|
Bitcoin_people
|
 |
April 23, 2023, 05:33:43 PM |
|
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব। @Little Mouse @shasan @Crypto Library @NicNacCoin @tjtonmoy @Review Master @Rana590 @LDL @Popkon6 @Negotiation
@NicNacCoin - অসংখ্য ধন্যবাদ! @Popkon6 - অনেক অনেক ধন্যবাদ! @development327 - অনেক ধন্যবাদ ! @Suzume - আপনাকে অসংখ্য ধন্যবাদ! @Learn Bitcoin - অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন! @Rana590 - ধন্যবাদ। @Ripmix001 - ধন্যবাদ! @Halab - আপনাকে অনেক ধন্যবাদ! @Mr.corol - অসংখ্য ধন্যবাদ !
চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে সক্ষম হয়। ফোরামের মেরিটের জন্য যারা পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হতে পারে না অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করে উচ্চ ব্যাংকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেব। এছাড়াও যারা ছোট থেকে তিলে তিলে গড়ে ওঠা শুরু করেছে আমি তাদেরকেও বলছি আপনারা সকলেই এখানে ভালো ইনফরমেটিভ পোস্ট করুন তবেই আপনারা এখানে মেরিট উপার্জন করতে পারবেন। @Learn Bitcoin আপনাকে কংগ্রাচুলেশন আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের মাঝে যেভাবে ছিলেন এভাবেই যেন পরবর্তী সময় কাটাতে পারি। আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে কমিউনিটিকে আমরা ভালো একটি পজিশনে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
@Learn Bitcoin ভাই অনেক কষ্ট এবং সময় ব্যয় করেছেন আমাদের বাংলা লোকাল বোর্ড সহ ফোরামের বিভিন্ন জায়গায়। এবং অবশেষে তিনি তার কষ্টের ফল পেয়েছেন Full member Rank অর্জন করতে সক্ষম হয়েছে। তবে আমি @Learn Bitcoin ভাইকে বলতে চাই আপনি আরো পরিশ্রম এবং সময় দিন ফোরামে ও আরো উচ্চ রেংকে উত্তীর্ণ হন। @Bitcoin_people আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। আপনি এখানে ভাল ইনফরমেটিভ পোস্ট করা চালিয়ে যান। আপনাকেও বলি ভালো একটি পজিশন তৈরি করার পর কমিউনিটিকে ছেড়ে দেবেন না। এখন যেভাবে ধরে রাখছেন পরবর্তী দিনেও যেন এভাবে থাকতে পারেন এই আশায় আপনাদের কাছে আমি সবসময় করি।
অবশ্যই আমি যদি আপনাদের সাপোর্ট পাই অতি শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবো। বিশেষ করে আমাদের ফোরামের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা পেলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তবে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন বাংলা লোকাল বোর্ড থেকে তাই সকলের প্রতি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো। আর আমি যখন ফুল মেম্বার ম্বার র্যাঙ্ক অর্জন করতে পারব তারপরও আমি আমার বাংলা কমিউনিটি কখনো ছেড়ে যাবো না। আমি সকলকে নিয়ে কমিউনিটিতে থাকবো এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ও বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব সকলের সাপোর্ট দ্বারা।
|
|
|
|
|
Mr.corol
|
 |
April 24, 2023, 01:25:43 AM Last edit: April 24, 2023, 01:43:44 AM by Mr.corol |
|
অবশ্যই আমি যদি আপনাদের সাপোর্ট পাই অতি শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবো। বিশেষ করে আমাদের ফোরামের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা পেলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তবে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন বাংলা লোকাল বোর্ড থেকে তাই সকলের প্রতি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো। আর আমি যখন ফুল মেম্বার ম্বার র্যাঙ্ক অর্জন করতে পারব তারপরও আমি আমার বাংলা কমিউনিটি কখনো ছেড়ে যাবো না। আমি সকলকে নিয়ে কমিউনিটিতে থাকবো এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ও বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব সকলের সাপোর্ট দ্বারা।
আপনার প্রতি দুয়া রইলো আপনি অতি শিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন। কারো সাহায্য ছাড়া কখনো সহজে সফলতা অর্জন করা যায় না।''''' দশের লাঠি একের বোঝা''''' ১০ জনের সার্পোট পেলে এক জন সফলতার দুয়ারে সহজেই পৌছাবে। আমরা বাংগালী একে অপরের ভাই ভাই, আমরা সব সময় একে অপরের সাহায্য হাত বাড়িয়ে দিবো। অগ্রিম অভিনন্দন অতি শীগ্রই আপনার সফলতার দুয়ারে পৌছাবেবেন।
|
|
|
|
|
|
Bitcoin_people
|
 |
April 24, 2023, 01:43:41 AM Last edit: April 24, 2023, 02:02:06 AM by Bitcoin_people Merited by LDL (3), God Of Thunder (3), NicNacCoin (1) |
|
আমি আমার কমিউনিটির সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি অল্প কয়েকটা মেরিটের কারণে ফুল মেম্বার রেংক অর্জন করতে পারছিনা। এই মুহূর্তে আমার মাত্র ৭ মেরিট প্রয়োজন তাই আমি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করব। কিন্তু আমি যে এই মুহূর্তে কতটা অস্থিরতার মধ্যে রয়েছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটি মুহূর্তেই শুধু ভাবতেছি কখন আমি ফুল মেম্বার রেংক অর্জন করব সব সময় আমি আমার প্রোফাইল দেখতেছি কখন আপডেট হবে। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না আমার সময় যাচ্ছে না বললেই চলে প্রতিটি মিনিট যেন কাটছে অনেক সময় এর ব্যবধানে। তবে আমি মনে করি সকলের সাপোর্ট পেতাম এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দে সকলে মেতে রয়েছে যার কারণে কেউ এই লোকাল বোর্ডে একটিভ নেই সম্ভবত। তবে আমি সকলের প্রতি আগ্রহ প্রকাশ করি যে আপনারা আমাকে আর অল্প একটু সাহায্য করুন অনেক সাহায্য করেছেন আমার কমিউনিটির সকল ভাইয়েরা। সকলেই ঈদের ব্যস্ততার মাঝে ফোরামে সময় দিতে পারতেছে না কেহই এটা আমি বুঝতেছি কিন্তু আমার মনে কিছুতেই স্বস্তি পাচ্ছিনা কখন আমি আমার র্যাঙ্ক আপডেট হয় এটা দেখতে পারবো এই অস্থিরতা নিয়ে সময় কাটছে আমার। তাই সকলের প্রতি আমি আশাবাদী আপনারা আমাকে অস্থিরতা থেকে উদ্ধার করুন।  ~snip
অবশ্যই আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো আপনি সঠিক একটি কথা বলেছেন অবশ্যই সকলের সাপোর্ট ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। যেমন ছেলে তার বাবার সাপোর্ট ছাড়া কখনোই বড় হতে পারে না এবং সফলতা অর্জন করতে পারে না তেমনি কেউ কমিউনিটির সাপোর্ট ছাড়া ফোরামে এগিয়ে যেতে পারে না এবং সফলতা অর্জন করতে পারবে না। তাই সকলের সাহায্য সহযোগিতা নিয়েই এগিয়ে যাওয়া এটি অতি তাড়াতাড়ি সফলতা নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
আমি আমার কমিউনিটির সিনিয়রদের প্রতি অত্যান্ত মুখরিত যে তারা এত শীঘ্রই আমাকে সাপোর্ট দিয়েছে যে কয়েক সেকেন্ডের ভিতর আমার রেঙ্ক আপডেট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি প্রচুর স্বস্তি পাচ্ছি মনের ভিতর থেকে আমার কমিউনিটির ভাইয়েরা অত্যন্ত ভালবাসা দেখিয়েছে আমার প্রতি। বিশেষ করে আমাকে এই মুহূর্তে যেভাবে সহযোগিতা করেছেন আপনারা এত দ্রুত হয়তো কোন বস্তুও যেতে পারে না যতটা দ্রুতে আমাকে আপনারা মেরিট প্রদান করেছেন। তাই আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা সেই সাথে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য ভালবাসা। ধন্যবাদ সবাইকে এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।
BIP - বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নিয়ে কে কি জানেন? বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজালের লিষ্ট গুলো দেখলাম। তার মধ্যে কিছু বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নাম্বার মিসিং আছে। সেগুলো আসলে কি হয়েছে? যেমন; BIP ১ থেকে ৬ অব্দি লিষ্ট আছে। তারপর ৮ নাম্বার BIP দেখাচ্ছে। তাহলে ৭ নাম্বার প্রপোজাল গেলো কই? গিটহাবে আবার ১-২ এর পর ৮ দেখাচ্ছে। BIP প্রপোজাল হয় কোন প্লাটফর্মে? এপ্রুভ হয় কিভাবে? https://github.com/bitcoin/bips
|
|
|
|
|
Mr.corol
|
 |
April 24, 2023, 02:24:07 AM Last edit: April 24, 2023, 02:37:04 AM by Mr.corol Merited by Bitcoin_people (1) |
|
 অভিনন্দন"""" অভিনন্দন""" অভিনন্দন""" @Bitcoin_people ভাই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। সত্যিই অনেক ভালো লাগে আমাদের লোকাল বোর্ড যদি কেউ রেংক অফ করে। আমাদের বাংলা বোর্ডে আরেক জন সিনিয়র সদস্য বেড়ে গেলো। আমাদের সব সময় পাসে থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন। আবারো অভিনন্দন,,,,
|
|
|
|
|
NicNacCoin
Sr. Member
  
Offline
Activity: 1428
Merit: 451
SSF Games - Redefining Blockchain Gaming
|
কনগ্রাচুলেশন 💐
কনগ্রাচুলেশন,, আপনার আগামী পথ চলা সুন্দর হোক। আপনার উচ্চপদমর্যাদা পেয়ে কেমন লাগছে তা জানিনা। কিন্তু আপনাকে উচ্চ পদে দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। দোয়া করি আপনি ভবিষ্যতে আরো উন্নত পদমর্যাদা অর্জন করুন। এতে আমাদের কমিউনিটি অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা গর্বের সাথে আপনাকে নিয়ে চলতে পারব।
|
|
|
|
|
|
Popkon6
|
 @Bitcoin_people আপনাকে স্বাগতম, নতুন রেঙ্কে অবস্থান দেখে আমরা খুবই খুশি কারণ আপনি আপনার উপযুক্ত স্থানে অবস্থান নিয়েছেন। আপনাকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং পরবর্তী রেঙ্কে পৌঁছানোর জন্য এই পথ দ্রুততম পাড়ি দিতে হবে। আশা করি এখনকার মতই বাংলা ফোরামে নিয়মিত একটিভ থাকবেন। দোয়া করি আপনি যেন আরো উন্নত রেঙ্কে দ্রুততম পৌঁছে যান।
|
|
|
|
|
roksana.hee
|
 অভিনন্দন @Bitcoin_people এবং @Learn Bitcoin ভাইকে, >>> Full Member <<< অর্জন করার জন্য! এটি একটি মহান কৃতিত্ব এবং বিটকয়েনের বিশ্বে আপনাদের কঠোর পরিশ্রমের প্রমাণ। এমন একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন! আপনাদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং অধ্যবসায় প্রতিফলিত হয়েছে এবংআপনারা যা অর্জন করেছেন তার জন্য আপনাদের গর্বিত হওয়া উচিত। আপনাদের সাফল্য অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে এবং নতুনদের অনুপ্রাণিত করে যে "দৃঢ় সংকল্প এবং প্রচেষ্টার থাকলে সবকিছু সম্ভব।" তাই আবারও, একটি ভাল কাজের জন্য অভিনন্দন, এবং আপনাদের ভবিষ্যত আরও বেশি সাফল্য এবং সাফল্যে পূর্ণ হোক।
|
|
|
|
|
Suzume
Member

Offline
Activity: 434
Merit: 27
★Bitvest.io★ Play Plinko or Invest!
|
Congratulations @bitcoin_people ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দ আপনি আপনার ফুল মেম্বার rank এ উত্তীর্ণ হওয়ার জন্য ।। ভাই জে হেতু আপনি full member rank এ উত্তীর্ণ হয়েছেন আমরা ছোট ভাই হিসাবে ট্রিট তো আসা করতেই পারি ।। বরং ট্রিট আসা নয় এটা আমাদের অধিকার  বেশি না আমরা যারা লোকাল বোর্ড এর এক্টিভ মেম্বার আসি তাদের জন্য একটা ছোট্ট করে ট্রিট দিলে হবে ।। আমরা সর্ব মোট 10 জন আছি আমাদের জন্য এর ছোট্ট ট্রিট এর ব্যাবস্থা করলেই হবে ।। Beef tehari আর একটি কোল্ড ড্রিঙ্কস।। 170+20= 190 tk 190*10= 1900 tk Little Mouse Shasan Review Master Crypto library tjtonmoy NicNacCoin LDL Learn bitcoin Mr Corol ভাই ট্রিট এর জন্য অপেক্ষা করবো ।। ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন full member rank এর জন্য ।।
|
|
|
|
|
Bitcoin_people
|
 অভিনন্দন"""" অভিনন্দন""" অভিনন্দন""" @Bitcoin_people ভাই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। সত্যিই অনেক ভালো লাগে আমাদের লোকাল বোর্ড যদি কেউ রেংক অফ করে। আমাদের বাংলা বোর্ডে আরেক জন সিনিয়র সদস্য বেড়ে গেলো। আমাদের সব সময় পাসে থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন। আবারো অভিনন্দন,,,, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন আপনাদের পক্ষ থেকে।~
মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।
জি ভাই আপনি বুঝতে পেরেছেন তবে আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি ভালবাসা রইল। কনগ্রাচুলেশন 💐
কনগ্রাচুলেশন,, আপনার আগামী পথ চলা সুন্দর হোক। আপনার উচ্চপদমর্যাদা পেয়ে কেমন লাগছে তা জানিনা। কিন্তু আপনাকে উচ্চ পদে দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। দোয়া করি আপনি ভবিষ্যতে আরো উন্নত পদমর্যাদা অর্জন করুন। এতে আমাদের কমিউনিটি অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা গর্বের সাথে আপনাকে নিয়ে চলতে পারব। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়েছেন সেজন্য আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রচুর পরিমাণ ভালোবাসা রইলো। @Bitcoin_people আপনাকে স্বাগতম, নতুন রেঙ্কে অবস্থান দেখে আমরা খুবই খুশি কারণ আপনি আপনার উপযুক্ত স্থানে অবস্থান নিয়েছেন। আপনাকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং পরবর্তী রেঙ্কে পৌঁছানোর জন্য এই পথ দ্রুততম পাড়ি দিতে হবে। আশা করি এখনকার মতই বাংলা ফোরামে নিয়মিত একটিভ থাকবেন। দোয়া করি আপনি যেন আরো উন্নত রেঙ্কে দ্রুততম পৌঁছে যান। অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্য পেয়ে আমি আমার রেংক পরিবর্তন করতে পেরেছি আর আমাকে এভাবে সেলেব্রেশন করার জন্য অনেক ধন্যবাদ।আমাদের বাংলা বোর্ডে আরো একজন Full Member র্যাঙ্ক বৃদ্ধি পেলো। এবং র্যাঙ্ক বৃদ্ধি পাওয়া দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাংলা বোর্ডের গৌরব এবং কৃতি সন্তানরা উচ্চতার রেংক অর্জন করুক। এবং আমরা আস্তে আস্তে ফোরামের ক্ষমতার শিখরে পৌঁছাতে পারবো এভাবেই তবে দোয়া করি আপনি আরো এগিয়ে যান আমাদের বাংলা বোর্ডের সুনাম আরো বৃদ্ধি পাবে Congratulation Bitcoin_people।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাকে সাপোর্ট করব ধন্যবাদ। অভিনন্দন @Bitcoin_people এবং @Learn Bitcoin ভাইকে, >>> Full Member <<< অর্জন করার জন্য! এটি একটি মহান কৃতিত্ব এবং বিটকয়েনের বিশ্বে আপনাদের কঠোর পরিশ্রমের প্রমাণ। এমন একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন! আপনাদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং অধ্যবসায় প্রতিফলিত হয়েছে এবংআপনারা যা অর্জন করেছেন তার জন্য আপনাদের গর্বিত হওয়া উচিত। আপনাদের সাফল্য অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে এবং নতুনদের অনুপ্রাণিত করে যে "দৃঢ় সংকল্প এবং প্রচেষ্টার থাকলে সবকিছু সম্ভব।" তাই আবারও, একটি ভাল কাজের জন্য অভিনন্দন, এবং আপনাদের ভবিষ্যত আরও বেশি সাফল্য এবং সাফল্যে পূর্ণ হোক। আপনি সঠিক কথা বলেছেন ভাই আসলে মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব এবং সকলের সাপোর্ট পেলে সাফল্য অবশ্যই পাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Congratulations @bitcoin_people ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দ আপনি আপনার ফুল মেম্বার rank এ উত্তীর্ণ হওয়ার জন্য ।। ভাই জে হেতু আপনি full member rank এ উত্তীর্ণ হয়েছেন আমরা ছোট ভাই হিসাবে ট্রিট তো আসা করতেই পারি ।। বরং ট্রিট আসা নয় এটা আমাদের অধিকার  বেশি না আমরা যারা লোকাল বোর্ড এর এক্টিভ মেম্বার আসি তাদের জন্য একটা ছোট্ট করে ট্রিট দিলে হবে ।। আমরা সর্ব মোট 10 জন আছি আমাদের জন্য এর ছোট্ট ট্রিট এর ব্যাবস্থা করলেই হবে ।। Beef tehari আর একটি কোল্ড ড্রিঙ্কস।। 170+20= 190 tk 190*10= 1900 tk ~~ ভাই ট্রিট এর জন্য অপেক্ষা করবো ।। ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন full member rank এর জন্য ।। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেই ভাই সেটা বলার মত আমার কোন ভাষা নেই তবে আমার পক্ষ থেকে আপনার প্রতি বিনম্র ভালবাসা। সেই সাথে আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেটা কখনোই বলার মত না। তবে অবশ্যই ভাই আমি আপনাদের ট্রিট দেব এটা আপনাদের পাওয়া আর আমাদের কমিউনিটির যারা আছে সকলেরই ট্রিট পাওয়া প্রয়োজন । তবে ভাই আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমাদের কমিউনিটির সকলের জন্য অনেক অনেক সুখ কামনা করি।
আমি আমার ফুল মেম্বার রেঙ্ক অর্জন করতে পেরে অত্যান্ত খুশি হয়েছি এবং সেই সাথে আমার মন একেবারেই আজকে স্বস্তি অনুভব করছি। তবে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি এই বাংলা কমিউনিটিতে না থাকতাম তাহলে হয়তো আমার আজকে এই অবস্থানে আসা সম্ভব হতো না। তাই আমি আমার বাংলা লোকাল বোর্ডের সকল ভাইদের প্রতি শ্রদ্ধ া জানাই সেই সাথে আমার পক্ষ থেকে সকলকে অফুরন্ত ভালোবাসা জানাই।
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1526
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
April 24, 2023, 07:45:45 AM |
|
 Source from "canva pro" স্বাগতম @Bitcoin_people "ফুল মেম্বার" অর্জন করার জন্যে, সামনের দিনে আমরা আরো ভালো কিছু মেম্বার পাবো যারা বাংলাদেশকে আরো ভালো ভাবে উপস্থাপন করবে । আসুন আমরা সকলে মিলে "বাংলাদেশ (Bengali)" টপিক টাকে আরো গঠনমূলক ও শক্তিশালী করে তোলার চেস্টা করি । ধন্যবাদ।
|
|
|
|
|
Suzume
Member

Offline
Activity: 434
Merit: 27
★Bitvest.io★ Play Plinko or Invest!
|
12 years ago, Satoshi Nakamoto wrote: "I've moved on to other things. BTCBitcoin is in good hands. source
|
|
|
|
Anaul93748
Jr. Member
Offline
Activity: 68
Merit: 3
|
 |
April 24, 2023, 11:13:35 AM |
|
Congratulations Bitcoin_people ভাইকে এবং অন্যান্য বাংলাদেশী বিটকয়েনটক ফোরামের সকল ভাইকে ধন্যবাদ। Bitcoin_people ভাইয়ের মত অন্যান্যরা যেন এরকম সামনে পদোন্নতি করতে পারে এজন্য স্রষ্টার কাছে দোয়া রাখতেছি । আল্লাহতায়ালা সকলেরই পদ যেন উন্নতি করে দেয়।
|
|
|
|
|
|
LDL
|
 |
April 24, 2023, 12:33:12 PM |
|
বিটকয়েন ম্যাগাজিনের প্রকাশিত কিছু ছবির গঠনমূলক সমালোচনা বিটকয়েন আগামী প্রজন্মের জন্য কতটা মূল্যবান সেটা উক্ত ছবিগুলো থেকে বোঝা যায়আমি বিটকয়েন ম্যাগাজিনের একজন নিয়মিত পাঠক। এখানে পৃথিবীর বিভিন্ন দেশে সংঘটিত বিভিন্ন কনফারেন্স, কোন দেশের বিটকয়েনের বিল পাস, আলোচনা সমালোচনা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করা। এখানে নিয়মিত বিভিন্ন সাংকেতিক সংকেত বিশিষ্ট ছবি আপলোড করা হয় যার একাধিক গঠনমূলক ,বিশ্লেষণমূলক আলোচনা থাকে। এরূপ কিছু ছবি নিয়ে নিচে আলোচনা করা হলো। একান্তই আমার ব্যক্তিগত আলোচনা, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো উক্ত ভুলের সমালোচনা করবেন ইনশাআল্লাহ।   এই দুটি ছবিতে একাধিক ক্যাপশন রয়েছে যার অর্থ আপনারা সবাই ভালোভাবে বুঝেছেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের রিয়েল স্টেটের এর ব্যবসা আছে, মার্কেটে স্টোক আছে , ভবিষ্যতে যদি কেউ এরকম বিজনেস খুলতে চায় তবে মন চাইলে সে খুলতে পারবে। কিন্তু বিটকয়েনের তৈরি করার সিস্টেম এমন ভাবে ম্যাথমেটিক্যালি শেষ হয়ে গেছে যা আপনি ইচ্ছা করলেও আর উৎপন্ন করতে পারবেন না অর্থাৎ সাতোশি নাকামোতো যা সাপ্লাই করে গেছে তার উপর পৃথিবীর কোন মানুষের হাত নেই। তাই দিন যত যাচ্ছে পৃথিবীর মানুষের ভিতরে বিটকয়েন নামক ডিজিটাল কারেন্সির মজুদের প্রতিযোগিতা তত বাড়ছে। কিন্তু সাপ্লাই সীমিত হওয়ার কারণে ইচ্ছা করলেও উৎপন্ন করে মজুদ করা সম্ভব হচ্ছে না। সোনা ও কাগজের টাকার ব্যাপারে আসা যাক। এই দুটো জিনিস একটু ভিন্ন আঙ্গিকে হলেও মজুদ করার সিস্টেম কিন্তু এক। ধরুন বাংলাদেশের ব্যাপারে কথা বলা যায় বাংলাদেশ কিন্তু কাগজের টাকা ছাপিয়ে রাখে না। পলিটিক্যাল ইস্যু হলে অর্থাৎ কিছু কারণে যেটা না উল্লেখ করাই ভালো বাংলাদেশ সরকার ডলারের মান অনুসারে বাজেট পাস করে কাগজের টাকা ছাপায়। তাহলে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট ও সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বিটকয়েন এমন একটি ভার্চুয়াল কারেন্সি যেটা কোন দেশের গভারমেন্ট ,সেন্ট্রাল ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। তাই আমাদের ইচ্ছা থাকলেও বিটকয়েনের উপর আমরা তদারকি করতে পারবো না।  বিষয়টি যদিও আনন্দদায়ক কিন্তু একটি বিষয় খেয়াল করুন Sell শব্দটি লেখার ক্ষেত্রে S এর স্হলে $ চিহ্ন ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি আপনার ডলার বিক্রি করে হলেও বিটকয়েন ক্রয় করবেন। অর্থাৎ এই চিত্র দিয়ে একান্তই কাগজের টাকা/Fiat এর চেয়ে যে বিটকয়েন অধিক মূল্যবান সে কথাটি বোঝানো হয়েছে।  এই ছবিটি ভালোভাবে খেয়াল করুন বিশেষ করে যারা এই ফোরামে একটু একটু কাজ করে কিছু বিটকয়েন জমা রাখছি। আমরা যারা বিটকয়েন মজুদ করে রাখতেছি তারা একটু ভালভাবে খেয়াল করুন। প্রথম তিন বছর অর্থাৎ ২০১১,২০১২,২০১৩ এই তিন সাল বিটকয়েন কিন্তু উর্ধ্বমুখী (UP) ছিল কিন্তু ২০১৪ সালে বিটকয়েনের দাম কিন্তু পুরোটাই নিম্নমুখী (DOWN) ছিল। আবার ২০১৫,২০১৬,২০১৭ এই তিনটি বছর বিটকয়েনের বাজার ঊর্ধ্বমুখী ছিল কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের বাজার কিন্তু নিম্নমুখী হয়ে যায়। আবার ২০১৯, ২০২০ ,২০২১ এই তিনটি বছর বিটকয়েনের বাজার উর্ধ্বমুখী ছিল অর্থাৎ ২০২১ সালে বিটকয়েনের বাজার সর্বোচ্চকালে ৭০ হাজার ডলারের কাছাকাছি উঠেছিল। কিন্তু ২০২২ সালে যারা বিটকয়েনে আছেন তারা হয়তো জানেন পুরো বছরটা বিটকয়েন বাজার ডাম্পিং হয়েছে। কিন্তু চিত্রে উপরের অনুসারে যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে ২০২৩,২০২৪,২০২৫ এই তিনটি বছর বিটকয়েনের বাজার ঊর্ধ্বমুখী থাকবে এবং ২০২৬ সালে বিটকয়েনের বাজার ডাম্পিং হওয়ার সম্ভাবনা থাকবে।   উপরের চিত্রটি ভেনেজুয়েলার একটি রাস্তার চিত্র। এই চিত্র একটি ব্যঙ্গাত্মক চিত্র অর্থাৎ কাগজের টাকার ভবিষ্যতের অবস্থা বোঝানো হয়েছে। পৃথিবী ভবিষ্যতে এমন একটি পর্যায়ে গিয়ে কাগজের টাকা কিরকম মূল্যবান হবে তার ব্যঙ্গাত্বক সংকেত বোঝানোর জন্য এই চিত্রটি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় চিত্রটি কাগজের টাকা অর্থাৎ ফিয়াটের ভবিষ্যৎ মূল্য বোঝাতে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।  এই চিত্রটি অনেক গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। অর্থাৎ আপনি যদি আপনার মূল্যবান সময়ে বিটকয়েনের কেয়ার করেন তাহলে বিটকয়েন আপনার বিপদের সময়ে আপনার যত্ন নেবে। https://twitter.com/BitcoinMagazine/status/1649854534712270851?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1650226619695476736?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1648811583999467520?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1645842658474983448?s=19
|
|
|
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2828
Merit: 1390
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
April 24, 2023, 05:09:36 PM |
|
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
April 24, 2023, 06:56:21 PM |
|
সবাইকে আলাদা আলাদা করে কোট করতে চাই না। কিন্তু সবাইকেই আন্তরিক ধন্যবাদ যারা আগেই অভিনন্দন জানিয়েছেন এবং এখনো জানাচ্ছেন। আসলে এখানেই শেষ নয়, তাই খুব বেশি এক্সাইটেড হতে চাই না। Bitcoin_People ভাইকে কংগ্রাচুলেশনস ফুল মেম্বার র্যাংক অর্জন করার জন্য। তবে আমরা মনে হয় অনেক বেশি সেলিব্রেট করে ফেলতেছি। মুল আলোচনা তেমন হচ্ছে না।
@LDL মোবাইলে লিখছি তাই কোট করলাম না। এই পোস্ট এর কিছু ছবি আমি আগে দেখেছি। তবে সব গুলা ছবি দেখি নাই। কাগজের টাকা নিয়ে কিছু বলতে চাই। কাগজের টাকা হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে যেতে পারে। তবে ফিয়াট মানি কিন্তু থেকেই যাবে। হতে পারে ইলেকট্রনিক ভাবে। তার মানে এই না যে কাগজের টাকা আপনি টয়লেট পেপার হিসাবে ইউজ করতে পারবেন। হতে পারে যদি কোনো দেশের মুদ্রা ভ্যালু হারিয়ে ফেলে (জিম্বাবুয়ের মতো), তাহলে কাগলের টাকা টয়লেট পেপার হিসাবে ইউজ করা যেতে পারে। আপনি যতোই বিটকয়েনার হোন না কেনো, সেটার মূল্য নির্ধারন করার জন্য ও কিন্তু আপনাকে ফিয়াট মানির ওপর ডিপেন্ড করতে হচ্ছে। আপনাকে বলতে হচ্ছে ১ বিটকয়েন সমান ২৭৫০০ ডলার। এই যে ডলার কথা টা, এই ডলার যদি না থাকে, আপনি বিটকয়েনের মূল্য কি দিয়ে নির্ধারন করবেন? বলবেন ১ বিটকয়েন = ১ বিটকয়েন? আসলে এটা হচ্ছে অলরেডি। তবে সেই যুগে আমরা যেতে পারবো কি না তা জানি না।
আজকে Yom!x এর ক্যাম্পেইন এ এপ্লাই করেছিলাম। লাকি ছিলাম, এক্সেপ্ট করেছে। Bitcoin_People ভাইকেও কংগ্রাচুলেশনস!
|
|
|
|
|
Popkon6
|
Snip---
ভিডিও: https://twitter.com/naiivememe/status/1650097353880375298?t=oxAW3t99yTsBVR9OBffAeQ&s=19টুইটারভবিষ্যৎ প্রজন্মে বিটকয়েন টিকে থাকবে এই ভিডিও টা তার প্রমান। একটু সময় হলে ভিডিও টা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল/দিক থেকে বিটকয়েন এর ওপর আক্রমণ করেছে কিন্তু এটা বাস্তবে মিলিয়ে দেখেন। এক্সচেঞ্জ/প্ল্যাটফর্মের দিক থেকে লুনা, এফটিএক্স ও আরো বিভিন্ন এক্সচেঞ্জ অথবা ক্রিপ্টো কারেন্সি প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে গেছে এবং সমস্ত চাপ পড়েছিল বিটকয়েনের উপর। ২০২১ সালে যখন লুনা ক্রিপ্টোকারেন্সি বাজার থেকে পাহাড় ধ্বংসের মত ধ্বংস হয়ে যায় তখন বিটকয়েনের বাজার প্রায়ই ৫০ (কমবেশি হতে পারে) হাজার থেকে একদম নিম্নগতি পর্যায়ে চলে আসে। এবং যাদের কাছে বিনিয়োগ করে দীর্ঘদিনের জন্য আটকানো ছিল তারা সবাই লুনা কয়েন থেকে বিটকয়েনে কনভার্ট করেছিল। এবং এভাবে বিটকয়েনর বাজার নিম্নগতি হয় এবং পরবর্তীতে ২০২২ সালে এসে এফটিএক্স দেউলিয়া হয়ে যায় এটাও বিটকয়েন (দাম) বাজার ধ্বংসের অন্যতম একটি কারণ। বিটকয়েনের দাম যা একদম নিম্ন পর্যায়ে এসে পৌঁছায়। স্কামিং এবং সরকার প্রযোজ্য সকল কারণে বিটকয়েন কে ধ্বংস দিকে নিয়ে যায় কিন্তু বিটকয়েন আবার পুনরায় দাঁড়িয়ে থাকে। বিশেষ করে হ্যাকিং এই বিষয়টা সবচেয়ে বেশি ভয়ংকর তাই বিভিন্ন কারণে বিটকয়েন কে আক্রমণ করে। তবে আবার পুনরায় বিনিয়োগকারীদের দ্বারা বিটকয়েন আবার অতীতের স্থানে দাড় হয়ে যায় এভাবেই ভবিষ্যৎ প্রজন্মে টিকে থাকবে।
|
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1526
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
April 25, 2023, 01:49:00 AM |
|
স্কামিং এবং সরকার প্রযোজ্য সকল কারণে বিটকয়েন কে ধ্বংস দিকে নিয়ে যায় কিন্তু বিটকয়েন আবার পুনরায় দাঁড়িয়ে থাকে। বিশেষ করে হ্যাকিং এই বিষয়টা সবচেয়ে বেশি ভয়ংকর তাই বিভিন্ন কারণে বিটকয়েন কে আক্রমণ করে। তবে আবার পুনরায় বিনিয়োগকারীদের দ্বারা বিটকয়েন আবার অতীতের স্থানে দাড় হয়ে যায় এভাবেই ভবিষ্যৎ প্রজন্মে টিকে থাকবে।
প্রতিটা জিনিষ প্রতিষ্ঠা হতে গেলে বিপরিতে কিছু খারাপ ঘটনা থাকবে তার মানে এই নয় যে সেটা থেমে থাকবে, আমার মনে হয় বিটকয়েন এর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে, তবে হ্যাকিং এর বিষয় গুলা অনেক সময় আমার কাছে নাটক ছাড়া আর কিছুই মনে হয়না, অনেক সময় মানুষের মধ্যে ভীতি তৈরি করে বিটকয়েন এর দাম কিছুটা নিয়ন্ত্রন করার চেস্টা করে থাকে এমন অনেক গ্রুপ এর কথা শুনেছিলাম কয়েক বছর আগে । কিছু প্রতিষ্ঠান আছে হয়তো তারা নিজেরাই অন্য কোনো হ্যাকার গ্রুপ দিয়ে হ্যাক করিরে নাটক তৈরী করে, যেনো তারা অন্যদের কাছ থেকে একটু বেশি সুযোগ শুবিধা পায়। যদি দুর্বল নিরাপত্তা ব্যাবস্থা ব্যাবহার করে থাকে তাহলে যেকোনো কিছু হ্যাকিং এর শিকার হতে পারে, তবে যখন বড় কোনো লেনদেন করার চেস্টা করা হয় তখন সেটা এ্যাডমিন প্যানেল থেকে এ্যাপ্রুভ করা হয়, তাই আমার কাছে এগুলা বেশিভাগই তাদের নিজেদের তৈরি করা মনে হয় ।
|
|
|
|
|
|
Mr.corol
|
 |
April 25, 2023, 03:17:58 AM |
|
বলবেন ১ বিটকয়েন = ১ বিটকয়েন? আসলে এটা হচ্ছে অলরেডি।
আমার জ্ঞান থেকে পোস্ট টা লিখলাম, মনে হয় না যে ১ বিটকয়েন = ১ বিটকয়েন হবে, পৃথিবীর সমস্ত দেশে একদিন বিটকয়েন কে বৈধ করা হবে। কিন্তু সকল দেশের মুদ্রা কিন্তু ঠিকই থাকবে। যেহেতু আধুনিক যুগে এসে গেছে হয়তো পৃথিবীতে কাগজের নোট এক সময় থাকবে না, কিন্তু ইলেকট্রনিক মুদ্রা থেকেই যাবে। কেননা সকল দেশের মুদ্রার মান কিন্তু একই নয়,আমেরিকার এক ডলার আমাদের দেশে প্রায় ১০০-১১০ টাকা, কুয়েতি এক দিনার বাংলাদেশি টাকা প্রায় ৩৪৫টাকা। বিভিন্ন দেশের মুদ্রার সাথে মুদ্রার পার্থক্য রয়েছে। যদি সকল দেশেই মুদ্রা ভ্যানিশ করে, এর পরিবর্তে বিটকয়েন ব্যবহার করেন। তাহলে দেখা যাবে সকল দেশে মুদ্রার কোন পার্থক্য থাকবে না সমান হারে হয়ে যাবে। এ থেকে বোঝা যায় বিটকয়েন পুরো পৃথিবী জুড়ে বৈধ করা হলে, তাদের দেশের সরকারি মুদ্রা থেকেই যাবে।
|
|
|
|
|
|