|
Review Master
|
 |
October 21, 2025, 10:27:53 AM Merited by DYING_S0UL (1) |
|
যারা মার্কেটের narrative গুলোকে পর্যবেক্ষণ করেন, তারা এতিমদ্ধে লক্ষ্য করেছেন যে বিভিন্ন perp dex প্রোজেক্টগুলো কমিউনিটিতে সবার মুখে মুখে রয়েছে। উদাহরণ হিসাবে, myx finance প্রোজেক্টটি যখন মার্কেট manipulation করে টোকেনের মূল্য বৃদ্ধি করেছিল। তখন সবাই বাইনান্সের crime season আখ্যা দিয়ে মজা করতেছিল। পরবর্তীতে Avantis প্রোজেক্টটি মার্কেটে আসে, যদিও coinbase ventures প্রোজেক্টটির ফান্ডিং এ ছিল এবং base চেইনের একটা প্রোজেক্ট। কিন্তু Binance Alpha তে এয়ারড্রপ দিয়ে spot লিস্টিং পেয়ে যায়। যদিও perp/future লিস্টিং আগেই হয়েছিল এবং সকলের জানা যে, perp/future এ লিস্ট থাকলে পরবর্তীতে spot লিস্টিং বাইনেন্সে হয়ে থাকে। ফলস্বরূপ Avantis প্রোজেক্টের টোকেনের মূল্যও বৃদ্ধি পায়। একদিকে Hyperliquid বনাম Binance চলতেছিল এবং এর মধ্যে CZ আবার ASTER টোকেনের TGE এর পরে সেটি নিয়ে টুইট করে। পুরো ক্রিপ্টো কমিউনিটি ASTER টোকেন নিয়ে আলোচনা বেশি বেশি করতে শুরু করে। এর মাঝে আবার কিছু controversy ও শুরু হয়, কারণ Aster কে ক্রিপ্টো কমিউনিটি ১০০% perp dex মানতে চায় নাহ। যেহুতু এটির orderbook এর লেনদেন হিসাব সবার জন্য কোন chain এ প্রকাশ করে নাহ। যাইহোক একদিকে myx , avantis প্রোজেক্টগুলোর টোকেনগুলো নিয়ে কথাবার্তা এবং অন্যদিকে Hyperliquid বনাম Aster প্রোজেক্ট নিয়ে আলোচনা। এই দুই মিলাই সবাই perp dex বিষয়টা ক্রিপ্টো কমিউনিটিতে মুখ্য আলোচনার বিষয় এখন। এর মাঝে আবার কিছু perp dex প্রোজেক্টের টোকেনগুলোর মূল্যও বৃদ্ধি পেয়েছিল। এর মাঝে কালকের গুরুত্বপূর্ণ খবর হইল, Solana চেইনের co-founder , Anatoly Yakovenko , নিজের github এ একটি নতুন perp dex প্রোজেক্টের কোড আপলোড করেন। ক্রিপ্টো কমিউনিটি এই খবর শুনার পর থেকে ধরে নিয়েছে যে, Solana চেইনও হইতো Hyperliquid বনাম CZ/Binance এর প্রতিদ্বন্দ্বিতাতে ঢুকে পরল।  কিন্তু Anatoly Yakovenko আজকে সকলের উদ্দেশ্যে টুইট করে বলছে যে, তিনি শুধুমাত্র claude ব্যাবহার করে দেখতেচিলেন। যদি কমিউনিটি থেকে কোনো ডেভেলপার অমন কোনো প্রোজেক্ট চালু করতে পারে, তাইলে ভালোই হবে। আপনাদের কি মনে হয়, perp dex এর হাইপ কতদিন মার্কেটে থাকবে?
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 23, 2025, 02:56:21 PM |
|
লেখক: ChiBitCTyঅরিজিনাল টপিক: ANN - 2025 Bitcointalk Annual Pumpkin Carving Contest
বিটকয়েকটক পাম্পকিন কার্ভিং কনটেস্ট ২০২৫ এ সবাইকে স্বাগতম। আমি এই কনটেস্ট প্রথম শুরু করি ২০২২ সালের দিকে ( https://asktom.cf/index.php?topic=5416347.0 ), যেখানে আমি আমার প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছিলাম। থেমস, মডারেটরগণ, নতুন ইউজার থেকে শুরু করে লেজেন্ডারি ইউজার যাদেরই আমি চিনি, সবাই কোনো না কোনো ভাবে সেখানে অংশ নেয় এবং সম্পূর্ন জিনিসটাকে আনন্দময় করে তোলে। তো আমি বেশ কিছুদিন আগে দোকান থেকে কিছু পাম্পকিন কিনে আনি, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে পিছনে আমেরিকান স্টাইল কাঠের একটি পাম্পকিনও রয়েছে, আজকে এটা দেখতে পাই আর লোভ সামলাতে না পেরে এটাও কিনে ফেলি, আমার পছন্দের দুইটি জিনিস হলো এই পাম্পকিন দুটো আর ফুটবল (আমেরিকান ফুটবল)।  এবারো আগের বছরের কনটেস্টের রুলস ফলো করা হবে। এবং প্রাইজগুলোও আমি নিজেই একাই প্রোভাইড করবো। আমি শুধু চাই এই কনটেস্টটি যেনো শুধুমাত্র বিটকয়েন কমিউনিটি জন্য হোক (পহেলা অক্টোবর আমার ANN এর ৯ বছর পূর্ন হবে🤯)। প্রাইজগুলো খুবই আকর্ষণীয় হবে এটার আমি গ্যারান্টি দিতে পারি  রেফারেন্স হিসেবে আগের বছরের কনটেক্ট : https://asktom.cf/index.php?topic=5512198.0 -কনটেস্টটি এখন লাইভ-রুলস: আপনাকে বিটকয়েন থিমে পাম্পকিন কার্ভ (খোদাই) করতে হবে। কোয়ালিফাই হওয়ার জন্য অবশ্যই পাম্পকিন ব্যতীত অন্য কিছু ব্যবহার করে যাবে না। তবে পাম্পকিন আপনি যেকোনো জাত, যেকোনো ধরনের, যেকোনো সাইজের নিতে পারেন। এর সাথে অবশ্যই আপনাকে একটি কাগজে আপনার ইউজারনেম, এবং তারিখ দিতে হবে, আপনার কার্ভ করা পাম্পকিন পাশে রেখে। পুরষ্কার: ১. প্রথম স্থান অধিকারী পাবে "Satori Poker Chip (0.001 BTC)" + 0.004 BTC টোটাল  ২. দ্বিতীয় স্থান অধিকারী পাবে: 0.0006 BTC ৩. তৃতীয় স্থান অধিকারী পাবে: 0.0004 BTC কনটেস্ট শেষ হবে ৩১শে অক্টোবর ১২ am Los Angeles টাইম জোন (আমি যদি এই কয়দিনে সুযোগ পাই, তাহলে বিজয়ীদের প্রাইজে ফিজিক্যাল পুরষ্কারও যুক্ত করে দিবো) আপনারা কে কি বানাইতে পারেন সেটা দেখার আশায় রইলাম!
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Bd officer
|
 |
October 23, 2025, 03:36:13 PM |
|
হায়,,, বাংগালী কী কোনদিন ভালো হবে না, আমাদের দেশে কি নারীরা কোথাও কী নিরাপদ নয়? মানুষ এতটা জঘন্য হতে পারে? নারী মৃত্যুর পরে মৃতদেহ নিরাপদ নয়, আজকে নিউজে দেখলাম একজন নারীর মৃত দেহের সাথে এক যুবক ধর্ষণ করেছে, আর কি দেখতে হবে? যদিও এই ঘটনা নতুন নয় বছর কয়েক আগেও এমন ঘটনা শুনেছিলাম। আবার অন্যদিকে দেখলাম ৭০ বছরের বয়স্ক নারীও নিরাপদ নয়? ৭০ বয়সেও এসেও ধর্ষণের শিকার হতে হয়। আসলে বাংলাদেশে সঠিক বিচার নেই দেখে এই অবস্থা, যদি ধর্ষকের সঠিক বিচার করা হতো তাহলে এই সমাজে এমন ঘটনা ঘটতো না। ধর্ষকের একমাত্র ইসলামিক বিচার হলো মৃত্যুদন্ড, এছাড়া দেশে ধর্ষন প্রতিরোধ করা যাবে না। আমাদের দেশে আইনে যে ধরনের শাস্তি রয়েছে তাতে অপরাধ কমবে না বরং অপরাধীদের জন্য সহজ হয়ে গেছে।
|
|
|
|
|
Ricardo11
|
 |
October 23, 2025, 03:59:03 PM |
|
হায়,,, বাংগালী কী কোনদিন ভালো হবে না, আমাদের দেশে কি নারীরা কোথাও কী নিরাপদ নয়? মানুষ এতটা জঘন্য হতে পারে? নারী মৃত্যুর পরে মৃতদেহ নিরাপদ নয়, আজকে নিউজে দেখলাম একজন নারীর মৃত দেহের সাথে এক যুবক ধর্ষণ করেছে, আর কি দেখতে হবে? যদিও এই ঘটনা নতুন নয় বছর কয়েক আগেও এমন ঘটনা শুনেছিলাম। আবার অন্যদিকে দেখলাম ৭০ বছরের বয়স্ক নারীও নিরাপদ নয়? ৭০ বয়সেও এসেও ধর্ষণের শিকার হতে হয়। আসলে বাংলাদেশে সঠিক বিচার নেই দেখে এই অবস্থা, যদি ধর্ষকের সঠিক বিচার করা হতো তাহলে এই সমাজে এমন ঘটনা ঘটতো না। ধর্ষকের একমাত্র ইসলামিক বিচার হলো মৃত্যুদন্ড, এছাড়া দেশে ধর্ষন প্রতিরোধ করা যাবে না। আমাদের দেশে আইনে যে ধরনের শাস্তি রয়েছে তাতে অপরাধ কমবে না বরং অপরাধীদের জন্য সহজ হয়ে গেছে।
বর্তমানে এই বিষয়টি সত্যিই খুবই খারাপ লাগছে, কিছুদিন যাবৎ হলো এই ধর্ষণের নিউস গুলো বেশি শুনতেছি, এই বিষয় টি সত্যিই খুবই দুঃখজনক, এবং মানুষের চিন্তাধারা কতটা নিচে নামলে এই ধরনের কাজ করার চিন্তা করে, মৃত নারী, যা মৃত্যুর পরেও মৃত দেহ নিরাপদ নয়, আবার ৭০ বছরের বৃদ্ধ, যা বৃদ্ধ হওয়ার পরেও নিরাপদ নয়, তাহলে এই দেশে মহিলারা নিরাপদে কোথায় ? যতদিন না পর্যন্ত ধর্ষকদের জনসম্মুখে মৃত্যু না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে এই ধরণের ঘটনা কখনো কমবে না, বরং আরো বাড়তেই থাকবে।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 24, 2025, 09:15:34 AM |
|
আল্লাহ যেনো কাউকে অসুখ বিসুখ নে দেয়। কি পরিমাণ যে কষ্টে আছি বলে বোঝাতে পারবো না। আমার একটার পর একটা অসুখ আসতেই থাকে, শেষই হয়না। অলরেডি বেশ কিছুদিন যাবৎ চুলকানির সমস্যা হচ্ছে, হচ্ছিলো। আর এখন ৩-৪ দিন যাবৎ কানের বাহিলের স্কিনে ইনফেকশন হইছে। ব্যাকটেরিয়ায়, গোল গোল গর্ত হয়ে গেছে, কি জানি আস্তরন তৈরি হচ্ছে, যতবার উঠায় ফেলি ততবার আরো বড় আকারে জমাট বাধে, আর সাথে পানি পানি তরল, সাদা হলুদ। আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম পুজের মতো বের হচ্ছে। কি পরিমাণ যে অসহনীয় ব্যাথা অনুভব হচ্ছে, সারা মাথা ঘার সব পেইন, লাল হয়ে ফুলে আছে । সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেনো সুস্থ হতে পারি। ট্রিটমেন্ট কাল থেকে শুরু করছি (এন্টিবায়োটিক, ব্যাকটেরিয়াল মলম ইত্যাদি), এন্টিবাওটিকের ঠেলায় মাথা খারা করে রাখতে পারতেছিনা, দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। 
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
Bd officer
|
 |
October 24, 2025, 09:34:19 AM |
|
আল্লাহ যেনো কাউকে অসুখ বিসুখ নে দেয়। কি পরিমাণ যে কষ্টে আছি বলে বোঝাতে পারবো না। আমার একটার পর একটা অসুখ আসতেই থাকে, শেষই হয়না। অলরেডি বেশ কিছুদিন যাবৎ চুলকানির সমস্যা হচ্ছে, হচ্ছিলো। আর এখন ৩-৪ দিন যাবৎ কানের বাহিলের স্কিনে ইনফেকশন হইছে। ব্যাকটেরিয়ায়, গোল গোল গর্ত হয়ে গেছে, কি জানি আস্তরন তৈরি হচ্ছে, যতবার উঠায় ফেলি ততবার আরো বড় আকারে জমাট বাধে, আর সাথে পানি পানি তরল, সাদা হলুদ। আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম পুজের মতো বের হচ্ছে। কি পরিমাণ যে অসহনীয় ব্যাথা অনুভব হচ্ছে, সারা মাথা ঘার সব পেইন, লাল হয়ে ফুলে আছে । সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেনো সুস্থ হতে পারি। ট্রিটমেন্ট কাল থেকে শুরু করছি (এন্টিবায়োটিক, ব্যাকটেরিয়াল মলম ইত্যাদি), এন্টিবাওটিকের ঠেলায় মাথা খারা করে রাখতে পারতেছিনা, দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা।  প্রথমে আপনার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ যেন দ্রুত আপনাকে সুস্থতা দান করেন। আমি আপনাকে আরও আগেই বলেছিলাম, জানি না আপনি চর্ম রোগ বিশেষজ্ঞ কোন ডাক্তার দেখিয়েছিলেন কীনা? আপনি যদি আগে থেকেই কোন ট্রিটমেন্ট নিতেন তাহলে এতদিনে হয়তো সুস্থ হয়ে যেতেন। যাইহোক, যেহেতু ট্রিটমেন্ট শুরু করেছেন তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। এলার্জি জাতীয় খাবার এড়িয়ে চলুন, কারন তা না হলে আরও চুলকানি বেড়ে যাবে। হ্যাঁ, ভাই কথায় বলে না যে সুস্থ দেহ সুন্দর মন, শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে কিন্তু অসুস্থ হলে কিছু ভালো লাগে না। যাইহোক, আমি আবারও আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন দ্রুত আপনাকে সুস্থ করেন। <ফি আমানিল্লাহ>
|
|
|
|
|
Royal Cap
|
 |
October 24, 2025, 09:46:16 AM |
|
আল্লাহ যেনো কাউকে অসুখ বিসুখ নে দেয়। কি পরিমাণ যে কষ্টে আছি বলে বোঝাতে পারবো না। আমার একটার পর একটা অসুখ আসতেই থাকে, শেষই হয়না। অলরেডি বেশ কিছুদিন যাবৎ চুলকানির সমস্যা হচ্ছে, হচ্ছিলো। আর এখন ৩-৪ দিন যাবৎ কানের বাহিলের স্কিনে ইনফেকশন হইছে। ব্যাকটেরিয়ায়, গোল গোল গর্ত হয়ে গেছে, কি জানি আস্তরন তৈরি হচ্ছে, যতবার উঠায় ফেলি ততবার আরো বড় আকারে জমাট বাধে, আর সাথে পানি পানি তরল, সাদা হলুদ। আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম পুজের মতো বের হচ্ছে। কি পরিমাণ যে অসহনীয় ব্যাথা অনুভব হচ্ছে, সারা মাথা ঘার সব পেইন, লাল হয়ে ফুলে আছে । সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেনো সুস্থ হতে পারি। ট্রিটমেন্ট কাল থেকে শুরু করছি (এন্টিবায়োটিক, ব্যাকটেরিয়াল মলম ইত্যাদি), এন্টিবাওটিকের ঠেলায় মাথা খারা করে রাখতে পারতেছিনা, দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা।  প্রথমত আপনার জন্য সুস্থতা কামনা করি। আমার ফেসবুকের সামনে অনেকদিন ধরেই এইরকম অনেক চর্মরোগের অনেক পোস্ট আসতেছিল। আপনার সমস্যাটি সেই ফেসবুক পোস্টের সাথে কিছুটা হলেও আমি রিলেট করতে পারতেছি, সেই সমস্যাটি হলো "সোরাইসিস"। এটি আসলে একটি চর্মরোগ যেটা শরীরে চল্টার মতন হয়, অনেকটা দাউদ এর মতন। আপনি হয়তো স্টেরয়েড যুক্ত মলম ব্যবহার করেছেন, যার ফলে এর সংক্রমণ বা চুলকানি সাময়িক সময়ের জন্য কমলেও, সংক্রমণ আরো বেড়ে গেছে। আমি আপনাকে বলব আপনি দ্রুত ভালো একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখান। হুদাই লোকাল ফার্মেসি এর পরামর্শের আউল ফাউল ওষুধ খাবেন এবং নিবেন না। এতে করে আপনার আরো ক্ষতি হতে পারে।
|
|
|
|
AN Then
Newbie
Offline
Activity: 64
Merit: 0
|
 |
October 24, 2025, 12:09:51 PM |
|
হায়,,, বাংগালী কী কোনদিন ভালো হবে না, আমাদের দেশে কি নারীরা কোথাও কী নিরাপদ নয়? মানুষ এতটা জঘন্য হতে পারে? নারী মৃত্যুর পরে মৃতদেহ নিরাপদ নয়, আজকে নিউজে দেখলাম একজন নারীর মৃত দেহের সাথে এক যুবক ধর্ষণ করেছে, আর কি দেখতে হবে? যদিও এই ঘটনা নতুন নয় বছর কয়েক আগেও এমন ঘটনা শুনেছিলাম। আবার অন্যদিকে দেখলাম ৭০ বছরের বয়স্ক নারীও নিরাপদ নয়? ৭০ বয়সেও এসেও ধর্ষণের শিকার হতে হয়। আসলে বাংলাদেশে সঠিক বিচার নেই দেখে এই অবস্থা, যদি ধর্ষকের সঠিক বিচার করা হতো তাহলে এই সমাজে এমন ঘটনা ঘটতো না। ধর্ষকের একমাত্র ইসলামিক বিচার হলো মৃত্যুদন্ড, এছাড়া দেশে ধর্ষন প্রতিরোধ করা যাবে না। আমাদের দেশে আইনে যে ধরনের শাস্তি রয়েছে তাতে অপরাধ কমবে না বরং অপরাধীদের জন্য সহজ হয়ে গেছে।
বর্তমানে এই বিষয়টি সত্যিই খুবই খারাপ লাগছে, কিছুদিন যাবৎ হলো এই ধর্ষণের নিউস গুলো বেশি শুনতেছি, এই বিষয় টি সত্যিই খুবই দুঃখজনক, এবং মানুষের চিন্তাধারা কতটা নিচে নামলে এই ধরনের কাজ করার চিন্তা করে, মৃত নারী, যা মৃত্যুর পরেও মৃত দেহ নিরাপদ নয়, আবার ৭০ বছরের বৃদ্ধ, যা বৃদ্ধ হওয়ার পরেও নিরাপদ নয়, তাহলে এই দেশে মহিলারা নিরাপদে কোথায় ? যতদিন না পর্যন্ত ধর্ষকদের জনসম্মুখে মৃত্যু না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে এই ধরণের ঘটনা কখনো কমবে না, বরং আরো বাড়তেই থাকবে। এমন ঘটনা শুনলে বা দেখলে শরীর শিউরে ওঠে। যারা এই পাপ কাজগুলো করে তাদেরকে মানুষের সাথে তুলনা করা ঠিক নয় তারা আসলে পশুর চেয়েও নিকৃষ্ট। বাংলাদেশে এমন ঘটনা মাঝে মধ্যেই দেখা যায় কিন্তু এদের কোন কঠিন শাস্তি হয় না। বাংলাদেশে আমি আজ পর্যন্ত ধর্ষণের বিচার সঠিকভাবে দেখতে পায়নি। ধর্ষণের বিচার হল সরাসরি মৃত্যুদণ্ড কোন জেলখানায় আবদ্ধ না। এই ধর্ষকদের যদি বাংলাদেশের আইনের হাতে তুলে দেওয়া হয় তাহলে কোন বিচার পাওয়া যাবে না। কেননা যেখানে বাংলাদেশের পুলিশ ১০ টাকা অব্দি ঘুষ গ্রহণ করে সেখানে যদি একজন আসামির জন্য মোটা অংকের টাকা ধরিয়ে দেয় তাহলে তারা আসামিকে ছেড়ে দিতে একবারও চিন্তা করবে না। তাই আমাদের উচিত এমন নিকৃষ্ট ধর্ষকদের আইনের হাতে তুলে না দিয়ে খোলা একটি ময়দানে জনগণ দিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা ।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
October 24, 2025, 01:14:40 PM |
|
লুগানোতে সাতোশির ভাস্কর্য পুনরায় স্থাপন করা হয়েছেগত আগষ্ট মাসে সুইজারল্যান্ডে লুগানো শহর থেকে সাতোশী নাকামোতোর ভাস্কর্য টি ভাঙচুর করে লেকে বা হ্রদ এ ফেলে দেওয়া হয়েছিলো। হয়তো এটি বিটকয়েন বিরোধিতা করে এমন লোকেরা এমন কর্মকাণ্ড করেছিলো। যাইহোক, আজকে টুইটারে নিউজে দেখলাম, সাতোশি মুর্তীটির মেরামত করে পুনরায় সেই যায়গায় স্থাপন করা হয়েছে। এখন থেকে ভাস্কর্যটি আশে পাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত, যাতে কোন অপরাধীরা এর কোন ক্ষতি করতে না পারে। আজকে আবারও পুনরায় উদ্বোধন করা হয়েছে, অনেক বিটকয়েন প্রেমীরা উপস্থিত হয়ে উদ্বোধন করেছেন এবং উপভোগ করেছেন। যাইহোক, এটা খুবই ভালো যে সাতোশির মূর্তিটি আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে, যারা এমন কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাই।  👉 এখানে ফুল ভিডিও রয়েছে।
|
|
|
|
|
Review Master
|
 |
October 24, 2025, 02:00:41 PM Merited by Hodlpreneur (1) |
|
একজন বিটকয়েন হোয়েল যে ৪ হাজার বিটকয়েন প্রায় ১৪ বছর আগে মাইন করেছিলো, প্রথম বারের মতো আজকে ১৫০ বিটকয়েন নিজের ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সরিয়েছে। যখন এই হোয়েল ৪ হাজার বিটকয়েন মাইন করেছিলো, তখন সেটির মূল্য ছিলো মাত্র $৭০,০০০ এর মতো। আর বর্তমানে সেই বিটকয়েনের মূল্য প্রায় $৪৪০,০০০,০০০ ( ৪৪০ মিলিয়ন)। আজকে ১৫০ বিটকয়েন অন্য ওয়ালেটে পাঠানোর পরও তার ওয়ালেট যে বিটকয়েন রয়েছে, সেটির মূল্য বর্তমান মার্কেট অনুযায়ী প্রায় ৪২৮ মিলিয়নের বেশি।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 24, 2025, 06:31:32 PM Last edit: October 24, 2025, 06:56:20 PM by Crypto Library |
|
একজন বিটকয়েন হোয়েল যে ৪ হাজার বিটকয়েন প্রায় ১৪ বছর আগে মাইন করেছিলো, প্রথম বারের মতো আজকে ১৫০ বিটকয়েন নিজের ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সরিয়েছে। যখন এই হোয়েল ৪ হাজার বিটকয়েন মাইন করেছিলো, তখন সেটির মূল্য ছিলো মাত্র $৭০,০০০ এর মতো। আর বর্তমানে সেই বিটকয়েনের মূল্য প্রায় $৪৪০,০০০,০০০ ( ৪৪০ মিলিয়ন)। আজকে ১৫০ বিটকয়েন অন্য ওয়ালেটে পাঠানোর পরও তার ওয়ালেট যে বিটকয়েন রয়েছে, সেটির মূল্য বর্তমান মার্কেট অনুযায়ী প্রায় ৪২৮ মিলিয়নের বেশি। আর বাকি ৯৮৫০ টা মনে হয় যখন বিটকয়েন মিলিয়ন ডলার টাচ করবে তখন সেল দেবে 
এনি ওয়েল নিয়মিত বিভিন্ন এয়ার ড্রপ থেকে শুরু করে টেস্ট নেট বা বিভিন্ন প্রজেক্ট ইনফর্মেশন এবং আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আজকে আপনার কাছ থেকে এক্সট্রা একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে Hot coin সম্পর্কে এক সময় যখন এয়ার ড্রপ হাইপ ছিল তখন এটাও ভালোই নাম ছড়াচ্ছিল তবে অন্যান্য সকল প্রজেক্ট বা এয়ার ড্রপ এর থেকে এটা কি আমার একটি ইউনিক লেগেছিল কারণ এটা ওয়ালেট বেসিসে তৈরি হয়েছিল। বর্তমানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ইমেজের মাধ্যমে কিছু ইঙ্গিত করেছে, আপাতত আমি আপনার মতামত জানতে চাই এইটা নিয়ে আপনার কি ধারনা? 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
October 25, 2025, 05:25:09 PM |
|
বিভিন্ন L1 অথবা L2 চেইন থেকে সাবধান থাকুন !! যারা ২০১৭ তে ICO কিংবা ২০১৯ পরবর্তী সময়ে DeFi প্রজেক্টগুলোর উত্থান-পতন দেখেছেন, তারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ৯৯% প্রজেক্টই মার্কেট থেকে গায়েব হয়ে যায়। সহজ কথায় সরাসরি scam করে কিংবা একটি সময় পর operational cost দেখিয়ে নিজেদের দেউলিয়া বলে প্রজেক্ট বন্ধ করে দেয়। আর প্রজেক্টের builder কিংবা core member গুলো হয় অন্য প্রজেক্টে কাজ শুরু করে নতুনভাবে স্ক্যাম করার জন্য, নয়তো যা ইনকাম করেছে সেটি দিয়ে বাকি জীবন অতিবাহিত করে। আর এটি নতুন কোনো কিছু নাহ, কারণ ক্রিপ্টো মার্কেটে এমন ঘটনা অহরহ হয়ে থাকে। কিন্তু মুখ্যবিষয় হইলো যে, সাধারণ ব্যবহারকারী এবং ট্রেডারা এসবের মধ্যে অনেক লোকসানের সম্মুখীন হয়ে থাকে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য হয়েছে বার বার আর সেটি হইলো যে, প্রজেক্ট প্রায় ২-৩ বছরের মধ্যে গায়েব হওয়া শুরু করে । বিশেষ করে narrative টি থেমে যাওয়ার পর এবং বর্তমানের সময়ে তাকালে দেখবেন যে, L2 চেইনের narrative শেষ হওয়ার প্রায় ২ বছর হইতে চলেছে। আর অনেক প্রজেক্টই মার্কেট থেকে আগেই গায়েব হয়েছে।তবে বড় বড় কিছু প্রজেক্ট কোনো প্রকার revenue নাহ করতে পারায় সামনের দিনগুলো হয়তো shutdown এর ঘোষণা দিবে। তাই যারা নিজেরা l2 চেইনের প্রজেক্টগুলোর টোকেন ক্রয় করে রেখেছেন কিংবা ট্রেড করতেছেন, তাদের সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। এতকিছুর বলার একটিই কারণ, সেটি হইলো গত ২২ অক্টোবর তারিখে Kadena , একটি L1 চেইন, ঘোষণা করে যে তাদের যে core team রয়েছে তারা আর সেই ব্লকচেইনটির দেখাশুনা করবে নাহ এবং কমিউনিটির উপর ছেড়ে দিবে। আর এটির ঘোষণার পরই Kaddex টুইট করে বোম ফাটিয়ে দেয় যে, core team এর সদস্যারা বিভিন্ন এক্সচেঞ্জে SHORT ট্রেড নিয়েছে এবং প্রায় ১০ মিলিয়নের মতো লাভ করে ফেলছেন। সাধারণত এমন ঘোষণার পরই যেকোনো প্রজেক্টের টোকেনের মূল্য দরপতন হয়। তাই সকলের সর্তক থাকা উচিত বিভিন্ন L1 কিংবা L2 প্রজেক্ট থেকে যেগুলো operation করার মতো কোনো প্রকার revenue করতে পারতেছে নাহ। আর একটি মজার বিষয় হইলো, Kadena প্রজেক্টের টোকন কিন্তু অনেক বড় বড় এক্সচেঞ্জের লিস্টেড ছিলো। তাই বড় এক্সচেঞ্জে লিস্ট থাকলেই যে, প্রজেক্ট লম্বা সময়ের জন্য টিকে থাকবে এমন ভ্রান্ত ধারণা রাখিয়েন নাহ। 
একজন বিটকয়েন হোয়েল যে ৪ হাজার বিটকয়েন প্রায় ১৪ বছর আগে মাইন করেছিলো, প্রথম বারের মতো আজকে ১৫০ বিটকয়েন নিজের ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সরিয়েছে। যখন এই হোয়েল ৪ হাজার বিটকয়েন মাইন করেছিলো, তখন সেটির মূল্য ছিলো মাত্র $৭০,০০০ এর মতো। আর বর্তমানে সেই বিটকয়েনের মূল্য প্রায় $৪৪০,০০০,০০০ ( ৪৪০ মিলিয়ন)। আজকে ১৫০ বিটকয়েন অন্য ওয়ালেটে পাঠানোর পরও তার ওয়ালেট যে বিটকয়েন রয়েছে, সেটির মূল্য বর্তমান মার্কেট অনুযায়ী প্রায় ৪২৮ মিলিয়নের বেশি। আর বাকি ৯৮৫০ টা মনে হয় যখন বিটকয়েন মিলিয়ন ডলার টাচ করবে তখন সেল দেবে 
এনি ওয়েল নিয়মিত বিভিন্ন এয়ার ড্রপ থেকে শুরু করে টেস্ট নেট বা বিভিন্ন প্রজেক্ট ইনফর্মেশন এবং আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওনার চার হাজার বিটকয়েন মাইন হয়েছিলো, আর বাকি আছে ৩ হাজার ৮ শ ৫০ টি (৩৮৫০) এবং আমারও মনে হয় যে, মিলিয়নে পৌছানোর পরই হয়তো বিক্রি করবে। কিন্তু ৫০০,০০০ ডলারে বিক্রি করলেও করতে পারে। আমি তো এমন আপডেট প্রতিদিনই দিতে চাই, কিন্তু অনেকেই এমন বিষয় নিয়ে আলোচনা করা কিংবা জানার আগ্রহ রাখে নাহ। উদারণ হিসেবে perp dex নিয়ে এর আগের পোষ্টে কারো কোনো আগ্রহ নেই। সবাই নিজেদের মতামত যদি রিপ্লাই করে, তাহলে আলোচনাটা আরো ভালো হইতো। যাইহোক আমি আমার কাজ করে যাবো, বাকি যাদের জানার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করবে এবং বাকিরা যেমন আছে তেমনই থাকবে।  তবে আজকে আপনার কাছ থেকে এক্সট্রা একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে Hot coin সম্পর্কে এক সময় যখন এয়ার ড্রপ হাইপ ছিল তখন এটাও ভালোই নাম ছড়াচ্ছিল তবে অন্যান্য সকল প্রজেক্ট বা এয়ার ড্রপ এর থেকে এটা কি আমার একটি ইউনিক লেগেছিল কারণ এটা ওয়ালেট বেসিসে তৈরি হয়েছিল। বর্তমানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ইমেজের মাধ্যমে কিছু ইঙ্গিত করেছে, আপাতত আমি আপনার মতামত জানতে চাই এইটা নিয়ে আপনার কি ধারনা?  টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপের narrative অনেক আগেই শেষ হয়েছে, তাই এসব থেকে বেশি আশা নাহ করাই ভালো। হয়তো কোনো প্রজেক্ট ভালো এয়ারড্রপ দিতে পারে, যদি লিস্টিং এর দিন korean মার্কেটে লিস্ট করে এবং এক্সচেঞ্জগুলোতে ভালো liquidity সরবরাহ করতে পারে। নইলে অন্যান্য প্রজেক্টের মতোই লিস্টিং এর দিন dump করবে এবং পরবর্তীতে team/investor টোকেন unlock হওয়া মাত্রই আরো dump করবে। শেষমেশ অন্যান্য প্রজেক্টের মতোই মুলা ধরাই দিবে। আমি hotcoin সম্পর্কে আগে শুনেছি কিন্তু ওসব করি নাই এবং বেশিরভাগই ব্যবহারকারীদেরকে farming করতেছে। আর দিনশেষে মুলা ও হতাশা ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা অনেক কম আমি বলবো। তাই নিজের বিশ্লেষণ করেই নিজের সময় এবং অর্থ বিনিয়োগ করুন, নইলো হতাশা ছাড়া ক্রিপ্টোতে কিছু পাবেন নাহ। 
|
|
|
|
|
Bd officer
|
 |
October 27, 2025, 12:25:59 AM |
|
লুগানো শহরে ড্রোন দিয়ে বিটকয়েনের কিছু ছবিকি অবস্থা সবার? কারো দেখি খোজখবর নেই, পোস্ট কেউ করে না, যাইহোক, মজার কয়েকটি পিকচার গুলো দেখেন, সুইজারল্যান্ডের লূগানো শহরের আকাশে ড্রোন দিয়ে বিটকয়েনের প্রতিচ্ছবি উন্মোচন করা হয়েছে। বিষয়টি খুবই চমৎকার ছিল, এগুলো দেখার জন্য অনেক লোকজন ভির জমিয়েছিলেন। কয়েকটি ছবি চমৎকার ছিল যে, বিটকয়েন ফিয়াট মুদ্রাগুলোকে গিলে খাচ্ছে, আকাশে ক্রিপ্টো শক্তি দেখিয়েছে। গত ২৫ তারিখ রাতে সম্ভবত এটি হয়েছে, হয়তো ২০২৪ সালেও তারা এমন ড্রোন শো করেছিলেন। সোর্স
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 27, 2025, 05:09:10 AM |
|
এনি ওয়েল নিয়মিত বিভিন্ন এয়ার ড্রপ থেকে শুরু করে টেস্ট নেট বা বিভিন্ন প্রজেক্ট ইনফর্মেশন এবং আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তবে আজকে আপনার কাছ থেকে এক্সট্রা একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে Hot coin সম্পর্কে এক সময় যখন এয়ার ড্রপ হাইপ ছিল তখন এটাও ভালোই নাম ছড়াচ্ছিল তবে অন্যান্য সকল প্রজেক্ট বা এয়ার ড্রপ এর থেকে এটা কি আমার একটি ইউনিক লেগেছিল কারণ এটা ওয়ালেট বেসিসে তৈরি হয়েছিল। বর্তমানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ইমেজের মাধ্যমে কিছু ইঙ্গিত করেছে, আপাতত আমি আপনার মতামত জানতে চাই এইটা নিয়ে আপনার কি ধারনা?
আপনি এখনো এটা নিয়ে পড়ে আছেন ভাই? আমার মনেও নাই এগুলার কথা। এরা যে আমাদের মূলা ধরিয়ে দিবে, সেটা আমি আগে থেকেই কিছুটা টের পেয়েছিলাম। তবে সব কিছুর মাঝেও দুই একটা প্রজেক্ট থেকে কিছু রিটার্ন অনেকেই আশা করেছিলো, তার মধ্যে এই হট হচ্ছে একটা। কারন এটা নেয়াড় প্রটোকল এর একটা প্রজেক্ট ছিল। এখানে অনেকেই অনেক টাকা খরচ করে ফেলেছে। আমি কিছু করেছিলাম, কিন্তু এখন আর সেই দিন নেই ভাই। এগুলা থেকে বের হয়ে এসেছি অনেক আগেই। টেলিগ্রাম এয়ারড্রপের ক্রেজ আসলে চলে গেছে। এখান থেকে ভালো কিছু আশা করলে কষ্ট পাবেন ভাই। তবে বাংলাদেশের খেলা দেখার চাইতে টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে পড়ে থাকা ভালো। যদি খেলা দেখা ছেড়ে দিতে পারেন, তাইলে আপাতত মাইন করতে থাকেন।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 27, 2025, 05:52:16 AM |
|
আর বাকি ৯৮৫০ টা মনে হয় যখন বিটকয়েন মিলিয়ন ডলার টাচ করবে তখন সেল দেবে 
এনি ওয়েল নিয়মিত বিভিন্ন এয়ার ড্রপ থেকে শুরু করে টেস্ট নেট বা বিভিন্ন প্রজেক্ট ইনফর্মেশন এবং আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওনার চার হাজার বিটকয়েন মাইন হয়েছিলো, আর বাকি আছে ৩ হাজার ৮ শ ৫০ টি (৩৮৫০) এবং আমারও মনে হয় যে, মিলিয়নে পৌছানোর পরই হয়তো বিক্রি করবে। কিন্তু ৫০০,০০০ ডলারে বিক্রি করলেও করতে পারে। আমি ভাই তাহলে ওই সময় ভুলে 10000 মনে করে ফেলেছিলাম  আমি তো এমন আপডেট প্রতিদিনই দিতে চাই, কিন্তু অনেকেই এমন বিষয় নিয়ে আলোচনা করা কিংবা জানার আগ্রহ রাখে নাহ। উদারণ হিসেবে perp dex নিয়ে এর আগের পোষ্টে কারো কোনো আগ্রহ নেই। সবাই নিজেদের মতামত যদি রিপ্লাই করে, তাহলে আলোচনাটা আরো ভালো হইতো। যাইহোক আমি আমার কাজ করে যাবো, বাকি যাদের জানার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করবে এবং বাকিরা যেমন আছে তেমনই থাকবে।  ভাই আপনি আপনার কাজ চালাই যান cex নিয়েই তো আর আমাদের বাংলা কমিউনিটি তে লোকজনের আইডিয়া কম ওই জায়গায় dex নিয়ে যখন আলাপ-আলোচনা করেন আমার মনে হয় সবার মাথার উপর দিয়ে যায় আর নয়তো মাথার উপর দিয়ে যাবে দেখে পরে না। আমি নিজে পড়েছি কিন্তু perp dex নিয়ে এর আগে আমার কোন আইডিয়া ছিল না বা ট্রেডিং এর ক্ষেত্রেও আমি বর্তমানে বেশিরভাগই বিটকয়েন কেন্দ্রিক হয়ে গিয়েছি তাও আবার লং টার্মের ক্ষেত্রে। তাই ভাই এটা নিয়ে আর আপনাকে চেষ্টা করে কোন প্রশ্ন করি নাই যা প্রশ্ন ছিল মোটামুটি চ্যাটপিটি থেকে কিছু জেনেছি আর এর ফলে আরো কোন প্রশ্ন করা হয় নাই আপনাকে। আপনি ভাই একটার পর একটা দিতে থাকেন এইগুলা হইল ভলেন্টিয়ারি, আর ভলেন্টিয়ারী বা স্বেচ্ছাসেবক মূলক কাজ থেকে ইন্ডিরেক্টলি অবশ্যই ভবিষ্যতে আপনি থেকে শুরু করে আমরা সবাই উপকারিত হব। টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপের narrative অনেক আগেই শেষ হয়েছে, তাই এসব থেকে বেশি আশা নাহ করাই ভালো। হয়তো কোনো প্রজেক্ট ভালো এয়ারড্রপ দিতে পারে, যদি লিস্টিং এর দিন korean মার্কেটে লিস্ট করে এবং এক্সচেঞ্জগুলোতে ভালো liquidity সরবরাহ করতে পারে। নইলে অন্যান্য প্রজেক্টের মতোই লিস্টিং এর দিন dump করবে এবং পরবর্তীতে team/investor টোকেন unlock হওয়া মাত্রই আরো dump করবে। শেষমেশ অন্যান্য প্রজেক্টের মতোই মুলা ধরাই দিবে। আমি hotcoin সম্পর্কে আগে শুনেছি কিন্তু ওসব করি নাই এবং বেশিরভাগই ব্যবহারকারীদেরকে farming করতেছে। আর দিনশেষে মুলা ও হতাশা ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা অনেক কম আমি বলবো। তাই নিজের বিশ্লেষণ করেই নিজের সময় এবং অর্থ বিনিয়োগ করুন, নইলো হতাশা ছাড়া ক্রিপ্টোতে কিছু পাবেন নাহ।  তাইলে ভাই চুপ মাইরা বইসা থাকি, টেলিগ্রাম এয়ার ড্রপগুলোর মধ্যে একটিও করেছিলাম না শুধুমাত্র DOGS এর ক্ষেত্রে কিছু ক্লেম করেছিলাম। জাস্ট এই একটা হট কয়েন এর এয়ার ড্রপ করেছিলাম এবং আমার কাছে বর্তমানে ঘুরিয়ে পেচিয়ে ৫০০টির উপরে হট কয়েন রয়েছে, একটা সময় অনেকে আলাপ-আলোচনা করত যে এটি তিন থেকে সাত ডলারের মতন হতে পারে যখন মার্কেটে লিস্ট হবে। আর এই দিকে ওদের গ্রুপে এই ধরনের আপডেট দেখে জিজ্ঞাসা করা এই আর কি। আপনি এখনো এটা নিয়ে পড়ে আছেন ভাই? আমার মনেও নাই এগুলার কথা। এরা যে আমাদের মূলা ধরিয়ে দিবে, সেটা আমি আগে থেকেই কিছুটা টের পেয়েছিলাম। তবে সব কিছুর মাঝেও দুই একটা প্রজেক্ট থেকে কিছু রিটার্ন অনেকেই আশা করেছিলো, তার মধ্যে এই হট হচ্ছে একটা। কারন এটা নেয়াড় প্রটোকল এর একটা প্রজেক্ট ছিল। এখানে অনেকেই অনেক টাকা খরচ করে ফেলেছে। আমি কিছু করেছিলাম, কিন্তু এখন আর সেই দিন নেই ভাই। এগুলা থেকে বের হয়ে এসেছি অনেক আগেই। টেলিগ্রাম এয়ারড্রপের ক্রেজ আসলে চলে গেছে। এখান থেকে ভালো কিছু আশা করলে কষ্ট পাবেন ভাই। তবে বাংলাদেশের খেলা দেখার চাইতে টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে পড়ে থাকা ভালো। যদি খেলা দেখা ছেড়ে দিতে পারেন, তাইলে আপাতত মাইন করতে থাকেন।
ধুর মিয়া আপনারে আর কেমনে কইরা বুঝামু, টেলিগ্রামে একটা করি নাই করছিলামই মাত্র এই একটা, আর তাছাড়া কিছু টাকা এডার পিছনে ব্যয় করেছি যা আমি সাধারণত করিনা এর ফলে এটা নিয়ে বর্তমানে কাজ না করলেও মাথা থেকে যায়নি অনেককে বলতে দেখতেছি যে ২০২৬ সালের লিস্টিং করবে। কিন্তু তখন শুরু হবে বেয়ার সিজন তখন লিস্টিং করলে আমার তো মনে হয় না এই কয়েনের কোনো ভালো দাম পাওয়া যাবে
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Ricardo11
|
 |
October 27, 2025, 08:59:55 AM |
|
আমাদের এই সোনার দেশে একটি জীবনের মূল্য ৫ লক্ষ টাকা এবং মেট্রোরেলের একটি চাকরি ফ্রী, অফারটা খুব সুন্দর তাই না ? এটাই খা*কি হাসিনার উন্নয়ন, তারা হাজার কোটি টাকার উন্নত মেট্রোরেল তৈরি করে দিয়ে গিয়েছে, যা দুই বছর পরেই বিয়ারিং প্যাডগুলো খুলে পড়তে শুরু করেছে, গত বছরেও এই বিয়ারিং প্যাড খুলে যাওয়ার ঘটনা ঘটেছে আবার, গত ১৮ই সেপ্টেম্বর খামার বাড়ির মেট্রোরেলের থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যার কারণে ১১ ঘণ্টা রেল বন্ধ ছিল, এখন আবার রাজধানীর ফার্মগেট এ আরো একটি বিয়ারিং প্যাড খুলে পড়লো এবং এটা একজনের জীবন কেড়ে নিল, তাহলে চিন্তা করুন সামনে অন্যান্য সব এই বিয়ারিং প্যাড গুলো আরো কতদিন টিকে থাকবে ? কত ভালো উন্নয়ন বাংলাদেশের মেট্রোরেলের।
কুত্তার বাচ্চারা মূলত নিম্নমানের বিয়ারিং প্যাড লাগিয়েছিল, দুর্নীতি সব জায়গায়ই রয়েছে, নিরাপত্তার বিষয়ে কেউ কোন চিন্তাও করে না, আর সেই কারণেই আজ একটি জীবন চলে গিয়েছে, এইদেশে বসবাস করা সম্পূর্ণ অনিরাপদ, নিরাপদে বেঁচে থাকতে চাইলে এই দেশ ত্যাগ করতে হবে, এছাড়া আর কোন উপায় নেই।
|
|
|
|
|
Review Master
|
 |
October 27, 2025, 11:50:15 AM |
|
লুগানো শহরে ড্রোন দিয়ে বিটকয়েনের কিছু ছবি সোর্স সকল ক্রিপ্টো meme গুলোকে ড্রোনশো দিয়ে সকলের কাছে তুলে ধরেছে এবং meme ব্যবহার করায় লোকাল gen-z দের কাছেও হয়তো বিষয়টা আরো আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে। 
আর বাকি ৯৮৫০ টা মনে হয় যখন বিটকয়েন মিলিয়ন ডলার টাচ করবে তখন সেল দেবে 
এনি ওয়েল নিয়মিত বিভিন্ন এয়ার ড্রপ থেকে শুরু করে টেস্ট নেট বা বিভিন্ন প্রজেক্ট ইনফর্মেশন এবং আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওনার চার হাজার বিটকয়েন মাইন হয়েছিলো, আর বাকি আছে ৩ হাজার ৮ শ ৫০ টি (৩৮৫০) এবং আমারও মনে হয় যে, মিলিয়নে পৌছানোর পরই হয়তো বিক্রি করবে। কিন্তু ৫০০,০০০ ডলারে বিক্রি করলেও করতে পারে। আমি ভাই তাহলে ওই সময় ভুলে 10000 মনে করে ফেলেছিলাম  আমি বুঝতে পেরেছি, যাইহোক আবার বললাম যাতে অন্যান্য ব্যবহারকারীরা যেন আবার বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দে নাহ থাকে। 
আমি তো এমন আপডেট প্রতিদিনই দিতে চাই, কিন্তু অনেকেই এমন বিষয় নিয়ে আলোচনা করা কিংবা জানার আগ্রহ রাখে নাহ। উদারণ হিসেবে perp dex নিয়ে এর আগের পোষ্টে কারো কোনো আগ্রহ নেই। সবাই নিজেদের মতামত যদি রিপ্লাই করে, তাহলে আলোচনাটা আরো ভালো হইতো। যাইহোক আমি আমার কাজ করে যাবো, বাকি যাদের জানার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করবে এবং বাকিরা যেমন আছে তেমনই থাকবে।  ভাই আপনি আপনার কাজ চালাই যান cex নিয়েই তো আর আমাদের বাংলা কমিউনিটি তে লোকজনের আইডিয়া কম ওই জায়গায় dex নিয়ে যখন আলাপ-আলোচনা করেন আমার মনে হয় সবার মাথার উপর দিয়ে যায় আর নয়তো মাথার উপর দিয়ে যাবে দেখে পরে না। আমিও এটি প্রথমে ভেবেছিলাম , কিন্তু কিছু কিছু উচ্চপদের মেম্বারা বাংলা লোকাল সচল থাকায়, ভাবলাম তারা হয়তো এই বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু তারাও দেখলাম যে, আগ্রহ দেখাইলো নাহ অন্যান্যদের মতো। আমি তাদের উদ্দেশ্য বলবো যে, ক্রিপ্টো মার্কেট কিন্তু এখন খুবই দ্রুতগতিতে পরিবর্তন হইতেছে এবং আগের মতো আর নেই যে, একটা লম্বা সময় নিয়ে bull কিংবা bear মার্কেট থাকবে। তাই নিজেদেরকে এসব বিষয় নিয়ে হালনাগাদ করুন, নইলে শুধুমাত্র ফোরামেই থেকে যাবেন, এর গন্ডি আর পেরোনো হবে নাহ। বলে রাখা ভালো যে, ইনকাম করা এবং কোনো কিছু জানার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। 
আমি নিজে পড়েছি কিন্তু perp dex নিয়ে এর আগে আমার কোন আইডিয়া ছিল না বা ট্রেডিং এর ক্ষেত্রেও আমি বর্তমানে বেশিরভাগই বিটকয়েন কেন্দ্রিক হয়ে গিয়েছি তাও আবার লং টার্মের ক্ষেত্রে। তাই ভাই এটা নিয়ে আর আপনাকে চেষ্টা করে কোন প্রশ্ন করি নাই যা প্রশ্ন ছিল মোটামুটি চ্যাটপিটি থেকে কিছু জেনেছি আর এর ফলে আরো কোন প্রশ্ন করা হয় নাই আপনাকে।
আপনি ভাই একটার পর একটা দিতে থাকেন এইগুলা হইল ভলেন্টিয়ারি, আর ভলেন্টিয়ারী বা স্বেচ্ছাসেবক মূলক কাজ থেকে ইন্ডিরেক্টলি অবশ্যই ভবিষ্যতে আপনি থেকে শুরু করে আমরা সবাই উপকারিত হব।
আপনি যেহেতু বিটকয়েন কেন্দ্রিক হয়ে গিয়েছেন, তাহলে বিকটয়েন ecosystem এর যেসব প্রজেক্ট কিংবা সহজ হিসাবে বললে L2 চেইন অথবা Bitcoin DeFi প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে আপনি airdrop এর জন্য আপনার বিটকয়েনগুলো ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্যই নিজে আগে বিশ্লেষণ ( DYOR ) করবেন এবং তারপর সেটিতে অংশগ্রহণ করিয়েন। চ্যাটজিপিটিকে নাহ জিঞ্জেস করে, এখানেই বললে হয়তো অন্যদেরও জানা হয়ে যেত এবং আমরা আরো অনেক কিছু আলোচনা করতে পারতাম। বললাম আর কি, বাকি আপনার ইচ্ছা। 
টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপের narrative অনেক আগেই শেষ হয়েছে, তাই এসব থেকে বেশি আশা নাহ করাই ভালো। হয়তো কোনো প্রজেক্ট ভালো এয়ারড্রপ দিতে পারে, যদি লিস্টিং এর দিন korean মার্কেটে লিস্ট করে এবং এক্সচেঞ্জগুলোতে ভালো liquidity সরবরাহ করতে পারে। নইলে অন্যান্য প্রজেক্টের মতোই লিস্টিং এর দিন dump করবে এবং পরবর্তীতে team/investor টোকেন unlock হওয়া মাত্রই আরো dump করবে। শেষমেশ অন্যান্য প্রজেক্টের মতোই মুলা ধরাই দিবে। আমি hotcoin সম্পর্কে আগে শুনেছি কিন্তু ওসব করি নাই এবং বেশিরভাগই ব্যবহারকারীদেরকে farming করতেছে। আর দিনশেষে মুলা ও হতাশা ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা অনেক কম আমি বলবো। তাই নিজের বিশ্লেষণ করেই নিজের সময় এবং অর্থ বিনিয়োগ করুন, নইলো হতাশা ছাড়া ক্রিপ্টোতে কিছু পাবেন নাহ।  তাইলে ভাই চুপ মাইরা বইসা থাকি, টেলিগ্রাম এয়ার ড্রপগুলোর মধ্যে একটিও করেছিলাম না শুধুমাত্র DOGS এর ক্ষেত্রে কিছু ক্লেম করেছিলাম। জাস্ট এই একটা হট কয়েন এর এয়ার ড্রপ করেছিলাম এবং আমার কাছে বর্তমানে ঘুরিয়ে পেচিয়ে ৫০০টির উপরে হট কয়েন রয়েছে, একটা সময় অনেকে আলাপ-আলোচনা করত যে এটি তিন থেকে সাত ডলারের মতন হতে পারে যখন মার্কেটে লিস্ট হবে। আর এই দিকে ওদের গ্রুপে এই ধরনের আপডেট দেখে জিজ্ঞাসা করা এই আর কি। চুপ মাইরা বইসা নাহ থেকে, যদি পারেন pre-market এ বিক্রি করে দেন কিংবা কেউ p2p তে কিনতে চাইলে বিক্রি করে দেন। বিক্রির ক্ষেত্রে অবশ্যই ৮০-২০ নিয়মটি অনুসরণ করতে পারেন, যেমন ৮০ শতাংশ বিক্রি করলেন এবং বাকিটা রেখে দিলেন। যদিও ভালো কিছু লিস্টিং এর সময় পাবেন বলে মনে হয় নাহ। আর এখন আসি ৭-৮ ডলার মূল্য যাওয়ার বিষয়টি নিয়ে। এসব TMA প্রজেক্টগুলোর যদি total supply দেখেন, তাহলে বেশির ভাগেরই ১০ থেকে ১০০ বিলিয়ন হয়ে থাকে কিংবা সর্বনিম্ন হইলে ১ বিলিয়নের হয়ে থাকে। যেখান utility ভিত্তিক প্রজেক্টগুলোই লিস্টিং এর সময় ৫০০ মিলিয়নের FDV করতে পারে নাহ, সেখানে কিভাবে এসব ফালতু প্রজেক্টগুলো ৭ থেকে ৮ বিলিয়নের FDV দিবো বলেন। যারা এসব প্রজেক্ট অন্ধের মতো করে, তারা মূলত এসব FDV এর বিষয়গুলো দেখে নাহ, হুদাই একটা মূল্য বলবে এবং মার্কেটে FOMO তৈরি করবে যেন মুরগি পায় তাদের referral এর জন্য।  বি:দ্র: আমি hotcoin প্রজেক্টটি নিয়ে বিশ্লেষণ করি নাই এবং এটির total supply কিংবা tokenomics সম্পর্কে আমার জানা নেই। যারা জানেন তারা নিজ দ্বায়িত্বে FDV এর বিষয়টা দেখে নিয়েন এবং নিজেই নিজেকে প্রশ্ন করিয়েন যে, এমন প্রজক্টগুলোের টোকেন মূল্য কি আদৌ এমন হওয়া সম্ভব কি নাহ। আর যারা FDV কীভাবে গণনা করতে হয় জানেন নাহ, তারা টোকেনের মূল্য এবং সর্বোচ্চ টোকেনের পরিমাণকে গুণ করলে FDV পেয়ে যাবেন। FDV = Token price * Total Supply
Token A is listed at $1 price and total supply is 1 Billion , then FDV for token A would be $1B ( 1 Billion dollar)
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
October 27, 2025, 07:11:29 PM |
|
চুপ মাইরা বইসা নাহ থেকে, যদি পারেন pre-market এ বিক্রি করে দেন কিংবা কেউ p2p তে কিনতে চাইলে বিক্রি করে দেন। বিক্রির ক্ষেত্রে অবশ্যই ৮০-২০ নিয়মটি অনুসরণ করতে পারেন, যেমন ৮০ শতাংশ বিক্রি করলেন এবং বাকিটা রেখে দিলেন। যদিও ভালো কিছু লিস্টিং এর সময় পাবেন বলে মনে হয় নাহ। আর এখন আসি ৭-৮ ডলার মূল্য যাওয়ার বিষয়টি নিয়ে। এসব TMA প্রজেক্টগুলোর যদি total supply দেখেন, তাহলে বেশির ভাগেরই ১০ থেকে ১০০ বিলিয়ন হয়ে থাকে কিংবা সর্বনিম্ন হইলে ১ বিলিয়নের হয়ে থাকে। যেখান utility ভিত্তিক প্রজেক্টগুলোই লিস্টিং এর সময় ৫০০ মিলিয়নের FDV করতে পারে নাহ, সেখানে কিভাবে এসব ফালতু প্রজেক্টগুলো ৭ থেকে ৮ বিলিয়নের FDV দিবো বলেন। যারা এসব প্রজেক্ট অন্ধের মতো করে, তারা মূলত এসব FDV এর বিষয়গুলো দেখে নাহ, হুদাই একটা মূল্য বলবে এবং মার্কেটে FOMO তৈরি করবে যেন মুরগি পায় তাদের referral এর জন্য।  বি:দ্র: আমি hotcoin প্রজেক্টটি নিয়ে বিশ্লেষণ করি নাই এবং এটির total supply কিংবা tokenomics সম্পর্কে আমার জানা নেই। যারা জানেন তারা নিজ দ্বায়িত্বে FDV এর বিষয়টা দেখে নিয়েন এবং নিজেই নিজেকে প্রশ্ন করিয়েন যে, এমন প্রজক্টগুলোের টোকেন মূল্য কি আদৌ এমন হওয়া সম্ভব কি নাহ। আর যারা FDV কীভাবে গণনা করতে হয় জানেন নাহ, তারা টোকেনের মূল্য এবং সর্বোচ্চ টোকেনের পরিমাণকে গুণ করলে FDV পেয়ে যাবেন। FDV = Token price * Total Supply
Token A is listed at $1 price and total supply is 1 Billion , then FDV for token A would be $1B ( 1 Billion dollar)
একচুয়ালি ভাই হয়েছে কি যখন দেখলাম বেশিরভাগ টেলিগ্রামের এয়ার ড্রপ বেসড প্রজেক্ট গুলো ফেল করতেছে এবং রেওয়ার্ড না দিয়ে মূলা ধরিয়ে দিতেছে তখন এটা করা বাদ দিয়ে দিয়েছি এবং এই আপডেট ও জানিনা যে এটা কি প্রি মার্কেটে এখন সেল করা যায় কিনা খুব সম্ভবত এখনো ফ্রি মার্কেটে সেল করা যায় না। আর ভাই এই প্রজেক্ট তাকে বিশ্বাস করার কারণ হচ্ছে ওরা প্রথমদিকে মাত্র 150 মিলিয়ন টোটাল সাপ্লাই রেখেছিল বর্তমানেও যদি আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখি তাহলে সেখানে বাড়তে বাড়তে ৭৪৫ মিলিয়ন দেখতে পাবো আমি জানি না এটা লিমিটেড কিনা আর তারা কততে গিয়া তাদের টোকেন এক্সচেঞ্জারের লিস্ট করবে। আবার এর মধ্যে ৩ লক্ষ ৩৬ হাজার হট কয়েন লক করে রেখেছে। আবার সেই সাথে সাথে পাঁচ মিলিয়ন হট কয়েন তারা বার্ন করেছে। এখনো পর্যন্ত তাদের FDV কত হবে এটা আমি জানিনা 
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
October 28, 2025, 08:58:09 AM |
|
চুপ মাইরা বইসা নাহ থেকে, যদি পারেন pre-market এ বিক্রি করে দেন কিংবা কেউ p2p তে কিনতে চাইলে বিক্রি করে দেন। বিক্রির ক্ষেত্রে অবশ্যই ৮০-২০ নিয়মটি অনুসরণ করতে পারেন, যেমন ৮০ শতাংশ বিক্রি করলেন এবং বাকিটা রেখে দিলেন। যদিও ভালো কিছু লিস্টিং এর সময় পাবেন বলে মনে হয় নাহ। আর এখন আসি ৭-৮ ডলার মূল্য যাওয়ার বিষয়টি নিয়ে। এসব TMA প্রজেক্টগুলোর যদি total supply দেখেন, তাহলে বেশির ভাগেরই ১০ থেকে ১০০ বিলিয়ন হয়ে থাকে কিংবা সর্বনিম্ন হইলে ১ বিলিয়নের হয়ে থাকে। যেখান utility ভিত্তিক প্রজেক্টগুলোই লিস্টিং এর সময় ৫০০ মিলিয়নের FDV করতে পারে নাহ, সেখানে কিভাবে এসব ফালতু প্রজেক্টগুলো ৭ থেকে ৮ বিলিয়নের FDV দিবো বলেন। যারা এসব প্রজেক্ট অন্ধের মতো করে, তারা মূলত এসব FDV এর বিষয়গুলো দেখে নাহ, হুদাই একটা মূল্য বলবে এবং মার্কেটে FOMO তৈরি করবে যেন মুরগি পায় তাদের referral এর জন্য।  বি:দ্র: আমি hotcoin প্রজেক্টটি নিয়ে বিশ্লেষণ করি নাই এবং এটির total supply কিংবা tokenomics সম্পর্কে আমার জানা নেই। যারা জানেন তারা নিজ দ্বায়িত্বে FDV এর বিষয়টা দেখে নিয়েন এবং নিজেই নিজেকে প্রশ্ন করিয়েন যে, এমন প্রজক্টগুলোের টোকেন মূল্য কি আদৌ এমন হওয়া সম্ভব কি নাহ। আর যারা FDV কীভাবে গণনা করতে হয় জানেন নাহ, তারা টোকেনের মূল্য এবং সর্বোচ্চ টোকেনের পরিমাণকে গুণ করলে FDV পেয়ে যাবেন। FDV = Token price * Total Supply
Token A is listed at $1 price and total supply is 1 Billion , then FDV for token A would be $1B ( 1 Billion dollar)
একচুয়ালি ভাই হয়েছে কি যখন দেখলাম বেশিরভাগ টেলিগ্রামের এয়ার ড্রপ বেসড প্রজেক্ট গুলো ফেল করতেছে এবং রেওয়ার্ড না দিয়ে মূলা ধরিয়ে দিতেছে তখন এটা করা বাদ দিয়ে দিয়েছি এবং এই আপডেট ও জানিনা যে এটা কি প্রি মার্কেটে এখন সেল করা যায় কিনা খুব সম্ভবত এখনো ফ্রি মার্কেটে সেল করা যায় না। আর ভাই এই প্রজেক্ট তাকে বিশ্বাস করার কারণ হচ্ছে ওরা প্রথমদিকে মাত্র 150 মিলিয়ন টোটাল সাপ্লাই রেখেছিল বর্তমানেও যদি আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখি তাহলে সেখানে বাড়তে বাড়তে ৭৪৫ মিলিয়ন দেখতে পাবো আমি জানি না এটা লিমিটেড কিনা আর তারা কততে গিয়া তাদের টোকেন এক্সচেঞ্জারের লিস্ট করবে। আবার এর মধ্যে ৩ লক্ষ ৩৬ হাজার হট কয়েন লক করে রেখেছে। আবার সেই সাথে সাথে পাঁচ মিলিয়ন হট কয়েন তারা বার্ন করেছে। এখনো পর্যন্ত তাদের FDV কত হবে এটা আমি জানিনা  যেমনটা আপনি বললেন যে, প্রথমে মাত্র ১৫০ মিলিয়নের মত total supply ছিল, কিন্তু এখন সেটা প্রায় ১ বিলিয়নের কাছাকাছি। আর টোকেন বার্নের পরিমাণও খুবই কম এবং যে টোকেনগুলো lock আছে, সেগুলোর locking period সম্পর্কে কোনো ধারনা নেই। তাই একবারে সঠিকভাবে বলা কঠিন এতগুলো বিষয় মাথায় রেখে। গতমাসগুলোতে যত প্রোজেক্ট লিস্টিং হয়েছে, সেগুলো ২০০ থেকে ৫০০ মিলিয়ন FDV অতিক্রম করতে পারে নাই। যদি সেই হিসাবে দেখেন, তাইলে এই টোকেনের মূল্য ০.২০ থেকে ০.৫০ এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর লিস্টিং এর দিনের তো dump আছে । 
|
|
|
|
|
Bd officer
|
 |
October 29, 2025, 01:30:41 AM |
|
আমাদের এই সোনার দেশে একটি জীবনের মূল্য ৫ লক্ষ টাকা এবং মেট্রোরেলের একটি চাকরি ফ্রী, অফারটা খুব সুন্দর তাই না ? আসলে আমাদের দেশের লোকেরা মনে করে টাকাই সব কিছু, আমিও মানি টাকাই সব, কিন্তু সব ক্ষেত্রেই কি টাকা দিয়া সমাধান করা যায়। ৫ লক্ষ টাকা এবং একটি চাকরি দিলেই কি সেই মারা যাওয়া লোকটি ফিরে আসবে? সেই পরিবারে কি শান্তি ফিরে আসবে। এটাই খা*কি হাসিনার উন্নয়ন, তারা হাজার কোটি টাকার উন্নত মেট্রোরেল তৈরি করে দিয়ে গিয়েছে, যা দুই বছর পরেই বিয়ারিং প্যাডগুলো খুলে পড়তে শুরু করেছে...........
আমি এখানে সরকারের দোষ দিতে চাই না, মেট্রোরেল তৈরি করেছিলো এটা খারাপ ছিলো না। সরকার বাজেট কম দেয় নাই, কিন্তু যারা এই দায়িত্ব পেয়েছিলেন তারা এখান থেকে টাকা মেরে দিয়েছে এবং নিম্নমানের মালামাল দিয়ে কাজ করেছে, যার কারনে এমন দুর্ঘটনা ঘটতেছে। আমাদের দেশেটা হলো চোরের দেশ, এই দেশে ভালো কিছু আশা করা যায় না, সব যায়গায় বেজাল দুর্নীতিতে ভরা।
|
|
|
|
|