|
Z_MBFM
|
 |
April 19, 2025, 05:14:45 PM |
|
ভাই, আমি নিজেও ব্লাস্ট এয়ারড্রপ নিয়ে খুব আশাবাদী ছিলাম। ব্লাস্ট ইকোসিস্টেমে ১ হাজার ডলারের ওপর ইনভেস্ট করেছি আর সময় ব্যয় করেছি প্রায় ৫ মাসের মতো। শুনেছিলাম প্রতিটা ব্লাস্ট কয়েন অন্তত ২০ সেন্ট করে হতে পারে। ইভেন প্রি মার্কেটে ব্লাস্ট ২ ডলার করে বাই সেল হয়েছে। সেই প্রাইস দেখে অন্তত ২০ সেন্ট করে লিস্টিং প্রাইস আশা করা কি বোকামি? এটাই আশা করেছিলাম। কিন্তু যখন তারা টোকেনোমিক্স রিলিস করলো, দেখি যে টোটাল সাপ্লাই হবে ১০০ বিলিয়ন। এটা দেখেই মাথায় হাত। ৫ মাস সময় ব্যয় করে আর ১ হাজার ডলার ইনভেস্ট করে ৪০০ ডলারের মুলা পাইলাম। মনে করলাম যে হোল্ড করে রাখি, হোল্ড করে রাখতে রাখতে এখন এটার মূল্য এসে ৫০ ডলারের নিচে দাড়িয়েছে। এই একটা এয়ারড্রপ মূলত আমার সব আশা ভরসা নষ্ট করে দিছে। হুদাই হট মট এর পেছনে সময় দিয়া লাভ নাই। এজন্য অন্য কিছুতে ফোকাস দিচ্ছি।
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি। এতদিন মার্কেটে থেকে এটা বুঝলাম যে এই মার্কেটে মিম কয়েন এর মধ্যে কেউ যদি মনে করে যে লং টাইম এর জন্য ইনভাইটমেন্ট করে ভালো প্রফিট করতে পারবে তাহলে সে বোকার স্বর্গে বইসা আছে, যেমন আমি ছিলাম ডগস কয়েন এর ক্ষেত্রে। আমি তো বর্তমানে নতুন যেসব মিম কয়েন গুলো রয়েছে সেগুলোকে স্ক্যাম এর আপডেট ভার্সন বলবো কারণ এরা একরকম রাগপুল স্ক্যাম করে থাকে। প্রথমে আসে মার্কেটে মার্কেট মেকারদের দিয়ে হাইপ সৃষ্টি করে এবং পরবর্তীতে দাম ধীরে ধীরে কমাইতে কমাইতে সব ইনভেস্টরদের হো*গা মে*রে দেয়। যাইহোক যেদিকে ফোকাস দিছেন ওইদিকেই ধইরা রাখেন ছাইড়া দিয়েন না ছাইড়া দিলে কিন্তু কোন লাভই হবে না। খালি এ কয়েকদিনের পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট করা টাকাগুলো জলে যাবে। ভাই অনেকেই এয়ার্ডপের কয়েন গুলোতে ইনভেস্টমেন্ট করে আমি নিজেও করতাম তবে এর একটি গোল্ডেন অপরচুনিটি ছিল এয়ার্ডপের হাইপ এর শোরুর দিকে। তখন ইনভেস্টমেন্ট এর কয়েক গুণ বেশি প্রফিট পাওয়া যাইত। কিন্তু এখন যে প্রজেক্ট গুলো আছে বা আসতেছে সবগুলা প্রজেক্ট ষ্কাম। এই প্রজেক্টগুলাতে ইনভেস্টমেন্ট করলে এখান থেকে প্রফিট পাওয়া খুবই কঠিন। এটা এখন ভাগ্যের উপর নির্ভর করতেছে। তাই এখন এয়ারড্রবগুলোতে ইনভেস্টমেন্ট করা আর জুয়া খেলা সমান ব্যাপার হয়ে গেছে। তাই এখন এয়ারড্রপগুলোতে ইনভেস্টমেন্ট না করে শুধুমাত্র বিটকয়েন কিনে রেখাটা বুদ্ধিমানের কাজ। কারণ ক্রিপ্টো জগতে শুধুমাত্র বিটকয়েন ব্যতীত অন্য কোন জায়গায় ইনভেস্টমেন্ট করাই হাইলি রিস্ক।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Wonder Work
|
 |
April 19, 2025, 06:30:54 PM |
|
ভাই আমি উপরে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, paws নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমাদের এখানে এখনো কিছু লোকে এই টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপে জয়েন করে, তারা কেউ কেউ বলেছে paws $০.০১ করে হবে। আমি তাদের বলেছিলাম আগে লিস্টিং হোক তার পর বলো, যেটা হবার সেটাই হয়েছে, শেষে আমার কথাই সত্যি হয়েছে। সেই হামস্টার ক্যামবট মুলা ধরিয়ে দেওয়ার পর থেকে এই মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে দিয়েছি। এখনো যারা এই সব করে তাদের এগূলো থেকে দূরে থাকা উচিত। আমার দেখা দুটি প্রজেক্ট সেরা ছিলো, ভালো পেমেন্ট পেয়েছিলাম, not ও dogs এই দুইটা থেকে $১৫০ ডলারে মতো পেমেন্ট পাইছিলাম। যাইহোক, এখন অনেকেই hot নিয়ে বলতেছে এটাই শেষ ভরসা, দেখবেন hot একই হবে, সবই স্কাম প্রজেক্ট।
হ্যাঁ সব হাইপ নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য এখন আর এইসব এয়ারড্রপ থেকে ভালো কিছু আশা করা যায় না। Hot করলে অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমার মনে হয় সব লস যাবে। এখন করায় বাদ দিয়ে দিয়েছি ভাল্লাগেনা ক্লেইম করতে. Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।
তাদের যেসব কাইটেরিয়া সবকিছু পূরণ করার পরে গ্রাহকরা কিছুই পায় নাই। এমন অবস্থায় এসে লিস্টেড হয় যেটা না হলেই ভালো হতো। কি একটা অবস্থা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রানজেকশন এবং স্টার দিয়ে বিভিন্ন ইভেন্ট জয়েন করার মাধ্যমে তারা প্রচুর পরিমাণে আর্ন করে নিচ্ছে। পরিশেষে এমন পর্যায়ে এসে লিস্টেড করতাছে যেটা না করে সরাসরি স্ক্যাম করলেও মনে হয় ভালো হতো। Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 19, 2025, 06:37:22 PM |
|
দেখুন কিভাবে আমাদের গোপনীয় তথ্য আলু পটলের মতো বিক্রি হচ্ছে। আমি এর আগেও এই টপিকটি নিয়ে পোস্ট করেছিলাম, তবে সেবার লিংক হাইড করলেও এবার আর করবো না। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে চাইলে বটে মেসেজ করতে পারেন। তবে আমি নিশ্চিত এরা রিপ্লাই না দিয়ে উল্টা পাল্টা কথা বলবে। কিউরিসিটি থেকে আমি নক করছিলাম। সালায় নাকি আমারে ব্যান করছে, আমি নাকি আজাইরা প্রশ্ন করি, লল। আজকে আবার মেসেজ ব্রডকাস্ট করলো যেখানে লাস্ট ৩ মাসের কললিস্ট বের করে দেয়ার সার্ভিস দিচ্ছে। মানে মগের মুল্লুক সব। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই!   আপনি ঠিকই বলেছেন বর্তমানে তথ্য বিক্রি আলো পটল বিক্রির মতই বিক্রি হচ্ছে। বর্তমান বিশ্বে তথ্য অন্য কোন আগ্নেয়াস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিগণিত হচ্ছে। আমরা যেমন আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারে ধারণ করে রাখে ঠিক তেমনি আমাদের হাইলি সিক্রেট তথ্যগুলো মোবাইল অথবা কম্পিউটারে সংরক্ষণ করে রাখে। আমরা এটা জানি না যে আমাদের এই সকল ডিভাইস আমাদের বাহিরেও অন্য কেউ এক্সেস করতে পারে,,, যাইহোক আমাদের তথ্য শেয়ার ,তথ্য ব্যবহার ও তথ্য সংরক্ষণ এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।
|
|
|
|
|
LDL
|
 |
April 19, 2025, 11:37:32 PM |
|
হ্যাঁ সব হাইপ নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য এখন আর এইসব এয়ারড্রপ থেকে ভালো কিছু আশা করা যায় না। Hot করলে অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমার মনে হয় সব লস যাবে। এখন করায় বাদ দিয়ে দিয়েছি ভাল্লাগেনা ক্লেইম করতে.
Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
এক সময় খুব মনোযোগ দিয়ে করতাম কিন্তু বর্তমানে এই সকল জিনিস এতটাই বিরক্ত লাগে যে কেউ যদি মেসেঞ্জারে এই সমস্ত লিংক দেয় তাহলে তাদের ব্লক করে দিতে মন চায়। ব্লুম বলেন হট বলেন দুটোই আমাদের মুলা ধরিয়ে দিয়ে যাবে। এখন জনগণ এরকম কিছু চায়না যে ডলার লেনদেন করে এলিজিবল হতে হবে। যারা কিছু দেবে তারা এমনিতেই দেবে এর জন্য আলাদা করে ডলার খরচ করতে হবে এটা কেমন কথা। নট কয়েন ছিল যদিও আমি অংশগ্রহণ করেছিলাম না কিন্তু যারা অংশগ্রহণ করেছিল তারা বিনা খরচে পেমেন্ট পেয়েছে। তারপর থেকে কোন প্রজেক্টই এরকম বিনা খরচে কাউকে পেমেন্ট করছে না বরং পেমেন্ট করার আগে ইলিগিবুল শর্ত দিয়ে ডলার লেনদেন করতে বাধ্য করে। আমি এরকম বেশ কিছু মাইনিং এ ডলার লেনদেন না করার জন্য নটইলিজিবুল হয়েছি। তাই এখন আর শত লোভ দেখালেও এই সমস্ত প্রজেক্ট থেকে দূরে থাকার চেষ্টা করি। তাছাড়া কায়িক পরিশ্রম হয় এইরকম কাজের সাথে জড়িয়ে পড়েছে যার কারণে আজাইরা সময় ব্যয় করে এই সমস্ত ফেইক প্রজেক্টগুলোকে কাজ করা সময় কই।
|
|
|
|
|
|
Wonder Work
|
 |
April 20, 2025, 07:32:46 AM |
|
🎁🎁 Happy Easter — the day of Freedom and Rebirth! 🎁 হ্যাপি স্টারের শুভেচ্ছা খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে। আপনার এই দিনটি উদযাপন করেন আনন্দের সাথে এবং সবার সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিবেন। খ্রিষ্টান সম্পাদায়ের সকল মানুষের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখানে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আমি জানিনা এখানে অন্য কোন ধর্মাবলম্বী মানুষ আছে কিনা। খ্রিস্টান সম্প্রদায়ের কেউ থাকলে সেটা ভালোভাবে নিবেন এবং অন্যরা এটা খারাপ ভাবে নেবেন না কারণ এই দিনটাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 20, 2025, 09:46:49 AM |
|
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি। ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না। আমার পোর্টফোলিও তে যদি বিটকয়েন না থাকতো, তাহলে আমি ৯৫% ডাউনে বসে থাকতাম। শুধুমাত্র অল্টকয়েনে আমি ৯০% ডাউন। আর বিটকয়েনের কারনে এখনো সোজা হয়ে দাড়িয়ে আছি। কিছুটা ষ্ট্যাবল করে ফেলছিলাম। সেজন্য নিজেকে লাকি মনে করি।
|
|
|
|
|
Bd officer
|
 |
April 20, 2025, 10:53:47 AM |
|
Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
আহা ভাই blum এর কথা মনে করাই দিলেন, আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট ছিলো Blum। আমি এই প্রজেক্টে প্রায় ৪০-৫০ টি রেফার করেছিলাম, যদি পয়েন্টের কথা বলা হয়, আজকে লগিন করেছিলাম, দেখি ১মিলিয়ন পয়েন্ট আর্ন করা রয়েছে। যদিও আমি এই প্রজেক্ট গুলো অনেক দিন আগে থেকেই এড়িয়ে চলি। আমি যাদের রেফার করেছিলাম, তারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে কবে টাকা পাবো, আমি তাদের বলি ভাই তোমরা আমাকে ক্ষমা করে দেও, আর এই সব প্রজেক্ট থেকে দূরে থাকো। আমি একপ্রকার তাদের কাছে দোষী হয়ে গেছি, কোন পেমেন্ট করে না। তারা দিনের পর দিন ইউজারদের সাথে স্কাম করে যাচ্ছেন। এখন যদি আপনি বললেন এখন ১০ ডলারের ট্রানজেকশন করতে হবে। যদি কেউ এখনো বোকা থাকে, তাহলে তারাই শুধু ট্রানজেকশন করবেন। এছাড়া যারা বুঝতে পেরেছে যে এই প্রজেক্টগুলোর ইউজারদের কাছে থেকে শুধু টাকা হাতিয়ে নেওয়ার প্লান করে থাকেন, তারা কখনই এই ট্রানজেকশন করবে না। আর যদি কেউ ট্রানজেকশন করে তাহলে শেষ পর্যন্ত পুরস্কার হিসেবে শুধু মুলা পাবে।
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 20, 2025, 05:10:08 PM |
|
Hot এবং Blum আছে এখন এগুলো যে কোন ধরনের কাহিনী শুরু করবে কে জানে। অলরেডি বুলুম ইলিজেবল হওয়ার জন্য ১০ ডলারের ট্রানজেকশনের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। এটাও পরিশেষে স্কামের দিকে ধাবিত হবে। হাইপের সময় শেষ হয়ে গেছে এখন আর কোন ইয়ারপ থেকেই ভালো কিছু আশা করা যায় না। টাইম বেশ করেছি সেটাও লস ধরে রেখেছে যতটুকু ওঠে সেটাই লাভ এখন।
আহা ভাই blum এর কথা মনে করাই দিলেন, আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট ছিলো Blum। আমি এই প্রজেক্টে প্রায় ৪০-৫০ টি রেফার করেছিলাম, যদি পয়েন্টের কথা বলা হয়, আজকে লগিন করেছিলাম, দেখি ১মিলিয়ন পয়েন্ট আর্ন করা রয়েছে। যদিও আমি এই প্রজেক্ট গুলো অনেক দিন আগে থেকেই এড়িয়ে চলি। আমি যাদের রেফার করেছিলাম, তারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে কবে টাকা পাবো, আমি তাদের বলি ভাই তোমরা আমাকে ক্ষমা করে দেও, আর এই সব প্রজেক্ট থেকে দূরে থাকো। আমি একপ্রকার তাদের কাছে দোষী হয়ে গেছি, কোন পেমেন্ট করে না। তারা দিনের পর দিন ইউজারদের সাথে স্কাম করে যাচ্ছেন। এখন যদি আপনি বললেন এখন ১০ ডলারের ট্রানজেকশন করতে হবে। যদি কেউ এখনো বোকা থাকে, তাহলে তারাই শুধু ট্রানজেকশন করবেন। এছাড়া যারা বুঝতে পেরেছে যে এই প্রজেক্টগুলোর ইউজারদের কাছে থেকে শুধু টাকা হাতিয়ে নেওয়ার প্লান করে থাকেন, তারা কখনই এই ট্রানজেকশন করবে না। আর যদি কেউ ট্রানজেকশন করে তাহলে শেষ পর্যন্ত পুরস্কার হিসেবে শুধু মুলা পাবে। আমার মনে হয় বর্তমানে টেলিগ্রামের যে সকল বট এয়ার ড্রপ গুলো চলছে সবগুলোই স্কাম প্রজেক্ট। রিয়াল প্রজেক্ট ওনাররা সব সময় ইনভেস্টরদের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে,, কিন্তু বর্তমানে যে সকল এয়ারড্রবগুলো চলছে এখানে ইনভেস্টররা প্রজেক্ট এর প্রতি বিভিন্ন কারণে আস্থা হারিয়ে ফেলছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এ্য়ার ড্রপ হান্টারদের দ্বারা ট্রানজেকশনের নামে অর্থ হাতিয়ে নেওয়া। এ সকাল এয়ার ড্রপ গুলো আমি আগে থেকেই এড়িয়ে চলি আমি এগুলোতে কখনোই অত বড় স্পেকক্টেশন নিয়ে কাজ করিনি ।
|
|
|
|
|
Bd officer
|
Congratulation Wonder Work
Wonder Work ভাই ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছেন, অনেকদিন ধরেই দেখি তিনি কাউন্ট ডাউন দিয়ে রেখেছে কিন্তু সিনিয়র সদস্য হতে পারতেছেন না, আজকে দেখি অনেক কাছাকাছি এসেছে মাত্র ৩ মেরিট প্রয়োজন ছিলো, আমি তাকে সেন্ড করে দিয়েছি। যাইহোক, আমাদের লোকালে আরও একজন সিনিয়র সদস্য বেড়ে গেলো। র্যাংক আপ হলে বিষয়টি অনেক আনন্দময় হয়ে উঠে, যাদের র্যাংক আপ হয় তারাই শুধু বুঝতে পারেন। আপনার জন্য শুভকামনা, এখানেই থেমে থাকবেন না আশা করি ভবিষ্যতে আপনি হিরো, লিজেন্ডারি, সদস্য হতে পারবেন। আর অনেকেরে দেখা যায় র্যাংক আপ হলেই লোকালে আসা বাদ দিয়ে দেয়। তাই আপনি লোকাল ছেড়ে দিয়েন না। আবারো অভিনন্দন!
|
|
|
|
Dip69
Member

Offline
Activity: 88
Merit: 34
|
 |
April 21, 2025, 04:53:24 PM |
|
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি। ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না। আমার পোর্টফোলিও তে যদি বিটকয়েন না থাকতো, তাহলে আমি ৯৫% ডাউনে বসে থাকতাম। শুধুমাত্র অল্টকয়েনে আমি ৯০% ডাউন। আর বিটকয়েনের কারনে এখনো সোজা হয়ে দাড়িয়ে আছি। কিছুটা ষ্ট্যাবল করে ফেলছিলাম। সেজন্য নিজেকে লাকি মনে করি। এটা শুনে খুবই দুঃখ হচ্ছে কারণ, আমার মনে হয় ৯০% পতন মানে একজন ব্যক্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু আপনার একটি শক্তি এখনও আপনার সাথে রয়েছে। আমি Buy the DIP and HODL থেকে বিটকয়েন বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু পড়েছি। কিন্তু এখনও কিছু লেখার সাহস পাইনি। আমার জ্ঞান বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি। কিন্তু আমি altcoins সম্পর্কে কিছুই জানি না। আমি altcoins সহজে বোঝার চেষ্টা করছি। Altcoin Discussion পরিভাষা আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে। এখন আমি কী করতে পারি।
|
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2660
Merit: 3411
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
April 21, 2025, 05:08:05 PM Last edit: April 21, 2025, 05:20:25 PM by Little Mouse |
|
যে ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট নাই, এই ইথেরিয়াম যে কোনোদিন একই কাজ করবে না, সেই গেরান্টি কেউ কি দিতে পারেন? সবাই বলে ইথেরিয়াম ফাউন্ডেশন কোনোদিন এই কাজ করবে না। ইথেরিয়াম একজনের মাধ্যমে কন্ট্রোল হয় না। পুরো একতা ফাউন্ডেশন স্ক্যাম করবে না।
সেটা জানি না তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখছি এই ইথেরিয়াম কিন্তু আসল ইথেরিয়াম না। মুল কোর ইথেরিয়াম চিন্তা করলে সেটা ইথেরিয়াম ক্ল্যাসিক। কারন বর্তমানের ইথেরিয়াম ডিসেন্ট্রালাইজড না। এইখানে হার্ডফোর্কের মাধ্যমে রোলব্যাকের মত ইস্যু আছে। যারা এই সিদ্ধান্ত সমর্থণ করেনি, তারা ইথেরিয়াম ক্ল্যাসিকে মুভ করেছিল। ২য়ত আপনার যদি তাড়া থাকে তাহলে মিডিয়াম বা হাই ব্ রেকমেন্ডেড ফি দিয়ে দিয়েন, ওয়ালেট যেটা সাজেস্ট করে। আর যদি তার উল্টো হয় সেক্ষেত্রে লো ফি দিতে পারেন। পার্সোনালি আমার মনে হয়না সামান্য ১-২ ডলার সেভ করার জন্য এতো কাহিনি করার দরকার আছে। ফি ডিফারেন্স যে অনেক বেশি তাও না। দুই সপ্তাহ আগে আমি কিছু বিটিসি সেন্ড করছিলাম সেখানে ফি লাগছিলো $0.51 এর মতো (রেকোমেন্ডেও প্রাইরটি)। আর ৩ দিন আগে আরেকটা ট্রানজেকশন ছিলো সেখানে লাগছিলো $0.34 এর মতো (লো প্রাইরটি)। বুঝতেই পারতেছেন হিসাবটা।
ফি পার বাইট কম হলে যে ফি কম হবে তাও না, আবার বেশি হলেই যে খুব বেশি হবে তাও কিন্তু না। ট্রাঞ্জেকশনের ফি যেমন ফি পার বাইটের উপরে নির্ভরশীল, তেমনি এইখানে যে আমি বাইট শব্দটা ব্যবহার করছি তার উপরও নির্ভরশীল। আপনার ট্রাঞ্জেকশনের সাইজ কেমন সেটাও একটা ফ্যাক্টর। এইজন্য আপনাকে আগে ইনপুট, আউটপুট এবং ফি ক্যালকুলেশন বুঝে নিতে হবে যেটার লিংক আমি নিচে দিয়েছি। কেউ চাইলে পড়ে বোঝার চেষ্টা করতে পারেন। না বুঝলে এইখানে আলোচনা করতে পারেন। যদি আপনার অনেকগুলো ইনপুট থাকে তাহলে ভালো হয় যখন ১ সাতোশি পার বাইট থাকে, তখন সেগুলোকে একটা ইনপুট এ পরিণত করা। এইটাকে বলা হয় "Consolidating" https://www.coinalap.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF/
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
DYING_S0UL
|
 |
April 21, 2025, 05:23:21 PM |
|
যে ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট নাই, এই ইথেরিয়াম যে কোনোদিন একই কাজ করবে না, সেই গেরান্টি কেউ কি দিতে পারেন? সবাই বলে ইথেরিয়াম ফাউন্ডেশন কোনোদিন এই কাজ করবে না। ইথেরিয়াম একজনের মাধ্যমে কন্ট্রোল হয় না। পুরো একতা ফাউন্ডেশন স্ক্যাম করবে না।
সেটা জানি না তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখছি এই ইথেরিয়াম কিন্তু আসল ইথেরিয়াম না। মুল কোর ইথেরিয়াম চিন্তা করলে সেটা ইথেরিয়াম ক্ল্যাসিক। কারন বর্তমানের ইথেরিয়াম ডিসেন্ট্রালাইজড না। এইখানে হার্ডফোর্কের মাধ্যমে রোলব্যাকের মত ইস্যু আছে। যারা এই সিদ্ধান্ত সমর্থণ করেনি, তারা ইথেরিয়াম ক্ল্যাসিকে মুভ করেছিল। ভাই এটা তো জেনারেল নলেজ। ২০১৬ তে যখন ইথেরিয়াম ব্লকচেইন এক্সপ্লোয়েট হয় তখন হার্ড ফোর্ক করে ট্রানজেকশন রিভার্স করা হয়। যার ফলে ইথেরিয়াম ব্লকচেইন দুইভাগে ভাগ হয়ে যায়। ইথারিয়াম ক্লাসিক (অরিজিনাল চেইন) আর ইথারিয়াম (হার্ড ফোর্ক এর পরের চেইন)। লিংকটার জন্য ধন্যবাদ। কমবেশি কনসেপ্ট জানি আমি। তবে বিস্তারিত জানতাম না যদিও! পোস্টটা পড়ে দেখতে হবে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Wonder Work
|
 |
April 21, 2025, 06:20:09 PM |
|
 আলহামদুলিল্লাহ আজকে আমার জন্য একটা বিশেষ দিন কারণ এই ফোরামে আসার পর থেকে অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। প্রথমে Jr. Member হয়েছিলাম তখনও অনেক খুশি লেগেছিল যেটা বলে বোঝানোর মত না। পরবর্তীতে স্টেপ আসলো আমার জন্য Member Rank অর্জন করতে হবে। সেটাও খুব সুন্দর ভাবে স্পর্শ করে ফেললাম পরিশেষে Full Member হওয়ার রিকোয়ারমেন্টে আসলাম সেটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবেই পূরণ করেছিলাম। তারপর Sr. Member হওয়ার জন্য লম্বা একটা প্রসেস যেটার জন্য আমার সময় লাগবে এটা আমি বুঝতে পেরেছিলাম এবং আস্তে ধীরে সুন্দরভাবে এগিয়ে আসতে ছিলাম কিন্তু হঠাৎ করে আমাকে জলিগুড আমাকে ট্যাগ মেরেছে কিন্তু আসলে সেটার জন্য কোন স্পিসিফিক কারন ছিল না। কারো একজনের সাথে আমাকে তুলনা করে একটা নিউট্রাল ট্যাগ দিয়ে রেখেছে যার কারণে আমাকে Icopress ক্যাম্পেইন থেকেই বের করে দিয়েছে। যাইহোক সেটার দিকে আমি আর খেয়াল দেইনি সেখানে আপনারা অনেক এবং ফোরামের অনেক ইউজার খুব সুন্দর ভাবে আমাকে সাপোর্ট করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে আমি Hugeblack এর একটা রিপ্লাই পোস্ট থেকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা পেয়েছিলাম সেখান থেকে আবার সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়েছিল। এই সময় আপনারা অনেকে আমাকে অনেক সাপোর্ট মূলক কথা বলেছেন এবং সামনের এগিয়ে যেতে বলেছেন। আপনারা যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে এবং সামনে কিভাবে প্রগ্রেস করা যায় সেই ব্যাপারে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। নতুন সম্ভাবনা এবং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে আসলেই ভালো কিছু করা সম্ভব। দেখা যাক বর্তমান সময়ে একটা নতুন দিগন্তে পা রাখলাম এটা আমাকে কোন দিকে নিয়ে যায় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমি এইখানে আছি এবং থাকবো কারণ এই বাংলা লোকাল বোর্ড থেকে আমার যাত্রা শুরু হয়েছিল বলেই মনে করি কারণ বাংলায় অনেক তথ্য লিংক পেয়েছিলাম Crypto Library ভাইয়ের গুছানো একটা পোস্ট থেকে সে আমাকে সেগুলো ভালোভাবে পড়তে বলেছিল এবং সেগুলো পড়ার মাধ্যমে আমি সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া অর্জন করেছিলাম। ধন্যবাদ ভাই আপনাকে বাংলা কমিউনিটি আস্তে আস্তে ভালো একটা অবস্থানে এগিয়ে যাচ্ছে এবং সামনে আশা করি ভালো একটা অবস্থানে আমরা যেতে পারবো। Congratulation Wonder Work
Wonder Work ভাই ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছেন, অনেকদিন ধরেই দেখি তিনি কাউন্ট ডাউন দিয়ে রেখেছে কিন্তু সিনিয়র সদস্য হতে পারতেছেন না, আজকে দেখি অনেক কাছাকাছি এসেছে মাত্র ৩ মেরিট প্রয়োজন ছিলো, আমি তাকে সেন্ড করে দিয়েছি। যাইহোক, আমাদের লোকালে আরও একজন সিনিয়র সদস্য বেড়ে গেলো। র্যাংক আপ হলে বিষয়টি অনেক আনন্দময় হয়ে উঠে, যাদের র্যাংক আপ হয় তারাই শুধু বুঝতে পারেন। আপনার জন্য শুভকামনা, এখানেই থেমে থাকবেন না আশা করি ভবিষ্যতে আপনি হিরো, লিজেন্ডারি, সদস্য হতে পারবেন। আর অনেকেরে দেখা যায় র্যাংক আপ হলেই লোকালে আসা বাদ দিয়ে দেয়। তাই আপনি লোকাল ছেড়ে দিয়েন না। আবারো অভিনন্দন!
হ্যাঁ ভাই কাউন্টডাউন এ কিছু মেরিটের জন্য আমি এপ্লাই করে রেখেছিলাম কিন্তু কাউন্ট ডাউন থেকে আমার কোন ধরনের ম্যারিড আসেনি সেজন্য আমি আমার নিজের মতো করেই পোস্ট করার মাধ্যমে মেরিট অর্জন করার চেষ্টা করতেছিলাম এবং সেটা আমার ভালই অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু গতকাল আমি মনে মনে বলেছি অল্প কিছু সংখ্যক মেডিটের জন্য আমি নতুন অবস্থানে অবস্থান করতে পারতেছি না তবুও কাউন্টডাউন থেকে হেল্প পাচ্ছিনা। কিন্তু পরক্ষণে আমি চিন্তা করেছি সমস্যা নেই এটা অল্প একটা ব্যাপার এটা আমি সাধারণ পোস্ট করার মাধ্যমেই মেরিট অর্জন করতে পারব। যাইহোক আজকে আপনি আমাকে বাকি থাকা মেরিটগুলো দিয়ে নতুন র্যাঙ্ক অর্জনে সহায়তা করেছে আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে ভাই। যাইহোক ভাই আমি বাংলা কমিউনিটি ছেড়ে যাচ্ছি না। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। Wonder Work
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Shishir99
|
 |
April 22, 2025, 12:07:30 PM |
|
সেটা জানি না তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখছি এই ইথেরিয়াম কিন্তু আসল ইথেরিয়াম না। মুল কোর ইথেরিয়াম চিন্তা করলে সেটা ইথেরিয়াম ক্ল্যাসিক। কারন বর্তমানের ইথেরিয়াম ডিসেন্ট্রালাইজড না। এইখানে হার্ডফোর্কের মাধ্যমে রোলব্যাকের মত ইস্যু আছে। যারা এই সিদ্ধান্ত সমর্থণ করেনি, তারা ইথেরিয়াম ক্ল্যাসিকে মুভ করেছিল। ভাই এটা তো জেনারেল নলেজ। ২০১৬ তে যখন ইথেরিয়াম ব্লকচেইন এক্সপ্লোয়েট হয় তখন হার্ড ফোর্ক করে ট্রানজেকশন রিভার্স করা হয়। যার ফলে ইথেরিয়াম ব্লকচেইন দুইভাগে ভাগ হয়ে যায়। ইথারিয়াম ক্লাসিক (অরিজিনাল চেইন) আর ইথারিয়াম (হার্ড ফোর্ক এর পরের চেইন)। ভাই, এটা আপার কাছে ব্যাসিক মনে হতে পারে, কিন্তু ১০ জনকে প্রশ্ন করে দেখেন, অন্তত ৫ জন বলবে তারা এই ব্যাপারে জানতো না। ইথেরিয়াম নিয়ে কয়েন আলাপে একটা পোষ্ট ছিলো। কিন্তু আজকে চেক করে সেই পোষ্ট আর খুজে পাচ্ছি না। ওয়েবসাইট এক প্রকার ইনএকটিভ মনে হচ্ছে। এই বছরে কোনো পোষ্ট করা হয়নি। ইথেরিয়ামের প্রথম চেন্জ থেকেই অনেকে ইথেরিয়াম থেকে ছিটকে পড়েছে বা ইচ্ছে করেই ইথেরিয়ামে ইনভেষ্ট করা বন্ধ করেছে। তবুও এখান থেকে মাইনিং করে টুকিটাকি ইনকাম করা যাবে, এজন্য মাইনার রাও এই ব্লকচেইন সাপোর্ট করেছে এবং তারা মাইনিং করেছে। কিন্তু লাষ্ট চেন্জ এ ইউজার বেইস এ কি উপকার হয়েছে, তা আসলে প্রতিফলিত হয়নি। আমরা জানি না। সম্ভবত ট্রানজেকশন ফি কমেছে, এটাই মনে হয় সবচাইতে বড় আপডেট ছিলো।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Nothingtodo
|
 |
April 22, 2025, 12:26:31 PM |
|
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি। ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না। আমার পোর্টফোলিও তে যদি বিটকয়েন না থাকতো, তাহলে আমি ৯৫% ডাউনে বসে থাকতাম। শুধুমাত্র অল্টকয়েনে আমি ৯০% ডাউন। আর বিটকয়েনের কারনে এখনো সোজা হয়ে দাড়িয়ে আছি। কিছুটা ষ্ট্যাবল করে ফেলছিলাম। সেজন্য নিজেকে লাকি মনে করি। নিজে নিজে বিনিয়োগ করে ঠকা ভালো বিশেষ করে অন্যের কথায় যদি বিনিয়োগ করে লস খাওয়া যায় সে ক্ষেত্রে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। মনে হয় অন্যের কথা আমার এই লোকসানটা হলো কিন্তু নিজে নিজে বিনিয়োগ করে লোকসান খেলে কোন সমস্যা নেই তখন নিজের কপালের দোষ দিয়ে আপাতত নিজেকে সান্তনা দেওয়া যায়।
|
|
|
|
|
LDL
|
 |
April 23, 2025, 04:37:27 AM |
|
|
|
|
|
|
|
Bluedrem
|
 |
April 23, 2025, 08:24:25 AM |
|
যাকে বলে উড়ে এসে জুড়ে বসা,,, ১৯৪৭ সালে ইহুদিদের প্যালেস্টাইনরা আশ্রয় দেয় যারা এখন ফিলিস্তিনে জুড়ে বসেছে। ঠিক একই ভাবে ২০১৭ সালে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে,, আল্লাহ না করুক বাঙ্গালীদের অবস্থা যেন ফিলিস্তিনিদের মত না হয় ।
|
|
|
|
BD User
Member

Offline
Activity: 99
Merit: 44
|
 |
April 23, 2025, 10:50:13 AM Last edit: April 23, 2025, 11:24:12 AM by BD User |
|
আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী। আশা করি সবাই ভালো আছেন!
যদিও আমি একজন ফোরামের নিয়মিত সদস্য নই যা আমার এক্টিভিটি বলে দেয়। কিন্তু আমি প্রায়ই ফোরামে সময় দেই পড়ার জন্য এবং ফোরামকে জানার জন্য। কিন্তু পোস্ট খুব বেশি করা হয় না। একটি বিষয় আমি অনেকদিন যাবৎ লক্ষ করছি যা আমাকে ভাবতে বাধ্য করছে এবং আপনাদেরকে প্রশ্ন করতে কৌতূহলী করে তুলছে। যদিও আমাদের বাংলা লোকালে অনেক স্বনামধন্য ব্যাক্তি থাকা সত্যেও ফোরামে আমাদের অবস্থান এতো নিচে কেনো? এমনকি আমরা এখনো একটি বোর্ড তৈরিতেও ব্যার্থ। আমাদের রয়েছে @Little Mouse এর মতো স্বনামধন্য কেম্পেইন ম্যানেজার , যেদিক থেকে আমরা অন্যান্য লোকালদের চেয়ে অনেকটাই এগিয়ে। এমনকি আমাদের আরো রয়েছে ফোরামের স্বনামধন্য একজন ঋণদাতা ও DT @shasan যার অবদান আমরা ফোরামবাসী নিয়মিত অনুভব করি। আমাদের আরো রয়েছে @God Of Thunder বা Learn Bitcoin, @Crypto Library , @Shishir99, @DYING_S0UL এবং আরো কিছু উপকারী গুরুত্বপূর্ণ পোস্টার যাদের অবদান আমরা ফোরামবাসী অনুভব করতে পারি। আমি গর্ব করে বলতে পারি আমাদের লোকালের চেয়ে স্বনামধন্য ব্যাক্তিগন হয়তো অন্য কোনো লোকালে নেই। তবুও ফোরামে আমরা এখনো খুবই পিছিয়ে।
গবেষণা করে আমি দেখতে পাই , আমাদের পিছিয়ে থাকার পিছনে কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম আমাদের কোনো মেরিট সোর্স নেই। যেকারণে আমাদের লোকালে খুব বেশি পোস্ট হয় না, যাও হয় তাও বিটকয়েন সম্পর্কিত নয়। আমরা আমাদের লোকালে খুব কমই বিটকয়েন এর বিষয় নিয়ে আলোচনা করি। যেকারণে লোকাল পোস্টার খুবই কম এবং তারা লোকালে খুব বেশি প্রবেশ করে না। যদি আমরা লোকালে অফ টপিক আলোচনা কমিয়ে বিটকয়েন বিষয় কিছু টপিক তৈরী করতে পারি এবং সেগুলো নিয়ে সবাই আলোচনা করি তাহলে নতুন সদস্য সেই আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পারবে এবং লোকালে বার বার প্রবেশ করবে।
আমরা হয়তো বলতে পারি বিটকয়েন বিষয়ে গ্লোবাল এ অনেক টপিক রয়েছে যেখান থেকে নতুন সদস্য অনেক কিছুই শিখতে পারে। কিন্তু ভাই , আমরা বাঙালি জাতি ইংলিশে খুবই কাঁচা, যেকারণে একজন নতুন সদস্যের জন্য সেই টপিকগুলো বুঝা এবং গ্লোবাল ইংরেজি পোস্ট থেকে শেখা খুবই কঠিন। যদি সেই আলোচনাগুলি আমরা আমাদের ভাষায় এখানে আলোচনা করি তাহলে অবশ্যই নতুন সদস্যরা খুব সহজেই তা বুঝতে পারবে এবং সেগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবে।
এভাবে হয়তো আমরা আমাদের লোকালে কার্যকলাপ বাড়াতে পারি এবং ভালো পোস্টার তৈরী করতে পারি। যাতে আমরা পরবর্তীতে একটি লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো। আর ভাই আমাদের লোকাল পোস্টাররা যদি লোকালে ভালো কোনো পোস্ট তৈরী করে তাহলে অবশ্যই আপনি নিজেকে একজন মেরিট সোর্স ভাবুন এবং সেই পোস্টারকে উৎসাহ জোগাতে ভালো পোস্ট এর পুরস্কার দিতে কৃপণতা করবেন না। আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে আমাদের লোকালে কিভাবে কার্যকলাপ বাড়ানো যায়। আমার লক্ষ্য হচ্ছে আমাদের লোকালকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি লোকাল বোর্ড তৈরী করা। যতদিন আমি এটি করতে সক্ষম না হই ততদিন আমি চেষ্টা চালিয়ে যাবো। এক্ষেত্রে আমি সকলকেই একই মনোভাব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করবো। এটি আমাদের সকলেরই দায়িত্ব এবং আমাদের সকলেরই একই লক্ষ হওয়া উচিত। এমনকি আমাদের সকলেরই একই উদ্দেশ্যে কাজ করা উচিত। তাহলেই আমরা সফল হতে পারবো।
|
|
|
|
|
|
Shishir99
|
 |
April 23, 2025, 11:08:40 AM |
|
এমনকি আমরা এখনো একটি বোর্ড তৈরিতেও ব্যার্থ। আমাদের রয়েছে @Little Mouse এবং @AB de Royse777 এর মতো স্বনামধন্য কেম্পেইন ম্যানেজার
AB de Royse777 বাংলাদেশের এই তথ্য আপনাকে কে দিয়েছে। এর ভিত্তিই বা কি? নাকি এই থিওরি দাড় করানোর জন্য আপনাকে কেউ হায়ার করছে? গোপনে পেমেন্ট নিয়ে একটা থিওরি দাড় করানোর চেষ্টা করছেন নাকি? এমনিতেই ফোরামে তো বাংলাদেশি ইউজারদের পেছনে কুত্তা লেগে আছে, সেই কুত্তা গুলো কাউকে নেগেটিভ ট্যাগ দেয়ার জন্য সব সময় সুযোগ খুজতে থাকে। বাংলাদেশি ফোরাম ইউজারদের যারা ডিফেন্ড করে, বা যারা ক্যাম্পেইনে হায়ার করে, তাদেরকেও তারা বিভিন্ন যায়গায় অপমান করে। আপনার পোষ্ট এর মূল উদ্দেশ্য আসলে কি সেটা প্রকাশ করেন। Royse777 বাংলাদেশি, এই থিওরি দাড় করানোর জন্য কতো ডলার পেমেন্ট নিছেন? আর এটার ভিত্তি আসলে কি? আমি জানতে খুবই আগ্রহী।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
BD User
Member

Offline
Activity: 99
Merit: 44
|
 |
April 23, 2025, 11:27:11 AM |
|
AB de Royse777 বাংলাদেশের এই তথ্য আপনাকে কে দিয়েছে। এর ভিত্তিই বা কি? নাকি এই থিওরি দাড় করানোর জন্য আপনাকে কেউ হায়ার করছে? গোপনে পেমেন্ট নিয়ে একটা থিওরি দাড় করানোর চেষ্টা করছেন নাকি? এমনিতেই ফোরামে তো বাংলাদেশি ইউজারদের পেছনে কুত্তা লেগে আছে, সেই কুত্তা গুলো কাউকে নেগেটিভ ট্যাগ দেয়ার জন্য সব সময় সুযোগ খুজতে থাকে। বাংলাদেশি ফোরাম ইউজারদের যারা ডিফেন্ড করে, বা যারা ক্যাম্পেইনে হায়ার করে, তাদেরকেও তারা বিভিন্ন যায়গায় অপমান করে। আপনার পোষ্ট এর মূল উদ্দেশ্য আসলে কি সেটা প্রকাশ করেন। Royse777 বাংলাদেশি, এই থিওরি দাড় করানোর জন্য কতো ডলার পেমেন্ট নিছেন? আর এটার ভিত্তি আসলে কি? আমি জানতে খুবই আগ্রহী।
আমি খুবই দুঃখিত এমন একটি ভুল করার জন্য। @AB de Royse777এর বিষয়টিতে আমি ভুল ছিলাম এবং এক্ষেত্রে আমি এই বাক্যটিকে তুলে নিচ্ছি। ভাই , হয়তো আমার এই বিষয়ে ভুল ধারণা ছিল এবং আপনি সেই ভুলটি ধরিয়ে দিয়েছেন। আপনার এই মন্তব্যের পর আমি তার প্রফাইলটি ভালোভাবে পর্যালোচনা করে দেখি আমি অবশ্যই ভুল ছিলাম। আমি কেন তাকে বাঙালি প্রমান করতে যাবো এবং কেনই বা কেউ আমাকে এটি প্রমান করার জন্য হায়ার করবে। বাঙালি হওয়া কি এই ফোরামে ভুল কিছু ? আমি মানছি আমি ভুলে ভিত্তিহীন একটি কথা বলেছি এবং এটি ছিল আমার ভুল। কিন্তু আমার উপর কেনো মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন ? আমি জানি না অতীতে এই বিষয় নিয়ে কোনো জ্বলগোলা হয়েছে কি না ? যদি হয়ে থাকে তাহলে আমি স্পষ্ট করতে চাই যে এটি শুধুই আমার ভুল ছিলো , আর কিছু নয়।
|
|
|
|
|
|