|
LDL
|
 |
September 24, 2025, 05:55:51 PM |
|
তিনবার খেলা দেখার জন্য মিনি টিভিতে প্রবেশ করেছি তিন তিনবার উইকেট গিয়েছে এখন টার্গেট নিয়েছি একদম খেলা শেষে স্কোর দেখবো। দূর কপালটাই খারাপ ভাবছি আজকের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে এবং আমরা আনন্দ করবো কিন্তু সেটা আর হচ্ছে না । সুযোগ ছিল বাংলাদেশের মাত্র১৬৯ রান খুব একটা কঠিন ছিল না কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা ম্যাচটাকে কঠিন করে নিয়েছে। সাইফ হাসান যদি বাংলাদেশের হাল না ধরত তাহলে এতক্ষণে বাংলাদেশ 7/8 টা উইকেট থাকতো এবং রান খুব করে হলেও ৫০ পার হতো কিনা সন্দেহ। বুঝতে পারলাম না এরকম করছে কেন? তাওহীদ হৃদয়, শামীম ব্যাটা শালা একটু ধৈর্য ধর। তাওহীদ হৃদয়ের এইরকম শর্ট খেলা উচিত হয়নি। যে শর্ট কনফার্ম হতে পারো না সেটা কেন মারতে যাও। আশা নিয়ে খেলা দেখেছিলাম এখন দুরাশা নিয়ে খেলা দেখা অফ করলাম।
ভাই আমি কান ধরছি আর কোনদিন বাংলাদেশ দল নিয়ে কোনো ভালো কিছু বলবো না, এই পোস্টটি করার পরপরই দেখতেছি বাংলাদেশের উইকেট হুরমুড়িয়ে পড়া শুরু করেছে দূর দূর করে তিনটি উইকেট পড়ে গেল। যদিও পাঁচ ওভারে প্রায় নয় রানের কাছাকাছি রান রেট তৈরি করতে পেরেছে, কিন্তু এখন তারা অনেক পিছিয়ে গিয়েছে এখন রিকোয়ার রান রেট ১২ এর উপরে চলে গিয়েছে যেটা মাত্র পাঁচ উইকেট হাতে নিয়ে করা সম্ভব না অন্তত বাংলাদেশ দলের পক্ষে edited: পোস্টটি করতে করতেই আরেকটি উইকেট পড়ে গেল তবে অবাক হচ্ছি Saif Hassan এর ব্যাটিং দেখে সে শুরু থেকে এখনো পর্যন্ত টিকে রয়েছে তাও আবার 146.66 স্ট্রাইকরেট যেটা দলের মধ্যে সবার চেয়ে উপরে। ওহ আর সেটা সম্ভব হলো না শেষ পর্যন্ত সাইফ হাসান আউট হয়ে গেল। সাইফ হাসানের খেলাটা দেখার জন্য শেষ পর্যন্ত মন মেজাজ ঠান্ডা করে দেখলাম কিন্তু উইকেটের বৃষ্টিও উপভোগ করলাম। খুব খারাপ লাগতেছে যেখানে বাংলাদেশের অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আজকের ম্যাচে পরাজিত হতে হলো। একজন মানুষ যদি শেষ পর্যন্ত এইরকম ভাবে ভালো পারফরম্যান্স করলো অথচ অপর প্রান্ত থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারল না। ২০ রানের তিনজন ব্যাটসম্যান যদি ইনিংস খেলতে পারতো তাহলে ম্যাচটা জয়ের খুব কাছাকাছি চলে যেতে পারত। তাওহীদ হৃদয়, শামীম, জাকির আলী, এবং সাইফুদ্দিনকে দিয়েও কিছুটা আশা করেছিলাম কিন্তু তারা সবাই আজকের ম্যাচে ব্যর্থ। ফিলিস্তিনির জনগণের মতো সাইফ হাসান একাই রয়ে গেছে। এই ম্যাচটার সাইফ হাসানের জন্য একটি সাক্ষী হিসেবে থেকে যাবে শেষ পর্যন্ত তিনি একাই লড়ে গিয়েছিলেন অথচ তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 25, 2025, 01:56:18 AM |
|
আপনারা কি ভাবছিলেন? বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ জিতে যাবে? ভারত প্রথম থেকেই যেভাবে কোপানো শুরু করছে, প্রতি ওভারে ১৫, ১৭ করে রান নিচ্ছিলো, সেই হিসাবে ৩০০ রান যে করে নাই, সেটা বাংলাদেশের ভাগ্য ভালো ছিলো এজন্য হয় নাই। রিশাদ কে ক্রেডিট দেয়া লাগে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেয়ার জন্য। কিন্তু বাংলাদেশের ব্যাটার রা এটা কি করলো? সাইফ ছাড়া তো আর কেউ কিছুই করতে পারলো না, তারা কি প্র্যাক্টিস করতে গেলো? নাকি ম্যাচ খেলতেই গেছিলো?
কালকের ম্যাচ থেকে বাংলাদেশ কি কোনো শিক্ষা নিলো? আমার মনে হয় না নিয়েছে। আজকে পাকিস্তানের সাথে ম্যাচে জিততে পারলে ফাইনাল কনফার্ম হয়ে যাবে। আর হেরে গেলে বাদ। সুতরাং এই ম্যাচটা সেমিফাইনাল বলা চলে। আমি মুখিয়ে আছি আজকের জন্য। সেদিন টাইগার কারা, সেটা চিনে নাই শাহিন শাহ আফ্রিদি। দেখা যাক বাংলাদেশ তাকে একটা জবাব দিতে পারে কি না।
|
|
|
|
|
Bd officer
|
 |
September 25, 2025, 02:21:13 AM |
|
আপনারা কি ভাবছিলেন? বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ জিতে যাবে? ভারত প্রথম থেকেই যেভাবে কোপানো শুরু করছে, প্রতি ওভারে ১৫, ১৭ করে রান নিচ্ছিলো, সেই হিসাবে ৩০০ রান যে করে নাই, সেটা বাংলাদেশের ভাগ্য ভালো ছিলো এজন্য হয় নাই। রিশাদ কে ক্রেডিট দেয়া লাগে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেয়ার জন্য। কিন্তু বাংলাদেশের ব্যাটার রা এটা কি করলো? সাইফ ছাড়া তো আর কেউ কিছুই করতে পারলো না, তারা কি প্র্যাক্টিস করতে গেলো? নাকি ম্যাচ খেলতেই গেছিলো?
ভাই এটাই মুল সমস্যা, অভিশেক শর্মা যতক্ষন থাকবে শুধু পিটাবে এ নতুন নয়, আর শুধু বাংলাদেশের সাথে নয়, তিনি আইপিএল বা অন্যন্য দলের সাথে এভাবেই ব্যাটিং করেন। আর এই টুর্নামেন্টে যা দেখলাম, ভারতের দুর্বল পয়েন্ট হলো টপ অর্ডার, যদি টপ অর্ডারের ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে পারতো তাহলে এত রান হতো না। কারন ১১ ওভারে ১১২ রান ছিলো কিন্তু পরের ৯ ওভারে মাত্র ৫৬ রান নিয়েছিলো। যাইহোক, ভাই আমি কিন্তু ভেবেছিলাম বাংলাদেশ জিতবে, কারন টার্গেট আহামরি খুব বেশি ছিলো না, ১৬৯ রান কতই বেশি ছিলো। সাইফ হাসানের মতো অন্যএকজন ব্যাটসম্যান দাড়াতে পারলেই বাংলাদেশ জিততে পারতো সবাই যদি দশ বারো করে আউট হয়ে যায় তাহলে একজনের পক্ষে সেঞ্চুরি করেও ম্যাচ জেতানো সম্ভব হবে না। আর আজকে বাংলাদেশ হয়তো ভালো করতে পারর কারন পাকিস্তানের খেলোয়াড়েরা চেনা পরিচিত খেলোয়াড়, তাই তাদের বিরুদ্ধে ভালো করতে পারে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশ আজকে জিততে পারবে। পাকিস্তানের কথা সত্যি হতে পারে তারা পরবর্তী দুই ম্যাচে জিতে ফাইনালে উঠবে। পরিশেষে আমার মতো কি আপনারাও মাঠে ভারতের ১৩ জন খেলোয়াড় দেখেছেন? লল
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 25, 2025, 02:44:44 AM |
|
অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ্ এর কত বড় নেয়ামত।
গত ২ দিন যাবত আমি এতো পরিমাণ অসুস্থ যা বোঝাতে পারছি না। আল্লাহ্ এর রহমতে আমার সচরাচর অসুখ হয় না। কিন্তু ২ দিন যাবত এত জ্বর আর মাথা বেথা যে বিছানা থেকে উঠতে পারছি না। কোনো কিছু খাইতে পারতেছি না। মাথা সোজা করতে পারতেছি না। সবকিছু কেমন যেনো হয়ে গেছে। সারারাত হঠাৎ হঠাৎ শরীর কাইপা কাইপা জ্বর আসে।
সবার কাছে দোআ চাচ্ছি, সবাই দোআ করবেন আমার জন্য যেনো আল্লাহ্ তাড়াতাড়ি সুস্থ করে। যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কখনও আমাকে মাফ করে দিবেন।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 25, 2025, 04:07:25 PM |
|
আপনারা কি ভাবছিলেন? বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ জিতে যাবে? ভারত প্রথম থেকেই যেভাবে কোপানো শুরু করছে, প্রতি ওভারে ১৫, ১৭ করে রান নিচ্ছিলো, সেই হিসাবে ৩০০ রান যে করে নাই, সেটা বাংলাদেশের ভাগ্য ভালো ছিলো এজন্য হয় নাই। রিশাদ কে ক্রেডিট দেয়া লাগে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেয়ার জন্য। কিন্তু বাংলাদেশের ব্যাটার রা এটা কি করলো? সাইফ ছাড়া তো আর কেউ কিছুই করতে পারলো না, তারা কি প্র্যাক্টিস করতে গেলো? নাকি ম্যাচ খেলতেই গেছিলো?
কালকের ম্যাচ থেকে বাংলাদেশ কি কোনো শিক্ষা নিলো? আমার মনে হয় না নিয়েছে। আজকে পাকিস্তানের সাথে ম্যাচে জিততে পারলে ফাইনাল কনফার্ম হয়ে যাবে। আর হেরে গেলে বাদ। সুতরাং এই ম্যাচটা সেমিফাইনাল বলা চলে। আমি মুখিয়ে আছি আজকের জন্য। সেদিন টাইগার কারা, সেটা চিনে নাই শাহিন শাহ আফ্রিদি। দেখা যাক বাংলাদেশ তাকে একটা জবাব দিতে পারে কি না।
ভাই এই কথা আমি অনেক আগে থেকেই বলে আসতেছি যে বাংলাদেশ দল এর বোলিং লাইন মোটামুটি থাকলেও এই দলের ব্যাটিং লাইনআপ একদমই বাজে আর এর জন্য দেখতে পাবেন যে এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশ দল বোলিং পারফরম্যান্স খুব ভালো করেছে কিন্তু ব্যাটিং পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে হেরে গিয়েছে। ইন্ডিয়া এর বিপক্ষে ম্যাচটাও ঠিক একই রকম হয়েছে। এবং আজকের কথা যদি বলি তাহলে এখনও পর্যন্ত বাংলাদেশ দল বোলিং পারফরম্যান্স খুব ভালো করে আসছে এখন দেখার বিষয় ব্যাটিং পারফরম্যান্স কি করে আমার মনে হয় যে পাকিস্তান দলকে তারা ১৫০ রান এর আশেপাশে আটকে দিতে পারবে। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ্ এর কত বড় নেয়ামত।
গত ২ দিন যাবত আমি এতো পরিমাণ অসুস্থ যা বোঝাতে পারছি না। আল্লাহ্ এর রহমতে আমার সচরাচর অসুখ হয় না। কিন্তু ২ দিন যাবত এত জ্বর আর মাথা বেথা যে বিছানা থেকে উঠতে পারছি না। কোনো কিছু খাইতে পারতেছি না। মাথা সোজা করতে পারতেছি না। সবকিছু কেমন যেনো হয়ে গেছে। সারারাত হঠাৎ হঠাৎ শরীর কাইপা কাইপা জ্বর আসে।
সবার কাছে দোআ চাচ্ছি, সবাই দোআ করবেন আমার জন্য যেনো আল্লাহ্ তাড়াতাড়ি সুস্থ করে। যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কখনও আমাকে মাফ করে দিবেন।
আপনার সুস্থতা কামনা করছি, ফিআমিনিল্লাহ। যাই হোক সম্প্রতি শুনলাম যে ঢাকায় চিকুনগুনিয়া জ্বর এর প্রভাব বৃদ্ধি পেয়েছে, আর ডেঙ্গুর কথাও কিছুদিন আগে শুনেছিলাম। যাইহোক চিকুনগুনিয়া হলে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে আরো কিছু লক্ষণ রয়েছে এগুলো যদি দেখা যায় তাহলে অতিসত্বর ভালো কোন ডাক্তার দেখান এবং ব্লাড টেস্ট করার মাধ্যমে নিশ্চিত হন। আর সব সময় চেষ্টা করবেন মশারি এর ভেতরে থাকার জন্য দিন হোক বা রাত হোক মশারির ভেতরে থাকবেন অলওয়েজ, এটা বলার কারণ হচ্ছে যে আপনার থেকে যেন আপনার ফ্যামিলি পার্সনরা আক্রান্ত না মশার কামড়ে এই ধরনের জ্বর ছড়িয়ে পড়ে
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
September 25, 2025, 06:47:09 PM |
|
বাহ বাঙালি বাহ! একেই বলে বাঙালির বাঘের মতো দেখতে সব ছাগল। কি ম্যাচটা কি করে হেরে গেলো, লল। ১২০ বলে মাত্র ১৩৬ রান প্রয়োজন ছিলো, কিন্তু সব মুরগীরা বা***ল খেলে হেরে গেলো। আসলে যদি প্রতিপক্ষ দল বাংলাদেশের বিপক্ষে ৬০ রানেরও টার্গেট দেয় তাহলে বাংলাদেশ জেতা না পর্যন্ত আশা করা যাবে না, লল। এই জাকের আলী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ছয় মারতে পারে নাই, এ নাকী আবার ইংল্যান্ডের খেলোয়াড়ের লিয়াম লিভিংস্টোন এর মতো, আসলে তার বা*** কাছেও যাওয়া পারবে না। পারভেজ ইমন একটা ম্যাচেও ভালো করতে পারলো, না হৃদয়ের যেদিন ঝড়ে বক মরে সেদিন ভালো করে। ব্যাটসম্যানদের চেয়ে মুস্তাফিজ ভালো ব্যাটিং করেছে।
অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ্ এর কত বড় নেয়ামত।
ভাই আপনার সুস্থতা কামনা করি, আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন। অলরেডি CL ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনি যেভাবে চলার চেষ্টা করুন। আবারও আপনার সুস্থতা কামনা করি।
|
|
|
|
|
LDL
|
 |
September 25, 2025, 06:57:47 PM |
|
বাহ বাঙালি বাহ! একেই বলে বাঙালির বাঘের মতো দেখতে সব ছাগল। কি ম্যাচটা কি করে হেরে গেলো, লল। ১২০ বলে মাত্র ১৩৬ রান প্রয়োজন ছিলো, কিন্তু সব মুরগীরা বা***ল খেলে হেরে গেলো। আসলে যদি প্রতিপক্ষ দল বাংলাদেশের বিপক্ষে ৬০ রানেরও টার্গেট দেয় তাহলে বাংলাদেশ জেতা না পর্যন্ত আশা করা যাবে না, লল। এই জাকের আলী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ছয় মারতে পারে নাই, এ নাকী আবার ইংল্যান্ডের খেলোয়াড়ের লিয়াম লিভিংস্টোন এর মতো, আসলে তার বা*** কাছেও যাওয়া পারবে না। পারভেজ ইমন একটা ম্যাচেও ভালো করতে পারলো, না হৃদয়ের যেদিন ঝড়ে বক মরে সেদিন ভালো করে। ব্যাটসম্যানদের চেয়ে মুস্তাফিজ ভালো ব্যাটিং করেছে।
আমার একটা তওবা পড়ার আছে বিশেষ করে আগামীকাল শুক্রবার নামাজ শেষে তওবা করে বাংলাদেশের খেলা আর দেখবো না। একদম অন্তরে থেকে বাংলাদেশের খেলা দেখা অফ করে দিলাম। ক্রিকেট খেলতে পারি না ঠিক আছে কিন্তু ক্রিকেট খেলা দেখতে ভালবাসি কিন্তু সেই ভালোবাসাটাই যদি তোরা এভাবে ছেদা করে দ্যাশ তাহলে আর তোদের খেলা আমরা দেখব না। অন্যরা কি করবে তা জানি না কিন্তু আমি আর দেখবো না। দেখলাম সাপোর্টাররা কান ধরে রাস্তায় তোওবা পড়ছে জীবনে আর খেলা দেখবে না। আমি ঐরকম করলাম জীবনে আর বাংলাদেশের সাপোর্ট নেব না। বাংলাদেশের সাথে অন্য দেশের খেলা থাকলে অন্য দেশের সাপোর্ট নিব তাতেও হৃদয়টা ভালো থাকবে। এই বয়সে এসে যদি হার্টের সমস্যা হয়ে যায় তাহলে বুড়া বয়সে আরো তীব্র সমস্যা দেখা দিবে। শালার ১৩৬ রানের টার্গেট তোরা তাও পারলি না এটা কোন কথা হইল। তোরা বাংলাদেশের কলঙ্ক ক্রিকেট বুঝস না ক্রিকেট খেলতে যায় । তোদের দিয়ে বাংলাদেশে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিযুক্ত করা উচিত।
|
|
|
|
|
|
Royal Cap
|
 |
September 25, 2025, 07:02:00 PM |
|
বাহ বাঙালি বাহ! একেই বলে বাঙালির বাঘের মতো দেখতে সব ছাগল। কি ম্যাচটা কি করে হেরে গেলো, লল। ১২০ বলে মাত্র ১৩৬ রান প্রয়োজন ছিলো, কিন্তু সব মুরগীরা বা***ল খেলে হেরে গেলো। আসলে যদি প্রতিপক্ষ দল বাংলাদেশের বিপক্ষে ৬০ রানেরও টার্গেট দেয় তাহলে বাংলাদেশ জেতা না পর্যন্ত আশা করা যাবে না, লল। এই জাকের আলী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ছয় মারতে পারে নাই, এ নাকী আবার ইংল্যান্ডের খেলোয়াড়ের লিয়াম লিভিংস্টোন এর মতো, আসলে তার বা*** কাছেও যাওয়া পারবে না। পারভেজ ইমন একটা ম্যাচেও ভালো করতে পারলো, না হৃদয়ের যেদিন ঝড়ে বক মরে সেদিন ভালো করে। ব্যাটসম্যানদের চেয়ে মুস্তাফিজ ভালো ব্যাটিং করেছে।
ভাইরে ভাই বাংলাদেশের ব্যাটিং দেখে আজকে নিচের ছবির কথা মনে পড়ে গেল(দেখতে বাঘ হলেও আসলে কুকুর)। আমিও যদিও ওইভাবে খেলা দেখি না তবে এই টি-টোয়েন্টি টা একটু দেখতে বসছিলাম আরকি। বলতে গেলে আমি সিজনাল ফুটবল বিশ্বকাপ ফ্যান।কিন্তু বাংলাদেশের খেলা দেখে যা মনে হইল আমার জন্য আগের লাইফ ই বেটার, যখন খেলা দেখতাম না দুঃখও পেতাম না।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 25, 2025, 09:14:43 PM Last edit: September 25, 2025, 10:15:58 PM by DYING_S0UL |
|
অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ্ এর কত বড় নেয়ামত।
গত ২ দিন যাবত আমি এতো পরিমাণ অসুস্থ যা বোঝাতে পারছি না। আল্লাহ্ এর রহমতে আমার সচরাচর অসুখ হয় না। কিন্তু ২ দিন যাবত এত জ্বর আর মাথা বেথা যে বিছানা থেকে উঠতে পারছি না। কোনো কিছু খাইতে পারতেছি না। মাথা সোজা করতে পারতেছি না। সবকিছু কেমন যেনো হয়ে গেছে। সারারাত হঠাৎ হঠাৎ শরীর কাইপা কাইপা জ্বর আসে।
সবার কাছে দোআ চাচ্ছি, সবাই দোআ করবেন আমার জন্য যেনো আল্লাহ্ তাড়াতাড়ি সুস্থ করে। যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কখনও আমাকে মাফ করে দিবেন।
হঠাৎ জ্বর আসলো কিভাবে? এখন তো সিজনও নাই! ভাইরাসজনিত হতে পারে, মশামাশির যে উপদ্রব হইছে। সিটি কর্পোরেশন দিয়ে প্রতিদিন দেখি স্মক গান দিয়ো ধোয়া মারে ড্রেনের ফাকে! এতে কি আদেও কাজ হয় নাকি সব ফাঁকা ধোয়া? এনিওয়ে আপনার সুস্থতা কামনা করি। ওষুধ খান, বেশি সমস্যা হলে ডাক্তার দেখান। আমাদের মাঝে অনেকেই অসুখবিসুখ রে ইগনোর করি (যেমন আমি), বাট এমনটা করা উচিত না। বলি ধুর কি হবে সামান্য জ্বর, সামান্য পায়ে বেথা, বাট এই সামান্য জিনিস বড় কিছু্র ইঙ্গিত দেয় অনেক সময়। সো টেস্ট করায়েন প্রয়োজন মনে হলে।
বাহ বাঙালি বাহ! একেই বলে বাঙালির বাঘের মতো দেখতে সব ছাগল। কি ম্যাচটা কি করে হেরে গেলো, লল। ১২০ বলে মাত্র ১৩৬ রান প্রয়োজন ছিলো, কিন্তু সব মুরগীরা বা***ল খেলে হেরে গেলো। আসলে যদি প্রতিপক্ষ দল বাংলাদেশের বিপক্ষে ৬০ রানেরও টার্গেট দেয় তাহলে বাংলাদেশ জেতা না পর্যন্ত আশা করা যাবে না, লল। এই জাকের আলী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ছয় মারতে পারে নাই, এ নাকী আবার ইংল্যান্ডের খেলোয়াড়ের লিয়াম লিভিংস্টোন এর মতো, আসলে তার বা*** কাছেও যাওয়া পারবে না। পারভেজ ইমন একটা ম্যাচেও ভালো করতে পারলো, না হৃদয়ের যেদিন ঝড়ে বক মরে সেদিন ভালো করে। ব্যাটসম্যানদের চেয়ে মুস্তাফিজ ভালো ব্যাটিং করেছে।
আমার একটা তওবা পড়ার আছে বিশেষ করে আগামীকাল শুক্রবার নামাজ শেষে তওবা করে বাংলাদেশের খেলা আর দেখবো না। একদম অন্তরে থেকে বাংলাদেশের খেলা দেখা অফ করে দিলাম। ক্রিকেট খেলতে পারি না ঠিক আছে কিন্তু ক্রিকেট খেলা দেখতে ভালবাসি কিন্তু সেই ভালোবাসাটাই যদি তোরা এভাবে ছেদা করে দ্যাশ তাহলে আর তোদের খেলা আমরা দেখব না। অন্যরা কি করবে তা জানি না কিন্তু আমি আর দেখবো না। দেখলাম সাপোর্টাররা কান ধরে রাস্তায় তোওবা পড়ছে জীবনে আর খেলা দেখবে না। আমি ঐরকম করলাম জীবনে আর বাংলাদেশের সাপোর্ট নেব না। বাংলাদেশের সাথে অন্য দেশের খেলা থাকলে অন্য দেশের সাপোর্ট নিব তাতেও হৃদয়টা ভালো থাকবে। এই বয়সে এসে যদি হার্টের সমস্যা হয়ে যায় তাহলে বুড়া বয়সে আরো তীব্র সমস্যা দেখা দিবে। শালার ১৩৬ রানের টার্গেট তোরা তাও পারলি না এটা কোন কথা হইল। তোরা বাংলাদেশের কলঙ্ক ক্রিকেট বুঝস না ক্রিকেট খেলতে যায় । তোদের দিয়ে বাংলাদেশে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিযুক্ত করা উচিত। আমি তো বহু আগে থেকেই বলে আসছি খেলা দেখা বাদদেন সবাই! আর মায়ের দোয়া ক্রিকেট টিমের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা বোকামি। সেন্চুরি করতে পারছে এটাই তো অনেক। ওদের ফুল দিয়ে ঘরে আনিয়ে ডিম থেরাপি দেয়া উচিত। এদের দ্বারা কিছু হোক বা না হোক ক্রিকেট খেলা অন্তত হবেনা। এর থেকে বেটার তো গ্রামের পোলাপাইন খেলে। Shame ভাই shame, যদিও এক্সপেক্টেড ছিলো, তাই খেলা দেখিই নি, খারাপও লাগতেছেনা আগের মতো। এই জোকারদের খেলা দেখার থেকে প্রোডাক্টিভিটি কাজ করা, ক্ষেতে কামলা দেয়া, বা ঘুমানা বেটার। অন্ততপক্ষে মন মস্তিষ্ক দোনোটাই ভালো থাকে। হারবে ভালো কথা বাট এমন গু হারা হারবে? বা*ল খেলছে আমার  শুধু বলতে চাই: https://www.facebook.com/share/v/16NTLK3HG9/
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
LDL
|
 |
September 26, 2025, 01:35:09 AM |
|
কাট
বাংলাদেশ ভালো খেলবে এরকম একটি আশা নিয়ে প্রত্যেক জন সাপোর্টার স্টেডিয়ামে খেলা দেখতে যায়। তারই মধ্যে যারা বিদেশ থাকে তাদের আশা অনেক বেশি থাকে বিশেষ করে আরব আমিরাতে যারা থাকে তারা মূলত এশিয়া কাপের আয়োজন সংযুক্ত আরব আমিরাতে হবে এই আশায় তারা কতদিন ধরে অপেক্ষা করে আছে তার ইয়েত্তা নেই। নিচের ছবিটির ভাইকে দেখেন কতটুকু হিট খেলে পায়ের জুতা খুলে নিজের গালে মার ছে এবং বলছে আমি আর কখনো বাংলাদেশের খেলা দেখব না। অনেকে দেখলাম কান ধরে স্টেডিয়ামে উঠবস করছে তারা বলছে জান থাকতে বাংলাদেশের খেলা দেখব না। আমার এবং আপনার কথা বাদ দিলাম যে আমরা ক্রিকেটকে ওভাবে ভালবাসতে পারি না এজন্য আমাদের মধ্যে কিন্তু শুধু গালি পর্যন্তই সীমাবদ্ধ। অথচ অনেককে দেখলাম কালকে স্টেডিয়ামে সিটে বসে কান্না পর্যন্ত করে দিচ্ছে। অথচ বেতনভুক্ত ক্রিকেটাররা চোখের কান্নার মর্যাদা দিতে জানে না। কত সহজ দুটো ম্যাচ ছিল দুটো ম্যাচেই সিরিয়াল ব্যর্থতায় পরাজিত হয়েছে। তাদের উচিত ছিল আপাতত একটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়লাভ করা এবং বাঙ্গালীদের মনের আশা পূরণ করা। শালার পুতেরা সাপোর্টারদের অন্তরে বিষাক্ত বিষ ঢেলে দিয়েছে। 
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
September 26, 2025, 02:10:58 AM |
|
আচ্ছা, এই ম্যাচে তো বাংলাদেশের ছক্কা মারার দরকার ছিলো না। যেহেতু টার্গেট ৭ এর নিচে, প্রতি ওভারে ৬ রান করে প্রথম ১৫ ওভার গেলেই যথেষ্ট ছিলো। কিন্তু মাদারবোর্ড এর বাচ্চা গুলা এখানে ২০০ রান চেজ করার মতো করে ব্যাট করা শুরু করে দিছে। আর ফলাফল যা হওয়ার তাই, এই মাদারবোর্ড এর বাচ্চা গুলো ১৩৬ রান করতে পারলো না। এদের কাছ থেকে আর কি আশা করা যাবে? এরা শপিং করার জন্য পাগল হয়ে লাগছে।
ভারতে সাথে হারবে, সেটা অনেকটা জানা কথা ছিলো। বোলিং ইউনিট যেভাবে পাকিস্তান কে এই অল্প রানের ভেতরে আটকে ফেলেছে, এখানে থেকে হেরে যাওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এদেরকে ধরে ধরে জুতা পেটা করে এয়ারপোর্টে স্বাগতম জানানো উচিৎ। আমাদের ও আক্কেল হোক। এরা ৫০ রানের টার্গেট থাকলেও হেরে যেতো।
|
|
|
|
|
Bd officer
|
 |
September 26, 2025, 04:30:18 AM |
|
আচ্ছা, এই ম্যাচে তো বাংলাদেশের ছক্কা মারার দরকার ছিলো না। যেহেতু টার্গেট ৭ এর নিচে, প্রতি ওভারে ৬ রান করে প্রথম ১৫ ওভার গেলেই যথেষ্ট ছিলো। কিন্তু মাদারবোর্ড এর বাচ্চা গুলা এখানে ২০০ রান চেজ করার মতো করে ব্যাট করা শুরু করে দিছে। আর ফলাফল যা হওয়ার তাই, এই মাদারবোর্ড এর বাচ্চা গুলো ১৩৬ রান করতে পারলো না। এদের কাছ থেকে আর কি আশা করা যাবে? এরা শপিং করার জন্য পাগল হয়ে লাগছে।
ভাই আমরা কাদের নিয়ে আশা করি? এরা সবসময় ভক্তদের হৃদয় ভেঙ্গে দেয়। এত সহজে একটা ম্যাচ ছিলো কিন্তু সেই ম্যাচেও বাংগালীরা জিততে পারলো না। ভাই সিংগেল কিভাবে নিবে? এরা তো শুধু ডট খায়, (ডট বাবা খ্যাতিসম্পন্ন) আফসোস একজন খেলোয়াড় বড় ইনিংস খেলতে পারলো না, একটা ব্যাটসম্যান দাড়াতে পারলেই বাংলাদেশ জিতে যেতো। চ্যাম্পিয়ন হওয়ার প্রয়োজন নেই, অত্যন্ত ফাইনালে উঠতো। আসলে ভাই এই পরাজয় টা মেনে নিতে পারছি না, কেমন কি হইলো। আর এদের খেলা দেখার ইচ্চা নাই, বাংলাদেশ হারবে না জিতবে এটা আর কোন দিন দেখতে যাবো না। উপরে কে যেন বলেছে, এখন থেকে সব সময় বাংলাদেশের বিপক্ষ দলকে সমর্থন দিব। আর এদের এত টাকা বেতন দেয় কেনো? এরা মাসে ১০ টাকাও পাওয়ার যোগ্য নয়, আর নিয়ম করা উচিত যে ভালো করলে বেতন পাবে, ভালো না করলে বেতন কেটে রাখা হবে। এরা শুধু টাকার জন্য খেলে, দেশের জন্য কিছুই করে না।
|
|
|
|
|
LDL
|
 |
September 26, 2025, 05:55:16 AM |
|
আচ্ছা, এই ম্যাচে তো বাংলাদেশের ছক্কা মারার দরকার ছিলো না। যেহেতু টার্গেট ৭ এর নিচে, প্রতি ওভারে ৬ রান করে প্রথম ১৫ ওভার গেলেই যথেষ্ট ছিলো। কিন্তু মাদারবোর্ড এর বাচ্চা গুলা এখানে ২০০ রান চেজ করার মতো করে ব্যাট করা শুরু করে দিছে। আর ফলাফল যা হওয়ার তাই, এই মাদারবোর্ড এর বাচ্চা গুলো ১৩৬ রান করতে পারলো না। এদের কাছ থেকে আর কি আশা করা যাবে? এরা শপিং করার জন্য পাগল হয়ে লাগছে।
ভারতে সাথে হারবে, সেটা অনেকটা জানা কথা ছিলো। বোলিং ইউনিট যেভাবে পাকিস্তান কে এই অল্প রানের ভেতরে আটকে ফেলেছে, এখানে থেকে হেরে যাওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এদেরকে ধরে ধরে জুতা পেটা করে এয়ারপোর্টে স্বাগতম জানানো উচিৎ। আমাদের ও আক্কেল হোক। এরা ৫০ রানের টার্গেট থাকলেও হেরে যেতো।
কালকের ম্যাচে প্রায় ৭ জন ব্যাটসম্যান ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেছে এই সাতজন ব্যাটসম্যান একটা ছক্কাও মারতে পারিনি অথচ ছক্কা মারা দরকারও ছিল না তবুও তারা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেছে। ছক্কা যদি নিশ্চিত নাই মারতে পারোস তাহলে ছক্কা মারার স্টাইল করার দরকারটা কি। হাতের কবজিতে শক্তি নেই অথচ ছক্কা মারতে যায়। গ্রামে একটা কথা আছে ক্ষ্যাম নাই মর্দার বাঘা নাম। পারবে না ছক্কা মারতে অথচ ছক্কা মারতে যায়। শামীম হোসাইন কালকে একটা লোভনীয় বল কি মার দিয়ে আউট হয়ে গেল। জাকের আলি, নুরুল ইসলাম, এই দুজন সিয়াম আইয়ুবের বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে লোভনীয় ডেলিভারি অথচ কবজিতে শক্তি নেই ছক্কা মারতে যায় এবং দুজন একই স্টাইলে মারতে গিয়ে একই বোলারের বলে একই ব্যক্তির কাছে কটআউট হয়ে যায়। আচ্ছা আমি এত কথা বলে লাভ নেই আমাদের আক্কেল ও লজ্জা হওয়া উচিৎ যাতে করে পরবর্তীতে বাংলাদেশের খেলা যেন না দেখি। বারবার মনকে বলি আর বাংলাদেশে খেলা দেখব না অথচ যেদিন বাংলাদেশের খেলা হয় সেদিন আর ঠিক থাকতে পারিনা। আমাদের লজ্জা হওয়া উচিত এবং আমরা তো অতীতে অনেকবার দেখেছি বাংলাদেশে এরকম খেলে তাহলে কেন বাংলাদেশ থেকে এত বেশি আশা করা হবে।
|
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 26, 2025, 10:18:15 AM |
|
আপনার সুস্থতা কামনা করছি, ফিআমিনিল্লাহ। যাই হোক সম্প্রতি শুনলাম যে ঢাকায় চিকুনগুনিয়া জ্বর এর প্রভাব বৃদ্ধি পেয়েছে, আর ডেঙ্গুর কথাও কিছুদিন আগে শুনেছিলাম। যাইহোক চিকুনগুনিয়া হলে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে আরো কিছু লক্ষণ রয়েছে এগুলো যদি দেখা যায় তাহলে অতিসত্বর ভালো কোন ডাক্তার দেখান এবং ব্লাড টেস্ট করার মাধ্যমে নিশ্চিত হন।
আর সব সময় চেষ্টা করবেন মশারি এর ভেতরে থাকার জন্য দিন হোক বা রাত হোক মশারির ভেতরে থাকবেন অলওয়েজ, এটা বলার কারণ হচ্ছে যে আপনার থেকে যেন আপনার ফ্যামিলি পার্সনরা আক্রান্ত না মশার কামড়ে এই ধরনের জ্বর ছড়িয়ে পড়ে
ধন্যবাদ আপনার এডভাইস এর জন্য। আমি ভয়ে ছিলাম কারণ ঢাকা তে থাকি এরকম কিছু হতেও পারে। তবে আজকে কিছুটা সুস্থ বোধ করতেছি তাই আজকে টেস্ট করতে যাবো যাবো করে গেলাম না। আজকে যেহেতু একটি বেটার ফিল করতেছি তাই আজকের দিন দেখি কালকে ডাকার না দেখাইয়াই সরাসরি ব্লাড টেস্ট করব ক্লিনিকে আমার এক কাকা আছে তার কাছে গেলে সরাসরি টেস্ট করে রিপোর্ট বের করে দিবে। যদি কিছু না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ্ , আর যদি ডেঙ্গুর মত কিছু হয়ে থাকে তাহলে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হবে। আমার গত ৩ দিন কিভাবে গেছে আমি নিজেও বলতে পারব না। শুধু বিছানাতে ছিলাম। হঠাৎ জ্বর আসলো কিভাবে? এখন তো সিজনও নাই! ভাইরাসজনিত হতে পারে, মশামাশির যে উপদ্রব হইছে। সিটি কর্পোরেশন দিয়ে প্রতিদিন দেখি স্মক গান দিয়ো ধোয়া মারে ড্রেনের ফাকে! এতে কি আদেও কাজ হয় নাকি সব ফাঁকা ধোয়া?
হঠাৎ জ্বর আসছে ভাই। সারাদিন ভালো সন্ধ্যার সময় মনে হচ্ছিল জ্বর আসতে পারে এর জন্য প্যারাসিটামল খেয়ে রাখছিলাম কিন্তু রাত ৩ তার দিকে শরীর কাইপা ২ টা কম্বল দিয়াও শিত কমাতে পারি না এই অবস্থা। সেই তখন থেকেই শুরু। আজকে কিছুটা বেটার ফিল করতেছি। স্মক গান দিয়ে ড্রেনে ধোয়া দেয় এগুলাতে পর্যাপ্ত পরিমাণ মেডিসিন থাকে না। হুদাই দেখায় যে তারা কাজ করতেছে তারা যে ধোঁয়া দিয়ে যায় তখনই দেখি সেখান দিয়েই মশা উড়তেছে। মশা তাদের মেডিসিনের থেকেও শক্তিশালী অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ্ এর কত বড় নেয়ামত।
ভাই আপনার সুস্থতা কামনা করি, আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন। অলরেডি CL ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনি যেভাবে চলার চেষ্টা করুন। আবারও আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ ভাই আল্লাহ্ যেনো আপনাদের দোআ কবুল করেন।
|
|
|
|
|
|
| betpanda.io | │ | .
| │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES SPORTS LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 26, 2025, 10:26:14 AM |
|
আচ্ছা, এই ম্যাচে তো বাংলাদেশের ছক্কা মারার দরকার ছিলো না। যেহেতু টার্গেট ৭ এর নিচে, প্রতি ওভারে ৬ রান করে প্রথম ১৫ ওভার গেলেই যথেষ্ট ছিলো। কিন্তু মাদারবোর্ড এর বাচ্চা গুলা এখানে ২০০ রান চেজ করার মতো করে ব্যাট করা শুরু করে দিছে। আর ফলাফল যা হওয়ার তাই, এই মাদারবোর্ড এর বাচ্চা গুলো ১৩৬ রান করতে পারলো না। এদের কাছ থেকে আর কি আশা করা যাবে? এরা শপিং করার জন্য পাগল হয়ে লাগছে।
ভারতে সাথে হারবে, সেটা অনেকটা জানা কথা ছিলো। বোলিং ইউনিট যেভাবে পাকিস্তান কে এই অল্প রানের ভেতরে আটকে ফেলেছে, এখানে থেকে হেরে যাওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এদেরকে ধরে ধরে জুতা পেটা করে এয়ারপোর্টে স্বাগতম জানানো উচিৎ। আমাদের ও আক্কেল হোক। এরা ৫০ রানের টার্গেট থাকলেও হেরে যেতো।
আপনি তো ভাই একটু বেশি বলে ফেললেন আমি তো এইখানে বলতাম যে প্রতি ওভারে সাত রান রেট না বাংলাদেশ দল যদি প্রথম ১৫ ওভার রান রেট ৫ করেও রাখত তাহলেও এবং উইকেট ধরে রাখতে পারতো তাহলেও তারা লাস্টের পাঁচ ওভারে গিয়ে রিকোয়ার রান রেট নিয়ে খুব বেশি একটা পড়তো না। কিন্তু তারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি মাঠে নেমেই রক্ত গরম হয়ে গিয়েছে এবং বড় বড় শট খেলতে চেয়েছে এবং বড় শট খেলতে গিয়ে নিজেরাই বোলারের হাতে শট হয়ে গিয়েছে। যাইহোক ভাই মাথা ঠান্ডা করেন বড় তরফ থাকলে মাথায় দেন, আপনারে আজকে চেনা যাইতেছে না।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Shishir99
|
 |
September 26, 2025, 11:18:16 AM |
|
ধন্যবাদ আপনার এডভাইস এর জন্য। আমি ভয়ে ছিলাম কারণ ঢাকা তে থাকি এরকম কিছু হতেও পারে। তবে আজকে কিছুটা সুস্থ বোধ করতেছি তাই আজকে টেস্ট করতে যাবো যাবো করে গেলাম না। আজকে যেহেতু একটি বেটার ফিল করতেছি তাই আজকের দিন দেখি কালকে ডাকার না দেখাইয়াই সরাসরি ব্লাড টেস্ট করব ক্লিনিকে আমার এক কাকা আছে তার কাছে গেলে সরাসরি টেস্ট করে রিপোর্ট বের করে দিবে। যদি কিছু না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ্ , আর যদি ডেঙ্গুর মত কিছু হয়ে থাকে তাহলে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হবে। আমার গত ৩ দিন কিভাবে গেছে আমি নিজেও বলতে পারব না। শুধু বিছানাতে ছিলাম।
ঢাকার বাইরে এখন ডেঙ্গু হতে পারে, তবে ঢাকায় এর পরিমাণ অনেক বেশি। আর যেভাবে ডেঙ্গু হয়ে হুট করেই মানুষ বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে, তাতে করে কোন জ্বর কেই সাধারণ ভাবে দেখা যাবে না। আমার মনে জ্বর আসার সাথে সাথেই এখন ডাক্তার দেখানো উচিৎ। ইয়ং ছেলেপেলে গুলো হুট করেই জ্বর এসে মারা যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দুই এক দিনের ভেতরেই মারা যাচ্ছে। এগুলো ভয়ংকর ব্যাপার হয়ে যাচ্ছে। সবচাইতে বেশি সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। ঢাকায় যারা আছেন, চেষ্টা করবেন কোয়েল ব্যাবহার করার জন্য। যদিও স্বাস্থ্যের জন্য কয়েল ক্ষতিকর, কিন্তু মরে যাওয়ার চাইতে অন্তত ভালো। ঢাকার সিটি কর্পোরেশন গুলো বরাবরের মতো আবারো ফেইল করলো ডেংগু মোকাবেলায়। গ্রাম অঞ্চলে যারা আছেন, অন্তত নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন। কোথাও পানি জমতে দিয়েন না। আমার বাড়ির পাশের গরুড় ফার্মের যে ড্রেন আছে, এটা নিয়েই আমার ভয়। এর মালিক কে আজ অব্দই ১০ বার বলার পরে এটা পরিষ্কার করছে না। এখন মনে হচ্ছে নিজেকেই টাকা খরচ করে পরিষ্কার করা লাগবে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 26, 2025, 03:18:22 PM |
|
ভাইলোক আমার একটা হেল্প লাগতো! আপনাদের কারোর কি কোনো আইডিয়া আছে ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে টাকা নেয়া যায়? ব্যাংক টু ব্যাংক! অথবা অন্য যে ওয়ে বেটার হয়। নাকি এক্সচেঞ্জ টু একচেন্জ নেয়া বেটার হবে? আসলে আমি বুঝতেছিনা সবথেকে সেফ, সবথেকে কম ফি দিয়ে ঝামেলা ছাড়া টাকা গুলো নিতে পারি। ইন্ডিয়া মূলত আমার এক ফ্রেন্ড থাকে, ঐ আমাকে টাকা পাঠাবে। এখন কিভাবে কি করি বুঝতেছিনা। ঐ ব্যাংকে পাঠাতে চায়, কিন্তু আমি আবার এটা ইউজ করিনা, আবার দালালে ট্রাস্ট করিনা। অল্প অল্প এমাউন্টে কয়েকবারে পাঠাবে। আরেকটা বিষয়, রুপি টু ডলার, ডলার টু টাকা, এদের রেটগুলো কি গলাকাটা নাকি? যেমন ধরো ১০০০ রুপি টু ডলার টু টাকা কত পাবো, ফি টি বাবদ কেমন কি লস হবে? আর সর্বশেষে, ইন্ডিয়াতে কি একচেন্জ নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? মেইনলি বাইনান্স বা কুকয়েন ইউজ করার চিন্তায় আছি। একটু সাজেশন দেন! 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 26, 2025, 04:04:57 PM |
|
ভাইলোক আমার একটা হেল্প লাগতো! আপনাদের কারোর কি কোনো আইডিয়া আছে ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে টাকা নেয়া যায়? ব্যাংক টু ব্যাংক! অথবা অন্য যে ওয়ে বেটার হয়। নাকি এক্সচেঞ্জ টু একচেন্জ নেয়া বেটার হবে? আসলে আমি বুঝতেছিনা সবথেকে সেফ, সবথেকে কম ফি দিয়ে ঝামেলা ছাড়া টাকা গুলো নিতে পারি। ইন্ডিয়া মূলত আমার এক ফ্রেন্ড থাকে, ঐ আমাকে টাকা পাঠাবে। এখন কিভাবে কি করি বুঝতেছিনা। ঐ ব্যাংকে পাঠাতে চায়, কিন্তু আমি আবার এটা ইউজ করিনা, আবার দালালে ট্রাস্ট করিনা। অল্প অল্প এমাউন্টে কয়েকবারে পাঠাবে। আরেকটা বিষয়, রুপি টু ডলার, ডলার টু টাকা, এদের রেটগুলো কি গলাকাটা নাকি? যেমন ধরো ১০০০ রুপি টু ডলার টু টাকা কত পাবো, ফি টি বাবদ কেমন কি লস হবে? আর সর্বশেষে, ইন্ডিয়াতে কি একচেন্জ নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? মেইনলি বাইনান্স বা কুকয়েন ইউজ করার চিন্তায় আছি। একটু সাজেশন দেন!  আপনি মিয়া এত বিচক্ষণ ব্যাক্তি তারপরেও মাঝেমধ্যে নুবের মতন সাজেশন চান। আমি যতটুকু জানি আপনি ব্যাংক একাউন্ট খুলেন নাই বিকাশে রেমিটেন্স হিসেবে নেওয়া পারবেন হয়তো বিষয়টা আমার জানা নাই অথবা ট্যাব ট্যাব সেন্ড এ রিসিভ করা যায়। কিন্তু আমার কথা হইলো গিয়া এত প্যাঁচানোর দরকার কি? আপনার ওই ফ্রেন্ড কি বাইন্যান্স বা কু কয়েন ব্যবহার করে না? যদি ব্যবহার করে থাকে সরাসরি USDT পাঠাতে বলেন আপনি পরবর্তীতে পিটুপি করে সেল করে নিতে পারবেন আর তার নিকট যদি USDT না থাকে তাহলে তাকে p2p এর মাধ্যমে ডলার কিনে তারপর পাঠাতে বলেন তাহলেই তো হয়!! অযথা ব্যাংক একাউন্ট খুলবেন আবার ডুয়েল কারেন্সি সাপোর্ট করানোর জন্য ইত্যাদি ইত্যাদি করবেন তার মধ্যে পাসপোর্ট লাগবে এন্ডোরসমেন্ট করার জন্য। এতসব বাদ দিয়া যেখানে আপনি ক্রিপ্টো স্পেস কানেক্টেড রয়েছেন এটা ব্যবহার করেন। আমার মনে আছে আমার এক বন্ধু ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিল সেখানে গিয়ে তার টাকার শর্টেজ পরে পরবর্তীতে আমি তাকে USDT binance এ পাঠাই এবং সে সেখানকার লোকাল একজন মানুষের নাম্বারে টাকাগুলো p2p sell করে তারপর সেখান থেকে ক্যাশ করে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 26, 2025, 04:21:05 PM |
|
আপনি মিয়া এত বিচক্ষণ ব্যাক্তি তারপরেও মাঝেমধ্যে নুবের মতন সাজেশন চান। আমি যতটুকু জানি আপনি ব্যাংক একাউন্ট খুলেন নাই বিকাশে রেমিটেন্স হিসেবে নেওয়া পারবেন হয়তো বিষয়টা আমার জানা নাই অথবা ট্যাব ট্যাব সেন্ড এ রিসিভ করা যায়।
কিন্তু আমার কথা হইলো গিয়া এত প্যাঁচানোর দরকার কি? আপনার ওই ফ্রেন্ড কি বাইন্যান্স বা কু কয়েন ব্যবহার করে না?
যদি ব্যবহার করে থাকে সরাসরি USDT পাঠাতে বলেন আপনি পরবর্তীতে পিটুপি করে সেল করে নিতে পারবেন আর তার নিকট যদি USDT না থাকে তাহলে তাকে p2p এর মাধ্যমে ডলার কিনে তারপর পাঠাতে বলেন তাহলেই তো হয়!! অযথা ব্যাংক একাউন্ট খুলবেন আবার ডুয়েল কারেন্সি সাপোর্ট করানোর জন্য ইত্যাদি ইত্যাদি করবেন তার মধ্যে পাসপোর্ট লাগবে এন্ডোরসমেন্ট করার জন্য। এতসব বাদ দিয়া যেখানে আপনি ক্রিপ্টো স্পেস কানেক্টেড রয়েছেন এটা ব্যবহার করেন।
আমার মনে আছে আমার এক বন্ধু ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিল সেখানে গিয়ে তার টাকার শর্টেজ পরে পরবর্তীতে আমি তাকে USDT binance এ পাঠাই এবং সে সেখানকার লোকাল একজন মানুষের নাম্বারে টাকাগুলো p2p sell করে তারপর সেখান থেকে ক্যাশ করে।
আজ গরিব বলে আজ আমারে এমনে খোটা দিলা! কষ্টওওও!  আরে মিয়া আমি নিজেও তো কনসেপ্টটা জানি, বাট কখনো তো ইউজ করা পরে নাই, এজন্য রিয়েল লাইফ সাজেশন চাইলাম, যদি কেউ করে থাকেন। আমি সবগুলো রাস্তাই এক্সপ্লোর করে দেখতেছি, যেটা ভালো হয় আর কি। যেটাতে কম ফি লাগে, এই সেই! বাইনান্সের হিসাব করে দেখলাম। 1 USDT = 125 - 127 BDT (সেল) 1 USDT = 95 - 96 INR (বাই) আর, 125 BDT = 91 INR (আজকের রেট - মানে ৪ রুপির ডিফারেন্স) তবে হ্যাঁ, পিটুপি টু বাইনান্স টু বাইনান্স টু পিটুপি, আই গেস সবথেকে রিলায়েবল ওয়ে। আচ্ছা ঠিকআছে এটাই ইউজ করবো। আর যেহেতু বন্ধুর উদাহরণ দিলা তাহলে বুঝলাম কোনো সমস্যা হবেনা। আসলে ইন্ডিয়াতে এক্সচেঞ্জগুলো T&C পলিসি কেমন কি তা তো আমি জানিনা, তাই মূলত বলা।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 26, 2025, 04:38:03 PM |
|
আজ গরিব বলে আজ আমারে এমনে খোটা দিলা! কষ্টওওও!  তুমি মিয়া গরিব না তুমি আসলে ভোদাই,, বাইনান্সের হিসাব করে দেখলাম। 1 USDT = 125 - 127 BDT (সেল) 1 USDT = 95 - 96 INR (বাই)
আর,
125 BDT = 91 INR (আজকের রেট - মানে ৪ রুপির ডিফারেন্স)
তবে হ্যাঁ, পিটুপি টু বাইনান্স টু বাইনান্স টু পিটুপি, আই গেস সবথেকে রিলায়েবল ওয়ে। আচ্ছা ঠিকআছে এটাই ইউজ করবো। আর যেহেতু বন্ধুর উদাহরণ দিলা তাহলে বুঝলাম কোনো সমস্যা হবেনা। আসলে ইন্ডিয়াতে এক্সচেঞ্জগুলো T&C পলিসি কেমন কি তা তো আমি জানিনা, তাই মূলত বলা।
আমি জানিনা তুমি কি পরিমান ডলার নিয়ে আসবে কিন্তু এটা মনে রাইখো ডলারের অ্যামাউন্ট এর উপরেও প্রাইস কম বেশি হয় আর মোবাইল ব্যাংকিংয়ে এক ধরনের রেট পাওয়া যায় আর সরাসরি ব্যাংকিং এ পিটুপি তে আরেক ধরনের রেট পাওয়া যায়। মানে মোবাইলের চাইতে কিছুটা কম পাওয়া যায় আর বাইনান্সের আজকের রেট তুমি কোথায় দেখলে 125 ? আমি নিজেই তো বিকেল বেলায় ১২৭ টাকা ৩৮ পয়সায় সেল করেছি। আর বর্তমানে বাই প্রাইজও দেখতে পাচ্ছি ১২৬ টাকার উপরে প্রায় সাড়ে ১২৬ এর মতন। আর ইন্ডিয়ান রুপির কেনার প্রাইস ৯৬ থেকে ৯৭ রুপিতে এক ডলার। আর চার রুপির ডিফারেন্স বলতে কি বুঝাতে চাচ্ছ? কেনার বেলায় যত কমে পাওয়া যায় তত বেশি ভালো । কারণ তুমি যদি বিকাশেও সেল করো তাহলে এখনো ১২৭ এর উপরে সেল করতে পারবে।  
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|