|
Bd officer
|
 |
June 06, 2023, 08:33:16 AM |
|
কাট~
ধন্যবাদ জানাই আপনাকে আপনি খুবই সুন্দর ভাবে @GazetaBitcoin স্যারের পোস্ট বাংলা অনুবাদ করেছেন। দেখা যায় আপনি এর আগেও দুটি পোস্ট অনুবাদ করেছিলেন। সেই পোস্ট দুটি আমি পড়েছি। আশা করি আপনি আরো @GazetaBitcoin স্যারের পোস্টগুলি বাংলা অনুবাদ করে আমাদের সম্মুখে উপস্থাপন করবেন।
আসলে ভাই আমাদের কিছু কিছু নতুন বাঙালি ভাইদের কপি পেস্ট দেখে মনে হচ্ছে তারা হয়তো কিছু বোঝেনা অবুঝ শিশু। সম্পূর্ণ পোস্ট পরলাম এবং দেখলাম এই পোস্টটি করেছিল আমাদের ফোরামের একজন সিনিয়র সদস্য NicNacCoin ভাই। আর Borth234 গতকালকে একাউন্ট খুলে একটি পোস্ট করেছে তিনি হয়তো নিজেকে অনেক চালাক ভেবেছেন। কয়েক পেজ ভিতরে গিয়ে পোস্ট একটা পড়ে কপি করে এসেই নিউ পোস্ট করে দিয়েছে। কিন্তু তিনি যে এত চালাক হয়তো সে ভাবছে ফোরামে মনে হয় অন্য কোন লোক নেই যে তার এই কপি পোস্টটি ধরতে পারবে না। কিন্তু সে বোধ হয় জানেনা যে অতি চালাকের গলায় দড়ি পরে। আসলে এরকম নতুন ইউজার ভালোভাবে রুলস না পড়ে অমান্য করে কপি পেস্ট করে তাও অন্যজনের পোস্ট। অবশ্য এরকম লোকেদের একাউন্ট ব্যান খাওয়া উচিত
সত্যি বলেছেন ভাই, @Borth234 তিনি পোস্ট টি দিলেন তার তো একটু ভাবা উচিত ছিলো। তিনি কবে কোন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছিলো? তিনি তো এখনো নবাগত ইউজার যাইহোক আমাদের লোকাল কমিনিউটিতে বর্তমানে অনেক নতুন ইউজার আগমন ঘটেছে। আশা করি আমাদের এখন লোকাল থ্রেডের অনেক উপকার হবে। সকল নতুন ইউজারদের উদ্দেশ্যে বলি আপনারা দয়া করে কেউ কপি পেস্ট করবেন না। এই কপি পেস্ট করার কারণেই আপনার নিজের অ্যাকাউন্ট ব্যান্ড হবে এবং আমাদের লোকাল কমিউনিটির ক্ষতি হবে। কালকে একজন বাংলাদেশী পিজ্জা সাবমিট করছে। বাপের জীবনে কোনোদিন পিজ্জা দেখছে বলে মনে হয় না।  ভাই যদি পিজ্জা দেখতো তাহলে তো আর এইভাবে তৈরি করত না  । @UHX93 ভাই আপনি কি আসলেই পিজ্জা দেখেন নাই  আপনাদের পোস্ট দেখে তার বানানোর পিজ্জাটি দেখতে গিয়েছিলাম। কাঁচা মরিচ, রসুন, আলু, ময়দা ইত্যাদি, পিজ্জাটি BAKING করা হয়নি। চুলায় দিয়ে বিটকয়েনের লগো দিয়া, কাচা মরিচ উপরে দিয়া পিক তুলে পোস্ট দিয়েছেন। @UHX93 ভাই আপনি তো ইউটিউব ভিডিও দেখতে পারতেন। দেখে শিখে তার পর পিজ্জা বানানো শুরু করতেন। আপনার কারনে আমাদের সকল বাংলাদেশীদের দুর্নাম হলো, @Rikafip স্যার তিনি বলেছেন আমরা বাংলাদেশী কিভাবে পিজ্জা বানাই।
আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন
ধন্যবাদ সবাইকে!!
বাংলা লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম। আপনার পোস্টটিতে দেখলাম পোস্ট করার সময় আপনি বিরাম চিহ্ন ব্যবহার করেননি। বিরাম চিহ্ন ব্যবহার না করার ফলে পোস্ট পড়তে অসুবিধা হয়। তাই আপনি পরবর্তী পোস্ট করার সময় অবশ্যই বিরাম চিহ্ন ব্যবহার করবেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Fuso.hp
|
 |
June 06, 2023, 09:07:10 AM |
|
কাট~
আপনি এই পোস্ট যদি বাংলায় অনুবাদ না করতেন তাহলে হয়তো অনেকেই এই পোস্ট সম্পর্কে কিছু জানতে পারত না কিন্তু আপনি যখনই @GazetaBitcoin স্যারের পোস্ট বাংলায় অনুবাদ করে আমাদের এই বাংলা সেকশনে পোস্ট করেছেন যার ফলে বাংলা সেকশন এর বেশিরভাগ সদস্য এই পোস্ট সহজেই পড়তে পেরেছে। @GazetaBitcoin স্যার এর কথা অনুযায়ী আপনার আরো কিছু পোস্ট বাংলায় অনুবাদ করার কথা আছে আমরা সেগুলোর অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন,সুস্থ আছেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম আগের থেকে অনেক আনএক্টিব হয়ে গিয়েছে। এই লোকাল বোর্ডে আগের মত সিনিয়র ভাইয়েরা এক্টিব থাকেন না। তারা আগে তাদের জুনিয়রদের অনেক সাহায্য করতেন,জুনিয়রা কিছু না বুঝলে তারা সুন্দর ভাবে তারা সেটি বুঝিয়ে দিতেন। কিন্তু আমরা তাদের অনুপস্থিতি এখন বুঝতে পারছি। তাদের এই বাংলা লোকাল বোর্ডে এক্টিব থাকা খুবই দরকার,তাদের খুবই প্রয়োজন,যাতে আমাদের মত যারা নতুন সদস্য আছি তারা সিনিয়র ভাইদের কাছে থেকে সাহায্য পেয়ে থাকি। বিশেষ করে @tjtonmoyভাই,@Little Mouseভাই,@shasanভাই,@LDLভাই,@Bitcoin_peopleভাই,@Popkon6ভাই,@NicNacCoinভাই,@Crypto libraryভাই আরও অনেকে আছে তাদের এই লোকাল বোর্ডে খুব কম দেখা যায়। আশা করছি এই সিনিয়র মেম্বার ভাইয়েরা খুবই তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ডে ফিরে আসবে এবং আমাদের মত নতুন সদস্যদের সাহায্য করবে।
আপনি যাদের নাম উল্লেখ করেছেন এই সিনিয়র সদস্যরা আগে রেগুলার আমাদের এই বাংলা বোর্ডে একটিভ থাকতো কিন্তু কোন একটা কারণে হয়তো তারা এখন আমাদের এই লোকাল বোর্ডে একটিভ নেই। যদিও @LDL, @Bitcoin_people এই দুইজন সিনিয়র সদস্য আজকে বাংলায় একটিভ হয়েছেন এবং দেখলাম তারা বাংলায় পোস্ট করেছেন কিন্তু তাদের অল্প সময়ের জন্য একটিভ যথেষ্ট নয় আগে তারা যেভাবে বাংলায় সময় দিত আমরা তাদের কাছ থেকে ঠিক সেরকম সময় আশা করি। tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে। @NicNacCoin এই সিনিয়র সদস্য হিরো মেম্বার রেঙ্ক এর খুবই কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু সম্প্রতি তার একাউন্টে কিছু নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে যার কারণে তিনি হয়তো এই একটিভ হয়ে গেছেন। সকল সিনিয়র সদস্য আবারও আগের মতো বাংলায় একটিভ হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা। কালকে একজন বাংলাদেশী পিজ্জা সাবমিট করছে। বাপের জীবনে কোনোদিন পিজ্জা দেখছে বলে মনে হয় না।  ভাই যদি পিজ্জা দেখতো তাহলে তো আর এইভাবে তৈরি করত না  । @UHX93 ভাই আপনি কি আসলেই পিজ্জা দেখেন নাই  আপনাদের পোস্ট দেখে তার বানানোর পিজ্জাটি দেখতে গিয়েছিলাম। কাঁচা মরিচ, রসুন, আলু, ময়দা ইত্যাদি, পিজ্জাটি BAKING করা হয়নি। চুলায় দিয়ে বিটকয়েনের লগো দিয়া, কাচা মরিচ উপরে দিয়া পিক তুলে পোস্ট দিয়েছেন। @UHX93 ভাই আপনি তো ইউটিউব ভিডিও দেখতে পারতেন। দেখে শিখে তার পর পিজ্জা বানানো শুরু করতেন। আপনার কারনে আমাদের সকল বাংলাদেশীদের দুর্নাম হলো, @Rikafip স্যার তিনি বলেছেন আমরা বাংলাদেশী কিভাবে পিজ্জা বানাই। কিছু কিছু পিজ্জা দেখলে ভুলে যাই কোনটি আসল পিকচার। @UHX93 আপনি একটু চেষ্টা করেছেন পিজ্জা তৈরি করার কিন্তু আরেকজনের পিজ্জা সাবমিট দেখলাম যিনি শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে উপরে কিছু পেঁয়াজ কেটে দিয়ে সেটাকে পিজ্জা বলে চালিয়ে দিয়েছেন। আমি একটা বিষয় বুঝিনা আলু ভর্তা দেখতে পিজ্জার মত নাকি পিজ্জা দেখতে আলু ভর্তার মত।
|
|
|
|
sj13
Jr. Member
Offline
Activity: 109
Merit: 2
|
 |
June 06, 2023, 10:34:28 AM |
|
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
June 06, 2023, 10:52:19 AM |
|
 আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়।
|
|
|
|
|
Fuso.hp
|
 |
June 06, 2023, 11:13:40 AM |
|
 আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এ ধরনের সমস্যা হয়ে থাকে কারণ বাংলাদেশে বিটকয়েনটক ফোরামের নির্ধারিত কোন বৈধ আইপি নাই যার ফলে একাউন্ট সাইন আপ করার পর যখন লগইন করা হয় তখন এই ধরনের কিছু সিগন্যাল শো করে। আপনি যেমনটি বলেছেন ১০০০ সাতসি এর বিনিময়ে অ্যাকাউন্ট আনলক হবে কিন্তু আমি মনে করি নিউ বাই একাউন্টের জন্য ১০০০ সাতসি পেইড করার কোন প্রয়োজন নাই কারণ নতুন সদস্যরা কখনোই এই সিস্টেমগুলো ভালোভাবে বুঝবে না। তাই যারা এই সমস্যায় পড়ে তাদের উচিত ভালো মানের একটি ভিপিএন ব্যবহার করে বাংলাদেশের জন্য একটি বৈধ account প্রস্তুত করা।
|
|
|
|
sj13
Jr. Member
Offline
Activity: 109
Merit: 2
|
 |
June 06, 2023, 11:31:13 AM |
|
 আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে এ ধরনের সমস্যা এখন অনেকে সম্মুখীন হচ্ছে আপনার কথায় বোঝা গেল যে একটি ID খোলার পূর্বে এই IP অ্যাড্রেস দিয়ে কেউ যদি আগে একাউন্ট করে থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট তৈরি করা যাবে না ওই IP দিয়ে । বা অ্যাকাউন্ট করতে গেলে সিনিয়র ম্যারিড ভাইদেরকে একটু হেল্প প্রয়োজন হবে। আমার কাছে যদি ম্যারিড থাকতো তাহলে কি আমি পারতাম সমস্যাটি সমাধান করতে? আরো অনেক অ্যাকাউন্টটি এ ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে 
|
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
June 06, 2023, 12:05:00 PM |
|
আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে। এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।
|
|
|
|
|
Bd officer
|
 |
June 06, 2023, 12:36:19 PM |
|
আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে। এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।
অলরেডি আপনি মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলেছেন। এক্টিভিটির কারণে আপনি জুনিয়র মেম্বার হতে পারছেন না। আর অল্প কয়েকদিনের ভিতরে আপনি জুনিয়া মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। অবশ্যই জুনিয়র মেম্বার হওয়ার পরে আপনার পোস্টে ছবি শো করবে। আপনি নিয়মিত একটিভ থাকবেন এবং নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন ।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
sj13
Jr. Member
Offline
Activity: 109
Merit: 2
|
 |
June 06, 2023, 01:04:45 PM |
|
আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে। এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে। ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে
|
|
|
|
|
Gulttam2a2
Member

Offline
Activity: 112
Merit: 34
|
 |
June 06, 2023, 01:50:59 PM |
|
আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে। এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে। ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে এতে মন খারাপের কিছু নাই ভাইয়া। ধৈর্য ধরুন আপনার জন্য সামনে হয়তো বড় কিছু অপেক্ষা করতেছে। এখনি হতাশ হওয়ার কিছু নেই ভাইয়া। আপনি সুন্দর ভালো মানের পোস্ট করার চেষ্টা করুন। আর পোস্ট লেখার সবসময় অবশ্যই আপনার দাড়ি কমা বানানে দিকে খেয়াল রাখতে হবে। আপনার এক্টিভিটি অনেক কিন্তু আপনার কোন মেরিট নেই। আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন,পরবর্তীতে উন্নত মানের পোস্ট করে মেরিট অর্জন করে নিন।
|
|
|
|
|
Offline33
Newbie
Offline
Activity: 22
Merit: 0
|
 |
June 06, 2023, 02:31:48 PM |
|
আমি জানতে চাই। ক্রিকেট, অথবা ফুটবল খেলা নিয়ে কি পোস্ট করা যায়..?
|
|
|
|
|
|
LDL
|
 |
June 06, 2023, 02:48:56 PM |
|
আমি জানতে চাই। ক্রিকেট, অথবা ফুটবল খেলা নিয়ে কি পোস্ট করা যায়..?
না ভাই ,এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টপিক নিয়ে আলোচনা করতে পারবেন। বাংলাদেশে ঘটে যাওয়া কিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ঘটনা, অনুমোদন, নিষেধাজ্ঞা, বৈশ্বিক আলোচনা, এবং বিটকয়েনের উপর চলমান ঘটনা প্রবাহ এখানে আলোচনা করতে পারবে। ক্রিকেট, ফুটবল ও বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে গ্যাম্বলিং সেকশন রয়েছে সেখানে আপনি আলোচনা করতে পারবেন। তবে বাংলাদেশ যদি স্বতন্ত্র লোকাল বোর্ড পেতো তাহলে এখানে আপনি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন। এখানে বাংলাদেশ ক্রিকেট ফুটবল ও হাডুডু ভলিবল খেলা নিয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে আমাদের এখনো অনেক পথ চলা বাকি আছে। আমরা বাকি পথটুকু আপনাদের সাথে নিয়ে হাটতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমরা স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে অসুবিধায় পড়তে হবে না। এখানে আপনি ক্রিকেট, ফুটবল নিয়ে আলোচনা করতে পারবেন: Gambling discussion
|
|
|
|
|
|
tjtonmoy
|
tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে।
হারিয়ে যায় নাই ভাই, আপনাদের মাঝেই আছি। একটিভ থাকি ঠিকই এবং আপনাদের পোস্ট দেখি। তবে নিজে কোন বিষয়ে পোস্ট করব, তা নিয়ে চিন্তাভাবনা করতে করতেই পরে আর পোস্ট করা হয়ে ওঠে না. সব সময়ই চাই এমন কিছু পোস্ট করতে যা অন্যদের সাহায্য করবে. অফটপিক পোস্ট বা স্প্যাম পোস্ট চাইলে তো করাই যায়, কিন্তু তাতে কি কারো উপকার হবে? হয়তো খেয়াল করলে দেখবে্ যা কিছুই পোস্ট করি তা থেকে কেউ না কেউ একটু হলেও উপকৃত হবে। অফটপিক পোস্টও আছে কিন্তু তা খুবই কম। আর কোন বিষয়ে পোস্ট করব তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনাদের জানার আগ্রহ টা বাড়ান, যেটা বুঝতে পারছেন না সেটা জিজ্ঞাস করুন। অবশ্যই আমাদের সবটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে নিজে থেকে কি পোস্ট করব তা খুঁজে পাই না। এছাড়া মেরিট এর কথা যে বললেন, আসলে ভাই লোকাল কমিউনিটিতে অনেক ভালো ভালো পোস্ট আছে, তবে আমার দেওয়ার মত সেন্ডেবল মেরিট নেই. থাকলে অনেক ভালো ভালো পোস্টে এ দিয়ে তা শেষ হয়ে গেছে। Little Mouse ভাই হয়তো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছে। যার কারণে তিনি আমাদের মাঝে একটিভ হতে পারছেন না। অবশ্যই তিনি আবার আমাদের মাঝে ইনফরমেটিভ কোন একটি পোস্ট নিয়ে হাজির হবেন সে আশাতে আছি। আপনারা আপনাদের মত পোস্ট করতে থাকেন, আমি এবং বাকি সবাই আছি এবং সবকিছুই দেখছি। আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
|
|
|
|
|
|
Fuso.hp
|
 |
June 06, 2023, 03:42:36 PM Merited by Gulttam2a2 (1) |
|
আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।
বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন। যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
|
|
|
|
Nel Ghor
Newbie
Offline
Activity: 16
Merit: 0
|
 |
June 06, 2023, 04:59:12 PM |
|
আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন
ধন্যবাদ সবাইকে!!
আপনি হইতো বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন সদস্য তাই হইতোবা জানেন না। এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের রিপ্লে দিতে দেরি হয়। কিন্তু তারা কখনোই জুনিয়র মেম্বারদের অবহেলা করেনা। তবে এটাও সত্য যে, অনেক সিনিয়র মেম্বার বাংলাদেশ লোকাল বোর্ডে এখন এক্টিভ কম থাকেন। আসলে বাস্তবতাটা এমন নয়। আপনি বাংলাদেশ লোকাল বোর্ডে সময়দেন আপনার মতামত বা সমস্যা গুলো শেয়ার করুন দেখবেন আপনার পাশে সবাই আছে। ইনশাআল্লাহ...
|
|
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে
ভাই প্রথমত বিটকয়েন ফোরামে আপনি তখনই মেরিট পাবেন যখন আপনার দেওয়া কোন ইনফরমেশন বা কোন উত্তর বা কোন অবদান দ্বারা ফোরামের অন্য কোন মেম্বার বা মেম্বারগণ উপকৃত হবে। আপনি এমন কোন আইডিয়া শেয়ার করলেন যা ইউনিক এবং হেল্পফুল অর্থাৎ আপনি ফোরামে যত বেশি অবদান রাখবেন আপনার মেরিট পাওয়ার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাই আমি বলব আপনি মেরিটের পিছনে না দৌড়িয়ে ফোরামে ভাল পোস্ট করা অব্যাহত রাখুন এবং অন্যকে হেল্প করুন। আর অবশ্যই চেষ্টা করবেন এমন পোস্ট করতে যা অর্থবহ। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু বাংলা লোকাল বোর্ডেই ফোকাস না করে ফোরামের বিভিন্ন ইংরেজি বোর্ড যেমন: Beginners & Help , Bitcoin Discussion সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে পোস্ট করা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। তবে অবশ্যই শিট পোস্ট, কপি পোস্ট এবং ইনডিরেক্টলি মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন। আশা রাখি খুব দ্রুতই আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা চলমান রাখবেন আশা রাখি সিনিয়র ভাইয়েরা আপনার অবদানকে মূল্যায়ন করবে।
|
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2814
Merit: 1389
Fast contact but no transaction: t.me/shasan32
|
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না। উদাহরণঃ 
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
|
tjtonmoy
|
 |
June 06, 2023, 07:58:10 PM Last edit: June 06, 2023, 08:14:31 PM by tjtonmoy |
|
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।
আপনার মেনশন দেওয়াটা ঠিক আছে কারন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এবং যাদের যাদেরকে বলছেন তাদেরকে আলাদাভাবে মেনশন করেছেন. এটি থেকে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক কোন এক ব্যক্তির কাছ থেকে কিছু জানতে আগ্রহী বা তাকে প্রশ্ন করেছেন। হুট করে কেউ যদি পোস্টটি দেখে, তাহলে ভাষা না জানলেও সে বিষয়টিকে খারাপ ভাবে নিবে না। আর যেহেতু এখন বাংলা কমিউনিটি প্রতিনিয়ত মডারেট করা হচ্ছে সুতরাং বাইরে থেকে অথবা অন্যান্য আলাদা বোর্ডের সিনিয়র মেম্বাররা অবশ্যই মাঝে মাঝে এখানে এসে আমাদের এক্টিভিটি গুলো দেখে যাবে। অনেকেই হয়তো অনুবাদ করে দেখবে না, তবে চোখের পলকে একটি পোষ্টের যেই মান, তা যেভাবে মেনশন করে পোস্ট করা হয়েছে তা ধরে রাখতে পারে নাই । সুতরাং আমি তাদেরকেই বলেছি । আপনি যেটা বললেন যে অনুপ্রেরণা, আসলে ভাই আমি ইন্ট্রোভার্ট টাইপের। সহজে কোন ডিসকাশনে জড়াই না। এ থেকে বুঝতেই পারছেন বিশেষ কোনো প্রয়োজন অথবা আপনাদের করা প্রশ্নের যেই উত্তরটা, আমি জানি সে বিষয়ে রিপ্লাই দিয়ে থাকি। সুতরাং আগে যেভাবে বললাম, জিজ্ঞেস করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এবং যখন আমি যখন কোন পোস্ট করব, তখন যে পোস্টগুলো সুন্দর হবে, সবগুলো একসাথে কোট করে পোস্ট করব। শুধুমাত্র পোষ্টের বিষয়ে উৎসাহ দিয়ে আরেকটি পোস্ট করা হয়তো স্প্যাম হিসেবে কাউন্ট করা হবে। এইজন্যই আমি হয়তো সেভাবে আপনাদের অনুপ্রেরণা দিতে পারছিনা। তার জন্য আমি খুবই দুঃখিত। যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
নাম উল্লেখ করা বা মেনশন নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। কারণ কোন স্পেসিফিক কাউকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং তাদের কাছে প্রশ্নের উত্তর থাকলে আপনারও জানতে সুবিধা হবে। আর এই শেখার মাঝে আমরা অনেক কিছু শিখে নিবো। তবে উপরে যেভাবে বললাম, সবাইকে একসাথে এইভাবে মেনশন দিয়ে যারা পোস্ট করেছেন তারা এটি থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে মেনশন এর ব্যবহারের মাধ্যমে পোস্ট করুন। তাহলে আশা করি কেউ আপনাদের কে আর কিছু বলবে না।
লল ভাই পুরাই লল। এগুলা কামলা রা কই থিকা আসে। নিজের যোগ্যতা নাই, মেরিট চাইয়া লাভ আছে? এক্সপোজ কইরা ব্যান করায় দেন।
|
|
|
|
|
|
|
NicNacCoin
Sr. Member
  
Offline
Activity: 1428
Merit: 451
SSF Games - Redefining Blockchain Gaming
|
 |
June 06, 2023, 11:48:43 PM |
|
নিউজটা আমি সকালে ঘুম থেকে উঠে এক্সচেঞ্জ ওপেন করতেই দেখেছি। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না। কেননা আমার যে ফান্ড আছে সমস্ত ফান্ড বিনাঞ্চ এক্সচেঞ্জে রেখে দিয়েছি। এর পরে বাইনান্স কয়েন আমার কাছে প্রায় 14 টার বেশি রয়েছে। এখানে আমার অভিজ্ঞ ভাইদের অনুসরণ করছি এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না আমার বাইনান্স এক্সচেঞ্জ থেকে সমস্ত ফান্ড সরিয়ে অন্য কোথাও নিয়ে যাব নাকি? দয়া করে আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করুন।
|
|
|
|
|
|