|
DYING_S0UL
|
 |
June 02, 2025, 07:41:01 PM |
|
আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাইয়েরা। প্রচুর ব্যাস্ততার কারণে ঠিকমতক ফোন হাতে নেওয়ার সময় পাচ্ছিনা। একটু সময় করে ফোরামে আসলাম একটা প্রয়োজনে। ফোরামে কেউ আছেন যিনি ভিপিএন নিয়ে কাজ করেন? আমার একটা বাংলাদেশে সার্ভারের Openvpn কনফিগ লাগে। দেশের বাহিরে থেকে বিকাশ , নগদ এসব এপস ব্যাবহারের জন্য। কারো কাছে থাকলে প্রাইস সহ আমাকে জানানোর অনুরোধ রইলো।
এটা এক প্রকারের ভিপিএন সার্ভিস তা আমি জানি বাট এটা এক্সাকলি কিভাবে কাজ করে তা জানিনা। আর এটা অন্যান্য ভিপিএন থেকে আলাদা নাকি? একটু যদি আইডিয়া দিতেন। কনফিগ দিয়ে হেল্প করতে পারলাম না। তবে আপনি টেলিগ্রামে খোঁজ করতে পারেন। ঐখানে এসব প্রিমিয়াম জিনিসের ব্যাপক সেলার আছে। এই গ্রুপটাই একটু নক দিতে পারেন, যত রকম প্রিমিয়াম একাউন্ট আছে সবকিছু পাবেন এখানে: @PremiumNetworkTeam
বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়? পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস। https://www.speechtexter.com/আর মোবাইলে Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন? ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না। আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন। যাই করেন না কেন টুলস্ দিয়ে বাংলা টাইপিং অলওয়েজ পেরা। এর থেকে ম্যানুয়ালিই করেন। ভাই Chatgpt ট্রাই করে দেখতে পারেন। ঐটা অনেক এডভান্স। ঐখানে ইংরেজি ভয়েস দিলে সব ফিক্স করে মেসেজ আকারে কনভার্ট করে দেয়। তবে বাংলা কনভার্ট কতটা পারদর্শীভাবে করতে পারবে বা আদেও পারবে কিনা আইডিয়া নাই। কেউ যদি কোনো গিফ্ট পায় তাহলে সেটা আমার পাওয়া উচিত। আমি যবে থেকে ফোরামে পোস্ট করা শুরু করছি তখন থেকেই লোকালে এক্টিভ। আমার সাথে যারা নিউবি ছিলো যারা সিনিয়র হয়ে গেছে তারাও লোকালে পোস্ট করা ছেড়ে দিছে। শুধু হাতে গোনা কজন লোকালে থাকে। আর প্রতি মাসে টপ ৫ পোস্টদাতার মধ্যে থাকি আমি। তো সেই হিসেবে আমিও গিফ্ট ডিজার্ভ করি। 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Royal Cap
|
 |
June 02, 2025, 09:18:50 PM |
|
আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাইয়েরা। প্রচুর ব্যাস্ততার কারণে ঠিকমতক ফোন হাতে নেওয়ার সময় পাচ্ছিনা। একটু সময় করে ফোরামে আসলাম একটা প্রয়োজনে। ফোরামে কেউ আছেন যিনি ভিপিএন নিয়ে কাজ করেন? আমার একটা বাংলাদেশে সার্ভারের Openvpn কনফিগ লাগে। দেশের বাহিরে থেকে বিকাশ , নগদ এসব এপস ব্যাবহারের জন্য। কারো কাছে থাকলে প্রাইস সহ আমাকে জানানোর অনুরোধ রইলো।
প্লে স্টোরে তো বাংলাদেশ ভিপিএন নামের কয়েকটা ভিপিএন আছে। সেগুলো চাইলে তো আপনি ব্যবহার করতে পারেন। সেগুলোতে বাংলাদেশের সার্ভার দেয়া থাকে, যদিও সেগুলো টাকা দিয়ে কিনেই ব্যবহার করতে হয়। যদিও পোলাপান এই সর্বরগুলো ব্যবহার করে bdix বাইপাস করার জন্য ব্যবহার করতে। আর যদি এই ভিপিএন এ ট্রাস্টি ফিল না পান তাহলে পান্ডা ভিপিএন ব্যবহার করতে পারেন সেটি ভালো পরিচিত ভিপিএন সেখানেও বাংলাদেশী সার্ভার আছে তবে পেইড। চাইলে এই দুইটার মধ্যে একটি ট্রাই করতে পারেন।
|
|
|
|
|
Bd officer
|
 |
June 03, 2025, 02:37:46 AM |
|
আপনি যেহেতু লিটন দাসের কথা তুলেছেন সেহেতু আমি বলব লিটন দাস মূলত ওডিআই স্টাইলের ব্যাটসম্যান। কালকে ১৮ বল ২২ রান সংগ্রহ করেছে কিন্তু জানেন কিনা কালকের পিচ ছিল সম্পূর্ণ ব্যাটিং পিচ। অথচ লিটন দাস ও তাওহীদ হৃদয় যেভাবে ব্যাট করল তাতে মনে হল হ্যাজেল উড, মিশেল স্টার্কের বল খেলছে এবং সম্পূর্ণ বোলিং সহায়ক পিচে ব্যাট করছে। আপনি খেয়াল করবেন লিটন দাস মূলত যে শট গুলো খেলে তার ৯৫% সরাসরি ব্যাটিং বরাবর মারে। এজন্য তার ব্যাট থেকে খুব একটা বেশি রান আসে না। তাকে অবশ্যই গ্যাপ খুজে মারার ট্রেনিং দিতে হবে তা না হলে তাকে টি-টোয়েন্টিতে squad ভুক্ত করে রাখার কোন দরকার আছে বলে মনে করি না।
আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে মন্তব্য করলে তা কখনো শেষ হবে না। শুধু লিটন নয় আরও অনেক ব্যাটসম্যান রয়েছে, যারা টি-২০ ম্যাচে অডিআই স্টাইলে ব্যাটিং করে, আবার অডিআই ম্যাচে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করে, আবার যদি তাদের কে টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া হয় তারা দীর্ঘক্ষন ব্যাটিং করতে পারে না, আসলে আপনি এদের কোন ফরম্যাটে ব্যাটিং করাবেন? তারা কোন ফরম্যাটে সফল নয়। আমার মতে এদের দিনে ধান কাটা দিনমুজুরের কাজ করানো উচিত, অহেতুক তাদের বেতন দিয়ে কোন লাভ নাই, বাংলাদেশের খেলোয়াড়েরা শুধু টাকার জন্য খেলে, তারা ব্যাটিং কেমন করলো বা বোলিং কেমন হলো এটা বিচার করে না৷ বাংলাদেশ বাজে বাজে হেরে যাবে এমন সময় নাজমুল হোসেন শান্ত দাঁত কেলিয়ে হাসাহাসি করে, তাহলে এদের দিয়ে কি আশা করা যায়।
দেখতে দেখতে পবিত্র ঈদুল আযহা এসে গেলো, যাইহোক, আমাদের লোকালের ভাই ব্রাদারের খবর কী? আপনারা কে কে কুরবানী দেওয়ার নিয়ন করেছেন?
|
|
|
|
|
Shishir99
|
 |
June 03, 2025, 06:16:57 AM |
|
আপনি কি কখনো এই সাইট টা ইউজ করেছেন? বাংলা এবং ইংরেজি রিজিওনাল ভিত্তিক একসেন্ট রয়েছে। আর তাছাড়া আমার তো এটা ব্যবহার করতে তেমন সমস্যা হয় না। ভয়েস টাইপিং এর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার ডিভাইসের আশেপাশের নয়েজ কম থাকতে হবে যেমন আপনি ফ্যান ছেড়ে রেখেছেন এবং সেই সাথে সাথে ভয়েজ টেক্সট দিচ্ছেন বা আপনার আশেপাশে কথা হচ্ছে তখন যদি ভয়েস দেন তাহলে সমস্যাটি সব ক্ষেত্রেই হবে। আর তাছাড়া ডিভাইস গুলোর মাইক্রোফোন যদি ভালো না থাকে সেটাও একটা ফ্যাক্ট, আমি কয়েকটা ডিভাইস ব্যবহার করেছি এবং প্রত্যেকটা ডিভাইসে পারফরম্যান্স একেক রকম ছিল মাইক্রোফোনের উপর বেস করে। মিথ্যা বলবো না এই সাইটটি আমার অনেক সময় বাঁচিয়েছে যেমন আপনার পোস্টের রিপ্লাই দিতে গিয়েও এখন সময় বাচালো। আমি আসলে এই ওয়েবসাইটাকে কখনো ব্যবহার করি নাই। তবে আপনার সাজেশন অনুযায়ী, এই পোস্টটা টেক্সট টু ভয়েস দিয়ে ট্রাই করতেছি। যদি এটা ঠিকঠাক মত কাজ করে তাইলে এটা ভবিষ্যতে ব্যবহার করব। আমি আমার ল্যাপটপে একদম মুখের কাছে নিয়ে তারপর ভয়েজ দিচ্ছি। এই পর্যন্ত মোটামুটি সঠিকই আসছে, তবে একটু পর পর কিছু কিছু কারেকশন করা লাগতেছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি আসলে অনেকটা ইম্প্রেসড। আসলেই তো এটা মোটামুটি ভালই কাজ করে। নিজে এতদিন ধরে ব্যবহার করতেছেন কিন্তু আমাদের বললেন না এটা কোন কথা হইল? এই ওয়েবসাইটটা বুক মার্ক করে রাখলাম ভবিষ্যতে আরো কাজে লাগবে। আমি সাধারণত ইংলিশ গুলো ভয়েস টু টেক্সট হিসেবে ব্যবহার করি। উইন্ডোজ ১১ এর মধ্যে এরকম একটা অপশন অলরেডি থাকে, আমি আপাতত সেটাই ব্যবহার করতেছি। তবে বাংলার জন্য এটা ভালো একটা টুল।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 03, 2025, 07:08:34 PM |
|
আমি আসলে এই ওয়েবসাইটাকে কখনো ব্যবহার করি নাই। তবে আপনার সাজেশন অনুযায়ী, এই পোস্টটা টেক্সট টু ভয়েস দিয়ে ট্রাই করতেছি। যদি এটা ঠিকঠাক মত কাজ করে তাইলে এটা ভবিষ্যতে ব্যবহার করব। আমি আমার ল্যাপটপে একদম মুখের কাছে নিয়ে তারপর ভয়েজ দিচ্ছি। এই পর্যন্ত মোটামুটি সঠিকই আসছে, তবে একটু পর পর কিছু কিছু কারেকশন করা লাগতেছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি আসলে অনেকটা ইম্প্রেসড। আসলেই তো এটা মোটামুটি ভালই কাজ করে।
কয়েকদিন ইউজ করতে থাকেন দেখবেন পরবর্তীতে আরো বেশি ভালো লাগবে, এটা বাংলা ইংলিশ দুটোতেই যদি উচ্চারণ সঠিক থাকে তাহলে খুব সহজে আপনার কারেকশন করতে হবে না, আমার তো অবস্থা বর্তমানে এমন যে আমি অনেক সময় আলসেমির কারণে কি বোর্ডই ব্যবহার করি না। মাঝেমধ্যে যদি ভুল টাইপিং করে তাহলে জাস্ট ওইটুকু টেক্সটকে মাউস এর পয়েন্টার দিয়ে সিলেক্ট করি এবং পুনরায় ভয়েস দেই কিবোর্ডে হাত দিয়ে কাটাছিরা করার প্রয়োজন হয় না। আর শর্টকাট কি গুলো খেয়াল রাখবেন বিশেষ করে ESC, ctrl+Q নিজে এতদিন ধরে ব্যবহার করতেছেন কিন্তু আমাদের বললেন না এটা কোন কথা হইল? এই ওয়েবসাইটটা বুক মার্ক করে রাখলাম ভবিষ্যতে আরো কাজে লাগবে। আমি সাধারণত ইংলিশ গুলো ভয়েস টু টেক্সট হিসেবে ব্যবহার করি। উইন্ডোজ ১১ এর মধ্যে এরকম একটা অপশন অলরেডি থাকে, আমি আপাতত সেটাই ব্যবহার করতেছি। তবে বাংলার জন্য এটা ভালো একটা টুল।
আমার সঠিক মনে নাই বছরখানেক আগে ফোরামেই না কোথাও এটা আমিও অনেক আগে একজনের পোস্টে দেখতে পেয়েছিলাম। সে হিসেবে আপনার মতন লোকের এটা চোখে পড়ে নাই এটা আমার নিকট অবিশ্বাস্য  , বাই দ্যা ওয়ে শুধু উইন্ডোজ ১১ না উইন্ডোজ টেনে WINDOWS+H চাপলে আপনি ইংলিশে ভয়েস টেক্সট দিতে পারবেন, তবে এই ওয়েবসাইটের মতন মজা আর কোথাও পাবেন না জাস্ট অ্যাড ব্লকার ইউজ করে নিবেন। যা আপনি এখন না বুঝলেও কিছুদিন ব্যবহার করলে বুঝবেন।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Wonder Work
|
 |
June 03, 2025, 08:29:48 PM |
|
ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না।
একচুয়ালি ভাই এই ধরনের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও আমরা সঠিকভাবে বাংলা ভাষার বর্ণগুলো সঠিকভাবে বলতে পারিনা। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মায়ের মুখের ভাষা কিন্তু এই ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যার কারণে প্রোপার উচ্চারণ Gboard শুনতে পারে না সেজন্যই সে যেটা শুনতে পারে সেটার উপর বেস করে আউটপুট দেয়। আপনি যদি খেয়াল করে দেখেন বাংলা ভাষার বর্ণমালা গুলো কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো যদি সঠিকভাবে উচ্চারণ করেন তাহলে দেখবেন কোন সমস্যা হচ্ছে না। স্পিকারে কথা বললেও সে সব ধরনের উচ্চারণ সঠিকভাবে লিখে দিচ্ছে। আমাদের মিসটেক হওয়ার কারণগুলো হচ্ছে সঠিকভাবে আমরা বলতে পারি না। আমি এই লেখাটা সম্পূর্ণ ভয়েস ব্যবহার করেই লিখলাম এবং আশা করি এখানে কোন ভুল হচ্ছে না তবে আমার ল্যাপটপে বিজয় বায়ান্ন ব্যবহার করে বাংলা টাইপ করতে অনেক মিসটেক হয়ে যায় এখনো প্রপারলি মিসটেকগুলো কাজে উঠতে পারেনি তবে চেষ্টা করতেছি। আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন।
হ্যাঁ ভাই আপনি কিছুদিন একটিভ ছিলেন না তারপরে একটিভ হলেন এবং এখন বর্তমান সময়ে লোকালে এবং ফোরামে ভালোই সময় দিচ্ছেন। অবশ্যই আপনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করা হবে এবং আপনার এই দশ পজিশন ধরে রাখার চেষ্টা করবেন। এগিয়ে যান ভাই পিছন পিছন আমরাও আসতেছি।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Shishir99
|
 |
June 04, 2025, 08:24:56 AM |
|
একচুয়ালি ভাই এই ধরনের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও আমরা সঠিকভাবে বাংলা ভাষার বর্ণগুলো সঠিকভাবে বলতে পারিনা। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মায়ের মুখের ভাষা কিন্তু এই ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যার কারণে প্রোপার উচ্চারণ Gboard শুনতে পারে না সেজন্যই সে যেটা শুনতে পারে সেটার উপর বেস করে আউটপুট দেয়। ভাই, আপনি কি চিকনে আমারে অপমান করে দিলেন? আমি তো শুদ্ধ বাংলায় কথা বলি এবং আমার ভাষায় কোনো আঞ্চলিক টান নেই। তবুও আমার সমস্যা হচ্ছে, এজন্য আপনি আমারে চিকন করে অপমান করে দিলেন। আর আমি তো জিবোর্ড ব্যাবহার করছি না। ক্রিপ্টো লাইব্রেরি ভাইয়ের দেয়া সেই টুল টা কালকে ব্যাবহার করলাম ল্যাপটপে, মোটামোটি ভালোই মনে হলো। একটু আধটু সমস্যা হচ্ছে, তবে আশা করি ব্যাবহার করতে করতে ঠিক হয়ে যাবে। বাই দ্যা ওয়ে শুধু উইন্ডোজ ১১ না উইন্ডোজ টেনে WINDOWS+H চাপলে আপনি ইংলিশে ভয়েস টেক্সট দিতে পারবেন, তবে এই ওয়েবসাইটের মতন মজা আর কোথাও পাবেন না জাস্ট অ্যাড ব্লকার ইউজ করে নিবেন। যা আপনি এখন না বুঝলেও কিছুদিন ব্যবহার করলে বুঝবেন। আপনাকে ধন্যবাদ এই টুলের জন্য। যখন ল্যাপটপে থাকি, তখন এটা ব্যাবহার করা যাবে। পিসিতে মাইক্রোফোন নাই। তাই বিজয় ৫২ ই ভরসা।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 04, 2025, 10:42:24 AM |
|
একচুয়ালি ভাই এই ধরনের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও আমরা সঠিকভাবে বাংলা ভাষার বর্ণগুলো সঠিকভাবে বলতে পারিনা। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মায়ের মুখের ভাষা কিন্তু এই ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যার কারণে প্রোপার উচ্চারণ Gboard শুনতে পারে না সেজন্যই সে যেটা শুনতে পারে সেটার উপর বেস করে আউটপুট দেয়। ভাই, আপনি কি চিকনে আমারে অপমান করে দিলেন? আমি তো শুদ্ধ বাংলায় কথা বলি এবং আমার ভাষায় কোনো আঞ্চলিক টান নেই। তবুও আমার সমস্যা হচ্ছে, এজন্য আপনি আমারে চিকন করে অপমান করে দিলেন। আর আমি তো জিবোর্ড ব্যাবহার করছি না। ক্রিপ্টো লাইব্রেরি ভাইয়ের দেয়া সেই টুল টা কালকে ব্যাবহার করলাম ল্যাপটপে, মোটামোটি ভালোই মনে হলো। একটু আধটু সমস্যা হচ্ছে, তবে আশা করি ব্যাবহার করতে করতে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না ভাই এখানে শুধু উচ্চারণ এর বিষয় কিছু রয়েছে আমি যে সাইটটা দিয়েছি আপনাকে সেখানে আমি দেখেছি অনেক আঞ্চলিক ভাষাও সঠিক পরিবেশ পেলে সঠিকভাবেই টেক্সট হিসেবে রূপান্তর করে দেয়। আর তাছাড়া যান্ত্রিক ত্রুটি বলে একটা বিষয়ে আমরা ফিজিক্সে পড়ে এসেছি সেটা কিন্তু একজিস্ট করে। আর তাছাড়া আমাদের আশেপাশের পরিবেশ প্রায় সবসময় এরকম থাকে হয় যানবাহনের হর্ন বাজতেছে অথবা পরিবারের কেউ কথা বলতেছে। তবে যখন শান্ত পরিবেশ থাকে তখন গুগল কিবোর্ড বলেন বা অন্য কোন টুলস বলেন সবকিছুই ভালোভাবেই শুনতে পায়। এখানে দোষটা শুধু আমাদের একার না। বাই দ্যা ওয়ে শুধু উইন্ডোজ ১১ না উইন্ডোজ টেনে WINDOWS+H চাপলে আপনি ইংলিশে ভয়েস টেক্সট দিতে পারবেন, তবে এই ওয়েবসাইটের মতন মজা আর কোথাও পাবেন না জাস্ট অ্যাড ব্লকার ইউজ করে নিবেন। যা আপনি এখন না বুঝলেও কিছুদিন ব্যবহার করলে বুঝবেন।
আপনাকে ধন্যবাদ এই টুলের জন্য। যখন ল্যাপটপে থাকি, তখন এটা ব্যাবহার করা যাবে। পিসিতে মাইক্রোফোন নাই। তাই বিজয় ৫২ ই ভরসা। বলেন কি ভাই আপনি তো তাইলে প্রো লেভেলে আছেন বিজয় ৫২ অনেকবার ট্রাই করতে গিয়েছি পারিনাই এর জন্য অভ্রতে চালাই গিয়েছি এবং পরবর্তীতে গেমিং কিবোর্ড কেনার কারণে বাংলা অক্ষর না থাকায় শেখাও হয়নি।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
June 04, 2025, 10:21:39 PM |
|
লেখক: icopressঅরিজিনাল টপিক: [2025] Bitcoin Pizza Day on Bitcointalk 🍕
কিছু কিছু জিনিস আছে যা সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যে পরিণত হয়েছে, আর যেগুলো প্রতি বছর ফিরে আসার মতোই মূল্যবান, কারণ আমাদের সামনে এখনো দীর্ঘ পথ, যেখানে আরও হাজারো নতুন বিটকয়েন ব্যবহারকারী এসে যোগ দেবে। এই কারণেই প্রতি বছর ২২ মে, বিটকয়েন কমিউনিটি উদযাপন করে বিটকয়েন পিজ্জা ডে ... একটি ঐতিহাসিক দিন, যেদিন Laszlo নামের এক ইউজার ১০,০০০ বিটকয়েন দিয়ে মাত্র দুটো পাপা জন’স পিজ্জা কিনেছিলেন। তাই, এই প্রতিযোগিতাটি নিজের রান্নার প্রতিভা দেখানোর পাশাপাশি গড়ে ওঠা এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার একটি অনন্য সুযোগ বলে আমি মনে করি। 🍕 বিজয়ীদের জন্য কি কি পুরষ্কার থাকছে?এই বছর, আমাদের স্পন্সর 🟢 Sportsbet.io! আগের বছরের মতো, এবারও $২৫০০ ডলারের প্রাইজ পুল থাকবে যা ৫ জন বিজয়ীদের মধ্যে ভাগ করে দেয়া হবে। এর পাশাপাশি, আপনি Sportsbet দ্বারা আয়োজিত বড় একটি প্রতিযোগিতায় নিজেকে যাচাই করতে পারেন, যা মূলত বিটকয়েন পিজ্জা ডে কে উৎসর্গ করে আয়োজন করা হয়েছে (নেভিগেশন বারে লিংক দেয়া)। 🎁 |
| |
| |
| | | 🥈 ২/৩য় স্থান | | 🥇 ১ম স্থান | | 🥉 ৪/৫ম স্থান | | |
| |
| |
| | | পুরস্কার $৫০০ | | পুরস্কার $১০০০ | | পুরস্কার $২৫০ | | |
| |
| |
| | | | | | | | |
এটি কিভাবে কাজ করবে?১৩ই মে থেকে ৯ই জুন পর্যন্ত, আপনি আপনার তৈরিকৃত পিজ্জার ছবি পোস্ট করতে পারবেন (নিচে দেয়া রুলস্ পড়ুন)। এরপর নির্ধারিত তারিখের পরে, একটি ভোটিং থ্রেড ক্রিয়েট করা হবে যেখানে, সকলের সম্বলিত প্রচেষ্টায়, ৫ জন বিজয়ী নির্ধারণ করা হবে ( BCA - বিটকয়েন কমিউনিটি এওয়ার্ডে যেভাবে ভোট গণনা করা হয় ঠিক সেভাবে এখানেও ভোট গণনা করা হবে)। - নুন্যতম ২ টি ছবি পোস্ট করবেন: [১] পিজ্জার ছবি + আপনার ইউজারনেম আর তারিখ [২] পিজ্জা তৈরি করার সময়ের ছবি ➥ নোট
- পিজ্জাটিকে বিটকয়েন পিজ্জা হতে হবে (বিটকয়েনটক স্টাইল ফলো করলেও চলবে)।
- পিজ্জাটি আপনাকেই বানাতে হবে / প্রতি ইউজার একটা করে পিজ্জা সাবমিট করতে পারবে ➥ নোট.
- আপনার তৈরি করা খাবারটি পিজ্জা হিসেবে মানা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নিজের।
আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে... আমি আমার পরিবারের সঙ্গে চতুর্থবারের মতো বিটকয়েন পিজ্জা বানাতে গিয়ে একটা ব্যাপার বুঝেছি, পিজ্জা ওভেনে দেওয়ার ৭-১০ মিনিট পর বিটকয়েন সিম্বলগুলো যোগ করলে ভালো হয়। কারণ যদি শুরুতেই সিম্বলগুলো দিয়ে দেয়া হয়, তাহলে ওগুলো পিজ্জা রেডি হওয়ার অনেক আগেই বেশি বেক হয়ে যায়।
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Shishir99
|
 |
June 05, 2025, 02:00:35 PM |
|
আমার মনে হয় না ভাই এখানে শুধু উচ্চারণ এর বিষয় কিছু রয়েছে আমি যে সাইটটা দিয়েছি আপনাকে সেখানে আমি দেখেছি অনেক আঞ্চলিক ভাষাও সঠিক পরিবেশ পেলে সঠিকভাবেই টেক্সট হিসেবে রূপান্তর করে দেয়।
আর তাছাড়া যান্ত্রিক ত্রুটি বলে একটা বিষয়ে আমরা ফিজিক্সে পড়ে এসেছি সেটা কিন্তু একজিস্ট করে। আর তাছাড়া আমাদের আশেপাশের পরিবেশ প্রায় সবসময় এরকম থাকে হয় যানবাহনের হর্ন বাজতেছে অথবা পরিবারের কেউ কথা বলতেছে। তবে যখন শান্ত পরিবেশ থাকে তখন গুগল কিবোর্ড বলেন বা অন্য কোন টুলস বলেন সবকিছুই ভালোভাবেই শুনতে পায়। সেটাই তো ভাই। তবুও অনেক টুল আছে যেগুলো নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। মানে তাদের ওয়েবসাইট নয়েজ গুলো আমলে নেয় না। তবে সব চাইতে বেশি সমস্যা করে সম্ভবত আশে পাশের সাউন্ড গুলো। যদিও আমি তেমন একটা নয়েজ এ থাকি না। সম্ভবত ফ্যানের সাউন্ড এ সমস্যা করতে পারে। আর আমি ফোরামে পোষ্ট করার সময় সাধারণত একা থাকি। আশে পাশে কেউ কোনো কথা বলার প্রশ্নই আশে না। বলেন কি ভাই আপনি তো তাইলে প্রো লেভেলে আছেন বিজয় ৫২ অনেকবার ট্রাই করতে গিয়েছি পারিনাই এর জন্য অভ্রতে চালাই গিয়েছি এবং পরবর্তীতে গেমিং কিবোর্ড কেনার কারণে বাংলা অক্ষর না থাকায় শেখাও হয়নি। যারা ২০১৫ এর আগে বা সেই সময়ে কোনো প্রাইভেট জব বা সরকারি জব করেছেন, আমার ধারণা তারা সবাই বিজয় ৫২ তে মোটামোটি এক্সপার্ট। আমি কোনোদিন মূখস্থ টাইপিং শিখিনাই। অফিসের কাজের জন্য বসে আস্তে আস্তে টাইপ করতে করতে হয়ে গেছে। আমি মোটামোটি বিজয় ৫২ আর অভ্র দুইটাই ব্যাবহার করেছি এবং দুইটাই আমার কাছে ভালো লাগে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 05, 2025, 06:29:00 PM |
|
সেটাই তো ভাই। তবুও অনেক টুল আছে যেগুলো নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। মানে তাদের ওয়েবসাইট নয়েজ গুলো আমলে নেয় না। তবে সব চাইতে বেশি সমস্যা করে সম্ভবত আশে পাশের সাউন্ড গুলো। যদিও আমি তেমন একটা নয়েজ এ থাকি না। সম্ভবত ফ্যানের সাউন্ড এ সমস্যা করতে পারে। আর আমি ফোরামে পোষ্ট করার সময় সাধারণত একা থাকি। আশে পাশে কেউ কোনো কথা বলার প্রশ্নই আশে না।
বাসায় আশেপাশে মানুষের কথাবলার কারনে আমি আমার জন্য আলাদা রুম ব্যবস্থা করে নিয়েছি তবে আমার সমস্যা হচ্ছে এখানে এসি নাই, আছে হলো সিলিং ফ্যান আর সিলিং ফ্যানের কাজ হয় না দেখে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করি আর এটার বাতাসের ফলে মাঝেমধ্যে আমার ভয়েস টাইপিং করতে সমস্যা হয়। আর নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করলেও ডিভাইসের উপরেও উঠে মাইক্রোফোন কতটুকু নিতে পারে এটারও একটা ফ্যাক্ট হয়েছে।
যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ? আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Shishir99
|
 |
June 06, 2025, 01:10:12 PM |
|
ভয়েস টাইপিং মোটামোটি ভালোই লাগছে আমার কাছে। তবুও যে জিনিসে অভ্যাস হয়ে গেছে, সেটা ছাড়বো কিভাবে? আমি সাধারনত অভ্র আর বিজয় ৫২ দুইটাই ব্যাবহার করি। বার বার ট্যাব সুইচ করে করে কপি পেস্ট করাও আমার কাছে প্যাড়া মনে হয়। যেহেতু টাইপিং স্পিড ভালোই, সময় দুটোতে প্রায় সমান সমান লাগে। তাই টাইপিং করে এই পোষ্ট করলাম  যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ? আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না। প্রশ্নটা কি কোনো ভাবে আমাকে করছেন? নাকি অন্যান্য ফোরাম ইউজারদের? অন্যদের করে থাকলে ঠিক আছে। আমার জীবনে কোনোদিন এপল এর কোনো প্রোডাক্ট ইউজ করার সুযোগ হয়নি। নিজে তো কখনো কিনি নাই। সম্ভবত কলিগের এপল ডিভাইস কয়েকবার ব্যাবহার করেছিলাম। আপনি ইন্টারন্যাশনাল ফোরামে পোষ্ট করলে সম্ভবত কুইক কিছু রেসপন্স পেতে পারেন। আমাদের লোকালেও অনেক আম্বানি আছে হয়তো আপনার মতো, কিন্তু সবাই কি আর টর ব্যাবহার করে? 
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
June 06, 2025, 01:23:41 PM |
|
ভয়েস টাইপিং মোটামোটি ভালোই লাগছে আমার কাছে। তবুও যে জিনিসে অভ্যাস হয়ে গেছে, সেটা ছাড়বো কিভাবে? আমি সাধারনত অভ্র আর বিজয় ৫২ দুইটাই ব্যাবহার করি। বার বার ট্যাব সুইচ করে করে কপি পেস্ট করাও আমার কাছে প্যাড়া মনে হয়। যেহেতু টাইপিং স্পিড ভালোই, সময় দুটোতে প্রায় সমান সমান লাগে। তাই টাইপিং করে এই পোষ্ট করলাম  আপনি মিয়া যেটাই সুবিধা পান সেটা করেন, ভয়েস টাইপিং ইউজ করতে হবে এটার কোন বাধ্যবাধকতা নেই, আমি আবার ডাবল স্ক্রিন ব্যবহার করি এর জন্য ভয়েস টাইপিং করে আমি সুবিধা পাই কবে পেস্ট করা আমার কাছে সহজ। যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ? আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না। প্রশ্নটা কি কোনো ভাবে আমাকে করছেন? নাকি অন্যান্য ফোরাম ইউজারদের? অন্যদের করে থাকলে ঠিক আছে। আমার জীবনে কোনোদিন এপল এর কোনো প্রোডাক্ট ইউজ করার সুযোগ হয়নি। নিজে তো কখনো কিনি নাই। সম্ভবত কলিগের এপল ডিভাইস কয়েকবার ব্যাবহার করেছিলাম। আপনি ইন্টারন্যাশনাল ফোরামে পোষ্ট করলে সম্ভবত কুইক কিছু রেসপন্স পেতে পারেন। আমাদের লোকালেও অনেক আম্বানি আছে হয়তো আপনার মতো, কিন্তু সবাই কি আর টর ব্যাবহার করে?  খালি আপনার এ প্রশ্নটা করলে horizontal rule মাইরা দিতাম না লেখার মাঝখানে প্রশ্নটা সবার জন্যই। আর আপনি কি চিপায় আমারে খোঁচা দিয়া কথা কইলেন? এখন তো ঘরে ঘরে আইফোন, ফ্লাগসিপ ডিভাইস বিষয়টা এমন যে "নুন আনতে পান্তা ফুরায় কিন্তু হোন্ডা নিয়ে হাগবার যায়" তবে আমার বিষয়টা তেমন না আমি ভাই নুন এবং পান্তা রেডি রাখার পর প্রায় এক বছরের বেশি সময় ওয়েট করে কিনতে সক্ষম হয়েছি। আমি ভাই আম্বানি না  আমি একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম অ্যাপল তাই শখের বসে অ্যাপল কেনা হয়েছিল, আবার অলরেডি android এ শিফট হয়েও গিয়েছি তবে টর ব্রাউজার এর অনেক সুবিধা রয়েছে মাঝেমধ্যে অনেক ওয়েবসাইট গুগল ক্রমে বা অন্যান্য ব্রাউজারে আমার আইএসপি দিয়ে লোডিং করতে অনেক সময় নেয় অন্যদিকে টর ব্রাউজারে সেটি ফাস্ট হয় , যদিও অনেকে বলবে টর ব্রাউজারে তো আরো স্লো হওয়ার কথা সেটা ভাই আমিও জানি কিন্তু এই ক্ষেত্রে এই বিষয় কেন হয় এটা আমার অজানা। তাই যখন অ্যাপল হাতে নিয়ে থাকি tor ব্রাউজার এর প্রয়োজন বোধ করি তাই প্রশ্নটি জিজ্ঞাসা করা, তবে ভাই আপনি ঠিক বলেছেন আমাদের এই লোকাল বোর্ডে শুধুমাত্র অ্যাপেল বলে কথা না, টেকনিক্যাল আলোচনা করতে গেলে রেসপন্স খুব দেরিতেই আসে, এটার জন্য আমিও গ্লোবালে থ্রেড খুলতে চেয়েছি।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
June 06, 2025, 02:57:57 PM |
|
তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)
🌙 Eid ul Adha Mubarak 🌙
"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you." — Al-Quran (22:37)
আল্লাহ তায়ালা যেনো আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের উপর শান্তি বর্ষিত করেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন যেনো নিজেদের পরিবারপরিজন নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারি।
🌙 Eid Mubarak 🌙
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Royal Cap
|
 |
June 06, 2025, 03:44:57 PM |
|
তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)
🌙 Eid ul Adha Mubarak 🌙
"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you." — Al-Quran (22:37)
আল্লাহ তায়ালা যেনো আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের উপর শান্তি বর্ষিত করেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন যেনো নিজেদের পরিবারপরিজন নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারি।
🌙 Eid Mubarak 🌙
ছবিটি এআই দিয়ে জেনারেট করে, ফোটোশোপ দিয়ে এডিট করা হয়েছে। ঈদ মোবারক, সবাইকে। ইদ মানেই খুশি। আর এই ঈদ, ইদ উল আযহা তা শুধু খুশির নয় বরং ত্যাগের. প্রতিবার কুরবানির সময় এলেই মনে হয়, হযরত ইব্রাহিম (আঃ) কী অদ্ভুত এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন নিজের সন্তানের জীবন পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে রাজি! আমরা হয়তো সেটুকু ভাবতেও পারি না। কিন্তু এই কাহিনি আমাদের শেখায় আল্লাহর জন্য কিছু ছাড়তে হলে সেটাকে মন থেকে কবুল করতে হয়। কুরআনে বলা হয়েছে:"আর আমরা তাকে (ইব্রাহিমকে) এক মহান কুরবানির দ্বারা মুক্তি দিলাম।" — সূরা আস-সাফফাত, আয়াত ১০৭ আর আমাদের প্রিয় নবী (সাঃ) বলেছেন:"কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো কুরবানির পশুর রক্তপাত।" — তিরমিযি, হাদীস ১৪৯৩ আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করেন।(আমিন) আর হ্যাঁ, ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিই ভুলে যাই না পাশের দরিদ্র মানুষটার কথাও, এটাই আল্লাহর কাছে অনেক দামি। আমরা অনেকে আছি যারা কোরবানি দিয়ে মাংসগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখি, সেটা যেন আমরা না করি।
|
|
|
|
|
LDL
|
 |
June 06, 2025, 10:43:46 PM |
|
ঈদ মোবারক
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহতালা প্রত্যেক মুসলমানের সঠিকভাবে কুরবানীর মর্যাদা পালন করে ঈদুল আযহার পালন করার তৌফিক দান করুন। আল্লাহতালা যারা কোরবানির সহি নিয়ত করেছেন তাদের কুরবানী কবুল করুন। সেই সাথে যারা কোরবানির যোগ্যতা অর্জন করতে পারেনি আল্লাহ তা'আলা তাদেরকে কুরবানী দেওয়ার যোগ্যতা দিয়ে দিন। আমরা আজকের দিনটিতে ভেদাভেদ ভুলে প্রত্যেক মানুষ সমান সেই দৃষ্টিকোণ থেকে সকল হিংসা বিদ্বেষ না রেখে আনন্দ উপভোগ করবো। আল্লাহতালা সকলকে আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের ফিলিস্তিনি ভাইদের সকল দুঃখ দুর্দশা দূর করে দিন। পৃথিবীর সর্বোচ্চ ক্ষুধার্ত রাষ্ট্রকে আল্লাহতালা যেন বেহস্তপুরীতে পরিণত করে। তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আবারো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
June 07, 2025, 12:00:41 AM |
|
Eid Mubarak
আজকে পবিত্র ঈদুল আযহা, সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আমরা জানি ঈদুল আযহা মানে ত্যাগ করা, যার সামর্থ্য আছে তার উপর কুরবানী করা ওয়াজিব, তাই যার সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে। আল্লাহ সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। আর যারা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কুরবানি করার নিয়তে পশু ক্রয় করেছেন, আল্লাহ তাবারাকা তায়ালা যেন সবার কুরবানিকে কবুল করে নেন। যাইহোক, দুয়া করি এই পবিত্র ঈদুল আযহা সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। ঈদ মোবারক
আসুন যেহেতু ঈদুল আযহা তাই আলোচনা করি যে কুরবানীর মাংস আপনাদের এলাকায় কিভাবে বন্টন করা হয়ে থাকে? আমাদের লোকাল কমিনিউটিতে যারা আছে সবাই কীভাবে বন্টন করে থাকেন?
|
|
|
|
|
Nothingtodo
|
 |
June 07, 2025, 01:02:37 AM |
|
ঈদুল আযহার শুভেচ্ছা
সবাইকে ঈদুল আযহার মোবারকবাদ জানাচ্ছি। আজকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই দিন মুসলমানদের ধর্মীয় অনুভূতির সর্বোচ্চ ত্যাগের দিন যা আমরা বর্তমানে পশু কোরবানি করে পালন করে থাকি। এই ঈদুল আযহার তাৎপর্য হচ্ছে নিজের পশুত্বকে কুরবানী দেওয়া । আমাদের মধ্যে থাকা বিভেদ হানাহানি ও হিংসাবিদ্বেষ কুরবানি দিয়ে সবাই এক হওয়া।
আমাদের এলাকাতে কুরবানির গোস্ত মূলত সমাজ ভিত্তিক বন্টন করা হয় সমাজ থেকে একটা নির্দিষ্ট অংশ রেখে দেওয়া হয় এবং সেই রেখে দেওয়া অংশ বাড়ি অনুপাতে ভাগ করে দেওয়া হয়।
|
|
|
|
|
LDL
|
 |
June 07, 2025, 11:42:51 PM |
|
Eid Mubarak
আজকে পবিত্র ঈদুল আযহা, সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আমরা জানি ঈদুল আযহা মানে ত্যাগ করা, যার সামর্থ্য আছে তার উপর কুরবানী করা ওয়াজিব, তাই যার সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে। আল্লাহ সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। আর যারা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কুরবানি করার নিয়তে পশু ক্রয় করেছেন, আল্লাহ তাবারাকা তায়ালা যেন সবার কুরবানিকে কবুল করে নেন। যাইহোক, দুয়া করি এই পবিত্র ঈদুল আযহা সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। ঈদ মোবারক
আসুন যেহেতু ঈদুল আযহা তাই আলোচনা করি যে কুরবানীর মাংস আপনাদের এলাকায় কিভাবে বন্টন করা হয়ে থাকে? আমাদের লোকাল কমিনিউটিতে যারা আছে সবাই কীভাবে বন্টন করে থাকেন?
যাদের সামর্থ্য আছে তাদের কুরবানী করতে হবে এটা একটা হুকুম ছিল কিন্তু বর্তমানে রোজার ঈদের মধ্যে সমিতিভিত্তিক গরু জবাই করা হয় যার কারণে কিছু কিছু মানুষ আছে যাদের কুরবানী ওয়াজিব হলেও তারা কুরবানী দেন না। আমাদের সমাজে 350 ঘরে রয়েছে এবং বলতে গেলে আমাদের সমাজে মিনি মাম ৫০ জনের মত কোরবানি ওয়াজিব অথচ তারা কোরবানি করেন না। এরা যারা রয়েছে তারা সবাই আধুনিক সমাজে কোরবানি করে মানে এরা শহরে কোরবানি করে গ্রামে কোরবানি করে না। তাদের বোঝা উচিত গ্রামের মানুষ যারা দরিদ্র তারা বছরে শুধু একবার কোরবানি ঈদের গোশত খেয়ে থাকে কিন্তু তাদেরকে যদি এই কোরবানির গোস্ত থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি বলবো না আমার দেখা বেশ কয়েকজন আমাদের সমাজের বন্টন নীতি নিয়ে আপত্তি করেছে এমন কি বলেছে আমাদের সমাজে নাকি বেশিরভাগ মাংস রেখে দেওয়া হয়। মানে একটা গরু কোরবানি করলে তার অর্ধেক মাংস সমাজে রেখে দেওয়া হয় যার কারণে অধিকাংশ আভিজাত্য শ্রেনীর যারা রয়েছে তারা আমাদের সমাজে কোরবানি করতে চান না। তাদের বোঝা উচিত এই কোরবানি শুধু আত্মত্যাগের কোরবানি যার কারণে তাদের টার্গেট যদি গোস্ত থেকে থাকে তাহলে তারা শহরে দিলেও তাদের কোরবানি হয় না। তবে অন্যান্য বছর যে পরিমাণ কোরবানি হত আমাদের সমাজে এবার অতীতের বছরগুলোর চেয়ে বেশি পরিমাণে কোরবানি হয়েছে। আল্লাহতালা প্রত্যেকটি কোরবানি কবুল করুক। এবং সামনের বছরগুলোতে আরো বেশি আত্মত্যাগের কোরবানি করা তৌফিক দান করুক।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
June 08, 2025, 04:44:21 AM |
|
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ঈদ উদযাপন করলেন কেমন? অনেকেই গতকাল কুরবানী করেছেন, হয়তো আজকেও কিছু কিছু জায়গায় কুরবানী করা হবে। যারা যারা কুরবানি করেছেন আল্লাহ তায়ালা যেন তাদের কুরবানী কবুল করে নেন। আমার পক্ষ থেকে সকলের জন্য দাওয়াত রইলো। এরা যারা রয়েছে তারা সবাই আধুনিক সমাজে কোরবানি করে মানে এরা শহরে কোরবানি করে গ্রামে কোরবানি করে না। তাদের বোঝা উচিত গ্রামের মানুষ যারা দরিদ্র তারা বছরে শুধু একবার কোরবানি ঈদের গোশত খেয়ে থাকে কিন্তু তাদেরকে যদি এই কোরবানির গোস্ত থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি বলবো না আমার দেখা বেশ কয়েকজন আমাদের সমাজের বন্টন নীতি নিয়ে আপত্তি করেছে এমন কি বলেছে আমাদের সমাজে নাকি বেশিরভাগ মাংস রেখে দেওয়া হয়। মানে একটা গরু কোরবানি করলে তার অর্ধেক মাংস সমাজে রেখে দেওয়া হয় যার কারণে অধিকাংশ আভিজাত্য শ্রেনীর যারা রয়েছে তারা আমাদের সমাজে কোরবানি করতে চান না।
আসলে হাদিস কোরআনে কোরবানির মাংস বন্টন করা নিয়ে সরাসরি উল্লেখ নেই যে ৩ ভাগে ভাগ করতে হবে। তবে গত শুক্রবার আমাদের এখানের এক খতিব বয়ানে বললেন, যে কোরআনে আয়াত অনুযায়ী মহান আল্লাহ তা'আলা বলেছেন তোমরা নিজেরা খাও, অভাব দুঃখী মানুষদের খাওয়াও এবং আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীদের দাও, তাই ৩ ভাগে ভাগ করাটা হলো মুস্তাহাব। তাই সমাজে যে ভাগটা দেওয়া হয় তা হলো অভাব দুঃখীদের ভাগ, তাই সমাজে এক ভাগ রাখাই ভালো, আমাদের এলাকায় সকল যায়গায় তিন ভাগের এক ভাগ সমাজে রাখা হয়। আমার এই বিষয়ে মাথায় কিছু যায় না, দেখবেন মাতব্বর শ্রেণীর লোক, যারা সপ্তাহে সপ্তাহে গরুর মাংস খেয়ে থাকে তারাও কিন্তু গরিব-দুঃখীদের জন্য রেখে দেওয়া সমাজের মাংস থেকে ভাগ নেন, এটা আমাদের এলাকায় ঘটে আমি অন্যান্য এলাকায় খবর জানি না। আমি তো দেখি কুরবানীর দিন সমাজের সবাই গরিব দুঃখী অভাব গ্রস্থ লোক, সেদিন ধনী লোক থাকে না, যারা কুরবানী দেয় তারাও আবার সমাজ থেকে মাংস নেয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।
|
|
|
|
|