|
LDL
|
 |
April 10, 2025, 10:51:20 AM |
|
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন।
আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?
এটা ওয়াইফাই এর মতোই নির্দিষ্ট একটা দুরত্ব পর্যন্ত কানেকশন পাওয়া যাবে। তবে এটা সেটাপ করা যাবে যেকোনো জায়গায়, দুর্গম অঞ্চল যেখানে ফাইবার কানেকশন নেওয়া সম্ভব না সেখানেও এটা সেটাপ করা যাবে। ওরে আল্লাহ,, আমার দেশের গরিবলিংক চালিয়েই মাঝে মধ্যে বিল বাদ থাকে সংযোগ অফ হয়ে গেলে তারপরে ফোন দিয়ে সংযোগ পুনরায় চালু করতে হয়। আর স্টারলিংক এর কিট কিনতে যদি ৭০/ ৮০ হাজার টাকা খরচ হয় আর মাস ি বিল যদি ১২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে বাড়িঘর জমি জমা বিক্রি করে দিয়ে স্টারলিংকের নেটের খরচ দিতে হবে। এখানে অনেকেই বলাবলি ও লেখালেখি দেখে মনে হল আসলেই কি সত্য কিন্তু একটু নেটে সার্চ দিয়ে দেখি আজকে পরীক্ষামূলকভাবে ট্রায়ালিং দিয়েছিল। এবং যদি ভবিষ্যতের সংযোগ দেওয়া হয় তাহলে সর্বনিম্ন ১০ হাজার টাকার নিচে আসবে না। আমার এলাকাতে ৫০০ টাকায় যে সংযোগটা আছে এটাই আমাদের জন্য ভালো বরং আমরা যা কাজ করি এই কাজটাই এই নেটওয়ার্কই যথেষ্ট। স্টারলিংকের সংযোগের প্রয়োজন নাই। আমার গরিবলিংক আমার জন্য বেটার।
ভাই ৫০০ টাকার গ্রাহক মুলত তাদের টার্গেট না। তাদের মেইন টার্গেট হলো কর্পোরেট গ্রাহকরা। আমার জানামতে এমন হাজারো মানুষ আছে যারা ষ্টারলিংক লুফে নিবে। বিশেষ করে বিভিন্ন ফ্রীল্যান্সার এজেন্সি, আইটি ফার্ম তারাই হলো স্টারলিংক এর মূল টার্গেট। এটাই তো আমার মত স্বতন্ত্র গ্রাহক তাদের কেনই বা প্রয়োজন হবে। আমার মাসিক বেতনের সমান টাকা লাগবে প্রতিমাস। তবে এটা তাদের জন্যই যারা কোটি কোটি টাকা ইনকাম করে। হবে এটা বাংলাদেশে সেই রকম বিজনেস প্রতিষ্ঠা করতে পারবে। আচ্ছা আমি যদি একটা এলাকায় এই রকম টাকা পয়সা খরচ করে স্টারলিংক কীট কিনে আমার এলাকাতে সংযোগ দেওয়ার সিস্টেম আছে কী? আসলে একটা স্টারলিংক কীট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব কিনা? @CL ভাই আমার মনে আছে ভাই।জাস্ট দুটো পোস্ট হলে আমি পেমেন্ট পেতাম কিন্তু একটু নেটওয়ার্কের জন্য কতই না আল্লাহ আল্লাহ করেছি। অথচ অনেকই টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুর গিয়েও তাদের Freelancing এর কাজ সচল রেখেছে। তো তারাই Starlink নেবে যাদের একদিন নেটওয়ার্ক সমস্যা হলে বিদেশে পাড়ি দেয় কাজ সচল রাখতে।
|
|
|
|
|
BD User
Member

Offline
Activity: 99
Merit: 44
|
 |
April 10, 2025, 10:53:42 AM |
|
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন।
আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?
একচুয়ালি ভাই সবাই আমার আপনার মতন এরকম সাধারণ পাবলিক না। তবে এটা সত্যি বেশিরভাগ মানুষ স্টারলিং এর ইন্টারনেট কানেকশন নেবে না কারণ এটা হাই কস্টলি। কিন্তু জুলাই মাসের কথা কি আপনার মনে রয়েছে? এমন এমন ফ্রিল্যান্সার রয়েছে যারা জাস্ট ওই কয়েকদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে তাদের কাজ সচল রাখার জন্য। এখন আমার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করুক বা কম মানুষ ইউজ করুক এটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যেটাকে কেউ চাইলেই কন্ট্রোল করতে পারবেনা এই ধরনের সেবা আমাদের দেশে এসেছে। বাংলাদেশের জন্য এবং বাংলার জনগণের জন্য এটি অবশ্যই সুসংবাদ যে বাংলাদেশ স্টার্লিং নেটওয়ার্ক এর সেবা পেতে চলেছে, যদিও এটি অধিকাংশের জন্যই ব্যায়বহুল। কিন্তু ভাই , এটি মনে রাখা উচিত যে আমরা বাঙ্গালী। কিছুদিন পরই দেখবেন কিছু জ্ঞানী ব্যাক্তি এই ব্যায়বহুল সমস্যার সমাধান খুঁজে বের করছে। আমি ধারণা করতাছি যে , এই ব্যায়বহুল খরচ কমানোর জন্য ১৫-২০ জন মিলে একত্রে লাইন নেওয়ার কথা চিন্তা করতে পারে। স্টার্লিং নেটওয়ার্কের যে স্পিড তাতে অনায়াসে ২০-২৫ টি ডিভাইস চালানো সম্ভব হবে এবং সকলে মিলে বিল পরিশোধ করার কারণে এর ব্যায়বহুলতাও কমবে।
|
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 10, 2025, 10:56:28 AM |
|
এটাই তো আমার মত স্বতন্ত্র গ্রাহক তাদের কেনই বা প্রয়োজন হবে। আমার মাসিক বেতনের সমান টাকা লাগবে প্রতিমাস। তবে এটা তাদের জন্যই যারা কোটি কোটি টাকা ইনকাম করে। হবে এটা বাংলাদেশে সেই রকম বিজনেস প্রতিষ্ঠা করতে পারবে। আচ্ছা আমি যদি একটা এলাকায় এই রকম টাকা পয়সা খরচ করে স্টারলিংক কীট কিনে আমার এলাকাতে সংযোগ দেওয়ার সিস্টেম আছে কী? আসলে একটা স্টারলিংক কীট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব কিনা?
ভাই মাসিক বেতনের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 10, 2025, 11:28:55 AM |
|
ভাই মাসিক বেতনের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।
কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল শুধুমাত্র স্টার্লিং এর রাউটার(Gen 3 Router) ব্যবহার করে 20 থেকে 30 জন মানে ডিভাইসের কথা বলতেছি ডিভাইস কানেক্ট করে চালাতে পারবেন। তবে যদি একটু ভারী ইউসার হয় তাহলে সেখানে ৫ থেকে ১০ জন একদম বেটার এক্সপেরিয়েন্সে চালাতে পারবে। তবে স্টার লিংক রাউটারে এই সুবিধাটি রয়েছে যে আপনি রাউটারকে অ্যাপস থেকে বাইপাস মোড এ দিয়ে যেকোন রাউটার আই মিন MikroTik এর মতন রাউটার গুলো দিয়ে একসাথে অনেকগুলো কানেকশন দিতে পারবেন। তবে কানেকশন দিলেই শুধু হবে না বুঝতে হবে আপনার স্পিড কতটুকু বেশি মানুষকে কানেকশন দিতে গেলে দেখবেন যে ভালো ব্যবহারই করতে পারছেন না। ওই যে সর্বোচ্চ লিমিট ২০ থেকে ৩০ জন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Wonder Work
|
 |
April 10, 2025, 11:37:54 AM |
|
আজকে আমি আমার লোকাল বোর্ডের পোস্ট দেখে অবাক হয়েছি সবাই একটিভ এবং অফুরন্ত পোস্ট করতেছে। লোকাল ভোটের সময় দিচ্ছে সবার সাথে তথ্য আদান প্রদান হচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই এক্টিভ থাকবে লোকাল বোর্ডকে এগিয়ে দিয়ে যেতে। ইভেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার পেইজ থেকে এটা শেয়ার করেছে। যখন কয়েকজন পয়েন্ট করলো যে এগেুলো তো পুরাতন ডাটার ওপর বেইজড করে করা হয়েছে, তখন তিনি পেইজ থেকে পোষ্ট রিমুভ করে দিয়েছে। কি একটা অবস্থা। সবাই খালি হেডলাইন দেখে।
আমি নিজে এরকম কোন পোস্ট করি না ভাই যাচাই-বাছাই ছাড়া তবে আমি এই পোস্টটা দেখার পরে একটু যাচাই বাছাই করার পর দেখলাম না রে ভালো ভালো ইউজাররা এটা নিয়ে কথা বলেছে। এর মধ্যে আমি অলরেডি পোস্টটা করে ফেলেছি পোস্টটা করার কিছুক্ষণ পরেই আমি আবার দেখলাম এটা নিয়ে সমস্যা আছে। পরবর্তী সময়ে এটার ডিলেট না করে রেখে দিয়েছি ডিলিট দিলেও কি রকম হয়। যাইহোক ভাই বাংলাদেশ নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এটা ঠিক। আমরা শেষ বেলায় এসে এরকম একজনকে পেয়েছি যার মাধ্যমে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি এরকম হয় পায় তাহলে দেখা যাবে আমাদের মত সাধারণ ইউজারদের জন্য স্টারলিং ব্যবহার করা অসম্ভব হবে। বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান গুলা চালাতে পারবে তাছাড়া আমাদের মত ছোট ইউজারদের জন্য এত দামি স্টাডিং ব্যবহার করা সম্ভব হবে না। তবে আমার কাছে মনে হয় বিকল্প কোনো কিছু বের হবে যার মাধ্যমে কিট ব্যবহার করে স্টারলিং ব্যবহার করা যেতে পারে। আপনি যে সাবমেরিন গুলোর কথা বললেন সেগুলো অন্যরকম সেগুলোর সাথে এরকম সাধারণ ইউজারদের মেশানো যাবে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল শুধুমাত্র স্টার্লিং এর রাউটার(Gen 3 Router) ব্যবহার করে 20 থেকে 30 জন মানে ডিভাইসের কথা বলতেছি ডিভাইস কানেক্ট করে চালাতে পারবেন। তবে যদি একটু ভারী ইউসার হয় তাহলে সেখানে ৫ থেকে ১০ জন একদম বেটার এক্সপেরিয়েন্সে চালাতে পারবে।
তবে স্টার লিংক রাউটারে এই সুবিধাটি রয়েছে যে আপনি রাউটারকে অ্যাপস থেকে বাইপাস মোড এ দিয়ে যেকোন রাউটার আই মিন MikroTik এর মতন রাউটার গুলো দিয়ে একসাথে অনেকগুলো কানেকশন দিতে পারবেন। তবে কানেকশন দিলেই শুধু হবে না বুঝতে হবে আপনার স্পিড কতটুকু বেশি মানুষকে কানেকশন দিতে গেলে দেখবেন যে ভালো ব্যবহারই করতে পারছেন না। ওই যে সর্বোচ্চ লিমিট ২০ থেকে ৩০ জন।
এই ধরনের সিস্টেম থাকবে ভাই তাছাড়া এত ব্যয়বহুল স্টারলিং ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আর বাঙালি যে মানুষ এটা সিস্টেম করে একটা লাইন বের করে ফেলবে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 10, 2025, 12:29:17 PM |
|
জনপ্রতি ১২০ ডলার না। একটি ডিভাইসে মাসিক প্যাকেজ ১২০ বা অন্য প্রাইসের হবে। প্রাইস অনুযায়ী স্পীড দেওয়া থাকবে প্রতি প্যাকেজে। একটি ডিভাইসে নির্দিষ্ট পরিমানে ইউজার কানেক্ট হতে পারবে যারা সবাই নির্ধারিত স্পীড ভাগাভাগি করে চালাতে পারবে।
ভাই যে প্রাইসের কথা বললেন, তাতে আমার মতো গরীব লোকদের জন্য না, এই ব্যয়বহুল স্টারলিংক বড়লোকদের জন্য, আমার জন্য ৫০০-৬০০ টাকার এমবির প্যাকেজ যথেষ্ট। আর ওয়াইফাইতে ৫০০ টাকা+ফোনে ৫০০ টোটাল ১০০০ টাকা হলেই এক মাস চলে যায়। আপনি ১২০ ডলারের কথা বলেছেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫k মতো হবে, এত টাকা খরচ করার চেয়ে না করাই ভালো। এখন যাদের অনেক টাকা রাখার যায়গা নেই, তারা স্টারলিংক আনতে পারেন। আর এইটা সম্পর্কে যদি ধারনা থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, এখন এটা তো ওয়াইফাই এর মতোই হবে? যদি তাই হয় কতটুকু দূরত্ব পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে?  ওরে আল্লাহ,, আমার দেশের গরিবলিংক চালিয়েই মাঝে মধ্যে বিল বাদ থাকে সংযোগ অফ হয়ে গেলে তারপরে ফোন দিয়ে সংযোগ পুনরায় চালু করতে হয়। আর স্টারলিংক এর কিট কিনতে যদি ৭০/ ৮০ হাজার টাকা খরচ হয় আর মাস ি বিল যদি ১২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে বাড়িঘর জমি জমা বিক্রি করে দিয়ে স্টারলিংকের নেটের খরচ দিতে হবে। এখানে অনেকেই বলাবলি ও লেখালেখি দেখে মনে হল আসলেই কি সত্য কিন্তু একটু নেটে সার্চ দিয়ে দেখি আজকে পরীক্ষামূলকভাবে ট্রায়ালিং দিয়েছিল। এবং যদি ভবিষ্যতের সংযোগ দেওয়া হয় তাহলে সর্বনিম্ন ১০ হাজার টাকার নিচে আসবে না। আমার এলাকাতে ৫০০ টাকায় যে সংযোগটা আছে এটাই আমাদের জন্য ভালো বরং আমরা যা কাজ করি এই কাজটাই এই নেটওয়ার্কই যথেষ্ট। স্টারলিংকের সংযোগের প্রয়োজন নাই। আমার গরিবলিংক আমার জন্য বেটার। ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 10, 2025, 12:56:07 PM |
|
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bd officer
|
 |
April 10, 2025, 02:07:42 PM |
|
একচুয়ালি ভাই সবাই আমার আপনার মতন এরকম সাধারণ পাবলিক না। তবে এটা সত্যি বেশিরভাগ মানুষ স্টারলিং এর ইন্টারনেট কানেকশন নেবে না কারণ এটা হাই কস্টলি। কিন্তু জুলাই মাসের কথা কি আপনার মনে রয়েছে? এমন এমন ফ্রিল্যান্সার রয়েছে যারা জাস্ট ওই কয়েকদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে তাদের কাজ সচল রাখার জন্য।
এখন আমার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করুক বা কম মানুষ ইউজ করুক এটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যেটাকে কেউ চাইলেই কন্ট্রোল করতে পারবেনা এই ধরনের সেবা আমাদের দেশে এসেছে।
ভাই এটা আমাদের জন্য গর্ভের বিষয়, ড. ইউনুস এর জন্য স্টারলিংক সেবা চালু হতে চলেছে, তাই ড. ইউনুস কে ধন্যবাদ জানাই। এটা কোন সরকার চাইলে বন্ধ করতে পারবে না, বুঝেছি যখন জুলাই মাসে ইন্টারনেট সেবা বন্ধ করেছিলো। এখন ভাই এই স্টারলিংক সবার জন্য নয়, হ্যাঁ যারা অনলাইন থেকে মাসে বিপুল পরিমান অর্থ ইনকাম করে তাদের জন্য এটা বেটার হবে। তাদের কাছে ১৫০০০ টাকা কিছুই না। এখন ভাই আমি একটা নিউজে দেখলাম, যে স্টারলিংক সেবা পেতে বিভিন্ন দেশ ভেদে খরচ কম হয়৷ হয়তো মাসিক খরচ কম হতেও পারে। আরও একটা বিষয়ে দেখলাম যে স্টারলিংক কিট যেটা কেনার জন্য ৪০ হাজার টাকার বেশি লাগবে বলে দেখলাম, এটা কি সত্য নাকী? তাহলে তো এটা আরও ব্যয়বহুল হবে। দেখা যাক আমাদের আশে পাশের ধনী ব্যক্তিবর্গরা স্টারলিং বাড়িতে লাগায় কিনা এবং তারা কেমন সার্ভিস পায়।
|
|
|
|
Cpt_reader
Jr. Member
Offline
Activity: 140
Merit: 1
|
 |
April 10, 2025, 04:31:22 PM |
|
একচুয়ালি ভাই সবাই আমার আপনার মতন এরকম সাধারণ পাবলিক না। তবে এটা সত্যি বেশিরভাগ মানুষ স্টারলিং এর ইন্টারনেট কানেকশন নেবে না কারণ এটা হাই কস্টলি।
কিন্তু জুলাই মাসের কথা কি আপনার মনে রয়েছে? এমন এমন ফ্রিল্যান্সার রয়েছে যারা জাস্ট ওই কয়েকদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে তাদের কাজ সচল রাখার জন্য।
এখন আমার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করুক বা কম মানুষ ইউজ করুক এটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যেটাকে কেউ চাইলেই কন্ট্রোল করতে পারবেনা এই ধরনের সেবা আমাদের দেশে এসেছে।
ভাই এটা আমাদের জন্য গর্ভের বিষয়, ড. ইউনুস এর জন্য স্টারলিংক সেবা চালু হতে চলেছে, তাই ড. ইউনুস কে ধন্যবাদ জানাই। এটা কোন সরকার চাইলে বন্ধ করতে পারবে না, বুঝেছি যখন জুলাই মাসে ইন্টারনেট সেবা বন্ধ করেছিলো। এখন ভাই এই স্টারলিংক সবার জন্য নয়, হ্যাঁ যারা অনলাইন থেকে মাসে বিপুল পরিমান অর্থ ইনকাম করে তাদের জন্য এটা বেটার হবে। তাদের কাছে ১৫০০০ টাকা কিছুই না। এখন ভাই আমি একটা নিউজে দেখলাম, যে স্টারলিংক সেবা পেতে বিভিন্ন দেশ ভেদে খরচ কম হয়৷ হয়তো মাসিক খরচ কম হতেও পারে। আরও একটা বিষয়ে দেখলাম যে স্টারলিংক কিট যেটা কেনার জন্য ৪০ হাজার টাকার বেশি লাগবে বলে দেখলাম, এটা কি সত্য নাকী? তাহলে তো এটা আরও ব্যয়বহুল হবে। দেখা যাক আমাদের আশে পাশের ধনী ব্যক্তিবর্গরা স্টারলিং বাড়িতে লাগায় কিনা এবং তারা কেমন সার্ভিস পায়। ভাই যদিও অনেকে ভাবছে ব্যয়বহুল হবে কিন্তু আমার ধারণা বাংলাদেশের জন্য অন্যান্য দেশের তুলনায় খরচ একটু কম হবে। তবে স্টাইলিং এর অনেক সুবিধা পাব আমরা। বিশ্বব্যাপী কভারেজ,উচ্চ-গতির ইন্টারনেট, কম বিলম্ব আরো অনেক। ৫ আগস্ট পর্যন্ত যে ছাত্র আন্দোলন হল যখন যদি starling থাকতো তাহলে আমরা আরো অনেক তথ্য আগেই জানতে পারতাম। আসলেই ডঃ ইউনুস স্যার কে অনেক ধন্যবাদ ,
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
April 10, 2025, 05:26:46 PM |
|
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে। ভাই পরিশেষে গ্রাহক সেবার দিকে আসবে মানে ? যদি স্টারলিংক চালানোর মতো এবিলিটি আপনার থাকে তাহলে আপনিও এটি চালাতে পারবেন। এটি শুধুমাত্র বড় বড় অফিসকে টার্গেট করে আনা হচ্ছে না যার সামর্থ্য থাকবে এটার খরচ বহন করার তারাই এই সংযোগ নিতে পারবে। সংযোগ বলতে শুধুমাত্র আপনাকে কিছু ডিভাইস কিনতে হবে আর সেগুলো সেটআপ করলে আপনি সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল পাবেন। আপনাকে শুধুমাত্র প্রতি মাসে সাবস্ক্রিপশন কিনতে হবে। এটার সংযোগ নিতে আহামরি খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র প্রয়োজন হবে মোটা টাকা। আপনি যেখানে মাত্র ৫০০-২০০০ টাকার মধ্যে উচ্চগতির ওয়াইফাই কানেকশন নিতে পারতেছেন যদিও এটি গুলোকে উচ্চ গতি বলা যায় না নামে শুধুমাত্র উচ্চ গতি থাকে ব্যান্ড উইথ এর ক্ষেত্রে না। তবে স্টার্লিংক সংযোগের জন্য প্রথমে দামি ডিভাইস কিনতে হবে দ্বিতীয়তঃ আপনাকে প্রতিমাসে ৫০০০-১০০০০ টাকা বা তার থেকেও বেশি সাবস্ক্রিপশনের জন্য খরচ করা লাগতে পারে। যদি এই সামর্থ্য আপনার থাকে তাহলে আপনি যেকোনো সময় স্টারলিংক সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন যখন বাংলাদেশে এটি অফিসিয়ালি যাত্রা শুরু করবে।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 10, 2025, 06:35:39 PM |
|
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে।ভাই পরিশেষে গ্রাহক সেবার দিকে আসবে মানে ? যদি স্টারলিংক চালানোর মতো এবিলিটি আপনার থাকে তাহলে আপনিও এটি চালাতে পারবেন। এটি শুধুমাত্র বড় বড় অফিসকে টার্গেট করে আনা হচ্ছে না যার সামর্থ্য থাকবে এটার খরচ বহন করার তারাই এই সংযোগ নিতে পারবে। সংযোগ বলতে শুধুমাত্র আপনাকে কিছু ডিভাইস কিনতে হবে আর সেগুলো সেটআপ করলে আপনি সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল পাবেন। আপনাকে শুধুমাত্র প্রতি মাসে সাবস্ক্রিপশন কিনতে হবে। এটার সংযোগ নিতে আহামরি খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র প্রয়োজন হবে মোটা টাকা। আপনি যেখানে মাত্র ৫০০-২০০০ টাকার মধ্যে উচ্চগতির ওয়াইফাই কানেকশন নিতে পারতেছেন যদিও এটি গুলোকে উচ্চ গতি বলা যায় না নামে শুধুমাত্র উচ্চ গতি থাকে ব্যান্ড উইথ এর ক্ষেত্রে না। তবে স্টার্লিংক সংযোগের জন্য প্রথমে দামি ডিভাইস কিনতে হবে দ্বিতীয়তঃ আপনাকে প্রতিমাসে ৫০০০-১০০০০ টাকা বা তার থেকেও বেশি সাবস্ক্রিপশনের জন্য খরচ করা লাগতে পারে। যদি এই সামর্থ্য আপনার থাকে তাহলে আপনি যেকোনো সময় স্টারলিংক সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন যখন বাংলাদেশে এটি অফিসিয়ালি যাত্রা শুরু করবে। শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
|
|
|
|
|
|
Nothingtodo
|
 |
April 11, 2025, 08:19:54 AM |
|
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
ইতালির মত একটি উন্নত দেশে যদি ২৯ ডলার মাসিক হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অবশ্যই 29 ডলারের চেয়ে কম হবে কিন্তু বেশি হবে না। অনেকেই বলছে আপাতত ১২০ ডলারের মত খরচ হবে কিন্তু আসলে ১২০ ডলার ম্যাক্সিমাম ইউজারদের জন্য অনেকটাই কষ্ট হবে। আর যারা ছোট ছোট ইউজার রয়েছে তারা এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করার সাহস পাবে না। তাই অবশ্যই কোম্পানি আমাদের দেশের সার্বিক অবস্থা বিচার করে মাসিক সাবস্ক্রাইব ফি অবশ্যই কম হবে।
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 11, 2025, 09:05:17 AM |
|
আপনাদের কাছে একটা বিষয় জানার জন্য এই পোস্টটি করলাম।
একচুয়ালি আমার বাসায় Link3 এর লাইন চালাই। 30mbps 1275 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে দেখতে পাচ্ছি AmberIT 20mbps মাত্র 650 টাকা এবং 35mbps মাত্র 800 টাকা। এখানে আপনারা কি কেউ এমবারাইটি ইউজ করেন? আর এই এমবার আইটি সার্ভিস কি রকম দেয়? ইদানিং Link3 প্রচুর ঝামেলা করতেছে ৩০ mbps হওয়া সত্বেও খুব একটা ভাল সার্ভিস পাচ্ছি না এখন। এই মুহূর্তে আমি চাচ্ছি এমবার আইটিতে যাইতে। 35mbps মাত্র 800 টাকা। যদি কেউ এখানে এমবারিটি ব্যবহার করে থাকেন তাহলে একটু সার্ভিসটা নিয়ে বলবেন কি রকম সার্ভিস পাচ্ছেন আপনারা।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 11, 2025, 09:18:17 AM |
|
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
ইতালির মত একটি উন্নত দেশে যদি ২৯ ডলার মাসিক হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অবশ্যই 29 ডলারের চেয়ে কম হবে কিন্তু বেশি হবে না। অনেকেই বলছে আপাতত ১২০ ডলারের মত খরচ হবে কিন্তু আসলে ১২০ ডলার ম্যাক্সিমাম ইউজারদের জন্য অনেকটাই কষ্ট হবে। আর যারা ছোট ছোট ইউজার রয়েছে তারা এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করার সাহস পাবে না। তাই অবশ্যই কোম্পানি আমাদের দেশের সার্বিক অবস্থা বিচার করে মাসিক সাবস্ক্রাইব ফি অবশ্যই কম হবে। আপাতত ভাই ওয়েট করেন, তারা অফিশিয়ালি কার্যক্রম শুরু করলে হয়তো আমাদের নিকট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আপাতত যদি মনের শান্তি নিতে চান তাহলে স্টার্লিং এর অফিসিয়াল সাইট ভিজিট করে দেখতে পারেন কোন প্যাকেজের মূল্য কত। তাদের বেশিদিন-শিয়াল প্যাকেজ দেখাচ্ছে আনলিমিটেড ইন্টারনেট ৭৫ ডলার প্রতি মাসে। এবং সেই সাথে তাদের Roam প্যাকেজ রয়েছে যেখানে আপনি 50 GB Roam Data ৫০ ডলার পার মাস এবং অন্যদিকে আনলিমিটেড আনলিমিটেড রোম ডাটা ৯৬ ডলার প্রতি মাসে পাবেন। এখন মনের শান্তি নেওয়া হইলে, আপাতত আমাদের বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই কারণ star link এখনো অফিশিয়ালি লাঞ্চ হয়নি. 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 11, 2025, 10:31:03 AM |
|
ভাই আপনারা কেউ কি কুকয়েন ইউজ করেন? করলে কেউ একটু হেল্প করেন। আমি আজকে পিটুপিতে ডলার সেল করতে গিয়ে একটু ভেজালে পড়ছি। এখানে কোনো লোকাল মারচেন্টের অফার খুঁজে পাচ্ছিনা। সব বিদেশি বায়ার দেখায়। বুঝলামনা কি হলো। পেমেন্ট মেথডে বিকাশ নগদ করা, তাহলে এরকম কেন দেখাচ্ছে। দুই দিন আগে নতুন ফোন কিনছি, সেখানে গিয়ে লগিনে এই ভেজাল পাইলাম। সার্চ অপশনেও বিকাশ নগদের নাম দেখা মিলতেছে না। লোকেশন রিলেটেড কোনো সমস্যা নাকি? লোকেশন চেন্জেরও তো কোনো অপশন পাইলাম না... 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Mahiyammahi
|
 |
April 11, 2025, 10:41:00 AM Last edit: April 11, 2025, 03:04:11 PM by Xal0lex |
|
ভাই আপনারা কেউ কি কুকয়েন ইউজ করেন? করলে কেউ একটু হেল্প করেন। আমি আজকে পিটুপিতে ডলার সেল করতে গিয়ে একটু ভেজালে পড়ছি। এখানে কোনো লোকাল মারচেন্টের অফার খুঁজে পাচ্ছিনা। সব বিদেশি বায়ার দেখায়। বুঝলামনা কি হলো। পেমেন্ট মেথডে বিকাশ নগদ করা, তাহলে এরকম কেন দেখাচ্ছে। দুই দিন আগে নতুন ফোন কিনছি, সেখানে গিয়ে লগিনে এই ভেজাল পাইলাম। সার্চ অপশনেও বিকাশ নগদের নাম দেখা মিলতেছে না। লোকেশন রিলেটেড কোনো সমস্যা নাকি? লোকেশন চেন্জেরও তো কোনো অপশন পাইলাম না...  আপনি সেখানে USD সিলেক্ট করে রাখছেন। ওটা চেঞ্জ করে BDT করুন তাহলেই শুধুমাত্র বাংলাদেশের মার্চেন্ট খুঁজে পাবেন। আপনাদের কাছে একটা বিষয় জানার জন্য এই পোস্টটি করলাম।
একচুয়ালি আমার বাসায় Link3 এর লাইন চালাই। 30mbps 1275 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে দেখতে পাচ্ছি AmberIT 20mbps মাত্র 650 টাকা এবং 35mbps মাত্র 800 টাকা। এখানে আপনারা কি কেউ এমবারাইটি ইউজ করেন? আর এই এমবার আইটি সার্ভিস কি রকম দেয়? ইদানিং Link3 প্রচুর ঝামেলা করতেছে ৩০ mbps হওয়া সত্বেও খুব একটা ভাল সার্ভিস পাচ্ছি না এখন। এই মুহূর্তে আমি চাচ্ছি এমবার আইটিতে যাইতে। 35mbps মাত্র 800 টাকা। যদি কেউ এখানে এমবারিটি ব্যবহার করে থাকেন তাহলে একটু সার্ভিসটা নিয়ে বলবেন কি রকম সার্ভিস পাচ্ছেন আপনারা।
Amber IT ISP টা ভালো। এরা ডেডিকেটেড আইপি প্রোভাইড করে থাকে। আমরা মূলত ইউজ করে থাকি শেয়ার আইপি। শেয়ার্ড আইপি যে সমস্যা হচ্ছে পিক টাইম এ এদের স্পিড এবং লেটেনসি দুটোই কমে যায়। যদিও বা ডেডিকেটেড আইপি এর প্যাকেজ এর দাম তুলনা মূলক বেশি। ফ্রিল্যান্সার রা মূলত ডেডিকেটেড আইপি বেশি ব্যবহার করে।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 11, 2025, 12:48:27 PM |
|
ভাই মাসিক বেতনের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।
তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর। আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না। আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।
|
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 11, 2025, 12:56:57 PM |
|
তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর।
আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না।
আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।
বন্ধু ব্যাবসার সুযোগ দিবেনা আমি তো বলিনি। হোম ইউজাররা ব্যাবসা করতে পারবেনা। যারা ব্যাবসা করে তাদের জন্য ব্যান্ডউইথ সুবিধা দিতে পারে। কেউ যদি মনে করে হোম কীট নিয়ে এলাকায় ব্যাবসা চালাবে সেটা হবেনা। আর হাটুর জোর বাংলাদেশের সব জায়গায় আছে। তুমি তো জানো আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। অরবিটের রিজিওনাল পার্টনার আমরা। এখানে আরো কয়েকটা কোম্পানি আছে। কয়েকদিন ফাইবার কাটছে বিরক্ত করছে। একদিন তাদের যখন আখেরি ধরা ধরছি বাপ বাপ ডেকে এখন সব সোজা। না কিছু করতে পারে না কিছু বলতে পারে। এখানে পয়েন্ট হলো আমার জোর আছে দেখেই অই কোম্পানি টিকে আছে আর যদি না থাকতো অনেক সমস্যা হতো। আমাদেফ এরিয়াতে স্বাধীন ওয়াইফাই ঢুকছে। আমি নিজে তাদের অনেক নির্দেশনা দিছি। কোন এরিয়ায় ঢুকতে গেলে কোনদিকে ফাইবার টানতে হবে আমি নিজে মাঠে গিয়ে দেখিয়ে দিছি। যদি শুধু আমি চাই আমার এলাকায় স্বাধীন ব্যাবসা করতে পারবেনা। কিন্তু একজনের রিজিক অন্যকেউ খাইতে পারেনা। এমনকি যেই কলেজে আমার একচেটিয়া নিয়ন্ত্রন আছে সেই কলেজে স্বাধীন লাইন দিছে আমি নিজে উপস্থিত থেকে স্বাধীনের লাইন কলেজে দিতে সহায়তা করছি। যদি আমি না চাইতাম স্বাধীনের বাবারও ক্ষমতা ছিলোনা কলেজে লাইন দেওয়ার। আপনাদের কাছে একটা বিষয় জানার জন্য এই পোস্টটি করলাম।
একচুয়ালি আমার বাসায় Link3 এর লাইন চালাই। 30mbps 1275 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে দেখতে পাচ্ছি AmberIT 20mbps মাত্র 650 টাকা এবং 35mbps মাত্র 800 টাকা। এখানে আপনারা কি কেউ এমবারাইটি ইউজ করেন? আর এই এমবার আইটি সার্ভিস কি রকম দেয়? ইদানিং Link3 প্রচুর ঝামেলা করতেছে ৩০ mbps হওয়া সত্বেও খুব একটা ভাল সার্ভিস পাচ্ছি না এখন। এই মুহূর্তে আমি চাচ্ছি এমবার আইটিতে যাইতে। 35mbps মাত্র 800 টাকা। যদি কেউ এখানে এমবারিটি ব্যবহার করে থাকেন তাহলে একটু সার্ভিসটা নিয়ে বলবেন কি রকম সার্ভিস পাচ্ছেন আপনারা।
ভাই বাংলাদেশে কোনো প্রোভাইডারই প্রোপার ভালো সার্ভিস দেয় না। আমার এরিয়াতে অরবিট ফার্স্টক্লাস সার্ভিস দেয় কিন্তু অন্যদিকে দেখা যাবে তাদের সার্ভিস ভালো না। তেমনই লিংক থ্রী বলেন আর যাই বলেন সব জায়গায় সার্ভিস এক না জায়গাভেদে একই কোম্পানির সার্ভিসে ব্যাপক ব্যাবধান থাকে। আমি ঢাকায় লিংক থ্রী চালাইতাম সার্ভিস ছিলো জঘন্য অথচ লিংক থ্রী আমার বোনের বাসায় ইউজ করে আমাদের শহরে সার্ভিস একেবারে ভালো। একমাত্র স্ট্যাবল ইন্টারনেট প্রোভাইড করে বিটিসিএল। কিন্তু বিটিসিএল এর কাষ্টমার সার্ভিস ভালো না। ফাইবার কাট হলে বা অন্য সমস্যা হলে সমাধান হতে হতে দেখবেন চলে গেছে ১৫ দিন।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 11, 2025, 02:35:18 PM |
|
শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন আর গদিতে হাসিনা নাই, আছেন ডঃ মুহাম্মদ ইউনুস। তিনি হইলেন গেইম চেন্জার। হাসিনা যে জিনিস ১৫ বছরেও করতে সক্ষম হয়নি তিনি সেটা ৬ মাসে এনে দেখিয়েছেন। আর যেহেতু এনেই ফেলেছেন, আমি ড্যাম সিউর তিনি সবদিক দিয়ে ভেবে চিন্তেই ডিসিশন টা নিয়েছেন। যে দেশের মেজর একটি শ্রেণীর গড় আয় ৩০-৪০ হাজার টাকা সে দেশে অবিয়েসলি ১০ হাজার টাকার সাবক্রিবসন টাইপ কিছু চলবে না। তিনিতো এটা শুধুমাত্র অফিসিয়াল কাজে মিলিটারি ইউজকেসে আনতেছেন না। সর্বোপরি সবার জন্য। সো ইত্যাদিতে যতি মাত্র ২৯ ডলার হয়, এখানেও সিমিলার কিছু এক্সপেক্ট করা যায়। বাকি টা আল্লাহ ভরসা। 
আপনি সেখানে USD সিলেক্ট করে রাখছেন। ওটা চেঞ্জ করে BDT করুন তাহলেই শুধুমাত্র বাংলাদেশের মার্চেন্ট খুঁজে পাবেন।
আআআ এইটুকু জিনিসের জন্য এতো কিছু, লল! আমি ভাবলাম কি না কি হলো, সের্টিং এ গিয়ে কেওয়াইসি ঠিক আছে কিনা, রেসট্রিক্ট খাইছি কিনা এসব দেখা শুরু করছি, টেনশনে। যাইহোক ধন্যবাদ ভাই, কাজ করছে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Shishir99
|
 |
April 12, 2025, 11:57:53 AM |
|
একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন আর গদিতে হাসিনা নাই, আছেন ডঃ মুহাম্মদ ইউনুস। তিনি হইলেন গেইম চেন্জার। হাসিনা যে জিনিস ১৫ বছরেও করতে সক্ষম হয়নি তিনি সেটা ৬ মাসে এনে দেখিয়েছেন। আপনাদের কি মনে হয়? ষ্টারলিংক এর ডিভাইস বাংলাদেশে আগে ছিলো না? আমি তো সেদিন আমার এলাকার ব্রিজের টোল প্লাজায় দেখলাম ষ্টারলিংক এর ইন্টারনেট ইউজ করতেছে। শুধু এখানেই নয়, আন্দোলনের সময় ড্রোন ফুটেজে দেখা গেছে নির্বাচন ভবনের ওপর প্রায় ৩০ টার মতো ষ্টারলিংক এর ডিভাইস। আসলে ষ্টারলিংক বাংলাদেশে সরকার থেকে অনেক আগেই ইউজ হচ্ছে। দেশে অফিশিয়াল ভাবে শুধু ষ্টারলিংক আসেনি। এই যা তফাৎ। কয়েকদিন আগেই ইউটিউবে দেখলাম একজন মালদীপ এর প্যাকেজ ইউজ করে সেটা তার বাসায় সে ইউজ করতেছে। এরকম অনেকেই বাংলাদেশে ব্যাবহার করছে যেগুলো আমরা আসলে জানি না। আপনি চাইলেই যে কোনো দেশে ষ্টারলিংক কিনে সেটা দেশে এনে ব্যাবহার করতে পারেন। এবং বিল দিবেন সেই দেশের মতো। ইতালিতে বিল কম হলে সেখান থেকে কিনে প্যাকেজ একটিভ করে রোমিং চালু করে নিয়ে আসেন দেশে। সমস্যা নাই তো।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|