|
Review Master
|
 |
September 05, 2025, 09:28:07 PM |
|
Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে।
যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন- https://www.speechtexter.com/আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি  যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন- ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা. আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ। আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 06, 2025, 06:52:06 AM |
|
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
ওগুলো দেখে কি লাভ? যার যার চিন্তা তার করা লাগবে। আমি ডিটেক্টিভ না। মানুষের জন্য চিন্তা করা ছেড়ে দিছি। তবুও মাঝে মাঝে দুই একজনকে দু চার কথা বলি। আপনি যাদের কথা বললেন, এনাদেরকে আমার চেনা হয়ে গেছে। এনাদের আমি অলরেডি রিচ করেছিলাম কয়েকবার। লোকাল থ্রেড এ মেনশন করে বুঝানোর চেষ্টা অব্দি করেছি। কিন্তু ওনাদের কাছ থেকে কোনো পজেটিভ রেসপন্স আমি পাইনি। তো, সেই সময় থেকেই মূলত আমি ওনাদেরকে নিয়ে আর আলাপ করি না। ওনারা যদি কোনোদিন ফেঁসে যায়, সেটার জন্য ওনারা নিজেরাই দায়ী থাকবেন। তবে এটা সবাই জানে যে চোরের দশ দিন, গৃহস্থের এক দিন। সেই এক দিনের ধকল ই ওনারা সামাল দিতে পারবে না। যারা পারে, তারা কোনো প্রকার এবিউজ ছাড়াই পারে। মেরিটের জন্য এবিউজ করা লাগে না।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 06, 2025, 11:28:00 AM |
|
হোয়াট দা ভাই আপনি এটা কি জিনিস দিলেন এর আগে আপনি জিবোর্ডেন সাজেশন দিয়েছিলেন কিন্তু সেখানে তেমন ভাও করতে পারি নাই। তবে এটা দেখি ভালই পাওয়ারফুল যদিও পারফেক্ট না তা তবুও কাজ চালানোর মতো। আমি মিয়া পিসিতে বাংলা টাইপ করতে পারিনা তাই এতদিন মোবাইলে টাইপ করতাম আর সেটা টেলিগ্রাম হয়ে পিসিতে পার করতাম। আর এভাবেই মূলত এতদিন ধরে আমি পোস্ট করে গেছি। আমি তাইতো বলি আপনি এত বড় বড় পোস্ট কেমন করতেছেন! আমার একটা পোস্ট লিখতেই মনে হয় ১০ থেকে ২০ মিনিট সময় লেগে যায়। তার ওপর আবার বানান ঠিক করা এডিট করা বারবার রিভিউ করা এগুলো তো করা লাগেই। কত বার যে পোস্ট ঠিক করি লেখা ঠিক করি স্পেলিং ঠিক করি তার হিসাব নাই। এমন কি আমি নোটপ্যাডে সেভ করি আগে। ম্যালা কাজের জিনিস দিলেন! আসলেই সময় বাঁচায় দেয়!  তুমি মিয়া কোন জগতে থাকো? আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেডে , তাছাড়া মেবি অল্ট কয়েন টকেও এই টুলসটি নিয়ে কয়েকবার কথা বলা হয়েছে। মেরিট আর্নারের এই হিসাব কি শুধু লোকালে সীমাবদ্ধ নাকি টোটাল ফ্রম গ্লোবাল? অবশ্যই, বিষয়টা অনেকটা এরকম তোমহারা কুত্তা টমি, মেরা কুত্তা ডগি ? ঘেউ ঘেউ আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।
আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে। আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে টাইপিং স্কিল মোটামুটি ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
September 06, 2025, 12:06:01 PM |
|
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন। - https://zealy.io/cw/sailorfi/questboardএছাড়াও তাদের discord অ্যাম্বাসিডর প্রোগ্রাম চলে, যেখানে Pirate King role পাইলে $৫০ রিওয়ার্ড পাবেন এবং Anchor Lad role যারা পাবে, তারা $১০ করে পায়। শুধুমাত্র আপনাদেরকে প্রজেক্ট নিয়ে টুইট, তাদের টুইটে engagement ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে Anchor পয়েন্ট সংগ্রহ করে সেরা ২ কিংবা ১০ এ থাকতে হবে। তাদের Discord গেলেই বিস্তারিত জানতে পারবেন। তাই যারা অংশগ্রহণ করতে চান, চাইলে অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতা তেমন একটা নেই। 
আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।
আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে। আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে টাইপিং স্কিল মোটামুটি ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা। আমার মতো আইলসা নাহ, কারণ এই আসলামির জন্যই জীবন থেকে অনেক কিছু হারায় গেছে , কিংবা হাসিল করতে পারি নাই। তাই এখন আলসামি কমানোর চেষ্টায় লেগে আছি। 
|
|
|
|
|
Malam90
|
 |
September 06, 2025, 01:22:45 PM |
|
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন। - https://zealy.io/cw/sailorfi/questboardএছাড়াও তাদের discord অ্যাম্বাসিডর প্রোগ্রাম চলে, যেখানে Pirate King role পাইলে $৫০ রিওয়ার্ড পাবেন এবং Anchor Lad role যারা পাবে, তারা $১০ করে পায়। শুধুমাত্র আপনাদেরকে প্রজেক্ট নিয়ে টুইট, তাদের টুইটে engagement ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে Anchor পয়েন্ট সংগ্রহ করে সেরা ২ কিংবা ১০ এ থাকতে হবে। তাদের Discord গেলেই বিস্তারিত জানতে পারবেন। তাই যারা অংশগ্রহণ করতে চান, চাইলে অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতা তেমন একটা নেই। 
আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।
আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে। আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে টাইপিং স্কিল মোটামুটি ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা। আমার মতো আইলসা নাহ, কারণ এই আসলামির জন্যই জীবন থেকে অনেক কিছু হারায় গেছে , কিংবা হাসিল করতে পারি নাই। তাই এখন আলসামি কমানোর চেষ্টায় লেগে আছি।  ভাই কেমন আছেন? প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক। যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ। আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে। সকলের জন্য শুভকামনা রইলো।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 06, 2025, 01:29:03 PM |
|
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
আমি আমার পোস্টে কিছু লিখছিলাম কিন্তু পরবর্তীতে এডিট করে দিচ্ছি কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার আর কোন ইচ্ছা আমার নাই। বাঙালি হয়ে চাই বাঙালি ভাই ব্রাদাররা ভালো কিছু করুক কিন্তু যা করতাছে তা নিয়ে যদি কেউ মুখ খুলে গ্লোবাল থেকে তাইলে সব অ্যাকাউন্ট চাদে চলে যাবে। যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না কারণ এমনিতেই অনেকে আমাকে শত্রু বলে মনে করে এজন্য এগুলো নিয়ে কোন কথা বলি না এখন কারণ ভালোর জন্য বললেও সেটি খারাপ হিসেবে মনে করে অনেকে। বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই।
দাদা গুগু দেখছেন গুগুর ফাদ দেখেন নাই  এই কথা বললাম এই কারণে যে একটা সময় redotpay অনেক ভালো ছিল। এখন দেখবেন আপনার ব্যালেন্স থাকবে না কিন্তু কোন একটি প্লাটফর্ম থেকে অটো রিনিউ চালু থাকলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য -$1 করে আপনার ব্যালেন্সে যোগ হতে থাকবো। তাই এখন redotpay গলার কাঁটা হইয়া গেছে। আমার এখন ব্যালেন্স -$32  কোট
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে। আমি নিজেরো পছন্দ না, বাবা ডে মামা ডে ফুফা ডে টাইপ পোস্ট। হ্যাঁ ক্রিপ্টো রিলেটেড দিনগুলোর পক্ষে আছি আমি। যেমন: সাতোসির জন্মদিন ইত্যাদি। বাট মাঝে মাঝে যে এই মামা চাচা টাইপ পোস্ট দেখি তা দেখলে বিরক্তই লাগে। একবার দেখছিলাম কে জানি, ট্রাম্পের জন্মদিন পালন করতেছে! তিনি কি আপনার চাচা লাগে! এগুলো একেবারে ভোগাস পোস্ট! না রাখি নাই। পেমেন্টের পর বেচে যাওয়া ব্যালেন্স উইথড্র করে নিসি অলরেডি! ধুর মিয়া খালি খোচা দিয়া দিয়া কথা কন। মাঝে মাঝে এগুলা দেখতে হয় নয়কে বিনোদন থাকে না। আমি বাংলাতে এইসা আইসা বিনোদন নিয়া যায় এইসব ডে, কংগ্রাচুলেশন এর ব্যানার দেইখা দেইখা। আমি তাদের পরামর্শ দিবো আরো বেটার ব্যানার ডিজাইনের যিনি Canva ব্যবহার করার জন্যে। এমন পরামর্শের জন্য ধন্যবাদ আশা করছি 
|
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
September 07, 2025, 06:35:37 PM |
|
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
খুব ভালো একটা কথা বলেছেন। বিটকয়েন টক ফোরাম সম্পর্কে খুব কম বাঙালি জানে৷ আমার দেখা মতে ৯০% বাঙালি জানে বিটকয়েন সম্পর্কে, কিন্তু কেও জানে না বিটকয়েন এর একটা ফোরাম ছিলো যেখানে শাতশি নিজে সবার সাথে ইন্টারেকশন করেছে। আর নতুন ফ্রেন্ড সার্কেল এর ফোরাম এর সাথে পরিচয় করাতেও ভয় লাগে। কারন ওদের সাথে ওয়ালেট এ কত শত লেনদেন আছে। ফোরাম এর খুব বাজে একটা বিষয় ওয়ালেট এর ট্রাঞ্জেকশন কেই সন্দেহ ভাজন ভাবে দেখে আর আমাদের লোকাল দের ও আরো বাজে ভাবে দেখে৷ আপনাদের কি অবস্থা? এ নাগাদ কতজন বাঙালি ফ্রেন্ড কে ফোরাম সম্পর্কে বলেছেন।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|
Review Master
|
 |
September 07, 2025, 10:06:32 PM |
|
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন। - https://zealy.io/cw/sailorfi/questboardভাই কেমন আছেন? প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক। যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো লাগলো যে, আপনিও ফোরামে আবার ফেরত এসেছেন। লোকাল বোর্ড পেতে আরও সময় লাগবে হয়তো, দেখা যাক কতদিন লাগে। আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে। সকলের জন্য শুভকামনা রইলো।
আপনি তো এখন এয়ারদড্রপ করে ভালোই ইনকাম করতেছেন। লেগে থাকেন, আশা করায যায় সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এয়ারড্রপ পাবেন। 
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 07, 2025, 10:37:32 PM |
|
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
ওগুলো দেখে কি লাভ? যার যার চিন্তা তার করা লাগবে। আমি ডিটেক্টিভ না। মানুষের জন্য চিন্তা করা ছেড়ে দিছি। তবুও মাঝে মাঝে দুই একজনকে দু চার কথা বলি। আপনি যাদের কথা বললেন, এনাদেরকে আমার চেনা হয়ে গেছে। এনাদের আমি অলরেডি রিচ করেছিলাম কয়েকবার। লোকাল থ্রেড এ মেনশন করে বুঝানোর চেষ্টা অব্দি করেছি। কিন্তু ওনাদের কাছ থেকে কোনো পজেটিভ রেসপন্স আমি পাইনি। তো, সেই সময় থেকেই মূলত আমি ওনাদেরকে নিয়ে আর আলাপ করি না। ওনারা যদি কোনোদিন ফেঁসে যায়, সেটার জন্য ওনারা নিজেরাই দায়ী থাকবেন। তবে এটা সবাই জানে যে চোরের দশ দিন, গৃহস্থের এক দিন। সেই এক দিনের ধকল ই ওনারা সামাল দিতে পারবে না। যারা পারে, তারা কোনো প্রকার এবিউজ ছাড়াই পারে। মেরিটের জন্য এবিউজ করা লাগে না। তাও ঠিক! নিজের সারাদিনের কাজ শেষ করতে করতেই মাথার ঘাম পা অব্দি চলে যায় আবার এইসব নিয়ে চিন্তা করার সময় কখন! যাই হোক, এরা গ্লোবালে গিয়ে মারা খাবে আর শেষে গিয়ে একদল এসে আমাদের নিচু করার ট্রাই করবে (ইউ নো হোয়াট আই মিন)। এই জিনিসটা একদমই ভালো লাগেনা! আকাম করবে দুই একজন আর দোষ চাপানোর ট্রাই করবে পুরো লোকালের উপর!
তুমি মিয়া কোন জগতে থাকো? আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেডে , তাছাড়া মেবি অল্ট কয়েন টকেও এই টুলসটি নিয়ে কয়েকবার কথা বলা হয়েছে। সিরিয়াসলি আমার চোঁখে পড়ে নাই! Gboard নিয়ে আলোচনা হইছিলো সেটায় ছিলাম, বাট এবার যেই সাইটটার খোজ দিলা তা আমি প্রথম দেখলাম, বা দেখেও মনে করতে পারতেছিনা!
আপনাদের কি অবস্থা? এ নাগাদ কতজন বাঙালি ফ্রেন্ড কে ফোরাম সম্পর্কে বলেছেন।
শূন্য!  মানুষ ভালো না।
দাদা গুগু দেখছেন গুগুর ফাদ দেখেন নাই  এই কথা বললাম এই কারণে যে একটা সময় redotpay অনেক ভালো ছিল। এখন দেখবেন আপনার ব্যালেন্স থাকবে না কিন্তু কোন একটি প্লাটফর্ম থেকে অটো রিনিউ চালু থাকলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য -$1 করে আপনার ব্যালেন্সে যোগ হতে থাকবো। তাই এখন redotpay গলার কাঁটা হইয়া গেছে। আমার এখন ব্যালেন্স -$32  ধুর মিয়া খালি খোচা দিয়া দিয়া কথা কন। মাঝে মাঝে এগুলা দেখতে হয় নয়কে বিনোদন থাকে না। আমি বাংলাতে এইসা আইসা বিনোদন নিয়া যায় এইসব ডে, কংগ্রাচুলেশন এর ব্যানার দেইখা দেইখা। আমি তাদের পরামর্শ দিবো আরো বেটার ব্যানার ডিজাইনের যিনি Canva ব্যবহার করার জন্যে। এমন পরামর্শের জন্য ধন্যবাদ আশা করছি  লল! টাকা না দিয়ে যদি এপস্ আনইন্সটল করে দেই তাহলে কি আমার জেল জড়িমানা দিতে হবে? সিরিয়াসলি ভাই! এইসব নানা ডে দাদা ডে দেখছি নিজেকে কনট্রলে রাখতে পারিনা। অনেক আবেগি হয়ে যাই  ! আমি নিজেই মাঝে মাঝে এই ডে টে নিয়ে পোস্ট করি, বাট চেষ্টা বিটকয়েন রিলেটেড রাখার জন্য!
ভাই কেমন আছেন? প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক। যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ। আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে।
আপনি তো এখন এয়ারদড্রপ করে ভালোই ইনকাম করতেছেন। লেগে থাকেন, আশা করায যায় সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এয়ারড্রপ পাবেন।  মালাম ভাই আপনাকে তো দেখাই যায় না! অল্টটকেও তো দেখিনা আর! বাইদাওয়ে আমাদের দিকেও দুই চারটা টিপস ট্রিক্স হ্যাক ছুড়ে মারেন! আমরাও একটু করে দিকে! কি লাগবে না লাগবে কত লাগবে কিভাবে কি!
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 08, 2025, 12:26:28 AM |
|
তাও ঠিক! নিজের সারাদিনের কাজ শেষ করতে করতেই মাথার ঘাম পা অব্দি চলে যায় আবার এইসব নিয়ে চিন্তা করার সময় কখন! যাই হোক, এরা গ্লোবালে গিয়ে মারা খাবে আর শেষে গিয়ে একদল এসে আমাদের নিচু করার ট্রাই করবে (ইউ নো হোয়াট আই মিন)। এই জিনিসটা একদমই ভালো লাগেনা! আকাম করবে দুই একজন আর দোষ চাপানোর ট্রাই করবে পুরো লোকালের উপর! একটা ক্লাসে কিন্তু সব পোলাপাইন দুষ্টু থাকে না। যে দুই চারটা থাকে, ওইগুলাই পুরা ক্লাস গরম করে রাখে। স্যার এসে তখন একদিক থেকে বেত্রাঘাত শুরু করে, তখন কিন্তু দেখে না কোনটা শয়তানি করছে আর কোনটা চুপ ছিলো। আমরা স্কুলে সেই সময় পার করে আসছি যেখানে তিন চারটা বেত এক সাথে বেধে তারপর পাছায় আর পিঠে বাইরাইতো। এখন তো আবার স্কুল অন্য রকম হয়ে গেছে। ছোট বাচ্চাদের গায়ে হাত তোলা একদম নিষেধ সেটা যতো বেয়াদবই হোক। সামনে বেয়াদব একটা জেনারেশন দেখবেন। পাশের বাড়ির এক মহিলা সেদিন প্রাইমারী স্কুলে গিয়ে শিক্ষক কে হুমকি দিয়ে আসছে, কারণ শিক্ষক তার ছেলে কে শাসন করেছে। যাই হোক, প্রতিটা লোকাল সেকশনেই দুই এক জন আছেন, যারা এতো কিছু মানতে চায় না। আমি মনে করি, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিলো, ততটুকু করার চেষ্টা করেছি। বাকিটা আসলে ওনাদের ওপরে। এর বেশি কিছু বলতে গেলে রাগারাগী হবে। কি দরকার ভাই?
|
|
|
|
|
Review Master
|
 |
September 08, 2025, 08:39:50 PM Merited by DYING_S0UL (1) |
|
জরুরি সতর্কতা - সকল DeFi ব্যাবহারকারীদের জন্য
সকল DeFi ব্যাবহারকারীরা আগামী ২৪ ঘণ্টা যেকোনো প্রকার dApp ব্যাবহার করে ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন। Ledger এর CTO টুইট করে সকল ক্রিপ্টো ব্যাবহারকারীদেরকে সতর্ক করেছে। - Hardware Wallet: কোনো ধরনের ট্রান্সজ্যাকশন করার আগে দেখবেন যে, সঠিক contract address এর সাথে ট্রান্সজ্যাকশন করতেছেন কি নাহ অথবা যাচাই করবেন।
- Software Wallet: যেকোনো ধরনের ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন, পরবর্তী হালনাগাদ নাহ দেওয়া পর্যন্ত।
তিনি টুইটে বলেন যে, এটি সবচেয়ে বড় supply chain অ্যাটাক এবং গত কিছুদিনে যেসব প্রোজেক্ট তাদের dApp কিংবা npm হালনাগাদ করেছে। সেসব প্রোজেক্টগুলো এসব অ্যাটাকের ঝুঁকিতে বেশি রয়েছে। আর সকল DeFi ব্যাবহারকারীদেরকে কোন প্রকার ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকলে আহবান করেছে, কারণ এই ধরনের অ্যাটাক নির্মূল করার কোনো প্রকার উপায় এখনো নেই। সোর্সঃ https://x.com/P3b7_/status/1965094840959410230
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 09, 2025, 01:59:33 AM |
|
অন্য ফোরামের একটা ঘটনা শেয়ার করি। আমি সম্ভবত গতকাল একটা পোষ্ট লিখেছিলাম আর সেটা ছিলো এরকম এই দেশ টা একটা অসভ্য দেশ। এই দেশ কখনো শতভাগ ভালো হবে না। আমাদের দেশে সরকার পাল্টায়, কিন্তু চাদাবাজি, খুন, এগুলো কমে না। কারণ সবাই অপেক্ষায় থাকে কে কাকে লুটেপুটে খাবে। একদল খেয়ে গেছে এতোদিন, এখন আরেকদল খাচ্ছে। প্রতিবার একদল আরেকদলের চাইতে ভয়ংকর ভাবে ফিরে আসে। বিএনপি মানুষের চোখের সামনেই ক্ষমতায় যাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে লেগে আছে।
ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে সারা দেশে লুটপাট করে বেড়াচ্ছে, আওয়ামীলীগের চামচা গুলো এই স্কেলে চাদাবাজি করতে পারে নাই। আওয়ামীলীগ ও চাদাবাজি করেছে, কিন্তু সেগুলো এভাবে ওপেন ছিলো না। কিন্তু এখন ওপেনে চাদাবাজি আর খুন হচ্ছে। দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আফসোস, এইদেশের মানুষ আবারো বিএনপির হাতে দেশ টা তুলে দিবে।আমার সেই পোষ্ট কোট করে আমার এক বাংলাদেশি ভাই লিখেছেনঃ জামাতি বয়ান ঝাড়লেন মনে হলো। ভাই বিএনপি চাঁদাবাজি করছে আপনাকে কে বললো। গত ১৭ বছর বিএনপির নেতা কর্মিদের নিকট থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা ধার, কর্জ, এমনকি জোর করে টাকা পয়সা নিয়েছিলো এখন সময় এসেছে সে গুলো ফিরিয়ে নেওয়ার। এবং সেগুলো ফিরিয়ে নিতে গেলেই বট বাহিনীর চাঁদাবাজি বলে প্রচার করে বেড়াচ্ছে। তবে কিছু কিছু এলাকায় ২/১ টা ঘটমা ঘটছে না এটা আমি বলবো না। একটা বড়ো দলে কিছু খারাপ লোক থাকবে এটা স্বাভাবিক। তবে অভিযোগ পেলে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। আর অন্য দলও যে চাঁদাবাজি করছেনা এটা বলা মুশকিল।
আমি আসলে বুঝতে পেরেছি যে ভাইটি বিএনপিএর একজন নেতা, অথবা একজন দল কানা। কিন্তু এটা ভেবে অবাক হলাম যে এরা দলের জন্য রাস্তায় লেংটা হয়ে নাচতে পারবে। ইনি আমাকে বলছেন আমি জামাতি বয়ান দিছি  । আমার বাপের জন্মে আমি কোনোদিন রাজনীতি করি নাই। আর আমি রাজনীতি কুত্তার চাইতে বেশি ঘৃণা করি। বিএনপির লেটেস্ট ট্রেন্ড হইলো, যারা আওয়ামীলীগ এর পক্ষে বলে, তারা হচ্ছে স্বৈরাচার, আর যারা বিএনপির বিপক্ষে বলে, তারা জামাতি  লল। এই ধরনের লোকেদের চোখে নিজেদের দলের কোনো অপরাধ কে অপরাধ বলে মনে হয় না। যদিও আমি কোনো দল করি না। তবে আমি মনে করি, বাংলাদেশের রাজনীতি এরকম ঘৃণ্য হওয়ার কারণ হচ্ছে এই ধরনের পা চাটা লোক। বাংলাদেশের মানুষ যেদিন থেকে নিজের সমর্থিত দল কে ক্রিটিসাইজ করতে পারবে, সেদিন থেকে বুঝবেন সঠিক রাজনীতি হচ্ছে। চিন্তা করা যায়? এই লোক বলছে "গত ১৭ বছর বিএনপির নেতা কর্মিদের নিকট থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা ধার, কর্জ, এমনকি জোর করে টাকা পয়সা নিয়েছিলো এখন সময় এসেছে সে গুলো ফিরিয়ে নেওয়ার। এবং সেগুলো ফিরিয়ে নিতে গেলেই বট বাহিনীর চাঁদাবাজি বলে প্রচার করে বেড়াচ্ছে", এর মানে কি আসলে? ওনারা আসলে কি ফিরিয়ে নিতে হামলা করে? ধার কর্জ বা জোর করে টাকা নিলে সেটা ফিরিয়ে নিতে হামলা করা লাগে? পিটিয়ে মেরে ফেলতে হয়? এখন তো আপনারা ক্ষমতায় না থেকো ক্ষমতায়, আপনারা তাদের সামনে গিয়ে দাড়ালেই তো বাপ বাপ বলে টাকা ফিরিয়ে দিবে। কিন্তু আসল কথা হচ্ছে এসব ফিরিয়ে নেয়ার কাহিনী হচ্ছে নাটক। আপনারা চাচ্ছেন যে যেটা আপনাদের থেকে নিয়েছে, সেটার ২০ গুন এখন ফেরত নিবেন, আর না পেলেই খুন করবেন। এসব নগ্ন মানুষ অনলাইনে দেখলে আমার লজ্জা লাগে।
|
|
|
|
MotoLM
Member

Offline
Activity: 133
Merit: 28
For Casino Advertisement- @LT_Mouse (Telegram)
|
 |
September 09, 2025, 03:17:33 AM |
|
অন্য ফোরামের একটা ঘটনা শেয়ার করি।
Corruption is good. Corruption is only bad if I'm not involved. এইটা শুনেন নাই? এই দেশে এইটা খুবই প্রযোজ্য। সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য।
|
Advertise your casino here. Telegram- @LT_Mouse
|
|
|
Yea_btc
Newbie
Offline
Activity: 4
Merit: 0
|
 |
September 09, 2025, 10:49:25 AM |
|
~ ~ ~
রাজনীতি আগে সুশীল সমাজের মানুষের জন্য ছিল। বর্তমানে অশ্লীল ও দুর্নীতিবাজদের জন্য রাজনীতি একটা রমরমা ব্যবসা। যেখানে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু ব্যয়বহুল। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। বাবা-মার চাহিদা পূরণ করতে পারতেছি না। পারতেছি না বাবাকে ভালো একটা পোশাক কিনে দিতে। পারতেছিনা মা মায়ের ওষুধের টাকা জোগাড় করতে। আমাদের আহাজারি ও চাপা কান্না প্রকাশ করার মতো নয়। আর যারা রাজনীতি করে তাদের দিকে লক্ষ্য করেন, অন্যের হক মেরে খাচ্ছে। ভালো করে পড়াশোনা করে নাই, অথচ বাড়িতে তিন থেকে পাঁচ তলা বিল্ডিং। ব্যাংকে কোটি কোটি টাকা। এগুলার উৎস কোথায় থেকে এসেছে। তাই আমি মনে করি সুশীল মানুষরা কখনো রাজনীতি করবে না। ভালো থাকুক সবাই এটাই সুশীল সমাজের কামনা। আরেকটা ঘটনা শেয়ার করি: সেটা কৃষি মন্ত্রণালয় আমাদের উপজেলায় অনেক দুর্নীতি হয়েছে। কৃষকদের আধুনিক সরঞ্জাম, বিভিন্ন কৃষি পণ্য উদ্ভাবনে অর্থায়ন, গরিব কৃষকদের অর্থায়ন, একটি বাড়ি একটি খামার, উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে অর্থায়ন, কৃষকদের আধুনিক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি ও কৃষকদের জন্য সরকারি প্রণোদনা সহ বিভিন্ন মেয়াদে বিচ বিতরণ কর্মসূচি। মাঠ পর্যায়ে খবর নিয়ে দেখেন এগুলো কোনটাই করা হয় না। কিন্তু সরকার এক হাতে কোটি কোটি টাকা বাজেট করে। কৃষকদের কোন সাহায্য করা হয় না। এই দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে যারা একটু সোচ্চার হচ্ছে, তাদেরকে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নেতারা দমিয়ে রাখার চেষ্টা করছে। একটা দেশ অর্থনীতি ও খাদ্যের ঘাটতি পুরনো কৃষকদের অবদান অবিস্মরণীয়। দেশের চালিকাশক্তি কৃষক, তারপর ব্যবসায়ীদের গণ্য করা হয়। একটা দেশের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলার মত কেউ নেই, দুর্নীতির বিরুদ্ধে কেউ নেই। দেশটা ভালো থাকবে কেমনে? দেশের মানুষ ভালো থাকবে কেমনে?
|
|
|
|
|
|
Shishir99
|
 |
September 10, 2025, 10:58:51 AM |
|
এতোদিন যাবৎ দেখে আসছিলাম যে সবাই শিবির কে বলে আসছে যে এরা নাকি বট আইডি দিয়ে প্রপাগান্ডা ছড়ায় আর, আর বিরোধী দলের পোষ্টে তারা নাকি বট আইডি দিয়ে হাহা মারে। এখন দেখা যাচ্ছে শিবিরের বট আইডির পাশাপাশি বট ভোটের সংখ্যাও অনেক বেশি। বিএনপির এরকম ভরাডুবির কারণ কি বলে আপনাদের মনে হয়? আর শিবিরের জনপ্রিয়তা এতোই বেড়ে গেলো হুট করে? এর পেছনের ঘটনা আপনাদের কাছে কি মনে হয়?
আমার যেটা ধারণা, যেহেতু আওয়ামীলিগ এখন নাই, তারা এখন জামাত শিবির, বা অন্যান্য দল কে ভোট দিবে। আওয়ামীলিগের সাপোর্ট যারা করে, তারা অন্তত কোনোদিন বিএনপি কে ভোট দিবে না। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, রুমিন ফারহানা ঠিকই বুঝে। তাই তিনি চাচ্ছেন যেভাবেই হোক, আওয়ামীলিগ মাঠে আসুক। এতে করে বিএনপি বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। আওয়ামীলিগ যারা সাপোর্ট করে, তারা আওয়ামীলিগ কে ভোট দিবে, এতে করে আওয়ামীলিগ এর ভোট গুলো আর জামাত শিবির পাবে না।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 10, 2025, 08:11:42 PM |
|
এতোদিন যাবৎ দেখে আসছিলাম যে সবাই শিবির কে বলে আসছে যে এরা নাকি বট আইডি দিয়ে প্রপাগান্ডা ছড়ায় আর, আর বিরোধী দলের পোষ্টে তারা নাকি বট আইডি দিয়ে হাহা মারে। এখন দেখা যাচ্ছে শিবিরের বট আইডির পাশাপাশি বট ভোটের সংখ্যাও অনেক বেশি। বিএনপির এরকম ভরাডুবির কারণ কি বলে আপনাদের মনে হয়? আর শিবিরের জনপ্রিয়তা এতোই বেড়ে গেলো হুট করে? এর পেছনের ঘটনা আপনাদের কাছে কি মনে হয়?
আমার যেটা ধারণা, যেহেতু আওয়ামীলিগ এখন নাই, তারা এখন জামাত শিবির, বা অন্যান্য দল কে ভোট দিবে। আওয়ামীলিগের সাপোর্ট যারা করে, তারা অন্তত কোনোদিন বিএনপি কে ভোট দিবে না। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, রুমিন ফারহানা ঠিকই বুঝে। তাই তিনি চাচ্ছেন যেভাবেই হোক, আওয়ামীলিগ মাঠে আসুক। এতে করে বিএনপি বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। আওয়ামীলিগ যারা সাপোর্ট করে, তারা আওয়ামীলিগ কে ভোট দিবে, এতে করে আওয়ামীলিগ এর ভোট গুলো আর জামাত শিবির পাবে না।
আমি পার্সোনালি এটার সাথে একমত না যে আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই বলে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা জামাতকে ভোট দিচ্ছে বরং আমি এইটা বলতে পারি যে আওয়ামী লীগের যে বাঙ্গু সেকুলাররা রয়েছে তারা জামাতকে ভোট না দিয়ে অন্য যে কোন দলকে ভোট দিতে পারে, সেটা হোক বিএনপি অথবা অন্য কোন দল। আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে। আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 10, 2025, 10:26:14 PM Last edit: September 13, 2025, 01:55:55 PM by DYING_S0UL |
|
জামাতি বয়ান ঝাড়লেন মনে হলো। ভাই বিএনপি চাঁদাবাজি করছে আপনাকে কে বললো। গত ১৭ বছর বিএনপির নেতা কর্মিদের নিকট থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা ধার, কর্জ, এমনকি জোর করে টাকা পয়সা নিয়েছিলো এখন সময় এসেছে সে গুলো ফিরিয়ে নেওয়ার। এবং সেগুলো ফিরিয়ে নিতে গেলেই বট বাহিনীর চাঁদাবাজি বলে প্রচার করে বেড়াচ্ছে। তবে কিছু কিছু এলাকায় ২/১ টা ঘটমা ঘটছে না এটা আমি বলবো না। একটা বড়ো দলে কিছু খারাপ লোক থাকবে এটা স্বাভাবিক। তবে অভিযোগ পেলে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে। আর অন্য দলও যে চাঁদাবাজি করছেনা এটা বলা মুশকিল।
আমি আসলে বুঝতে পেরেছি যে ভাইটি বিএনপিএর একজন নেতা, অথবা একজন দল কানা। কিন্তু এটা ভেবে অবাক হলাম যে এরা দলের জন্য রাস্তায় লেংটা হয়ে নাচতে পারবে। ইনি আমাকে বলছেন আমি জামাতি বয়ান দিছি  । আমার বাপের জন্মে আমি কোনোদিন রাজনীতি করি নাই। আর আমি রাজনীতি কুত্তার চাইতে বেশি ঘৃণা করি। বিএনপির লেটেস্ট ট্রেন্ড হইলো, যারা আওয়ামীলীগ এর পক্ষে বলে, তারা হচ্ছে স্বৈরাচার, আর যারা বিএনপির বিপক্ষে বলে, তারা জামাতি  লল। .............. এসব নগ্ন মানুষ অনলাইনে দেখলে আমার লজ্জা লাগে। বোঝার কিছু নাই, ক্লিয়ারলি বিএনপি করে, নয়তো বিএনপির সাফাই গাইবে কেন! তাহারে এতোদিন কোনো পলিটিকাল স্টেটমেন্ট দিতে দেখি নাই! নয়া নয়া ক্ষমতা পাওয়া শুরু করছে, ১০% খাওয়া ধরছে, তাই মনে হয় আপনার কথাগুলো তাহার গায়ে লাগছে! কি পরিমাণ বায়াস স্টেটমেন্ট "জামাতি বয়ান"। বাচ্চা বাচ্চা জানে বিএনপি সারা দেশে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিছে! আরে আমার নিজের এলাকার লোকজনই চাঁদাবাজি শুরু করে দিছে ওপেনলি! তাদের ভাষায় এটা "শালিশি" করা বলে, দুই পক্ষের মিমাংসা মিটাবে, আর মাঝখান দিয়ে টাকা নিবে! আর অন্যান্য চাদাবাজি সোর্সিং তো আছেই। আওয়ামীলীগ আমলে মাইর খাইছে, ঢাকা গিয়ে অন্যের ফলের দোকানে কাজ করছে! জমিজমা বিক্রি করা ধরছে! আর এখন দেখি বাইক নিয়ে বাড়ির সামনে দিয়ে রাজাবাদশার মতো হনহন করে যায়। বড় কোনো নেতা অনেক পাওয়ার এমন হলেও বুঝতাম, বাট সামান্য পাতি নেতার কি দাপট। আর ইনি প্রশ্ন করতেছেন, "বিএনপি চাঁদাবাজি করছে কে বলছে"। হাও ফাকিং লয়াল পিস অফ সিট! বাইদাওয়ে আমি নিজেও কোনো দল করিনা। কেউ আবার, আওয়ামীবিএনপিজামাতি ট্যাগ দিয়েন না। একটা বালেন নেতারেও আমি চিনিনা, দুচিনা , টিভিতে যা দেখি, ফেসবুকে যা ভাইরাল হয়, ততদূর পর্যন্ত আমার দৌড়! এসব পা চাটার টাইম নাই আমার। লাস্টে ঐ একটাই কথা, " নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ".. লল।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Bd officer
|
 |
September 10, 2025, 11:53:29 PM |
|
আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে। আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।
হ্যাঁ, ভাই আমি আপনারা সাথে একমত। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি দল রয়েছে তার মধ্যে জামাত ইসলামী দলের লোকজনের আচার ব্যবহার ভালো। এদের নামে কোন বাজে রিপোর্ট দেখি না। আর বিএনপি লোকেরা অলরেডি তাদের পাওয়ার দেখাচ্ছে, ছাত্র আন্দোলনের পুর্বে আওয়ামীলীগের পাতি নেতাদের বিরুদ্ধে কিছু বলা যেত না, আর এখন বিএনপির লোকেদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কোন দলই ভালো না, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনটিই সুবিধার নয়। আর জামাত ইসলাম এখনো একবারো ক্ষমতায় যায় নাই, তাই তাদের বিরুদ্ধে কোন কিছু বলা যাচ্ছে না যে তারা কেমন আচরণ করবে, যেহেতু ইসলামী দল তাই আশা করা যায় ভালো আচরণ করবে। পুর্বে বিএনপি ক্ষমতায় ছিলো তাদেরও কার্যক্রম ভালো ছিলো না। আর এখন আমাদের এলাকায় বিএনপির লোক বেশি হয়েছে, যারা পূর্বে আওয়ামীলীগ ছিলো তারা এখন বিএনপির পিছনে ঘুরে, আর বড় বড় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিএনপির নেতারা বিশাল অংকের চাদা নিয়েছে। এটাই বাংলাদেশ। আর যদি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা এমন বাজে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাবে, লোকেরা জামাতে ভোট দিবে। DS যেমন বলেছে আসলে এটাই ঠিক, ধানের শীষ আর নৌকা এসের বিষ একই রকম।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 11, 2025, 12:05:16 AM |
|
লাস্টে ঐ একটাই কথা, "নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ".. লল।
এটা আবার পাবলিকলি মানুষের সামনে বলতে যাই না। তাইলে ওই যে ফজলু পাগলার লোকজন আছে না, তারা আপনার জিব্বা কেটে কুত্তা দিয়ে খাওয়ায় দিব। তখন হবে আরেক বিপদ। আমি অফলাইনে আজ অবধি কোন রাজনৈতিক আলোচনায় জড়ায়নি। অনলাইনে টুকিটাকি আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটাই লিখি। কিছু কিছু নগ্ন মানুষ দেখলে আসলে আমার নিজের খুব লজ্জা লাগে। কিন্তু এদের কোন লজ্জা আছে বলে আমার মনে হয় না। রাজনীতি মানেই মিথ্যা। যে যত বড় বড় মিথ্যা কথা বলতে পারে সে ততো বড় নেতা হয়। আমার এলাকায় তো আমি দেখছি, আমাদের লোকাল বাজারের সবগুলা ভাংগারি দোকানদার বিএনপিএ নেতাদেরকে প্রতি মাসে হাজার হাজার টাকা চাঁদা দেয়। অনেকেই আছে যারা চাঁদা দেয় নাই বলে তাদের ব্যবসা বন্ধ করে দিছে। এভাবেই চলছে, কুত্তা লীগ আর কুত্তা দল, সব একই আসলে।
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
September 11, 2025, 07:30:12 AM |
|
Crypto Library ভাই সময় হলে একটু PM চেক কইরেন কাইন্ডলি।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|