|
HelliumZ
|
 |
September 01, 2025, 10:15:24 PM |
|
Ranking up/downএখানে অনেক অভিজ্ঞ ও জানাশোনা সদস্যরা রয়েছেন একটু কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার করে দেন তো। এর মানে আমরা এখন যদি ইনআকটিভ থাকি তাহলে আমাকে পয়েন্ট কাটা যাবে এবং আমরা আমাদের নির্ধারিত Rank থেকে ডিমোশন পেয়ে যাব। এখানে বলা আছে 480 দিন এক্টিভিটির জন্য হিরো মেম্বারদের 480 পোস্ট থাকতে হবে । অর্থাৎ এখন থেকে কেউ যদি এই একটিভ হয়ে যায় দু চার বছর পর যদি একটিভ হওয়ার ইচ্ছা করে তাহলে হয়তো তার সেই র্যাংক নাও থাকতে পারে। এরকম করে সকল সদস্যদের জন্যই প্রযোজ্য। তাছাড়া নতুন একটা র্যাংকের / Carry কথা এখানে উল্লেখ করা আছে বিষয়টা কিছুই বুঝিনি। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রইলাম। প্রথম কয়েকটা প্যারাগ্রাফ বুঝেছি তারপর থেকে কি আপডেট আসছে সেটা বুঝতে পারিনি এজন্য এখানে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Bd officer
|
 |
September 02, 2025, 02:04:30 AM |
|
Ranking up/downএখানে অনেক অভিজ্ঞ ও জানাশোনা সদস্যরা রয়েছেন একটু কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার করে দেন তো। এর মানে আমরা এখন যদি ইনআকটিভ থাকি তাহলে আমাকে পয়েন্ট কাটা যাবে এবং আমরা আমাদের নির্ধারিত Rank থেকে ডিমোশন পেয়ে যাব। এখানে বলা আছে 480 দিন এক্টিভিটির জন্য হিরো মেম্বারদের 480 পোস্ট থাকতে হবে । অর্থাৎ এখন থেকে কেউ যদি এই একটিভ হয়ে যায় দু চার বছর পর যদি একটিভ হওয়ার ইচ্ছা করে তাহলে হয়তো তার সেই র্যাংক নাও থাকতে পারে। এরকম করে সকল সদস্যদের জন্যই প্রযোজ্য। তাছাড়া নতুন একটা র্যাংকের / Carry কথা এখানে উল্লেখ করা আছে বিষয়টা কিছুই বুঝিনি। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রইলাম। প্রথম কয়েকটা প্যারাগ্রাফ বুঝেছি তারপর থেকে কি আপডেট আসছে সেটা বুঝতে পারিনি এজন্য এখানে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। আমি এই পোস্ট থেকে যতদুর বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আসলে আমি নিজেও ভালো করে জানতাম না শুরুতে কিভাবে র্যাংক আপ হতো, তবে মেটা বোর্ডের টপিক থেকে বুঝতে পেরেছি। যাইহোক, সেখানে বলা হয়েছে শুরুতে শুধু পোস্ট করলেই একাউন্টের র্যাংক বৃদ্ধি পেত। পরবর্তীতে স্পামারদের প্রতিরোধ করতে একাউন্ট র্যাংক আপ ধীর গতি করার জন্য এক্টিবিটি চালু করা হয়, যেমন সেখানে উল্লেখ করা হয়েছে ৪৮০ এক্টিভিটি হলে হিরো মেম্বার হতো, তার জন্য ৪৮০ দিন সময় লাগতো। তখনও সেটা তারা কার্যকর বলে মনে করেন নি, পরবর্তীতে এক্টিবিটি + মেরিট সিস্টেম চালু করা হয়েছিলো এবং এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখন নতুন করে Carry যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, এর মানে প্রতি ১০ টি পোস্টে কমপক্ষে ১টি মেরিট অর্জন করতে হবে, মানে আপনাকে ০.১ অনুপাতে মেরিট অর্জন করতে হবে। যদি আপনি প্রতি ১০ টি পোস্টে মেরিট অর্জন না করেন, তাহলে আস্তে আস্তে আপনার ডিমোশন হবে, মানে আপনার ০.১ অনুপাতে মেরিট ধরে রাখতে হবে। যদি আপনার একাউন্টে র্যাংক বৃদ্ধি করতে চান, তাহলে ০.১ এর অনুপাতের বেশি মেরিট অর্জন করতে হবে। তাই ডিমোশন রোধ করতে হলে প্রতি ১০ পোস্টে একটি মেধা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। আমার বোঝার মধ্যে ভুল থাকতে পারে, তাই ভুল হলে আমাকে বুঝিয়ে দেওয়া অনুরোধ থাকবে।
|
|
|
|
|
Shishir99
|
 |
September 02, 2025, 11:51:00 AM |
|
বিষয় হইল রেডট পে এখানে একটু গেম খেলেছে সেটা হচ্ছে তারা পেমেন্ট করার জন্য কোন ধরনের চার্জ করে না বরং এখানেও বর্তমানে পেমেন্ট এর উপর ভিত্তি করে ১% ক্যাশব্যাক অফার চলছে কিন্তু অন্যান্য বিষয় যেমন ক্রেডিট কার্ডের ব্যালেন্স নেগেটিভ হয়ে যাওয়া, প্লাস অন্যান্য ইস্যু যেমন ব্যালেন্স না থাকলে প্রতিটা ফেইল ট্রান্সলেশন এর জন্য ০.৫০$ করে কেটে নেওয়া। তার উপর ১০% LTV তাও আবার USDT সহ stable কয়েন গুলোর ওপর, তাই এটাতে সবকিছু মিলিয়ে খাজনার থেকে বাজনা বেশি পড়ে।
দেখি নেক্সট টাইমে আমি বাইবিট এর কার্ডটি ব্যবহার করব
ফালতু একটা সার্ভিস। যদি একান্তই আর কোনো অল্টারনেটিভ আপনার না থাকে, সেইক্ষেত্রে হয়তো এটা ব্যাবহার করতে পারেন। তাছাড়া এই রকম ডাকাতি সার্ভিস ইউজ করার কোনো মানে হয় না। আমি পাইয়োনিয়ার ব্যাবহার করি একই কারনে। এরাও ডাকাত। যখন তখন হুট হাট ব্যালেন্স কেটে নিবে, এই চার্জ অই চার্জ এড করতে থাকবে। আবার ফান্ড ফ্রিজ হয়ে যাবে। এইসব প্যাড়া কে নিবে ভাই? এই ডাকাতের দলের জন্য কোনো কিছু ব্যাবহার করে শান্তি নাই। যেহেতু বাইবিটের কার্ড ইউজ করে ভালো লাগছে আর ক্রিপ্টোতে এসব কোনো প্যাড়া খাচ্ছি না, তাই অন্য কোনো অল্টারনেটিভ আমার খোজা লাগে নাই। আরেকটা ব্যাপারে আমি অনেক বেশি আপসেট যে ফাইবার, আপওয়ারক এর মতো প্ল্যাটফর্ম যে পরিমান কমিশন নেয় প্রতি অর্ডার থেকে, যেটা এক প্রকার মেনে নেয়ার মতো না। আপনারা কেউ মার্কেটপ্লেস এ কাজ করেন?
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Review Master
|
 |
September 02, 2025, 01:32:53 PM |
|
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মার্কেট কিছুটা পাম্প হইছে, ভাবলাম মার্কেট হয়তো আবার বৃদ্ধি পাবে। কিন্তু আসল কাহিনী হইল, Saylor হয়তো বিটকয়েন ক্রয় করেছিল এবং তার বিপরীতে হয়তো তেমন কোন বিক্রির পরিমাণ ছিল নাহ। টুইটঃ https://x.com/saylor/status/1962849375824040406আবার অন্যদিকে Sharplink ও ৩৯ হাজার ইথেরিয়াম ক্রয় করেছে। তাদের কাছে এখনো ৭২.৬ মিলিয়ন ডলার আছে এবং এই পরিমাণ অর্থ দিয়ে সামনের দিনগুলোতে আরও ইথিরিয়াম ক্রয় করবে। টুইটঃ https://x.com/SharpLinkGaming/status/1962848502666691043
একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবিটের প্রিপেইড কার্ড এর কোন এক্সট্রা কোনো ফি রয়েছে?
চাইলে bitnob ব্যাবহার করতে পারেন, কারণ ৩টা পর্যন্ত কোন ফি নেয় নাহ। এরপর তারা ১ ডলার ফি নিয়ে কার্ড ফ্রিজ করে দেয়। সর্বোপরি আপনার সিদ্ধান্তের উপর এখন নির্ভর করবে। Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।
ওরে শালা বিষয়টা তো দেখা যায় পুরাপুরি Collateral Loan এর মতন, যেমন অন্যান্য প্লাটফর্মে বিটকয়েন জামানত হিসেবে রেখে ৬০ পার্সেন্ট পরিমাণ ইউএসজিটি লোন নেওয়া যায়। ঠিক তেমনি এখানেও আমরা স্টেবল কয়েন গুলো জামানত রেখে ডলার পাচ্ছি। কিন্তু আমার কথা হইল ধরেন আমার ১০০ ডলার এর মধ্যে ৯০ ডলার ব্যবহার করা হয়েছে তাহলে আবার বাকি ১০ ডলার কি অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে নাকি সেটা আমি ৯০% ব্যবহার করতে পারব? আর এভাবে টেন পার্সেন্ট সেটা হোক ছোট অ্যামাউন্ট এর হলেও তাদের প্লাটফর্মে থেকে যাব? আমি redotpay ব্যাবহার করি নাই, তাই বলতে পারতেছি নাহ। কিন্তু বাকি ১০% হয়তো দেশনেতার কাছে চইলা যায়।  মজা করলাম, যাইহোক আমি যেহুতু ব্যাবহার করি নাই তাই ১০০% সঠিকভাবে বলতে পারতেছি নাহ। কিন্তু আপনি হইত লোন নিতে পারবেন কার্ড দিয়ে ডলার ব্যাবহারের জন্য। যেমন আপনি ৯০ ডলার ব্যাবহার করলেন এবং পরবর্তীতে আপনি ৯০ ডলার মানে USD জমা করে , আপনার ১০০ ডলারের USDT ফেরত নিতে পারবেন। যেহুতু তাদের শুধু ক্রিপ্টো নয়, বরং ফরেক্স কিংবা fiat এরও জমা করার অপশন রইয়েছে। 
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
September 02, 2025, 05:13:46 PM |
|
Ranking up/downএখানে অনেক অভিজ্ঞ ও জানাশোনা সদস্যরা রয়েছেন একটু কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার করে দেন তো। এর মানে আমরা এখন যদি ইনআকটিভ থাকি তাহলে আমাকে পয়েন্ট কাটা যাবে এবং আমরা আমাদের নির্ধারিত Rank থেকে ডিমোশন পেয়ে যাব। এখানে বলা আছে 480 দিন এক্টিভিটির জন্য হিরো মেম্বারদের 480 পোস্ট থাকতে হবে । অর্থাৎ এখন থেকে কেউ যদি এই একটিভ হয়ে যায় দু চার বছর পর যদি একটিভ হওয়ার ইচ্ছা করে তাহলে হয়তো তার সেই র্যাংক নাও থাকতে পারে। এরকম করে সকল সদস্যদের জন্যই প্রযোজ্য। তাছাড়া নতুন একটা র্যাংকের / Carry কথা এখানে উল্লেখ করা আছে বিষয়টা কিছুই বুঝিনি। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রইলাম। প্রথম কয়েকটা প্যারাগ্রাফ বুঝেছি তারপর থেকে কি আপডেট আসছে সেটা বুঝতে পারিনি এজন্য এখানে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। এটা একটা প্রস্তাবনা ফোরান এ ইন্যাক্টিভ একাউন্ট, হ্যান্ড অভার একাউন্ট, সোল্ড একাউন্ট, স্প্যাম একাউন্ট কমানোর জন্য৷ যেখানে প্রতি ১০ পোস্ট এ ১টা মেরিট ইনকাম না করলে আপনার মেরিট কমে যাবে। যেয়ে একটু পচিয়ে আসেন। এই প্রস্তাব টা যুক্তিহীন। তবে ক্যারি সিস্টেম টা ভালো লেগেছে। তারা এটা প্রস্তাব করতে পারে কিন্তু অন্য কোনো মাধ্যমে। আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন ফোরাম এর মেরিট সার্কুলেশন সব বোর্ড এ সমান না ইভেন ১৯/২০ এও না প্রায় ১০/২০ হাহা৷ তাই এই প্রস্তাব কোনো কাজের ই হবে না৷ ফোরাম একেবারে ডাউন হয়ে যাবে। যদিও অতিত এ এরকম প্রস্তাব আরো অনেক হয়েছিলো কিন্তু কোনো টাই কার্জকর হয় নি।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|
Bd officer
|
 |
September 03, 2025, 02:15:08 AM |
|
💥 ট্রাস্ট পয়েন্ট আপডেট 💥 আপনি বিন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করলে ট্রাস্ট পয়েন্ট অর্জন করতে পারবেন, আপ টু উইক ৩০০ পয়েন্ট। * প্রতি ডিপোজিটে ৫০ পয়েন্ট করে পাবেন। * ৬ টি নেটওয়ার্কের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন: Ethereum, BNB Smart Chain, Arbitrum, Tron, Base & Solana প্রতি ৭ দিন পর পর আবার নতুন করে শুরু করা যাবে। মানে প্রতি সপ্তাহে ৩০০ করে পয়েন্ট অর্জন করা যাবে। ট্রাস্ট ওয়ালেট অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে।
আচ্ছা এই পয়েন্ট অর্জন করে কি ডলারে Swap করা যাবে? আমারও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটি অনেকদিন আগে ফ্রিতে দিয়েছিলো, এখনো প্রতিদিন হয়তো ১০ পয়েন্ট করে দেয়। আসলে এই পয়েন্টের কাজটাই বা কী? নাকী এটা ট্রাস্ট ওয়ালেটের কোন এয়ারড্রপের মতো? কেউ কি বিস্তারিত জানেন?
|
|
|
|
|
LDL
|
 |
September 03, 2025, 03:24:13 AM |
|
Ranking up/downএখানে অনেক অভিজ্ঞ ও জানাশোনা সদস্যরা রয়েছেন একটু কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার করে দেন তো। এর মানে আমরা এখন যদি ইনআকটিভ থাকি তাহলে আমাকে পয়েন্ট কাটা যাবে এবং আমরা আমাদের নির্ধারিত Rank থেকে ডিমোশন পেয়ে যাব। এখানে বলা আছে 480 দিন এক্টিভিটির জন্য হিরো মেম্বারদের 480 পোস্ট থাকতে হবে । অর্থাৎ এখন থেকে কেউ যদি এই একটিভ হয়ে যায় দু চার বছর পর যদি একটিভ হওয়ার ইচ্ছা করে তাহলে হয়তো তার সেই র্যাংক নাও থাকতে পারে। এরকম করে সকল সদস্যদের জন্যই প্রযোজ্য। তাছাড়া নতুন একটা র্যাংকের / Carry কথা এখানে উল্লেখ করা আছে বিষয়টা কিছুই বুঝিনি। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রইলাম। প্রথম কয়েকটা প্যারাগ্রাফ বুঝেছি তারপর থেকে কি আপডেট আসছে সেটা বুঝতে পারিনি এজন্য এখানে বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। এটা একটা প্রস্তাবনা ফোরান এ ইন্যাক্টিভ একাউন্ট, হ্যান্ড অভার একাউন্ট, সোল্ড একাউন্ট, স্প্যাম একাউন্ট কমানোর জন্য৷ যেখানে প্রতি ১০ পোস্ট এ ১টা মেরিট ইনকাম না করলে আপনার মেরিট কমে যাবে। যেয়ে একটু পচিয়ে আসেন। এই প্রস্তাব টা যুক্তিহীন। তবে ক্যারি সিস্টেম টা ভালো লেগেছে। তারা এটা প্রস্তাব করতে পারে কিন্তু অন্য কোনো মাধ্যমে। আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন ফোরাম এর মেরিট সার্কুলেশন সব বোর্ড এ সমান না ইভেন ১৯/২০ এও না প্রায় ১০/২০ হাহা৷ তাই এই প্রস্তাব কোনো কাজের ই হবে না৷ ফোরাম একেবারে ডাউন হয়ে যাবে। যদিও অতিত এ এরকম প্রস্তাব আরো অনেক হয়েছিলো কিন্তু কোনো টাই কার্জকর হয় নি। ঠিক বলেছেন একাধিকবার এরকম প্রস্তাবনা দিতে পারে কিন্তু সেটা ফোরামের জন্য কতটা বন্ধুসুলভ হবে এটাও তো আমাদের ভাবতে হবে। যদি প্রতি 10 পোস্টে একটা করে মেরিট অর্জন করতে না পারা যায় তাহলে তো আমাদেরও সমস্যা হবে। আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করি তারা মূলত পোস্ট মুখ্য বিষয় এখানে মেরিট অর্জন করা গৌণ বিষয়। আমাদের হচ্ছে প্রতিনিয়ত একটা শর্তের মধ্যে সিগনেচার কোর্সগুলো করা লাগে বিশেষ করে দশটা মিনিমাম পোস্ট লাগে গেমবিলিঙ্গে শর্ত পূরণ করার জন্য। কিছু কিছু ক্যাম্পেইনে লোকাল এলাও করে না তারপর যদিও দেয় সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ টা পর্যন্ত পোস্ট দেওয়া যেতে পারে। গেম্বলিংয়ে মেরিট পাওয়া অসম্ভব এবং যদিও দুই চারজনে পায় সেটা অন্যরকম পোস্টে পাওয়া যেতে পারে তাই আমাদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে 10 পোস্টে এক মেরিট অর্জন অসম্ভব। সর্বোপরি এই প্রস্তাবটা অযৌক্তিক এবং সেটা বাস্তবায়ন করাটা আমার মনে হয় অযৌক্তিক। তার পরে ফোরামে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বড় বড় ইউজাররা কি মন্তব্য করে।বড় বড় ইউজাররা মন্তব্য পক্ষেই করবে কেননা তাদের জন্য উল্লেখিত শর্তগুলো পূরণ করা মোটেই কঠিন হবে না। এখন ফোরামের এডমিন যদি অনুমতি দিয়ে দেয় তাহলে তো হয়েই যাবে আর যদি অনুমতি না দেয় তাহলে সম্ভব না। সর্বোপরি ফোরামে আপডেট আসবে এবং সেই আপডেট যদি ইউজারদের বিপক্ষে চলে যায় তাহলে সে আপডেট কখনো অনুমতি দেওয়ার কথা নয়।
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 03, 2025, 09:09:44 PM Last edit: December 08, 2025, 11:27:45 AM by Crypto Library |
|
আগস্ট মাসের একটিভিটি ২০২৫
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন, আবারো নিয়ে আসলাম আরেকটি নতুন মাসের অ্যাক্টিভিটির রিপোর্ট তবে এবার কিছুটা ভিন্নতা পাবেন, মানে নতুন কিছু ডাটা সংযোজন করা হয়েছে Mahiyammahi সহ আরো অনেকেই এর আগেও আমার নিকট এই ডাটা গুলো সংযোজন করে চার্ট তৈরি করতে বলেছেন, অবশেষে কয়েক ঘন্টা ব্যয় করে আজ থেকে নতুন ভাবে তৈরি করা শুরু করলাম, যাই হোক আর বকর বকর না করি, প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা কোয়ালিটি ফুল পোস্ট এর মাধ্যমে একটিভিটি এবং মেরিট আর্ন করেছেন সেই সাথে সাথে তাদেরকেও যারা মেরিট কন্ট্রিবিউশন করেছেন। চার্ট দেখলেই বুঝতে পারবেন গত মাসের তুলনায় প্রায় মেরিট প্রায় 52.4% বেড়েছে। পোস্ট একটিভিটি খুব বেশি বৃদ্ধি না পেলেও কোয়ালিটি ফুল পোস্ট এর সংখ্যা বেড়েছে। নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো। আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 139টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 96টিপ্রথম তিনজন সর্বোচ্চ মেরিট অর্জনকারীঃ1. Bd officer 2. DYING_S0UL 3. Shishir99প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট সেন্ডারঃ1. Xal0lex 2. Premgen 3. NotATether
জুলাই মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 57টিপ্রথম দশজন পোস্টদাতা 1. Crypto Library [22] 2. DYING_S0UL [19] 3. Bd officer [17] 4. Xtraordinarious [16] 5. Review Master [15] 6. Mahiyammahi [10] 7. God Of Thunder [8] 8. BlackHatSojib [6] 9. LDL [6] 10. Shishir99 [6]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
[⬆ ⬇ last position change indicator] 1. Crypto Library [573] ⬆ 2. Learn Bitcoin [569] ⬇ 3. Little Mouse [529] + MotoLM [6] 4. Bd officer [458] 5. DYING_S0UL [444] 6. LDL [359] ⬆7. Review Master [347] 8. shasan [244] ⬆9. Shishir99 [211] 10. Z_MBFM [206] বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ২০২৪ সাল এর অ্যাক্টিভিটিজানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫মার্চ মাসের একটিভিটি ২০২৫এপ্রিল মাসের একটিভিটি ২০২৫মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫জুন মাসের একটিভিটি ২০২৫জুলাই মাসের এক্টিভিটি ২০২৫আগস্ট মাসের একটিভিটি ২০২৫সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটিঅক্টোবর মাসের অ্যাক্টিভিট ২০২৫নভেম্বর মাসের অ্যাক্টিভিট ২০২৫এনাদের ক্রেডিট না দিলেই নয়Ninjastic.Space -> TryNinjaMerit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-121 জন 100DT1 | | এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন | | ________________________________ | ________________________________ | 1. Mitchell 2. jeremypwr 3. gbianchi 4. dbshck 5. buckrogers 6. JayJuanGee 7. NeuroticFish 8. zazarb 9. TryNinja 10. BitcoinGirl.Club 11. ekiller 12. Kryptowerk 13. Vispilio 14. imhoneer 15. MinoRaiola 16. DdmrDdmr 17. shahzadafzal 18. morvillz7z 19. Bthd 20. cryptofrka 21. abhiseshakana 22. efialtis 23. bullrun2024bro 24. PowerGlove
| 1. OgNasty 2. ibminer 3. d5000 4. Pmalek 5. vizique 6. albon 7. Timelord2067 8. hilariousandco 9. minerjones 10. BitcoinPenny 11. pooya87 12. sandy-is-fine 13. SFR10 14. Ale88 15. igebotz 16. fillippone 17. lovesmayfamilis 18. jokers10 19. geophphreigh 20. zasad@ 21. paid2
| source
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
September 04, 2025, 11:51:00 AM Last edit: September 04, 2025, 12:30:26 PM by Bd officer |
|
কাট।
ধন্যবাদ ভাই আরও একটি নতুন আপডেট আনার জন্য, পুর্বে শুধু শীর্ষ পোস্টদাতাদের তালিকা দিয়েছেন, এখন মাসে কে কতটি মেরিট অর্জন করবে/সেন্ট করবে সেটাও দেখা যাবে। অন্যান্য লোকালে দেখি তারা তাদের লোকালে কতটি মেম্বার রয়েছে সেটা নিয়েও প্রতি মাসে টেবিল আকারে আপডেট দিয়ে থাকে। যাইহোক, ভাই আপনাকে অভিনন্দন জানাই, আপনি এখন পর্যন্ত বাংলা লোকালে সর্বোচ্চ পোস্টদাতাদের মধ্যে লাফ দিয়ে ১ নাম্বারে উঠেছেন  । মনে হয় আমারো ডিমোশন হবে, DS ভাই যেভাবে এগোচ্ছে তাতে আমাকে পিছনে ফেলে দিবে। আমিও ট্রাই চালিয়ে যাবো স্থান ধরে রাখার। 
[এডিট] যাইহোক, আমি বাংলা লোকালের এক্টিভ মেম্বারদের তালিকা টেবিল আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা কি দেওয়া ভালো হবে, না আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়? বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বার (আগষ্ট - মাসের টেবিল আপডেট) বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের তালিকা, যারা গত আগষ্ট মাসে এক্টিভ ছিলেন এবং এই সদস্যগুলো প্রায় নিয়মিত বাংলা লোকালে পোস্ট করেন। প্রত্যেক মাসে আপডেট করার চেষ্টা করবো। আমাদের বাংগালীরা অনেক আছে কিন্তু তারা রেগুলার বাংলা থ্রেডে এক্টিভ থাকেন না। গত আগষ্ট মাসে মাত্র ২২ জন মেম্বার এক্টিভ ছিলেন। সবাই বেশি বেশি এক্টিব হওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এই ধরনের টেবিল আকারে মেম্বারদের তালিকা তৈরি করা ভালো হতে পারে, মেম্বারদের উৎসাহ বাড়তে পারে, তাই আমি পাকিস্তান লোকাল মেম্বার Unknown Op পোস্ট করা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি তার পোস্ট দেখে একইভাবে টেবিল সাজানো শিখেছি। বিশেষ দ্রষ্টব্য: যদি কারো নাম বাদ পড়ে যায়, প্লিজ জানাবেন এড করে দিবো।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 04, 2025, 06:37:59 PM |
|
snip
আয় হায় আমি দেখি এই মাসের লিস্ট থেকে বাদ পড়ে গেছি  বাংলা লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের তালিকা, যারা গত আগষ্ট মাসে এক্টিভ ছিলেন এবং এই সদস্যগুলো প্রায় নিয়মিত বাংলা লোকালে পোস্ট করেন। প্রত্যেক মাসে আপডেট করার চেষ্টা করবো। আমাদের বাংগালীরা অনেক আছে কিন্তু তারা রেগুলার বাংলা থ্রেডে এক্টিভ থাকেন না। গত আগষ্ট মাসে মাত্র ২২ জন মেম্বার এক্টিভ ছিলেন। সবাই বেশি বেশি এক্টিব হওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এই ধরনের টেবিল আকারে মেম্বারদের তালিকা তৈরি করা ভালো হতে পারে, মেম্বারদের উৎসাহ বাড়তে পারে, তাই আমি পাকিস্তান লোকাল মেম্বার Unknown Op পোস্ট করা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি তার পোস্ট দেখে একইভাবে টেবিল সাজানো শিখেছি। ভালো কাজ করতে থাকেন এটার প্রয়োজন ছিল। এই লিস্ট দেখে সবার মধ্যে অনুপেরিনা জাগবে আরেকজনের রাঙ্ক আপ করতে দেখে। তবে আপনার লিস্টে অনেককে দেখতে পারতেছি না যারা এক সময় বাংলা বোর্ডে অনেক বেশি একটিভ ছিল যেমন Bitcoin_people , Fuso.hp , Popkon6 , 2Pizza410000BTC , Nothingtodo , Bluedrem এরাও তো বাঙ্গালী আর ফোরামে একটিভ এদেরকেও লিস্টে রাখা উচিত। তারা এখন বাংলা বোর্ডে আসতেছে না হয়তোবা এগুলো দেখে আবারো ফিরে আসবে কৌতূহলী হয়ে। সবাই বাংলা তে পোস্ট করলে তো গ্লোবালে দেখানো যায় যে বাংলা বোর্ডে একটিভিটি অনেক এগুলো দেখিয়ে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যায়।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Bd officer
|
 |
September 05, 2025, 09:16:24 AM |
|
..........এরাও তো বাঙ্গালী আর ফোরামে একটিভ এদেরকেও লিস্টে রাখা উচিত। তারা এখন বাংলা বোর্ডে আসতেছে না হয়তোবা এগুলো দেখে আবারো ফিরে আসবে কৌতূহলী হয়ে। সবাই বাংলা তে পোস্ট করলে তো গ্লোবালে দেখানো যায় যে বাংলা বোর্ডে একটিভিটি অনেক এগুলো দেখিয়ে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যায়।
ভাই, আমি Ninjastic.Space থেকে তথ্যগুলো নিয়েছিলাম, শুধু যারা আগষ্ট মাসে লোকালে ১ টি হলেও পোস্ট করে ছিলেন। এছাড়া এটা প্রথমবারের মতো টেবিল তৈরি করেছি, তবে আমি সামনে মাসে আরও মেম্বার সংখ্যা বেশি করে টেবিল সাজানোর চেষ্টা করবো। আপনি যাদের উল্লেখ করেছেন, তারা দীর্ঘদিন ধরে লোকালে এক্টিব নেই। তবে যারা লোকালে পূর্বে একটিভ ছিল এবং বর্তমানে লোকালে একটিভ থাকে না, কিন্তু গ্লোবালে একটিভ থাকে, আমি Ninjastic.Space থেকে তথ্য নিয়ে তাদেরকেও এই লিস্টে এড করে দিব। ধন্যবাদ।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 05, 2025, 12:57:39 PM |
|
----
অন্যদের আলাপ বাদ দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিৎ আপনার। আপনি মিয়া এই ফোরামে আসছেন বহুদিন হয়। আপনার পরে আসা লোকজন হিরো মেম্বার হয়ে গেছে। আর আপনার অজুহাত হলো লেখাপড়া আর জব, যে কারনে আপনি ফোরামে সম্য দিতে পারেন না আর এজন্য এখনো সিনিয়র মেম্বার হয়েই আছেন। আমার ধারণা, আপনি যা জানেন, তার ২০ শতাংশ যদি মনোযোগ দিয়ে করেন, তাহলেই আপনি হিরো মেম্বার হয়ে যাবেন। ফোরামের জন্য অন্তত ১ ঘন্টা রাখার চেষ্টা করেন। এখান থেকেও তো একটা ইনকাম আপনার জেনারেট হচ্ছে, তাই না? আমি ফোরামে এখন তেমন কোনো কোয়ালিটি পোষ্ট করি না, যদি পোষ্ট কোয়ালিটির দিকে নজর দেই মেরিট এর চিন্তা করে পোষ্ট করি, আমি শিওর যে প্রতি মাসে ১০০+ মেরিট পাওয়া খুব কষ্টের কিছু হবে না। একটু সময় দেন ফোরামে, কাজে লাগবে।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 05, 2025, 01:21:27 PM |
|
----
অন্যদের আলাপ বাদ দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিৎ আপনার। আপনি মিয়া এই ফোরামে আসছেন বহুদিন হয়। আপনার পরে আসা লোকজন হিরো মেম্বার হয়ে গেছে। আর আপনার অজুহাত হলো লেখাপড়া আর জব, যে কারনে আপনি ফোরামে সম্য দিতে পারেন না আর এজন্য এখনো সিনিয়র মেম্বার হয়েই আছেন। আমার ধারণা, আপনি যা জানেন, তার ২০ শতাংশ যদি মনোযোগ দিয়ে করেন, তাহলেই আপনি হিরো মেম্বার হয়ে যাবেন। ফোরামের জন্য অন্তত ১ ঘন্টা রাখার চেষ্টা করেন। এখান থেকেও তো একটা ইনকাম আপনার জেনারেট হচ্ছে, তাই না? আমি ফোরামে এখন তেমন কোনো কোয়ালিটি পোষ্ট করি না, যদি পোষ্ট কোয়ালিটির দিকে নজর দেই মেরিট এর চিন্তা করে পোষ্ট করি, আমি শিওর যে প্রতি মাসে ১০০+ মেরিট পাওয়া খুব কষ্টের কিছু হবে না। একটু সময় দেন ফোরামে, কাজে লাগবে। কি আর কবো। আজকে শুক্রবার অফিস অফ, নামাজ পড়ে এসে সেই যে বসছি সাইট ডেলিভারি দিব বলে, সব টেস্টিং করতে গিয়ে কত কে error খাইলাম, সব কেবল মাত্র ঠিক করলাম এখন আবার সার্ভার ডিপ্লয়মেন্ট করতে হবে সেখানে যে কত কাহিনী দেখতে হবে। কেমন সময় দেই বলেন, অফিসের কাজের পাশাপাশি বাহিরের কিছু কাজ না করলে তো পেট চলবে না। কালকের পরের দিন থেকে আবার আমার ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কোন দিকে যাই, আজকে সারারাত লাগলেও সাইট ডেলিভারি দিতে হবে। বায় দা ওয়ে আমাদের LM ভাই এর সাইট  যাইহোক আমার রাঙ্ক নিয়ে মাথাব্যথা নেই তেমন, চাইলে কয়েকদিনের মধ্যেই হিরো হওয়া যাবে কিন্তু আমার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় যাবে। আমি আপাতত রাঙ্ক নিয়ে চিন্তা করতেছি না, যখন করব তখন অটো হয়ে যাবে ইনশাল্লাহ।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Review Master
|
 |
September 05, 2025, 04:59:44 PM |
|
ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর ০১) Tether গতকালকে ২ বিলিয়নের USDT ইথেরিয়াম ব্লচকচেইনে mint করেছে। এই খবরটি পাওয়ার পর অনেকে খুশি হইছিল, কিন্তু দুঃখের বিষয় হইল Binance শুধু Tron ব্লকচেইন থেকে ethereum ব্লচকচেইনে পরিবর্তন করেছে। ০২) World Liberty Finance (WLFI) গতকালকে Justin Sun এর সর্বমোট ২.৯৪ বিলিয়ন ( ৫৪০ মিলিয়ন unlocked এবং ২.৪ বিলিয়ন locked) WLFI টোকেনকে blacklist করেছে। আর Justin Sun এবং HTX এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, WLFI টোকেনের মূল্য কম হচ্ছে মূলত HTX এক্সচেঞ্জ ব্যাবহার করে Justin Sun ক্রিপ্টো ব্যাবহারকারীদের টোকেন বিক্রি করতেছিল। - https://x.com/zoomerfied/status/1963652870344999137যদিও Justin Sun আজকে টুইট করেছে, কিন্তু সবাই কমেন্টে তাকে তুলোধুলো করতেছে, কারণ তার পোস্টটি AI দিয়ে লেখা মনে হচ্ছে সবার কাছে। - https://x.com/justinsuntron/status/1963807543983263802০৩) Google তাদের নিজস্ব ব্লকচেইনের ঘোষণা দিলো এবং এটি বর্তমানে closed testing এ রয়েছে। মূলত stablecoin মার্কেটে নিজেদের জায়গা দখল করতেই এমন সিদ্ধান্ত, কেননা গত একবছরে stablecoin এর লেনদেন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছ: https://cloud.google.com/startup/beyond-stablecoinsমনে হচ্ছে stablecoin নিয়ে ভালোই প্রতিযোগিতা শুরু হয়েছে, কারণ পরবর্তী খবরটা Stripe এর থেকে এবং তারা stablecoin এর জন্য google এর মত ব্লচকচেইনের ঘোষণা দিয়েছে। ০৩) Tempo নামের নতুন ব্লচকচেইনের ঘোষণা করা হইছে, যেটি stripe ও Paradigm এর মতো বড় বড় কোম্পানিগুলো incubation করেছে। আরও অনেক বড় বড় web2 কোম্পানির নাম আছে। মূলত ব্লচকচেইনটি evm চেইন হবে এবং ১০০,০০০ ট্রান্সজ্যাকসন প্রতি সেকেন্ডে সম্পন্ন করতে পারবে। মুল পোস্টঃ https://x.com/tempo/status/1963634039413510507০৪) Solana ব্লচকচেইনের জনপ্রিয় প্রোজেক্ট Jupiter ক্রিপ্টো ব্যাবহারকারীদের জন্য একটি airdrop checker চালু করেছে। যেটি ব্যাবহার করে, যেকোনো ব্যাবহারকারী তাদের solana ওয়ালেট দিয়ে eligible airdrop গুলো দেখতে পারবে। - https://jup.ag/portfolio/airdrop-checkerDebank যেমন যেকোনো ইথেরিয়াম ওয়ালেট সকল তথ্যাদি দেখার জন্য ভালো, তেমনি sonar.watch প্রোজেক্টটি solana ব্লচকচেইনের জন্য ভালোই জনপ্রিয় ছিল। পরবর্তীতে Jupiter প্রোজেক্টটি ওই প্রোজেক্টটিকে কিনে নেয়। তাই আপনারা চাইলে Dashboard ব্যাবহার করে solana ওয়ালেটের তথ্যাদি দেখতে পারবেন। ০৫) Binance নতুন HODLer Airdrop এর ঘোষণা দিয়েছে এবং প্রোজেক্টের নাম হইল OpenLedger (OPEN) । যারা আগস্ট মাসের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে BNB ব্যাবহার করে Simple Earn কিংবা On-chain Yields এ অংশগ্রহণ করেছেন, তারাই এই airdrop এ eligilbe হয়েছেন। - https://www.binance.com/en/support/announcement/detail/e2faef7fe18f4da68451b311973da10a
পূর্ববর্তী পোস্টের রেপ্লাই
আচ্ছা এই পয়েন্ট অর্জন করে কি ডলারে Swap করা যাবে? আমারও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটি অনেকদিন আগে ফ্রিতে দিয়েছিলো, এখনো প্রতিদিন হয়তো ১০ পয়েন্ট করে দেয়। আসলে এই পয়েন্টের কাজটাই বা কী? নাকী এটা ট্রাস্ট ওয়ালেটের কোন এয়ারড্রপের মতো? কেউ কি বিস্তারিত জানেন?
আপনি পয়েন্টগুলো swap কিংবা trade করা সম্ভব নাহ, আপনি পয়েন্টগুলো শুধু কিছু reward এ redeem করতে পারবেন। বিভিন্ন ক্রিপ্টো কিংবা প্রোডাক্ট ক্রয়ের সময় ছাড় পাবেন। যেমনটা CMC অথবা Coingecko এর ডায়মন্ড ও ক্যান্ডি ব্যাবহার করা যায়।
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 05, 2025, 05:14:33 PM |
|
এতো বড়ড়ড়ড়, কোট মারলাম
আমার মতে মেরিট নিয়ে মাতামাতি না করলেই বেটার। আই মিন কে কত দিলো কে কত পাইলো ঐ হিসাব টা যেটা পোস্টে ইনক্লুড করছো! এখানে একেক জনের একেক মতামত থাকতে পারে, বাট আমার আর এই মেরিট নিয়ে বালের ক্যাচাল ভালোলাগে না। তাই বল্লাম আর কি, এই মেরিট হাইলাইটের বিষয়টা!
----
অন্যদের আলাপ বাদ দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিৎ আপনার। আপনি মিয়া এই ফোরামে আসছেন বহুদিন হয়। আপনার পরে আসা লোকজন হিরো মেম্বার হয়ে গেছে। .................... BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই। ধন্যবাদ 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 05, 2025, 07:51:01 PM |
|
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি। অভিনন্দন তবে আবার উধাও হইয়া যাইয়েন না এবং এটাও মনে কইরেন না যে আপনার পোস্ট কেউ না, আপনার এই ধরনের আপডেট গুলো আমি প্রায়ই পড়ে থাকি কিন্তু জাস্ট রিপ্লাই দেওয়া হয় না। এরকম ডেইলি পিক কিছু আপডেট দেওয়ার মতন লোক আমাদের কমিউনিটিতে কম। এতো বড়ড়ড়ড়, কোট মারলাম
আমার মতে মেরিট নিয়ে মাতামাতি না করলেই বেটার। আই মিন কে কত দিলো কে কত পাইলো ঐ হিসাব টা যেটা পোস্টে ইনক্লুড করছো! এখানে একেক জনের একেক মতামত থাকতে পারে, বাট আমার আর এই মেরিট নিয়ে বালের ক্যাচাল ভালোলাগে না। তাই বল্লাম আর কি, এই মেরিট হাইলাইটের বিষয়টা! আসলে আমি তোমার বিষয়টি ভেবে দেখেছি এর আগের মাসেই এই সম্পর্কে কথাও বলেছি, কিন্তু আমি অন্যান্য দিকগুলোও বিবেচনা করেছি মেরিট নিয়ে ক্যাচাল আমাদের বোর্ডে থাকবেই এবং কিছু কিছু গ্লোবাল মেম্বারদের পেট চালানোর জন্য হলেও এই ক্যাচাল দূর হবে না সেই সাথে সাথে আমাদের দোষ তথা আছেই। কিন্তু আমি একটু বড় পরিসরে চিন্তা করেছে এখানে কারণ যখন মেরিট কনট্রিবিউট করা এবং আর্নিং এর বিষয়গুলো আমাদের মেম্বার গুলা দেখবে তাদের কনশিয়াস মাইন্ড হোক সাব-কনশিয়াস মাইন্ড হোক দুটোর একটানা একটায় অবশ্যই ঢুকবে এবং তার ফলে প্রতিযোগিতা তৈরি হতে পারে, আমি কিন্তু মেরিট আরনিং বলতে মেরিট ফার্মিং এর কথা বলছি না যারা কোয়ালিটি ফুল পোস্ট করবে এবং কন্ট্রিবিউট করার মাধ্যমে রেওয়ার্ড হিসেবে মেরিট পাবে এদের মধ্যে কম্পিটিশন হলে আমাদের নিজেদের কমিউনিটির জন্যই ভালো। কিন্তু অভিনন্দন বিভিন্ন ব্যানার এইগুলোতে আমরা যদি নিজেরা নিজেরা মেরিট লেনদেন করি তাহলে ডাল মে কুচ কালা হ্যান তো মানুষ বলবেই। তাই আমি নতুন করে কিছু ডাটা এড করেছি, এবং ভাবতেছি সেটা কন্টিনিউ করব, এটা আলাদা আলাদা ভাবে করতে গিয়ে আমার এক থেকে দুই ঘন্টা বেশি সময় লাগতেছে তবে তারপরও আমি মনে করি এটি প্রতিযোগিতা মূলক পরিবেশ তৈরি করতে পারে। বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই। ধন্যবাদ  ব্যবহার করতে থাকো কিন্তু আগে যে বিষয়গুলা বলে দিয়েছি মাথায় রেখো অতিরিক্ত টাকা redotpay ওয়ালেটে না রাখাই ভালো হবে এবং সব সময় মেইল চেক করবে যে ব্যালেন্স নেগেটিভ হয়ে আছে কিনা। তাছাড়া ব্যবহার করতে পারো।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 05, 2025, 08:32:14 PM |
|
কোট
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে। আমি নিজেরো পছন্দ না, বাবা ডে মামা ডে ফুফা ডে টাইপ পোস্ট। হ্যাঁ ক্রিপ্টো রিলেটেড দিনগুলোর পক্ষে আছি আমি। যেমন: সাতোসির জন্মদিন ইত্যাদি। বাট মাঝে মাঝে যে এই মামা চাচা টাইপ পোস্ট দেখি তা দেখলে বিরক্তই লাগে। একবার দেখছিলাম কে জানি, ট্রাম্পের জন্মদিন পালন করতেছে! তিনি কি আপনার চাচা লাগে! এগুলো একেবারে ভোগাস পোস্ট! না রাখি নাই। পেমেন্টের পর বেচে যাওয়া ব্যালেন্স উইথড্র করে নিসি অলরেডি!
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Review Master
|
 |
September 05, 2025, 08:38:35 PM |
|
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি। অভিনন্দন তবে আবার উধাও হইয়া যাইয়েন না এবং এটাও মনে কইরেন না যে আপনার পোস্ট কেউ না, আপনার এই ধরনের আপডেট গুলো আমি প্রায়ই পড়ে থাকি কিন্তু জাস্ট রিপ্লাই দেওয়া হয় না। এরকম ডেইলি পিক কিছু আপডেট দেওয়ার মতন লোক আমাদের কমিউনিটিতে কম। ধন্যবাদ , কিন্তু আমার কোনো ঠিকঠিকানা নাই। কারণ একতো web3 এর চাকরি , তার উপর পড়ালেখা এখনো শেষ হয়নাই এবং কিছুদিন পর পর পরীক্ষা থাকে। তাই এখানে প্রতিদিন পোস্ট করতে চাইলেও, সময় হয়ে উঠে নাহ। তার থেকে সবচেয়ে বড় সামস্যা হইলো, mac সিস্টেমে বাংলা কিবোর্ড ভালো নাই। Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে। প্রতিদিন মার্কেট নিয়ে এমন খবর এখন থেকে দেওয়ার চেষ্টাই করতেছি, দেখহি আর কি কি আপনাদের সাথে ভাগাভাগি করা যায়। যদিও আমি ট্রেডিং নিয়ে তেমন ভালো নাহ, নইলে মার্কেট নিয়েও তথ্যাদি সবার জন্য পোস্ট করতাম। 
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 05, 2025, 08:54:33 PM Merited by DYING_S0UL (1) |
|
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
তুমি কি এটা ধরে নিয়েছো যে আমাদের বাংলা কমিউনিটিতে আর লোকজন আসবে না? আর এটার গ্রোথ হবে না, তুমি, আমি, সহ এমন আরো অনেক মেম্বাররা রয়েছে যারা বাংলা বোর্ড এর পরে যুক্ত হয়েছে এবং বর্তমানে নিজেদের একটা ভালো পজিশন তৈরি করতে পেরেছে। এবং আমি এটাও বিশ্বাস করে যে সামনে অবশ্যই আরো লোক আসবে একজন আরেকজনের হাত ধরেই আসবে যেমন তোমার থেকে তোমার বন্ধুবান্ধব বা কাজিন ফোরাম সম্পর্কে জেনে আসতে পারে এমনকি আমরা যে 20-30 জন একটিভ লোক রয়েছি এদের থেকে এভাবেই লোক আসতে পারে, যাই হোক বাদ দাও আমাদের বাংলা থ্রেডে যেসব ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি চলে, অন্যান্য লোকাল বোর্ডের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো কিছুই হতো না যেমন ইতালিয়ান থেকে শুরু করে আরো অনেক বোর্ড রয়েছে যেখানে মেরিট সোর্স বেশি থাকার কারণে এমন অনেক পোস্ট রয়েছে যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মেরিট পেয়েছে যেখানে আমাদের বাংলা থ্রেডের অনেক কোয়ালিটি ফুল পোস্টেও মেরিট দেখা যায় না। এই দেখেন Review Master ভাই এত ব্যস্ততার মাঝেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নিউজগুলো আমাদের কাছে তুলে ধরে কিন্তু তার পোস্টের মূল্যায়ন হিসেবে আমি এক/ দুইটা মেরিট মাঝেমধ্যে দেই অন্যান্য বোর্ডে হলে এখানে পাঁচ দশটা মেরিট থাকতো। বাদ দাও এইসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করলে করলে হতাশা তারা আর কিছু পাবে না তাই পজেটিভ কিছু চিন্তা কর পরের বিষয় পরে দেখা যাবে। ধন্যবাদ , কিন্তু আমার কোনো ঠিকঠিকানা নাই। কারণ একতো web3 এর চাকরি , তার উপর পড়ালেখা এখনো শেষ হয়নাই এবং কিছুদিন পর পর পরীক্ষা থাকে। তাই এখানে প্রতিদিন পোস্ট করতে চাইলেও, সময় হয়ে উঠে নাহ। তার থেকে সবচেয়ে বড় সামস্যা হইলো, mac সিস্টেমে বাংলা কিবোর্ড ভালো নাই। Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে। প্রতিদিন মার্কেট নিয়ে এমন খবর এখন থেকে দেওয়ার চেষ্টাই করতেছি, দেখহি আর কি কি আপনাদের সাথে ভাগাভাগি করা যায়। যদিও আমি ট্রেডিং নিয়ে তেমন ভালো নাহ, নইলে মার্কেট নিয়েও তথ্যাদি সবার জন্য পোস্ট করতাম।  যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন- https://www.speechtexter.com/আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি  যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন- ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা. ESC------ মাইক অফ রাখা বা চালু করা .
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 05, 2025, 09:27:36 PM |
|
যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন- https://www.speechtexter.com/আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি  যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন- ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা. ESC------ মাইক অফ রাখা বা চালু করা . হোয়াট দা ভাই আপনি এটা কি জিনিস দিলেন এর আগে আপনি জিবোর্ডেন সাজেশন দিয়েছিলেন কিন্তু সেখানে তেমন ভাও করতে পারি নাই। তবে এটা দেখি ভালই পাওয়ারফুল যদিও পারফেক্ট না তা তবুও কাজ চালানোর মতো। আমি মিয়া পিসিতে বাংলা টাইপ করতে পারিনা তাই এতদিন মোবাইলে টাইপ করতাম আর সেটা টেলিগ্রাম হয়ে পিসিতে পার করতাম। আর এভাবেই মূলত এতদিন ধরে আমি পোস্ট করে গেছি। আমি তাইতো বলি আপনি এত বড় বড় পোস্ট কেমন করতেছেন! আমার একটা পোস্ট লিখতেই মনে হয় ১০ থেকে ২০ মিনিট সময় লেগে যায়। তার ওপর আবার বানান ঠিক করা এডিট করা বারবার রিভিউ করা এগুলো তো করা লাগেই। কত বার যে পোস্ট ঠিক করি লেখা ঠিক করি স্পেলিং ঠিক করি তার হিসাব নাই। এমন কি আমি নোটপ্যাডে সেভ করি আগে। ম্যালা কাজের জিনিস দিলেন! আসলেই সময় বাঁচায় দেয়!  মেরিট আর্নারের এই হিসাব কি শুধু লোকালে সীমাবদ্ধ নাকি টোটাল ফ্রম গ্লোবাল?
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|