ সামরিকভাবে শক্তিশালী হবে। শুভকামনা জন্মভূমি,, বহুদূরে এগিয়ে যাও🇧🇩
|
|
|
|
|
Bd officer
|
Congratulations Mahiyammahi  অভিনন্দন @Mahiyammahi ব্রাদার/সিস্টার, আরো একজন আমাদের লোকাল সদস্যর র্যাংক আপ হয়েছে। তিনি একসময় বেশ লোকাল থ্রেডে এক্টিব ছিলেন, কিন্তু বর্তমানে লোকেলে পোস্ট করতে দেখা যায় না। যাইহোক, আজকে তিনি মেম্বার থেকে ফুল মেম্বার হয়েছে। আসলে নতুন র্যাংক আপ হলে বিষয়টি অনেক আনন্দময় হয়ে ওঠে। আপনার জন্য শুভকামনা রইলো, আশা করি ভবিষ্যতে সিনিয়র, হিরো, র্যাংকে পদোন্নতি করতে পারবেন। আর বিশেষ করে লোকাল থ্রেডে সময় দেওয়ায় চেষ্টা করবেন।
আরও একজন সদস্য তিনিও সিনিয়র সদস্য হওয়ার পথে রয়েছেন। আশা করি Wonder Work ভাইও শিগ্রই সিনিয়র সদস্য হয়ে যাবেন, শুভকামনা।
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
April 08, 2025, 05:41:08 PM |
|
তিনি একসময় বেশ লোকাল থ্রেডে এক্টিব ছিলেন, কিন্তু বর্তমানে লোকেলে পোস্ট করতে দেখা যায় না। যাইহোক, আজকে তিনি মেম্বার থেকে ফুল মেম্বার হয়েছে। আসলে নতুন র্যাংক আপ হলে বিষয়টি অনেক আনন্দময় হয়ে ওঠে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে। হঠাৎ মেনশন দেখে অবাক হয়ে গেলাম যে লোকাল থ্রেড এ কেউ মনে রেখেছে। লোকাল থ্রেড এ এখন সেরকম পোস্ট করা হয় না। মাঝখানে কিছুদিন ইক্সাম এর পারার জন্য অফলাইন হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় আমাদের লোকাল থ্রেড এ ক্রিপ্ট বা বিটকয়েন নিয়ে কিছু গঠনমূলক আলোচনা হওয়া উচিত। আমি দুঃখিত লোকাল থ্রেড এ আমি সময় না দিতে পারার জন্য। মাঝেমধ্যে যখন সময় হয় একবার দুবার দিনে ঢুকি কিন্তু সেরকম কোন রিপ্লাই বা পোস্ট করার মত পোস্ট চোখে পড়ে না। মনে হয় যে লোকাল থ্রেড একটা দৈনিন্দ্য জীবনের আমরা কি করেছি কে কি করেছে সেই সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বানানো হয়েছে। যদিও আমি অস্বীকার করবো না যে এখানে informative কোন কথাবার্তা বলা হয় না, তবে সেটা আর কি মনে হচ্ছে ইদানিং খুব কমই হয় যে কারণে লোকাল থ্রেড এ ঢোকা হয় না সেরকম।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 09, 2025, 08:58:10 AM |
|
ড. ইউনুস মাত্র ৮ মাসে বাংলাদেশকে ১২৩তম স্থান থেকে ৪৭তম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছেন। ডঃ ইউনুস থাকাকালীন সময়ে যা কিছু হবে সবকিছু স্বপ্নের মতই হবে যেটা মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেটা খুব সহজে হয়ে যাচ্ছে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে এখন নজর রাখার চেষ্টা করছে। কি এক নিউজ নিয়া পুরো বাংলাদেশ মেতে উঠছে। আরে ভাই, একটু রিসার্চ না করলে যে কতো সমস্যা, এটা এই নিউজ টা দেখেই বুঝা যাচ্ছে। প্রথমত, এটা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের দিকে, আর এই ডাটা তৈরী করা হয়েছে ২০২৩ সালের তথ্যের ওপর ভিত্তি করে, যে সময় মূলত হাসিনা ক্ষমতায় ছিলো। এখানে ইউনুস সরকারের কোনো ক্রেডিট বা ডিস ক্রেডিট নাই। পুরো ফেইসবুক এই নিউজ দিয়ে সয়লাব হয়ে গেছে অথচ কেউ পুরো আর্টিকেল টা পড়ার প্রয়োজন বোধ করছে না। ইভেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার পেইজ থেকে এটা শেয়ার করেছে। যখন কয়েকজন পয়েন্ট করলো যে এগেুলো তো পুরাতন ডাটার ওপর বেইজড করে করা হয়েছে, তখন তিনি পেইজ থেকে পোষ্ট রিমুভ করে দিয়েছে। কি একটা অবস্থা। সবাই খালি হেডলাইন দেখে।
|
|
|
|
|
Bd officer
|
 |
April 09, 2025, 05:45:05 PM |
|
আমার মনে হয় আমাদের লোকাল থ্রেড এ ক্রিপ্ট বা বিটকয়েন নিয়ে কিছু গঠনমূলক আলোচনা হওয়া উচিত।...... যদিও আমি অস্বীকার করবো না যে এখানে informative কোন কথাবার্তা বলা হয় না, তবে সেটা আর কি মনে হচ্ছে ইদানিং খুব কমই হয় যে কারণে লোকাল থ্রেড এ ঢোকা হয় না সেরকম।
আসলে ভাই ভালো কথা বলেছেন। এখন আমরা সবাই যদি একই কথা বলি যে ইনফরমেটিভ আলোচনা আমাদের লোকাল থ্রেডে করা হয় না, তাই এখানে পোস্ট করার ইচ্ছে করে না। যেহেতু এটা লোকাল থ্রেড এখানে সবাই সব ধরনের আলোচনা করে থাকেন, সে আলোচনা গুলো নিয়েও দুই একটা পোস্ট করা যায়। এখন যদি ইচ্ছা না থাকে তাহলে কখনই পোস্ট করতে মনে চাইবে না। এখন সবাই যদি অন্যদের আলোচনার দিকে তাকিয়ে থাকি তাহলে তো হবে না। আপনার তো নিজে থেকেই ইনফরমেটিব পোস্ট করার চেষ্টা করা উচিত। তাই অন্যদের দিকে না তাকিয়ে, নিজে থেকেই ভালো ইনফরমেটিব পোস্ট করার চেষ্টা করা উচিত, যাতে অন্যরা শিখতে পারে এবং অন্যরা ভালো পোস্ট করবে সেখান থেকে আমি আপনি শিখতে পারি।
যাইহোক, BTC মার্কেট কেউ কি খেয়াল করেছেন? গত দুই দিন আগে এই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিলো, দুই দিন আগে বিটিসির দাম $74k এসেছিলো। ভেবেছিলাম বিয়ার মার্কেটে প্রবেশ করলাম নাকী, কিন্তু আজক দেখি ভালোই আপ হয়েছে, বর্তমানে $$81k প্লাস হয়েছে। অন্যদিকে ইথার বিটিসির সাথে সাথে ঠিকই দাম কমে যায়, কিন্তু বৃদ্ধি পাওয়ার সময় সাথে সাথে দাম বাড়ে না।
|
|
|
|
|