|
Shishir99
|
 |
August 23, 2023, 09:43:35 AM Last edit: August 23, 2023, 09:54:02 AM by Shishir99 |
|
~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে। ভাই আমার এখানে একটা প্রশ্ন আছে! আপনি কি ওনাকে এভাবে পোষ্ট না করার জন্য বলতে পারেন? বাংলাদেশ লোকাল থ্রেড এর জন্য কি আলাদা কোনো রুলস আছে? বাংলাদেশ নামে যদি কোনো বোর্ড থাকতো, তাহলে সেটার আলাদা লোকাল রুলস থাকতো এবং সেখানে বাংলায় পোষ্ট করার জন্য রাজনৈতিক নামে আরেকটা সাব বোর্ড ও থাকতো। সেই ক্ষেত্রে আপনি ওনাকে অনুরোধ করতে পারতেন যেনো উনি ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করেন। উনি যেনো অফ টপিক পোষ্ট না করেন। যেহেতু সবাই বাংলাদেশ নামে একটা থ্রেড এর মাঝে সীমাবদ্ধ, এখানে কোনো কিছুই অফটপিক না। এটা একটা পাবলিক ফোরাম এবং এখানে সকলের মতামত শেয়ার করার স্বাধীনতা আছে। হতে পারে এটা একটা ক্রিপ্টো রিলেটেড ফোরাম, কিন্তু এই ফোরামে অন্য যে কোনো কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তাতে কোনো প্রকার বাধা নেই। সব চাইতে মজার ব্যাপার হলো ফোরামে স্ক্যাম অব্দি মোডারেটেড না। সেখানে আপনি অনুরোধ এর পরিবর্তে রীতিমত ওনাকে অপমান করছেন। যেখানে থেমোস নিজেই ফ্রি-স্পিচ এর পক্ষে এবং ফোরাম কে কোনো সেন্সর করতে চান না, সেখানে আপনি আপনার একজন সিনিয়র কে এক প্রকার ধবল ধোলাই দিচ্ছেন। আমার অনুরোধ থাকবে এখানে এগ্রেসিভ ভাবে না বলার। বিশেষ করে এটা ইন্টারনেট ফোরাম। আমরা কেউ কাউকে চিনি না। যেটা আশা করতে পারি, সেটা হলো এক অন্যের প্রতি সম্মান। আমি যে ওনার পোষ্ট টা পছন্দ করেছি এমন কোনো ব্যাপার নেই। আমিও একটা দল সাপোর্ট করি আর সেটা বর্তমান সরকার দল। তবে তার মানে এই নয় যে আমি সরকারের ভুল গুলি চোখে দেখবো না। হেলদি ক্রিটিসিজম যদি কেউ করে, সেটা আমি পড়বো এবং মেনেও নেবো।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 23, 2023, 09:51:54 AM |
|
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই। বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন। এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
|
|
|
|
|
LDL
|
 |
August 23, 2023, 10:20:35 AM |
|
এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
ভাই আসলে কিছু বাউন্টি হান্টার আছে যারা শুধুমাত্র জুনিয়র মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ লোকালে আসে। আপনি বিশ্বাস করেন বা না করেন তারা একটি বা দুটি মেরিট পাওয়ার পর আল্লাহ হাফেজ বলে সেই যে চলে যায় তার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেকেই আছে এখানে তাদের প্রথম পোস্ট শুরু করে কিভাবে মেরিট পাওয়া যাবে, আমি কিভাবে মেরিট পেতে পারি, জুনিয়র মেম্বার হতে হলে কি করতে হয়, এরকম নানা অর্থহীন প্রশ্ন করে । যদিও কোন কারনে এরা দুই একটা মেরিট পেয়ে যায় তারপর থেকেই এরা স্ক্যামিং শুরু করে দেয়। বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.
যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।
|
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 23, 2023, 10:49:33 AM |
|
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.
যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 23, 2023, 01:31:18 PM Last edit: August 23, 2023, 02:24:37 PM by DYING_S0UL Merited by 2Pizza410000BTC (1) |
|
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.
যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই। আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে এসব পোস্ট পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেকগুলো রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়? আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
August 23, 2023, 02:36:25 PM |
|
আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো। আমরা যদি ইসলামের অনুসারী হয়ে থাকি তাহলে একথা অনস্বীকার্য যে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাত দান করবেন।যদি অন্তরে জাররা পরিমাণ নেকি করে থাকি তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের জান্নাত দান করবেন। কিন্তু তার আগে অবশ্যই আল্লাহ তায়ালা পাপের শাস্তি দিয়ে নেবেন। একথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই খেয়াল করি যে অতীতে বাংলাদেশ, পাকিস্তান, ও নাইজেরিয়া নিয়ে তিনটি দেশের নাম উল্লেখ করেছেন। কিন্তু খুব সম্ভবত ডিসেম্বর মাসে নাইজেরিয়া নিজস্ব বোর্ড পেয়ে যায়। Communities marked with * (Pakistan, Nigerian and Bangladesh) don't have their own local boards yet. I am happy to remove "*" next to Nigeria as they finally got their own local board. Congratulations once again, and I hope that Pakistan is the next in line.
এখন শুধু বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে তাদের পরবর্তী লিস্টে। একসময় পাকিস্তান নিজস্ব বোর্ড পেয়ে যাবে শুধুমাত্র বাদ থাকবে বাংলাদেশ । তাই বাংলাদেশ ও একসময় নিজস্ব বোর্ড পাবই পাবে। Its time for a yet another brief monthly overview of local boards activity, this time a little bit later than in previous months as I was busy with yearly overviews. All charts and table are made with the help of @DdmrDdmr Merit Dashboard and @TryNinja Ninjastic.space.
Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards yet but hopefully that changes soon.
তবে বাংলাদেশের থেকে পাকিস্তান অনেক বেশি এগিয়েছে। তাদের বেশ কয়েকজন এক্টিভ মেম্বার আছে যারা প্রতিনিয়ত কনস্ট্রাক্টিভ পোস্ট করে থাকে। তাদের মেম্বাররা সব সময় লোকাল বোর্ডের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। যদিও বাংলাদেশ তাদের একটিভ মেম্বার এর চেয়ে সংখ্যায় বেশি কিন্তু পোস্টের দিক থেকে আমরা তাদের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে আছি। এই পিছে থাকার পিছনে যে কারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা নতুনে মেরিট পাওয়ার জন্য আসে মেরিট পাওয়ার পর আর একটিভ থাকে না। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই এখানে একটিভ থেকে নিজস্ব লোকাল বোর্ড পাওয়ার জন্য চেষ্টা করব।
|
|
|
|
|
Bd officer
|
 |
August 23, 2023, 03:01:44 PM |
|
আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব। @DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।।  এই পিছে থাকার পিছনে যে কারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা নতুনে মেরিট পাওয়ার জন্য আসে মেরিট পাওয়ার পর আর একটিভ থাকে না। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই এখানে একটিভ থেকে নিজস্ব লোকাল বোর্ড পাওয়ার জন্য চেষ্টা করব।
তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ২-১ টা মেরিট অর্জন করা, ২-১ টা মেরিট অর্জন করে জুনিয়র মেম্বার হয়ে বাউন্টি ক্যাম্পাইন আনতে শুরু করে। তাদের কথা বাদ দেন, বর্তমানে আমরা যারা এক্টিব আছি আমাদেরকেই আপ্রাণ চেষ্টা করতে হবে।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1470
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 23, 2023, 03:08:31 PM |
|
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই। বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন। ভালো পোস্ট দেখে মেরিট দিছিলাম ভাই। তখন এটা বুঝতে পারিনাই যে সে এমন কার্যকলাপ করবে। এখানে অনেক নতুন ইউজার আছে তারা সবাই কম বেশি ভালো এক্টিভ এবং বাংলাদেশ বোর্ডের জন্য অনেক কিছু করতেছেন তবে এর মধ্যে ২/১ টা খারাপ লোক থাকলে এটা ট্রাক করা কষ্টকর। এর এমন কর্মকাণ্ড সত্যিই বাংলাদেশের জন্য লজ্জাজনক এমনিতেই বাংগালীকে অন্য দেশের মানুষেরা দেখতে পারে না। আরো এমন কর্মকাণ্ড বাংলা বোর্ডকে খারাপ হিসেবে অন্যদের মাঝে প্রেজেন্ট করে। এখন যেমন বাংলা বোর্ড একটি হইছে এমন চলতে থাকলে আমরা লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড দেখে মনে হয় বাংলাদেশ কখনই লোকাল বোর্ড এর জন্য গ্রহনযোগ্য হবে না। আমি এই বিষয়টা মাথায় রাখবো মেরিট দেওয়ার সময়। এমন কিছু এখানে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 23, 2023, 03:33:16 PM Last edit: August 23, 2023, 07:00:39 PM by DYING_S0UL |
|
ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো।
আসলে বিষয়টাকে টেনশন বলা হয়তো ভুল হবে। এজন্য আমি সন্দেহ শব্দটি ব্যবহার করছি। ভাই আপনি মানেন আর না মানেন, মাঝে মাঝে মনে হয় বাঙালি হওয়াটা অভিশাপ (Cursed)। বাঙালি শুনলেই বেশিরভাগ একটা নেগেটিভ ইমপ্রেশনস নিয়ে বসে, হয়তো সবাই না, বাট বেশিরভাগ। সব জায়গায় সব দেশেই ভালো খারাপ দুর্নীতি ইত্যাতি আছে, বাট বাঙালিরা এ বিষয়ে নাম্বার ওয়ান বলে আমার কাছে মনে হয়। একেবারে পাক্কা খেলোয়াড়। হয়তো আজ বাদে কাল অবশ্যই নিজত্ব বোর্ড পাবো, আশা করি। বাট আগামী ৬ মাসে বা ১ বছরে পাবো কিনা সন্দেহ জাগে। দোয়া করি আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ্ নিজস্ব বোর্ড পাবো। অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব। @DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।।  ধন্যবাদ ভাই। আমি মনে করছিলাম এটা কারোর চোখে পড়বে না। আমি যে এতো তাড়াতাড়ি মেম্বার হয়ে যাবো আমি নিজেও জানতাম না। আসলে আমি অনেক বছর ধরেই Bitcointalk এই ফোরামটাকে চিনতাম( ২০২০-২১)। তখন সবেমাত্র আমার এক বড়ভাই এটার সাথে যুক্ত হয়। তিনি এখন অনেক বড় মেম্বার। কিন্তু দুঃখের বিষয় হলো ঐসময় আমি পড়াশোনার চাপে এসবে তেমন গুরুত্ব দেই নাই।  আমার আর একটা প্রশ্ন ছিলো। বাংলা বোর্ডে যারা ভালো মেম্বার ও এক্টিভ মেম্বার তদের আমি কমবেশি পোস্ট দেখি। আর আমাদের মাঝে Little Mouse ভাইই Legendary রাঙ্কের। (আরো হয়তো আছে বাট আমার চোঁখে পড়েনি)। ভাই দেখি অনেক রেপুটেড একজন মেম্বার, অনেক ট্রাস্টেট। সততার সাথে তিনি অনেক Bounty campaign ম্যানেজ করেছেন। তাকে সব দিক থেকেই ভালো লেগেছে আমার। আমার প্রশ্নটা হলো তিনি বা তার মতো একজন এখনো কেনো মেরিট সোর্স হলো না/হতে পারলো না? বা ভবিষ্যৎে কি এর কোনো সম্ভাবন আছে?
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Popkon6
|
মেরিট সোর্স এর বিষয়ে আবেদন করতে পারেন আমাদের এই বাংলা বোর্ড থেকে সুনামধন্য ইউজার (ব্যক্তিরা)। কারণ @Bitcoindream আমাদের এই বাংলা লোকাল বোর্ডের Op তিনি ২০২০ সালে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু তারপর, পরবর্তী সময়ের ইউজারগুলো আর আবেদন (Application) করেনি।  Photo Source: https://asktom.cf/index.php?topic=5197548.msg52938022#msg52938022তাই নতুন করে সুনামধন্য ব্যক্তিদের আমি বলতে চাই আপনারা অ্যাপ্লিকেশন করেন যদি আমাদের বাংলা বোর্ড একটু নজরে আসলে অবশ্যই আমাদের বাংলা বোর্ডের মেরিট সোর্স গণ্য হলে অবশ্যই আমাদের উপকার হবে। আমি দেখেছি অনেক বোর্ড থেকেই একের অধিক ব্যক্তি অ্যাপ্লিকেশন করেছে তাই দ্রুতই স্বনামধন্য ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি।  Photo Source: https://asktom.cf/index.php?topic=5464174.msg62733073#msg62733073বাংলা বোর্ড থেকে মাত্র একজন ব্যক্তি আবেদন করেছে তাই যদি একের অধিক ব্যক্তি আবেদন করে তাহলে অবশ্যই সফলতা হবে। কারণ আমাদের বাংলা বোর্ডে বর্তমান সময়ে প্রায় অনেক ইউজার একটিভ এবং অনেক ভালো ভালো মানসম্মত পোস্ট হয়। যা মেরিট সোর্স হিসেবে অ্যাপ্লিকেশন করার জন্য যথেষ্ট।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | ✦ ✦ | | ✦ | | ✦ ✦ | Claim your reward every day until December 25th! | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে এসব পোস্ট পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেকগুলো রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়?
আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না। কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 24, 2023, 04:53:18 AM |
|
আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না।
কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।
হ্যাঁ আপনার এই কথার সাথে আমিও সহমত। বোর্ড পাওয়ার পর যদি এটিকে আমরা ঠিকঠাক পরিচালনা না করি বা ঠিকমতো চালাতে অক্ষম হই তখন উল্টা আমাদেরই বদনাম হবে। এজন্য আমাদের আগে দক্ষ পাকাপোক্ত একটা কমিউনিটি নিশ্চিত করতে হবে। আমাদের সমস্যা হলো আমাদের এক্টিভ মেম্বার সংখ্যা অনেক কম। হ্যা হয়তো ফোরামে অনেক বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তাদের বেশিরভাগই বাংলা ফোরামে আসে না, পোস্ট করে না, এদের বেশিরভাগ বাউন্টি হান্টার, ও সিগনেচার করতে আসে এবং কিছু কিছু আছে যারা স্ক্যামে জড়িত। আমরা যারা বাংলা বোর্ডে এক্টিভ আছি সবই হাতেগোনা কিছু সংখ্যাক। আমাদের কমিউনিটি যদি আরো বড় করা যেতো, আরো পোস্ট, এক্টিভিটি, ইন্টারেক্টিভ বাড়ানো যেতো তাহলে আমরা উপরের সমস্যাগুলেই পড়তাম না। নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে? কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
  
Offline
Activity: 966
Merit: 391
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
August 24, 2023, 04:56:55 AM |
|
ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব বোর্ড চলবে। তবে নাইজেরিয়ার মত আমাদের শুধুমাত্র বোর্ড দেওয়া হবে এতে কোন চাইল্ড বোর্ড দেওয়া হবে না খুব সম্ভবত। তাই আমাদের বোর্ডের অধীনে থ্রেড খুলে পোস্ট দিতে হবে। যেমনটি নিচের নিজস্ব লোকাল বোর্ড গুলো চলছে। עברית (Hebrew)Nigeria (Naija)Skandinavisk
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1134
Merit: 1394
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 24, 2023, 05:10:03 AM |
|
নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে? কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।
এটা আসলে আপনি একা না। আমরা সবাই কিছু কিছু ইংরেজি বাংলাতে লিখে থাকি। আর এতে কোনো সমস্যা থাকার কথা নয়। ধরেন ফোরামে যে মেরিট সিস্টেম আছে, এটাকে যদি আমি বলি আপনি এতটি মেধা পেয়েছেন, এটা অনেকেই বুঝবে না। এমন অনেক কিছুই আছে যেটার বাংলার চাইতে ইংরেজি বেশি প্রচলিত এবং আমরা প্রায় সকলেই সেটাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আমি মনে করি এতে করে কারো সমস্যা হচ্ছে না। উল্টা কিছু ইংরেজির বাংলা লিখতে গেলে নিজেকে কবি কবি মনে হয়। ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব বোর্ড চলবে। হতে পারে। তবে কি হবে আমরা জানি না। একটা বোর্ড দিতে হলে সেখানে মোডারেটর ও দিতে হবে। অন্যান্য মোডারেটরদের লোকাল বোর্ড বা থ্রেড গুলো মোডারেট করা কষ্টকর হয়ে যায়। আমাদের তো হাতে গোনা কয়েকজন রেপুটেড মেম্বার আছে যারা মোডারেটর/মেরিট সোর্স হতে পারে। তবে সময় সব বলে দিবে।
|
|
|
|
Gulttam2a2
Member

Offline
Activity: 112
Merit: 34
|
 |
August 24, 2023, 05:31:48 AM |
|
উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা হওয়ার জন্য কতটুকু সহায়ক? উদ্যোক্তা শুধু ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত না,যে ব্যক্তি একটি গান কিংবা কবিতা লিখেন,পাঠদানের নতুন নতুন পন্থা উন্মোচন করেন কিংবা নতুন কিছু বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করেন তিনিও একজন উদ্যোক্তা। শুরু থেকেই পাঠ্যপুস্তক এ উদ্যোক্তা হওয়ার জন্যে জোর দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে কবিতার ভাবার্থ,বিলাসির/হৈমন্তীর চরিত্র, এ সব বিষয় জানতে না চেয়ে প্রশ্ন করা হবে একই ভাবার্থ এর একটা কবিতা নিজে থেকে লিখুন। বর্ষায় ও শীতে কোন সবজি পাওয়া যায় সেটা না জেনে কিভাবে আপনি চাষ করবেন লিখুন। যেকোন বিষয়ের পরীক্ষা হবে- ৫০% ব্যবহারিক, ৫০% লিখিত। পরীক্ষা কেন্দ্রে প্রতিটি বিষয়ের সরাসরি মৌখিক পরীক্ষা নেয়া উচিৎ। দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোন বিভাগ থাকবে না সবাই মানবিক, বানিজ্য, বিজ্ঞান বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয় ভর্তিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে পড়তে নয় গবেষণা করতে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয়ে গবেষণা করেছেন তাকে সেই ক্ষেত্রের বাহিরে কোন চাকুরীর আবেদনের সুযোগ দেয়া হবে না প্রয়োজনে অধ্যয়নকালীন বিষয় পরিবর্তন করতে পারবেন। সমাজে একজন বিসিএস ক্যাডারের থেকে একজন কৃষক উদ্যোক্তাকে সম্মান বেশি দিতে হবে। মেয়ের পরিবার চাকুরিজীবীর থেকে একজন উদ্যোক্তার কাছে মেয়ে বিয়ে দিতে আগ্রহী হতে হবে। সরকারকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি একজন উদ্যোক্তাকেও তার নতুন উদ্ভোবনের জন্য আলাদা ভাবে সম্মানিত করতে হবে। কারণ দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা দেশকে উন্নত করবে উদ্যোক্তারা। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ তখনি হবে যখন এ দেশের মানুষ সত্যিকার অর্থে চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হবেন। এটা দেশের সরকার জানেন, কিন্তু পরিতাপের বিষয় উপায় কি তা জানলেও প্রয়োগ করেন না। যদিও উন্নত দেশের পূর্বশর্ত উদ্যোক্তা বাড়ানো। অনেক উদ্যোক্তা তাদের সম্প্রদায়ের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং সুবিধা বঞ্চিত এলাকায় খাদ্য সরবরাহ করে এবং পরিবেশ-বান্ধব পণ্য বিকাশের মাধ্যমে তাদের মঙ্গল উন্নত করে।নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনুস, স্যার ফজলে হাসান আবেদ তাদেরও চাকরি দিয়েই জীবন শুরু হলেও পরবর্তীতে তারা হয়েছেন সফল উদ্যোক্তা। আপনি যদি সক্রিয় হন, তাহলে আপনার সাথে সেগুলি ঘটার জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনি জিনিসগুলিকে ঘটতে বাধ্য করেন। সাফল্যের আরও অনেক রাস্তা রয়েছে। সেই রাস্তা গুলো খুঁজে পেতে হয় নিজের বিচার-বিবেচনা দ্বারা। তাই কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন তাহলে আপনার বিবেক আপনাকে ভুল নির্দেশনা দিবে না। নিজেকে সম্পূর্ণ বিশ্বাস না করলে আপনারা সিদ্ধান্তগুলো যথার্থ হবে না।
|
|
|
|
|
|
Shishir99
|
 |
August 24, 2023, 06:35:31 AM |
|
--
আপনার লেখা এবং চিন্তা আমার ভালো লেগেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে কি এটা আসলে সম্ভব? আমি একটা ইন্ডিয়ান মুভি দেখেছিলাম যেখানে কৃষক রা তাদের জমি ছাড়তে নারাজা আর মুভির হিরো কৃষকদের পাশে দাড়িয়েছিলো। বাংলাদেশে যদি কেউ কৃষি নিয়ে উচ্চ শিক্ষা লাভ করে গ্রামে এসে কৃষি কাজে লাগে, বাংলার মানুষ তাকে বলবে ভোদাই। সবাই যদি শিক্ষিত হয়ে বিদেশ চলে যায় বা বড় বড় চাকরি করে, তবে জমিতে চাষ করবে কে? খাবার আসবে কেথা থেকে? জব সেক্টরে গেলেও একাডেমিক সার্টিফিকেট ছাড়া মূল্যায়ন করা হয় না। আপনার সিজিপিএ খারাপ হলে আপনি জব পাবেন না। আমি এমন অনেক কেই দেখেছি যাদের সিজিপিএ ভালো কিন্তু প্র্যাকটিক্যালি কাজে ভালো না। আবার সিজিপিএ খারাপ মানুষরাও প্র্যাকটিক্যাল কাজে ভালো হতে পারে।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Negotiation
Sr. Member
  
Offline
Activity: 1512
Merit: 285
Reality is that 1 BTC = Billionaire.
|
 |
August 24, 2023, 09:19:02 AM |
|
তাহলে একটু ভেবে দেখুন ভাই আমরা বাংলাদেশ নামক বেহেস্তে কিরকম নিরাপত্তা নিয়ে জীবন যাপন করছি। যদি আমরা অতীতের ঘটে যাওয়া সাইবার কেলেঙ্কারির ইতিহাস পর্যবেক্ষণ করলে এরকম আরো ডজন খানেক ঘটনা দেখতে পাব যেটার এখন পর্যন্ত কোন সুষ্ঠু তদন্ত হয়নি। এগুলোর তদন্ত কোনদিন হবে না ভাই কেননা এর সাথে সরকার দলীয় বড় বড় আমলারা জড়িত আছে। বেশ কয়েকদিন আগে ৫ কোটি গ্রাহকের information চুরি, তারপর সপ্তাহখানেক আগে দেশের ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন চুরি ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে সাইবার হ্যাকিং হয়েছে অথচ এর কোন তদন্ত হচ্ছে না। ইচ্ছে না বলতে ভুল হবে বরং এগুলার তদন্ত করার মত সাহস বাংলাদেশের নেই। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে পাঁচ বছরে একটি হ্যাকিং হওয়ার মত কোন ঘটনা নেই অথচ আমার সোনার বাংলাদেশে মাসে মাসে দু-চারটি এরকম হ্যাকিং এর ঘটনা জন্ম হচ্ছে। একটি বিষয় হচ্ছে এরকম ঘটনা হবেই কেন ? বাংলাদেশ কি যারা নিরাপত্তার বিষয়টি নিয়ে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা বেতন দিয়ে রাখি না। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছে তারা মাসে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে অথচ তাদের এই দায়িত্বের নমুনা। তাদের সিকিউরিটি এতটাই নড়ে ভরে যে কোন দেশের হ্যাকাররা ইচ্ছে করলেই আমাদের সাইবার হ্যাকিং করতে পারে। আমাদের দেশে রাজনীতির প্রেক্ষাপট সবাই জানে, রাজনীতির মহল টা ঠিক রাখতে হলে এ সকল ছোটখাট বিষয় নিয়ে মাথা ঘামানোর মত সময় উপরের বড় বড় আমলা দের নেই। তাই আমরা শত শতবার এই সকল বিষয় নিয়ে চিল্লাচিল্লি করলেও কোন লাভ হবে না । যাদের হাতে সবকিছুর দায়িত্ব থাকে তারাই যদি অবহেলা করে এবং দুর্নীতি করে তাহলে আপনি কোনোভাবেই ভালো কিছু আশা করতে পারবেন না, আর পরিবেশগত কারনে আমাদের দেশের অবস্থা আসলেই খারাপের দিকে যাচ্ছে, সামনে হয়তো ব্যাক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সব ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হতে চলেছি। বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.
যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই। জি ভাই আমারো এরোকম মনে হয়, খুব এ্যাক্টিভ না হলেও চেস্টা করি মাঝে মাঝে এ্যাক্টিভ থাকার। অনেকেই কোনো সার্থ ছারাই পোস্ট করেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্ত ব্যাস্ততার কারনে হয়তো অনেকেই রেগুলার পোস্ট করতে পারেনা। তবে আমার মনে হয় আমাদের সবাইকে নিজ যায়গা থেকে এগিয়ে আশা উচিৎ। তাহলে সবথেকে ভালো হবে।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 24, 2023, 11:59:20 AM |
|
কোট
কোট
কোট
কোট
https://www.facebook.com/kalbelanewsonline/videos/1366226543985982/?app=fblএই নিউজটা কেউ দেখছেন? সব দেখি Ponzi Scheme। MTFE এর মতো সিমিলার স্ক্যাম প্রজেক্ট। আশা করি এ নিয়ে বিস্তারিত লিখবেন।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
Fuso.hp
|
 |
August 24, 2023, 02:24:09 PM |
|
কোট~
লেখাপড়া করার প্রধান উদ্দেশ্য হচ্ছে চাকরি করা, ছোটবেলা থেকে যখন বাবা-মা আমাদের লেখাপড়া করার জন্য প্রেশার দিয়ে থাকে তখন থেকেই আমাদেরকে বলে থাকে যে যদি আমরা ভালোভাবে লেখাপড়া না করি তাহলে কখনোই ভালো চাকরি করতে পারবো না এবং কখনোই ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো না। আজ পর্যন্ত কোন গার্জিয়ান কে দেখলাম না যে সে তার সন্তানকে বলছে নিজের জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া কর বরং তাদের উদ্দেশ্যই থাকে ছেলে লেখাপড়া করবে এবং লেখাপড়া করে বড় ধরনের একটা চাকরি করবে। আমাদের দেশে উদ্যোক্তাকে তেমন মূল্যায়ন করা হয় না। গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ব্যক্তি যখন গ্রামে এসে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে তখন মানুষ তাকে বিভিন্ন কটু কথা বলবে এবং তার গার্জিয়ান কে বলবে এত কষ্ট করে সন্তান লেখাপড়া করিয়েছেন এই কৃষি কাজ করানোর জন্য। নিজের এলাকার বাইরে গিয়ে যদি রান্নার কাজ করতে হয় তারপরও মানুষ তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে কিন্তু একজন ব্যক্তি যখন নিজের এলাকায় যদি আর ১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করে তারপরও মানুষ তাকে ভালো চোখে দেখবে না। একজন চাকরিজীবী মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে না কিন্তু একজন উদ্যোক্তা চাইলে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে। শিক্ষা হচ্ছে নিজের জন্য আপনি উদ্যোক্ত হন অথবা চাকরি করেন আপনার যদি শিক্ষা থাকে তাহলে সেই শিক্ষা আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্রে কাজে লাগবে তাই শিক্ষার সাথে কখনোই চাকরি অথবা নিজের ব্যবসার তুলনা করা উচিত নয়।
|
|
|
|
Lion02
Newbie
Offline
Activity: 28
Merit: 1
|
 |
August 24, 2023, 05:55:26 PM |
|
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা 🇳🇬 Nigeria: 33.3% 🇿🇦 South Africa: 32.6% 🇮🇶 Iraq: 15.55% 🇧🇦 Bosnia and Herzegovina: 13.3% 🇦🇫 Afghanistan: 13.3% 🇪🇸 Spain: 11.6% 🇬🇷 Greece: 11.1% 🇺🇦 Ukraine: 10.5% 🇮🇷 Iran: 9.7% 🇹🇷 Turkey: 9.6% 🇨🇴 Colombia: 9.34% 🇸🇪 Sweden: 9.2% 🇨🇱 Chile: 8.53% 🇺🇾 Uruguay: 8.2% 🇧🇷 Brazil: 8% 🇮🇳 India: 8% 🇮🇹 Italy: 7.4% 🇫🇮 Finland: 7.2% 🇫🇷 France: 7.2% 🇪🇬 Egypt: 7.1% 🇦🇷 Argentina: 6.9% 🇵🇾 Paraguay: 6.5% 🇪🇺 Euro area: 6.4% 🇻🇪 Venezuela: 6.4% 🇵🇰 Pakistan: 6.3% 🇵🇹 Portugal: 6.1% 🇦🇹 Austria: 5.9% 🇧🇪 Belgium: 5.7% 🇩🇪 Germany: 5.6% 🇨🇦 Canada: 5.5% 🇮🇩 Indonesia: 5.45% 🇨🇳 China: 5.3% 🇸🇦 Saudi Arabia: 5.1% 🇵🇱 Poland: 5% 🇧🇩 Bangladesh: 4.7% 🇵🇭 Philippines: 4.5% 🇬🇧 UK: 4.2% 🇮🇪 Ireland: 4.1% 🇭🇺 Hungary: 3.9% 🇦🇺 Australia: 3.7% 🇳🇿 New Zealand: 3.6% 🇳🇱 Netherlands: 3.6% 🇺🇸 US: 3.5% 🇨🇿 Czechia: 3.5% 🇳🇴 Norway: 3.4% 🇷🇺 Russia: 3.1% 🇰🇵 North Korea: 3% 🇰🇷 South Korea: 2.8% 🇦🇪 UAE: 2.75% 🇲🇽 Mexico: 2.7% 🇯🇵 Japan: 2.5% 🇩🇰 Denmark: 2.4% 🇻🇳 Vietnam: 2.3% 🇨🇭 Switzerland: 1.9% 🇸🇬 Singapore: 1.9% 🇹🇭 Thailand: 1.06% 🇳🇪 Niger: 0.5% 🇰🇭 Cambodia: 0.36% 🇶🇦 Qatar: 0.1% Sourceআমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।
|
|
|
|
|
|