Yea_btc
Newbie
Offline
Activity: 4
Merit: 0
|
 |
September 11, 2025, 10:09:35 AM Last edit: September 11, 2025, 12:21:31 PM by Xal0lex |
|
আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম এক নেতার সাথে। সেই নেতা সেই দুর্নীতিবাজ থেকে ঘুষ নিয়ে তাকে আরো হেল্প করেছে। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার পালালো তখন বিএনপির ছান্ডাকে বললাম ভাই লোকটা তো দুর্নীতি করতেছে, সাধারণ কৃষকদের হক মেরে খাচ্ছে। কিছু করেন। সে বলল আমাকে তাদের পেছনে পাঁচ বছর ঘুরতে হবে, তারপর নাকি তারা আমাকে তাদের কমিটিতে নিবে, এবং ভাগ বাটোয়ারার ওয়ারিশ বানাবে। আমার উত্তর: আমি কখনোই কোন কমিটিতে যাবনা। অন্যের হক মেরে খাওয়ার কোন ইচ্ছা আমার নেই। আপনারা কমিটিতে আপনি থাকেন। এই বলে চলে এসেছি। আবার এলাকার এক জামাত নেতার রে বললাম ভাই এই দুর্নীতি কি কোন কারনে বন্ধ করতে পারবেন। কয় ভাই আমাদের তো ক্ষমতাই নাই, আমাদের কথা কোন জায়গায় খাটে না। তবে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে কোন দুর্নীতি থাকবে না শিওর থাকেন। আসলেও বড় বড় শিক্ষা ক্যাডার, বিসিএস ক্যাডার, অফিসার্স, মাঠকর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা সবাই বিএনপির কথা একটু আকটু শুনে। অন্য দলের কথা শোনে না। আমি কোন দল করি না। আমাকে টেনেটুনে কোন দলে নেবেন না। আমি নিরপেক্ষ আমজনতা। দেশটা ভালো থাকুক, দেশের মানুষের উন্নতি হোক। সবাই ভালো জীবন যাপন করুক এটাই কামনা। আর হঠাৎ জামাত এর এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ আমি মনে করি এরা সুসংগঠিত ভাবে এদের সকল কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে সাথে যারা জামাত করে তারা মেধা, চরিত্র এবং ব্যবহার সব দিক থেকেই অন্যান্য দলগুলোর নেতাকর্মীর দিক থেকে আলাদা হয়ে থাকে। আর তাছাড়া আরও একটি বড় কারণ হচ্ছে জামাত এর বিরুদ্ধে এতদিন যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলো যে মিথ্যা এই বিষয়গুলা বর্তমানে প্রমাণিত হচ্ছে। আর তাছাড়া যেহেতু এটি ধর্মকে গুরুত্ব দেয় এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটার জন্য জামাত ভোট বেশি পায়।
হ্যাঁ, ভাই আমি আপনারা সাথে একমত। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি দল রয়েছে তার মধ্যে জামাত ইসলামী দলের লোকজনের আচার ব্যবহার ভালো। এদের নামে কোন বাজে রিপোর্ট দেখি না। আর বিএনপি লোকেরা অলরেডি তাদের পাওয়ার দেখাচ্ছে, ছাত্র আন্দোলনের পুর্বে আওয়ামীলীগের পাতি নেতাদের বিরুদ্ধে কিছু বলা যেত না, আর এখন বিএনপির লোকেদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কোন দলই ভালো না, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনটিই সুবিধার নয়। আর জামাত ইসলাম এখনো একবারো ক্ষমতায় যায় নাই, তাই তাদের বিরুদ্ধে কোন কিছু বলা যাচ্ছে না যে তারা কেমন আচরণ করবে, যেহেতু ইসলামী দল তাই আশা করা যায় ভালো আচরণ করবে। পুর্বে বিএনপি ক্ষমতায় ছিলো তাদেরও কার্যক্রম ভালো ছিলো না। আর এখন আমাদের এলাকায় বিএনপির লোক বেশি হয়েছে, যারা পূর্বে আওয়ামীলীগ ছিলো তারা এখন বিএনপির পিছনে ঘুরে, আর বড় বড় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিএনপির নেতারা বিশাল অংকের চাদা নিয়েছে। এটাই বাংলাদেশ। আর যদি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা এমন বাজে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাবে, লোকেরা জামাতে ভোট দিবে। DS যেমন বলেছে আসলে এটাই ঠিক, ধানের শীষ আর নৌকা এসের বিষ একই রকম। ভাইরে ভাই। বিএনপির কিছু কিছু অসাধু নেতার কারণে পুরো দলের ক্ষতি হচ্ছে। যেমন আমাদের টাউনে একটি বিল্ডিং এ মার্কেটের কাজ হচ্ছে, সেটা আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে সেখানে অনেক লোক টাকা পয়সা খরচ করে, দোকান দলিল করে নিয়েছে । কিন্তু বিএনপির আন্ডা নেতা সেই মার্কেটের সব দোকান দখল করছে, এবং কাজ শেষ হতে না হতেই অতিরিক্ত টাকা দাবি করতেছে। তবে টাউনের অন্যান্য কিছু নেতা এটির সমর্থন করে না। আমার পরিচিত একজন নিত্যান্তই ভাল মানুষ, এরকম সমস্যার সম্মুখীন হয়েছে। ভালো মানুষ সব দলে আছে, আবার খারাপ মানুষও আছে। শুধু পারসেন্টেন্স একটু কম আর বেশি। লাস্টে ঐ একটাই কথা, "নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ".. লল।
এটা আবার পাবলিকলি মানুষের সামনে বলতে যাই না। তাইলে ওই যে ফজলু পাগলার লোকজন আছে না, তারা আপনার জিব্বা কেটে কুত্তা দিয়ে খাওয়ায় দিব। তখন হবে আরেক বিপদ। আমি অফলাইনে আজ অবধি কোন রাজনৈতিক আলোচনায় জড়ায়নি। অনলাইনে টুকিটাকি আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটাই লিখি। কিছু কিছু নগ্ন মানুষ দেখলে আসলে আমার নিজের খুব লজ্জা লাগে। কিন্তু এদের কোন লজ্জা আছে বলে আমার মনে হয় না। রাজনীতি মানেই মিথ্যা। যে যত বড় বড় মিথ্যা কথা বলতে পারে সে ততো বড় নেতা হয়। আমার এলাকায় তো আমি দেখছি, আমাদের লোকাল বাজারের সবগুলা ভাংগারি দোকানদার বিএনপিএ নেতাদেরকে প্রতি মাসে হাজার হাজার টাকা চাঁদা দেয়। অনেকেই আছে যারা চাঁদা দেয় নাই বলে তাদের ব্যবসা বন্ধ করে দিছে। এভাবেই চলছে, কুত্তা লীগ আর কুত্তা দল, সব একই আসলে। আমরা চাঁদা দিতে পারব না ভাই। গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা খুবই বিরক্ত। দিন আনি দিনে খাই, নুন আনতে পান্তা ফুরায়। ৫০০ টাকা রোজ ৩০০০-৩৫০০ টাকা ইনকাম করি সপ্তাহে। পরিবার নিয়ে খুবই অসুবিধায় আছি। আর বসতবাড়ির জন্য নাকি সরকার বছরে ৭০০-১০০০ টাকা কর ধার্য করেছিল। এটা আওয়ামী লীগ সরকারের কথা বললাম। আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছে ঠিকই, কিন্তু চাঁদা আদায়ের রশিদে ১০০ টাকা উঠিয়েছে। অথবা কারো কারো ৭০ টাকা। তাহলে অতিরিক্ত ৬০০ থেকে ৯০০ টাকা কোথায় গেল। এটাও চাঁদাবাজি ছিল। তবে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে, বিএনপি নাকি, আমাদের মত নিরীহ লোকদের কাছ থেকেও চাঁদা দাবি করতেছে। এটা খুবই দুঃখজনক। গরিবরা কি সারা জীবন শোষণের শিকার হবে? নাকি নতুন দল ক্ষমতায় আসলে রেহাই পাবে? আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে।
২০২৩ এ যারা টেস্টনেটে কাজ করেছে, তারা অনেকেই মিলোনিয়ার হয়েছে। যেহেতু আড়াই বছর ধরে আপনি এখানে সক্রিয় না। ধারণা করে নিচ্ছি আপনিও মিলোনিয়ার হয়েছেন। কারণ ফোরাম যারা একবার আসে, তারা ফিরে যেতে পারে না। কারণ এখানে ইনকামের সুযোগ আছে। তাই আপনার millionaire এর গল্পটা একটু শুনতে চাই। কোন প্রজেক্ট থেকে মাল মারছেন। শেয়ার করে আমাদের একটু আমাদের মোটিভেট করুন। [moderator's note: multiple posts have been merged]
|
|
|
|
|
|
Bd officer
|
 |
September 11, 2025, 11:28:59 AM |
|
ভালো মানুষ সব দলে আছে, আবার খারাপ মানুষও আছে। শুধু পারসেন্টেন্স একটু কম আর বেশি।
এটা ঠিক দলের সকল লোকেই খারাপ নয়, কিছু কিছু ভালো মনের মানুষ রয়েছে, কিন্তু বেশিরভাগ খারাপ হলো মাঠ পর্যায়ের পাতি নেতা-কর্মীরা, এরা অতিরিক্ত ক্ষমতা দেখানো চেষ্টা করে। আর পাতি নেতারা বলে বেড়ায় তাদের পিছনে অমক নেতার হাত রয়েছে- বড় ভাই আছে, ইত্যাদি, ইত্যাদি। এই সব চলে আর কী। আর আপনার প্রতি আমার পরামর্শ, আপনি পর পর একাদিক পোস্ট করা থেকে বিরত থাকবেন। এগুলো দেখতে কেমন দেখা যায় না? শুধু আপনার পোস্ট দেখা যাচ্ছে। মডারেটর স্যার দেখলে সব পোস্ট একত্র করে দিবে, তাই এক সারিতে একাদিক পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর আপনি বিটকয়েনটক ফোরামে নতুন তাই বিটকয়েনটক ফোরামে নিয়ম-কানুন গুলো ভালোভাবে পড়ার পরামর্শ দিবো। 👉বিটকয়েনটক ফোরামের নিয়ম-কানুন এর লিংক
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 11, 2025, 02:59:00 PM |
|
এতোদিন যাবৎ দেখে আসছিলাম যে সবাই শিবির কে বলে আসছে যে এরা নাকি বট আইডি দিয়ে প্রপাগান্ডা ছড়ায় আর, আর বিরোধী দলের পোষ্টে তারা নাকি বট আইডি দিয়ে হাহা মারে। এখন দেখা যাচ্ছে শিবিরের বট আইডির পাশাপাশি বট ভোটের সংখ্যাও অনেক বেশি। বিএনপির এরকম ভরাডুবির কারণ কি বলে আপনাদের মনে হয়? আর শিবিরের জনপ্রিয়তা এতোই বেড়ে গেলো হুট করে? এর পেছনের ঘটনা আপনাদের কাছে কি মনে হয়?
আমার যেটা ধারণা, যেহেতু আওয়ামীলিগ এখন নাই, তারা এখন জামাত শিবির, বা অন্যান্য দল কে ভোট দিবে। আওয়ামীলিগের সাপোর্ট যারা করে, তারা অন্তত কোনোদিন বিএনপি কে ভোট দিবে না। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, রুমিন ফারহানা ঠিকই বুঝে। তাই তিনি চাচ্ছেন যেভাবেই হোক, আওয়ামীলিগ মাঠে আসুক। এতে করে বিএনপি বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। আওয়ামীলিগ যারা সাপোর্ট করে, তারা আওয়ামীলিগ কে ভোট দিবে, এতে করে আওয়ামীলিগ এর ভোট গুলো আর জামাত শিবির পাবে না।
যদিও রাজনীতি নিয়ে কোন কথা বলতে চাই না তবে আপনার এই পোস্ট দেখে কিছু লেখার ইচ্ছা হলো। সামনে ভোটাভুটিতে কি হবে তা অনেকটাই আন্দাজ করা যাচ্ছে। বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল হলেও তারা অনেক বাজে অবস্থার মধ্যে আছে এখন এটা তারা বিশ্বাস করুক বা না করুক এবারের নির্বাচনে বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং ডাকসুর নির্বাচনের পর থেকে এটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। যদিও আমি কোন ধরনের রাজনীতি করি না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নাই। তবে আমি একটি প্রেডিকশন করতে পারতেছি যে কি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে, আওয়ামী লীগের সমর্থন কিন্তু কম না দেশে যাই বলেন, কারণ এটিও বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ছিল। এই নির্বাচনে আওয়ামী লীগের যত সমর্থন আছে প্রত্যেকের ভোট দিবে জামাত শিবির এবং বেশিরভাগ ভোট দিবে জাতীয় পার্টিতে। কারণ হচ্ছে জাতীয় পার্টি গত নির্বাচনে আওয়ামী লীগকে সাহায্য করছে অন্য কোন দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে নির্বাচন সুষ্ঠু দেখিয়েছে। তারমানে জাতীয় পার্টির দিকে আওয়ামী লীগের একটি পজিটিভ দৃষ্টি আছে এবং তারাও জানে যে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারলে তারা আবারও দেশে ফিরতে পারবে। তাই যদি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ সমর্থনকারীর বেশিরভাগ ভোট তাদের মধ্যে পড়বে আর কিছু পড়বে জামাত শিবিরের পক্ষে। কারণ তারা ভালোভাবেই জানে যে জামাত-শিবির যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকদিন থেকেই কিছুটা হলেও মাফ পাবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে জাল দিয়ে ছেকে ধরা হবে কারণ গত ১৬ বছর বিএনপির ওপর আওয়ামী লীগ প্রচুর পরিমাণে অত্যাচার চালাইছে। এদিকে জামাত শিবিরের নরমালি অনেক সমর্থনকারি আছে এবং তারা যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে বিএনপি তার তিনভাগের এক ভাগও করতেছে না তাই জামাতের নমনীয়তা দেখে অনেকেই জামাত শিবিরের ভক্ত হচ্ছে যার একটি প্রতিফলন ডাকসু নির্বাচনে দেখা গেল। তাই সব মিলাইয়া চিন্তাভাবনা করলে জামাত-শিবির অনেক দিক থেকেই এগিয়ে আছে। তাই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির অনেক কষ্ট হয়ে যাবে নির্বাচিত সরকার গঠন করার জন্য। যদিও আমি রাজনীতি সম্পর্কে ভালো বুঝিনা রাজনীতি করি না তবে যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমার এরকমই মনে হচ্ছে।
|
|
|
|
|
|
Shishir99
|
 |
September 12, 2025, 01:56:50 PM |
|
এদিকে জামাত শিবিরের নরমালি অনেক সমর্থনকারি আছে এবং তারা যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে বিএনপি তার তিনভাগের এক ভাগও করতেছে না তাই জামাতের নমনীয়তা দেখে অনেকেই জামাত শিবিরের ভক্ত হচ্ছে যার একটি প্রতিফলন ডাকসু নির্বাচনে দেখা গেল।
তাই সব মিলাইয়া চিন্তাভাবনা করলে জামাত-শিবির অনেক দিক থেকেই এগিয়ে আছে। তাই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির অনেক কষ্ট হয়ে যাবে নির্বাচিত সরকার গঠন করার জন্য। যদিও আমি রাজনীতি সম্পর্কে ভালো বুঝিনা রাজনীতি করি না তবে যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমার এরকমই মনে হচ্ছে।
আমি এতো কিছু দেখি না বা চিন্তা করি না। আমি খেয়াল করেছি যে জামায়াতের কোনো নেতা, বিএনপি নেতাদের মতো শব্দ বোমা ছাড়ছে না। বিএনপির নেতা গুলো একে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, ওনারা এটা করবে, ওটা করবে। কিন্তু জামায়াত কে এরকম কোনো বক্তব্য দিতে দেখছি না। বিএনপি নেতারা যেখানে সেখানে হুংকার দিচ্ছে, ওনারা মানুষকে বলছে যে এই দেশে অমুকের ঠাই নাই, তমুকের ঠাই নাই, ধানের শীষ ছাড়া অন্য মার্কায় ভোট দিয়ে সুস্থ ভাবে বাড়ি যেতে পারবে না। এছাড়াও এই ধরনের অনেক বক্তব্য দিচ্ছে। মানে ওনারা নিজেদের সংশোধন করার চাইতে, অন্যদের কি করবে, সেই বিষয়ে বেশি চিন্তা করছেন। চাদাবাজির সরাসরি প্রমান থাকার পরেও ওনারা বেশিরভাগ সময় বলেন, বিএনপির কোনো নেতা কর্মী চাদাবাজী করে না। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ভাইরাল হয়েছে, সেইসব নেতাদের দল থেকে বহিস্কার করেই ক্ষ্যান্ত হচ্ছেন। এরকম বক্তব্য অনলাইনে এসেছে, যেখানে বিএনপি নেতাকে বলতে শোনা যাচ্ছে যে চাদাবাজি কৌশলে করতে হবে, আবার এরকম বক্তব্য এসেছে যেখানে নেতা বলছেন যে আমি নির্বাচিত হলে আপনাদেরকে আর চাদাবাজি করতে হবে না। দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে এসব কারনেই।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
MotoLM
Member

Offline
Activity: 133
Merit: 28
For Casino Advertisement- @LT_Mouse (Telegram)
|
 |
September 12, 2025, 04:59:55 PM |
|
তাই সব মিলাইয়া চিন্তাভাবনা করলে জামাত-শিবির অনেক দিক থেকেই এগিয়ে আছে। তাই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির অনেক কষ্ট হয়ে যাবে নির্বাচিত সরকার গঠন করার জন্য। যদিও আমি রাজনীতি সম্পর্কে ভালো বুঝিনা রাজনীতি করি না তবে যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমার এরকমই মনে হচ্ছে।
সম্ভাবনা খুবই কম। এই দেশের মানুষ মার্কা দেখে ভোট দেয়, প্রার্থী দেখে না। এরপরেও যদি কোনভাবে জামাত নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তাহলে আওয়ামীলীগ এবং বিএনপি একসাথে মাঠে নামবে এবং পুর্ন মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের পতন ঘটাবে। এইটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এমনেই আওয়ামীলীগকে নির্বাচনে না আনতে পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
|
Advertise your casino here. Telegram- @LT_Mouse
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 12, 2025, 08:33:12 PM |
|
তাই সব মিলাইয়া চিন্তাভাবনা করলে জামাত-শিবির অনেক দিক থেকেই এগিয়ে আছে। তাই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির অনেক কষ্ট হয়ে যাবে নির্বাচিত সরকার গঠন করার জন্য। যদিও আমি রাজনীতি সম্পর্কে ভালো বুঝিনা রাজনীতি করি না তবে যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমার এরকমই মনে হচ্ছে।
সম্ভাবনা খুবই কম। এই দেশের মানুষ মার্কা দেখে ভোট দেয়, প্রার্থী দেখে না। এরপরেও যদি কোনভাবে জামাত নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তাহলে আওয়ামীলীগ এবং বিএনপি একসাথে মাঠে নামবে এবং পুর্ন মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের পতন ঘটাবে। এইটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এমনেই আওয়ামীলীগকে নির্বাচনে না আনতে পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে। অসম্ভব কিছু বলেন নাই তার ওপর ইন্ডিয়া থেকে পশ্চিমা দের চাপ তো অবশ্যই থাকবে কারণ জামাতে ইসলামী দলটির সাথে ইসলাম শব্দটি রয়েছে আর ইন্ডিয়া থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো সকলগুলোই ইসলামকে দমাতে চায় এবং যেখানে ইসলাম শব্দ দেখে সেখানেই ইসলামোফোবিয়া ঢুকানোর চেষ্টা করে। এই দিক থেকে বিবেচনা করলে জামাত ইসলামী যদি জিতেও যায় তারপরেও তাদের জন্য দেশ পরিচালনা করা খুবই কঠিন হবে বর্তমানে যেমন ইউরোপ এবং আমেরিকা এর সাথে আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে ভালো অবস্থানে রয়েছি আমরা এগুলোর দিক থেকে সুযোগ সুবিধা আমাদের কমে যেতে পারে সেই সাথে সাথে জঙ্গি নাটক তো অবশ্যই থাকবে। আর আমাদের নৌকা আর ধানের শীষ তুই সাপের একই বিষ তো আছেই। যাইহোক ছোটবেলার একটা ছড়ার কথা মনে পড়ে গেল আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ে " ধানের শীষ পেটে বিষ, নৌকার মধ্যে হাইজ্ঞা দিস, কোদাল দিয়া চাষিস, গামছা দিয়ে মুসিস আর লাইন মনে নাই। " আসলে এই লাইনগুলো যে মানুষ বানিয়েছে এমনি এমনি বানায় নাই।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
September 13, 2025, 11:29:53 AM |
|
প্রাথমিক যুগের বিটকয়েনার চার্লি শ্রেম বিটকয়েনের প্রাথমিক যুগে বিটকয়েনের সাথে সম্পর্কিত কিছু জিনিসপত্র নিলামে তুলবেন  আপনারা কী চার্লি শ্রেম সম্পর্কে জানেন? তিনি প্রাথমিক যুগের বিটকয়েনার ছিলেন। আসলে চার্লি শ্রেমকে সিল্ক রোড ব্যবহারকারীদের কাছে ১ মিলিয়ন ডলারের বেশি বিটকয়েন বিক্রি করার পরিকল্পনা করার জন্য শ্রেম কে ২০১৪ সালে গ্রেফতার করা হয়েছিল এবং ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জামিন দেওয়া হয়। তাই জামিনের ১০ বছরপূর্তী উপলক্ষে কিছু জিনিসপত্র নিলামে উঠাবেন। যার মধ্যে বিটকয়েন ম্যাগাজিন #১ এবং একটি জার্নাল, বিটকয়েন রিং ইত্যাদি সহ ১২টি আইটেমের কথা বলা হয়েছে। নিউজ বিস্তারিত।
|
|
|
|
|
Shishir99
|
 |
September 13, 2025, 02:48:22 PM |
|
সম্ভাবনা খুবই কম। এই দেশের মানুষ মার্কা দেখে ভোট দেয়, প্রার্থী দেখে না। এরপরেও যদি কোনভাবে জামাত নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তাহলে আওয়ামীলীগ এবং বিএনপি একসাথে মাঠে নামবে এবং পুর্ন মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের পতন ঘটাবে। এইটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এমনেই আওয়ামীলীগকে নির্বাচনে না আনতে পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
এখানেই সমস্যা। সব দলেই ভালো এবং খারাপ লোক আছে। ধরেন আমি আওয়ামীলীগ সাপোর্ট করি, কিন্তু আমার এলাকার আওয়ামীলীগ প্রার্থী মানুষ ভালো না, সেই হিসাবে বিএনপি এর প্রার্থী তুলনামূলক ভালো লোক এবং ভালো কাজ করবে বলে মনে হয়। এই মুহূর্তে আমার উচিৎ হবে বিএনপির সেই প্রার্থী কে ভোট দেয়া কারন তিনি ভালো লোক। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। যেমনটা আপনি বললেন, এই দেশের মানুষ মার্কা দেখে ভোট দেয়, প্রার্থী দেখে না। আরো অন্তত ২ টা জেনারেশন পার হওয়ার পর হয়তো কিছুটা চেঞ্জ আসতে পারে। এখনো ৪০+ বয়সের ৮০ শতাংশ মানুষ মূর্খ এবং তারা দল কানা। ওনাদের ভালো মন্দ বুঝার নূন্যতম কোনো জ্ঞ্যান নাই। বা থাকলেও তারা পুরোতাই বায়াসড। অন্তত ২ টা জেনারেশন পার হলে হয়তো কিছু চেঞ্জ আসলেও আসতে পারে।
শূন্য রানেই ২ উইকেট নাই। বাংলাদেশ টিম আজকে কি করবে?
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 13, 2025, 03:52:44 PM |
|
শূন্য রানেই ২ উইকেট নাই। বাংলাদেশ টিম আজকে কি করবে?
হে হে,,,, আমরা একটু ভালো এক্সপেক্টেশন রাখতে শুরু করেছিলাম না ? তাই বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সেটাকে উল্টো ভাবে পূরণ করে যাচ্ছে। কি আজব আজব আউট হওয়া, ভুল বোঝাবুঝির কারণে ঐ সিচুয়েশনে রান আউট করে। আবার লিটন দাস চেষ্টা করেও খুব বেশি ভালো কিছু করতে পারিনি এমন যদি হতো ১২ বলে ২৮ রান নিয়েছে তাহলেও একটা কথা ছিল কিন্তু সে এখানে ২৬ বলে ২৮ রান নিয়েছে। ১৪ অফার শেষে বাংলাদেশ এর স্কোর বর্তমানে ৮৪ আমি তো ভেবেছিলাম যে রান রেট আরো কম থাকবে কিন্তু তারা ৬ এ এনেছে। এখন দেখার বিষয় যে জাকের আলী কি করে। অন্তত ১৪০ রান এর উপরে উঠলেও ভালো বোলিং করে জেতার সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটা হবে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ হাতে আছে আর মাত্র পাঁচ উইকেট। যদি বর্তমানে পিচে থাকা দুইজন আউট হয়ে যায় তাহলে আমার মনে হয় গপাগপ অন্য সবাই আউট হয়ে ১০০ এর আশেপাশেই ইনিংস শেষ করবে। সবশেষের মূল কথা বাংলাদেশ দল থেকে কখনো এক্সপেক্টেশন করবেন না সব সময় ক্রিটিসাইজ করবেন ভালো কোন কথা এদের নিয়ে বলবেন না তাহলে এরা একবারে আপনার এক্সপেক্টেশন কে চুদলিং পাং করে দিবে।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Mahiyammahi
|
 |
September 13, 2025, 07:13:52 PM |
|
সবশেষের মূল কথা বাংলাদেশ দল থেকে কখনো এক্সপেক্টেশন করবেন না সব সময় ক্রিটিসাইজ করবেন ভালো কোন কথা এদের নিয়ে বলবেন না তাহলে এরা একবারে আপনার এক্সপেক্টেশন কে চুদলিং পাং করে দিবে।
ভাই খেলা দেখতে বসে ছিলাম কিন্তু দেখে মুডটা একবারে নষ্ট হয়ে গেছে। এত বাজে পারফরমেন্স ওরা করেছে আজকে এরা যে আইসিসি রেংকিং এর টপ ১০ এর ভিতর আছে সেটা বলতেই লজ্জা করে। জিম্বাবুয়ে যদি খেলার সুযোগ পেতে এর থেকে অনেক ভালো খেলত। এই পিচ এ ৯/১০ রান রেইট রাখা নরমাল। ১৭০/১৮০ যদি নিতে পারত তাহলে একটা আশা ছিল। শ্রীলঙ্কা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে এই ম্যাচে। যেরকম খেলা উচিত সেরকমই খেলে দেখিয়েছে। আমাদের প্লাস্টিক এর টাইগার গুলো কিছু করতে পারল না। যাই হোক শেষ মেষ পোকার টুর্নামেন্ট এ ৪র্থ প্লেস করে মুড টা একটু ভালো লাগছে এখন। রাত জাগা একটু সার্থক লাগছে।
|
██████ ██ ██
██ ██ ██████ | . GAMBLR.. 🎰 🎲 ♠️..Premium Crypto Sportsbook and Casino.│ 𝕏 │ ➤ │ [ PLAY NOW ] | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 13, 2025, 07:54:34 PM |
|
কোট
ভাই নিবেন নাকি? আপনার তো আবার এসব লাগে! বন্যা টন্যা, ঝড় দুর্যোগে নেটওয়ার্কের বাহিরে চলে যান!  দুইদিন আগে রায়ানসে গেছিলাম সেখানে গিয়ে দেখি স্টারলিংক বেচতেছে! বড় টা ৫০ হাজারের মতো, আর মিনি টা ২৬ হাজার সামথিং। আর মাসে সম্ভবতো ৪ হাজার টাকা খরচ পড়বে, আর হাই প্রাইরটি প্যাকেজে আপনার +-৬ হাজার। টেকনোলজি হিসেবে প্রাইজ খারাপ না। আমরা ইমনিই মাসে ১০০০-১৫০০ টাকা ওয়াইফাই বিল দিয়ে থাকি। তার উপর আমার মতো গ্রাম সাইডে থাকলে ইমারজেন্সি ডাটা খরচ তো আছেই। আমার মতে ৩-৪ জন পরিবার মিলে যদি নেয়া হয় তাহলে কিন্তু জিনিসটা মন্দ হয়না। জাস্ট মেইনটেনেন্স আর সেফটি ইনশিউর করতে পারলেই এনাফ।  
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 14, 2025, 11:02:08 AM |
|
কোট
ভাই নিবেন নাকি? আপনার তো আবার এসব লাগে! বন্যা টন্যা, ঝড় দুর্যোগে নেটওয়ার্কের বাহিরে চলে যান!  দুইদিন আগে রায়ানসে গেছিলাম সেখানে গিয়ে দেখি স্টারলিংক বেচতেছে! বড় টা ৫০ হাজারের মতো, আর মিনি টা ২৬ হাজার সামথিং। আর মাসে সম্ভবতো ৪ হাজার টাকা খরচ পড়বে, আর হাই প্রাইরটি প্যাকেজে আপনার +-৬ হাজার। টেকনোলজি হিসেবে প্রাইজ খারাপ না। আমরা ইমনিই মাসে ১০০০-১৫০০ টাকা ওয়াইফাই বিল দিয়ে থাকি। তার উপর আমার মতো গ্রাম সাইডে থাকলে ইমারজেন্সি ডাটা খরচ তো আছেই। আমার মতে ৩-৪ জন পরিবার মিলে যদি নেয়া হয় তাহলে কিন্তু জিনিসটা মন্দ হয়না। জাস্ট মেইনটেনেন্স আর সেফটি ইনশিউর করতে পারলেই এনাফ।   সবকিছুই ঠিক আছে কিন্তু লাস্টে যে লাইনটা লিখেছেন এই জায়গায় গিয়ে আটকে গিয়েছি কারণ আমাদের বাংলাদেশ এর যে অবস্থা এই ক্ষেত্রে যদি স্টারলিং এর প্যানেলটি ছাদে বসিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ২-৩ দিন পরে সেটা চুরি হয়ে গিয়েছে আর তা নয়তো সেটার জন্য এক্সট্রা করে রড দিয়ে খাচা তৈরি করতে হবে। তার চাইতেও মজার বিষয় হচ্ছে গিয়ে আমার বাসায় এবং আমার পাশের বাসায় সিঁড়ির নিচ থেকে মটরের খাঁচা এর তালা ভেঙে শেষ রাতের দিকে মটর চুরি হয়েছে। আর এই জন্য আমি ৩-৪ জন মিলে এই স্টারলিং এর প্যাকেজটি কিনতে পারলেও কিনতেছি না । আর তাছাড়াও এখানে আপলোড স্পিড খুবই কম।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Shishir99
|
 |
September 14, 2025, 11:52:10 AM |
|
শূন্য রানেই ২ উইকেট নাই। বাংলাদেশ টিম আজকে কি করবে?
হে হে,,,, আমরা একটু ভালো এক্সপেক্টেশন রাখতে শুরু করেছিলাম না ? তাই বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সেটাকে উল্টো ভাবে পূরণ করে যাচ্ছে। কি আজব আজব আউট হওয়া, ভুল বোঝাবুঝির কারণে ঐ সিচুয়েশনে রান আউট করে। আবার লিটন দাস চেষ্টা করেও খুব বেশি ভালো কিছু করতে পারিনি এমন যদি হতো ১২ বলে ২৮ রান নিয়েছে তাহলেও একটা কথা ছিল কিন্তু সে এখানে ২৬ বলে ২৮ রান নিয়েছে। ১৪ অফার শেষে বাংলাদেশ এর স্কোর বর্তমানে ৮৪ আমি তো ভেবেছিলাম যে রান রেট আরো কম থাকবে কিন্তু তারা ৬ এ এনেছে। এখন দেখার বিষয় যে জাকের আলী কি করে। অন্তত ১৪০ রান এর উপরে উঠলেও ভালো বোলিং করে জেতার সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটা হবে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ হাতে আছে আর মাত্র পাঁচ উইকেট। যদি বর্তমানে পিচে থাকা দুইজন আউট হয়ে যায় তাহলে আমার মনে হয় গপাগপ অন্য সবাই আউট হয়ে ১০০ এর আশেপাশেই ইনিংস শেষ করবে। সবশেষের মূল কথা বাংলাদেশ দল থেকে কখনো এক্সপেক্টেশন করবেন না সব সময় ক্রিটিসাইজ করবেন ভালো কোন কথা এদের নিয়ে বলবেন না তাহলে এরা একবারে আপনার এক্সপেক্টেশন কে চুদলিং পাং করে দিবে। আইসিসি ইভেন্ট গুলোতে বাংলাদেশ কেনো এরকম পারফর্ম করে তার কোনো সদুত্তর আমার কাছে নেই। তারা শ্রীলংকার সাথে সিরিজ জেতার পর আবার আইসিসি ইভেন্ট এর ম্যাচে এসে তাদের সাথেই গো হারা হেরে যায়। অনেক সময় হারলেও খারাপ লাগে না, যদি খেলায় কোনো প্রকার কন্টেস্ট হয়। কিন্তু এই ম্যাচে কোনো প্রকার সম্ভাবনাই হয়নি। বাংলাদেশ কে কোনো ভাবেই মনে হয়নি এই ম্যাচ তারা জিততে পারে। প্রথম থেকেই মনে হচ্ছিলো যে এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে। আমরা মুখে আসলে যাই বলি না কেনো, আমরা অবশ্যই চাই যে বাংলাদেশ ম্যাচ জিতুক। কিন্তু সারা বছর শেষে যখন আইসিসি ইভেন্টে গিয়ে এরকম পারফর্ম করে, সেটা অবশ্যই আমাদেরকে হতাশ করে। তারা হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার। কোনো পাড়ার ক্রিকেট ম্যাচে হেরে গেলে কথা ছিলো না। হেরে যাক, তবুও একটু কন্টেস্ট করে হারুক। সেটাও করতে পারছে না।
|
|
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Yea_btc
Newbie
Offline
Activity: 4
Merit: 0
|
 |
September 14, 2025, 05:44:45 PM |
|
Charlie Kirk has passed away ট্রান্সলেশন: চার্লি কার্ক মারা গেছেন এবং চার্লি কার্কের ঘাড়ে গুলি লেগেছে। উটাহে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। একজন রক্ষণশীল হিসেবে চার্লি কার্ক এবং তার মতামত সম্পর্কে আপনি যা-ই ভাবুন না কেন, আপনার মতবিরোধ প্রকাশের জন্য সহিংসতা ব্যবহার করা স্পষ্টতই অগ্রহণযোগ্য। আমরা এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছি যেখানে কিছু লোক বিশ্বাস করে যে যাদের তারা পছন্দ করে না তাদের সদয়ভাবে এবং সহিংসভাবে চুপ করে দেওয়া উচিত। তার পরিবারের জন্য চিন্তাভাবনা এবং প্রার্থনা, বিশেষ করে স্ত্রী এবং সন্তানদের জন্য যারা অকল্পনীয় শোকের মধ্য দিয়ে যাচ্ছেন। মতামত: তার ও তার পরিবারের জন্য দোয়া করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। কিছু মানুষ অমর। আত্মিক মৃত্যু হলেই কিছু মানুষের মৃত্যু হয় না। তার অবস্থা আশঙ্কাজনক, এবং সে মারা যায়নি, হয়তো অমর হয়ে থাকবে। কিছু মানুষ মরে গিয়েও বেঁচে থাকে।
|
|
|
|
|
|
Bd officer
|
 |
September 14, 2025, 06:44:19 PM |
|
২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিটকয়েনের মাধ্যমে iPhone এর দাম।
 মজার একটি তথ্য পেলাম, আমরা হয়তো অনেকেই জানি iPhone 17 সিরিজের ফোন রিলিজ করা হয়েছে। গত 9 তারিখে আইফোন ১৭ রিলিজ করা হয়েছে, হয়তো অনেকেই iPhone 17 pro max কেনার পরিকল্পনা করেছেন। যাইহোক, আইফোনের মুল্য অনুযায়ী 2011 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আইফোনের মুল্য অনুযায়ী কতটি বিটকয়েন প্রয়োজন হতো সেই তালিকা পেলাম। যাইহোক, 2011 সালে iPhone 4s কিনতে 162.65 btc প্রয়োজন হতো। এখন পরবর্তীতে iphone 5 কেনার জন্য 52.76 btc প্রয়োজন হতো। সময়ের পরিবর্তে বিটকয়েন মুল্যবান হয়ে উঠেছে এবং আস্তে আস্তে বিটকয়েনের পরিমান কমে এসেছে। যাইহোক, বর্তমানে 2025 সাল চলছে, আর iPhone 17 সিরিজের ফোন রিলিজ হয়েছে, তাই iPhone 17 ক্রয় করার জন্য মাত্র 0.0072 btc প্রয়োজন। বিষয়টি চিন্তা করা যায়, বিগত ১৩-১৪ বছরের মধ্যে বিটকয়েন কতটা মুল্যবান হয়ে উঠেছে, যখন বিটকয়েনের দাম ১ মিলিয়ন ডলার হবে, তখন বর্তমান এমাউন্ট (0.00732) এর পরিবর্তে সামনে আরও একটা শুন্য (০) যোগ হয়ে যাবে। কেউ কি আইফোন কেনার পরিকল্পনা করেছেন? যদি করে থাকেন তাহলে পরিকল্পনা পরিবর্তন করে BTC কিনুন।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
September 14, 2025, 10:05:59 PM |
|
সবকিছুই ঠিক আছে কিন্তু লাস্টে যে লাইনটা লিখেছেন এই জায়গায় গিয়ে আটকে গিয়েছি কারণ আমাদের বাংলাদেশ এর যে অবস্থা এই ক্ষেত্রে যদি স্টারলিং এর প্যানেলটি ছাদে বসিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ২-৩ দিন পরে সেটা চুরি হয়ে গিয়েছে আর তা নয়তো সেটার জন্য এক্সট্রা করে রড দিয়ে খাচা তৈরি করতে হবে। তার চাইতেও মজার বিষয় হচ্ছে গিয়ে আমার বাসায় এবং আমার পাশের বাসায় সিঁড়ির নিচ থেকে মটরের খাঁচা এর তালা ভেঙে শেষ রাতের দিকে মটর চুরি হয়েছে। আর এই জন্য আমি ৩-৪ জন মিলে এই স্টারলিং এর প্যাকেজটি কিনতে পারলেও কিনতেছি না । আর তাছাড়াও এখানে আপলোড স্পিড খুবই কম।
মিয়া এটাই তো সমস্যা। তবে পার্সোনালী নিলে রিস্ক কম থাকবে। ছোট্ট একটা জিনিস, কজনই বা দেখবে। বাট কয় পরিবার মিলে নিলে আবার এই জানাজানির সমস্যা। বিশ্বাস করবেন কিনা জানিনা। আমার বাপে আমাদের বাড়ির সামনের বাগানে একটা মটর বসায় রাখছে, পানি দেয়ার জন্য (মাটির নিচের না, ক্যারি করা যায়, সেগুলো, বাসায় ২ টা মটর আমাদের)! আজ অব্দি চুরিই হয়নি। কেউ জানেই না যে বাগানে এক চিপায় মটর বসানা লল। নয়তো চোরে এতদিনে ঐআ নিয়ে পগারপার হতো!
এটা না বানায়ে পারলাম না, লল! Innovation by Iphone! মজার একটি তথ্য পেলাম, আমরা হয়তো অনেকেই জানি iPhone 17 সিরিজের ফোন রিলিজ করা হয়েছে। গত 9 তারিখে আইফোন ১৭ রিলিজ করা হয়েছে, হয়তো অনেকেই iPhone 17 pro max কেনার পরিকল্পনা করেছেন।
krogothmanhattan আবারো একটি রাফেল নিয়ে এসেছে। এখনো যারা জয়েন করেন নাই চাইলে জয়েন হতে পারেন।
|
| ...AoBT... | | ▄▄█████████████████▄▄ ███████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████ █████████████████████████ | | The Alliance of Bitcointalk Translators | | | | │ | | ▄▄▄███████▄▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀▀███████▀▀▀ | . ..JOIN US.. | | │ | | ▄███████████████████████▄ █████████████████████████ █████▀▀██████▀▀██▀▀▀▀████ ██████████▀██████████████ █████▄▄███████▄▄▀████████ █████████▄▀▄██▀▀█████████ █████████████████████████ █████████████████████████ ████████████▀████████████ ▀███████████████████████▀ █████ ██████████
| . ..HIRE US.. | | │ |
|
|
|
|
LDL
|
 |
September 15, 2025, 05:36:18 AM |
|
ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘে ১৪২-১০ ভোটে সমর্থন জাতিসংঘে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার ভোটাভোটির একপর্যায়ে ১৪২-১০ ভোটে ব্যাপক ভাবে জয়লাভ করে। যেখানে দশজন দেশ ইজরাইল, আমেরিকার সহ বেশ কিছু দেশ স্বাধীনতা দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। সে দিক থেকে আর্জেন্টিনার রয়েছে প্যারাগুয়ে রয়েছে, পাপুয়া নিউগিনি রয়েছে এবং আরো কিছু দেশ রয়েছে যারা সরাসরি বিরোধিতা করেছে। পরবর্তীতে আরো কিছু যুক্ত হবে যেমন ভারত যুক্ত হতে পারে। সৌদি আরব যুক্ত হতে পারে যদিও আমি মনের গভীর ক্ষোভ থেকে বলছি। এই মুহূর্তে কাতার কে নিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না কেননা কাতারকে দুদিন আগে কিছু বাম্বু দিয়েছে। এজন্য কাতার হয়তো ইসরাইলকে সাপোর্ট নাও করতে পারে। তবে নিচে আর্জেন্টিনাকে দেখে খুব খারাপ লাগলো যেখানে পৃথিবীর বেশিরভাগ ফুটবল সাপোর্টাররা আর্জেন্টিনাকে সাপোর্ট করে সেখানে আর্জেন্টিনা ইসরাইলের সমর্থনে রয়েছে। 
|
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1484
Merit: 1146
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 15, 2025, 11:01:29 AM |
|
মিয়া এটাই তো সমস্যা। তবে পার্সোনালী নিলে রিস্ক কম থাকবে। ছোট্ট একটা জিনিস, কজনই বা দেখবে। বাট কয় পরিবার মিলে নিলে আবার এই জানাজানির সমস্যা। বিশ্বাস করবেন কিনা জানিনা। আমার বাপে আমাদের বাড়ির সামনের বাগানে একটা মটর বসায় রাখছে, পানি দেয়ার জন্য (মাটির নিচের না, ক্যারি করা যায়, সেগুলো, বাসায় ২ টা মটর আমাদের)! আজ অব্দি চুরিই হয়নি। কেউ জানেই না যে বাগানে এক চিপায় মটর বসানা লল। নয়তো চোরে এতদিনে ঐআ নিয়ে পগারপার হতো!
তুমি স্টারলিং চালাবা আর কেউ জানবে না এটা কি পসিবল হতে পারে? হয়তোবা তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাউকে না বলে চালাতে পারবে কিন্তু একদিন না একদিন কারো চোখে সেটা পড়বেই আর এটা তো মাটির নিচে রাখা যায় না খোলামেলা জায়গা উঁচু জায়গাতেই রাখতে হয় তাই মানুষের চোখে পড়াটা স্বাভাবিক। যাইহোক তারপরেও যদি সিকিউরিটি দিয়ে লাগাতে পারো লাগিয়ে নাও যদি তোমার খুবই প্রয়োজন হয় তাছাড়া বর্তমানে ব্রডব্যান্ড কানেকশনগুলোকে আমার ভ্যালু ফরমানি মনে হয়। এটা না বানায়ে পারলাম না, লল! Innovation by Iphone! মজার একটি তথ্য পেলাম, আমরা হয়তো অনেকেই জানি iPhone 17 সিরিজের ফোন রিলিজ করা হয়েছে। গত 9 তারিখে আইফোন ১৭ রিলিজ করা হয়েছে, হয়তো অনেকেই iPhone 17 pro max কেনার পরিকল্পনা করেছেন।
এটা দ্বারা কি বুঝাইলা এটাই তো বুঝতে পারলাম না ডিজাইন এবার চেঞ্জ করছে 🤣
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Bd officer
|
 |
September 15, 2025, 04:15:13 PM |
|
Chainalysis 2025 Global Crypto Adoption Index is out! বিশ্ব ক্রিপ্টো গ্রহণের দিক থেকে ভারত কয়েকবছর ধরে শীর্ষ ১ নাম্বারে রয়েছে। যুক্তরাষ্ট্র ২ নাম্বারে রয়েছে, অন্যদিকে পাকিস্তান শীর্ষ ৩ এ উঠেছে। যাইহোক, ক্রিপ্টো গ্রহণে বাংলাদেশ শীর্ষ ১৫ টি দেশের মধ্যে ১৩ নাম্বারে রয়েছে, এটা দেখে আমি অবাক হলাম। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, লেনদেন করা সম্পুর্ন নিষেধ, তাহলে কিভাবে আমাদের দেশে ১৩ নাম্বারে রয়েছে। গত বছরে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে ৩৫ নাম্বারে ছিলো, এই বছর অনেক উন্নতি হয়েছে। হয়তো সামনে দিনগুলোতে আরও উন্নতি দেখা যাবে।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 15, 2025, 07:10:55 PM |
|
কোট
ভাই নিবেন নাকি? আপনার তো আবার এসব লাগে! বন্যা টন্যা, ঝড় দুর্যোগে নেটওয়ার্কের বাহিরে চলে যান!  দুইদিন আগে রায়ানসে গেছিলাম সেখানে গিয়ে দেখি স্টারলিংক বেচতেছে! বড় টা ৫০ হাজারের মতো, আর মিনি টা ২৬ হাজার সামথিং। আর মাসে সম্ভবতো ৪ হাজার টাকা খরচ পড়বে, আর হাই প্রাইরটি প্যাকেজে আপনার +-৬ হাজার। টেকনোলজি হিসেবে প্রাইজ খারাপ না। আমরা ইমনিই মাসে ১০০০-১৫০০ টাকা ওয়াইফাই বিল দিয়ে থাকি। তার উপর আমার মতো গ্রাম সাইডে থাকলে ইমারজেন্সি ডাটা খরচ তো আছেই। আমার মতে ৩-৪ জন পরিবার মিলে যদি নেয়া হয় তাহলে কিন্তু জিনিসটা মন্দ হয়না। জাস্ট মেইনটেনেন্স আর সেফটি ইনশিউর করতে পারলেই এনাফ।   সবকিছুই ঠিক আছে কিন্তু লাস্টে যে লাইনটা লিখেছেন এই জায়গায় গিয়ে আটকে গিয়েছি কারণ আমাদের বাংলাদেশ এর যে অবস্থা এই ক্ষেত্রে যদি স্টারলিং এর প্যানেলটি ছাদে বসিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ২-৩ দিন পরে সেটা চুরি হয়ে গিয়েছে আর তা নয়তো সেটার জন্য এক্সট্রা করে রড দিয়ে খাচা তৈরি করতে হবে। তার চাইতেও মজার বিষয় হচ্ছে গিয়ে আমার বাসায় এবং আমার পাশের বাসায় সিঁড়ির নিচ থেকে মটরের খাঁচা এর তালা ভেঙে শেষ রাতের দিকে মটর চুরি হয়েছে। আর এই জন্য আমি ৩-৪ জন মিলে এই স্টারলিং এর প্যাকেজটি কিনতে পারলেও কিনতেছি না । আর তাছাড়াও এখানে আপলোড স্পিড খুবই কম। ভাই বাংলাদেশের স্টারলিংক আসছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় কারণ পাশের দেশ ভারতও এত বড় দেশ হয়ে টেকনোলজির দিক দিয়ে এত এগিয়ে থেকেও স্টারলিংক আনতে পারেনি। তবে আমরা এখনো স্টারলিংক এর জন্য পুরোপুরি প্রস্তুত না। আমাদের দেশে অধিকাংশ মানুষের আয় অনেক কম আর তারা এত টাকা খরচ করে স্টারলিংক চালাইবে এটার সম্ভাবনা অনেক কম আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেগুলো নিয়ে আলোচনা করছেন বাঙালি যে ধরনের মানুষ চেনার পরে দিয়ে দেখা যাবে চুরি হয়ে গেছে ছাদ থেকে। এখন বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনগুলো অনেক কম দামে ব্রডব্যান্ড সেবা দিতাছে তাই এত টাকা খরচ করে স্টারলিংক এর সার্ভিস ব্যবহার করার ইচ্ছা আমার নাই। ওই একটা সময় ইন্টারনেটের জন্য আমরা হাহাকারে পড়ে গেছিলাম যখন সারা বাংলাদেশে ইন্টারনেট সহ বন্ধ করা হয়ছিল। কিন্তু এটা তো আর সব সময় দেখা যায় না এরকম পরিস্থিতি আবার কত বছর পর হবে তা আর বলা যায় না তবে এই পরিস্থিতির জন্য দেশে যা ঘটলো এটি যদি সব সরকার মনে রাখে তাহলে এরকম কাজ আর করবে না। তাই আপাতত মানুষ স্টারলিংক নিয়া চিন্তা করতেছে বলে আমি মনে করি না
|
|
|
|
|
|