2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
August 07, 2023, 03:20:10 PM Merited by EFS (2), LDL (1) |
|
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না। ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা। বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়। আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। @learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন। আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 07, 2023, 03:25:34 PM |
|
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না। ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা। বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়। আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। @learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন। আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো। ভাই মনে হয় একটু ইমোশনাল হয়ে গেছেন  থাক ভাই বাদ দেন বাঙালি। যা বলার সবই আপনি বলে দিসেন, কিছু বলার মতো নাই। শুধু একটা শেষ কথা এদেশে উচিত কথার ভাত নাই।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
August 07, 2023, 03:37:03 PM |
|
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।
 এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা? ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে। আচ্ছা ভাই উপরের ছবিগুলোতে বেশিরভাগ মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে টুপি পাঞ্জাবি ফতুয়া পড়ুয়া। সিরাজগঞ্জে বসবাস করায় আমি এই সকল টুপি দারিয়ালা লোকদের সম্পর্কে জানি। আমি সাধারণত সরকার বিরোধী রাজনীতি দলের সাথে যুক্ত। বাড়িতে অর্ধেক লোক জামাত-শিবিরের রাজনীতি করে তাই সাধারণত এই টুপি দাড়িওয়ালা লোকদের দুঃখ সম্পর্কে কিছুটা হলেও বুঝি। বেশিরভাগ টুপি দাড়িওয়ালা লোকেরা উপরের সেমিনারে অংশগ্রহণ করেছে অথচ প্রশাসনের লোকেরা এই সকল লোকদের গতি প্রকৃতি সম্পর্কে জানেনা এটা আপনারা বিশ্বাস করেন। এইটা যদি কোন ইসলামিক শিক্ষামূলক সেমিনার হতো তাহলে এদেরকে জামাত শিবির বিএনপির লোক বলে চালিয়ে দিত। অথচ কিভাবে বর্ণিল পরিবেশে সেমিনার করছে অথচ এদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। মানে কি, প্রশাসনকে আগে পেট ভরিয়েছে তারপর সেমিনারের ব্যবস্থা করেছে। ধন্যবাদ আর কিছু লিখলাম না। রাজনৈতিক কিছু কথা চলে আসায় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
|
|
|
|
|
LDL
|
 |
August 08, 2023, 12:42:33 AM Last edit: August 08, 2023, 12:52:41 AM by LDL |
|
আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন। মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে। শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে।  মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
|
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2814
Merit: 1389
Fast contact but no transaction: t.me/shasan32
|
 |
August 08, 2023, 12:54:16 AM |
|
|
| █▄ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ▀█ | THE #1 SOLANA CASINO | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | ........5,000+........ GAMES ......INSTANT...... WITHDRAWALS | ..........HUGE.......... REWARDS ............VIP............ PROGRAM | . PLAY NOW |
|
|
|
halim50_
Member

Offline
Activity: 168
Merit: 65
|
 |
August 08, 2023, 04:41:05 AM |
|
মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। ভাই আপনার কথা শতভাগ সত্য বলে আমার কাছে মনে হচ্ছে। আমাদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার অভাব আছে। আমি রিসেন্ট একটি ইন্সিডেন্টের কথা মনে করে দিতে চাচ্ছি eMovie. আমার পরিচিত অনেক বন্ধু তাদের সর্বস্ব এখানে হারিয়েছে এবং হারানোর পরে প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছে। তাই নিঃসন্দেহে বলা যায় এ সকল ক্ষেত্রে আইনের ফাঁকফোকর অনেক আছে যা সংশোধন করে একটি সুরক্ষিত ব্যবস্থা গড়ে তোলা অতীব জরুরী।
|
|
|
|
|
EKRAA
Newbie
Offline
Activity: 5
Merit: 0
|
 |
August 08, 2023, 06:35:57 AM |
|
আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন। মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে। শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে। https://www.talkimg.com/images/2023/08/08/Gkcmf.jpegমাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে। বাংলাদেশের সর্বক্ষেত্রে এখন মানুষ প্রতারিত হচ্ছে। আমিও এই সাইটে অনেক আগে একটি একাউন্ট করে রেখেছিলাম ভেবেছি বিনিয়োগ করা শুরু করব কিন্তু আপনাদের এই রকম পোস্ট দেখে বিনিয়োগ করার শখ মিটে গেছে। আমি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে একাউন্ট করেছিলাম তবে এখনো কোনো ডলার ডিপোজিট করিনি। আমি জানতে চাচ্ছি যে এখানে কি সব ধরনের ক্রিপ্টোকারেন্সি টোকেন সাপোর্ট করে।
|
|
|
|
|
Blackboy.1
Newbie
Offline
Activity: 244
Merit: 0
|
 |
August 08, 2023, 11:37:03 AM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bounties
|
|
|
|
|
RewFrew
Full Member
 
Offline
Activity: 812
Merit: 158
Bcon.global - Non Custodial Crypto Payments Soluti
|
 |
August 08, 2023, 11:51:27 AM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bounties আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি মূলত বাউন্টি সম্পর্কে বলতে চেয়েছেন। আসলে সত্যি কথা বলতে বাউন্টি আর আগের মতো জনপ্রিয় নেই। এখন কোম্পানিগুলো আরো অনেক মাধ্যমে তাদের প্রজেক্ট গুলো লাউঞ্জ করছে যেমন মাইনিং এপস। মাইনিং এপস এখন বাউন্টির বাজার অনেকটা দখল করে দিছে। তারপরও অনেকে বাউন্টি থেকে ভালো ইনকাম করছে। তবে আপনি যে বাউন্টি ম্যানেজারের কথা বলেছেন বাউন্টি ডিটেকটিভ তারা অত্যন্ত ভালো। তাদের প্রজেক্ট গুলোতে পেমেন্ট নিশ্চয়তা রয়েছে বলে আমি জানি।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
August 08, 2023, 12:03:44 PM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bountiesঅলাইকুম আসসালাম। আপনি বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসেছেন এর জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তবে এখানে আপনার মত ইউজারদের অনেক প্রয়োজন কিন্তু আপনারা একটা বা দুইটা মেরিট হলেই এই থ্রেড চিরতরে পরিত্যাগ করেন এটা আসলে কাম্য নয়। আপনারা বাউন্টিতে কাজ করেন ভালো কথা মাঝে মাঝে এখানে দু-চারটা পোস্ট করলে সমস্যা হয় না। আশা করি আপনারা নতুন যারা এখানে এসেছেন আপনারা এখানে নিয়মিত একটিভ থাকবেন। বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।
|
|
|
|
Queen707
Newbie
Offline
Activity: 12
Merit: 0
|
 |
August 08, 2023, 12:13:11 PM |
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 08, 2023, 12:25:03 PM |
|
বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।
এখানে আসলে দোষ টা কাকে দিবো বলেন। প্রথমত বাউন্টি ম্যানেজার রা তাদের ক্যাম্পেইনে অলরেডি বলে দেয় যে ফান্ড ইস্ক্রো করা নাই। আমরা শুধু ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করছি, পেমেন্ট বাউন্টি শেষ হলে সেই কোম্পানি রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে। অনেক বাউন্টির শেষে দেখা যায় যে সেই প্রজেক্ট আর বাউন্টি হান্টারদের পেমেন্ট করে না। এখানে ক্যাম্পেইন ম্যানেজারের আসলে কিছু করার নেই। কারন তারা এসব প্রজেক্ট এর সাথে যুক্ত থাকে না। আবার অন্য দিক দিয়ে আপনি তাদের কে দোষ দিতে পারেন যে, তাহলে তারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে কেনো? এজন্যই তো কোম্পানি গুলো স্ক্যাম করতে পারে। কথাটা খানিকটা সঠিক। কিন্তু একজন ম্যানেজার এটা না করলেও এমন অনেকেই আছে যারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন রান করে দিবে। সুতরাং এসক্রো এর দোহাই দিয়ে ক্যাম্পেইন ছেড়ে দিলে আসলে তাদের লস।
|
|
|
|
Tiger420
Jr. Member
Offline
Activity: 728
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
বিটকয়েনটকে মেরিট অর্জন করা হয় মানসম্পন্ন পোস্ট এবং বিষয়বস্তুর অবদানের উপর ভিত্তি করে যা অন্য ব্যবহারকারীরা মূল্যবান বলে মনে করেন। অর্থপূর্ণ আলোচনায় জড়িত হন, আপনার অন্তর্দৃষ্টি ভাগ করুন এবং সহায়ক তথ্য প্রদান করুন। স্প্যাম বা নিম্নমানের পোস্ট এড়িয়ে চলুন। সময়ের সাথে সাথে, অন্যান্য ব্যবহারকারীরা আপনার অবদানকে মূল্যবান মনে করলে তারা আপনাকে মেধা পয়েন্ট দিয়ে পুরস্কৃত করতে পারে। মনে রাখবেন, এটি মানের বিষয়ে, পরিমাণ নয়।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
|
Bd officer
|
 |
August 08, 2023, 12:55:56 PM Merited by fillippone (1) |
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
আপনি মাত্র ১১টা পোস্ট করেছেন এরমধ্যেই মেরিট পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। এই মেরিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আপনি যদি পূর্বের পোস্টগুলি পড়ার চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাইহোক আপনাকে হতাশ হলে চলবে না চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতেই এক সময় মেরিট অর্জন করতে পারবেন। আপনি ভালো মানসম্মত, ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। আপনাকে মেরিট এর পিছনে দৌড়াতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় সিনিয়র সদস্যরা আপনা আপনি আপনার পোস্টে মেরিট দিয়ে দিবে। তাই নিয়মিত ফরমে এক্টিব থাকবেন, সিনিয়র ভাইয়েদের অনুসরণ করুন ইনশাল্লাহ একসময় সফলতা পেয়ে যাবেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 08, 2023, 02:35:30 PM Last edit: August 08, 2023, 04:27:08 PM by DYING_S0UL |
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
১১ টা পোস্ট করে আপনি কয় হাজার মেরিট আশা করেন? যদি মেরিটের পেছনে ভাগেন তাহলে জীবনেও একটা মেরিট পাবেন না, লিখে রাখেন। যোগ্য হন, এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করুন, মান সম্মত পোস্ট করুন। মোট কথা শেখার আগ্রহ থাকতে হবে নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মেরিট কোনো খেলনা না যে চাইলাম আর পেয়ে গেলাম। লেগে থাকুন, ফোরামে সময় দিন, ফোরামের রুলস মেনে চলুন দেখবেন মেরিট ইমনিই আসবে। যেহেতু আপনি নতুন তাই আপনার জন্য সবথেকে ভালো হয় @BitCoinDream ভাইয়ের পোস্টগুলে ভালোভাবে পড়ে নেয়া। উপরে পোস্ট লিংক কোট করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো প্রশ্ন/কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনি সম্ভবত বাউন্টি করার জন্য ফোরামে যোগ হইছেন, পোস্ট দেখে যা বুঝলাম। আমি বলতেছিনা বাউন্টি করা খারাপ। কিন্তু বেশিরভাগই যারা নতুন তারা ফোরামে তেমন সময় দেয়না। তাদের মূল টার্গেট মূলত বাউন্টি করা। মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
যত তাড়াতাড়ি সম্ভব টাকা উঠায় নেন ভাই। ৫০০-১০০০ লাভের আশায় ২০০$ হারায়েন না। হ্যা এখন হয়তো লসে আসেন কিছু, বাট এখনো সব ক্ষণস্থায়ী। বড়সড় মারা খাইয়েন না। তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এমন অনেক সাইট দেখছি অনেক অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে ২০$ লাগবে তারপর মাসে মাসে ৫০$, আবার ৫০$ ইনভেস্টে ৩০% কমিশন, ১০০$ এ ৫০% আরো কতো কি! দিনশেষে সবই Ponzi স্কিম। আর এইভাবে ইনকাম করা টাকা হালাল কিনা এ নিয়েও আমার সন্দেহ আছে। (কেউ এই বিষয়ে জানলে জানায়েন) নোট: Bd Officer এখন দেখেন, কোট সম্ভবতো ঠিক এখন।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Queen707
Newbie
Offline
Activity: 12
Merit: 0
|
 |
August 08, 2023, 03:20:51 PM |
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
১১ টা পোস্ট করে আপনি কয় হাজার মেরিট আশা করেন? যদি মেরিটের পেছনে ভাগেন তাহলে জীবনেও একটা মেরিট পাবেন না, লিখে রাখেন। যোগ্য হন, এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করুন, মান সম্মত পোস্ট করুন। মোট কথা শেখার আগ্রহ থাকতে হবে নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মেরিট কোনো খেলনা না যে চাইলাম আর পেয়ে গেলাম। লেগে থাকুন, ফোরামে সময় দিন, ফোরামের রুলস মেনে চলুন দেখবেন মেরিট ইমনিই আসবে। যেহেতু আপনি নতুন তাই আপনার জন্য সবথেকে ভালো হয় @BitCoinDream ভাইয়ের পোস্টগুলে ভালোভাবে পড়ে নেয়া। উপরে পোস্ট লিংক কোট করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো প্রশ্ন/কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনি সম্ভবত বাউন্টি করার জন্য ফোরামে যোগ হইছেন, পোস্ট দেখে যা বুঝলাম। আমি বলতেছিনা বাউন্টি করা খারাপ। কিন্তু বেশিরভাগই যারা নতুন তারা ফোরামে তেমন সময় দেয়না। তাদের মূল টার্গেট মূলত বাউন্টি করা। প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
আপনি মাত্র ১১টা পোস্ট করেছেন এরমধ্যেই মেরিট পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। এই মেরিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আপনি যদি পূর্বের পোস্টগুলি পড়ার চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাইহোক আপনাকে হতাশ হলে চলবে না চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতেই এক সময় মেরিট অর্জন করতে পারবেন। আপনি ভালো মানসম্মত, ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। আপনাকে মেরিট এর পিছনে দৌড়াতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় সিনিয়র সদস্যরা আপনা আপনি আপনার পোস্টে মেরিট দিয়ে দিবে। তাই নিয়মিত ফরমে এক্টিব থাকবেন, সিনিয়র ভাইয়েদের অনুসরণ করুন ইনশাল্লাহ একসময় সফলতা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের উৎসাহ বাণীর জন্য। আমি নিশ্চিত যে আপনাদের সমর্থন ও উপদেশ আমাকে সাফল্যে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি নিরলস প্রয়াস করতে থাকবো এবং নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করবো। আপনাদের পরামর্শ মূলত গুরুত্বপূর্ণ এবং আমি এগিয়ে যেতে প্রস্তুত।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
August 08, 2023, 04:12:30 PM |
|
কাট~
ভাই আপনি কোট করতে গিয়ে কিছুটা ভুল করে ফেলেছেন। আপনার লেখা পোস্ট LDL ভাই এর পোস্টে মাঝে যুক্ত করে ফেলেছেন। যাইহোক পোস্ট টি এডিট করে ঠিক করে দিন। বিটকয়েনটক ফরমের নিয়ম অনুযায়ী এক সারিতে একাধিক পোস্ট করা উচিত নয়। আপনি আপনার উপরের পোস্টেও এডিট করে পোস্ট করতে পারতেন। হয়তো মডারেটর দেখলে আপনার পোস্টটা টা উপরের পোস্টে যুক্ত করে ১ পোস্ট বানিয়ে দিবেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
|
Bitcoin_people
|
 |
August 08, 2023, 04:36:02 PM |
|
আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন। মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে। শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে।  মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে। এটা ১০০% সত্য যে আপনি যে কোন কোম্পানিতে বিনিয়োগ করুন না কেন সব জায়গায় ঝুঁকি রয়েছে। কয়েকদিন কোম্পানিগুলো ভালো স্পন্সর করে এবং পরবর্তীতে যখন প্রচুর পরিমাণ লোকেরা বিনিয়োগ করে সেখানে তারা সেই সকল বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে চলে যায়। MTFE, এই কোম্পানি সম্পর্কে আমি প্রায় ২০ থেকে ২৫ দিন আগে আমার এক সহপাঠীর কাছে শুনেছিলাম এখানে নাকি প্রতিদিন $210 ডলার বিনিয়োগ করলে $6 ডলার প্রতিদিন প্রফিট দিবে। প্রথমে আমি শুনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম যে প্রতিদিন ৬ ডলার করে যদি পাওয়া যায় তাহলে মাস শেষে $180 ডলার প্রফিট আসবে তাহলে আর কিছু লাগবে না।  তারপর যখন আমি এই কোম্পানি সম্পর্কে কিছু টা ঘাটাঘাটি শুরু করলাম এবং কয়েকটি ভিডিও দেখলাম ইউটিউবে সেখানে তারা রিভিউগুলো করেছে অনেক ভালোভাবে। কিন্তু আমি এ সকল ভিডিও গুলো দেখে নিশ্চিত হয়েছিলাম যে হয়তো এটি সঠিক এবং প্রতিদিন এরকম প্রফিট দিবে তাই আমি বিনিয়োগ করার জন্য সেখানে ডলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ডলার নেওয়ার আগে আমার বড় ভাইয়ের কাছে এই বিষয়ে কিছু পরামর্শ চাইছিলাম সে আমাকে এ সম্পর্কে বললো তার বন্ধু নাকি এখানে কয়েক মাস যাবত বিনিয়োগ করেছে কিন্তু বেশিরভাগ সময়ই প্রফিট দেয় না বরং লস হলে সেগুলো থেকে ডলার কেটে নেওয়া হয়। এবং আপনি যেভাবে বলেছেন ঠিক এভাবে আমাকে কিছু পরামর্শ দিল তারপর আমি সেই পরামর্শ অনুযায়ী সেখানে বিনিয়োগ করতে যায়নি হয়তো এটা আমার জন্য খুবই ভালো একটি উদ্যোগ হয়েছে।  যদি এখানে আমি বিনিয়োগ করতাম আপনার মত তাহলে হয়তো আমারও ঠিক এরকম ক্ষতি হতো এবং নিজে নিজে বাঁশ নিতাম। যাইহোক আপনি যেহেতু ঋণ করে এখানে বিনিয়োগ করেছেন তাই আপনার জন্য খুবই ঝুঁকি রয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে আপনার ডলারগুলো সরিয়ে নিন এবং ঋণ শোধ করুন এটা আপনার জন্য ভালো হবে। এরকম প্রতারক কোম্পানিগুলোতে বিনিয়োগ করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
আজকে বিটকয়েন ফোরামের নিয়ম অনুসারে একটিভিটি বাড়ার কথা, যদি এক্টিভিটি বাড়ে তাহলে আজকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এর সবচেয়ে বর্তমানে একটিভ মেম্বার @ Learn Bitcoin ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলবেন। যদিও ভাই তার ফুল মেম্বারের পদমর্যাদা থাকা অবস্থায় সিনিয়র মেম্বারদের মেরিট অর্জন করে ফেলেছে। এত দ্রুত সফলতা পাওয়া ইউজার ফোরামে খুব কম পাওয়া যায়, ভাই এর মধ্যে একজন। ভাই যদি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ এর মেম্বার না হয়ে যদি অন্য কোন গ্লোবালের মেম্বার হতো তাহলে তাকে আমরা অন্যরকম পদমর্যদায় দেখতে পেতাম। যাহোক ভাই বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। আমরা ভাইয়ের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করব যেন ভাই ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। আমরাও যেন ভাইয়ের মত ভবিষ্যতে সফলকাম হতে পারি।
Learn Bitcoin ভাই Advance সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম।
|
|
|
|
Queen707
Newbie
Offline
Activity: 12
Merit: 0
|
 |
August 09, 2023, 06:56:04 AM |
|
আজকে বিটকয়েন ফোরামের নিয়ম অনুসারে একটিভিটি বাড়ার কথা, যদি এক্টিভিটি বাড়ে তাহলে আজকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এর সবচেয়ে বর্তমানে একটিভ মেম্বার @ Learn Bitcoin ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলবেন। যদিও ভাই তার ফুল মেম্বারের পদমর্যাদা থাকা অবস্থায় সিনিয়র মেম্বারদের মেরিট অর্জন করে ফেলেছে। এত দ্রুত সফলতা পাওয়া ইউজার ফোরামে খুব কম পাওয়া যায়, ভাই এর মধ্যে একজন। ভাই যদি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ এর মেম্বার না হয়ে যদি অন্য কোন গ্লোবালের মেম্বার হতো তাহলে তাকে আমরা অন্যরকম পদমর্যদায় দেখতে পেতাম। যাহোক ভাই বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। আমরা ভাইয়ের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করব যেন ভাই ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। আমরাও যেন ভাইয়ের মত ভবিষ্যতে সফলকাম হতে পারি।
Learn Bitcoin ভাই Advance সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম।
আপনার এই উৎসাহপূর্ণ বার্তার জন্য ধন্যবাদ! একজন সফল সদস্য হিসেবে Learn Bitcoin ফোরামে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশের গর্ব প্রতিষ্ঠা করা খুব উপযুক্ত। আমি আপনার সাথে সমতুল্য শুভেচ্ছা জানাচ্ছি যে Learn Bitcoin ভাই ভবিষ্যতেও একাধিক সাফল্য অর্জন করতে পারবেন।
|
|
|
|
|
|