|
Bd officer
|
 |
March 14, 2025, 11:50:26 AM |
|
ভার্চুয়াল জগতেও যে ভালো রোজগার করা যায় সেটা আদিকালের মুরব্বিগণ বোঝে না।
ভাই মুরুব্বিদের কথা বাদ দিয়ে দেন, তারা অনলাইনে যে ইনকাম করা যায়, সেটা বুঝতেই চায় না। আমিও গ্রামে থাকি তাই এ বিষয়ে ভালোভাবে টের পেয়েছি। গ্রামের মুরুব্বিরা মনে করে আমরা ঘরে বসে জুয়া খেলি, আপনি দেখবেন বেশিরভাগ মুরুব্বীরা এই কথাটাই মনে করেন। আসলে আমরা মুরুব্বীদের বোঝাতে পারবো না, কারণ তারা টাচ মোবাইল ইউজ করতে পারে না, তাই তাদেরকে কিছু বলার নেই। এ বিষয়ে ভালো সিদ্ধান্ত হবে, যে আপনার ভার্চুয়াল ইনকাম এর পাশাপাশি ফিজিক্যালি কোন ব্যবসা বাণিজ্য করা বা যে কোন কাজ করলে কেউ কোন ধরনের মন্তব্য করবে না। বাইদাওয়ে আপনাদের দুইজনের কথা শুনে মনে হলো লাইফের ২য় ভুল মেইবি বিবাহ করা! ১ম ভুল জানতে চাইলে নাড়া দিয়েন!  ভাই একটা গান শুনেছিলেন কি? না শুনে থাকলে একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়েন। """বিয়ে করা মানে জ্যান্ত প্রানে মরা""" ভাই গান টা শুনিয়েন। আসলে যে বিয়ে করেছে, সেই ঠেলা বুঝেছে, আমিও বুঝেছি হা হা। শুধু পেরা আর পেরা, মাঝে মাঝে মনে হয় হুদাই বিয়েটা করছিলাম, একাকিত্ব জীবন ভালো ছিলো।
|
|
|
|
|
Royal Cap
|
 |
March 14, 2025, 01:34:06 PM |
|
আপনাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে সিঙ্গেল ই ভালো আছি। যদিও আমার মনে হয় বিয়ে করলে জীবনটা গোছানো হয় কিছুটা হলেও। আর আমার এক স্যার বলছিল "বিয়ে করলে নাকি সেভিংস বারে" সিঙ্গেল থাকলে নাকি টাকা কোনদিক দিয়ে খরচ হতে যায় টের ই পাওয়া যায় না।
|
|
|
|
|
Wonder Work
|
 |
March 14, 2025, 02:43:30 PM |
|
আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে।
বাসায় থাকলে কাজের অভাব হয়না, এটা করো ওটা করো, এরে ধরে ওরে ধরো, এখানে যাও ঐখানে যাও। আমি মাঝে মাঝে বুঝিনা, যেদিন আমি বাসায় থাকিনা সেদিন বাসার মানুষ টিকে কেমনে!
আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে।
ভাই তোমরা যা বলতাছে তাতে মাথা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে আমার। মানে ব্যাচেলার লাইফে কি তাহলে ভালো আছে এখন? বাসায় তো মাঝে মাঝে তাড়াতেই বিয়ে করে দাও তারা বলে গ্রাজুয়েশন শেষ কর মাস্টার্স কমপ্লিট কর ভালো জব করো তারপর বিয়ে কর কিন্তু এই দিকে বাসায় বলে দিয়েছি তাড়াতাড়ি বিয়ে করাই দিতে। আপনাদের কথাবার্তা শুনে ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আবার দুইদিন আগে আমি একটা পুরানো নাটক দেখেছি "বউয়ের জ্বালা"। বুঝলাম না কিছু সবকিছু একসাথে হয়ে গেল আপনারাও এই বউ নিয়ে কথা বলতেছেন। আচ্ছা ভাই বিয়ের পরবর্তী জীবন কি এতটাই বোরিং যতটা আপনারা বলতেছেন নাকি আমাদের ভয় দেখাচ্ছে? ভাই গ্রামে সবচেয়ে ভালো বিজনেসের মধ্যে আমার কাছে দুইটা বিজনেস ভালো লাগছে তার মধ্যে একটা হচ্ছে "ওষুধের ফার্মেসি" দেওয়া এবং আরেকটা হচ্ছে "গরুর ফার্ম" করা। গ্রাম অঞ্চলের দিকে এগুলো অনেক লাভজনক মনে হয় আমার কাছে। ফার্মেসির বিজনেস আপনি পল্লী চিকিৎসকের একটা কোর্স করেই সেটা করতে পারবেন। আর গরুর ফার্মে কিভাবে কি করতে হয় সেটা হয়তো আপনারা অবগত আছেন। এগুলোতে লজ্জাওয়ার মত কাঁপাবিলিটি নাই বললেই চলে।
আর ভাই আপনারা কেউ এখানে PAWS এয়ারড্রপ করেছিলেন? আমি করেছিলাম ভাই আমার অনেকগুলো একাউন্ট রয়েছে কিন্তু উইথড্র দেওয়ার মত এত এক্সচেঞ্জার নাই। যাদের একাধিক একাউন্ট আছে তারা কিভাবে কি করতেছেন একটু বলবেন। আর PAWS কী লিস্টিং এর আগে On Chain এটা একটিভ করে দেবে? PAWS দাম কিরকম আশা করতেছেন? আজকে দেখলাম কুকয়েনে এনাউন্সমেন্ট করেছে লিস্টিং এর জন্য।
|
| BITCOIN POKER | │ | ♠ ♦ ♥ ♣ | │ | | │ | ♠ ♦ ♥ ♣ | │ | EST. 2015 | | | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | PLAY NOW | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 14, 2025, 02:58:59 PM |
|
ভাই একটা গান শুনেছিলেন কি? না শুনে থাকলে একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিয়েন। """বিয়ে করা মানে জ্যান্ত প্রানে মরা""" ভাই গান টা শুনিয়েন। আসলে যে বিয়ে করেছে, সেই ঠেলা বুঝেছে, আমিও বুঝেছি হা হা। শুধু পেরা আর পেরা, মাঝে মাঝে মনে হয় হুদাই বিয়েটা করছিলাম, একাকিত্ব জীবন ভালো ছিলো।
উইলিয়াম লিয়ন ফেলপস ভাইজান লিখেছেন " পৃথিবীর সর্বোচ্চ সুখ হলো বিয়ে" । তাই যাই কিছু বলেন আপাতত নেগেটিভ কিছু বলবেন না তাহলে শেষ রাতের দিকে ভাত বন্ধ করে দেবে। আবার প্লুটো ভাই বলেছেন " প্রতিটি হৃদয় গান গায় এবং সেই গান অসম্পূর্ণ যদি সেই গান শোনার মত বা ফিসফিস করার মতো কেউ পাশে না থাকে" জীবনে যদি একবারও দুখের সাগরে ডুব দিতে হয় তাহলে তুমি বিয়ে কর কারণ বিয়ে করাকে আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছে।
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
March 14, 2025, 06:11:58 PM |
|
আর ভাই আপনারা কেউ এখানে PAWS এয়ারড্রপ করেছিলেন? আমি করেছিলাম ভাই আমার অনেকগুলো একাউন্ট রয়েছে কিন্তু উইথড্র দেওয়ার মত এত এক্সচেঞ্জার নাই। যাদের একাধিক একাউন্ট আছে তারা কিভাবে কি করতেছেন একটু বলবেন। আর PAWS কী লিস্টিং এর আগে On Chain এটা একটিভ করে দেবে? PAWS দাম কিরকম আশা করতেছেন? আজকে দেখলাম কুকয়েনে এনাউন্সমেন্ট করেছে লিস্টিং এর জন্য।
অন চেইন উইথড্র চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। আমিও বর্তমানে অন চেইন উইথ ড্র চালু হওয়ার অপেক্ষা করছি। সোলানা চেইনে মূলত আপনি এক্সচেঞ্জার এ লিস্টিং প্রাইস থেকে দেখলেই ভালো প্রাইস পাবেন। সম্প্রতি গত এক বছরে যতগুলা প্রজেক্ট লিস্ট হয়েছে যেগুলো ডেক্সের পাশাপাশি এক্সচেঞ্জারের লিস্টেড হয়েছে সবগুলার প্রাইস ডেক্স এ তুলনামূলক বেশি ছিল। সম্প্রতি দেখলাম উইন্টার মুন মার্কেট মেকার এর ওয়ালেটে এক বিলিয়নের উপরে Paws পাওয়া গিয়েছে। যদি নিউজটি সঠিক হয়ে থাকে তাহলে আশা করা যায় Paws এর মার্কেট ১০০ মিলিয়ন এর উপরে থাকতে পারে।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
March 15, 2025, 06:25:57 AM |
|
আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো।
ঘুরে ফিরে কথা একই। বাসায় আলাদা রুম থাকা মানেই সেটা আপনার আলাদা অফিস হতে পারে না। সেখানে পরিবারের সবাই একসেস করতে পারবে যে কোনো সময়। সবচাইতে বড় সমস্যা হলো ধরেন আপনি একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছেন, হুট করেই বললো এখনি বাজার থেকে তেল আনতে হবে। আপনার বাসা যদি গ্রামে হয়, যায়গা ভেদাভেদে বাজার হাফ কিলো থেকে ২ কিলো দূরে হয়ে থাকে। অনেকের বাসার কাছেও টুকিটাকি সদাই কেনার জন্য দোকান থাকে। কিন্তু মেইন কথা হলো আপনার কাজের মনোযোগ ছুটে গেলো। দোকানে কি আমার এটা হচ্ছে না? হ্যা, হচ্ছে, তবুও বাসায় থাকার চেয়ে অন্তত ভালো। মাঝে মাঝে মনে হয়, যেই এলাকায় আমি থাকি না, সেই এলাকার মানুষ করে কি? প্রায়ই ঘুম থেকে উঠেই শুনি অমুক টাকা দিয়ে গেছে এটা কিনে আনার জন্য, তমুকের ওটা আনার জন্য। মাঝে মাঝে মনে হয় এলাকা ছেড়ে দেই। এমনিতেই এলাকায় মানুষের মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে শুরু করে বিদেশীর বউদের ইমু খুলে দেয়ার জন্য অব্দি সকাল সকাল ঘুমের ব্যাঘাত ঘটায়। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 15, 2025, 09:39:42 AM |
|
আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো।
ঘুরে ফিরে কথা একই। বাসায় আলাদা রুম থাকা মানেই সেটা আপনার আলাদা অফিস হতে পারে না। সেখানে পরিবারের সবাই একসেস করতে পারবে যে কোনো সময়। সবচাইতে বড় সমস্যা হলো ধরেন আপনি একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছেন, হুট করেই বললো এখনি বাজার থেকে তেল আনতে হবে। আপনার বাসা যদি গ্রামে হয়, যায়গা ভেদাভেদে বাজার হাফ কিলো থেকে ২ কিলো দূরে হয়ে থাকে। অনেকের বাসার কাছেও টুকিটাকি সদাই কেনার জন্য দোকান থাকে। কিন্তু মেইন কথা হলো আপনার কাজের মনোযোগ ছুটে গেলো। দোকানে কি আমার এটা হচ্ছে না? হ্যা, হচ্ছে, তবুও বাসায় থাকার চেয়ে অন্তত ভালো। মাঝে মাঝে মনে হয়, যেই এলাকায় আমি থাকি না, সেই এলাকার মানুষ করে কি? প্রায়ই ঘুম থেকে উঠেই শুনি অমুক টাকা দিয়ে গেছে এটা কিনে আনার জন্য, তমুকের ওটা আনার জন্য। মাঝে মাঝে মনে হয় এলাকা ছেড়ে দেই। এমনিতেই এলাকায় মানুষের মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে শুরু করে বিদেশীর বউদের ইমু খুলে দেয়ার জন্য অব্দি সকাল সকাল ঘুমের ব্যাঘাত ঘটায়। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। যে পারে মানুষজন তো তার কাছেই যায়। আমি পারিনা আমার কাছে মানুষজন আসে না তার কাছে মানুষ গেলে কিছুটা সুবিধা পাবে মানুষ তার কাছেই যায়। এটাকে আপনি আল্লাহর এক প্রকার নেয়ামত বলতে পারেন । যদিও সাময়িকভাবে বিরক্তিকর লাগতে পারে তবুও আপনি পরবর্তীতে পাবেন মানুষের উপকার করতে গেলে কিছুটা বিরক্ত হতে হবে। তবে একটা কথা বলি আল্লাহ বান্দাকে তার কাছেই পাঠায় আল্লাহ বান্দার জন্য অবশ্যই তার কাছে কল্যাণকর কিছু রেখেছে।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
March 15, 2025, 01:57:27 PM |
|
মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।
ও ভাই বুকে আসেন। আমিও এটা চিন্তা করেছি পুরুষ মানুষ বাসায় বসে কাজ করলে তাকে নিজের কাজের পাশাপাশি বাসার যত কাজ আছে ১০ মিনিট পর পর এটা করতে হবে সেটা করতে হবে, আর যা বললেন বাচ্চা থাকলে তো কোন কথাই নেই তখন কাজ কম বউয়ের ঝাড়ি বেশি শোনা লাগে। আর নানান কলহতো লেগেই থাকে। আমি এই জন্য বাসায় আলাদা রুম নিয়ে নিয়েছিলাম জাস্ট কাজের জন্য তারপরেও আপনার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগলো। আর তাছাড়া আমি যেটা মনে করি আমরা ভার্চুয়াল জগত থেকে যত টাকায় কামাই করি না কেন সেটা যদি কোন বিজনেস এর ক্ষেত্রে আই মিন ফিজিক্যাল বিজনেস বা ভার্চুয়াল বিজনেস এর ক্ষেত্রে না ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের হাতে যত টাকায় থাকুক দিনশেষে দেখা যাবে যে সেভিংস জিরো। ফিজিক্যাল কিছু অবশ্যই প্রয়োজন হবে আপনার ব্যাকাপ হিসেবে। আমি জীবনের প্রথম একটা চাকরিতে এপ্লাই করেছিলাম সেখানে আজকে ইন্টার্ভিউ এর জন্য ডাকে ইন্টার্ভিউ দিলাম তারা একসেপ্ট করলো তবে সমস্যা হলো কাল থেকে জয়েনিং করতে বলে। আমি বললাম ঈদের পর জয়েন হলে ভালো হয় কিন্তু তারা বলতেছে যে ইন্টারেস্টেড থাকলে কাল থেকে জয়েন করেন। ঈদের ছুটি মাত্র ৩ দিন। ঈদের আগের দিন ঈদের দিন আর তার পরের দিন। এইটা কোনো কথা বলেন। চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
|
|
|
|
|
|
Royal Cap
|
 |
March 15, 2025, 02:14:17 PM |
|
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
ভাই কর্পোরেট সেক্টরে এমনই আপনাকে দিয়ে তারা দশ লাখ টাকার কাজ করালে আপনাকে বেতন দিবে দশ হাজার টাকা।( কথায় আছে বেতন কম চ*** বেশি) আর প্রথম অবস্থাতে এরকম কাজ করেই নিজের সিভি ভারি করার এক্সপেরিয়েন্স নিতে হয়। মোটামুটি যদি কোন সেক্টরে এক বছরের এক্সপেরিয়েন্স নেওয়া যায় তাহলে আর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না । আমার মতে প্রথম এক বছর কষ্ট হলেও আপনার এই চাকরিটা করা উচিত। আর কি ধরনের বা কোন সেক্টরের জব যদি একটু বিস্তারিত বলতেন তাহলে সবার বুঝতে এবং সাজেশন দিতে আরো সুবিধা হত।
|
|
|
|
|
Bd officer
|
 |
March 15, 2025, 03:31:28 PM |
|
ফিজিক্যাল কিছু অবশ্যই প্রয়োজন হবে আপনার ব্যাকাপ হিসেবে। আমি জীবনের প্রথম একটা চাকরিতে এপ্লাই করেছিলাম সেখানে আজকে ইন্টার্ভিউ এর জন্য ডাকে ইন্টার্ভিউ দিলাম তারা একসেপ্ট করলো তবে সমস্যা হলো কাল থেকে জয়েনিং করতে বলে। আমি বললাম ঈদের পর জয়েন হলে ভালো হয় কিন্তু তারা বলতেছে যে ইন্টারেস্টেড থাকলে কাল থেকে জয়েন করেন। ঈদের ছুটি মাত্র ৩ দিন। ঈদের আগের দিন ঈদের দিন আর তার পরের দিন। এইটা কোনো কথা বলেন।
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
ভাই চাকরিটা কি ধরনের সেটা তো বললেন না? এখন যদি আপনার চাকরিতে জয়েন করার ইচ্ছা থাকে তাহলে জয়েন করতে পারেন, কারন যদি এই চাকরিতে ভালো সুযোগ সুবিধা থাকে, তাহলে এই ধরনের চাকরি পরবর্তীতে খুজে পাওয়া কঠিন হতে পারে। আর ভাই চাকরি করা হলো অন্যের অধীনে কাজ করতে হয়, তারা যেভাবে বললে আপনাকে সেভাবে কাজ করতে হবে। যদি ছোট খাটো ব্যবসায় দাড় করাতে পারেন তাহলে সেটা অনেক ভালো হবে, কারন আপনার ইচ্ছামতো হ্যান্ডেল করতে পারবেন এবং অনলাইনে ইনকাম করার সুযোগটাও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এখন ভাই যেহেতু চাকরিটা আপনি করবেন তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যদি চাকরিটা আপনার জন্য ভালো হয় তাহলে জয়ের করতে পারেন।
বাংলাদেশে কী শুরু হলো? পত্রিকার ঢুকলে শুধু ধর্ষন আর ধর্ষন, বাংগালীরা কী আসলে ভালো হবে না? আজকে একটা নিউজ দেখে খুবই হতাশ হলাম, ৮ বছরের শিশুকে ধর্ষন করে হত্যার চেষ্টা করেছিলো, হত্যা করতে পারে নাই, কিন্তু গত ১৩ই মার্চ আছিয়া নামের মেয়েটি পরপারে চলে যায়। ভাই বিষয়টি ভেবে দেখেছেন? ৮ বছরের মেয়ের মধ্যে কি ছিলো? তারা কী দেখে আকর্ষিত হয়েছিলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 15, 2025, 09:00:09 PM |
|
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
ভাই কর্পোরেট সেক্টরে এমনই আপনাকে দিয়ে তারা দশ লাখ টাকার কাজ করালে আপনাকে বেতন দিবে দশ হাজার টাকা।( কথায় আছে বেতন কম চ*** বেশি) আর প্রথম অবস্থাতে এরকম কাজ করেই নিজের সিভি ভারি করার এক্সপেরিয়েন্স নিতে হয়। মোটামুটি যদি কোন সেক্টরে এক বছরের এক্সপেরিয়েন্স নেওয়া যায় তাহলে আর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না । আমার মতে প্রথম এক বছর কষ্ট হলেও আপনার এই চাকরিটা করা উচিত। আর কি ধরনের বা কোন সেক্টরের জব যদি একটু বিস্তারিত বলতেন তাহলে সবার বুঝতে এবং সাজেশন দিতে আরো সুবিধা হত। চাকরির বাজারে এরকমই হবে, আমাকে আপনাকে তারা বসিয়ে বসিয়ে রাখবে না। আপনি যেমন আপনার অধীনস্থ পদে দায়িত্ব আছে তাদেরকে যেমন আপনি চাপে রাখবেন ঠিক আপনার উপরে যারা পদে আছে তারা আপনাকে চাপে রাখবে এটাই স্বাভাবিক। চাকরি ক্ষেত্রে কেউ কাউরে ছাড় দেয় না বরং চাপে রাখতেই এরা বদ্ধপরিকর। প্রাইভেট সেক্টরে প্রাথমিকভাবে অনেকটাই চাপ থাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করার পর দেখা যাবে আপনার একটি কোম্পানিতে দুই বছরের অভিজ্ঞতা হয়েছে আপনি সিভিতে আরেক বছর বাড়িয়ে তিন বছর করে নেবেন। তখন অন্য একটি কোম্পানিতে আপনার সিভি ড্রপ করলে দেখা যাবে বেতন বৃদ্ধি পাবে এবং চাপটা আপনি আগের চেয়ে একটু হলেও কম পাবেন। তবে মনে রাখবেন প্রতিযোগিতার বাজারে চাপমুক্ত কোনই পদ নেই।
|
|
|
|
|
Shishir99
|
 |
March 16, 2025, 02:06:35 PM |
|
বাংলাদেশে কী শুরু হলো? পত্রিকার ঢুকলে শুধু ধর্ষন আর ধর্ষন, বাংগালীরা কী আসলে ভালো হবে না? আজকে একটা নিউজ দেখে খুবই হতাশ হলাম, ৮ বছরের শিশুকে ধর্ষন করে হত্যার চেষ্টা করেছিলো, হত্যা করতে পারে নাই, কিন্তু গত ১৩ই মার্চ আছিয়া নামের মেয়েটি পরপারে চলে যায়। ভাই বিষয়টি ভেবে দেখেছেন? ৮ বছরের মেয়ের মধ্যে কি ছিলো? তারা কী দেখে আকর্ষিত হয়েছিলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
বিগত বছর গুলোতে ধর্ষণের রেকর্ড গুলো যদি দেখেন, ৮০ শতাংশ ধর্ষণ এর ভুক্তভোগী হচ্ছে ১৮ বছরের নিচের মেয়ে। মানুষের পেট থেকে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যারা এই ধরনের ধর্ষক, প্রতিটা কেস ই দেখবেন গোমূর্খ লোকজন যেগুলো দেখতেই অমানুষের মতো লাগে, এরা ধর্ষণ করেছে। একটা বাচ্চা মেয়ে ইভেন তার বাবার হাতে ধর্ষিত হয়েছে, এই কেস আপনি কিভাবে দেখবেন? এই জানোয়ার জন্ম নিলো কিভাবে এই দেশে? এসব ঘটনা কি বাইরের দেশ গুলোতে হয়? আমার জানা নেই। তবে আমাদের দেশ এবং আমাদের পাশের দেশ ভারতে এসব ঘটনা প্রায় রেগুলারই ঘটে থাকে। এর থেকে প্রতিকার হলো ঘাড় থেকে মাথা নামিয়ে দেয়া। এ ছাড়া আর উপায় দেখছি না আপাতত।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 16, 2025, 03:12:23 PM |
|
বাংলাদেশে কী শুরু হলো? পত্রিকার ঢুকলে শুধু ধর্ষন আর ধর্ষন, বাংগালীরা কী আসলে ভালো হবে না? আজকে একটা নিউজ দেখে খুবই হতাশ হলাম, ৮ বছরের শিশুকে ধর্ষন করে হত্যার চেষ্টা করেছিলো, হত্যা করতে পারে নাই, কিন্তু গত ১৩ই মার্চ আছিয়া নামের মেয়েটি পরপারে চলে যায়। ভাই বিষয়টি ভেবে দেখেছেন? ৮ বছরের মেয়ের মধ্যে কি ছিলো? তারা কী দেখে আকর্ষিত হয়েছিলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
বিগত বছর গুলোতে ধর্ষণের রেকর্ড গুলো যদি দেখেন, ৮০ শতাংশ ধর্ষণ এর ভুক্তভোগী হচ্ছে ১৮ বছরের নিচের মেয়ে। মানুষের পেট থেকে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যারা এই ধরনের ধর্ষক, প্রতিটা কেস ই দেখবেন গোমূর্খ লোকজন যেগুলো দেখতেই অমানুষের মতো লাগে, এরা ধর্ষণ করেছে। একটা বাচ্চা মেয়ে ইভেন তার বাবার হাতে ধর্ষিত হয়েছে, এই কেস আপনি কিভাবে দেখবেন? এই জানোয়ার জন্ম নিলো কিভাবে এই দেশে? এসব ঘটনা কি বাইরের দেশ গুলোতে হয়? আমার জানা নেই। তবে আমাদের দেশ এবং আমাদের পাশের দেশ ভারতে এসব ঘটনা প্রায় রেগুলারই ঘটে থাকে। এর থেকে প্রতিকার হলো ঘাড় থেকে মাথা নামিয়ে দেয়া। এ ছাড়া আর উপায় দেখছি না আপাতত। ধর্ষনের মতো জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে আর নাই। বাংলাদেশের ধর্ষন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে, অপরাধীর ১০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। তবে এর কতটুকুই বা কার্যকর হয় তা নিয়ে আমার সন্দেহ আছে। চারেদিকে যদি দেখেন হাজার হাজার লাখ লাখ কেস এখনও পেন্ডিং পড়ে আছে। আর যতোদিনে সব প্রমাণিত হবে ততদিন ভুক্তভোগী থাকবেও কিনা কে জানে। সরকারের উচিত, এই বিষয়ে পদক্ষেপ নেয়া আর অবিলম্বে আইন পরিবর্তন করা। কারন বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অবস্থা তাতে সময়মতো বিচার পাওয়া এ জীবনেও সম্ভব না। ঠিক এই কারনে এরা পার পেয়ে যায়, ধর্ষনের মতো নিকৃষ্টতম কাজ করার সাহস পায়। এসব ধর্ষকদের জনসম্মুখে ক্রস ফায়ার করে মারা উচিত, যেন জানোয়ারগুলো নিজেদের পরিণতি দেখতে পারো। নয়তো পাথর নিক্ষেপ করা মারা উচিত যেমনটা ইসলামী রাষ্ট্রে হয়। যেমন কষ্ট দিয়েছে তেমন কষ্ট পেয়ে পেয়ে যেনো মরে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 16, 2025, 07:49:06 PM |
|
ফিজিক্যাল কিছু অবশ্যই প্রয়োজন হবে আপনার ব্যাকাপ হিসেবে। আমি জীবনের প্রথম একটা চাকরিতে এপ্লাই করেছিলাম সেখানে আজকে ইন্টার্ভিউ এর জন্য ডাকে ইন্টার্ভিউ দিলাম তারা একসেপ্ট করলো তবে সমস্যা হলো কাল থেকে জয়েনিং করতে বলে। আমি বললাম ঈদের পর জয়েন হলে ভালো হয় কিন্তু তারা বলতেছে যে ইন্টারেস্টেড থাকলে কাল থেকে জয়েন করেন। ঈদের ছুটি মাত্র ৩ দিন। ঈদের আগের দিন ঈদের দিন আর তার পরের দিন। এইটা কোনো কথা বলেন।
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
একচুয়ালি আমরা যারা অনলাইনের জগতে ঢুকে পড়েছি এবং এখান থেকে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিয়েছি এদের নিকট জব করা মানে ধরা বান্দা কোন টাইম অনুযায়ী ফিজিক্যালি উপস্থিত থেকে জব করা কখনোই পছন্দনীয় হবে না। মেইন বিষয়ে এখানে অনেক কিছু রয়েছে যে আপনি যে জবটি পাচ্ছেন সেটা স্যালারি কতটুকু আপনার সেখানে থাকা খাওয়া বা অন্যান্য খরচ পাতি মিলে কতটুকু মাস শেষে থাকবে। আর আমি শিওর যেহেতু এত কড়াকড়ির কথা বলছেন সেখানে এরকম কোন সুযোগও না যে আপনি আপনার পার্সোনাল কোন কাজ করবেন। এখন বিবেচনা এবং করে দেখুন কাজটি আপনি করবেন কিনা। যদিও আমার মনে হচ্ছে আপনি করবেন না। বিগত বছর গুলোতে ধর্ষণের রেকর্ড গুলো যদি দেখেন, ৮০ শতাংশ ধর্ষণ এর ভুক্তভোগী হচ্ছে ১৮ বছরের নিচের মেয়ে। মানুষের পেট থেকে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যারা এই ধরনের ধর্ষক, প্রতিটা কেস ই দেখবেন গোমূর্খ লোকজন যেগুলো দেখতেই অমানুষের মতো লাগে, এরা ধর্ষণ করেছে। একটা বাচ্চা মেয়ে ইভেন তার বাবার হাতে ধর্ষিত হয়েছে, এই কেস আপনি কিভাবে দেখবেন? এই জানোয়ার জন্ম নিলো কিভাবে এই দেশে? এসব ঘটনা কি বাইরের দেশ গুলোতে হয়? আমার জানা নেই। তবে আমাদের দেশ এবং আমাদের পাশের দেশ ভারতে এসব ঘটনা প্রায় রেগুলারই ঘটে থাকে। এর থেকে প্রতিকার হলো ঘাড় থেকে মাথা নামিয়ে দেয়া। এ ছাড়া আর উপায় দেখছি না আপাতত।
আসলে ভাই ধর্ষকদের কোন জাতিগত পরিচয় নেই এরা ধর্ষক এটাই তাদের পরিচয়। যেসব বিষয়ে আমরা মুখে আনতে পারি না সেসব বিষয় এখন বর্তমানে চারপাশে ঘুটতেছে। আর দিন দিন এগুলো বেড়ে চলছে। বর্তমানে আপনি আপনার মা, বোন, বউ বা মেয়ে কাউকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন আপনি কোথাও সেফ না। আর আপনি আমি বা অন্য কেউ সিনেমার মতন সুপারহিরো না যে একাই অস্ত্রধারী ১০ জন এর সম্মুখীন করতে পারব। আসলে আল্লাহ তায়ালা দর্শকদের শাস্তি হিসেবে শুধুমাত্র মৃত্যুদণ্ড এমনি এমনি কায়েম করেননি তাও আবার জনসম্মুখে। আর যে পর্যন্ত আমরা এই ধরনের আইন আমাদের দেশে দেখবো না সে পর্যন্ত এইসব ঘটনা আসলে ঘটতেই থাকবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Royal Cap
|
 |
March 16, 2025, 11:30:36 PM |
|
একচুয়ালি আমরা যারা অনলাইনের জগতে ঢুকে পড়েছি এবং এখান থেকে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিয়েছি এদের নিকট জব করা মানে ধরা বান্দা কোন টাইম অনুযায়ী ফিজিক্যালি উপস্থিত থেকে জব করা কখনোই পছন্দনীয় হবে না।
মেইন বিষয়ে এখানে অনেক কিছু রয়েছে যে আপনি যে জবটি পাচ্ছেন সেটা স্যালারি কতটুকু আপনার সেখানে থাকা খাওয়া বা অন্যান্য খরচ পাতি মিলে কতটুকু মাস শেষে থাকবে। আর আমি শিওর যেহেতু এত কড়াকড়ির কথা বলছেন সেখানে এরকম কোন সুযোগও না যে আপনি আপনার পার্সোনাল কোন কাজ করবেন। এখন বিবেচনা এবং করে দেখুন কাজটি আপনি করবেন কিনা।
যদিও আমার মনে হচ্ছে আপনি করবেন না।
আমি ভাই মনে করি যে চাকরি করলে জীবন একটা রুটিনের মধ্যে চলে আসে। এই ধরেন এখন যারা আপনাদের মতন ফ্রিল্যান্সিং করেন তাদের কিন্তু সব কাজ টাইমলি করা হয় উঠে না। ধরেন আপনি কোনো কোনো সময় ঘুম থেকে উঠে সকাল ১০ তে কিংবা ১২ টায়। আবার আবার কখনও কখনও খাওয়া দাওয়ার ও টাইম ঠিক থাকে না। কিন্তু চাকরি করলে আপনার সবসময় সিডিউল অনুযায়ী সব কাজ করতে হবে টাইমলি ঘুম থেকে উঠতে হবে অফিসে যেতে হবে কাজ করতে হবে। এটা আপনার জীবনযাত্রাকে একটি সিডিউল এর মধ্যে নিয়ে আসবে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1148
Merit: 1395
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
March 17, 2025, 05:30:08 AM |
|
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
আমি আপনার পোষ্ট টা দেড়িতে খেয়াল করলাম। সম্ভবত আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন জানাতে ভুলবেন না। তবে আমার ব্যাক্তিগত মতামত হলো, এই সিদ্ধান্ত ডিপেন্ড করবে আপনার বর্তমান অবস্থার ওপর। আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে নিয়ে নিতে পারেন। বেশিরভাগ প্রাইভেট জবে ছুটি নিয়ে সমস্যা। কিন্তু আপনাকে এটা মেনে নিয়েই জব করা লাগবে। অনলাইন লাইফ হচ্ছে অপশনাল। প্রফেশনাল লাইফে থাকলেও অনলাইনের জন্য ২-১ ঘন্টা আপনি ম্যানেজ করতে পারবেন। আামার প্রথম অনলাইন জব করা সময়ে আমি একটা চাকরি করতাম। সেখানে চাকরি করা অবস্থাতেই আমি অনলাইনে জব করেছি। যদিও এখন দুইটার কোনোটাই করছি না। এখন ব্যাবসা, আর সাথে এই ফোরাম।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
March 17, 2025, 11:24:30 AM |
|
বাংলাদেশে কী শুরু হলো? পত্রিকার ঢুকলে শুধু ধর্ষন আর ধর্ষন, বাংগালীরা কী আসলে ভালো হবে না? আজকে একটা নিউজ দেখে খুবই হতাশ হলাম, ৮ বছরের শিশুকে ধর্ষন করে হত্যার চেষ্টা করেছিলো, হত্যা করতে পারে নাই, কিন্তু গত ১৩ই মার্চ আছিয়া নামের মেয়েটি পরপারে চলে যায়। ভাই বিষয়টি ভেবে দেখেছেন? ৮ বছরের মেয়ের মধ্যে কি ছিলো? তারা কী দেখে আকর্ষিত হয়েছিলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
বিগত বছর গুলোতে ধর্ষণের রেকর্ড গুলো যদি দেখেন, ৮০ শতাংশ ধর্ষণ এর ভুক্তভোগী হচ্ছে ১৮ বছরের নিচের মেয়ে। মানুষের পেট থেকে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যারা এই ধরনের ধর্ষক, প্রতিটা কেস ই দেখবেন গোমূর্খ লোকজন যেগুলো দেখতেই অমানুষের মতো লাগে, এরা ধর্ষণ করেছে। একটা বাচ্চা মেয়ে ইভেন তার বাবার হাতে ধর্ষিত হয়েছে, এই কেস আপনি কিভাবে দেখবেন? এই জানোয়ার জন্ম নিলো কিভাবে এই দেশে? এসব ঘটনা কি বাইরের দেশ গুলোতে হয়? আমার জানা নেই। তবে আমাদের দেশ এবং আমাদের পাশের দেশ ভারতে এসব ঘটনা প্রায় রেগুলারই ঘটে থাকে। এর থেকে প্রতিকার হলো ঘাড় থেকে মাথা নামিয়ে দেয়া। এ ছাড়া আর উপায় দেখছি না আপাতত। আপনার ধারণার সাথে আমি একমত কেননা এইরকম জঘন্য ধর্ষণের একমাত্র সাক্ষী ইনস্ট্যান্ট মৃত্যু। গণধোলাই অথবা প্রকাশ্যে গর্দান দিয়ে মৃত্যু নিশ্চিত করায় এইরকম জঘন্য ধর্ষনের শাস্তি হতে পারে। ৮ বছরের আছিয়া যেভাবে নিজের লোকদের দ্বারা ধর্ষিত হলো সেটার একমাত্র প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করলে এবং আইন প্রণয়ন করলে অবশ্যই আমাদের দেশেও ধর্ষণ কমিয়ে আনা সম্ভব।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
March 17, 2025, 05:48:21 PM |
|
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
আমি আপনার পোষ্ট টা দেড়িতে খেয়াল করলাম। সম্ভবত আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন জানাতে ভুলবেন না। তবে আমার ব্যাক্তিগত মতামত হলো, এই সিদ্ধান্ত ডিপেন্ড করবে আপনার বর্তমান অবস্থার ওপর। আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে নিয়ে নিতে পারেন। বেশিরভাগ প্রাইভেট জবে ছুটি নিয়ে সমস্যা। কিন্তু আপনাকে এটা মেনে নিয়েই জব করা লাগবে। অনলাইন লাইফ হচ্ছে অপশনাল। প্রফেশনাল লাইফে থাকলেও অনলাইনের জন্য ২-১ ঘন্টা আপনি ম্যানেজ করতে পারবেন। আামার প্রথম অনলাইন জব করা সময়ে আমি একটা চাকরি করতাম। সেখানে চাকরি করা অবস্থাতেই আমি অনলাইনে জব করেছি। যদিও এখন দুইটার কোনোটাই করছি না। এখন ব্যাবসা, আর সাথে এই ফোরাম। ভাই সিদ্ধান্ত হচ্ছে তাদের না করে দিছি কারণ হঠাৎ করে এত প্রেশার আমি নিতে পারব না। IT কোম্পানি তো যার কারণে তাদের অফিস ২৪ ঘণ্টা ওপেন রাখতে হয়। তাই ইমপ্লয়ীদের উপর তারা একটু বেশীই চাপ দেন। আর যে পরিমাণ চাপ সেই অনুযায়ী বেতন বেশি না যদিও ফ্রেশার হিসেবে ঠিক আছে তবে আমার জন্য কম্ফোর্টেবল না তাই না করে দিছি। তবে চাকরি একটা করতে হবে অবশ্যই অথবা ব্যবসা। ঈদ এর পর থেকে দেখি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করবো কি করা যায়। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে হেল্প করতে পারেন। ছোট বেলা থেকে আমার চাকরি করার আসলে ইচ্ছে নেই। আমি বেশ কয়েকটা ব্যবসা শুরুও করেছিলাম তবে বেশিদিন কন্টিনিউ করিনি। কিন্তু বয়স তো অনেক হয়ে গেলো এখনো যদি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা না করি তাহলে তো সামনে ঘোর অন্ধকার নেমে আসবে।
|
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
March 17, 2025, 06:12:37 PM |
|
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
আমি আপনার পোষ্ট টা দেড়িতে খেয়াল করলাম। সম্ভবত আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন জানাতে ভুলবেন না। তবে আমার ব্যাক্তিগত মতামত হলো, এই সিদ্ধান্ত ডিপেন্ড করবে আপনার বর্তমান অবস্থার ওপর। আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে নিয়ে নিতে পারেন। বেশিরভাগ প্রাইভেট জবে ছুটি নিয়ে সমস্যা। কিন্তু আপনাকে এটা মেনে নিয়েই জব করা লাগবে। অনলাইন লাইফ হচ্ছে অপশনাল। প্রফেশনাল লাইফে থাকলেও অনলাইনের জন্য ২-১ ঘন্টা আপনি ম্যানেজ করতে পারবেন। আামার প্রথম অনলাইন জব করা সময়ে আমি একটা চাকরি করতাম। সেখানে চাকরি করা অবস্থাতেই আমি অনলাইনে জব করেছি। যদিও এখন দুইটার কোনোটাই করছি না। এখন ব্যাবসা, আর সাথে এই ফোরাম। ভাই সিদ্ধান্ত হচ্ছে তাদের না করে দিছি কারণ হঠাৎ করে এত প্রেশার আমি নিতে পারব না। IT কোম্পানি তো যার কারণে তাদের অফিস ২৪ ঘণ্টা ওপেন রাখতে হয়। তাই ইমপ্লয়ীদের উপর তারা একটু বেশীই চাপ দেন। আর যে পরিমাণ চাপ সেই অনুযায়ী বেতন বেশি না যদিও ফ্রেশার হিসেবে ঠিক আছে তবে আমার জন্য কম্ফোর্টেবল না তাই না করে দিছি। তবে চাকরি একটা করতে হবে অবশ্যই অথবা ব্যবসা। ঈদ এর পর থেকে দেখি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করবো কি করা যায়। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে হেল্প করতে পারেন। ছোট বেলা থেকে আমার চাকরি করার আসলে ইচ্ছে নেই। আমি বেশ কয়েকটা ব্যবসা শুরুও করেছিলাম তবে বেশিদিন কন্টিনিউ করিনি। কিন্তু বয়স তো অনেক হয়ে গেলো এখনো যদি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা না করি তাহলে তো সামনে ঘোর অন্ধকার নেমে আসবে। বাসা থেকে যদি মারাত্নক চাপ না থাকে সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ শিখার ট্রাই করতে পারেন। ৬ মাস এনাফ। বাট বাসা থেকে যদি এখনি ঢুকতে বলে তাহলে ঢুকে দেখেন। তবে আমি বলবো, যে কাজে আপনার মন নাই সে কাজ আপনার দ্বারা হবেনা, না করাই উচিত। আমারো সেইম অবস্থা ভাই, যদিও চাকরির জন্য চাপ দেয়না, বাট বারবার রিমাইন্ডার দেয়, যা করার এখনি কর, সামনে বড় রিসপনসিবিলিটি তোর। আমার পুরো ফ্যামিলির চাকরির প্রতি একটু ঝোক কম, সবাই চায় ব্যবসা টাইপ কিছু করতে। আমার নিজেরো চাকরি করার ইচ্ছা নাই, সারাদিন গরুর মতো খাটো আর মাসশেষে ২০-২৫ হাজার টাকা পাও, যা দিয়ে বর্তমান সময়ে কিছুই মেলেনা। ভালো কোথাও যে যাবো সেটারও উপায় নাই, না আছে মামা খালু, না আছে নেতা টাইপ বড় ভাই, না আছে অনেক ভালো সিজি ওয়ালা ডিগ্রি। আর যদি ঘুষের কথা বলেন, তাহলে আগেই বাদ। না খেয়ে থাকবো বাট ঘুষের ভিতর নাই আমরা। আর সত্যি কথা বলতে বাংলাদেশে চাকরির বাজার অনেক খারাপ। রেফারেন্স ছাড়া জব পাওয়া অনেক হার্ড। নিউজে শুধু দেখায়, রিক্সাচালকের মেয়ে বিসিএস ক্যাডার, বাট পেছনে যে লাখ লাখ ব্যর্থ কান্ডিডেট তা আর দেখায়না। এজন্য এসব চাকরি ফাকরির কথা ভাবিনা। অনলাইন সেক্টরের ব্যাপক অপুরচুনেটি আছে। কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে। অনেক পরিশ্রম যে করতে হয় তাও না, কাজ ইজি, জাস্ট কাজটা জানতে হবে, আর একটু ঘিলু থাকতে হবে।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
March 17, 2025, 09:35:52 PM |
|
বাসা থেকে যদি মারাত্নক চাপ না থাকে সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ শিখার ট্রাই করতে পারেন। ৬ মাস এনাফ। বাট বাসা থেকে যদি এখনি ঢুকতে বলে তাহলে ঢুকে দেখেন। তবে আমি বলবো, যে কাজে আপনার মন নাই সে কাজ আপনার দ্বারা হবেনা, না করাই উচিত।
আমারো সেইম অবস্থা ভাই, যদিও চাকরির জন্য চাপ দেয়না, বাট বারবার রিমাইন্ডার দেয়, যা করার এখনি কর, সামনে বড় রিসপনসিবিলিটি তোর। আমার পুরো ফ্যামিলির চাকরির প্রতি একটু ঝোক কম, সবাই চায় ব্যবসা টাইপ কিছু করতে। আমার নিজেরো চাকরি করার ইচ্ছা নাই, সারাদিন গরুর মতো খাটো আর মাসশেষে ২০-২৫ হাজার টাকা পাও, যা দিয়ে বর্তমান সময়ে কিছুই মেলেনা। ভালো কোথাও যে যাবো সেটারও উপায় নাই, না আছে মামা খালু, না আছে নেতা টাইপ বড় ভাই, না আছে অনেক ভালো সিজি ওয়ালা ডিগ্রি। আর যদি ঘুষের কথা বলেন, তাহলে আগেই বাদ। না খেয়ে থাকবো বাট ঘুষের ভিতর নাই আমরা।
আর সত্যি কথা বলতে বাংলাদেশে চাকরির বাজার অনেক খারাপ। রেফারেন্স ছাড়া জব পাওয়া অনেক হার্ড। নিউজে শুধু দেখায়, রিক্সাচালকের মেয়ে বিসিএস ক্যাডার, বাট পেছনে যে লাখ লাখ ব্যর্থ কান্ডিডেট তা আর দেখায়না। এজন্য এসব চাকরি ফাকরির কথা ভাবিনা। অনলাইন সেক্টরের ব্যাপক অপুরচুনেটি আছে। কোনো একটা স্কিল ডেভেলপ করে মার্কেটপ্লেসে নেমে পড়া যায়। আমার আশে পাশে অনেক ছোট বড় ভাই ব্রাদার আছে যারা মাসে আরামসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যানসিং করে। অনেক পরিশ্রম যে করতে হয় তাও না, কাজ ইজি, জাস্ট কাজটা জানতে হবে, আর একটু ঘিলু থাকতে হবে।
আমি আপনার সাথে একমত জানাবো। আমি পার্সোনালি যা মনে করি আমাদের যদি বড় ধরনের আর্নিং করার চিন্তা থাকে, তাহলে কর্পোরেট জব করে কখনোই সেটা করা পসিবল না। এমন হতে পারে যে কর্পোরের জব করার পাশাপাশি আপনি সাইড বিজনেস চালু করলেন। কিন্তু আল্টিমেটলি আমি যেটা মনে করি আপনার ইনকাম এর ভলিউম বড় করতে হলে অবশ্যই আপনাকে হয় ফ্রিল্যান্সিং করতে হবে আর নয়তো বিজনেস শুরু করতে হবে। ফ্রিল্যান্সিং কেন বলছি আমার দেখা এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাত্র ২৫ বছর বয়সে পাঁচ কোটি টাকার উপরে তার ইনকাম নিয়ে গিয়েছে। আর বিজনেস এর কথা বলতে গেলে আপনার যদি হাজার হাজার কোটি টাকা কামাই করার ইচ্ছা থাকে তাহলে বিজনেস স্টার্ট করা ছাড়া আর কোন রাস্তা নাই। এখন বলতে পারেন হাজার হাজার কোটি টাকা একটু বেশি বলতেছি তবে বিশ্বাস করেন যারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক তারাও হয়তো এই ধরনের স্বপ্ন নিয়েই তাদের যাত্রা স্টার্ট করেছে। স্বপ্ন দেখতে কোন বাধা নাই। আমি হয়তোবা অন্য লাইনে চলে যাচ্ছি তবে আমি বুঝাচ্ছি গদ বাঁধা কর্পোরেট জব এবং সরকারি জব এর পরিপ্রেক্ষিতে এইগুলোর অবস্থান কোথায়।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|