|
Shishir99
|
 |
April 16, 2025, 11:16:59 AM |
|
সম্প্রতি Mantra (OM) প্রজেক্টটি রাগপুল এর শিকার হয়, আর মার্কেট থেকে ৬বিলিয়ন ডলার এর একটা স্ক্যাম এক্সিকিউট করে৷ লুনার ক্র্যাশ এর পর এটিই মনে হয় সবচাইতে বড় একটা রাগ পুল প্রমিজিং একটা প্রজেক্ট থেকে। চলুন দেখে নেয়া যাক এর পিছনের সত্যতা আর কিভাবে এই পুরো প্ল্যান টা তারা এক্সিকিউট করেছে।
Mantra CEO, John Mullin এবং তার টিম মিলে ৫.৫ বিলিয়ন ডলার এর এই স্ক্যাম টা ঘটিয়েছে, CEO এর ভাষ্যমতে সে ১০০বিলিয়ন ডলার এর FDV অন চেইন এ ডেলিভার করবে যেটা নিছক ফাকা বুলি ছিলো। আপনার এই পোষ্ট এর জন্য অনেক ধন্যবাদ। এই কেইস আবারো ক্রিপ্টো ইউজারদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। যতো পপুলার কয়েনই হোক না কেনো, যেই কয়েনের টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাইয়ের তথ্য ইন্টারেনেটে নাই, বা যেগুলোর সাপ্লাইয়ের কোনো লিমিট নাই, সেসব কয়েনে কোনোদিন এক পয়সাও ইনভেস্ট করবেন না। ভাবতে পারেন যে, কয়েকটা টোকেন এরকম করেছে বলে যে অন্য কয়েন করবে, তার তো কোনো গ্যারান্টি নাই। হ্যা, তা ঠিকই। কিন্তু অন্য একটা কয়েন যে একই কাজ করবে না, তার ও কিন্তু কোনো গ্যারান্টি নাই। যে ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট নাই, এই ইথেরিয়াম যে কোনোদিন একই কাজ করবে না, সেই গেরান্টি কেউ কি দিতে পারেন? সবাই বলে ইথেরিয়াম ফাউন্ডেশন কোনোদিন এই কাজ করবে না। ইথেরিয়াম একজনের মাধ্যমে কন্ট্রোল হয় না। পুরো একতা ফাউন্ডেশন স্ক্যাম করবে না। যদি করে ফেলে, কে কি করতে পারবে?
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Bd officer
|
 |
April 16, 2025, 12:06:39 PM |
|
এই সব এর পিছনেও তারা মার্কেট এ OTC Deal এর মাধ্যমে তাদের ম্যাক্সিমাম টোকেন ৫০% ডিস্কাউন্ট এ সেল করে দিচ্ছিলো।আর এই সব নিউজ এ যখন মার্কেট ডাউন করতেছিলো, তখন OTC হোল্ডার রাও সেল করে কেটে পড়তে থাকে যে কারনে মার্কেট প্রায় ৯০% নিচে নেমে যায় ৬$ থেকে ০.৩$ এ চলে গিয়েছিলো প্রায়।
সব শেষে এটাই বলব আপনার সব গুলো ফল একটা ঝুরি তে কখনো রাখবেন না
এই টোকেনটি বেশ পুরনো ছিলো, আমি কুকয়েনে দেখলাম ২০২১ সালে লিস্টিং হয়েছিল। এই ধরনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশাল ডাম্প হয়েছে এটা ভাবা যায়, ৬ ডলার থেকে $০.৩৭ এ এসেছিলো লল, যারা বিনিয়োগ করেছিলো তাদের পুরাই শেষ করে দিছে। কেউ কি আমাদের লোকাল থেকে এই কয়েনে বিনিয়োগ করেছিলেন? আমি অল্টকয়েন মোটেও পছন্দ করি না, কারন পুর্বে কয়েকবার মারা খাইছি। তাই আমি আপাতত বিটকয়েন ছাড়া অন্য কোন কয়েন বিশ্বস্ত মনে করি না। বিটকয়েন বিনিয়োগ করার জন্য সেরাদের মধ্যে একটি।
কেউ কি এখনো টেলিগ্রামের এয়ারড্রপ করেন? আজকে দেখি paws লিস্টিং হয়েছে, আবারো একটা মুলা ধরিয়ে দেওয়া প্রজেক্ট ছিলো। অনেকেই দীর্ঘদিন কাজ করে ৩-৪ ডলারে বেশি প্রফিট নিতে পারেন নাই। সব প্রজেক্টই একই রাস্তায় হাটে, শুধু তারা নিজেদের পকেট ভরে কিন্তু ইউজারদের শুধু মুলা ধরিয়ে দেয়।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 16, 2025, 02:13:12 PM |
|
আপনার এই পোষ্ট এর জন্য অনেক ধন্যবাদ। এই কেইস আবারো ক্রিপ্টো ইউজারদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। যতো পপুলার কয়েনই হোক না কেনো, যেই কয়েনের টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাইয়ের তথ্য ইন্টারেনেটে নাই, বা যেগুলোর সাপ্লাইয়ের কোনো লিমিট নাই, সেসব কয়েনে কোনোদিন এক পয়সাও ইনভেস্ট করবেন না। ভাবতে পারেন যে, কয়েকটা টোকেন এরকম করেছে বলে যে অন্য কয়েন করবে, তার তো কোনো গ্যারান্টি নাই। হ্যা, তা ঠিকই। কিন্তু অন্য একটা কয়েন যে একই কাজ করবে না, তার ও কিন্তু কোনো গ্যারান্টি নাই।
যে ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট নাই, এই ইথেরিয়াম যে কোনোদিন একই কাজ করবে না, সেই গেরান্টি কেউ কি দিতে পারেন? সবাই বলে ইথেরিয়াম ফাউন্ডেশন কোনোদিন এই কাজ করবে না। ইথেরিয়াম একজনের মাধ্যমে কন্ট্রোল হয় না। পুরো একতা ফাউন্ডেশন স্ক্যাম করবে না।
যদি করে ফেলে, কে কি করতে পারবে?
রিসেন্টলি Mantra এর সাথে হয়ে যাওয়া ইন্সিডেন্টটি দেখে এবং আপনার এই পোস্টের প্রথম অংশ পড়ে আমি ভাবতেছিলাম আপনাকে ইথেরিয়াম নিয়ে আমি আরেকটা রিপ্লাই দিব এখন আমি সম্পূর্ণ পোস্ট দেখি আপনি অলরেডি নিচে ইথেরিয়াম এর কথাটি উল্লেখ করে দিয়েছেন। আমি জানি না ভাই ইথারিয়াম সামনে কি করবে কিন্তু আজ থেকে 10 বছর বা ২০ বছর পরের কথা যদি আমরা চিন্তা করি ইথেরিয়াম এর কোন ভবিষ্যৎ নাই। কারণ একটাই এর ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এর ডেভলপার চাইলেই এটাকে বাড়াতে পারবে এবং চাইলেই কমাতে পারবে যদিও কিন্তু নিয়ম রয়েছে তবে সেগুলো শুধুমাত্র লোক দেখানো পলিসি। তার মানে টাকার যেমন মুদ্রাস্ফীতি হয় ঠিক তেমনি ইথারিয়াম এর ধীরে ধীরে মুদ্রাস্ফীতি হবে আল্টিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে এমনও হতে পারে এটা একটা লং টার্মের রাগ-পুল? 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Wonder Work
|
 |
April 16, 2025, 06:02:38 PM |
|
ভাই বৈশাখ বাংলার ঐতিহ্য তবে তাই বলে এটি ইসলামের দৃষ্টিতে উদযাপন করা পাপ। আপনারা যে ছবিগুলো এখানে পোস্ট করেছেন আমরা মুসলমান হিসেবে এই ছবিগুলো নিয়ে মাতামাতি করা উচিত না। মাত্র কয়েকটা মেরিটের জন্য সবকিছু ভুলে যা ইচ্ছা তা করা উচিত না। আপনারা যে ইমেজ গুলো এখানে পোস্ট করেছেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে এগুলো এখানে দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। এখানে অন্য কোন ধর্মের কেউ থাকলে দয়া করে মন খারাপ করবেন না। যেহেতু অধিকাংশই এখানে মুসলমান আর যারা পোস্ট করেছে তাদের পূর্বের পোস্ট থেকে বুঝতে পেরেছি যে তারা নিজেরাও মুসলমান তাই তাদের থেকে এগুলো আশা করা যায় না। কোন হিন্দু ভাই যদি এগুলা পোস্ট করতো তাহলে সেগুলো ঠিক ছিল কারণ আমরা কোন ধর্মের লোকের তার নিজ ধর্মের কোন কিছু নিয়ে মতামতি করলে তার জন্য তাদের বাধা দিতে পারি না। কি আর বলব ভাই আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু আমাদের ঈমান ঠিক নেই আমরা কোন কাজ করার আগে চিন্তা ভাবনা করি না। যেটা আমাদের জন্য করা ঠিক না আমরা সেটাই বেশি বেশি করি। মাঝে মাঝে চিন্তাভাবনা করি অন্যান্য ধর্মালম্বী মানুষদের অনেক রীতিনীতি আমাদের মাঝে ঢুকে গেছে এর জন্যই আমাদের এইরকম তৈরি হয়েছে। আমাদের ভিতর থেকে কেমন যেন মনে হয় ঈমানী শক্তি হারিয়ে যাচ্ছে আমরা দিন দিন নির্বোধ হয়ে যাচ্ছে। আল্লাহতালা আমাদের হেদায়েত দান করুক। যার যার ধর্ম তারা নিজেরা সুন্দরভাবে নিজেদের মধ্যে করে পালন করুক এটাই চাই কিন্তু অন্য কারো ধর্মের কোন কিছু আমাদের ধর্মের ভিতরে ঢুকে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাই এরকম তা যেন না হয়।
 আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন?
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
BD User
Member

Offline
Activity: 99
Merit: 44
|
আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অবশ্যই কেউ একজন সাহায্য করবেন যিনি এই বিষয়টি জানেন।
ওয়ালেট নিয়ে শেখার সময় আমি নেটওয়ার্ক ফি সম্পর্কে জানতে পারি এবং আমি একটি ভিডিওতে দেখি যেখানে বলা হয় নেটওয়ার্ক ফি কমানো যায় বা বাড়ানো যায়। আমি এটি জানি যে নেটওয়ার্ক ফি বেশি দিলে লেনদেন তাড়াতড়ি হয় এবং কম দিলে দেরি হয়। কিন্তু সেটি কতটা দেরি হয় ? এবং আমি কি নেটওয়ার্ক ফি পুনরায় পরিবর্তন করতে পারবো ? অথবা লেনদেন বাতিল করতে পারবো ?
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 16, 2025, 07:15:14 PM |
|
আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অবশ্যই কেউ একজন সাহায্য করবেন যিনি এই বিষয়টি জানেন।
ওয়ালেট নিয়ে শেখার সময় আমি নেটওয়ার্ক ফি সম্পর্কে জানতে পারি এবং আমি একটি ভিডিওতে দেখি যেখানে বলা হয় নেটওয়ার্ক ফি কমানো যায় বা বাড়ানো যায়। আমি এটি জানি যে নেটওয়ার্ক ফি বেশি দিলে লেনদেন তাড়াতড়ি হয় এবং কম দিলে দেরি হয়। কিন্তু সেটি কতটা দেরি হয় ?
এটা আসলে একদম নির্দিষ্ট করে বলা যায় কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু বলতে পারি যদি আপনি একদম হাই ফি প্রদান করেন তাহলে যেহেতু প্রতিটা ব্লক মাইনিং এর এভারেজ টাইম ১০ মিনিট তাই একদম বেশি ফি প্রদান প্রদান করলে কোন কোন ক্ষেত্রে ১০ মিনিট বা এর থেকে বেশি বা কম সময়েও হয়ে যেতে পারে। একচুয়ালি mempool থেকে আমি যা দেখেছি নেটওয়ার্ক ফি কে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেখানে Low Priority, Medium Priority , High Priority। এখন আপনি যদি Medium Priority ফি তে ট্রানজেকশন করেন এক্ষেত্রে আপনার ৪০ মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। আবার অন্যদিকে একদম Low Priority তে ফি দিলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন হলে যেতে পারে। আর যে কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে নেটওয়ার্কের অবস্থা কেমন সেটা জানা জরুরী, নেটওয়ার্ক যদি খুবই কনজেস্ট থাকে। উপরের বিষয়গুলো ঘটতে থাকবে, যেমনটি আমাদের সাথে ঈদের সময় বাসে বাড়িতে ফেরার সময় হয়ে থাকে। আর যদি নেটওয়ার্কে ট্রানজেকশন অবস্থা কম থাকে তাহলে উপরের সব ক্ষেত্রেই তুলনামূলকভাবে অনেক ফাস্ট ট্রানজেকশন করতে পারবেন। যেমন: বর্তমানে নেটওয়ার্কের ট্রানজেকশনের তেমন ভিড় নাই তাই আপনি মাত্র 2 sat/vB($0.24) দিয়েও ফাস্ট ট্রানজেশন করতে পারবেন।   আর সব সময় চেষ্টা করবেন ফি অ্যামাউন্ট দেওয়ার পূর্বে https://mempool.space/ এ চেক করে নিতে। কারণ একদমই লো ফি দিলে এমনটিও হতে পারে আপনার ট্রানজেকশনটি ড্রপ করে যেতে পারে, খুব সম্ভবত ৭২ ঘন্টার বেশি হলে এই বিষয়টা হয়ে থাকে। এবং আমি কি নেটওয়ার্ক ফি পুনরায় পরিবর্তন করতে পারবো ? অথবা লেনদেন বাতিল করতে পারবো ?
এটাকে বলে ভাই RBF(Replace-by-Fee), আমি যতদূর জানি যেসব ওয়ালেটে ফিচার এই ফিচারস আছে সেই সব ওয়ালেট গুলিতেই শুধুমাত্র টওয়ার্ক ফি পুনরায় পরিবর্তন এবং লেনদেন বাতিল করতে পারবেন। আর অবশ্যই আগে RBF এনাবেল করা থাকতে হবে না হলে এই ফিচার্স ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
BlackHatSojib
Member

Offline
Activity: 112
Merit: 14
☠️ Born in the Dark Web
|
 |
April 16, 2025, 10:54:05 PM |
|
সামান্য কিছু মেরিট পাওয়ার আশায় যে যেকোনো উৎসব বা গুরুত্বপূর্ণ দিনরে নিয়ে পোস্ট করেন এটা আহামরি কোনো বিষয় না। আমি নিজেও করি করতাম। বাট করার আগে ভেবে চিন্তে একটু গবেষণা করে পোস্ট কইরেন। নিজের বিবেগ বুদ্ধি বিশ্বাস ধ্বংস কইরেন না। দুইদিন পর পর এই বালেন ইভেন্ট ঐ বালের ইভেন্ট। আরে ভাই ক্রিপ্টের জন্যও তো অনেক গুরুত্বপূর্ণ ডেট আছে। তখন আপনাদের এসব পোস্ট কই যায়! কিছুদিন আগে সাতশির জন্মদিন ছিলো। সেটা নিয়ে তো আপনার কিছুই দেখলাম না। সেটা নিয়ে তো একটা বিস্তারিত পোস্ট করতে পারতেন! না আপনি একটা আজাইরা একটা টপিক নিয়ে আছেন যা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে। এসব রালির আড়ালে কুফুড়ি কাজ চলতেছে, পাবলিকলি মূর্তিপূজা হচ্ছে। আর মানা না মানা পরের বিষয় ভাই। অনেকে জিনিসটার সিরিয়াসনেসই বোঝেই না। ট্রেন্ডের সাথে গা ভাসায়। এদিকে যে আপনারা পাপ করতেছেন সেটা বুঝতে চাননা। নর্ববর্ষ মানে টা কি? নতুন বছরকে বরণ করা! শাড়ি পান্জাবি পড়া, পান্তা ইলিশ খাওয়া, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া ইত্যাদি। আমরা তো এতোটুকুই বুঝতাম। বাট বর্তমানে নববর্ষকে কেন্দ্র করে যেসব কাজকর্ম করা হচ্ছে, বিশেষ করে এই যে বিভিন্ন মূর্তির সোকেস করা হচ্ছে এটা নববর্ষের মধ্যে পরে না। আগে এমনটা ছিলো না। মঙ্গল শোভাযাত্রা নামে যে এই রালি করা হয় এটা অরিজিন্যালি ছিলোনা। ছিলো মূলত আনন্দ শোভাযাত্রা। মা*গি কি বলে দেখেন। https://www.facebook.com/61568715494793/videos/2079294785924356/?mibextid=rS40aB7S9Ucbxw6vপহেলা বৈশাখ বলেন আর ভালোবাসা দিবস এইসব আমার দুই চোখের বিষ। যতো আকাম কুকাম আছে সব হয় এই সময়গুলাতে। থার্টি ফার্ষ্ট নাইটের কথা না হয় না ই বললাম। যাই হোক ভাই লিংকের মহিলাটার সাথে আপনার শুভ বিবাহ দেওয়ার চিন্তা আমার মাথায় আসলো। রাজি কিনা বলেন।😂
|
|
|
|
|
|
DYING_S0UL
|
ওয়ালেট নিয়ে শেখার সময় আমি নেটওয়ার্ক ফি সম্পর্কে জানতে পারি এবং আমি একটি ভিডিওতে দেখি যেখানে বলা হয় নেটওয়ার্ক ফি কমানো যায় বা বাড়ানো যায়। আমি এটি জানি যে নেটওয়ার্ক ফি বেশি দিলে লেনদেন তাড়াতড়ি হয় এবং কম দিলে দেরি হয়। কিন্তু সেটি কতটা দেরি হয় ? এবং আমি কি নেটওয়ার্ক ফি পুনরায় পরিবর্তন করতে পারবো ? অথবা লেনদেন বাতিল করতে পারবো ?
ভাই কতটা দেরি হবে তা ঐভাবে এক্সাক বলা সম্ভব না। এটা পুরোপুরি ডিপেন্ড করে নেটওয়ার্কের উপরে। নেটওয়ার্ক যদি কনজেশটেড মানে চাপে বা ভিড়ে থাকে তখন কম ফি দিলে পেরা খাবেন। অনেক সময় লাগবে আবার অনেক সময় আপনার ট্রানজেকশনটি ব্লকে ইনক্লুডই হবে না। ইনক্লুড না হলে ট্রানজেকশন কনফার্ম হবে না। আর যদি চাপ কম থাকে তাহলে 1 sat/byts দিলেও সমস্যা নাই। এজন্য সবসময় মিমপুল চেক করবেন, আসলে সিচুয়েশন টা কি। ২য়ত আপনার যদি তাড়া থাকে তাহলে মিডিয়াম বা হাই ব্ রেকমেন্ডেড ফি দিয়ে দিয়েন, ওয়ালেট যেটা সাজেস্ট করে। আর যদি তার উল্টো হয় সেক্ষেত্রে লো ফি দিতে পারেন। পার্সোনালি আমার মনে হয়না সামান্য ১-২ ডলার সেভ করার জন্য এতো কাহিনি করার দরকার আছে। ফি ডিফারেন্স যে অনেক বেশি তাও না। দুই সপ্তাহ আগে আমি কিছু বিটিসি সেন্ড করছিলাম সেখানে ফি লাগছিলো $0.51 এর মতো (রেকোমেন্ডেও প্রাইরটি)। আর ৩ দিন আগে আরেকটা ট্রানজেকশন ছিলো সেখানে লাগছিলো $0.34 এর মতো (লো প্রাইরটি)। বুঝতেই পারতেছেন হিসাবটা। আর RBF এর যদি কথা বলি, এটা আমার কাছে লাস্ট রিজর্ট মনে হয়। ধরেন ট্রানজেকশন টোটালি আটকা পড়ে আছে। তবে এখানে অনেক বেশি ফি দিতে হয়। বেশি মানে অনেক বেশি। লাস্ট একটা ট্রানজেকশনে দেখছিলাম $8 লাগবে। যেখানে আমি রেকোমেন্ডেও প্রাইরটি ফি ছিলে $২ এর মতো বা এর কম। বেশি ফি দিলে মাইনাররা আপনার ট্রানজেকশনটি আগে ব্লকে ইনক্লুড করে দিবে এই হলো সুবিধা। তবে এটা সত্য যে আপনি চাইলে কিছু টেকনিক খাটায়ে ট্রানজেকশন ফি অনেকটাই সেভ করতে পারবেন। কিছু কিছু ওয়ালেট বাদে সবগুলোতেই একটু বেশি ফি সেট করে রাখে। আমি exodus ইউজ করি সেখানে তেমন এডভান্স অপশন নাই, এদিকে আবার electrum অপশনে ভরপুর। ফি সেভ করা নিয়ে নিচের এই পোস্টটি পড়তে পারেন। এই পোস্টটিতে 1miau খুব সুন্দর ভাবে বর্ণনা করছেন কিভাবে কখন কোন পদ্ধতি ব্যবহার করে ট্রানজেকশন ফি বাঁচানো সম্ভব।
পহেলা বৈশাখ বলেন আর ভালোবাসা দিবস এইসব আমার দুই চোখের বিষ। যতো আকাম কুকাম আছে সব হয় এই সময়গুলাতে। থার্টি ফার্ষ্ট নাইটের কথা না হয় না ই বললাম। যাই হোক ভাই লিংকের মহিলাটার সাথে আপনার শুভ বিবাহ দেওয়ার চিন্তা আমার মাথায় আসলো। রাজি কিনা বলেন।😂
সব নষ্টামি এই বালছালকে কেন্দ্র করেই। আমার নিজেরো এসব সহ্য হয়না। মনে চায় লাথি মাইরা ভাগায়ে দেই। লার্ন বিটকয়েন আর ক্রিপ্টো লাইব্রেরি ভাইয়ের দুরদশা দেখে শখ মিটে গেছে। আপনার যদি পছন্দ হয় আপনি তাহলে বিয়ে করেন তাহারে। শুভকামনা রইলো।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Bd officer
|
 |
April 17, 2025, 04:01:17 AM |
|
 আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন? ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট।
|
|
|
|
|
Shishir99
|
 |
April 17, 2025, 09:54:31 AM |
|
আমি জানি না ভাই ইথারিয়াম সামনে কি করবে কিন্তু আজ থেকে 10 বছর বা ২০ বছর পরের কথা যদি আমরা চিন্তা করি ইথেরিয়াম এর কোন ভবিষ্যৎ নাই। কারণ একটাই এর ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এর ডেভলপার চাইলেই এটাকে বাড়াতে পারবে এবং চাইলেই কমাতে পারবে যদিও কিন্তু নিয়ম রয়েছে তবে সেগুলো শুধুমাত্র লোক দেখানো পলিসি। তার মানে টাকার যেমন মুদ্রাস্ফীতি হয় ঠিক তেমনি ইথারিয়াম এর ধীরে ধীরে মুদ্রাস্ফীতি হবে আল্টিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে এমনও হতে পারে এটা একটা লং টার্মের রাগ-পুল?  ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা জানি না। আমরা কিন্তু জানি যে ইথেরিয়াম একের পর এক আপডেট নিয়ে আসছে। প্রথমে ইথেরিয়াম হ্যাক হয়, তারপর সেটা ফর্ক করে ইথেরিয়াম ক্লাসিক বানিয়ে ফেলা হয়, তারপর ইথেরিয়াম আলাদা একটা ব্লকচেইনে চলে আসে। আমার সন্দেহ হয় যে প্রথম হ্যাকিং এর কাজ এরা নিজেরাই করেছে। তারপর আবার বলা হলো ইথেরিয়াম ২.০ আসবে, যেটা হাই ট্রানজেকশন ফি তেকে শুরু করে সব সমস্যা সমাধান করবে। কি হলো? প্রুফ অফ ওয়ার্ক বন্ধ করে প্রুফ অফ স্টেক এ মুভ করলো। এতে করে ইথেরিয়াম কিছুটা ফাস্ট হয়েছে ঠিকই, কিন্তু বেনিফিট কারা পাচ্ছে? যাদের কাছে শত শত ইথেরিয়াম আছে, তারাই কেবল প্রফিট করতে পারছে। সাধারন ইউজার রা মুলা পাচ্ছে। ১০ বছর পর ইথেরিয়াম কোথায় যাবে কেউ জানি না। আশা করবো স্ক্যাম করবে না।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 17, 2025, 11:36:20 AM |
|
আমি জানি না ভাই ইথারিয়াম সামনে কি করবে কিন্তু আজ থেকে 10 বছর বা ২০ বছর পরের কথা যদি আমরা চিন্তা করি ইথেরিয়াম এর কোন ভবিষ্যৎ নাই। কারণ একটাই এর ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি এর ডেভলপার চাইলেই এটাকে বাড়াতে পারবে এবং চাইলেই কমাতে পারবে যদিও কিন্তু নিয়ম রয়েছে তবে সেগুলো শুধুমাত্র লোক দেখানো পলিসি। তার মানে টাকার যেমন মুদ্রাস্ফীতি হয় ঠিক তেমনি ইথারিয়াম এর ধীরে ধীরে মুদ্রাস্ফীতি হবে আল্টিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে এমনও হতে পারে এটা একটা লং টার্মের রাগ-পুল?  ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা জানি না। আমরা কিন্তু জানি যে ইথেরিয়াম একের পর এক আপডেট নিয়ে আসছে। প্রথমে ইথেরিয়াম হ্যাক হয়, তারপর সেটা ফর্ক করে ইথেরিয়াম ক্লাসিক বানিয়ে ফেলা হয়, তারপর ইথেরিয়াম আলাদা একটা ব্লকচেইনে চলে আসে। আমার সন্দেহ হয় যে প্রথম হ্যাকিং এর কাজ এরা নিজেরাই করেছে। তারপর আবার বলা হলো ইথেরিয়াম ২.০ আসবে, যেটা হাই ট্রানজেকশন ফি তেকে শুরু করে সব সমস্যা সমাধান করবে। কি হলো? প্রুফ অফ ওয়ার্ক বন্ধ করে প্রুফ অফ স্টেক এ মুভ করলো। এতে করে ইথেরিয়াম কিছুটা ফাস্ট হয়েছে ঠিকই, কিন্তু বেনিফিট কারা পাচ্ছে? যাদের কাছে শত শত ইথেরিয়াম আছে, তারাই কেবল প্রফিট করতে পারছে। সাধারন ইউজার রা মুলা পাচ্ছে। ইথারিয়ামের হাই ট্রানজেকশন ফি কমানো এবং প্রুফ অফ ওয়ার্ক বন্ধ করে প্রুফ অফ স্টেক এ মুভ করা এবং ট্রানজেকশন স্পিডকে বাড়ানো এর কথা মনে পড়লে, আমার আরেকটা গল্প মনে পড়ে যায়, সেটা মনে হয় আপনারাও জানেন। আগের জামানায় মহি*লারা শুধুমাত্র শাড়ি দিয়ে তাদের সমগ্র লজ্জাস্থান নিবারণ করত। এখন গল্পটি হল এক গ্রামে এক নতুন গৃহবধূ শাড়ির কাপড় কম থাকার কারণে সে মাথায় কাপড় দিতে পারেনি এবং তার মধ্যেই তার বাসায় একজন পরপুরুষ ঢুকে পড়েছিল সে মাথায় কাপড় দেওয়ার জন্য তার নিচের কাপড় উঠিয়ে মাথায় কাপড় দিল বুঝতেছেনি কোনটা ভালো ছিল। ইথারিয়ামের অবস্থাও বর্তমানে সেই অবস্থানে রয়েছে সে মাথায় কাপড় দিতে গিয়ে তার আরো মূল্যবান জিনিস হারাচ্ছে যদিও এখানে লস এর বেশিরভাগ সম্মুখীন করছে আপনার আমার মতন কমন ইনভেস্টর রা। (বাই দ্যা ওয়ে উপরের ঘটনা দ্বারা কিন্তু আমি মহিলাদের অপমান বা ছোট করছি না জাস্ট এক্সাম্পল এবং মজা হিসেবে একটা গল্প )১০ বছর পর ইথেরিয়াম কোথায় যাবে কেউ জানি না। আশা করবো স্ক্যাম করবে না।
বর্তমানে যেভাবে চলতেছে এবং বুলিস মার্কেটে যে অবস্থানে ইথারিয়াম অবস্থান করতেছে এতে করে আমি মনে করি এরা যদি স্ক্যাম নাও করে তাহলেও আমার মনে হয় না ইনভেস্টররা এখান থেকে কোন বেনিফিট পাবে কারণ একটাই এর ইনফ্ল্যাসন বৃদ্ধি পাবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
LDL
|
 |
April 18, 2025, 01:50:32 AM |
|
 আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন? ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট। Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 18, 2025, 06:46:07 AM |
|
 আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন? ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট। Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার। এইসব ফাও টেলিগ্রাম বেইজড প্রজেক্ট গুলো করে লাভ নাই আর, আজাইরা সময় আর অর্থ নষ্ট। দিনশেষে সবাই মুলা ধরায় দিবে। আমি নিজেও ট্রেন্ডে গা ভাসায়ে ট্যাপসোয়াপ, বুলুম, ইয়েসকয়েনের মতো প্রজেক্টগুলো করা শুরু করছিলাম। আশেপাশে যতো পোলাপাইন ছিলো সবাইকে দেখতাম সারাদিন ঐসব বালের বটগুলো ইউজ করতো। চাপাচাপি করতো, কয়েন জড়ো করতো! আমার নিজের কাছেও কত শত যে মিলিয়ন মিলিয়ন কয়েন/পয়েন্ট আছে! এক দুই সপ্তাহের জন্য করছিলাম, তারপর মনের ভুলেও লগিন করিনাই আর। এতো আমার জাস্ট কিছু সময় নষ্ট হইছে, বড় ক্ষতি হয়নি। বড় মারা খাইছে তারা যারা পয়েন্ট বাড়ানোর ধান্দায় ইনভেস্ট করছিলো! ট্যাপসোয়াপে সম্ভবতো দুই বার এমন ইভেন্ট আসে যেখানে ১ বা ১০ টন দিয়ে কয়েন দ্বিগুন করা যেতো। ভাগ্য ভালো ওয়ালেটে টন ছিলোনা, তাই মারা টাও খাইনি।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 18, 2025, 03:36:18 PM |
|
Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।
আহহা ভাই, HOT এর কথা মনে করায় দিলেন। আমি আর কোন এয়ার ড্রপ করেছিলাম না জাস্ট এই এয়ার ড্রপটা করেছিলাম এবং বলতে গেলে এখানে আনঅফিশিয়ালি ভাবে কিছু টাকা ইনভেস্টমেন্টও করেছিলাম এবং ফলাফল স্বরূপ এখন পর্যন্ত কলা পেয়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে এর আগেও আমার সাথে আমাদের God Of Thunder ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল যে মুলা ধরায় দিতে পারে কিন্তু তার সাথে বলতে গেলে একরকম আমি বিতর্কই করেছি। এর সাপ্লাই তখন ছিল 139 মিলিয়ন আর বর্তমানে 503.67 মিলিয়ন আর অর্ধেক হলেই বিলিয়নের ঘরে চলে যাবে। হয়তোবা সব মিলিয়ে আমার কাছে ৫০০ থেকে ৬০০ hot token রয়েছে তবে আমার মনে হয় না এখান থেকে আমি ১০০ ডলার আর্ন করতে পারবো। যদিও এক সময় আশা দেখতাম হোয়াইট-বিট এ hot দাম অনেক থাকতো দেখে. এখনো যদি দেখেন ১৮ ডলারের উপরে রয়েছে- https://whitebit.com/trade/HOT-PERP?tab=open-ordersআমার মনে হয় এটা শুধু তাদের পার্সোনাল মার্কেট মেকারদের দ্বারা তৈরি। 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Cpt_reader
Jr. Member
Offline
Activity: 140
Merit: 1
|
 |
April 18, 2025, 04:18:20 PM |
|
 আপনারা কে কে Paws এয়াড্রপ করছিলেন? ওরা এটা কি করলো বুঝলামই না কিছু। এই দামের লিস্টেড করার চেয়ে স্ক্যাম করলেও ভালো হইতো। এর জন্যই ওরা বাইনান্সে আসতে পারে নাই। এরকম দামে লিস্টেড হবে এটা অন্যান্য এক্সচেঞ্জার গুলোতেই সম্ভব লিস্ট করানো। বাইনান্সে এরকম দাম হলে ডিলিটেড দিকে চলে যায়। গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে আর্ন করে নিয়ে গেছে কিন্তু শেষমেষ গ্রাহকরা লস খাইয়ে গেল। আবার বিশেষ করে যারা প্রি মার্কেটে কিনেছিলো তারা অনেক বড় ধরনের লস খেয়েছে। আপনাদের কি অবস্থা আপনারা কেউ প্রি মার্কেটে বাই সেল করেছিলেন? ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট। Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার। এইসব ফাও টেলিগ্রাম বেইজড প্রজেক্ট গুলো করে লাভ নাই আর, আজাইরা সময় আর অর্থ নষ্ট। দিনশেষে সবাই মুলা ধরায় দিবে। আমি নিজেও ট্রেন্ডে গা ভাসায়ে ট্যাপসোয়াপ, বুলুম, ইয়েসকয়েনের মতো প্রজেক্টগুলো করা শুরু করছিলাম। আশেপাশে যতো পোলাপাইন ছিলো সবাইকে দেখতাম সারাদিন ঐসব বালের বটগুলো ইউজ করতো। চাপাচাপি করতো, কয়েন জড়ো করতো! আমার নিজের কাছেও কত শত যে মিলিয়ন মিলিয়ন কয়েন/পয়েন্ট আছে! এক দুই সপ্তাহের জন্য করছিলাম, তারপর মনের ভুলেও লগিন করিনাই আর। এতো আমার জাস্ট কিছু সময় নষ্ট হইছে, বড় ক্ষতি হয়নি। বড় মারা খাইছে তারা যারা পয়েন্ট বাড়ানোর ধান্দায় ইনভেস্ট করছিলো! ট্যাপসোয়াপে সম্ভবতো দুই বার এমন ইভেন্ট আসে যেখানে ১ বা ১০ টন দিয়ে কয়েন দ্বিগুন করা যেতো। ভাগ্য ভালো ওয়ালেটে টন ছিলোনা, তাই মারা টাও খাইনি। আসলে কি বলবো ভাই এ বিষয়ে আমিও একজন ভুক্তভোগী। টেলিগ্রামে প্রায় সবগুলো প্রজেক্ট এই অংশগ্রহণ করেছিলাম। অনেক সময় ব্যয় করেছি, দিনরাত পরিশ্রম করেছি। রাতে মাঝেমধ্যে ঘুম থেকে উঠে টেলিগ্রামে ঢুকে পয়েন্ট আর্ন করেছি। রাতে ঠিকমতো ঘুমাই নাই। আবার সাত আটটা প্রজেক্ট এ ইনভেস্ট করেছিলাম। কিন্তু এতসব করার পরেও শুধুমাত্র হামস্টার থেকে 35 ডলার আর্ন করেছিলাম আর সবগুলাই বিফল হয়েছিল। এক থেকে দেড়শ ডলার খরচ করেছিলাম। আর এখন টেলিগ্রাম আইডিও ডিলিট করে দিয়েছি। অনেক ফালতু সময় পার করেছি। তবে এতসব কিছু হয়েছিল নট কয়েন সাকসেস হওয়ার পরেই, আমরা ভেবেছিলাম সবগুলো সাকসেস হবে।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 18, 2025, 04:51:47 PM |
|
আহহা ভাই, HOT এর কথা মনে করায় দিলেন। আমি আর কোন এয়ার ড্রপ করেছিলাম না জাস্ট এই এয়ার ড্রপটা করেছিলাম এবং বলতে গেলে এখানে আনঅফিশিয়ালি ভাবে কিছু টাকা ইনভেস্টমেন্টও করেছিলাম এবং ফলাফল স্বরূপ এখন পর্যন্ত কলা পেয়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে এর আগেও আমার সাথে আমাদের God Of Thunder ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল যে মুলা ধরায় দিতে পারে কিন্তু তার সাথে বলতে গেলে একরকম আমি বিতর্কই করেছি। এর সাপ্লাই তখন ছিল 139 মিলিয়ন আর বর্তমানে 503.67 মিলিয়ন আর অর্ধেক হলেই বিলিয়নের ঘরে চলে যাবে। হয়তোবা সব মিলিয়ে আমার কাছে ৫০০ থেকে ৬০০ hot token রয়েছে তবে আমার মনে হয় না এখান থেকে আমি ১০০ ডলার আর্ন করতে পারবো। যদিও এক সময় আশা দেখতাম হোয়াইট-বিট এ hot দাম অনেক থাকতো দেখে. এখনো যদি দেখেন ১৮ ডলারের উপরে রয়েছে- https://whitebit.com/trade/HOT-PERP?tab=open-ordersআমার মনে হয় এটা শুধু তাদের পার্সোনাল মার্কেট মেকারদের দ্বারা তৈরি।  এইসব হট ফট টাইপ প্রজেক্ট করা বাদ দিয়ে দেন মিয়া! এর থেকে বেটার অফলাইনে কিছু করার ট্রাই করেন, কাজে দিবে। পার্সোনালি আগে এসবরে গুরুত্ব দিলেও বর্তমান প্রেক্ষিতে এসবে সময় শ্রম আর অর্থ নষ্ট ছাড়া কিছুই না। এমন মাইক্রো আর্নিং সোর্স (এয়ারড্রপ, বাউন্টি, টেলিগ্রাম বট, আইডিও প্রজেক্ট) থাকা ভালো। বাট অনেকরে দেখছি এগুলোতে জান প্রান দিয়ে নিজের সবকিছু ইনভেস্ট করে, যা একদমই বোকামি। এগুলোর তেমন ভবিষ্যৎ নেই। যাইহোক God Of Thunder ভাই সম্ভবতো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছেন। তবে আমি ভাবতেছি আমি আবারো এয়ারড্রপ করা শুরু করবো। তবে এবার পুরো স্ট্রাটাজি চেন্জ করবো। শুধু হাতে গোনা ২-১ টা প্রজেক্ট করবো সব্বচ্চ লেভেলের যাচাই বাচাই করে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 18, 2025, 04:58:37 PM |
|
এইসব হট ফট টাইপ প্রজেক্ট করা বাদ দিয়ে দেন মিয়া! এর থেকে বেটার অফলাইনে কিছু করার ট্রাই করেন, কাজে দিবে। পার্সোনালি আগে এসবরে গুরুত্ব দিলেও বর্তমান প্রেক্ষিতে এসবে সময় শ্রম আর অর্থ নষ্ট ছাড়া কিছুই না। এমন মাইক্রো আর্নিং সোর্স (এয়ারড্রপ, বাউন্টি, টেলিগ্রাম বট, আইডিও প্রজেক্ট) থাকা ভালো। বাট অনেকরে দেখছি এগুলোতে জান প্রান দিয়ে নিজের সবকিছু ইনভেস্ট করে, যা একদমই বোকামি। এগুলোর তেমন ভবিষ্যৎ নেই।
যাইহোক God Of Thunder ভাই সম্ভবতো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছেন। তবে আমি ভাবতেছি আমি আবারো এয়ারড্রপ করা শুরু করবো। তবে এবার পুরো স্ট্রাটাজি চেন্জ করবো। শুধু হাতে গোনা ২-১ টা প্রজেক্ট করবো সব্বচ্চ লেভেলের যাচাই বাচাই করে।
সে কোন কালে বাদ দিয়া দিছি আমার মনে নাই কম করে হলেও চার মাসের বেশি হয়েছে আমার ওয়ালেট গুলো চেক দেওয়া হয় নাই, আর এজন্যই আমি আমার কাছে কত এক্সাক্ট এমাউন্ট রয়েছে সেটা বলতে পারলাম না মানে ৫০০ থেকে ৬০০ এর মধ্যেই রয়েছে। আর আমি এয়ার ড্রপগুলোর মধ্যে শুধুমাত্র এই একটা এয়ার ড্রপ করেছিলাম জাস্ট এদের ব্যতিক্রম ধর্মী এর জন্য। অন্যান্য বেশিরভাগ এয়ার ড্রপ যেসব গুলো হাইপ সৃষ্টি করেছিল সেগুলো মূলত মিম কয়েন ক্যাটাগরি ছিল আর এটি MPC wallet এর ওয়ালেট তাছাড়া Near coin এর সাথে কানেকশন যেন এটার ছিল, সঠিক মনে পড়তেছে না এখন। আমি ভাই এয়ার ড্রপ এবং টেস্ট নেট করে সাকসেসফুল হওয়া একজন মানুষকে দেখেছি আর সেটি হলো আমাদের Review Master ভাই তাছাড়া আমি তো সবসময় আগে বলে আসছি এখন টেলিগ্রাম এয়ার ড্রপ, বাউন্টি এগুলা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু না। আপনার সাজেশন যৌক্তিক অফলাইন কিছু করতে হবে কিন্তু আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে নেই, নইলে জগা খিচুড়ি বাইজা যাবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 19, 2025, 08:50:42 AM |
|
আহহা ভাই, HOT এর কথা মনে করায় দিলেন। আমি আর কোন এয়ার ড্রপ করেছিলাম না জাস্ট এই এয়ার ড্রপটা করেছিলাম এবং বলতে গেলে এখানে আনঅফিশিয়ালি ভাবে কিছু টাকা ইনভেস্টমেন্টও করেছিলাম এবং ফলাফল স্বরূপ এখন পর্যন্ত কলা পেয়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে এর আগেও আমার সাথে আমাদের God Of Thunder ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল যে মুলা ধরায় দিতে পারে কিন্তু তার সাথে বলতে গেলে একরকম আমি বিতর্কই করেছি। এর সাপ্লাই তখন ছিল 139 মিলিয়ন আর বর্তমানে 503.67 মিলিয়ন আর অর্ধেক হলেই বিলিয়নের ঘরে চলে যাবে। হয়তোবা সব মিলিয়ে আমার কাছে ৫০০ থেকে ৬০০ hot token রয়েছে তবে আমার মনে হয় না এখান থেকে আমি ১০০ ডলার আর্ন করতে পারবো। যদিও এক সময় আশা দেখতাম হোয়াইট-বিট এ hot দাম অনেক থাকতো দেখে. এখনো যদি দেখেন ১৮ ডলারের উপরে রয়েছে- https://whitebit.com/trade/HOT-PERP?tab=open-ordersআমার মনে হয় এটা শুধু তাদের পার্সোনাল মার্কেট মেকারদের দ্বারা তৈরি।  ভাই, আমি নিজেও ব্লাস্ট এয়ারড্রপ নিয়ে খুব আশাবাদী ছিলাম। ব্লাস্ট ইকোসিস্টেমে ১ হাজার ডলারের ওপর ইনভেস্ট করেছি আর সময় ব্যয় করেছি প্রায় ৫ মাসের মতো। শুনেছিলাম প্রতিটা ব্লাস্ট কয়েন অন্তত ২০ সেন্ট করে হতে পারে। ইভেন প্রি মার্কেটে ব্লাস্ট ২ ডলার করে বাই সেল হয়েছে। সেই প্রাইস দেখে অন্তত ২০ সেন্ট করে লিস্টিং প্রাইস আশা করা কি বোকামি? এটাই আশা করেছিলাম। কিন্তু যখন তারা টোকেনোমিক্স রিলিস করলো, দেখি যে টোটাল সাপ্লাই হবে ১০০ বিলিয়ন। এটা দেখেই মাথায় হাত। ৫ মাস সময় ব্যয় করে আর ১ হাজার ডলার ইনভেস্ট করে ৪০০ ডলারের মুলা পাইলাম। মনে করলাম যে হোল্ড করে রাখি, হোল্ড করে রাখতে রাখতে এখন এটার মূল্য এসে ৫০ ডলারের নিচে দাড়িয়েছে। এই একটা এয়ারড্রপ মূলত আমার সব আশা ভরসা নষ্ট করে দিছে। হুদাই হট মট এর পেছনে সময় দিয়া লাভ নাই। এজন্য অন্য কিছুতে ফোকাস দিচ্ছি।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
April 19, 2025, 04:50:03 PM |
|
ভাই, আমি নিজেও ব্লাস্ট এয়ারড্রপ নিয়ে খুব আশাবাদী ছিলাম। ব্লাস্ট ইকোসিস্টেমে ১ হাজার ডলারের ওপর ইনভেস্ট করেছি আর সময় ব্যয় করেছি প্রায় ৫ মাসের মতো। শুনেছিলাম প্রতিটা ব্লাস্ট কয়েন অন্তত ২০ সেন্ট করে হতে পারে। ইভেন প্রি মার্কেটে ব্লাস্ট ২ ডলার করে বাই সেল হয়েছে। সেই প্রাইস দেখে অন্তত ২০ সেন্ট করে লিস্টিং প্রাইস আশা করা কি বোকামি? এটাই আশা করেছিলাম। কিন্তু যখন তারা টোকেনোমিক্স রিলিস করলো, দেখি যে টোটাল সাপ্লাই হবে ১০০ বিলিয়ন। এটা দেখেই মাথায় হাত। ৫ মাস সময় ব্যয় করে আর ১ হাজার ডলার ইনভেস্ট করে ৪০০ ডলারের মুলা পাইলাম। মনে করলাম যে হোল্ড করে রাখি, হোল্ড করে রাখতে রাখতে এখন এটার মূল্য এসে ৫০ ডলারের নিচে দাড়িয়েছে। এই একটা এয়ারড্রপ মূলত আমার সব আশা ভরসা নষ্ট করে দিছে। হুদাই হট মট এর পেছনে সময় দিয়া লাভ নাই। এজন্য অন্য কিছুতে ফোকাস দিচ্ছি।
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি। এতদিন মার্কেটে থেকে এটা বুঝলাম যে এই মার্কেটে মিম কয়েন এর মধ্যে কেউ যদি মনে করে যে লং টাইম এর জন্য ইনভাইটমেন্ট করে ভালো প্রফিট করতে পারবে তাহলে সে বোকার স্বর্গে বইসা আছে, যেমন আমি ছিলাম ডগস কয়েন এর ক্ষেত্রে। আমি তো বর্তমানে নতুন যেসব মিম কয়েন গুলো রয়েছে সেগুলোকে স্ক্যাম এর আপডেট ভার্সন বলবো কারণ এরা একরকম রাগপুল স্ক্যাম করে থাকে। প্রথমে আসে মার্কেটে মার্কেট মেকারদের দিয়ে হাইপ সৃষ্টি করে এবং পরবর্তীতে দাম ধীরে ধীরে কমাইতে কমাইতে সব ইনভেস্টরদের হো*গা মে*রে দেয়। যাইহোক যেদিকে ফোকাস দিছেন ওইদিকেই ধইরা রাখেন ছাইড়া দিয়েন না ছাইড়া দিলে কিন্তু কোন লাভই হবে না। খালি এ কয়েকদিনের পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট করা টাকাগুলো জলে যাবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 19, 2025, 05:14:08 PM Last edit: April 19, 2025, 05:59:12 PM by DYING_S0UL |
|
দেখুন কিভাবে আমাদের গোপনীয় তথ্য আলু পটলের মতো বিক্রি হচ্ছে। আমি এর আগেও এই টপিকটি নিয়ে পোস্ট করেছিলাম, তবে সেবার লিংক হাইড করলেও এবার আর করবো না। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে চাইলে বটে মেসেজ করতে পারেন। তবে আমি নিশ্চিত এরা রিপ্লাই না দিয়ে উল্টা পাল্টা কথা বলবে। কিউরিসিটি থেকে আমি নক করছিলাম। সালায় নাকি আমারে ব্যান করছে, আমি নাকি আজাইরা প্রশ্ন করি, লল। আজকে আবার মেসেজ ব্রডকাস্ট করলো যেখানে লাস্ট ৩ মাসের কললিস্ট বের করে দেয়ার সার্ভিস দিচ্ছে। মানে মগের মুল্লুক সব। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই!  
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|